মাধ্যম নিউজ ডেস্ক: দরজায় কড়া নাড়ছে শীত। এবছর নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই পারদ পতন শুরু হয়েছে। মাসের শেষে তো ঝড়ো ব্যাটিং শুরু করেছে শীত। শুক্রবারে ভোরের হিমেল হাওয়া হাড়ে কাঁপুনি ধরিয়েছে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আগামী কয়েক দিন তাপমাত্রা এরকমই থাকবে।
পারদ পতন
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার ছিল নভেম্বরে মরসুমের শীতলতম দিন। ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল তাপমাত্রার পারদ। তবে এই সপ্তাহান্তে শীতের দাপট আরও বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। কলকাতার রাতের তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি থেকে বেড়ে ১৭.৬ ডিগ্রি হয়েছিল। কিন্তু দিনের তাপমাত্রা আবার হেঁটেছে উলটো পথে। ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে দিনের তাপমাত্রা হয়েছে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। দুটি তাপমাত্রাই স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এর সঙ্গে আপেক্ষিক আর্দ্রতা কমে হয়েছে ৩৪ শতাংশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ হ্রাস পাওয়ায় শহরে শীতের আমেজ বহাল রয়েছে পুরোদমে।
আরও পড়ুন:আজ এই মরশুমের শীতলতম দিন, আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া?
নিম্নচাপের সম্ভাবনা
এবছর নভেম্বরের শুরু থেকেই শিরশিরে হাওয়া অনুভূত হচ্ছিল। মাঝের দু’দিনে সেভাবে শিরশিরে হাওয়া অনুভূত হচ্ছিল না। কারণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। সেই নিম্নচাপের অভিমুখ ছিল উত্তর উত্তর পশ্চিম দিক। সেই নিম্নচাপের কারণে উত্তরে হাওয়ার গতিপথ রুদ্ধ হচ্ছিল। ফলে শিরশিরে হাওয়ার প্রভাব কিছুটা হলেও কমে গিয়েছিল। কিন্তু আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল,শীত দোরগোড়ায়। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বর্তমানে যা ওয়েদার সিস্টেম, তাতে আগামী দিনে কোনও পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে উত্তুরে হাওয়া অবাধ প্রবেশ করতে পারবে, ফলে আশা মতন ঠান্ডা অনুভূত হবে বলেই আশাবাদী আবহাওয়াবিদরা। হাওয়া অফিস সূত্রে খবর, এই নভেম্বরে যে রকম ঠান্ডা পড়েছে, তা গত পাঁচ বছরে কলকাতায় পড়েনি। উত্তর এবং দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে পুরোদমে। সপ্তাহ শেষে অন্তত তিন ডিগ্রি নামতে পারে পারদ। বিশেষত ঝাড়খণ্ড বিহার লাগোয়া পশ্চিমাঞ্চলের জেলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও এই উইকএন্ডে প্রায় ২ ডিগ্রি পারদ পতনের ইঙ্গিত রয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply