Chhattisgarh: ঘরে ঢুকে মাথায় গুলি! ছত্তিশগড়ে মাওবাদী হামলায় মৃত্যু বিজেপি নেতার

bjp

মাধ্যম নিউজ ডেস্ক: ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা। মাওবাদীদের গুলিতে ফের প্রাণ গেল এক বিজেপি নেতার৷ এ বার সরাসরি স্থানীয় নেতার বাড়ির ভেতর ঢুকে পরিবারের সদস্যদের সামনেই গুলি করে খুন করল মাওবাদীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায়। গতকাল দু’জন মাওবাদী হঠাৎ নারায়ণপুরের জেলা সহ-সভাপতি সাগর সাহুর বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে৷ তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ স্থানীয় পুলিশ এই ঘটনার তদন্তভার নিয়েছে এবং তদন্ত শুরু করেছে৷

ঠিক কী ঘটেছিল?

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ৮টা নাগাদ ছত্তিশগড়ে নারায়ণপুরের বিজেপি জেলা সভাপতি সাগর সাহুর বাড়িতে ঢোকে দু’জন। তারা নিজেরাই জানায় যে তারা নিষিদ্ধ সংগঠনের সদস্য। এর পর বিজেপি নেতার মাথায় গুলি করে তারা। মৃতের পরিবার জানিয়েছে, একটি বাইক করে আততায়ীরা এসেছিল। গুলি করে চম্পট দেয় তারা। এই ঘটনার আগে বেশ কয়েকবার সাগর মাওবাদীদের হুমকি পেয়েছিলেন বলেও জানিয়েছে তাঁর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: ‘আমাকেও মাঝে মধ্যে ফিজিওথেরাপির সাহায্য নিতে হয়’, বললেন প্রধানমন্ত্রী

পুলিশের তরফে নারায়ণপুর জেলার পুলিশ সুপার পুষ্কর শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “সাগর সাহুর বাড়িতে মোটর বাইকে চেপে দু’জন এসেছিলেন। ওই বিজেপি নেতাকে গুলি করা হয়েছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ‘মৃত’ বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। অনেক চেষ্টা সত্ত্বেও সাগরকে প্রাণ বাঁচানো যায়নি। এ ছাড়া আর কোনও তথ্য মেলেনি। ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।”

এই একই রকমের ঘটনা ঘটেছিল ৫ ফেব্রুয়ারি৷ মাওবাদীরা আরেক বিজেপি নেতা নীলকান্ত কেরেকামের উপর হামলা করে৷ তিনি ছিলেন উসুরের বিজেপি ব্লক সভাপতি৷ মাওবাদীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে৷ এর পরেই তিনি মারা যান৷ বিশাল সংখ্যক বিজেপি সমর্থক, তাঁর অনুগামীরা পাকারাম গ্রামে বিজেপি নেতা নীলকান্তের শেষকৃত্যে অংশগ্রহণ করেন৷ ছত্তিশগড়ে মাওবাদীদের বাড়বাড়ন্তে রীতিমত প্রাণসংশয়ে রয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতারা এর আগেই অভিযোগ করেছেন যে মাওবাদীরা ক্ষমতাসীন কংগ্রেস দলের কিছু নেতার সঙ্গে হাত মিলিয়েছে। এর পরেই একের পর এক হামলা করেই চলেছে মাওবাদীরা। পরপর এই দু’টি মাওবাদী হামলার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী৷ 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share