Category: পড়াশোনা

Get updated Education and Career news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • JEE Advanced: প্রকাশিত হল জেইই অ্যাডভান্সড পরীক্ষার ফল! রাজ্যে প্রথম বাঁকুড়ার সাগ্নিক

    JEE Advanced: প্রকাশিত হল জেইই অ্যাডভান্সড পরীক্ষার ফল! রাজ্যে প্রথম বাঁকুড়ার সাগ্নিক

    মাধ্যম নিউড ডেস্ক: রবিবার প্রকাশিত হল জেইই অ্যাডভান্সড (JEE Advanced) পরীক্ষার রেজাল্ট। পরীক্ষার ১৪ দিনের মাথায় ফলাফল প্রকাশ করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গুয়াহাটি। পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর দিয়ে jeeadv.ac.in ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন। এই বছর জেইই অ্যাডভান্সড-এর ফলাফল অনুযায়ী দেশে প্রথম স্থান অধিকার করেছেন ভাভিলালা চিদবিলাস রেড্ডি। ভাভিলালা আইআইটি হায়দরাবাদ জোনের অন্তর্গত। ৩৬০ নম্বরের পরীক্ষায় ভাভিলালার প্রাপ্ত নম্বর ৩৪১। মেয়েদের প্রথম নয়কান্তি মোট ৩৬০ নম্বরের মধ্যে পেয়েছেন ২৯৮। এ বছর জেইই অ্যাডভান্সড (JEE Advanced) পরীক্ষা দিয়েছেন মোট ১৮০৩৭২ জন পড়ুয়া। যার মধ্যে পাশ করেছেন ৪৩৭৭৩ জন। এঁদের মধ‍্যে ৩৬২৬৪ জন পুরুষ এবং ৭৫০৯ জন মহিলা।

    আইআইটি জয়েন্টে রাজ্যে প্রথম ৪ জনের ২ জন কলকাতার

    রাজ্যে প্রথম স্থান পেয়েছেন বাঁকুড়ার সাগ্নিক নন্দী। দ্বিতীয় ও তৃতীয় কলকাতার মহম্মদ সাহিল আখতার ও সোহম দাস। রাজ্যে চতুর্থ স্থান পেয়েছেন মেদিনীপুরের সৌহার্দ্য দণ্ডপাট।

    বিশেষভাবে সক্ষমদের মধ্যে সাহিল দেশে প্রথম

    বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের মধ্যে গোটা দেশে প্রথম স্থান অধিকার করেছেন সাহিল। আইআইটির প্রবেশিকা পরীক্ষায় ভালো ফল করে উত্তীর্ণ হলেও, আইআইটিতে পড়তেই চান না তিনি। সারা ভারতে প্রথম ১০০ জনের তালিকায় থাকার পাশাপাশি রাজ্যেও দ্বিতীয় হয়েছেন সাহিল।

    আইআইটিতে না পড়ে আমেরিকার MIT তে অ্যাস্ট্রোফিজিক্সে গবেষণা করতে চান সাহিল। ইতিমধ্যেই এমআইটির তরফে স্কলারশিপ অফার করা হয়েছে সাহিলকে। শুধুমাত্র উচ্চ বেতনের চাকরির জন্যই পড়াশুনা নয়, বরং জীবনে বিভিন্ন রকম প্রতিকূলতা থাকা সত্বেও যাঁরা প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন, তাঁদের পাশেই পরবর্তীতে দাঁড়াতে চান সাহিল।

    এক নজরে দেখে নিন সেরাদের তালিকা

    ভ্যাভিলালা চিদবিলাস রেড্ডি (আইআইটি হায়দরাবাদ জোন)
    রমেশ সূর্য থেজা (আইআইটি, হায়দরাবাদ)
    ঋষি কালরা (আইআইটি, রুরকি)
    রাঘব গোয়াল (আইআইটি, রুরকি)
    আদ্দগাদা ভেঙ্কটা শিভারম (আইআইটি, হায়দরাবাদ)
    প্রভব খান্দেলওয়াল (আইআইটি, দিল্লি)
    বিক্কিনা অভিনব চৌধুরী (আইআইটি, হায়দরাবাদ)
    মালয় কেডিয়া (আইআইটি, দিল্লি)
    নাগিরেড্ডি বালাজি রেড্ডি (আইআইটি, হায়দরাবাদ)
    ইয়াকান্তি পানি ভেঙ্কটা মানেন্দর রেড্ডি (আইআইটি, হায়দরাবাদ)

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • NEET-UG 2023: প্রকাশিত হল নিট পরীক্ষার ফল! দেখে নিন প্রথম দশে কারা

    NEET-UG 2023: প্রকাশিত হল নিট পরীক্ষার ফল! দেখে নিন প্রথম দশে কারা

    মাধ্যম নিউজ ডেস্ক: জল্পনা চলছিল বেশ কয়েক দিন ধরেই। অবশেষে মঙ্গলবার প্রকাশিত হয়েছে ডাক্তারির স্নাতকে ভর্তির প্রবেশিকা পরীক্ষার রেজাল্ট। ১৩ জুন চলতি বছরের স্নাতক স্তরের নিট (NEET-UG 2023) পরীক্ষার ফল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।  প্রসঙ্গত, গত ২০২৩ সালের ৭ মে ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির জন্য নিট ইউজি পরীক্ষা সম্পন্ন হয়। এই রেজাল্টের ভিত্তিতে ছাত্রছাত্রীরা এমবিবিএস, বিডিএস, বিএএমএস, বিএসএমএস, বিইউএমএস, বিএইচএমএস এবং অন্যান্য মেডিক্যাল কোর্সে ভর্তি হতে পারবে। প্রসঙ্গত, এবছর থেকে শুধু ইংরেজি নয়, দেশের আঞ্চলিক ভাষাতেও নিট ইউজি পরীক্ষা দিতে পেরেছেন পরীক্ষার্থীরা। 

    এক নজরে দেখা যাক, নিট ইউজির (NEET-UG 2023) প্রথম দশের তালিকায় কারা

    প্রভরঞ্জন জে, বোরাবরুণ চক্রবর্তী (৭২০)

    কৌস্তভ বাউরি (৭১৬)

    প্রাঞ্জল আগরওয়াল (৭১৫)

    ধ্রুব আদভানি (৭১৫)

    সূর্য সিদ্ধার্থ এন (৭১৫)

    শ্রীনিকেত রবি (৭১৫)

    স্বয়ম শক্তি ত্রিপাঠী (৭১৫)

    ভারুন এস (৭১৫)

    পার্থ খান্দেলওয়াল (৭১৫)

    আরও পড়ুন: আরএসএস পরিচালিত স্কুলে পড়ে আজ ইউপিএসসি-তে সফল এক ডজনেরও বেশি ছাত্র-ছাত্রী

    রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী চলতি বছরে নিট পরীক্ষা দেয়

    এবছর নিট ইউজি (NEET-UG 2023) পরীক্ষায় ছাত্রীর সংখ্যা ছিল ছাত্রদের থেকে বেশি। চলতি বছরে মোট ২১ লাখ নিট পরীক্ষা দিয়েছিলেন। তথ্য অনুসারে, ১১.৮ লাখ মহিলা পরীক্ষার্থী এবার নিট ইউজি পরীক্ষায় আবেদন করেছিলেন। অন্যদিকে পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ৯.০২ লাখ। অর্থাৎ এবছর পুরুষদের তুলনায় ২.৮ লাখ বেশি মহিলা পরীক্ষার্থী নিট ইউজিতে আবেদন জানিয়েছেন।
     

    কীভাবে দেখবেন (NEET-UG 2023) রেজাল্ট?

    ১. প্রথমেই যেতে হবে https://neet.nta.nic.in/ এই লিঙ্কে।

    ২. এরপর হোম পেজে ফলাফলের লিঙ্কে ক্লিক করে ফেলুন। 

    ৩. একটি নতুন লগ ইন পেজ খুলে যাবে।

    ৪. নিজের অ্যাপ্লিকেশন নম্বর ও জন্ম তারিখ দিতে হবে।

    ৫. এরপর দেখে নিন ফলাফল, ডাউনলোড করুন ফলাফল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • WBJEE 2023 Result: প্রকাশিত রাজ্য জয়েন্টের ফলাফল, কে হলেন প্রথম? দেখুন মেধা তালিকা

    WBJEE 2023 Result: প্রকাশিত রাজ্য জয়েন্টের ফলাফল, কে হলেন প্রথম? দেখুন মেধা তালিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। আনুষ্ঠানিকভাবে দুপুর ২:৩০ নাগাদ সাংবাদিক সম্মেলন করে এই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এদিন  জয়েন্টের ‘র‍্যাঙ্ক’ প্রকাশ করল বোর্ড। ২০২৩ সালে জয়েন্টে প্রথম হয়েছেন মহম্মদ সাহিল আফতার। তিনি ডিপিএস রুবি পার্কের ছাত্র। দ্বিতীয় হয়েছেন ওই স্কুলেরই সোহম দাস। তবে দুজনেই পশ্চিমবঙ্গ বোর্ডের ছাত্র নন। তাঁরা সিবিএসই বোর্ডে পড়াশোনা করতেন। বিকাল ৪টে থেকে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in থেকে পরীক্ষার্থীরা নিজেদের ‘র‍্যাঙ্ক কার্ড’ ডাউনলোড করতে পারবেন। অ্যাপ্লিকেশন নম্বর এবং অন্যান্য তথ্য দিয়ে এই login করতে হবে বলে জানিয়েছে জয়েন্ট এন্ট্রাস বোর্ড। রেজাল্টের ভিত্তিতে এই পড়ুয়ারা ইঞ্জিনিয়ারিং -এর স্নাতক স্তরে ভর্তি হতে পারবেন।

    মেধা তালিকা

    তৃতীয় স্থানাধিকারী সারা মুখোপাধ্যায় বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের পড়ুয়া। সারা অবশ্য উচ্চ মাধ্যমিক বোর্ডের ছাত্রী। চতুর্থ হয়েছেন সৌহার্দ্য দণ্ডপত। তিনি মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র। পঞ্চম স্থানাধিকারী অয়ন গোস্বামী সিবিএসই বোর্ডের ছাত্র, বিদ্যালয়ের নাম দুর্গাপুর হেমশীলা মডেল স্কুল। ষষ্ঠ হয়েছেন অরিত্র অম্বুধ দত্ত। সোদপুরের নারায়ণা স্কুলের। সেও সিবিএসই বোর্ডের ছাত্র। সপ্তম হয়েছেন পিন্টন সাহা। রাজস্থানের মা ভারতী স্কুলের ছাত্র। অষ্টম স্থানাধিকারী সাগ্নিক নন্দী, বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র। উচ্চ মাধ্যমিক বোর্ডের। নবম হয়েছেন রক্তিম কুণ্ডু। রাজস্থানের দিশা দেলভি পাবলিক স্কুলের ছাত্র তিনি। জয়েন্টে দশম শ্রীরাজ চন্দ্র, কাটোয়ায় হোলি এঞ্জেল স্কুলের ছাত্র। আইএসসি বোর্ডের।

    চলতি বছরে ৩০ এপ্রিল হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা 

    চলতি বছর ৩০ এপ্রিল জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা (WBJEE) হয়েছিল। বোর্ড সূত্রে জানা গেছে, এবার ১.২৪ লাখের বেশি পরীক্ষার্থী রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। মোট ৩০৬টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। সেগুলির মধ্যে ৩০৩ টি কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গে। বাকি দুটি ছিল অসম এবং ত্রিপুরায়। প্রথম পত্র (অঙ্ক) এবং দ্বিতীয় পত্রের (ফিজিক্স এবং কেমিস্ট্রি) পরীক্ষা হয়েছিল। প্রথম পত্রে মোট ৭৫টি প্রশ্ন ছিল। যে পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত হয়েছিল। দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হয়েছিল দুপুর ২টো থেকে। শেষ হয়েছিল বিকেল ৪টেয়। দ্বিতীয় পত্রে মোট ৮০টি প্রশ্ন ছিল।

    আরও পড়ুন: জুন মাসের ‘নেট’ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু! জানুন বিস্তারিত

    কীভাবে  ‘র‍্যাঙ্ক কার্ড’ ডাউনলোড করতে পারবেন?

    ১) প্রথমে যেতে হবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in-তে।

    ২) হোমপেজে ‘WBJEE’ ট্যাবে ক্লিক করতে হবে।

    ৩) নতুন পেজ খুললে, সেখানে আবার ‘WBJEE 2023 Result’-র লিঙ্ক দেখা যাবে। তাতে ক্লিক করতে হবে।

    ৪) এরপর অ্যাপ্লিকেশন নম্বর ও অন্যান্য তথ্য দিয়ে লগইন করতে হবে। স্ক্রিনে পরীক্ষার্থীর ‘র‍্যাঙ্ক কার্ড’ দেখা যাবে। তা ডাউনলোড করতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICSE and ISC Result 2023: প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফলাফল

    ICSE and ISC Result 2023: প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফলাফল

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হল (ICSE and ISC Result 2023) । জানা গিয়েছে, চলতি বছরে প্রায় আড়াই লাখ পরীক্ষার্থী কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই)-এর বোর্ডের (ICSE and ISC Result 2023) পরীক্ষা দিয়েছিল। প্রসঙ্গত, এই বোর্ডের মাধ্যমিক পরীক্ষার নাম আইসিএসই এবং উচ্চ মাধ্যমিকের নাম আইএসসি। বোর্ডের তরফে জানানো হয়েছে, ক্লাস ১০ ও ১২-এর পড়ুয়ারা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে ফল জানতে পারবে। বোর্ডের তরফে ফলপ্রকাশের পরই এবার পরীক্ষার্থীরা রেজাল্ট ডাউনলোডও করতে পারবে। রোল নম্বরের সাহায্যে ফলাফল দেখতে পারবে পড়ুয়ারা।

    শীর্ষস্থানাধিকারী কারা হল

    বোর্ডের তরফে জানানো হয়েছে, আইএসসি পরীক্ষায় ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছেন রিয়া আগরওয়াল এবং ইপ্সিতা ভট্টাচার্য। অন্যদিকে, আইসিএসই পরীক্ষায় ৯৯.৮ শতাংশ নম্বর নিয়ে মেধাতালিকায় শীর্ষ স্থান লাভ করেছে রুশিল কুমার।

    পাশের হার

    জানা গিয়েছে, চলতি বছরে আইএসসি পরীক্ষায় বসেছিল ৫১,৭৮১ জন ছাত্র এবং ৪৬,৭২৪ জন ছাত্রী। যেখানে মেয়েদের পাশের হার ৯৮.০১% এবং ছেলেদের ৯৫.৯৬%। অন্যদিকে, আইসিএসই পরীক্ষায় এবছর বসেছিল ১,২৮,১৩১ জন ছাত্র এবং ১,০৯,৫০০ জন ছাত্রী। ছাত্রীদের পাশের হার ৯৯.২১% এবং ছাত্রদের পাশের হার ৯৮.৭১%।

    কীভাবে ডাউনলোড করা যাবে রেজাল্ট 

    পরীক্ষার্থীরা cisce.org এবং results.cisce.org-এই দুটি ওয়েবসাইট থেকে রেজাল্ট ডাউনলোড করতে পারবে।  সিআইএসসিই-র ওয়েবসাইট থেকে ফল জানতে আইসিএসই অথবা আইএসসি অপশনে ক্লিক করতে হবে। এর পর ‘রেজাল্ট’ অপশনে গিয়ে ‘ইউনিক আইডি’ এবং ‘ইনডেক্স নম্বর’ দিতে হবে। এছাড়াও সিআইএসসিই-র ‘কেরিয়ার্স’ পোর্টালেও ফল জানা যাবে। ওই পোর্টাল থেকে পড়ুয়াদের ফল জানতে পারবে স্কুলগুলিও। ফল সংক্রান্ত যে কোনও তথ্য জানার জন্যে সিআইএসসিই-র হেল্পলাইন নম্বরেও (১৮০০২০৩২৪১৪) যোগাযোগ করতে পারবে স্কুলগুলি। রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না থাকলে পরীক্ষার্থীরা রি-চেকিং-এর সুবিধা পাবে ছাতের ছাত্রীরা। প্রসঙ্গত, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল আইসিএস পরীক্ষা, তা শেষ হয় ৩১ মার্চ। অন্যদিকে, ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল আইসিএসই পরীক্ষা, তা শেষ হয় ২৯ মার্চ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Madhyamik Result 2023: ১৯ মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফল, ঘোষণা পর্ষদের

    Madhyamik Result 2023: ১৯ মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফল, ঘোষণা পর্ষদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৯ মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Result 2023)। এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ১৯ মে সকাল ১০ টা থেকে ফল ঘোষণা শুরু হবে। প্রথমে মধ্যশিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠক করবে, সেখানে ঘোষণা করা হবে মেধাতালিকার প্রথম ১০ স্থানাধিকারীর নাম। তারপরেই ফলাফল ঘোষণা শুরু হবে স্কুলগুলিতে। প্রসঙ্গত, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা(Madhyamik Result 2023) শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল ৪ মার্চ। মধ্যশিক্ষা পর্ষদ আগেই জানিয়েছিল যে মে মাসে ফল প্রকাশ করা হবে সেইমতো ১৯ মে এই ফল প্রকাশিত হতে চলেছে। শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসের শেষের দিকেই প্রকাশিত হতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলও।

    চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে

    চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন, মধ্যশিক্ষা পর্ষদের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এবারে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ লক্ষ কম। এই বিপুল পরিমাণে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় অনেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থার বর্তমান বেহাল অবস্থাকেই দায়ী করছেন। ওয়াকিবহাল মহলের মতে, বেশিরভাগ অভিভাবকই রাজ্যের সরকারি স্কুলগুলি থেকে মুখ ফেরাচ্ছেন এবং তাঁদের সন্তানদের যেকোনও কেন্দ্রীয় বোর্ডের স্কুলে ভর্তি করাতে চাইছেন। প্রশ্ন ফাঁসের দিক থেকেও এ বছরের মাধ্যমিক পরীক্ষা বিতর্কের মধ্যে থেকেছে। মাধ্যমিকের দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষা শুরুর পর, প্রশ্নপত্রের তিনটি পাতার ছবি সঙ্গে সঙ্গে ট্যুইট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাটের সাংসদ তখন দাবি করেন, যে প্রশ্নপত্র এভাবেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। অঙ্ক পরীক্ষার দিনে গ্রাফ পরীক্ষার্থীদের গ্রাফ করতে হয়। কিন্তু মাধ্যমিকের প্রশ্নপত্রে থাকা সত্ত্বেও কোন গ্রাফ পেপারই পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়নি বলে অভিযোগ করে পরীক্ষার্থীরা। এর ফলে পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ড্যামেজ কন্ট্রোল করতে পর্ষদ বলে যে পরীক্ষার খাতাতেই ছক এঁকে করতে হবে গ্রাফ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nalanda University: ধ্বংসাবশেষ সরিয়ে মাথা তুলে দাঁড়াচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়! শুরু শিক্ষাদান

    Nalanda University: ধ্বংসাবশেষ সরিয়ে মাথা তুলে দাঁড়াচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়! শুরু শিক্ষাদান

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাচীন ভারতের শিক্ষা-দীক্ষা, জ্ঞানচর্চা ও সংস্কৃতি কেমন ছিল, তা নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জানলেই আমরা বুঝতে পারি। সমগ্র এশিয়া মহাদেশ ও বিশ্বজুড়ে এর খ্যাতি ছিল। প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের (Nalanda University) ধ্বংসাবশেষ পাওয়া গেলেও নালন্দা বিশ্ববিদ্যালয়ের একেবারে সঠিক অবস্থান সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে নানান বিবাদ আছে। প্রাচীন ভারতের ১৬ টি মহাজনপদের অন্যতম শক্তিশালী জনপদ মগধের রাজধানী রাজগৃহ, যা বর্তমনকালের রাজগীর। সেই রাজগীরের কাছেই এই নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত চৈনিক পরিব্রাজক হিউয়েন সাঙ এসেছিলেন শিক্ষা গ্রহণ করতে এবং শেষ পর্যন্ত তিনি এখানে অধ্যাপক হিসাবে বহুদিন কাজ করেন। 

    কেমন ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়?

    এটি ছিল একটি আবাসিক বিশ্ববিদ্যালয়  (Nalanda University)। এখানে সবরকম সুযোগসুবিধা পাওয়া যেত। এখানে ছিল এক মস্ত বড় গ্রন্থাগার, যার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এই গ্রন্থাগারটি ছিল সমগ্র বিশ্বের মধ্যে সবথেকে বিশাল গ্রন্থাগার, যেখানে অজস্র বইয়ের সমাহার ছিল। দূর দূর থেকে ছাত্ররা ছুটে আসতেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে। চিন, কোরিয়া, তিব্বত, সুমাত্রা ইত্যাদি দেশ থেকে দলে দলে ছাত্ররা আসতেন। এখানে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষাদান করা হত। সমগ্র বিশ্বের একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ছিল এটি। ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত নালন্দা মহাবিহার ছিল ভারতের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। আনুমানিক ১২০০ খ্রিস্টাব্দ নাগাদ বখতিয়ার খিলজি এই মহাবিহার ধ্বংস করেন, যার ধ্বংসাবশেষ ১৯৯৫ সালে খনন করা হয়। বেদ, ‘হেতুবিদ্যা’ (ন্যায়শাস্ত্র), ‘শব্দবিদ্যা’ (ব্যাকরণ ও ভাষাতত্ত্ব), ‘চিকিৎসাবিদ্যা’ (ভেষজবিদ্যা), জাদুবিদ্যা-সংক্রান্ত অন্যান্য গ্রন্থ (অথর্ববেদ) ও সাংখ্য দর্শন সম্মন্ধে এখানে শিক্ষাদান করা হত। গবেষণা অনুযায়ী আইন, জ্যোতির্বিজ্ঞান ও নগর-পরিকল্পনা প্রভৃতি বিষয়ে শিক্ষাদান করা হত।

    নালন্দার পুনরুজ্জীবন, আবার শুরু হয়েছে শিক্ষাদান

    প্রথমে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম ২০০৬ সালে নালন্দাকে (Nalanda University) আবার ফিরিয়ে আনার প্রস্তাব দেন। তার বছর চারেক বাদে অর্থাৎ ২০১০ সালে ভারতীয় পার্লামেন্টে পাশ হয় নালন্দা বিশ্ববিদ্যালয় বিল, যেখানে প্রস্তাব রাখা হয় নতুন আকারে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে এবং তাতে পড়ানো হবে ভাষাতত্ত্ব, ইতিহাস, পররাষ্ট্রনীতি, পরিবেশবিদ্যা বা বৌদ্ধ দর্শনের মতো নির্বাচিত কিছু বিষয়। যাতে নালন্দা আবার সেই আগের মতো এক উচ্চশিক্ষা দানকারী বিশ্ববিদ্যালয় হতে পারে। তার জন্য গড়ে তোলা হয় ‘নালন্দা মেন্টর গ্রুপ’-যার নেতৃত্বে ছিলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বিশ্ববিদ্যালয় চালু হওয়ার পর অমর্ত্য সেন আচার্যের পদে মনোনীত হন। সেই বিশ্ববিদ্যালয় আজ আবার তার শিক্ষাদান শুরু করেছে। ধীরে ধীরে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে, দেশ বিদেশ থেকে আসছে ছাত্ররা, এখানে শিক্ষা গ্রহণ করতে। 

    কী কী বিষয় এখন পড়ানো হয়?

    বর্তমানে এখানে (Nalanda University) ৬টি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পড়ানো হয়। সেগুলি হল-হিন্দু স্টাডিজ, বিশ্ব সাহিত্য, Sustainable Development, বাস্তুশাস্ত্র ও পরিবেশ বিদ্যা, ইতিহাস, বুদ্ধিস্ট স্টাডি এবং দর্শন। 
    তাছাড়া এই বিষয় গুলিতে PhD ও করানো হয় এখান থেকে। আবার ধীরে ধীরে পুরনো জায়গা ফিরে পাচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। আমাদের গর্ব, ভারতবাসীর গর্ব নালন্দা বিশ্ববিদ্যালয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CBSE: আজ থেকে শুরু সিবিএসই দশম-দ্বাদশ পরীক্ষা, ‘চ্যাটজিপিটি’ ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা 

    CBSE: আজ থেকে শুরু সিবিএসই দশম-দ্বাদশ পরীক্ষা, ‘চ্যাটজিপিটি’ ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা 

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ থেকে শুরু হল সিবিএসই (CBSE) দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা চলবে ৫ এপ্রিল পর্যন্ত। দশম ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৮ লক্ষ ৮৩ হাজার ৭১০। দশম শ্রেণির পরীক্ষা চলবে ২১ মার্চ পর্যন্ত। অন্যদিকে, ৩৬ দিন ধরে চলবে দ্বাদশ শ্রেণির পরীক্ষা। শেষ হবে ৫ এপ্রিল। জানা গিয়েছে, দেশজুড়ে ৭ হাজার ২৫০ কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 

    কঠোরভাবে নিষেধ করা হয়েছে চ্যাটজিপিটি-র ব্যবহার

      
    বোর্ডের (CBSE) নির্দেশিকায় জানানো হয়েছে, পরীক্ষা হলে মোবাইল ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। সম্প্রতি প্রযুক্তি বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে চ্যাটজিপিটি প্রযুক্তি। যার মাধ্যমে কঠিন পরীক্ষার উত্তরও পাওয়া যাচ্ছে সামান্য কয়েক সেকেন্ডে। এর আগে গুগলের ব্রাউজার সার্চ করে লিঙ্ক পাওয়া যেত, সেই লিঙ্কে প্রবেশ করে নির্দিষ্ট সাইট থেকে উত্তর খুঁজতে হত। কিন্তু চ্যাটজিপিটির সৌজন্যে এখন সবটাই হাতের মুঠোয়। তাই পরীক্ষা হলে অ্য়াপের ব্যবহার নিষিদ্ধ করেছে বোর্ড।

    অ্যাডমিড কার্ডে কী নির্দেশ দিল বোর্ড (CBSE)

    পরীক্ষার অ্যাডমিট কার্ডে বলা হয়েছে, “আপনি পরীক্ষাকেন্দ্রে কোনও অবৈধ কাজ করবেন না।  কোনও পরীক্ষার্থীকে অবৈধ উপায় অবলম্বন করে পরীক্ষা দিতে দেখা যায়, তাহলে তাকে Unfair Means (UFM) কার্যকলাপের অধীনে আটক করা হবে। এখানেই শেষ নয়, পরে বোর্ডের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তের বিরুদ্ধে। “

    বিশ্বের তাবড় শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ চ্যাটজিপিটি

     মার্কিন সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, নিউ ইয়র্ক সিটি ও সিয়াটেলের কিছু পাবলিক স্কুলে ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে চ্যাটজিপিটি-কে। ইতিমধ্য়েই বেশ কয়েকটি মার্কিন বিশ্ববিদ্যালয় টেক-হোম  অ্য়াসেসমেন্ট ও হাতে লেখা প্রবন্ধ ও মৌখিক পরীক্ষা বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছে। 

    মাধ্যমিক পরীক্ষার্থীরা আজ থেকে পাবেন অ্যাডমিড কার্ড                                                                   

    এই মাসে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। জানা গিয়েছে, West Bengal Board of Secondary Education এর অফিস থেকে  গতকালই অ্যাডমিট কার্ড সংগ্রহ করে স্কুলগুলি। ছাত্র-ছাত্রীরা ১৫ ফেব্রুয়ারি থেকে স্কুল থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

  • WB JECA 2023: “জেকা ২০২৩” এর আবেদন শুরু হয়েছে, জানুন বিস্তারিত

    WB JECA 2023: “জেকা ২০২৩” এর আবেদন শুরু হয়েছে, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড WB JECA 2023 এর রেজিস্ট্রেশন এবং আবেদন প্রক্রিয়া শুরু করেছে। অনলাইনে আগ্রহী প্রার্থীরা এই আবেদন করতে পারবে বলে জানিয়েছে বোর্ড। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে এই আবেদন প্রক্রিয়া চলবে ৮ ফেব্রুয়ারি ২০২৩ অবধি। বোর্ডের সিডিউল অনুযায়ী জানা যাচ্ছে এ বছরের WB JECA 2023 পরীক্ষা হবে ৮ জুলাই। আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটটি হল wbjeeb.nic.in.
     

    WB JECA 2023 পরীক্ষায় বসার যোগ্যতা কী

    বোর্ড সূত্রে জানানো হয়েছে এই পরীক্ষায় বসতে গেলে প্রার্থীদের অবশ্যই স্নাতক স্তরে ৬০ শতাংশ নম্বর পেতে হবে সাধারণ তালিকাভুক্ত ছাত্রদের। অন্যদিকে সংরক্ষিত তালিকার প্রার্থীদের ৪৫ শতাংশ নম্বর সহ স্নাতক পাশ করলেই হবে এবং তার সঙ্গে প্রার্থীদেরকে স্নাতক স্তরের অন্যতম বিষয় হিসেবে গণিতে ৬০ শতাংশ নম্বর পেতে হবে ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বা তার সমতুল পরীক্ষাতেও ৬০ শতাংশ নম্বর পেতে হবে গণিতে।

    আরও পড়ুন: সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায়, বিজ্ঞান বিভাগে ভাল রেজাল্ট করতে কিছু টিপস

    টেকনিক্যাল শাখার সাধারণ তালিকাভুক্ত ছাত্রদের তাদের স্নাতক স্তরের পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেলেই হবে এবং সংরক্ষিত তালিকার প্রার্থীদের ৪৫ শতাংশ নম্বর পেতে হবে। আবশ্যিক বিষয় হিসেবে স্নাতক স্তরে গণিত থাকতেই হবে।

    কীভাবে আবেদন করবেন

    ধাপ- ১  প্রথমে WB JECA 2023 এর  অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে

    ধাপ- ২ এরপর রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করতে হবে

    ধাপ-৩ লগ ইন করে যাবতীয় তথ্য সেখানে দিতে হবে

    ধাপ-৪ সমস্ত প্রয়োজনীয় নথি ওই ওয়েবসাইটে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মে আপলোড করতে হবে

    ধাপ-৫ এরপর আবেদন ফি জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে এবং ফাইনাল সাবমিশন করতে হবে

    আরও পড়ুন: জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা ২০২৩ শুরু হচ্ছে ২৪ জানুয়ারি থেকে, পরীক্ষা পদ্ধতিতে এল বদল

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • CBSE: সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায়, বিজ্ঞান বিভাগে ভাল রেজাল্ট করতে কিছু টিপস

    CBSE: সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায়, বিজ্ঞান বিভাগে ভাল রেজাল্ট করতে কিছু টিপস

    মাধ্যম নিউজ ডেস্ক: দরজায় কড়া নাড়ছে সিবিএসই (CBSE) বোর্ডের দশম শ্রেণির  পরীক্ষা। ইতিমধ্যে বোর্ডের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার দিনক্ষণও স্থির করা হয়েছে। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা হবে। আজকে আমরা আলোচনা করব সিবিএসই (CBSE) বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় বিজ্ঞান বিভাগে কীভাবে ভালো রেজাল্ট করা যায় তার উপরে, যাতে ছাত্রছাত্রীরা ভাল নম্বর পেতে পারে।

    নিম্নলিখিত বিষয়গুলি ছাত্র-ছাত্রীদের অবশ্যই মাথায় রাখতে হবে

    ১) পরীক্ষা পদ্ধতির সম্পর্কে নির্ভুল বিশ্লেষণ দরকার

    সিলেবাসে কোন কোন বিষয় রয়েছে, বিগত বছরগুলিতে কোন কোন বিভাগ থেকে প্রশ্ন বেশি দেওয়া হয়েছে, প্রশ্নের ধরন, সর্বোচ্চ কত নম্বরের প্রশ্ন আসে এবং কতগুলি প্রশ্নের উত্তর পরীক্ষা কেন্দ্রে বসে করতে হয় সে সম্পর্কে স্বচ্ছ ধারণা পরীক্ষার্থীদের থাকতে হবে। তাহলেই ভালো রেজাল্ট সম্ভব।

    ২) পাঠ্য বই যত্ন সহকারে পড়তে হবে

    বইয়ের প্রতিটি অধ্যায়কে নিখুঁতভাবে পড়তে হবে এবং সমস্ত টপিকগুলি ভালোমতো বুঝতে হবে। যেকোনও টপিক সম্পর্কে ধারণা স্বচ্ছ হলে প্রশ্নের উত্তর লিখতে সুবিধা হবে এবং বেশি সংখ্যক প্রশ্নের উত্তর লেখা যাবে।

    ৩) নোট তৈরি করতে হবে

    পাঠ্যবই ভাল করে পড়ার পরে নোট তৈরি করতে হবে এবং যেগুলো বেসিক পয়েন্ট সেগুলোকে‌ লিখে রাখতে হবে।

    ৪) টেস্ট পেপার অনুশীলন করতে হবে

    বারবার অনুশীলন করতে হবে বিভিন্ন স্যাম্পেল প্রশ্নপত্রগুলিকে এবং প্র্যাকটিস সেটগুলিকে। যেগুলি মূলত সিবিএসই (CBSE) বোর্ডের সায়েন্স পরীক্ষার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, এগুলোতে বুঝতে সুবিধা হবে যে কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এবং নিজেদের দুর্বলতার দিকগুলিও সেখানে যাচাই করা সম্ভব হবে।

    ৫) টাইম ম্যানেজমেন্ট

    টাইম ম্যানেজমেন্ট একটি খুব গুরুত্বপূর্ণ দিক। যেগুলি পরীক্ষার্থীদের খেয়াল রাখতে হবে তার কারণ সময় নির্দিষ্ট  থাকে সম্পূর্ণ প্রশ্নপত্র শেষ করার জন্য। তাই কোন প্রশ্নের উত্তর লেখার জন্য কতটা সময় পাওয়া যায়, সেটা অবশ্যই জানতে হবে। সেইমতো বাড়িতে অভ্যাসও তৈরি করতে হবে।

    ৬) গাণিতিক সমস্যা এবং ডায়াগ্রাম ভালমতো অনুশীলন করতে হবে

    পদার্থবিদ্যার ক্ষেত্রে ছাত্রদেরকে পদার্থবিদ্যার অঙ্কগুলি এবং ডায়াগ্রাম যেগুলি থাকবে সেগুলিকে নিয়মিতভাবে অনুশীলন করতে হবে।

    কেমিস্ট্রির জন্য ছাত্রদেরকে ব্যালেন্স রিঅ্যাকশন এবং বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে হবে প্রিয়োডিক টেবিলের গুরুত্বপূর্ণ মৌলগুলিকেও মনে রাখতে হবে। তাদের গ্রুপ মনে রাখতে হবে।

    বায়োলজির ক্ষেত্রে ছাত্রদেরকে প্র্যাকটিস করতে হবে বিভিন্ন ডায়াগ্রামগুলি এবং সেই ডায়াগ্রামের বিভিন্ন অংশের যে টার্ম, সেগুলোর নাম, সংজ্ঞা ইত্যাদি মনে রাখতে হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • JEE Main: জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা ২০২৩ শুরু হচ্ছে ২৪ জানুয়ারি থেকে, পরীক্ষা পদ্ধতিতে এল বদল

    JEE Main: জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা ২০২৩ শুরু হচ্ছে ২৪ জানুয়ারি থেকে, পরীক্ষা পদ্ধতিতে এল বদল

    মাধ্যম নিউজ ডেস্ক: ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ আয়োজিত জয়েন্ট এন্ট্রান্স মেইন (JEE Main) পরীক্ষা আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে। ইতিমধ্যে এনটিএ প্রকাশ করেছে এই পরীক্ষার জন্য সিলেবাস। পরীক্ষার্থীরা এটি পেতে পারে এই ওয়েবসাইট থেকে Jermain.nta.nic.in এবং এখান থেকেই ডাউনলোড করা যাবে পরীক্ষা পদ্ধতির বিশদ বিবরণ।

    এনটিএস সূত্রে জানা গেছে যে পরীক্ষার দুটি পেপার থাকবে একটি পেপার-১ এবং অপরটি পেপার-২, এই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্সের স্নাতক স্তরে ভর্তি হওয়া যাবে। পেপার-২ আর্কিটেকচার এবং প্ল্যানিং এর ছাত্রদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পরীক্ষাটি হবে কম্পিউটার ভিত্তিক (CBT) এবং দুটি সেশনে নেওয়া হবে এই পরীক্ষা। জেইই মেইন (JEE Main)  ২০২৩ তিনটি বিষয়ের উপর নেওয়া হবে পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত।

    প্রশ্নপত্রের ধরন

    সেকশন-এ তে থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন। অন্যদিকে সেকশন-বি এর প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এবং এই উত্তরগুলি নিউমেরিক্যাল ভ্যালুতে (Numerical Valu) দিতে হবে বলে জানিয়েছে এনটিএ। সেকশন-এ এর সমস্ত প্রশ্নের উত্তর বাধ্যতামূলক। প্রতিটি প্রশ্নে ৪ নম্বর করে দেওয়া হবে। নেগেটিভ মার্কিং থাকবে। একটি ভুলের জন্য ১ নম্বর করে কাটা যাবে। অন্যদিকে সেকশন-বি এর ক্ষেত্রে পরীক্ষার্থীদের যে কোন ৫টি প্রশ্নের উত্তর করতে হবে মোট ১০ টি প্রশ্নের মধ্যে থেকে। কোনও নেগেটিভ মার্কিং থাকছে না এই বিভাগে।

    প্রতিবছর গড়ে জয়েন্ট এন্ট্রান্স মেইন (JEE Main)  পরীক্ষায় বসে প্রায় সাড়ে ন’লক্ষ পরীক্ষার্থী। এই সংখ্যার কাছাকাছি পরীক্ষার্থীই গত বছরে দেখা গেছিল। যেমন ২০২২ সালে মোট রেজিস্ট্রেশন করেছিল ১০,২৬,৭৯৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছিল ৯,০৫,৫৯০। গত বছরের ২৪ জন পরীক্ষার্থী একশো পার্সেন্টাইল স্কোর করতে পেরেছিল এবং প্রথম স্থান অর্জন করেছিল।
    প্রসঙ্গত, ২০২৩ সালে এই পরীক্ষা নেওয়া হবে ইংরেজি, হিন্দী, অসমীয়া, বাংলা, গুজরাটি, কন্নর, মালায়ালাম,মারাঠি,ওড়িয়া,পাঞ্জাবি, তামিল তেলেগু এবং উর্দু ভাষায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share