Category: পড়াশোনা

Get updated Education and Career news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • UGC NET: জুন মাসের ‘নেট’ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু! জানুন বিস্তারিত

    UGC NET: জুন মাসের ‘নেট’ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু! জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে ইউজিসি নেট পরীক্ষার আবেদন। ইউজিসির (UGC NET) তরফে জানানো হয়েছে, আগামী তিন সপ্তাহ এই আবেদন প্রক্রিয়া চলবে। তারপরে জুন মাসে পরীক্ষা হবে। জানা গেছে, আগামী ১৩ জুন থেকে ২২ জুনের মধ্যে সমস্ত পরীক্ষা সম্পন্ন হবে। জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এর জন্য ইউজিসি নেট পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই পরীক্ষা অনলাইনে হবে মোট ৮৩ টি বিষয়ে। ১০ মে বুধবার থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, চলবে আগামী ৩১ মে বিকাল ৫ টা পর্যন্ত।

    প্রার্থীদের সুবিধার্থে ইউজিসির তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে নিয়মিত এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট nta.ac.in এবং ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in তাঁরা যেন নজর রাখেন।

    কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হলে নেট (UGC NET) উত্তীর্ণ থাকা বাধ্যতামূলক

    প্রসঙ্গত বিশ্ববিদ্যালয় এবং কলেজে শিক্ষকতার পদে আবেদন করার জন্য নেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকা বাধ্যতামূলক। এছাড়াও জুনিয়ার রিসার্চ ফেলোশিপের যোগ্যতা মানের জন্য নেট পরীক্ষা নেওয়া হয়। ২০১৮ সাল থেকে ‘কম্পিউটার বেসড মোড ইউজিসি নেট’ পরীক্ষা হচ্ছে। প্রতিবছর দু’বার এই পরীক্ষা সম্পন্ন হয়। একটি জুন মাসে এবং অপরটি হয় ডিসেম্বরে। ডিসেম্বরের নেট (UGC NET) পরীক্ষার ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।

    কীভাবে আবেদন করবেন?

    ১) প্রথমে official website, ugcnet.nta.nic.in- এ যেতে হবে।

    ২) এরপরে ইউজিসি নেট জুন ২০২৩ রেজিস্ট্রেশনের লিঙ্কে ক্লিক করতে হবে

    ৩) এরপর অনলাইনে আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে এবং যাবতীয় তথ্য এবং নথি জমা করতে হবে।

    ৪) রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে এর একটি প্রিন্ট আপনাকে বের করে নিতে হবে।

    ফি কতো?

    ইউজিসির তরফে জানানো হয়েছে যে সাধারণ তালিকাভুক্ত প্রার্থীদের জন্য ১১০০ টাকা ফি জমা করতে হবে। ওবিসি তালিকাভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে ফি হবে ৫৫০ টাকা এবং এসসি, এসটি প্রার্থীদের জন্য ফি ২৭৫ টাকা। ফি অনলাইনে জমা করতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mental Disorder: কীভাবে বুঝবেন সন্তান অবসাদগ্রস্ত, কীভাবে রুখবেন আত্মহত্যার প্রবণতা?

    Mental Disorder: কীভাবে বুঝবেন সন্তান অবসাদগ্রস্ত, কীভাবে রুখবেন আত্মহত্যার প্রবণতা?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    স্কুলের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে মাত্র দুদিন! আর তার মধ্যেই আত্মহত্যা করেছে ন’জন পড়ুয়া। অন্ধ্রপ্রদেশের একাদশ ও দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে ৯ পড়ুয়ার আত্মহত্যার এই ঘটনায় চিন্তিত গোটা দেশ। তবে, অন্ধপ্রদেশের এই ঘটনা ব্যতিক্রম নয়। শুধু স্কুল পড়ুয়াদের মধ্যেই নয়, আইআইটি এবং মেডিক্যাল কলেজের পড়ুয়াদের মধ্যেও বাড়ছে মানসিক অবসাদ (Mental Disorder) ও আত্মহত্যার প্রবণতা! 

    কী বলছে তথ্য? 

    কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, এক বছরে গোটা দেশের সবকটি আইআইটি প্রতিষ্ঠানে ৩৩ জন পড়ুয়া আত্মহত্যা করেছেন। মেডিক্যাল কলেজের পড়ুয়াদের তথ্যও চিন্তার ভাঁজ ফেলছে। সাম্প্রতিক এক সমীক্ষায় জানা গিয়েছে, প্রতি বছর গড়ে ৩৫০ জন মেডিক্যাল পড়ুয়া আত্মহত্যা করছেন। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশে ১৩,০৮৯ জন পড়ুয়া আত্মহত্যা করেছেন। ওই সমীক্ষায় বলা হয়েছে, প্রতি বছর এই আত্মহত্যার প্রবণতা বাড়ছে। আত্মহত্যার এই পরিসংখ্যানে ৪৩ শতাংশ ছাত্রী এবং ৫৬ শতাংশ ছাত্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতের ৮১ শতাংশ পড়ুয়া মানসিক অবসাদের (Mental Disorder) শিকার। তাদের বিভিন্ন সময়ে উত্তেজনা, বিষাদ এবং নানান অবসাদ গ্রাস করে। 

    কী বলছে বিশেষজ্ঞ মহল? 

    বিশেষজ্ঞ মহল জানাচ্ছে, আত্মহত্যা মানসিক অবসাদের (Mental Disorder) এক চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু যাঁরা আত্মহত্যা করছেন না, তাঁরা যে সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন, এমন ভাবা যায় না। মানসিক অবসাদ পড়ুয়াদের মধ্যে মারাত্মকভাবে বাড়ছে। তার ভয়ানক বহিঃপ্রকাশ হল আত্মহত্যা।

    কীভাবে বুঝবেন সন্তান মানসিক অবসাদগ্রস্ত? 

    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সন্তানের জীবনযাপনের ধরনের মারাত্মক পরিবর্তন লক্ষ্য করলেই সতর্ক হোন অভিভাবক। যেমন, ঘুমের অভ্যাসে যদি অতিরিক্ত পরিবর্তন হয়, তাহলে বুঝতে হবে সন্তান মানসিকভাবে অস্থির আছে। যেমন দিনে অতিরিক্ত ঘুমানো কিংবা সারারাত জেগে থাকার মতো ঘটনা ঘটলে সজাগ হতে হবে।খাদ্যাভ্যাসের বদল হলে সতর্কতা জরুরি। অবসাদগ্রস্ত মানুষ অনেক সময়ই প্রয়োজনের অতিরিক্ত খাবার খান। তাই খাবারের পরিমাণে যদি হঠাৎ মারাত্মক পরিবর্তন হয়, তাহলেও সতর্ক হওয়া জরুরি। যদি অতিরিক্ত রাগ বা দুঃখের বহিঃপ্রকাশ হয়, তাহলেও বুঝতে হবে কোনও সমস্যা (Mental Disorder) হচ্ছে। হঠাৎ আবেগতাড়িত হয়ে পড়া, কিংবা সামান্য বিষয়ে নিরাশ হয়ে পড়লে, অভিভাবকদের সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। 

    কীভাবে মোকাবিলা করবেন? 

    মনোরোগ বিশেষজ্ঞদের পরামর্শ, নিয়মিত সন্তানের সঙ্গে কথা বলা জরুরি। কোনও ভাবেই তাদের একা থাকতে দেওয়া যাবে না। তাদের সঙ্গে ভালো সময় কাটাতে হবে। তারা কোনও সমস্যাতেই একা নয়, অভিভাবক তাদের পাশে আছে, এই আশ্বাস তাদের দিতে হবে। তবেই তাদের নিরাপত্তাহীনতা কাটবে। যা মানসিক অবসাদ মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্যা জটিল মনে হলে দ্রুত মনোরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। কোনও রকম দেরি হলে বিপদ আরও বাড়তে পারে। মানসিক অবসাদগ্রস্ত (Mental Disorder) হলে তাকে আরও বেশি নানান কাজের মধ্যে যুক্ত রাখতে হবে। যাতে তার শরীর ও মন সক্রিয় থাকে। সে ইতিবাচক ভাবনার সঙ্গে যুক্ত থাকে। গান, ছবি আকার মতো সৃজনশীল কাজে সময় কাটাতে হবে। নিয়মিত যোগ্যাভাসে অভ্যস্ত করতে হবে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যোগ শুধু শরীর নয়, মনকে সুস্থ রাখতেও বিশেষ সাহায্য করে।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি/ডায়েট পরামর্শস্বরূপ। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেই মতো পরামর্শ মেনে চলুন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • UGC-NET: প্রকাশিত হল নেট পরীক্ষার ফলাফল, কীভাবে জানবেন রেজাল্ট, দেখে নিন

    UGC-NET: প্রকাশিত হল নেট পরীক্ষার ফলাফল, কীভাবে জানবেন রেজাল্ট, দেখে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে প্রকাশ করা হয়েছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের (UGC) ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) ডিসেম্বর ২০২২ পরীক্ষার রেজাল্ট। নেট কর্তৃপক্ষ জানিয়েছে, যেসকল পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাঁরা ugcnet.nta.nic.in ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। এদিন রেজাল্টের পাশাপাশি ইউজিসি নেট প্রকাশ করেছে কাট অফ মার্কসও। পরীক্ষার্থীরা এটি যাচাই করে নিতে পারেন সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় বা কলেজে অধ্যাপক পদের যোগ্যতা মান অর্জন করতে হয় নেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে। সাধারণ / অসংরক্ষিত / সাধারণ-EWS প্রার্থীদের UGC স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেলেই বসা যায় এই পরীক্ষায়। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে এই যোগ্যতা মান ৫০ শতাংশ। সাধারণ বিভাগের পরীক্ষার্থীরা ৪০ শতাংশ নম্বর পেলে উত্তীর্ণ হতে পারেন নেট পরীক্ষায় অন্যদিকে, তফসিলি জাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং অন্যান্য পিছিয়ে থাকা সম্প্রদায়ের পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই নম্বর ৩৫ শতাংশ।

    কিভাবে নিজের রেজাল্ট দেখবেন

    ১) পরীক্ষার্থীদের প্রথমে ওয়েবসাইটে যেতে হবে

    ২) এরপর পরীক্ষার রেজাল্ট দেখার লিঙ্কে-এ ক্লিক করতে হবে এটি হোমপেজেই থাকবে।

    ৩) এবার UGC NET- December 2022 Result এই লিঙ্কে ক্লিক করতে হবে।

    ৪) এরপর লগ-ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।

    ৫) এখন স্ক্রিনে পরীক্ষার্থীরা নিজের রেজাল্ট দেখতে পাবেন।

    ৬) এরপর এই রেজাল্ট ডাউনলোড করে প্রিন্ট করে নেওয়া যেতে পারে।

    প্রসঙ্গত, ইউজিসি নেট পরীক্ষা ডিসেম্বর ২০২২, আয়োজিত হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ থেকে মার্চের ১৬ তারিখ পর্যন্ত। মোট পাঁচটি পর্বে ৮৩ বিষয়ের উপর এই পরীক্ষা নেওয়া হয়েছিল। সারা দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে মোট ৮ লক্ষের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। ২৩ মার্চ প্রকাশ পায় পরীক্ষার আনসার কি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • UGC: দরকার নেই পিএইচডি-র, বিশ্ববিদ্যালয়ে পড়াতে নেট উত্তীর্ণ হলেই হবে, জানাল ইউজিসি 

    UGC: দরকার নেই পিএইচডি-র, বিশ্ববিদ্যালয়ে পড়াতে নেট উত্তীর্ণ হলেই হবে, জানাল ইউজিসি 

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে সহকারী অধ্যাপক পদের জন্য ডক্টর অফ ফিলোজফি বা পিএইচডি ডিগ্রি বাধ্যতামূলক নয়, একথা জানালেন ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের (ইউজিসি) (UGC) চেয়ারপার্সন এম জগদীশ কুমার। তিনি জানিয়েছেন, এ বার থেকে শুধু ন্যাশানাল এলিজিবিলিটি টেস্ট বা নেট পাশ করলেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি মিলবে।

    আরও পড়ুন: পূর্ব সিকিমে তুষারপাতে আটকে ছিলেন ৪০০ পর্যটক, উদ্ধার করে গ্যাংটকে পাঠাল সেনা

    হায়দ্রাবাদে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে একথা বলেন ইউজিসি-র (UGC) চেয়ারম্যান

    হায়দরাবাদে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নবনির্মিত ইউজিসি (UGC)-এইচআরডিসি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জগদীশ কুমার। সেখানেই তিনি জানান, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপকদের নিয়োগে পিএইচডি ডিগ্রিকে আর বাধ্যতামূলক থাকছে না।

    আরও পড়ুন: ‘সীমান্তে প্ররোচনা সৃষ্টির চেষ্টা করলে যোগ্য জবাব দেবে মোদির ভারত’, দাবি মার্কিন রিপোর্টে

    ইউজিসির এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কী

    দেশের নানা প্রান্তে অনেক যোগ্য প্রার্থীরা রয়েছেন যাঁরা পিএইচডি ডিগ্রি না পাওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারছেন না। তাঁদের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানান জগদীশ কুমার। তাঁর আরও সংযোজন, এক দেশ-এক তথ্য সম্বলিত একটি পোর্টাল খুলছে ইউজিসি (UGC)। সেখান থেকে তাদের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য পাবেন প্রার্থীরা। সেই সঙ্গে আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরও শিক্ষার পাঠ দেওয়া হবে।

    আরও পড়ুন: সিলিকন ভ্যালির পর এবার দেউলিয়া সিগনেচার ব্যাঙ্ক! কী বললেন জো বাইডেন?

    প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপকের পদে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা হিসাবে পিএইচডি ডিগ্রির উল্লেখ করেছিল ইউজিসি (UGC)। পরবর্তীকালে কেন্দ্র সেই নির্দেশিকায় সংশোধন করে। নির্দেশিকাটি ২০২১ সাল থেকেই প্রযোজ্য হওয়ার কথা ছিল। কিন্তু করোনা অতিমারির কারণে সেই প্রক্রিয়া পিছিয়ে যায়। তত দিন নেটের ফলাফলের মাধ্যমেই নিয়োগ হচ্ছিল বিশ্ববিদ্যালয়ে।

    আরও পড়ুন: ব্যাঙ্কিং সঙ্কট আমেরিকাতে! দেউলিয়া সিলিকন ভ্যালি ব্যাঙ্ক, ভারতে এর প্রভাব কী?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • CBSE Board Exam: ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে সিবিএসই পরীক্ষা, কবে পাওয়া যাবে অ্যাডমিট?

    CBSE Board Exam: ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে সিবিএসই পরীক্ষা, কবে পাওয়া যাবে অ্যাডমিট?

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে চলেছে সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা (CBSE Board Exam)। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পরীক্ষা শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি থেকে ৷ 
    সিবিএসই ২০২৩-এর সিডিউল অনুযায়ী দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার এই অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে সিবিএসই-এর অফিসিয়াল (CBSE Board Exam) ওয়েবসাইট cbse.gov.in. 

    দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে মার্চের ২১, ২০২৩ এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা শেষ হবে এপ্রিল ৫, ২০২৩৷ পরীক্ষা শুরু হবে সকাল ১০.৩০ থেকে আর তা চলবে ১.৩০ পর্যন্ত৷

    কী করে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড? 

    • অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য বোর্ডের ওয়েবসাইটে নিজেদের শংসাপত্র-সহ লগ ইন করতে হবে৷ 
    • এরপর নিজেদের স্কুল থেকে ছাত্রছাত্রীরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারে৷
    • সিবিএসই বোর্ডের নিয়ম অনুযায়ী প্রতিটি স্কুল পরীক্ষার কয়েকদিন আগেই ছাত্রছাত্রীদের হাতে অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হয়৷ স্কুল থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করার সময় পরীক্ষার্থীদের সঙ্গে যেকোনও একটি আইডি প্রুফ থাকা বাঞ্ছনীয়৷

    আরও পড়ুন: জোর করে নাবালিকার অন্তর্বাস খুলে দেওয়া ধর্ষণের সমতুল্য! অভিমত কলকাতা হাইকোর্টের  

    ছাত্রছাত্রীদের সই করে নিতে হবে অ্যাডমিট কার্ড (CBSE Board Exam)৷ অ্যাডমিট কার্ড পাওয়ার পর অ্যাডমিট কার্ডে লেখা গুরুত্বপূর্ণ নিয়মগুলি পরীক্ষার্থীদের দেখে নিতে হবে৷ অ্যাডমিট কার্ডে লেখা নাম, রোল-নম্বর, সাবজেক্ট কোড-সহ অন্যান্য বিবরণ বিশদে জেনে নিতে হবে৷ কোনও ভুল-ভ্রান্তি থাকলে তা স্কুলকে জানাতে হবে৷ সঙ্গে অ্যাডমিট কার্ডটিকে সাবধানে রাখারও কথা বলা হয়েছে৷ অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষায় বসতে দেওয়া হবে না৷     

    বোর্ডের প্রকাশিত সময়সূচী অনুযায়ী সিবিএসই (CBSE Board Exam) দশম শ্রেণির পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি শুরু হবে এবং ২১ মার্চ শেষ হবে। দশম শ্রেণির প্রথম পরীক্ষা হবে পেইন্টিং, তামাং, শেরপা, রাই, গুরুং এবং থাই বিষয়। দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। শেষ হবে ৫ এপ্রিল। ৮০ নম্বরে নেওয়া হবে পরীক্ষা। ইংরেজি সাহিত্য ছাড়া পাঁচটি বিভাগে হবে পরীক্ষা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • JEE Main: জেইই মেইন সেশন ১ – এর ফল প্রকাশিত হল, কী করে দেখবেন?

    JEE Main: জেইই মেইন সেশন ১ – এর ফল প্রকাশিত হল, কী করে দেখবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা মেইন (JEE Main) সেশন ১-এর ফল। মঙ্গলবার  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা jeemain.nta.nic.in– এই ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারেন। তার জন্যে লাগবে আবেদনপত্র নম্বর। এই নম্বর ব্যবহার করে অফিসিয়াল ওয়েবসাইট  গিয়ে ফলাফল দেখতে এবং ডাউনলোড করতে পারবেন। খুব তারাতারি মেধা তালিকাও প্রকাশিত হবে বলে জানিয়েছে এনটিএ। জেইই মেইন ২০২৩ সেশন ১ পরীক্ষা নেওয়া হয়েছিল ২৪, ২৫, ২৯, ৩০, ৩১ জানুয়ারি এবং এই বছরের ১ ফেব্রুয়ারি।    

    ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী জেইই মেইন (JEE Main) সেশন ১-এর জন্যে রেজিস্ট্রেশন করেছিলেন। এর মধ্যে ৮.৬ লক্ষ পেপার ১ বিই, বিটেক এবং ০.৪৬ লক্ষ পেপার ২ বিআর্কিটেকচার এবং বিপ্ল্যানিং-এর জন্য নিজেদের রেজিস্ট্রার করেছিলেন। এবছর পরীক্ষা দিয়েছিলেন ৯৫.৭৯ শতাংশ পরীক্ষার্থী। যা কিনা এযাবৎ কালে সর্বাধিক। 

    এক জাতীয় সংবাদমাধ‍্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিসংখ্যান (JEE Main) অনুযায়ী, এবছরও মহিলা পরীক্ষার্থীর থেকে পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা বেশি। রেজিস্ট্রার প্রার্থীদের মধ্যে ৬ লক্ষেরও বেশি পুরুষ, যা কিনা প্রায় ৭০ শতাংশের কাছাকাছি। প্রথমবার, মহিলা পরীক্ষার্থী প্রায় ৩০ শতাংশেরও বেশি। গত বছরের তুলনায় সংখ্যাটা সামান্য বৃদ্ধি পেয়েছে, যা ২.৫ লক্ষ ছিল তা ২.৬ লক্ষে দাঁড়িয়েছে।

    কী করে দেখবেন ফল?

    • প্রথমে jeemain.nta.nic.in– লিঙ্কে যেতে হবে। 
    • ফলাফলের লিঙ্কে ক্লিক করতে হবে। 
    • আবেদনপত্র নম্বর, জন্ম তারিখ এবং সিকিউরিটি পিন সহ প্রয়োজনীয় তথ‍্যগুলো দিতে হবে। 
    • আপনার জেইই মেইন সেশন ১ ফলাফল স্ক্রিনে দেখা যাবে। 

    রিপোর্ট অনুযায়ী, এনটিএ এইবার চূড়ান্ত উত্তর পত্র পাঁচটি প্রশ্ন বাদ দিয়েছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য প্রার্থীরা চার নম্বর পাবেন। যারা বাদ দিয়েছে সেই প্রশ্নেগুলি তাঁদের কোনও নম্বর দেওয়া হবে না।

    আরও পড়ুন: ফের ভেস্তে গেল দিল্লির মেয়র নির্বাচন, এই নিয়ে তৃতীয়বার

    জেইই মেইন (JEE Main) সেশন ১ পরীক্ষা ইংরেজি, হিন্দি, গুজরাটি, কন্নড়, অসমীয়া, বাংলা, মালয়ালম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু এবং উর্দু সহ ১৩টি ভাষায় পরিচালিত হয়েছে। জেইই মেইনের পেপার ১ হল বিটেক/বিই কোর্সের জন্য, পেপার ২ হল ব্যাচেলর অফ আর্কিটেকচারের জন্য, এবং পেপার ৩ হল ব্যাচেলর অফ প্ল্যানিং প্রোগ্রামের জন্য৷ এই বছরের ৬ থেকে ১২ এপ্রিল পর্যন্ত জেইই মেইনের দ্বিতীয় সেশন হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     

  • CUET 2023: কুয়েট স্নাতক স্তরের রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে খুব শীঘ্রই, জানুন বিস্তারিত

    CUET 2023: কুয়েট স্নাতক স্তরের রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে খুব শীঘ্রই, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: এই সপ্তাহের মাধ্যমে স্নাতক স্তরের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার (CUET 2023) রেজিস্ট্রেশন শুরু করতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ২০২২ সালের ডিসেম্বরে এই নিয়ে নোটিস জারি করেছে এনটিএ। সেই নোটিস অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই শুরু হবে রেজিস্ট্রেশন। কুয়েট ইউজি-র অফিসিয়াল ওয়েবসাইট cuet.samarth.ac.in– তে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন যোগ্য প্রার্থীরা। 

    ইউজিসি চেয়ারম্যান জগদেশ কুমার বলেন, “প্রশ্নপত্র এবং বিষয় সংখ্যায় কোনও বদল হবে না। পরীক্ষার্থীরা ৬টি বিষয় নির্বাচন করতে পারেন। এর মধ্যে থাকতে পারে একটি বা দুটি ভাষা। একটি সাধারণ পরীক্ষা নেওয়া হবে। অসমিয়া, বাংলা, ইংরাজি, গুজরাটি, হিন্দি, কানাড়া, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু ভাষায় নেওয়া হবে পরীক্ষা।”

    রেজিস্ট্রেশনে কী কী তথ্য লাগবে?

    • সক্রিয় মোবাইল নম্বর
    • ফটোগ্রাফের স্ক্যানড কপি
    • সিগনেচারের স্ক্যানড কপি
    • পরিচয়পত্র
    • দশম শ্রেণির মার্ক শিটের স্ক্যানড কপি
    • যদি কাস্ট সার্টিফিকেট থাকে তবে তার স্ক্যানড কপি
    • দ্বাদশ শ্রেণির মার্ক শিটের স্ক্যানড কপি

    কী করে আবেদন করবেন? 

    • cuet.samarth.ac.in অফিসিয়াল ওয়েবসাইটটিতে যান। 
    • হোমপেজে রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন।
    • লগইন তথ্য দিয়ে রেজিস্টার করুন।
    • আবেদনপত্রটি ফিলআপ করুন।
    • আবেদন ফি অনলাইনে জমা করুন।
    • সাবমিট বাটনে ক্লিক করুন।
    • পেজটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্যে হার্ডকপি রেখে দিন। 

    ইউজিসি চেয়ারম্যান টুইটে লিখেছেন, কুয়েট ২০২৩ (CUET 2023) এর যে পরীক্ষা ২১ থেকে ৩১ মে-র মধ্যে হওয়ার কথা, তার আবেদন প্রক্রিয়া শুরু ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। যে শিক্ষার্থীরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর অথবা ডিপ্লোমা করার পরিকল্পনা করেছেন, তাঁদের কমন ইউনিভার্সিটি এনট্রান্স টেস্ট দিতে হয়। ২০২৩ এর কুয়েট-র ফলাফল প্রকাশিত হতে পারে জুন মাসে।

    আরও পড়ুন: ধৃত জঙ্গি আগে স্কুলশিক্ষক ছিলেন! প্রথমবার ‘পারফিউম বম্ব’ উদ্ধার কাশ্মীরে

    কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলি যদি জুলাই মাসের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে তা হলে, অগাস্টের ১ তারিখ থেকেই ২০২৩ সালের শিক্ষাবর্ষ শুরু করা যেতে পারে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফ থেকে প্রায় ১০০০টি পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হচ্ছে, যার মধ্যে ৪৫০ থেকে ৫০০টি কেন্দ্র প্রতিদিন ব্যাবহার করা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     
  • Madhyamik Exam: সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন! পিছিয়ে গেল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা

    Madhyamik Exam: সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন! পিছিয়ে গেল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের সাগরদিঘিতে বিধানসভায় উপনির্বাচনের জেরে পরিবর্তন করা হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি (Madhyamik Exam 2023)। বৃহস্পতিবার  মধ্যশিক্ষা পর্ষদের তরফে এক বিবৃতি দিয়ে একথা জানান হয়। মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া সূচি অনুযায়ী, চলতি বছর ২৭ ফেব্রুয়ারি, সোমবার হওয়ার কথা ছিল ইতিহাস পরীক্ষা। কিন্তু ওই দিন মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (By-Election) ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই কারণেই ইতিহাস বিষয়ের পরীক্ষাটি ২৭ ফেব্রুয়ারি হবে না। পরিবর্তে পরীক্ষা হবে ১ মার্চ। 

    একই জায়গায় পরীক্ষা 

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিহাস পরীক্ষার তারিখ পাল্টানো হচ্ছে। তবে একই জায়গায় পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও বাকি অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কোনও বদল হচ্ছে না। প্রসঙ্গত, সদ্য প্রয়াত হন রাজ্যের মন্ত্রী তথা মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা। সেই কেন্দ্রে উপনির্বাচনের কথা জানায় কমিশন। কিন্তু একই দিনে মাধ্যমিক পরীক্ষা পড়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছিলেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। বুধবারই এই বিষয় খতিয়ে দেখা হবে বলে আশ্বস্ত করেছিলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সেই মতো পিছিয়ে দেওয়া হল পরীক্ষা। পর্ষদ সভাপতি বলেন, ‘‘শিক্ষা দফতরকে জানিয়ে এবং জেলা ও পর্ষদের সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলাপ-আলোচনা করেই দিন পরিবর্তন করা হয়েছে।’’ 

    আরও পড়ুন: সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায়, বিজ্ঞান বিভাগে ভাল রেজাল্ট করতে কিছু টিপস

    বুধবার জাতীয় নির্বাচন কমিশন উত্তর-পূর্বের তিন রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে। ১৬ ফেব্রুয়ারি ও ২৭ ফেব্রুয়ারি ভোট। সেই সঙ্গে ৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে বিধানসভা উপনির্বাচন হবে এমনটাই জানিয়েছিল নির্বাচন কমিশন। এরপরই পর্ষদের তরফে এই সিদ্ধান্ত। পর্ষদের নোটিসে বলা হয়েছে, ‘বৃহত্তর জনস্বার্থে’ উপনির্বাচনের জন্য মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন বদল করা হল। 

    মধ্যশিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী কবে কী পরীক্ষা 

    ২৩ ফেব্রুয়ারি প্রথম ভাষা
    ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা
    ২৫ ফেব্রুয়ারি ভূগোল 
    ২৮ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান 
    ২ মার্চ অঙ্ক
    ৩ মার্চ ভৌতবিজ্ঞান
    ৪ মার্চ ঐচ্ছিক 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • UGC: বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতকোত্তর কোর্সে ভর্তির নেওয়ার জন্য কুয়েটকে বেছে নেওয়ার আহ্বান জানাল ইউজিসি

    UGC: বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতকোত্তর কোর্সে ভর্তির নেওয়ার জন্য কুয়েটকে বেছে নেওয়ার আহ্বান জানাল ইউজিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)- এর চেয়ারম্যান এম জগদেশ কুমার সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য কুয়েট-পিজি-কে বেছে নেওয়ার আবেদন জানালেন। এখনও অবধি, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য কুয়েটকে বেছে নেওয়ার বিষয়টি বিকল্প ছিল। বিশ্ববিদ্যালয়গুলি ইচ্ছে করলে এতদিন নিজস্ব প্রবেশিকা পরীক্ষাও নিতে পারত।  

    ইউজিসি (UGC) প্রধান বিশ্বাস করেন যে কুয়েট সারা দেশে প্রার্থীদের জন্য একটি অভিন্ন এবং ন্যায়সঙ্গত প্ল্যাটফর্ম। বিশেষ করে উত্তর-পূর্ব, গ্রামীণ এবং অন্যান্য প্রত্যন্ত অঞ্চলের প্রার্থীদের জন্যে এই পরীক্ষাই সবচেয়ে সুবিধাজনক বিকল্প। কুয়েট-পিজির মাধ্যমে প্রার্থীরা বহু সংখ্যক কেন্দ্রীয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একটি পরীক্ষা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারেন। এই পরীক্ষা অনেক বেশি পড়ুয়াকে কভার করতে পারে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি কে কুয়েট-ইউজি/পিজি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: আদালতের নির্দেশে রক্ষাকবচ রইল না অভিষেক-শ্যালিকার, পদক্ষেপ করতে পারবে ইডি? 

    কী বলেছেন ইউজিসি প্রধান? 

    সংবাদমাধ্যমকে এম জগদেশ কুমার (UGC) এই বিষয় বলেন, “কুয়েট সারাদেশের প্রার্থীদের, বিশেষ করে উত্তর-পূর্ব, গ্রামীণ এবং অন্যান্য প্রত্যন্ত অঞ্চলের প্রার্থীদের জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম এবং সবাইকে সমান সুযোগ প্রদান করে। বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে পড়ুয়াদের আরও ভালো সংযোগ স্থাপনে সহায়তা করে। একটি একক পরীক্ষা প্রার্থীদের অনেক বেশি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার জন্যে আবেদন করার সুযোগ দেয়।”  

    আরও পড়ুন: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত 

    তিনি (UGC) আরও বলেন, “ন্যাশনাল টেস্টিং এজেন্সি- কে কুয়েট-ইউজি এবং পিজি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। কুয়েট- ইউজি- র মতো সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কুয়েট-পিজি- তেও যোগদান করা উচিত। এটি দেশের পড়ুয়াদের ভারতের সেরা বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ার সুযোগ করে দেবে। আমি সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে পিজি প্রোগ্রামে ভর্তির জন্য কুয়েট-পিজি- র স্কোর ব্যবহার করার অনুরোধ জানাচ্ছি।”   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • JEE Advanced: ২০২৩ সালের  জেইই অ্যাডভান্সডের দিন ঘোষিত, জানুন বিস্তারিত

    JEE Advanced: ২০২৩ সালের জেইই অ্যাডভান্সডের দিন ঘোষিত, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগেই জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। বৃহস্পতিবার রাতে পরের বছরের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড (JEE Advanced) পরীক্ষার দিন ঘোষণা করল আইআইটি গুয়াহাটি। এই বছর জেইই অ্যাডভান্সড পরীক্ষার দায়িত্বে রয়েছে আইআইটি গুয়াহাটি। আইআইটিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা হল আইআইটি অ্যাডভান্সড।  দিনক্ষণ, প্রয়োজনীয় যোগ্যতা, রেজিস্ট্রেশনের সময়সূচি-সহ নানা তথ্য প্রকাশ করেছে আইআইটি গুয়াহাটি। পরীক্ষার্থীরা জেইই অ্যাডভান্সড-এর ওয়েবসাইটি jeeadv.ac.in-এ গিয়ে সমস্ত তথ্য বিস্তারিত দেখতে পারবেন।

    আরও পড়ুন: ন্যাজাল ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র সরকার, জেনে নিন ইনকোভ্যাকের অ আ ক খ…

    জেনে নিন এই বিষয়ে কিছু তথ্য: 

    কবে নেওয়া হবে পরীক্ষা

    পরের বছর জেইই অ্যাডভান্সড- এর (JEE Advanced) দুটি পেপারেই হবে কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা হবে। আগামী ৪ জুন সকাল ও দুপুরে দুটি পর্বে এই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সকালের পর্বটি ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুরের পর্বটি ২.৩০টে থেকে বিকেল ৫.৩০টা পর্যন্ত চলবে।

    আবেদন প্রক্রিয়া  

    পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার জন্যে অনলাইনে ফর্ম ফিলআপ করতে হবে।

    আবেদনের শেষ তারিখ 

    অনলাইন রেজিস্ট্রেশন চলবে ৩০ এপ্রিল সকাল ১০টা থেকে ৪ মে বিকেল ৫টা পর্যন্ত। রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়ার শেষ দিন ৫ মে বিকেল ৫টা। 

    আবেদন ফি 

    মহিলা, এসসি, এসটি এবং পিডব্লিউডি ক্যাটেগরিভুক্ত পরীক্ষার্থীদের পরীক্ষায় রেজিস্ট্রেশনের জন্য ১,৪৫০ টাকা এবং অন্যান্য পরীক্ষার্থীদের ২,৯০০ টাকা জমা দিতে হবে। বিদেশি নাগরিকরা এই পরীক্ষা দিতে চাইলে তাঁদের রেজিস্ট্রেশনের জন্য ৯০ মার্কিন ডলার জমা দিতে হবে।

    যোগ্যতা

    যে পরীক্ষার্থীরা ২০২৩-এর জেইই মেন পরীক্ষার বিই বা বিটেক পেপারে পাশ করবেন, তাঁরাই এই জেইই অ্যাডভান্সড পরীক্ষায় বসতে পারবেন। এ ছাড়া, পরীক্ষার্থীদের ২০২২ বা ২০২৩-এ প্রথম বার পদার্থবিদ্যা, রসায়ন ও অঙ্ক-সহ দ্বাদশ বা এর সমতুল পরীক্ষায় পাশ করতে হবে।

    বয়ঃসীমা

    ন্যাশনাল টেস্টিং এজেন্সির তথ্য অনুযায়ী, প্রার্থীদের জন্মতারিখ হতে হবে ১ অক্টোবর, ১৯৯৮ বা তার পরে। 

    জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, পরীক্ষার্থীরা জেইই অ্যাডভান্সড পরীক্ষাটি পর পর দুবছর সর্বাধিক দুবার দিতে পারবেন। পরীক্ষার্থীদের এর আগে আইআইটিতে ভর্তির কোনও রেকর্ড থাকা চলবে না। পরীক্ষার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করা যাবে ২৯ মে সকাল ১০টা থেকে ৪ জুন দুপুর আড়াইটের মধ্যে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share