Category: গ্যাজেট

Get updated Gadget related news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Cyber Security: সাবধান! আপনার ফোনে এই অ্যাপগুলো নেই তো? নয়তো চুরি হয়ে যেতে পারে আপনার ফেসবুকের পাসওয়ার্ড

    Cyber Security: সাবধান! আপনার ফোনে এই অ্যাপগুলো নেই তো? নয়তো চুরি হয়ে যেতে পারে আপনার ফেসবুকের পাসওয়ার্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: মেটা সংস্থার তরফে এবারে এক সতর্কতা জারি করা হল। মেটা বিশেষ করে ফেসবুক ব্যবহারকারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। কারণ সম্প্রতি মেটা প্রায় ৪০০টি অ্যান্ড্রয়েড এবং আইওএস ম্যালিশিয়াস অ্যাপ শনাক্ত করতে পেরেছে। যা ফেসবুক ব্যবহারকারীদের লগ-ইন সম্পর্কিত তথ্য চুরি করছে। অর্থাৎ আপনি যদি সেই অ্যাপগুলি ব্যবহার করেন, তাহলে আপনার ফেসবুক আইডি ও পাসওয়ার্ড চুরির সম্ভাবনা রয়েছে। তাই ফেসবুক ব্যবহারকারীদের বেশি করে সজাগ থাকার ও এই অ্যাপগুলোর থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছে।

    ব্যবহারকারীদের সতর্ক করার জন্য সেই সকল অ্যাপের তালিকাও প্রকাশ করেছে মেটা। এর মধ্যে উল্লেখযোগ্য হল বিভিন্ন ধরনের ফটো এডিটিং টুলস এবং ভিপিএন সার্ভিসের অ্যাপ। শুধু তা-ই নয়, এর মধ্যে আবার বেশ কিছু গেমিং অ্যাপ, বিসনেস অ্যাপও রয়েছে। যা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চেয়ে থাকে। মেটা-র তরফে জানানো হয়েছে যে, এই সকল ম্যালিসিয়াস অ্যাপগুলো বিভিন্ন অ্যাপের নামে গুগল প্লে স্টোরে রয়েছে। আর বেশির ভাগ অ্যাপেই ব্যবহারকারীদের আইডি এবং পাসওয়ার্ড চুরি করার জন্য ‘লগইন উইথ ফেসবুক’ নোটিফিকেশন পাঠায়। এরপর ইউজারদের লগ-ইন ডিটেলস খুব সহজেই চুরি হয়ে যায়। আর তার মানেই বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্যও এমনকি পরিবার সম্পর্কিত তথ্য কিংবা গোপন চ্যাটও ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের ক্লোন অ্যাপ ভারতীয়দের ব্যক্তিগত তথ্য চুরি করছে

    জানা গিয়েছে, গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে এই ম্যালিশিয়াস অ্যাপগুলির রয়েছে বলে মেটার তরফে গুগল ও অ্যাপলকে উভয় সংস্থাকেই সতর্ক করা হয়েছে। ফলে এই দুই সংস্থাই অ্যাপ স্টোর থেকে এই ধরনের ক্ষতিকারক অ্যাপগুলিকে সরিয়ে নিয়েছে। মেটার ব্লগ পোস্টে আরও লেখা হয়েছে, তারা এমন ব্যবহারকীদেরও সতর্ক করছে, যাঁরা এই অ্যাপগুলি ডাউনলোড করেছে। ফলে তাঁরা কীভাবে তাঁদের তথ্য ও অ্যাকাউন্ট সুরক্ষিত ও নিরাপদ রাখবে তার জন্য সহায়তা করা হচ্ছে।

    তাই মেটা থেকে কিছু উপায় বলা হয়েছে, যার সাহায্যে ব্যবহারকারীরা এই ম্যালিশিয়াস অ্যাপগুলো থেকে রেহাই পেতে পারে। মেটা বলছে, ব্যবহারকারীদের শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ স্টোর থেকেই অ্যাপস ডাউনলোড করতে হবে এবং নতুন অ্যাপ ডাউনলোড করার আগে যাচাই করতে হবে। এছাড়াও কোনও ব্যবহারকারীর যদি মনে হয় সে ম্যালিশিয়াস অ্যাপ ভুলবশত ডাইনলোড করেছে, তবে অবিলম্বে সেই অ্যাপ ডিলিট করে দেওয়া উচিত। এবং যাতে ফেসবুকের অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড হ্যাকারদের কাছে না যায়, তাই যত দ্রুত সম্ভব তাঁদের ফেসবুক পাসওয়ার্ড রিসেট করা উচিত।

  • Whatsapp: ইউজাররা সাবধান! হ্যাক করা হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ

    Whatsapp: ইউজাররা সাবধান! হ্যাক করা হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের খবরের শিরোনামে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp)। তবে এবার শিরোনামে এসেছে ভিন্ন কারণে। সম্প্রতি মেটা (Meta) কোম্পানি তার ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপের পুরানো ভার্সানে গুরুতর নানা সমস্যার কথা তুলে ধরেছে। পূর্বে ইনস্টল করা অ্যাপটিকে কোম্পানি আপডেট করার কথা বলেছে।

    আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপে পাঠানো ভুল মেসেজ ‘এডিট’ করা যাবে! শীঘ্রই আসছে নয়া ফিচার

    হোয়াটসঅ্যাপ তার সিক্যুইরিটি অ্যাডভাইসারি (Advisory) পেজে সর্বপ্রথম এই দুর্বলতার কথা জানায় সেপ্টেম্বর মাসের প্রথম দিকে। হোয়াটসঅ্যাপের তরফে আরও জানানো হয়েছিল, অ্যান্ড্রয়েডের (Android) জন্য হোয়াটসঅ্যাপ ভার্সন v2.22.16.12, অ্যন্ড্রয়েড ফর বিজনেস হোয়াটসঅ্যাপ ভার্সন v2.22.16.12″, আইওএস-এর জন্য হোয়াটসঅ্যাপ ভার্সন v2.22.16.12 এবং বিজনেস ফর আইওএস ভার্সন v2.22.16.12-এ রিমোট কোড এক্সিকিউশনে হ্যাকাররা দূর থেকে কারও কম্পিউটিং ডিভাইসে কমান্ড চালাতে পারে। এবং শেষে ডিভাইসের দায়িত্বও নিতে পারে। ব্যবহারকারীদের সমস্ত ব্যক্তিগত ডেটাও অ্যাক্সেস করতে পারে।

    আরও পড়ুন: ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করেন? আপনার জন্য আসছে বিশেষ সুবিধা 

    মেটা আরও জানিয়েছে, তারা তাদের লেটেস্ট অ্যাপে এই সমস্যাগুলির সমাধান করেছে। তাই ব্যবহারকারীদের অ্যাপটি আপডেট করতে বলা হয়েছে। যদি আপনার হ্যান্ডসেটটিতে অ্যাপটি নিজে থেকে আপডেট না হয়, তাহলে অ্যাপেল ব্যবহারকারীরা অ্যাপেল স্টোর থেকে আপডেট করতে পারেন। আর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগুল প্লে (Google Play store) স্টোরে গিয়ে আপডেট করতে পারবেন।

    আরও পড়ুন:সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ব্যক্তিগত ছবি, ভিডিও! এই পরিস্থিতিতে কী করা উচিত? 

    নতুন ভার্সনে নয়া বৈশিষ্ট্যটি হল কল লিঙ্ক। সর্বশেষ কল লিঙ্ক বৈশিষ্ট্যটি চালু হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীদের কেবল কল ট্যাবের মধ্যে উপলব্ধ ‘কল লিঙ্কস’(Call links) অপশন ট্যাপ করতে হবে। পরে অডিও বা ভিডিয়ো কলের (Video call) জন্য একটি লিঙ্ক তৈরি করতে হবে। এ ভাবে পরিবার ও  বন্ধুদের সঙ্গে সহজেই ভাগ করে নেওয়া যাবে ভিডিও দেখার মজা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Instagram: ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক হয়েছে? কী করে উদ্ধার করবেন?

    Instagram: ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক হয়েছে? কী করে উদ্ধার করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রযুক্তি যেমন দ্রুত এগোচ্ছে, একই ভাবে বাড়ছে সাইবার ক্রাইম (Cyber Crime)। সোশ্যাল মিডিয়ার যেমন বাড়বাড়ন্ত, একইভাবে বাড়ছে হ্যাকিংও। আজকাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম? বিশেষ করে যাঁরা বিজনেস ইনস্টাগ্রামের (Instagram hacking) মাধ্যমে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন ও ইনস্টাগ্রাম থেকে বহু ট্রাফিক পান, তাঁদের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে অ্যাকাউন্ট হ্যাক। আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি সঠিকভাবে সেট আপ করা না থাকলে কয়েক মিনিটেই আপনার সাধের অ্যাকাউন্টটি চলে যেতে পারে দুর্বৃত্তদের হাতে।   

    প্রধানত, এই তিনটি উপায়ে অ্যাকাউন্টের দখল নেয় হ্যাকাররা। প্রথমত, আপনার লগ ইন তথ্য ব্যবহার করে এবং দ্বিতীয়ত, ফিংশিয়ের মাধ্যমে। এই পদ্ধতিতে হ্যাকার আপনাকে এমন লিঙ্ক ইমেলের মাধ্যমে পাঠাবে, যা হুবহু ইনস্টাগ্রামের মতো দেখতে। আর সেখানে লগ ইনের চেষ্টা করলেই আপনার অজান্তেই ইউজারনেম ও পাসওয়ার্ড হ্যাকারদের হাতে চলে যাবে। তাই ইমেলে এই ধরনের লিঙ্কে কখনও ক্লিক করবেন না। তৃতীয়ত, থার্ড পার্টি অ্যাপ থেকে। এমন কোনও থার্ড পার্টি অ্যাপকে আপনি অথরাইজেশন দেবেন না। 

    আরও পড়ুন: বিশ্বজুড়ে হঠাৎ স্তব্ধ ইনস্টাগ্রাম, মিমের বন্যা ট্যুইটারে     

    আপনার যদি মনে হয় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তাহলে যত দ্রুত সম্ভব, পদক্ষেপ (Recovery) নেওয়া খুব জরুরি। নিজের অ্যাকাউন্টের অ্যাকসেস ফিরে পেতে এই উপায়গুলি অনুসরণ করুন।

    দেখে নিন কীভাবে রিকভার করবেন অ্যাকাউন্ট:   

    • ইনস্টাগ্রাম প্রোফাইলটি ওপেন করে লগ ইন পেজে Forgot Password থেকে অ্যাকাউন্ট রিকভার করার চেষ্টা করতে পারেন। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাকাউন্ট লগ ইন করে, প্রথমেই ইউজারনেম ও পাসওয়ার্ড বদল করে দেয় হ্যাকাররা। দেরি করলে এই উপায় কাজে নাও আসতে পারে। 
    • আপনার Username বদল হয়ে গেলে এই পদ্ধতিতে চেষ্টা করে দেখতে পারেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির হ্যাক রিপোর্ট করুন – যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ওয়েবসাইটে একটি ফর্মে নিজের পেজের বিভিন্ন তথ্য দিতে হবে। এর পরে ‘My account was hacked’ সিলেক্ট করে ‘Request Support’ অপশনে ট্যাপ করুন। ইনস্টাগ্রাম আপনার পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে কিছু প্রশ্ন করবে।  
    • আপনাকে সাইট থেকে সরাসরি একটি কোড পাঠানো হবে। এই কোড একটি কাগজে লিখে নিজের সামনে রেখে একটি সেলফি তুলতে হবে। অ্যাকাউন্ট ব্যবহারের সময় ব্যবহৃত ইমেল ও ফোন নম্বরও জানাতে হবে। এর পরেই আপনার ছবির সঙ্গে অ্যাকাউন্টের ছবি মিলিয়ে, আপনার পরিচয় নিশ্চিত করবে ইনস্টাগ্রাম। এই ভাবে আপনি অ্যাকাউন্টের অ্যাকসেস ফিরে পেতে পারেন।
    • অ্যাকাউন্টের অ্যাকসেস ফিরে পেলে সেটিংস- এ গিয়ে লগ ইন অ্যাক্টিভিটি দেখতে পাবেন। এর ফলে কোনও সন্দেহজনক লগ ইন হলে জানা যাবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।         

     
     
  • WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপে গুগল মিটের মতো সুবিধা

    WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপে গুগল মিটের মতো সুবিধা

    নয়া ফিচার হোয়াটসঅ্যাপে (WhatsApp New Feature)

    WhatsApp New Feature -এ এবার গুগলের মতোই একটি বিশেষ সুবিধা নিয়ে এল জুকারবার্গের সংস্থা মেটা । এই নয়া ফিচারের কারণে এবার WhatsApp-এ যুক্ত হল কললিঙ্ক।

    WhatsApp New Feature – কললিঙ্ক

    হোয়াটসঅ্যাপে এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের জন্য অনেক সুবিধাও এনে দেবে বলে দাবি জুকারবার্গের সংস্থার। গতকাল মেটার (META) মালিকাধীন হোয়াটসঅ্যাপ সংস্থার সিইও মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) ঘোষণা করেছেন যে তারা একটি নতুন ফিচার (Whatsapp New Feature) লঞ্চ করতে চলেছে, যার নাম ‘কল লিঙ্ক’ (Call Link)। বন্ধু বা পরিচিতদের সহজে ভিডিও কলে যুক্ত হওয়ার সুযোগ দিতে ‘কল লিঙ্ক’ সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ।

    এভাবেই কাজ করবে WhatsApp New Feature – কললিঙ্ক

    এই নতুন ফিচার (WhatsApp New Feature)-এর ফলে ইউজাররা গ্রুপ অডিও ও ভিডিও কল করতে চাইলে, আগেই একটি লিঙ্ক তৈরি করে নিতে পারবেন। এরপর এই লিঙ্কটি মেসেজের মাধ্যমে আপনার বন্ধু-বান্ধব, পরিচিত মানুষের সঙ্গে শেয়ার করতে পারবেন। ঠিক যেমন আপনারা গুগল মিট-এ (Google Meet) করে থাকেন। তাঁরা ওই লিঙ্কটিতে ক্লিক করলেই মুহূর্তের মধ্যে ওই গ্রুপ কলে যোগ দিতে পারবেন। বলাই বাহুল্য, এই নয়া হোয়াটসঅ্যাপ ফিচার ইউজারদের জন্য সুবিধার হতে চলেছে। কারণ যদি কোনও ব্যক্তি গ্রুপ কলে জয়েন করতে দেরি করে ফেলে, তবে তিনি পরে ওই লিঙ্কের মাধ্যমেই গ্রুপে খুব সহজেই জয়েন করতে পারবেন।

    হোয়াটসঅ্যাপের কল ট্যাবেই এই কল লিঙ্ক অপশনটি দেখা যাবে। আর এই অপশন থেকেই গ্রুপ কল লিঙ্ক তৈরি করতে হবে। অনুমান করা হয়েছে, হোয়াটসঅ্যাপের এই নয়া ফিচার অ্যান্ড্রয়েড (Android) ও আইওএস (iOS) – উভয়তেই আসতে চলেছে। জুকারবার্গ জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষের দিকেই এই ফিচারটির রোলআউট করা শুরু হবে।

    সিইও মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) আরও জানিয়েছেন, এই নয়া হোয়াটসঅ্যাপ ফিচার (Whatsapp New Feature) ছাড়াও হোয়াটসঅ্যাপ ৩২ জনের জন্য সুরক্ষিত এবং এনক্রিপ্ট করা গ্রুপ ভিডিও কলের ওপর কাজ করা শুরু করেছে। ফলে এই ফিচারটি আসলে হোয়াটসঅ্যাপের গ্রুপ ভিডিও কলে ৩২ জন পর্যন্ত ইউজার যুক্ত হতে পারবেন।

    বর্তমানে হোয়াটসঅ্যাপে গ্রুপ কলিং-এ এখন পর্যন্ত আটজন ব্যক্তিদের একে অপরের সঙ্গে ভিডিও কল করার সুযোগ দেওয়া হয়েছে। পরবর্তীতে এই সংখ্যা যাতে বাড়ানো যায়, তাই নিয়েই কাজ চলছে। এই ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইওএস দুটিতেই খুব শীঘ্রই আসতে চলেছে। তাই এই নয়া হোয়াটসঅ্যাপ ফিচার (Whatsapp New Feature) ‘কল লিঙ্ক’ (Call Link)-এর সাথে আরও একাধিক নতুন সুবিধা পেতে চলেছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

  • WhatsApp: হোয়াটসঅ্যাপে পাঠানো ফাইল খোঁজা হবে আরও সহজ! শেয়ার করার সময় লেখা যাবে ‘ক্যাপশন’

    WhatsApp: হোয়াটসঅ্যাপে পাঠানো ফাইল খোঁজা হবে আরও সহজ! শেয়ার করার সময় লেখা যাবে ‘ক্যাপশন’

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বে দুই বিলিয়নেরও বেশি মানুষ জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত ব্যবহার করে চলেছে। এই অ্যাপটি অ্যনড্রয়েড ও আইওএস উভয়েই ব্যাপকভাবে ব্যবহার করা হয়। হোয়াটসঅ্যাপকে বেশি ব্যবহার করা হলেও প্রতিযোগিতায় টেলিগ্রাম, সিগনালের মত অ্যাপগুলোও রয়েছে। তাই গ্রাহকদের আকর্ষণ করতে ও তাঁদের সুবিধার্থে একের পর এক ফিচার এনে চলেছে হোয়াটসঅ্যাপ। ফলে আবারও একটি জরুরী ফিচার নিয়ে এসেছে, যার ফলে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে আরও সুবিধা হবে। এবারে কোনও ফাইল শেয়ার করার সময় তাতে ক্যাপশনের দেওয়ার ফিচারটি আনা হবে।

    ক্যাপশন দেওয়ার ফলে এরপর থেকে কোনও ফাইল খুঁজতে আর বেশি খাটনি করতে হবে না। কারণ তখন শুধু ক্যাপশনে লেখা শব্দটি ব্যবহার করলেই এক নিমেষে পেয়ে যাবেন ফাইলটি। বর্তমানে আপনারা যে পিডিএফ বা ছবি শেয়ার করেন সেগুলির নাম থাকে না। তাই ভবিষ্যতে ক্যাপশন ফিচার রোলআউট করা হলে, ব্যবহারকারীদের কেবল ক্য়াপশনের একটি শব্দ মনে রাখতে হবে এবং পুরানো নথি, ফাইলগুলি সহজে এবং দ্রুত খুঁজে পেতে উপরের দিকে সার্চ বারে সার্চ করতে হবে।

    আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপে পাঠানো ভুল মেসেজ ‘এডিট’ করা যাবে! শীঘ্রই আসছে নয়া ফিচার

    WABetaInfo-এর রিপোর্ট অনুসারে, এই ফিচারটি প্রথমে বিটা টেস্টারদের জন্য উপলব্ধ করা হবে। পরে হোয়াটসঅ্যাপ বিটা v2.22.21.2 আপডেটে ফিচারটি দেখা যাবে। যেখানে ব্যবহারকারীরা কাউকে মেসেজ করার সময় বা কোনও তথ্য শেয়ার করার সময় ক্যাপশন অপশনটি দেখা যাবে। তবে এখনও জানানো হয়নি যে, কবে এই ফিচারটি সবার জন্য আসতে চলেছে।

    এছাড়াও হোয়াটসঅ্যাপ একাধিক ফিচারে কাজ করে চলেছে, যেমন- ডিসঅ্যাপেয়ারিং মেসেজ, ফটো এডিটিং টুল, গ্রুপ থেকে কোনও নোটিফিকেশন ছাড়াই বেরিয়ে যাওয়ার অপশন, অনলাইন স্ট্যাটাস না দেখানোর জন্য ফিচার ইত্যাদি। এছাড়াও ‘এডিট মেসেজ’ (Edit Message) নামে ফিচারটিও খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • WhatsApp: হোয়াটসঅ্যাপে পাঠানো ফাইল খোঁজা হবে আরও সহজ! শেয়ার করার সময় লেখা যাবে ‘ক্যাপশন’

    WhatsApp: হোয়াটসঅ্যাপে পাঠানো ফাইল খোঁজা হবে আরও সহজ! শেয়ার করার সময় লেখা যাবে ‘ক্যাপশন’

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বে দুই বিলিয়নেরও বেশি মানুষ জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত ব্যবহার করে চলেছে। এই অ্যাপটি অ্যনড্রয়েড ও আইওএস উভয়েই ব্যাপকভাবে ব্যবহার করা হয়। হোয়াটসঅ্যাপকে বেশি ব্যবহার করা হলেও প্রতিযোগিতায় টেলিগ্রাম, সিগনালের মত অ্যাপগুলোও রয়েছে। তাই গ্রাহকদের আকর্ষণ করতে ও তাঁদের সুবিধার্থে একের পর এক ফিচার এনে চলেছে হোয়াটসঅ্যাপ। ফলে আবারও একটি জরুরী ফিচার নিয়ে এসেছে, যার ফলে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে আরও সুবিধা হবে। এবারে কোনও ফাইল শেয়ার করার সময় তাতে ক্যাপশনের দেওয়ার ফিচারটি আনা হবে।

    ক্যাপশন দেওয়ার ফলে এরপর থেকে কোনও ফাইল খুঁজতে আর বেশি খাটনি করতে হবে না। কারণ তখন শুধু ক্যাপশনে লেখা শব্দটি ব্যবহার করলেই এক নিমেষে পেয়ে যাবেন ফাইলটি। বর্তমানে আপনারা যে পিডিএফ বা ছবি শেয়ার করেন সেগুলির নাম থাকে না। তাই ভবিষ্যতে ক্যাপশন ফিচার রোলআউট করা হলে, ব্যবহারকারীদের কেবল ক্য়াপশনের একটি শব্দ মনে রাখতে হবে এবং পুরানো নথি, ফাইলগুলি সহজে এবং দ্রুত খুঁজে পেতে উপরের দিকে সার্চ বারে সার্চ করতে হবে।

    আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপে পাঠানো ভুল মেসেজ ‘এডিট’ করা যাবে! শীঘ্রই আসছে নয়া ফিচার

    WABetaInfo-এর রিপোর্ট অনুসারে, এই ফিচারটি প্রথমে বিটা টেস্টারদের জন্য উপলব্ধ করা হবে। পরে হোয়াটসঅ্যাপ বিটা v2.22.21.2 আপডেটে ফিচারটি দেখা যাবে। যেখানে ব্যবহারকারীরা কাউকে মেসেজ করার সময় বা কোনও তথ্য শেয়ার করার সময় ক্যাপশন অপশনটি দেখা যাবে। তবে এখনও জানানো হয়নি যে, কবে এই ফিচারটি সবার জন্য আসতে চলেছে।

    এছাড়াও হোয়াটসঅ্যাপ একাধিক ফিচারে কাজ করে চলেছে, যেমন- ডিসঅ্যাপেয়ারিং মেসেজ, ফটো এডিটিং টুল, গ্রুপ থেকে কোনও নোটিফিকেশন ছাড়াই বেরিয়ে যাওয়ার অপশন, অনলাইন স্ট্যাটাস না দেখানোর জন্য ফিচার ইত্যাদি। এছাড়াও ‘এডিট মেসেজ’ (Edit Message) নামে ফিচারটিও খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Remove Private Video: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ব্যক্তিগত ছবি, ভিডিও! এই পরিস্থিতিতে কী করা উচিত?

    Remove Private Video: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ব্যক্তিগত ছবি, ভিডিও! এই পরিস্থিতিতে কী করা উচিত?

    মাধ্যম নিউজ ডেস্ক: চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ৬০ জন ছাত্রীর স্নানের ভিডিও ভাইরাল হওয়ার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পাঞ্জাব সহ পুরো দেশে। ওই ভিডিওগুলি নেটমাধ্যমে ছড়ানো হয়েছে বলেও অভিযোগ ওঠে। এমনকি, এর জেরে আট ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি করা হয়। এর ফলে গত শনিবার রাত থেকে পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করে বিশ্ববিদ্যালয় চত্বরে। যদিও পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে, একটি ভিডিওই ফাঁস হয়েছে এবং কোনও ছাত্রীই আত্মহত্যার চেষ্টা করেননি।

    ফলে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত বা নগ্ন ছবি বা ভিডিও ভাইরাল হওয়ার মত অনেক ঘটনা প্রায়ই শোনা যায়। তবে কারোর ব্যক্তিগত ভিডিও ভাইরাল করা বিশ্বাসঘাতকতাই নয়, এটি একটি অপরাধও। তাই এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলে আপনার কী করা উচিত, জানেন?

    এমন পরিস্থিতিতে, সবার আগে ইন্টারনেট থেকে কীভাবে ভিডিও বা ছবি সরিয়ে ফেলা যায়, তার উপায় বের করতে হবে। এমন অনেক উপায় আছে যার মাধ্যমে আপনি যেকোনো সাইট বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করা এমএমএস (MMS) বা ফটোগ্রাফ ডিলিট করতে পারেন।

    আরও পড়ুন: চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় এমএমএস কাণ্ডে গ্রেফতার আরও দুই, ৬ দিনের জন্য বন্ধ ক্যাম্পাস

    পুলিশের সাথে যোগাযোগ করুন

    প্রথমে নিকটবর্তী থানায় গিয়ে এবং সাইবার সেলের কাছে একটি অভিযোগ দায়ের করা উচিত। আপনার অভিযোগের পর, পুলিশ ওয়েবসাইটের মালিক বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির সঙ্গে যোগাযোগ করবে৷ আপনার অভিযোগ সঠিক প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    য়েবসাইটের মালিকের কাছে অভিযোগ করুন

    ভিডিও বা ছবি সরানোর আরেকটি উপায় হল সরাসরি ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মালিকের সঙ্গে যোগাযোগ করা। মালিকের সঙ্গে যোগাযোগ করতে যদি আপনার সমস্যা হয়, তবে www.whois.com নামক ওয়েবসাইটের সঙ্গে যোগাযোগ করুন। এর মাধ্যমে, আপনি সাইটের মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ভিডিওটি সরানোর জন্য অনুরোধ করতে পারবেন।

    গুগল সার্চ রেজাল্ট থেকে সরান

    যদি সেই আপত্তিকর ছবি বা এমএমএস গুগল সার্চ রেজাল্টে থাকে, তাহলে আপনি এটিকে সরানোর জন্য টেক জায়ান্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এর জন্য, আপনাকে গুগল-এর সাপোর্ট পেজে যেতে হবে (support.google.com) এবং সেখানে তালিকাভুক্ত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে।

  • Samsung Credit Card: ভারতে লঞ্চ করা হল ‘স্যামসাং অ্যাক্সিস ক্রেডিট কার্ড’, কী কী সুবিধা পাবেন ক্রেতারা?

    Samsung Credit Card: ভারতে লঞ্চ করা হল ‘স্যামসাং অ্যাক্সিস ক্রেডিট কার্ড’, কী কী সুবিধা পাবেন ক্রেতারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: স্যামসাং (Samsung) এবারে তার গ্রাহকদের জন্য এক খুশির খবর নিয়ে এসেছে, যাতে গ্রাহকদের স্যামসাং প্রোডাক্ট কিনতে গেলে মিলবে কিছু বাড়তি সুবিধা। এবারে ভারতের গ্রাহকদের জন্য ক্রেডিট কার্ড (Credit Card) লঞ্চ করেছে স্যামসাং। এতদিন বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট লঞ্চের দিকেই বিশেষ নজর রেখেছিল দক্ষিণ কোরিয়ার (South Korea) এই সংস্থা। কিন্তু ক্রেতাদের প্রোডাক্ট কেনার ক্ষেত্রেও বাড়তি সুবিধা দেওয়ার জন্য এই বিশেষ উদ্যোগ। অ্যাক্সিস ব্যাঙ্ক এবং ভিসা’র (Axis Bank & Visa) সঙ্গে যৌথ উদ্যোগে এই ক্রেডিট কার্ড লঞ্চ করেছে স্যামসাং কর্তৃপক্ষ।

    এর ফলে কী কী সুবিধা আপনারা পেতে চলেছেন?

    জানা গিয়েছে, সারাবছর ধরে এই ক্রেডিট কার্ড ব্যবহার করলে স্যামসাংয়ের বিভিন্ন প্রোডাক্টের দামে এবং সার্ভিসের ক্ষেত্রে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। ইএমআই এবং নন-ইএমআই ট্রানজাকশনের (EMI & Non-EMI transaction) ক্ষেত্রে বিভিন্ন আকর্ষণীয় অফারের সঙ্গে এই ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। এর পাশাপাশি স্যামসাংয়ের যেকোনও প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার সময় এই ক্রেডিট কার্ড ব্যবহার করলে ক্রেতারা রিওয়ার্ড পাবেন। সেভাবেই তৈরি করা হয়েছে এই ক্রেডিট কার্ড। স্যামসাং-এর বিভিন্ন গ্যাজেট, প্রোডাক্ট-এর পাশাপাশি স্যামসাংয়ের বিভিন্ন সার্ভিস যেমন- সার্ভিস সেন্টারের পেমেন্ট, স্যামসাং কেয়ার প্লাস মোবাইল প্রোটেকশন প্ল্যান, ওয়ারেন্টির মেয়াদ বাড়ানো- ইত্যাদি ক্ষেত্রেও ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন।

    কোথায় কোথায় ব্যবহার করা যাবে এই কার্ড?

    বিভিন্ন অফলাইন সংস্থা যারা স্যামসাংয়ের প্রোডাক্ট বিক্রি করে Pine Labs এবং Benow payment- এর মাধ্যমে, সেখানেও ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকবে। এর পাশাপাশি Samsung.com, Samsung Shop App এবং জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ও অথরাইজড স্যামসাং সার্ভিস সেন্টারেও স্যামসাংয়ের এই ক্রেডিট কার্ড ব্যবহার করলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া সম্ভব।

    স্যামসাং অ্যাক্সিস ক্রেডিট কার্ড

    এই কার্ডের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। ভিসা সিগনেচার এবং ভিসা ইনফিনিট (Visa Signature and Visa Infinite)। সিগনেচার ভ্যারিয়েন্টে, গ্রাহকরা ২৫০০ টাকার মাসিক ক্যাশব্যাক সহ বার্ষিক ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। ইনফিনিট ভ্যারিয়েন্ট কার্ডে ২০ হাজার টাকা এবং মাসে ৫০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ক্রেতারা। এখানে বলা হয়নি যে, একটি নির্দিষ্ট পরিমাণে ক্রয় করলেই তারপর আপনি এই ক্যাশব্যাক পাবেন। অর্থাৎ যাদের কাছেই এই কার্ড থাকবে তারা স্যামসাংয়ের ছোট কেনাকাটাতেও ১০ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন। আবার তারা স্যামসাং ইকোসিস্টেমের বাইরে খরচ করার জন্য এজ রিওয়ার্ড পয়েন্টও (Edge Reward Points) পাবেন।

    কীভাবে এই স্যামসাং অ্যাক্সিস ক্রেডিট কার্ড (Samsung Axis Credit Card) পাবেন?

    গ্রাহকরা স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ওয়েবসাইট www.samsung.com/in/samsung-card-এর মাধ্যমে কার্ডের জন্য আবেদন করতে পারেন। খুব শীঘ্রই এই কার্ডের জন্য আবেদনপত্র খোলা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

  • WhatsApp: এবার হোয়াটসঅ্যাপে পাঠানো ভুল মেসেজ ‘এডিট’ করা যাবে! শীঘ্রই আসছে নয়া ফিচার

    WhatsApp: এবার হোয়াটসঅ্যাপে পাঠানো ভুল মেসেজ ‘এডিট’ করা যাবে! শীঘ্রই আসছে নয়া ফিচার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপের মধ্যে একটি হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। শুধু ভারতেই ৪০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে এই প্ল্যাটফর্মে। ব্যবহারকারীদের আকর্ষণ করতে ও তাঁদের সুবিধার্থে নিয়মিত নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ। এই মেসেজিং অ্যাপে ফের যুক্ত হতে চলেছে নতুন এক ফিচার। তবে এবারে হোয়াটসঅ্যাপ বহু প্রতীক্ষিত এবং অত্যন্ত জরুরি একটি বৈশিষ্ট্য নিয়ে আসছে। সেটি হল এবার থেকে মেসেজ পাঠানোর পরেও আপনি এটি এডিট করতে পারবেন। অর্থাৎ ‘এডিট মেসেজ’ (Edit Message) নামে ফিচারটি খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপে যুক্ত করা হবে।

    অনেক সময় মেসেজ টাইপের সময় ভুল হয়ে যায়। আর এক্ষেত্রে উপায় বলতে একটিই, মেসেজ ডিলিট করে ফেলা। কিন্তু এবারে মেসেজ ডিলিট না করেও সেই ভুল শুধরে, মেসেজ ঠিক করার সুযোগ এনে দিচ্ছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে এই খবর জানানো হয়েছে। এখানে জানানো হয়েছে যে, ‘সেন্ট মেসেজ’ ‘এডিট’ করার অপশন খুব শীঘ্রই আসতে চলেছে।

    আরও পড়ুন: ইনস্টাগ্রাম, ফেসবুকের মত এবারে হোয়াটসঅ্যাপেও পাবেন পোল বৈশিষ্ট্যের সুবিধা

    জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের এই জরুরি বৈশিষ্ট্যটি আপাতত ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপ বিটা 2.22.20.12 আপডেটে ফিচারটি সর্বপ্রথম দেখা যাবে। হোয়াটসঅ্যাপ এডিট মেসেজ ফিচারটি ভবিষ্যতের আপডেটে ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে। আর অফিসিয়াল রোলআউটের আগে তা সর্বপ্রথম বিটা পরীক্ষকদের জন্য উপলব্ধ করা হবে। তারা পরীক্ষা করার পর এই ফিচারে যদি কোনও ভুল নজরে আসে, তারপর তা ঠিক করার পরেই অফিসিয়াল রোলআউট করবে হোয়াটসঅ্যাপ।

    আরও জানা গিয়েছে, কোনও মেসেজ একবার এডিট করা হলে পাশে ‘Edited’ চিহ্ন দেখাতে পারে। যদিও আগে কী মেসেজ পাঠানো হয়েছিল তা দেখা যাবে কিনা, তা সম্পর্কে জানানো যায়নি। এও মনে করা হয়েছে, মেসেজ পাঠানোর পরে নির্দিষ্ট সময় পর্যন্ত তা এডিট করা যাবে। যদিও এই বিষয়ে মেসেজিং অ্যাপের তরফ থেকে এখনও কিছুই জানানো হয়নি। 

  • Facebook user: ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করেন? আপনার জন্য আসছে বিশেষ সুবিধা

    Facebook user: ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করেন? আপনার জন্য আসছে বিশেষ সুবিধা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফেসবুক ব্যবহারকারীদের (Facebook User) জন্য সুখবর! মার্ক জুকারবার্গের (Marc Zuckerberg) কোম্পানি নিয়ে এল নতুন ফিচার। এখন থেকে ফেসবুক ও ইনস্টাগ্রাম (Instragram) ব্যবহারকারীরা সহজেই এক অ্যাপ থেকে অন্য অ্যাপে স্যুইচ (Switch) করতে পারবেন। নয়া এই ফিচারের ফলে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারী আরও সহজেই এই দুটি অ্যাপ ব্যবহার করতে পারবেন।

    আরও পড়ুন: ইনস্টাগ্রাম, ফেসবুকের মত এবারে হোয়াটসঅ্যাপেও পাবেন পোল বৈশিষ্ট্যের সুবিধা 

    মেটা কোম্পানি তাদের ওয়েবসাইটে (Website) পোস্ট করে জানিয়েছে, এখন থেকে ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনও একটি অ্যাকাউন্টের মাধ্যমে একই সঙ্গে দুটো অ্যাপ চালাতে পারবেন।

    আরও পড়ুন: ইনস্টাগ্রাম, ফেসবুকের মত এবারে হোয়াটসঅ্যাপেও পাবেন পোল বৈশিষ্ট্যের সুবিধা

    তারা আরও জানিয়েছে, বর্তমান যুগে মানুষ বিশ্বের সঙ্গে সংযোগস্থাপনের (Connect) জন্য একাধিক অ্যাপের অ্যাকাউন্ট (Account) ব্যবহার করে। তাই ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এই অ্যাপ্লিকেশনটিকে আরও সহজ করা হয়েছে।

    আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ব্যক্তিগত ছবি, ভিডিও! এই পরিস্থিতিতে কী করা উচিত?

    মেটা (Meta) নিশ্চিত করেছে, যে এই পরিবর্তনের ফলে অচেনা ডিভাইসে (Device) কেউ প্রোফাইল অ্যাক্সেস করতে পারবেন না। ব্যবহারকারীদের ডেটা (Data) আরও সুরক্ষিত থাকবে নতুন এই ব্যবস্থায়।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে পাঠানো ফাইল খোঁজা হবে আরও সহজ! শেয়ার করার সময় লেখা যাবে ‘ক্যাপশন’
    প্রসঙ্গত, জনপ্রিয় সোস্যাল প্ল্যাটফর্ম ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৫০ কোটি ছাড়িয়ে গিয়েছে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যাও প্রায় ১১৬ কোটি। চিনের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক (Tiktok) ব্যান করার পর থেকেই ইনস্টাগ্রামের জনপ্রিয়তা বেড়ে চলেছে তরতরিয়ে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
LinkedIn
Share