Karnataka: কর্নাটক জয়ের লক্ষ্যে আজই কী প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির?

bjp(1)

মাধ্যম নিউজ ডেস্ক: কর্নাটকের (Karnataka) বিধানসভা নির্বাচনে এখনও অবধি বিজেপি একটি আসনেও প্রার্থীর নাম ঘোষণা করেনি অবশেষে আজ থেকে কর্নাটকের ভোটে বিজেপির প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু হল। বিজেপি সূত্রে খবর, রবিবার কেন্দ্রীয় নির্বাচন কমিটি ও সংসদীয় বোর্ডের বৈঠকে কর্নাটকের (Karnataka) প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। প্রসঙ্গত, কর্নাটকের ভোট ঘোষণা হয়েছে ২৯ মার্চ। ১০ মে ভোট রয়েছে এই দক্ষিণী রাজ্যে। গত নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছিল। মোট ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় বিজেপি দখল করেছিল ১০৪ আসন। মুখ্যমন্ত্রী হন বাসবরাজ বোম্বাই।

কারা উপস্থিত থাকবেন আজকের বৈঠকে

জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,  বিজেপি সভাপতি জে পি নাড্ডা সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, কর্নাটকে (Karnataka) ভোটের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সহকারী ভারপ্রাপ্ত মনসুখ মাণ্ডবিয়া উপস্থিত থাকবেন আজকের বৈঠকে। কর্নাটকে (Karnataka) দলের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই শনিবার বলেন, জেলা ও বিধানসভা কেন্দ্র স্তরে সমীক্ষার ভিত্তিতে প্রার্থী বাছাই হবে। ২২৪ আসনের বিধানসভায় কয়েকটি বাদে সিংহভাগ আসনেই এক বারে প্রার্থী ঘোষণা করে দেওয়ার চেষ্টা হবে। বিজেপি সূত্রে খবর, পার্টি প্রতিটি বিধানসভায় তিনজন করে প্রার্থী বাছাই করবে। তারপর কেন্দ্রীয় নেতৃত্ব একজনকে বাছবে।

মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই সংবাদ মাধ্যমকে বলেন, আজ কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক রয়েছে, আগামীকাল হবে সংসদীয় বোর্ডের বৈঠক। শুক্রবারই কর্নাটকের (Karnataka) বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা বলেন, শীঘ্রই আমাদের সমস্ত প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে। প্রার্থী তালিকা প্রকাশ করতে দেরি হওয়ায় বিজেপিকে কটাক্ষ করেছিল কংগ্রেস ,তার উত্তরে বাসবরাজ বোম্বাই বলেন, বিরোধীরা তো প্রার্থী খুঁজে পাচ্ছেনা, অন্যদল থেকে কখন কেউ দল ছাড়বেন সেই ভরসাতেই থাকতে হচ্ছে বিরোধীদের।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share