Bard: চ্যাটজিপিটি-কে টেক্কা দিতে গুগল আনছে ‘বার্ড’

liuio

মাধ্যম নিউজ ডেস্ক: ChatGPT-এর জনপ্রিয়তায় কী গুগল ধরাশায়ী? বেশ কয়েকদিন ধরে নেট পাড়ায় এই প্রশ্ন ঘুরছে । 

কী বললেন গুগলের সিইও সুন্দর পিচাই

এমন অবস্থায় গুগলের মাদার কোম্পানি অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই  কয়েকদিন আগেই বলেন, নতুন ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কাজ শুরু করেছি আমরা। খুব তাড়াতাড়ি পরিকল্পনা বাস্তবায়িত হয়ে যাবে। জানা গিয়েছে গুগলের এই নতুন ফিচারের নাম হতে চলেছে ‘বার্ড’ (Bard)। তিনি আরও বলেন, যেকোনও প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে গুগলের এই নতুন ফিচারের। জটিল থেকে সহজ– সব প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে।

>

ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে সকলকে টেক্কা দিয়েছে চ্যাটজিপিটি

ChatGPT-এর পুরোনাম হল Chat Generative Pretrend Transformer। এটি ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাহায্যে তৈরি করা হয়েছে যা এক ধরনের চ্যাট বট। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার উপরেই কাজ করবে। জানা গিয়েছে, আপনি সহজেই শব্দের বিন্যাসে এটির মাধ্যমে কথা বলতে পারেন এবং আপনার যে কোনও ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে চ্যাট জিপিটি (ChatGPT)। গুগলের প্রতিযোগী সার্চ ইঞ্জিন বললেও ভুল হবেনা। সম্প্রতি শুরু হয়েছে চ্যাট জিপিটি (ChatGPT), আপাতত শুধুমাত্র ইংরেজি ভাষাতেই কাজ করছে এটি। জানা গেছে, পরবর্তীকালে অন্যান্য ভাষাও উপলব্ধ হবে এখানে। এটি ২০২২ সালের ৩০ নভেম্বর থেকে চালু হয়েছে এবং এর অফিসিয়াল ওয়েবসাইটটি হল chat.openai.com। মাত্র কয়েকমাসেই চ্যাট জিপিটির (ChatGPT) ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ছুঁয়েছে। উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে কোনও প্রশ্ন সার্চ করা মাত্রই চ্যাট জিপিটি আপনাকে সেই প্রশ্নের সরাসরি উত্তর দেখাবে। চ্যাট জিপিটি-এর মাধ্যমে প্রবন্ধ, গল্প, নাটকের স্ক্রিপ্ট, কারও জীবনী ইত্যাদি খুব সহজেই লেখা যাবে।

 

অন্যদিকে গুগলের মাদার সংস্থা অ্যালফাবেট বুধবার তাদের নতুন চ্যাটবট ‘বার্ড’ এর একটি প্রোমোশনাল ভিডিও প্রকাশ্যে আনে। জানা গিয়েছে এই ভিডিওতে  ভুল তথ্য শেয়ার করা হয় যে কারনে গুগলের লোকসান হয়েছে প্রায় ১০,০০০কোটি টাকা। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share