Bankura: তাপপ্রবাহ এনে দিল কাঁটার মুকুট! বিশ্বের প্রথম ১৫ উষ্ণতম স্থানে জায়গা বাঁকুড়ার

Balurghat_Heat_Wave

মাধ্যম নিউজ ডেস্ক: গরমে পুড়ছে বাংলা। রোদের তেজে ঝলসে যাওয়ার মত অবস্থা। প্রশাসন জারি করেছে তাপপ্রবাহের সতর্কতা। বেলা ১০টার পরে বাইরে পা ফেলার জো নেই। বৈশাখের শুরুতেই এত দাবদাহ বাংলা আগে কবে দেখেছে ঠিক মনে করতে পারছেন না অনেকেই। তবে এই তাপপ্রবাহ নিয়ে এল বাংলার মুকুটে নতুন পালক। পৃথিবীর উষ্ণতম প্রথম ১৫টি শহরের তালিকায় জায়গা করে নিল বাঁকুড়া (Bankura)।

আরও পড়ুন: টাকার বিনিময়ে তৃণমূলের পদ বিক্রি! নাম জড়াল বিধায়ক সোহমের আপ্ত সহায়কের

৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস নিয়ে বাঁকুড়া (Bankura) পেল ১৩ তম স্থান

মৌসম ভবন আগেই জানিয়েছিল যে এবার গরমে নাজেহাল হতে চলেছে বঙ্গবাসী। কারণ এবছর এপ্রিল-জুন মাসের গরম পুরনো রেকর্ড ভেঙে দিতে পারে। সেটাই সত্যি হল। প্রকৃতির রোষানলেই উষ্ণতম শহরের প্রথম পনেরোর মধ্যে চলে এল বাংলা। এল ডোরাডো ওয়েদার ওয়েবসাইটে পৃথিবীর উষ্ণতম (hottest) শহরগুলির একটি তালিকা প্রকাশ করা হয়েছে। গত ২৪ ঘণ্টার আবহাওয়ার নিরিখে এই তালিকাটি প্রকাশ করা হয়েছে। আর তাতেই তেরো নম্বরে জায়গা কর নিয়েছে বাঁকুড়া। গত ২৪ ঘণ্টায় বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: মিশনারিদের বিরুদ্ধে ধর্মান্তকরণের অভিযোগ! পৃথিবীর মধ্যে দ্রুত খ্রিস্টান জনসংখ্যা বাড়ছে নেপালে

বাঁকুড়া ছাড়াও দেশের অন্য তিন শহরের নামও রয়েছে

এই তালিকায় রয়েছে ভারতের আরও তিনটি শহর। দ্বিতীয় স্থানেই রয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। এছাড়াও রয়েছে ঝাঁসি ও জামশেদপুর।
তালিকার প্রথম রয়েছে নাইজেরিয়ার মাইনে সোরোয়া (Maine Soroa)। দ্বিতীয় স্থানে ভারতের প্রয়াগরাজ আর তৃতীয় স্থানে রয়েছে নাইজেরিয়ার গোর (Goure)। এই তাপমাত্রা বৃদ্ধিকে খুব একটা ভাল চোখে দেখছে না বিশেষজ্ঞরা। তাঁদের ধারণা৷ দেশের ৯০ শতাংশ অঞ্চল চরম উষ্ণ অঞ্চলে পরিণত হচ্ছে। ভবিষ্যতে এর প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতে।

আরও পড়ুন: আজও চলবে তাপপ্রবাহ! বৃষ্টি শুরু হচ্ছে কবে?

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share