Category: গ্যাজেট

Get updated Gadget related news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ আনছে ২১টি নতুন ইমোজি, জানুন বিস্তারিত

    WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ আনছে ২১টি নতুন ইমোজি, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্ক জুকেরবার্গের মেটা অধীকৃত হোয়াটসঅ্যাপে  আরও একটি নতুন ফিচার (WhatsApp New Feature) যোগ হতে চলেছে। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে ২১টি নতুন ইমোজি দেখতে পাবেন ব্যবহারকারীরা। আর তা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যই প্রাথমিক অবস্থায় উপলব্ধ হবে। পরবর্তীকালে অবশ্যই আইওএস প্ল্যাটফর্মে আসবে। কিন্তু এই ফিচার আপডেট ঠিক কবে অ্যাপল আইফোন ব্যবহারকারীদের জন্য আসবে, সে নিয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য নেই।

    নিজেদের মনের ভাব হোক বা অনুভূতি ইমোজি তো সবসময়ই ব্যবহার করি আমরা

    মেসেজ হোক কিংবা রিপ্লাই বা কারও কোনও পোস্ট অথবা স্টেটাস আপডেটে রিঅ্যাক্ট করা কম-বেশি আমরা সবাই ইমোজি ব্যবহার করে থাকি। অনেক ক্ষেত্রেই ইমোজি সেই ভাষা, আবেগ কিংবা অনুভূতির জানান দিতে পারে, যা অনেক সময় ভাষাতেও বোঝানো যায় না। সেই কারণে ইমোজির এত জনপ্রিয়তা  সারা বিশ্বে। এই ইমোজি পাঠানোর ক্ষেত্রে  অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে সেই সুবিধাও রয়েছে, নিজের ইচ্ছে মতো কাস্টোমাইজ করে যে কোনও মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করার। অনেকেই অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ ইউজ করে ইমোজি রিপ্লাই বা রিঅ্যাক্ট দেন। আইওএস প্ল্যাটফর্মে সেই অপশন অনেকটাই সীমিত। 

    কী বলছে হোয়াটসঅ্যাপ টিম

    হোয়াটসঅ্যাপ টিম জানিয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য জনপ্রিয় মেসেজিং অ্যাপ নতুন ফিচার (WhatsApp New Feature) নিয়ে আসছে। এবার থেকে আর আলাদা কিবোর্ড ইউজ করতে হবে না ইমোজি মেসেজ পাঠানোর জন্য। হোয়াটসঅ্যাপ কিবোর্ড থেকেই ২১টি ইমোজি পাঠাতে পারবেন। আপাতত এই ফিচার হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনের জন্য উপলব্ধ। যেহেতু এটি ডেভেলপমেন্ট পর্যায়ে আছে, তাই সমস্ত বিটা টেস্টার কিংবা ইউজারদের জন্য উপলব্ধ নেই। হোয়াটসঅ্যাপ নতুন আপডেট পাঠাচ্ছে। ইউনিকোড আপডেট যাঁরা পাবেন, তাঁরাই এই ২১টি নতুন ইমোজি ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ কিবোর্ড থেকে। এর আগের আপডেটে সংশ্লিষ্ট বিটা ইউজাররা ইমোজি পেলেও, তা কিবোর্ড দেখা যাচ্ছিল, কিন্তু পাঠানো যাচ্ছিল না। তবে এবার সরাসরি পাঠানো যাবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • ChatGPT: হাতের মুঠোয় কৃত্রিম বুদ্ধিমত্তা! জানুন কীভাবে ব্যবহার করবেন চ্যাটজিপিটি

    ChatGPT: হাতের মুঠোয় কৃত্রিম বুদ্ধিমত্তা! জানুন কীভাবে ব্যবহার করবেন চ্যাটজিপিটি

    মাধ্যম নিউজ ডেস্ক: ChatGPT-এর পুরোনাম হল Chat Generative Pretrend Transformer। এটি ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে যা এক ধরনের চ্যাট বট। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার উপরেই কাজ করবে। জানা গিয়েছে, আপনি সহজেই শব্দের বিন্যাসে এটির মাধ্যমে কথা বলতে পারেন এবং আপনার যে কোনও ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে চ্যাট জিপিটি (ChatGPT)। গুগলের প্রতিযোগী সার্চ ইঞ্জিন বললেও ভুল হবেনা। সম্প্রতি শুরু হয়েছে চ্যাট জিপিটি (ChatGPT), আপাতত শুধুমাত্র ইংরেজি ভাষাতেই কাজ করছে এটি। জানা গেছে, পরবর্তীকালে অন্যান্য ভাষাও উপলব্ধ হবে এখানে। এটি ২০২২ সালের ৩০ নভেম্বর থেকে চালু হয়েছে এবং এর অফিসিয়াল ওয়েবসাইটটি হল chat.openai.com। মাত্র কয়েকমাসেই চ্যাট জিপিটির (ChatGPT) ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ছুঁয়েছে। উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে কোনও প্রশ্ন সার্চ করা মাত্রই চ্যাট জিপিটি আপনাকে সেই প্রশ্নের সরাসরি উত্তর দেখাবে। চ্যাট জিপিটি-এর মাধ্যমে প্রবন্ধ, গল্প, নাটকের স্ক্রিপ্ট, কারও জীবনী ইত্যাদি খুব সহজেই লেখা যাবে।

    কীভাবে করবেন ChatGPT-এর ব্যবহার

    ১. প্রথমেই আপনার থাকতে হবে একটি বৈধ ইমেল আইডি। এবং অবশ্যই একটি ব্রাউজারও থাকতে হবে। গুগল ক্রোম, সাফারি ইত্যাদি।

    ২. এরপর অফিসিয়াল ওয়েবসাইট chat.openai.com- যেতে হবে, সাইন আপ করুন। প্রথমবারের জন্য সাইন আপ করতে হবে। নতুন আকাউন্ট বানাতে হবে। তারপর থেকে লগ ইন করলেই হবে।

    ৩. লগ ইন করার পরে ChatGPT-এর বিষয়ে বিস্তারিত সবকিছু জানতে পারবেন। এতে কী কী হয়? এর সীমাবদ্ধতা ইত্যাদি। এর সাহায্যে ChatGPT সম্পর্কে আপনার একটি স্বচ্ছ ধারণা তৈরি হবে। 

    ৪. ChatGPT- এরপর আপনি পছন্দমতো যেকোনও প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। যে প্রশ্ন টাইপ করবেন ChatGPT তার উত্তর নিমেষে দিয়ে দেবে।

    ৫. মনে রাখবেন OpenAI এর  সার্ভারের কাজ চলছে, তাই মাঝেমধ্যে error দেখাতেও পারে, তবে এমন হলে পুনরায় আবার পেজ রিলোড করবেন।

    ৬. প্রশ্নের উত্তর জানা বাদ দিয়ে ChatGPT- এর সঙ্গে আপনি কথোপথনও চালাতে পারবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

        

     

      

     

  • YouTube: ইউটিউবের নতুন সিইও হলেন নীল মোহন, জানেন কে তিনি?

    YouTube: ইউটিউবের নতুন সিইও হলেন নীল মোহন, জানেন কে তিনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউটিউবের সিইও-র পদ থেকে সরে দাঁড়িয়েছেন সুজান উইচিশকি। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন। অর্থাৎ গুগলের পর এবার ইউটিউবেরও (YouTube) প্রধান হচ্ছেন এক ভারতীয় বংশোদ্ভূত। ৫৪ বছর বয়সী সুজান জানিয়েছেন, তিনি এবার পরিবার, স্বাস্থ্য ও ব্যক্তিগত বিভিন্ন কাজে সময় দিতে চান। ইউচিউবের জন্মলগ্ন থেকেই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন সুজান। গুগলের মাদার কোম্পানি অ্যালফাবেটের সঙ্গেও দীর্ঘ ২৫ বছর সম্পর্ক ছিল তাঁর। একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেছেন গুগলেরও।

    কে এই নীল মোহন

    পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নীল মোহন পড়াশোনা করেছেন আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। জানা গেছে, ২০০৮ সালে গুগলে কাজ করতে শুরু করেন তিনি। পরবর্তীতে ২০১৫ সালে গুগলের অডিও-ভিজুয়াল প্রোডাকশন হাউসের, চিফ প্রোডাক্ট অফিসার হিসেবে কাজ শুরু করেন। গুগলেরই আর একটি শাখা ‘ডাবলক্লিক’-এ প্রায় ৬ বছর কাজ করেছেন নীল মোহন। এছাড়াও তিনি দীর্ঘ ৮ বছর গুগলের ডিসপ্লে অ্যান্ড ভিডিও অ্যাডভার্টাইজিংয়ের সিনিয়র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
    জানা গেছে গত কয়েক বছরে  ইউটিউবে বহু নতুন ফিচার ও আপডেট এনেছেন এই নীল মোহনই। তাঁর হাত ধরে তৈরি হয় ইউটিউব টিভি, ইউটিউব মিউজিক এবং প্রিমিয়াম, শর্টসের মতো নতুন জিনিসগুলি।

    গুগল ও ইউটিউব ছাড়া মাইক্রোসফ্টেও দীর্ঘদিন কাজ করেছেন এই ভারতীয় বংশোদ্ভূত। 

    দায়িত্ব নেওয়ার পর কী বললেন নীল মোহন

    গতকাল দায়িত্ব নেওয়ার পরে নীল মোহন বলেন, ইউটিউবকে ব্যবহার করে বেশ ভালই আয় করছেন ভারতীয় ইউটিউবাররা। ইউটিউবের মাধ্যমে তাঁরা যে শুধু বড় অংশের মানুষের কাছে পৌঁছাতে পারছেন শুধু তাই নয় বরং একই সঙ্গে এর মাধ্যমে বৃহৎ অর্থনৈতিক সুযোগও তৈরি হচ্ছে। যে সুযোগের উপর ভিত্তি করে গড়ে উঠছে ব্যবসা। ইউটিউবের মতো মাধ্যমকে ব্যবহার করে সেই ব্যবসা ছড়িয়ে পড়ছে লক্ষ কোটি মানুষের মধ্যে। ভবিষ্যতে ইউটিউবকে আরও বৃহত্তর মাধ্যম হিসেবে ব্যবহার করার চেষ্টা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

     

  • WhatsApp: উন্নতমানের ছবি পাঠানো যাবে ওয়েব ভার্সানে, নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

    WhatsApp: উন্নতমানের ছবি পাঠানো যাবে ওয়েব ভার্সানে, নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: রোজই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপ (WhatsApp) । সেই তালিকায় জুড়তে চলেছে আরও একটি নতুন ফিচার। মার্ক জুকেরবার্গের সংস্থা মেটার আওতায় হোয়াটসঅ্যাপ (WhatsApp) এসেছে ২০১৪ সালেই। প্রায় প্রতিদিনই নতুন নতুন আপডেট এসেই চলেছে অ্যাপটিতে। যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। 

    ইউজারদের প্রয়োজন এবং সুবিধার কথা মাথায় রেখেই এগোচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। আর ঠিক এই কারণেই জনপ্রিয়তা বাড়ছে এই মেসেজিং অ্যাপের। ফেসবুকের বহু ফিচারই এখন অন্তর্ভুক্ত হয়ে পড়েছে হোয়াটসঅ্যাপের মধ্যে।

    কী জানা গেল? 

    সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ (WhatsApp) সংস্থা একটি নতুন ফিচার নিয়ে কাজ চালু করেছে যেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো ছবি হাই কোয়ালিটিরই থাকবে। এর আগেও হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর অপশন ছিল। তবে সেই ছবির গুণমানে ব্যাপক প্রভাব পড়ত। এবার সেই ছবির গুণমান সংক্রান্ত নতুন ফিচার লঞ্চ করতে চলেছে কর্তৃপক্ষ। প্রথমে একসঙ্গে ১০টি ছবি পাঠানো যেত হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বর্তমানে হোয়াটসঅ্যাপে একসঙ্গে ৩০টি ছবি পাঠাতে পারেন ইউজাররা।

    এতদিন হোয়াটসঅ্যাপের (WhatsApp) মাধ্যমে কোনও ছবি পাঠানো হলে তা কমপ্রেস হয়ে যেত। অর্থাৎ ছবির সাইজ ছোট হতো। খারাপ হত কোয়ালিটিও। যদি পিডিএফ ফরম্যাটে ইউজার ছবি পাঠান তাহলে তার  কোয়ালিটি জানা সম্ভব হবে। সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা একটি নতুন ফিচার নিয়ে কাজ চালু করেছে যেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো ছবি হাই কোয়ালিটিরই থাকবে। 

    আপাতত এই ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। পরীক্ষা শেষ হলেই এই ফিচার লঞ্চ করবে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। একটি নির্দিষ্ট বাটন দেওয়া হবে। ইমেজ এডিটরে থাকবে এই বাটন। এখান থেকে ইউজাররা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ইমেজ এবং এইচডি কোয়ালিটি ইমেজ বেছে নিতে পারবেন।   

    জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ অ্যান্ড্রয়েড বিটা এবং ডেস্কটপ বিটা অ্যাপের জন্য এই ফিচার লঞ্চ করতে চলেছে। হোয়াটসঅ্যাপ (WhatsApp) কর্তৃপক্ষ আরও একটি নতুন ফিচার নিয়ে কাজ চালাচ্ছে। জানা গিয়েছে, এই ফিচারের সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের ক্ষেত্রে কল শিডিউলের সুবিধা পাবেন।

    আরও পড়ুন: ‘‘বিদ্যাসাগর শিক্ষাকে এগিয়ে দিয়েছিলেন, পার্থ দিলেন পিছিয়ে’’, আদালতে ইডি    

    এই ফিচার চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপ (WhatsApp) দেখতে অনেকটাই গুগল মিট এবং মাইক্রোসফট টিমের মতো দেখতে লাগতে পারে। যেখানে আপনি মিটিং আগে থেকে শিডিউল করে রাখতে পারবেন। তার ফলে যাঁরা মিটিংয়ে যুক্ত হবেন তাঁরা আগেই প্রস্তুতি নেওয়ার সুবিধা পাবেন।

    জানা গিয়েছে এখনও ডেভলপমেন্ট স্তরে রয়েছে ওই ফিচারটি। পরবর্তী কোনও আপডেটে (WhatsApp) পাওয়া যাবে নতুন এই ফিচার। তবে কবে নাগাদ ফিচারটি আসবে, তা অবশ্য এখনও ঠিক করে জানা যায়নি। তবে জানা গিয়েছে, ফিচারটি খুবই সরল হবে। কবে আসবে নতুন এই ফিচার, আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন ইউজাররা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • WhatsApp: হোয়াটসঅ্যাপ নিয়ে এল ৫টি নতুন স্ট্যাটাস ফিচার, জানেন কি?

    WhatsApp: হোয়াটসঅ্যাপ নিয়ে এল ৫টি নতুন স্ট্যাটাস ফিচার, জানেন কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্ক জুকেরবার্গের মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপ নতুন নতুন ফিচার এনেই চলেছে। এবার হোয়াটসঅ্যাপের (WhatsApp) স্ট্যাটাস ফিচারে যোগ হল আরও ৫টি নতুন পালক। হোয়াটসঅ্যাপ  (WhatsApp)  টিমের তরফে বলা হয়েছে, এই নতুন আপডেটের মাধ্যমে বাড়বে হোয়াটসঅ্যাপের উপযোগিতা। ব্যবহারকারীরা আরও সহজে বাড়াতে পারবেন তাঁদের যোগাযোগ, ভাববিনিময় আরও সহজ হবে।

    হোয়াটসঅ্যাপে  (WhatsApp) নতুন ৫টি ফিচার কী কী এল

    পাঁচটি আপডেটের মধ্যে অন্যতম প্রধান ফিচারটি হল ‘প্রাইভেট অডিয়েন্স সিলেক্টর’ এই ফিচারের মাধ্যমে প্রতিটি স্ট্যাটাসের জন্য প্রাইভেসি বজায় থাকবে।  আপনার স্ট্যাটাস কারা দেখতে পারবেন আর কারা দেখতে পারবেন না, তা ঠিক করবেন আপনি নিজেই। এতদিন পর্যন্ত এই অপশন চালু ছিল, তবে সেক্ষেত্রে সব স্ট্যাটাস থেকেই ব্লক রাখা যেত আপনার কনট্যাক্ট লিস্টের কোনও ব্যক্তিকে। এবার প্রতিটি স্ট্যাটাসের জন্য ব্যবহারকারীরা বেছে নিতে পারবেন এই অপশন। প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের  (WhatsApp)  স্ট্যাটাস ফিচার চালু হয়েছিল ২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারি। সেটা ছিল হোয়াটসঅ্যাপের অষ্টম জন্মদিন। হোয়াটসঅ্যাপ  (WhatsApp)  টিম আরও জানিয়েছে, প্রাইভেট অডিয়েন্স সিলেক্টরের মাধ্যমে একবার বেছে নেওয়া কোনও স্ট্যাটাসের প্রাইভেসি সেটিংস পরের বার আপনা আপনি শো করবে।

    স্ট্যাটাস ফিচারের অন্য আপডেটগুলির মধ্যে রয়েছে ভয়েস স্ট্যাটাস যা ৩০ সেকেন্ড পর্যন্ত ভয়েস রেকর্ড এবং শেয়ার করার সুবিধা দেবে। এর মাধ্যমে পরিচিতদের সঙ্গে নিজেদের ভাববিনিময় এবং অনুভূতির প্রকাশ করা আরও সহজ হবে মনে করছে টিম হোয়াটসঅ্যাপ  (WhatsApp) । সেই সঙ্গে স্ট্যাটাসে রিঅ্যাক্ট করাও যাবে। এরজন্য থাকবে আটটি ইমোজি (Emoji)।

    স্ট্যাটাস রিয়্যাকশন ফিচার ব্যবহারকারীদের টেক্সট, ভয়েস মেসেজ, স্টিকার দেবে, এগুলির মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো প্রতিক্রিয়া দিতে পারবেন। পাশাপাশি থাকবে স্ট্যাটাস প্রোফাইল রিং ফিচার, যা পরিচিতর প্রোফাইল ছবির চারপাশে দেখাবে যখনই তারা নতুন কোনও স্ট্যাটাস আপডেট শেয়ার করবে। চ্যাট লিস্ট এবং কনট্যাক্টসেও দেখা যাবে নতুন এই ফিচার। সবশেষে, স্ট্যাটাসে একটি নতুন লিঙ্ক প্রিভিউ ফিচারও থাকবে ব্যবহারকারীদের জন্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Cocacola: ভারতে এবার স্মার্টফোন আনছে কোকাকোলা! জানুন বিস্তারিত

    Cocacola: ভারতে এবার স্মার্টফোন আনছে কোকাকোলা! জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিডি ন্যাশনালে বছর কুড়ি আগে বিজ্ঞাপন আসত ‘ঠান্ডা মতলব কোকাকোলা’, সফট ড্রিঙ্কস হিসাবে কোকাকোলার (Cocacola) আন্তর্জাতিক ব্র্যান্ড রয়েছে। জানা যাচ্ছে যে সফট ড্রিঙ্কসের এই সংস্থা ভারতের বাজারে এবার তাদের প্রথম স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এটাই প্রথম, এর আগে কোনওরকমের প্রযুক্তি ব্যবসায় কখনও দেখা যায়নি এই সংস্থাকে। মনে করা হচ্ছে যে স্মার্টফোনের ব্যাপক চাহিদার জন্যই কোকাকোলার এই সিদ্ধান্ত এবং ভারতে স্মার্টফোনের বাজার অনেক ব্যাপক। নামীদামী মোবাইল ফোন সংস্থাগুলির নজর তাই এদেশের বাজারে অনেকদিন ধরেই আছে।

    কী কী থাকবে এই ফোনে

     জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যে কোকাকোলা (Cocacola) ফোনের একটি ছবি শেয়ার করেছেন, তিনি লিখছেন কোকাকোলার (Cocacola) এই ফোন একটি স্মার্টফোন ব্র্যান্ডের সঙ্গে হাত মিলিয়েছে।

    তবে কোলাফোনের স্পেসিফিকেশন বা দাম এ সম্পর্কে এখনও অবধি তেমন কিছুই জানা যায়নি, সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে এই ছবি যথেষ্ট ভাইরাল হয়েছে। শোনা যাচ্ছে এটি Realme 10 সিরিজের স্মার্ট ফোনগুলোর মতোই হবে। আরও জানা যাচ্ছে এতে ডুয়েল ক্যামেরা থাকবে যার মধ্যে একটিতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে এবং অন্যটিতে টেলিফটো হতে পারে। বাকি স্মার্টফোনের সব সুবিধাই থাকবে এই কোলা ফোনে, যেমন, ফাইভ জি সুবিধা, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস ইত্যাদি থাকবে ।

    ননটেক ব্রান্ডগুলি ভারতের স্মার্ট ফোনগুলির সঙ্গে এর আগেও হাত মিলিয়েছে। যেমন ওয়ানপ্লাস হল McLaren এর একটি সংস্করণ।

    অন্যদিকে স্যামসাঙ ইতিমধ্যে ঘোষণা করেছে যে তারা লঞ্চ করবে গ্যালাক্সি এস ২৩ এর নতুন ভার্সেন, চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে এই ভার্সেন আসতে চলেছে। জানা যাচ্ছে এতে ২০০ এমপির প্রাইমারি ক্যামেরার লেন্স থাকবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • WhatsApp New Feature: স্টেটাসেও দেওয়া যাবে ‘ভয়েস নোট’! নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

    WhatsApp New Feature: স্টেটাসেও দেওয়া যাবে ‘ভয়েস নোট’! নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্ক জুকেরবার্গের মেটা সংস্থার হোয়াটসঅ্যাপ একের পর এক নতুন ফিচার (WhatsApp New Feature) এনেই চলেছে। এতে ব্যবহারকারীদের ব্যাপক সুবিধা হচ্ছে এবং হোয়াটসঅ্যাপও সরল ভাবে ব্যবহার করা যাচ্ছে। নতুন বছরেও অনেক কিছু ফিচার হোয়াটসঅ্যাপ আনতে চলেছে বলে শোনা যাচ্ছে। যার মধ্যে অন্যতম হল, এবার থেকে স্ট্যাটাস আপডেটে ভয়েস নোট যুক্ত করা যাবে। এর আগের যে ফিচার (WhatsApp New Feature) হোয়াটসঅ্যাপ এনেছে সেখানে দেখা যাচ্ছে যে স্ট্যাটাসেও এবার থেকে রিপোর্ট করা যাবে অর্থাৎ কোন ব্যবহারকারীর স্ট্যাটাসকে যদি মনে হয় এটি হোয়াটসঅ্যাপের গাইডলাইন মানছে না, তাহলে সেটিকে তৎক্ষণাৎ রিপোর্ট করার অপশন থাকছে।

    এই ফিচারের (WhatsApp New Feature) পর এবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এবার থেকে ভয়েস নোটও দেওয়া যাবে। প্রসঙ্গত এতদিন অবধি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শুধুমাত্র ভিডিও এবং ছবি দেওয়া যেত।

    হোয়াটসঅ্যাপের টিম কী বলছে

    হোয়াটসঅ্যাপ সূত্রে জানা যাচ্ছে যে এই ফিচার (WhatsApp New Feature) স্ট্যাটাসের টেক্সট স্ট্যাটাস অপশনে আসবে।

    টেক্সট স্ট্যাটাসে ক্লিক করলে এই ফিচার দেখা যাবে এবং সেটিতে সুইচ করলেই ভয়েস নোট এখানে দেওয়া যাবে। স্ট্যাটাসে ভিডিও যেমন ৩০ সেকেন্ডের বেশি দেওয়া যায় না। সেরকমই ভয়েস নোটও ৩০ সেকেন্ডের বেশি দেওয়া যাবে না। তবে এজন্য হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সনটাকে আপডেট করতে হবে। ছবি এবং ভিডিওর মতোই স্ট্যাটাসও ২৪ ঘন্টায থাকবে। তারপর এটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ সূত্রে জানা গেছে এই ভয়েস নোটে স্ট্যাটাস খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • 5G Phone: চলতি বছর ভারতে ৫জি ফোনের বাজার ৭০ শতাংশের বেশি বৃদ্ধি পাবে, বলছে রিপোর্ট

    5G Phone: চলতি বছর ভারতে ৫জি ফোনের বাজার ৭০ শতাংশের বেশি বৃদ্ধি পাবে, বলছে রিপোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিমধ্যে সারাদেশে ৫জি (5G Phone) সার্ভিস চালু হয়েছে। রিলায়েন্স জিও-র ৫জি সার্ভিসের দেশের অধিকাংশ গুরুত্বপূর্ণ শহর অঞ্চলগুলোকে পেতে শুরু করেছে। রিলায়েন্স জিও ইতিমধ্যে জানিয়েছে ২০২৩ সালের মধ্যে ভারতবর্ষের প্রতিটি কোনায় তারা ৫জি সার্ভিস পৌঁছে দিতে পারবে। অপরদিকে কয়েকদিন আগে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী ভুবনেশ্বরে এর মধ্যে ঘোষণা করেছেন যে চলতি বছরে ৫জি সার্ভিস বিএসএনএল-এ আসতে চলেছে। 

    চলতি বছরে ব্যাপক বৃদ্ধি পাবে ৫জি স্মার্টফোনের (5G Phone) বাজার

    এরই মধ্যে একটি রিপোর্টে বলা হচ্ছে যে ৫জি স্মার্টফোনের (5G Phone) বাজার ৭০% বৃদ্ধি পেতে চলেছে ২০২৩ সালে। ২০২০ সালের সাপেক্ষে এই বৃদ্ধি ১৩গুণ হয়েছে বলে এখনও পর্যন্ত রিপোর্টে বলা হচ্ছে। ইন্ডাস্ট্রি ইন্টেলিজেন্স গ্রূপের অন্যতম বিশেষজ্ঞ মেনুকা কুমারী এ কথা জানিয়েছেন।

    আরও পড়ুন: সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায়, বিজ্ঞান বিভাগে ভাল রেজাল্ট করতে কিছু টিপস

    প্রসঙ্গত, ভারতবর্ষের বাজার হল স্মার্টফোনের অন্যতম বড় বাজার। ২০২২ সালে ভারতবর্ষের বাজারে ১০০টি ৫জি স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল বলে জানা যাচ্ছে। 
    বিশেষজ্ঞরা আরও বলছেন যে আমরা আশা করছি যে নতুন ৭৫ শতাংশ ৫জি স্মার্টফোন ২০২৩ সালের মধ্যে ভারতের বাজারে লঞ্চ হয়ে যাবে। ২০২২ সালে যে ৫জি স্মার্টফোন (5G Phone) গুলি লঞ্চ করা হয়েছিল সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ভাবে ছিল স্যামসং, ওয়ান প্লাস, ভিভো ইত্যাদি কোম্পানি।
    বিশেষজ্ঞদের আরও ধারণা রয়েছে যে ৫জি মার্কেট ভারতবর্ষে তখনই একটি সবথেকে ভাল বিস্তার লাভ করতে পারবে যখন ৫জি স্মার্টফোন গুলির দাম মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকবে। ১০০০০ টাকার কম দামেও যখন ৫জি স্মার্টফোন দেওয়া যাবে তখন এই বাজার ব্যাপক বৃদ্ধি পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

    আরও পড়ুন: বাঙালি খাবারেই মজেছে মন! বঙ্গ সফরের প্রথম দিন হাওড়া-হুগলিতে বৈঠক ভাগবতের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Twitter: ট্যুইটারে আসতে চলেছে বড় আকারের ট্যুইট সহ একাধিক ফিচার, ঘোষণা ইলন মাস্কের

    Twitter: ট্যুইটারে আসতে চলেছে বড় আকারের ট্যুইট সহ একাধিক ফিচার, ঘোষণা ইলন মাস্কের

    মাধ্যম নিউজ ডেস্ক: টেসলার কর্ণধার ইলন মাস্ক ট্যুইটার অধিগ্রহণ করার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন। কর্মী ছাঁটাইয়ের জন্য একাধিক বিতর্কে জড়িয়ে পড়েন ইলন। কিন্তু এবার আর কর্মী ছাঁটাই, বিতর্ক নয়, ট্যুইটারে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার কথা ঘোষণা করলেন মাস্ক। তিনি জানিয়েছেন, এবার থেকে ছোট ট্যুইট নয়, বড়সড় ট্যুইট করতে পারবেন ব্যবহারকারীরা। ট্যুইটার ইন্টারফেসকে এক নতুন রূপ দিতে ইলন মাস্ক আনতে চলেছেন একাধিক বৈশিষ্ট্য। তবে সেই বৈশিষ্ট্যগুলো কী কী জেনে নিন।

    ট্যুইটারের ইন্টারফেসে একাধিক পরিবর্তন

    রবিবার ট্যুইট করে মাইক্রোব্লগিং সাইটটির সিইও ইলন মাস্ক জানিয়েছেন, ট্যুইটারের বহু প্রতীক্ষিত ‘ইউজার ইন্টারফেস’ (ইউআই)-এ বদল আসতে চলেছে। তার মধ্যে অন্যতম হল ২৮০ ক্যারেক্টারের বেশি ট্যুইট করার সুবিধা। এছাড়াও তিনি ট্যুইটারে লিখেছেন, “চলতি সপ্তাহের শেষ থেকে রেকমেন্ডড ট্যুইট বা অনুসরণ করা ট্যুইট ডান বা বাঁ-দিকে সহজে সরিয়ে ট্যুইট দেখা যাবে।” ট্যুইটারে এবার ওয়েব ব্রাউজারের মত ‘বুকমার্ক বাটন’-ও থাকবে বলে জানিয়েছেন মাস্ক। ওই ট্যুইটে তিনি আরও লিখেছেন, “এক সপ্তাহ পরে ট্যুইটে ‘বুকমার্ক বাটন’ দেখা যাবে। ফেব্রুয়ারির প্রথম থেকে বড় আকারের ট্যুইট আসছে।”

    নতুন বৈশিষ্ট্য নিয়েও বিতর্ক

    ট্যুইটারের নয়া মালিক ইলন মাস্ক ইউজার ইন্টারফেস পরিবর্তনের কথা ঘোষণা করলে এটি নিয়েও নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ট্যুইটার ইউজারদের মতে, ২৮০ ক্যারেক্টারের বেশি ট্যুইটের কোনও প্রয়োজনই নেই। নির্দিষ্ট ক্যারেক্টারের মধ্যে বা সংক্ষিপ্ত রূপই ট্যুইটারের বিশেষ বৈশিষ্ট্য। কিন্তু ২৮০-এর বেশি ক্যারেক্টারের পরিবর্তনটি আনলে ট্যুইটারের বিশেষত্বই থাকবে না। যাঁরা ট্যুইটারের এই পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরা জানিয়েছেন, সংক্ষিপ্ত ট্যুইটের সঙ্গে যে খবরের ‘থ্রেড’ জুড়ে দেওয়া হয়, সেখানে ‘ক্লিক’ করলেই গোটা বিষয়টি সবিস্তার জানা যায়। তাই বড় আকারের ট্যুইটের কোনও প্রয়োজনই নেই।

LinkedIn
Share