Syria Earthquake: ভূমিকম্পের মধ্যেই জন্ম, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার সিরিয়ার ‘বিস্ময় শিশু’

Miracle_Baby

মাধ্যম নিউজ ডেস্ক: ভয়ঙ্কর ভূমিকম্পের কবলে সিরিয়ার (Syria Earthquake) বিস্তীর্ণ এলাকা। ঘর ছাড়তে হয়েছে হাজার হাজার মানুষকে। বাড়ছে মৃতের সংখ্যা। এর মাঝেই ঘটল এক আশ্চর্য ঘটনা। ভূমিকম্পে ভেঙে পড়া এক আবাসনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হল এক সদ্যোজাত। জানা গিয়েছে, শিশুটির জন্মও হয়েছে ভূমিকম্পের মধ্যেই। সেই শিশু প্রথম নিঃশ্বাসও নিয়েছে ধ্বংসস্তুপের নীচেই। যদিও শিশুটির মা এবং বাবার মৃত্যু হয়েছে। জন্ম থেকেই তাকে অনাথ করে দিয়েছে ভূমিকম্প। গোটা বিশ্ব তার নাম দিয়েছে, ‘বিস্ময় শিশু’।

ভূমিকম্পে বিধ্বস্ত দুই দেশ 

সোমবার ভোরবেলায় ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়া (Syria Earthquake)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। কম্পনে ভেঙে পড়ে হাজার হাজার বহুতল। হাসপাতালগুলিতে শুধুই আহতদের আর্তনাদ। তিল ধারণের জায়গা খালি নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, দুই দেশে ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ছাড়াতে পারে ২০ হাজার। মঙ্গলবার দুপুরে পঞ্চম বারের জন্যে কেঁপে ওঠে তুরস্ক। সব মিলিয়ে তুরস্ক এবং সিরিয়ায় মৃত্যুর সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে। আহতের সংখ্যা ২০ হাজারের বেশি। শতাব্দীর সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলে মনে করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, মৃতের সংখ্যা অন্তত ৮ গুণ বাড়তে পারে।

আরও পড়ুন: মুর্শিদাবাদ, কলকাতায় পতাকা বিড়ির কারখানা, অফিসে আয়কর হানা, চলছে তল্লাশি

তুরস্ক সরকার আগামী এক সপ্তাহ জাতীয় শোক (Syria Earthquake) ঘোষণা করেছে। প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরেদোয়ান একটি বিবৃতিতে বলেন, “প্রত্যেকেই তাঁদের সর্বশক্তি দিয়ে উদ্ধারকাজে নিয়োজিত হয়েছেন। প্রবল ঠান্ডা, শীতের মরসুম এবং ভূমিকম্পের ভয়বহতার মধ্যে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।” তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 
 
Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share