Category: বিনোদন

Get updates on Entertainment News Celebrities, Hollywood, Bollywood, Tollywood Movies, Web series, OTT from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Drishyam In Korean: ‘দৃশ্যম’ তৈরি হচ্ছে কোরিয়ান ভাষায়! অভিনয়ে অস্কারজয়ী ‘প্যারাসাইট’-এর নায়ক 

    Drishyam In Korean: ‘দৃশ্যম’ তৈরি হচ্ছে কোরিয়ান ভাষায়! অভিনয়ে অস্কারজয়ী ‘প্যারাসাইট’-এর নায়ক 

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৩ সালে মুক্তি পেয়েছিল মালয়ালম ছবি ‘দৃশ্যম’। পরবর্তীতে তা হিন্দি-সহ দেশের বহু আঞ্চলিক ভাষায় রিমেক হয়। এবার দেশের সীমানা ছাড়িয়ে ‘দৃশ্যম’ এর রিমেক হতে চলেছে কোরিয়ান ভাষায় (Drishyam In Korean)। জানা গিয়েছে, অস্কারজয়ী কোরিয়ান ছবি ‘প্যারাসাইট’(২০১৯)-এর অভিনেতা সং ক্যাং হো অভিনয় করবেন এই নতুন ‘দৃশ্যম’-এ। প্রসঙ্গত, প্রথম কোনও ভারতীয় ছবির রিমেক কোরিয়ান ভাষায় হতে চলেছে। যা ভারতীয় চলচ্চিত্র জগতে এক বড়ো পাওনা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

    দক্ষিণ কোরিয়া ও ভারতীয় সংস্থা যৌথভাবে প্রযোজনা করবে এই ছবি  

    ‘দৃশ্যম’ যে কোরিয়ান ভাষায় রিমেক হতে চলেছে তা কান চলচ্চিত্র উৎসবেই প্রথম জানা যায়। প্রসঙ্গত, কুমার মঙ্গত পাঠকের প্যানোরমা স্টুডিয়োতেই এই ছবির হিন্দি রিমেক হয়েছিল। সেই একই প্রযোজনা সংস্থা এবার যুক্ত থাকবে ছবির কোরিয়ান রিমেকেও। দক্ষিণ কোরিয়ার অ্যান্থোলজি স্টুডিয়োর সঙ্গে ইতিমধ্যে চুক্তিও হয়েছে। ভারত এবং দক্ষিণ কোরিয়ার স্টুডিয়োও প্রথম বার কোনও ছবি এভাবে রিমেক হতে যাচ্ছে। যৌথ ভাবেই ছবিটির প্রযোজনা করবে তারা।

    কবে থেকে শুরু হবে ছবির কাজ

    শোনা যাচ্ছে, ‘দৃশ্যম’-এর কোরিয়ান রিমেকের (Drishyam In Korean) কাজ শুরু হবে পরের বছর। ছবির অন্যান্য আনুষাঙ্গিক কাজ অবশ্য চলতি বছর থেকেই শুরু হয়ে গিয়েছে। ‘দৃশ্যম’-এর প্রযোজক কুমার মঙ্গত পাঠক বললেন, “ভাবতেই পারা যাচ্ছে না আমাদের ‘দৃশ্যম’ কোরিয়ান ভাষায় তৈরি হবে। কোনও হিন্দি সিনেমার ক্ষেত্রে এমনটা এই প্রথম ঘটছে! এটা শুধু আমাদের সিনেমার প্রচার নয়, হিন্দি সিনেমাকে বিশ্বের মানচিত্রে জায়গা করে দেবে। এতগুলো বছর কোরিয়ান সিনেমা দেখে মুগ্ধ হলাম, শিখলাম। এখন দেখি তাঁরাও আমাদের সিনেমায় কিছু খুঁজে পেয়েছেন!” অন্য দিকে, দক্ষিণ কোরিয়ায় অ্যান্থোলজি স্টুডিয়োর কর্ণধারের মতে, “এমন এক বিপুল সফল হিন্দি ছবিকে কোরিয়ান ধাঁচে নতুন করে বানানোর সুযোগ পেয়ে আমরা রোমাঞ্চিত। কাজের ক্ষেত্রেও ভারত আর কোরিয়ার মধ্যে এ ধরনের যৌথ প্রযোজনা এই প্রথম।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Tollywood Actress: শ্যুটিং সেরে ফেরার পথে বেপরোয়া লরি পিষে দিল জনপ্রিয় টেলি অভিনেত্রীকে

    Tollywood Actress: শ্যুটিং সেরে ফেরার পথে বেপরোয়া লরি পিষে দিল জনপ্রিয় টেলি অভিনেত্রীকে

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্যুটিং সেরে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক টেলি অভিনেত্রীর (Tollywood Actress) । শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বরানগর থানার ঘোষপা়ড়া রোডে। পুলিশ জানিয়েছে, ওই টেলি অভিনেত্রীর নাম সুচন্দ্রা দাশগুপ্ত (২৯)। তাঁর বাড়ি পানিহাটি রেলওয়ে পার্ক এলাকায় তাঁর বাপের বাড়ি। বাইকে করে বাপের বাড়িতে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে।

    ঠিক কী ঘটেছিল?

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুচন্দ্রা টেলি (Tollywood Actress) জগতে পরিচিত মুখ। “গৌরী এলো” সহ একাধিক সিরিয়ালে তিনি সহ অভিনেত্রীর কাজ করতেন। অন্যদিনের মতো শনিবারও তাঁর শ্যুটিং ছিল। তিনি শ্যুটিং শেষ করে রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন। ডানলপের দিক থেকে তিনি বাইকে করে যাওয়ার সময় বরানগর ঘোষপাড়া রোডের কাছে একটি সাইকেল আচমকাই রাস্তা পার করে। সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে অভিনেত্রীর বাইকের চালক জোরে ব্রেক কষে। সেই সময় বাইকের পিছনে বসে থাকা অভিনেত্রী রাস্তায় ছিটকে পড়ে যায়। ঠিক ওই সময়ই পিছন দিক থেকে আসা একটি লরি তাঁকে পিষে দেয়। যদিও ঘটনার পর পরই লরিটিকে পুলিশ আটক করেছে। লরির চালককে গ্রেফতার করা হয়।

    কী বললেন প্রত্যক্ষদর্শীরা?

    এই ঘটনায় অভিনেত্রীর (Tollywood Actress)  পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। টেলি জগতের অনেকেই এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন। জানা গিয়েছে, শ্যুটিং শেষ হওয়ার পর তিনি অনলাইনে একটি বাইক বুক করেন। সেই বাইকে চড়েই তিনি কলকাতা থেকে পানিহাটিতে বাপের বাড়ি ফিরছিলেন। রাস্তাতেই বেপরোয়া লরি তাঁকে পিষে দিয়ে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা বলেন, বাইকে যথেষ্ট গতি ছিল। কিন্তু, আচমকা ব্রেক না করার জন্যই ওই মহিলা ছিটকে পড়েন। পিছনে লরিটি না থাকলে হয়তো তিনি বেঁচে যেতেন। কোনও কিছু বুঝে ওঠার আগেই লরিটি তাঁকে পিষে দিয়ে চলে যায়। পুলিশের এক আধিকারিক বলেন, ওই অভিনেত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • King Cobra: ১২ ফুট শঙ্খচূড়ের মাথায় চুম্বন! যুবকের ভিডিও দেখে হাঁ নেটিজেনরা

    King Cobra: ১২ ফুট শঙ্খচূড়ের মাথায় চুম্বন! যুবকের ভিডিও দেখে হাঁ নেটিজেনরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিষধর হোক কী নাই হোক (King Cobra)! সাপ নাম শুনলেই মানুষের আতঙ্কের শেষ থাকে না। কিন্তু প্রশ্ন যদি হয় সাপকে চুম্বন করার? এমনটা বোধ হয় কল্পনাতেও আসে না কারও? এবার এই অসম্ভব কাণ্ডকে সম্ভব করতে দেখা গেল এক যুবককে।

    সাপের মাথায় চুম্বন

    সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, এক যুবক সাপের (King Cobra) মাথায় চুম্বন করছেন তাও আবার মামুলি সাপ নয় একেবারে ১২ ফুটের শঙ্খচুড়। মিঠুন চক্রবর্তীর জনপ্রিয় সংলাপ, ‘এক ছোবলে ছবি’ শঙ্খচূড়ের (King Cobra) ক্ষেত্রে একেবারে প্রযোজ্য। অন্তত, সাপ বিশেষজ্ঞরা তাই বলছেন। নিকদ্যর‍্যাংলার নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি জলাশয়ের ধারে দাঁড়িয়ে আছেন ওই যুবক। তাঁর সামনেই বিশালাকার শঙ্খচূড় ফণা তুলে দাঁড়িয়ে আছে। এরপর যুবক সাপটিকে হাতে ধরে ফেলেন। ধীরে ধীরে সেটির ফণায় চুম্বন দিতে দেখা যায় তাঁকে।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Animal and Reptile Addict (@nickthewrangler)

    কী বলছেন নেটিজেনরা? 

    ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই তা ভাইরাল হতে থাকে নেট পাড়ায়। আতঙ্কের কমেন্ট আসতে থাকে নেটিজেনদের। যুবকের পোস্টের ক্যাপশনে লেখা,  ‘‘বারো ফুটের শঙ্খচূড়ের (King Cobra) মাথায় চুম্বক করতে পারবেন?’’ জানা যাচ্ছে অকুতোভয় এই যুবকের নাম নিক বিশপ। বিষধর যা কিছু আছে পৃথিবীতে তা নিয়েই কারবার তাঁর। কিন্তু এভাবে শঙ্খচূড় নিয়ে যে খেলা তিনি দেখাচ্ছেন তা নিয়ে সমালোচনারও ঝড় বয়ে গেছে নেট পাড়ায়। জীবনের ঝুঁকি নিয়ে সাপের সঙ্গে এই খেলা ভালভাবে নেননি অনেক নেটিজেন।

    ভয়ঙ্কর বিষধর সাপ হল শঙ্খচূড় (King Cobra) 

    পৃথিবীর বিষধর সাপগুলির মধ্যে শঙ্কচূড় অন্যতম। বিশেষজ্ঞদের মতে, এই সাপের বিষে থাকে নিউরোটক্সিন। এই সাপের কামড়ে হৃদ কম্পন স্তব্ধ হয়ে যায়। শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় মানুষের। তবে বিশেষজ্ঞদের দাবি, মানুষের কাছ থেকে আক্রমন না এলে প্রথমেই কাউকে হামলা করেনা এই সাপ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • The Kerala Story: রাজ্যে নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’! ঘোষণা মুখ্যমন্ত্রীর, ‘‘অগণতান্ত্রিক’’, তোপ কেন্দ্রের

    The Kerala Story: রাজ্যে নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’! ঘোষণা মুখ্যমন্ত্রীর, ‘‘অগণতান্ত্রিক’’, তোপ কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলায় নিষিদ্ধ ঘোষণা করা হল ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) সিনেমাকে। নবান্ন সূত্রে খবর, এই ছবি রাজ্যে কোথাও প্রদর্শন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় এই ছবির প্রদর্শন হচ্ছে কিনা তা খোঁজ নেওয়ার জন্য মুখ্যসচিবকে ইতিমধ্যে নির্দেশও দিয়েছেন তিনি। প্রসঙ্গত, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্নাটকের বল্লেরির জনসভায় দ্য কেরালা স্টোরির ভূয়সী প্রশংসা করে বলেছিলেন, এই ছবি সন্ত্রাসবাদের মুখোশ টেনে খুলবে। ওয়াকিবহাল মহলের মতে, কেরালার মতোই পরিস্থিতি তৈরি হয়েছে এরাজ্যে। জেলায় জেলায় খোঁজ মিলছে আল কায়দার এজেন্টদের। লাভ জেহাদের অভিযোগও আসছে শ’য়ে শ’য়ে। এমনই আবহে তাই কিছু আড়াল করতেই কি মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত? এই প্রশ্নও তুলছেন অনেকে। প্রসঙ্গত, প্রথম তিন দিনেই ৩৫ কোটির ব্যবসা করেছে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই ছবি দেখতে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছে তরুণ প্রজন্মের মধ্যে।

    কী বললেন দিলীপ ঘোষ?

    বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘মুখ্যমন্ত্রী সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন, কোনও ভাবে সত্যকে আড়াল করতে চেষ্টা করছেন। যখনই দেশে কোনও রকমের দেশবিরোধী শক্তির বিরোধিতা করা হয়, মুখ্যমন্ত্রী দেশবিরোধী শক্তির পক্ষ নেন। তবে এভাবে সত্যকে আড়াল করা যাবেনা। বেঙ্গল স্টোরিও খুব শীঘ্র আসবে। ’’

    রাজ্যের মুখ্যমন্ত্রী কি সংখ্যালঘু তোষণের কারণেই ছবির প্রদর্শন বন্ধ করলেন?

    সিনেমাতে সন্ত্রাসবাদের মুখোশ খোলা হয়ে থাকলে বাংলার মুখ্যমন্ত্রীর এতে আপত্তি কিসের? এমনটাও বলছেন অনেকে। মুখ্যমন্ত্রী কি কোনও বিশেষ সম্প্রদায়কে বার্তা দিতেই এই ছবির প্রদর্শন বন্ধ করলেন? তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সাম্প্রদায়িক তোষণের অভিযোগ প্রথম থেকেই। ক্ষমতায় আসার পরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল রাজ্যসভার সদস্য করেছিল আহমেদ হাসান ইমরানকে, যিনি ছিলেন নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন সিমির প্রতিষ্ঠাতা রাজ্য সভাপতি। বিরোধী মহলের বক্তব্য, মুখ্যমন্ত্রীর কি তবে তাঁর দলের এই লবিকে খুশি করতেই এবং ভোট ব্যাংকের কারণেই এই ছবির প্রদর্শন বন্ধ করলেন। 

    আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রযোজক

    মুখ্যমন্ত্রীর এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন প্রযোজক বিপুল শাহ এবং আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বললেন।

    প্রতিবাদ জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর

    মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলেন অনুরাগ ঠাকুর। এ প্রসঙ্গে কালিয়াগঞ্জের উদাহরণ টেনে এনে তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধায়ের রাজ্যে দিনকয়েক আগেই এক নাবালিকাকে ধর্ষণ করে হত্যা করা হয়, তারপরেও তাঁর দেহকে পুলিশ যেভাবে টেনে নিয়ে যায়, এটা দেখে সত্যিই কষ্ট হয়।’’

     
     

  • The Kerala Story: বক্স অফিসে বাজিমাত ‘দ্য কেরালা স্টোরি’-র! প্রথম দিনে আয় কত?

    The Kerala Story: বক্স অফিসে বাজিমাত ‘দ্য কেরালা স্টোরি’-র! প্রথম দিনে আয় কত?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম দিনেই বক্স অফিসে ছক্কা হাঁকাল ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। সুদীপ্ত সেন পরিচালিত এই ছবিকে বিদ্বেষমূলক বলে তোপ দেগেছিল কংগ্রেস সহ বামপন্থীরা। একধাপ এগিয়ে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, এই ছবি সঙ্ঘ পরিবারের তৈরি। কিন্তু যাবতীয় অপপ্রচারকে পিছনে ফেলে প্রথম দিনেই বাজিমাত করল ‘দ্য কেরালা স্টোরি’। কর্নাটকে নির্বাচনী প্রচারে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)-এর প্রসঙ্গ উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণেও। ছবি নিয়ে কংগ্রেসের অপপ্রচারকে একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী। দরাজ সার্টিফিকেট দিয়েছেন ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) ছবিকে। এদিন তরণ আদর্শ ট্যুইট করে লেখেন, প্রথম দিনেই বাউন্ডারির বাইরে বল পাঠাল ‘দ্য কেরালা স্টোরি’।

    ২০২৩ সালে সর্বাধিক আয় করা প্রথম পাঁচটি ছবির তালিকায় নথিভুক্ত হল ‘দ্য কেরালা স্টোরি’

    পরিসংখ্যান বলছে, প্রথম দিনের আয়ের নিরিখে কাশ্মীর ফাইলস-কেও পিছনে ফেলে দিয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। কাশ্মীর ফাইলসের প্রথম দিনের আয় ছিল ৩.৫ কোটি টাকা, অন্যদিকে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) আয় ৭.৫ কোটি টাকা। চলতি বছরে প্রথমদিনে সর্বাধিক আয় করা প্রথম ৫টি ছবির তালিকায় নথিভুক্ত হল ‘দ্য কেরালা স্টোরি’-এর নাম। প্রথম দিনের আয়ের নিরিখে ‘পাঠান’ সবার আগে। এই ছবির আয় ছিল ৫৫ কোটি। তার পর ‘কিসি কা ভাই কিসি কা জান’। তার আয় ১৫.৮১ কোটি, তৃতীয় ‘তু ঝুটি ম্যায় মক্কার’ প্রায় ১৫.৭ কোটি আয় করে। চতুর্থ অজয় দেবগনের ‘ভোলা’, যার প্রথম দিনের আয় ছিল প্রায় ১১ কোটির উপরে। জানা গেছে, হিন্দি সহ মোট ৪টি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Salman Khan: ‘আমার দিকে অনেক বন্দুক তাক করা আছে’, প্রাণনাশের হুমকি প্রসঙ্গে সলমন

    Salman Khan: ‘আমার দিকে অনেক বন্দুক তাক করা আছে’, প্রাণনাশের হুমকি প্রসঙ্গে সলমন

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউড তারকা সলমন খানকে (Salman Khan) ফের প্রাণনাশের (Death Threat) হুমকি। গ্যাংস্টারদের হিটলিস্টে রয়েছেন তিনি। সম্প্রতি প্রাণনাশের হুমকি দিয়ে সলমানকে মেইল পাঠিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। তার পরে পরেই ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে এই বলিউড নায়ককে। মুম্বই (Mumbai) পুলিশই (Police) এই নিরাপত্তা দিয়েছে তাঁকে। বান্দ্রা থানায় এ ব্যাপারে এফআইআরও দায়ের করা হয়েছে। মেইলে পাঠানো বার্তায় ওই গ্যাং জানিয়েছে, তাঁরও (সলমনের) পরিণতি হবে সিধু মুশেওয়ালার মতো। সলমন বলেন, আমি জানি যা হওয়ার, তা হবেই। হাজার চেষ্টা করেও লাভ নেই। অনেক বন্দুক তাক করা আছে। তাই এই নিরাপত্তা। তবে নিরাপত্তা না নিয়ে আমি কোথাও যাই না।

    সলমন খান (Salman Khan) বলেন…

    সম্প্রতি একটি বৈদ্যুতিন সাংবাদ মাধ্যমের ‘আপ কী আদালত’ শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সলমন (Salman Khan)। তিনি বলেন, নিরাপত্তাহীনতার চেয়ে নিরাপত্তা ভাল। হ্যাঁ, আমার নিরাপত্তা রয়েছে। তাই এখন আর একা একা রাস্তায় সাইকেল নিয়ে বের হতে পারি না। নিরাপত্তা না নিয়ে কোথাও যেতে পারি না। রুপোলি পর্দার অন্যতম জনপ্রিয় এই নায়ক বলেন, কখনও যদি ট্রাফিক সিগন্যালে আমার গাড়ি দাঁড়িয়ে যায়, তাহলে নিরাপত্তারক্ষী থাকায় অন্য যাত্রীদের সমস্যায় পড়তে হয়। তাঁরা এবং আমার ফ্যানেরা আমায় দেখেন। প্রাণনাশের হুমকি দেওয়ায় নিরাপত্তা দেওয়া হয়েছে আমাকে। তিনি বলেন, পুলিশের তরফে আমাকে যা বলা হয়েছে, আমি তাই করছি। ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিতে একটা ডায়লগ রয়েছে। সেটি হল, তারা ১০০ বার ভাগ্যবান হতে পারে। আমাকে একবার ভাগ্যবান হতেই হবে।

    আরও পড়ুুন: শিল্পাঞ্চলে ফের শুটআউট! গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বিজেপি নেতার

    তাই আমি খুবই সতর্ক হয়ে গিয়েছি। সলমন বলেন, পুরো নিরাপত্তা নিয়েই আমাকে সর্বত্র যেতে হচ্ছে। তার পরেই তিনি বলেন, যা ঘটার তা ঘটবেই। আকাশের দিকে আঙুল উঁচিয়ে তিনি (Salman Khan) বলেন, আমি বিশ্বাস করি সর্বশক্তিমান রয়েছেন। তার মানে এই নয় যে, আমি মুক্তভাবে সর্বত্র যেতে পারি। সলমন বলেন, এখন আমার চারপাশে অনেক শের রয়েছে, আমার চারপাশে অনেক বন্দুক রয়েছে। আজ আমি খুবই ভীত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sanjay Dutt: শ্যুটিংয়ে বোমা ফেটে আহত অভিনেতা সঞ্জয় দত্ত! কেমন আছেন তিনি?

    Sanjay Dutt: শ্যুটিংয়ে বোমা ফেটে আহত অভিনেতা সঞ্জয় দত্ত! কেমন আছেন তিনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুটিং চলাকালীন আচমকাই সেটে বোমা ফেটে আহত হলেন অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। সূত্রের খবর, বেঙ্গালুরুর কাছেই সঞ্জুবাবা একটি কন্নড় ছবির শ্যুটিং করছিলেন। সেটেই আচমকা বিস্ফোরণ হয়। ঘটনায় হাতে, মুখে এবং কনুইয়ে আঘাত লাগে অভিনেতার। দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায় ছবির কাজ।

    অ্যাকশন দৃশ্যের সময় বিপত্তি

    বর্তমানে দক্ষিণী ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছে অভিনেতা সঞ্জয় দত্ত। বেশ কয়েকটি ছবির কাজ করছেন একসঙ্গেই। তারই মাঝে ঘটল বিপত্তি। এদিন শিডিউল শুটের জন্য ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন অভিনেতা। কন্নড় ছবি ‘কেডি’-র সেটে ঘটে এই দুর্ঘটনা। ছবির অ্যাকশন সিক্যুয়েন্সে উপস্থিত ছিলেন অভিনেতা। অধিকাংশ সময়ই তাঁকে অ্যাকশন দৃশ্যে নজর কাড়তে দেখা যায়। দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন কেজিএফ ২-তে। ফাইট মাস্টার রবি বর্মার উপস্থিতিতেই চলছিল এই দৃশ্যের শুটিং। এমনই সময় হঠাৎই একটি বোমা ফেটে যায়, যা শুটের কাজে ব্যবহারের জন্য রাখা ছিল। তখনই একটি বিস্ফোরণের দৃশ্যের সময় বোমাটি একেবারে অভিনেতার সামনেই ফেটে যায়। 

    আরও পড়ুন: চালিয়ে খেলছে চৈত্র! জানেন হাঁসফাঁস গরমে সুস্থ থাকতে কী কী করবেন?

    কন্নড় ছবি ‘কেডি- দ্য ডেভিল’-এ মূল অ্যান্টাগোনিস্টের ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে। ‘কেডি’ ছবির মাধ্যমে সর্বভারতীয় স্তরে পা রাখতে চলেছেন সঞ্জয় দত্ত। কন্নড় ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালম ও হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি। এই নতুন ছবির মাধ্যমেই দীর্ঘদিন পর বড়পর্দায় কামব্যাক করছেন শিল্পা শেট্টি। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ‘মার্টিন’ খ্যাত তারকা অভিনেতা ধ্রুব সারজা। এদিন সঞ্জয়ের আঘাত লাগার পর সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন অভিনেতা। তবে মানসিকভাবে বিপর্যস্ত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে নির্মাতারা জানান, সঞ্জয় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেই আবার ছবির কাজ শুরু হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Salman Khan: ‘‘৩০ এপ্রিল খুন হবেন সলমন খান’’! পুলিশকে হুমকি-ফোন করে শ্রীঘরে ‘নাবালক’

    Salman Khan: ‘‘৩০ এপ্রিল খুন হবেন সলমন খান’’! পুলিশকে হুমকি-ফোন করে শ্রীঘরে ‘নাবালক’

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজস্থানের যোধপুর থেকে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে হঠাৎই ফোন। নিজেকে রকিভাই পরিচয়ে ওই ব্যক্তি জানান, ৩০ এপ্রিল নাকি খুন হতে চলেছেন সলমন খান (Salman Khan)। হুমকি ফোন আসার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। হুমকিদাতা একজন নাবালক বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে সলমনের নিরাপত্তায় কোনওরকম খামতি রাখছে না প্রশাসন।

    কে এই রকি ভাই ?

    সূত্রের খবর, যোধপুরের বাসিন্দা রকি ভাই। স্বঘোষিত গো-রক্ষক সে। মুম্বই পুলিশ জানিয়েছে, আগামী ৩০শে এপ্রিল সলমন খানকে (Salman Khan) খুন করা হবে, এমন হুমকি দিয়েছে যোধপুরের এই গো-রক্ষক। যদিও আদতে নাবালক এই হুমকিদাতা, তাই তার হুমকিকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি নয় পুলিশ, তবে তদন্তের খাতিরে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

    গত মাসেও ই-মেল মারফত সলমনকে প্রাণে মেরে ফেলার হুমকি এসেছিল

    প্রসঙ্গত, গত মাসে ই-মেল মারফত সলমনকে (Salman Khan) প্রাণে মেরে ফেলার হুমকি এসেছিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং-এর তরফে। এবার নিজেকে রকি ভাই বলে দাবি করা এক ব্যক্তি সোজা মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে সলমন খানকে (Salman Khan) মেরে ফেলার হুমকি দিয়েছে। প্রসঙ্গত, গত মাসেই যোধপুর থেকে গ্রেফতার করা হয় ধাকড়রাম রামলাল সিয়াগ নামক এক ব্যক্তিকে, যাঁর ফোন থেকে প্রাণনাশের হুমকি ইমেলে পাঠানো হয়েছিল সলমন খানকে (Salman Khan)। সেই ইমেলে লেখা হয়েছিল, সিধু মুসেওয়ালার মতোই পরিণতি নাকি হতে চলেছে সলমন খানের। পুলিশ তদন্তে জানতে পারে, প্রয়াত পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার বাবাকেও হুমকি ইমেল পাঠিয়েছিলেন ওই ব্যক্তি। শুধু তা-ই নয়, আগ্নেয়াস্ত্র আইনেও ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে সর্দারপুরা পুলিশ স্টেশনে। মুসেওয়ালার মৃত্যুকাণ্ডে সন্দেহভাজন লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রারের সঙ্গে রকি ভাইয়ের কোনও যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।

    বাড়ানো হয়েছে সলমন খানের (Salman Khan) নিরাপত্তা

    লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং সলমনকে (Salman Khan) হত্যার ছক কষেছে, সে প্রমাণ পুলিশের হাতে এসেছে আগেই। অভিনেতার সুরক্ষা নিশ্চিত করতে তাঁকে ওয়াই প্লাস ক্যাটেগরির সুরক্ষা প্রদান করা হয়েছে। অন্যদিকে সলমনের ব্যক্তিগত দেহরক্ষীরাও সদা তৎপর অভিনেতার সুরক্ষায় যাতে কোনও ফাঁক না থাকে তা নিশ্চিত করতে। নিজের সুরক্ষার জন্য মোটা টাকা খরচ করেছেন দাবাং খান। নিশান পেট্রোল এসইউভি, বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন অভিনেতা, সঙ্গে রাখছেন লাইলেন্সড বন্দুক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Brahamastra 2 and 3: একসঙ্গে তৈরি হবে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২’ এবং ‘৩’, ঘোষণা পরিচালক অয়নের! কবে মুক্তি পাবে ছবি দুটি?

    Brahamastra 2 and 3: একসঙ্গে তৈরি হবে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২’ এবং ‘৩’, ঘোষণা পরিচালক অয়নের! কবে মুক্তি পাবে ছবি দুটি?

    মাধ্যম নিউজ ডেস্ক: রণবীর কাপুর-আলিয়া ভাটের জুটি দর্শক কূলের বেশ পছন্দের। ২০২২ সালের সেপ্টেম্বরে মুক্তি পায় এই জুটির অভিনীত ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১’। ছবিতে দেখা গিয়েছিল বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনকেও। বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খান, নাগার্জুনকে। সেসময় পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ভাল বাণিজ্য করেছে। তিনি আরও জানিয়েছিলেন, ছবিটির দুটো সিক্যুয়েন্স থাকবে। ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২’ এবং ‘৩’ দেখতে পারবেন দর্শক। অনুরাগীরা উন্মুখ, কবে সেই দিনক্ষণ আসবে? মঙ্গলবার সেই খবর জানালেন অয়ন।

    কবে মুক্তি পাচ্ছে  ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২’ এবং ‘৩’

    অয়ন জানিয়েছেন তাঁদের দ্বিতীয় ছবি ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২: দেব’ মুক্তি পাবে ২০২৬-এর ডিসেম্বরে। তৃতীয় ফ্র্যাঞ্চাইজি আসবে ঠিক এক বছর পরে। অর্থাৎ, ২০২৭-এর ডিসেম্বরে। এতটা সময় লাগছে কেন? অয়নের যুক্তি, ‘‘চিত্রনাট্য পড়ে দেখলাম, বিষয়টিকে ঘষেমেজে আরও ঝকঝকে করতে হবে। তার জন্য একটু সময় লাগবে। সেটাই সবার থেকে চেয়ে নিচ্ছি।’’ অয়ন মুখোপাধ্যায় তাঁর পোস্টে এদিন আরও লেখেন, ‘সময় এসে গেছে – ব্রহ্মাস্ত্র ট্রিলজি, অস্ত্রভার্স ও আমার জীবন সম্পর্কে কিছু আপডেট দেওয়ার! প্রথম পর্বের সমস্ত ভালবাসা ও প্রতিক্রিয়া পাওয়ার পর… দ্বিতীয় ও তৃতীয় পর্বের ওপর মনোনিবেশ করি আমি – যা এখন আমি জানি যে প্রথম পর্বের থেকেও বড় ও আরও উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠবে! আমরা বুঝেছি যে ব্রহ্মাস্ত্র দুই এবং তিনের চিত্রনাট্য আরও নিখুঁত করতে আমাদের আরও কিছুটা সময় প্রয়োজন। এদিন তিনি আরও ঘোষণা করেন যে একইসঙ্গে ব্রহ্মাস্ত্র দ্বিতীয় ও তৃতীয় পর্ব তৈরি হবে। তিনি বলেন, ‘এবং… সিদ্ধান্ত নিয়েছি যে দুটো ছবি তৈরি করব… একসঙ্গে! এবং তাদের মুক্তিও হবে কাছাকাছি সময়ে! এটি অর্জন করার জন্য আমার কাছে একটি টাইমলাইন আছে, যা আমি আজ আপনাদের সবার সঙ্গে শেয়ার করছি!’

    ‘ব্রহ্মাস্ত্র’র পাশাপাশি আরও একটি ছবি পরিচালনা করছেন অয়ন। সে কথাও তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়েছেন। এবার আর ফ্যান্টাসি-অ্যাডভেঞ্চার ফ্র্যাঞ্চাইজি নয়। তিনি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি ছবি পরিচালনা করবেন। তবে ছবি সম্পর্কে এক্ষুণি বিশদে নারাজ তিনি। তাঁর মতে, আপাতত বিষয়টি ভাবনা-চিন্তার স্তরে রয়েছে। তাই এক্ষুণি কিছু বলছেন না। কাজ এগোলে তিনি সংবাদমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bhuban Badyakar: এবার অভিনয় জগতে পা রাখলেন ভুবন বাদ্যকর, কী বললেন ‘বাদাম কাকু’?

    Bhuban Badyakar: এবার অভিনয় জগতে পা রাখলেন ভুবন বাদ্যকর, কী বললেন ‘বাদাম কাকু’?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার অভিনয় জগতে পা রাখলেন বাদাম কাকু বলে পরিচিত ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। জানা গিয়েছে, ১ এপ্রিল থেকে শুরু হওয়া এক সিরিয়ালে বাবার ভূমিকায় দেখা যাবে ‘কাঁচা বাদাম’ খ্যাত শিল্পীকে। এতদিন গায়ক হিসাবেই ছিল তাঁর পরিচিতি, ‘কাঁচা বাদাম’ গান ভাইরাল হওয়ার পর রিয়ালিটি শো-এর মঞ্চেও দেখা মিলেছে তাঁর। ‘দাদাগিরি’ থেকে স্টার জলসার ‘ইস্মার্ট জোড়ি’র স্টেজে দেখা গিয়েছে তাঁকে, তবে এবার সরাসরি অভিনয়ে ভুবন বাদ্যকর।

    সিরিয়ালে কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে 

    নতুন ইনিংস নিয়ে উচ্ছ্বসিত ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। তিনি জানিয়েছেন, মাস তিনেক আগে শ্যুটিং করেছেন তিনি। সিরিয়ালে তাঁকে মেয়ের বাবার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। প্রেম করে বিয়ে করতে চায় মেয়ে, কিন্তু বাধ সাধবে বাবা। সেই নিয়েই এগোবে গল্প। মোট দু-দিন অভিনয় করেছেন ভুবন বাবু (Bhuban Badyakar), এর বিনিময়ে চল্লিশ হাজার টাকা পারিশ্রমিকও পেয়েছেন। বাদাম কাকুর কথায়, ‘মানুষের আর্শীবাদেই আমার গান সবার মন ছুঁয়েছে। আমি সবার সামনে গান গাইবার সুযোগ পেয়েছি, আগামিদিনে অভিনয়ে সুযোগ এলে নিশ্চয় অভিনয় করব’।

    গত বছরেই তাঁর কাঁচা বাদাম গান ব্যাপক ভাইরাল হয়  

    ‘আমার কাছে নাইগো ভুবু ভাজা বাদাম..’, গেয়ে বীরভূমের এই সাধারণ বাদাম বিক্রেতার জীবনে সুদিন ফিরেছিল। লাখ লাখ টাকা খরচ করে দুবরাজপুরে কোঠা বাড়ি বানিয়েছেন ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। তবে গত মাসেই জানা যায়, সেই বাড়িতে থাকতে পারছেন না গায়ক ও তাঁর পরিবার। চাঁদা শিকারিদের ‘অত্যাচারে’ ভাড়া বাড়িতে গিয়ে উঠেছেন। পাশাপাশি ‘কাঁচাবাদাম’ গানের কপিরাইট নিয়ে আদালতে মামলাও ঠুকেছেন। ভুবন বাদ্যকরের অভিযোগ বীরভূমের এক মিউজিক স্টুডিওর মালিক নামমাত্র টাকায় তাঁকে ঠকিয়ে এই গানের কপিরাইট হাতিয়ে নিয়েছে। গোধূলিবালা মিউজিক অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছেন। এই মামলার নিষ্পত্তি কবে হবে সেটা দেখার, তবে অভিনেতা হিসাবে ভুবন বাদ্যকরের নতুন ইনিংসের দিকে মুখিয়ে সকলে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share