Category: গ্যাজেট

Get updated Gadget related news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • WhatsApp: হোয়াটসঅ্যাপে পাঠানো ফাইল খোঁজা হবে আরও সহজ! শেয়ার করার সময় লেখা যাবে ‘ক্যাপশন’

    WhatsApp: হোয়াটসঅ্যাপে পাঠানো ফাইল খোঁজা হবে আরও সহজ! শেয়ার করার সময় লেখা যাবে ‘ক্যাপশন’

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বে দুই বিলিয়নেরও বেশি মানুষ জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত ব্যবহার করে চলেছে। এই অ্যাপটি অ্যনড্রয়েড ও আইওএস উভয়েই ব্যাপকভাবে ব্যবহার করা হয়। হোয়াটসঅ্যাপকে বেশি ব্যবহার করা হলেও প্রতিযোগিতায় টেলিগ্রাম, সিগনালের মত অ্যাপগুলোও রয়েছে। তাই গ্রাহকদের আকর্ষণ করতে ও তাঁদের সুবিধার্থে একের পর এক ফিচার এনে চলেছে হোয়াটসঅ্যাপ। ফলে আবারও একটি জরুরী ফিচার নিয়ে এসেছে, যার ফলে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে আরও সুবিধা হবে। এবারে কোনও ফাইল শেয়ার করার সময় তাতে ক্যাপশনের দেওয়ার ফিচারটি আনা হবে।

    ক্যাপশন দেওয়ার ফলে এরপর থেকে কোনও ফাইল খুঁজতে আর বেশি খাটনি করতে হবে না। কারণ তখন শুধু ক্যাপশনে লেখা শব্দটি ব্যবহার করলেই এক নিমেষে পেয়ে যাবেন ফাইলটি। বর্তমানে আপনারা যে পিডিএফ বা ছবি শেয়ার করেন সেগুলির নাম থাকে না। তাই ভবিষ্যতে ক্যাপশন ফিচার রোলআউট করা হলে, ব্যবহারকারীদের কেবল ক্য়াপশনের একটি শব্দ মনে রাখতে হবে এবং পুরানো নথি, ফাইলগুলি সহজে এবং দ্রুত খুঁজে পেতে উপরের দিকে সার্চ বারে সার্চ করতে হবে।

    আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপে পাঠানো ভুল মেসেজ ‘এডিট’ করা যাবে! শীঘ্রই আসছে নয়া ফিচার

    WABetaInfo-এর রিপোর্ট অনুসারে, এই ফিচারটি প্রথমে বিটা টেস্টারদের জন্য উপলব্ধ করা হবে। পরে হোয়াটসঅ্যাপ বিটা v2.22.21.2 আপডেটে ফিচারটি দেখা যাবে। যেখানে ব্যবহারকারীরা কাউকে মেসেজ করার সময় বা কোনও তথ্য শেয়ার করার সময় ক্যাপশন অপশনটি দেখা যাবে। তবে এখনও জানানো হয়নি যে, কবে এই ফিচারটি সবার জন্য আসতে চলেছে।

    এছাড়াও হোয়াটসঅ্যাপ একাধিক ফিচারে কাজ করে চলেছে, যেমন- ডিসঅ্যাপেয়ারিং মেসেজ, ফটো এডিটিং টুল, গ্রুপ থেকে কোনও নোটিফিকেশন ছাড়াই বেরিয়ে যাওয়ার অপশন, অনলাইন স্ট্যাটাস না দেখানোর জন্য ফিচার ইত্যাদি। এছাড়াও ‘এডিট মেসেজ’ (Edit Message) নামে ফিচারটিও খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • WhatsApp: হোয়াটসঅ্যাপে পাঠানো ফাইল খোঁজা হবে আরও সহজ! শেয়ার করার সময় লেখা যাবে ‘ক্যাপশন’

    WhatsApp: হোয়াটসঅ্যাপে পাঠানো ফাইল খোঁজা হবে আরও সহজ! শেয়ার করার সময় লেখা যাবে ‘ক্যাপশন’

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বে দুই বিলিয়নেরও বেশি মানুষ জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত ব্যবহার করে চলেছে। এই অ্যাপটি অ্যনড্রয়েড ও আইওএস উভয়েই ব্যাপকভাবে ব্যবহার করা হয়। হোয়াটসঅ্যাপকে বেশি ব্যবহার করা হলেও প্রতিযোগিতায় টেলিগ্রাম, সিগনালের মত অ্যাপগুলোও রয়েছে। তাই গ্রাহকদের আকর্ষণ করতে ও তাঁদের সুবিধার্থে একের পর এক ফিচার এনে চলেছে হোয়াটসঅ্যাপ। ফলে আবারও একটি জরুরী ফিচার নিয়ে এসেছে, যার ফলে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে আরও সুবিধা হবে। এবারে কোনও ফাইল শেয়ার করার সময় তাতে ক্যাপশনের দেওয়ার ফিচারটি আনা হবে।

    ক্যাপশন দেওয়ার ফলে এরপর থেকে কোনও ফাইল খুঁজতে আর বেশি খাটনি করতে হবে না। কারণ তখন শুধু ক্যাপশনে লেখা শব্দটি ব্যবহার করলেই এক নিমেষে পেয়ে যাবেন ফাইলটি। বর্তমানে আপনারা যে পিডিএফ বা ছবি শেয়ার করেন সেগুলির নাম থাকে না। তাই ভবিষ্যতে ক্যাপশন ফিচার রোলআউট করা হলে, ব্যবহারকারীদের কেবল ক্য়াপশনের একটি শব্দ মনে রাখতে হবে এবং পুরানো নথি, ফাইলগুলি সহজে এবং দ্রুত খুঁজে পেতে উপরের দিকে সার্চ বারে সার্চ করতে হবে।

    আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপে পাঠানো ভুল মেসেজ ‘এডিট’ করা যাবে! শীঘ্রই আসছে নয়া ফিচার

    WABetaInfo-এর রিপোর্ট অনুসারে, এই ফিচারটি প্রথমে বিটা টেস্টারদের জন্য উপলব্ধ করা হবে। পরে হোয়াটসঅ্যাপ বিটা v2.22.21.2 আপডেটে ফিচারটি দেখা যাবে। যেখানে ব্যবহারকারীরা কাউকে মেসেজ করার সময় বা কোনও তথ্য শেয়ার করার সময় ক্যাপশন অপশনটি দেখা যাবে। তবে এখনও জানানো হয়নি যে, কবে এই ফিচারটি সবার জন্য আসতে চলেছে।

    এছাড়াও হোয়াটসঅ্যাপ একাধিক ফিচারে কাজ করে চলেছে, যেমন- ডিসঅ্যাপেয়ারিং মেসেজ, ফটো এডিটিং টুল, গ্রুপ থেকে কোনও নোটিফিকেশন ছাড়াই বেরিয়ে যাওয়ার অপশন, অনলাইন স্ট্যাটাস না দেখানোর জন্য ফিচার ইত্যাদি। এছাড়াও ‘এডিট মেসেজ’ (Edit Message) নামে ফিচারটিও খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Remove Private Video: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ব্যক্তিগত ছবি, ভিডিও! এই পরিস্থিতিতে কী করা উচিত?

    Remove Private Video: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ব্যক্তিগত ছবি, ভিডিও! এই পরিস্থিতিতে কী করা উচিত?

    মাধ্যম নিউজ ডেস্ক: চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ৬০ জন ছাত্রীর স্নানের ভিডিও ভাইরাল হওয়ার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পাঞ্জাব সহ পুরো দেশে। ওই ভিডিওগুলি নেটমাধ্যমে ছড়ানো হয়েছে বলেও অভিযোগ ওঠে। এমনকি, এর জেরে আট ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি করা হয়। এর ফলে গত শনিবার রাত থেকে পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করে বিশ্ববিদ্যালয় চত্বরে। যদিও পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে, একটি ভিডিওই ফাঁস হয়েছে এবং কোনও ছাত্রীই আত্মহত্যার চেষ্টা করেননি।

    ফলে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত বা নগ্ন ছবি বা ভিডিও ভাইরাল হওয়ার মত অনেক ঘটনা প্রায়ই শোনা যায়। তবে কারোর ব্যক্তিগত ভিডিও ভাইরাল করা বিশ্বাসঘাতকতাই নয়, এটি একটি অপরাধও। তাই এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলে আপনার কী করা উচিত, জানেন?

    এমন পরিস্থিতিতে, সবার আগে ইন্টারনেট থেকে কীভাবে ভিডিও বা ছবি সরিয়ে ফেলা যায়, তার উপায় বের করতে হবে। এমন অনেক উপায় আছে যার মাধ্যমে আপনি যেকোনো সাইট বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করা এমএমএস (MMS) বা ফটোগ্রাফ ডিলিট করতে পারেন।

    আরও পড়ুন: চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় এমএমএস কাণ্ডে গ্রেফতার আরও দুই, ৬ দিনের জন্য বন্ধ ক্যাম্পাস

    পুলিশের সাথে যোগাযোগ করুন

    প্রথমে নিকটবর্তী থানায় গিয়ে এবং সাইবার সেলের কাছে একটি অভিযোগ দায়ের করা উচিত। আপনার অভিযোগের পর, পুলিশ ওয়েবসাইটের মালিক বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির সঙ্গে যোগাযোগ করবে৷ আপনার অভিযোগ সঠিক প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    য়েবসাইটের মালিকের কাছে অভিযোগ করুন

    ভিডিও বা ছবি সরানোর আরেকটি উপায় হল সরাসরি ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মালিকের সঙ্গে যোগাযোগ করা। মালিকের সঙ্গে যোগাযোগ করতে যদি আপনার সমস্যা হয়, তবে www.whois.com নামক ওয়েবসাইটের সঙ্গে যোগাযোগ করুন। এর মাধ্যমে, আপনি সাইটের মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ভিডিওটি সরানোর জন্য অনুরোধ করতে পারবেন।

    গুগল সার্চ রেজাল্ট থেকে সরান

    যদি সেই আপত্তিকর ছবি বা এমএমএস গুগল সার্চ রেজাল্টে থাকে, তাহলে আপনি এটিকে সরানোর জন্য টেক জায়ান্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এর জন্য, আপনাকে গুগল-এর সাপোর্ট পেজে যেতে হবে (support.google.com) এবং সেখানে তালিকাভুক্ত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে।

  • Samsung Credit Card: ভারতে লঞ্চ করা হল ‘স্যামসাং অ্যাক্সিস ক্রেডিট কার্ড’, কী কী সুবিধা পাবেন ক্রেতারা?

    Samsung Credit Card: ভারতে লঞ্চ করা হল ‘স্যামসাং অ্যাক্সিস ক্রেডিট কার্ড’, কী কী সুবিধা পাবেন ক্রেতারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: স্যামসাং (Samsung) এবারে তার গ্রাহকদের জন্য এক খুশির খবর নিয়ে এসেছে, যাতে গ্রাহকদের স্যামসাং প্রোডাক্ট কিনতে গেলে মিলবে কিছু বাড়তি সুবিধা। এবারে ভারতের গ্রাহকদের জন্য ক্রেডিট কার্ড (Credit Card) লঞ্চ করেছে স্যামসাং। এতদিন বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট লঞ্চের দিকেই বিশেষ নজর রেখেছিল দক্ষিণ কোরিয়ার (South Korea) এই সংস্থা। কিন্তু ক্রেতাদের প্রোডাক্ট কেনার ক্ষেত্রেও বাড়তি সুবিধা দেওয়ার জন্য এই বিশেষ উদ্যোগ। অ্যাক্সিস ব্যাঙ্ক এবং ভিসা’র (Axis Bank & Visa) সঙ্গে যৌথ উদ্যোগে এই ক্রেডিট কার্ড লঞ্চ করেছে স্যামসাং কর্তৃপক্ষ।

    এর ফলে কী কী সুবিধা আপনারা পেতে চলেছেন?

    জানা গিয়েছে, সারাবছর ধরে এই ক্রেডিট কার্ড ব্যবহার করলে স্যামসাংয়ের বিভিন্ন প্রোডাক্টের দামে এবং সার্ভিসের ক্ষেত্রে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। ইএমআই এবং নন-ইএমআই ট্রানজাকশনের (EMI & Non-EMI transaction) ক্ষেত্রে বিভিন্ন আকর্ষণীয় অফারের সঙ্গে এই ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। এর পাশাপাশি স্যামসাংয়ের যেকোনও প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার সময় এই ক্রেডিট কার্ড ব্যবহার করলে ক্রেতারা রিওয়ার্ড পাবেন। সেভাবেই তৈরি করা হয়েছে এই ক্রেডিট কার্ড। স্যামসাং-এর বিভিন্ন গ্যাজেট, প্রোডাক্ট-এর পাশাপাশি স্যামসাংয়ের বিভিন্ন সার্ভিস যেমন- সার্ভিস সেন্টারের পেমেন্ট, স্যামসাং কেয়ার প্লাস মোবাইল প্রোটেকশন প্ল্যান, ওয়ারেন্টির মেয়াদ বাড়ানো- ইত্যাদি ক্ষেত্রেও ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন।

    কোথায় কোথায় ব্যবহার করা যাবে এই কার্ড?

    বিভিন্ন অফলাইন সংস্থা যারা স্যামসাংয়ের প্রোডাক্ট বিক্রি করে Pine Labs এবং Benow payment- এর মাধ্যমে, সেখানেও ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকবে। এর পাশাপাশি Samsung.com, Samsung Shop App এবং জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ও অথরাইজড স্যামসাং সার্ভিস সেন্টারেও স্যামসাংয়ের এই ক্রেডিট কার্ড ব্যবহার করলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া সম্ভব।

    স্যামসাং অ্যাক্সিস ক্রেডিট কার্ড

    এই কার্ডের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। ভিসা সিগনেচার এবং ভিসা ইনফিনিট (Visa Signature and Visa Infinite)। সিগনেচার ভ্যারিয়েন্টে, গ্রাহকরা ২৫০০ টাকার মাসিক ক্যাশব্যাক সহ বার্ষিক ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। ইনফিনিট ভ্যারিয়েন্ট কার্ডে ২০ হাজার টাকা এবং মাসে ৫০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ক্রেতারা। এখানে বলা হয়নি যে, একটি নির্দিষ্ট পরিমাণে ক্রয় করলেই তারপর আপনি এই ক্যাশব্যাক পাবেন। অর্থাৎ যাদের কাছেই এই কার্ড থাকবে তারা স্যামসাংয়ের ছোট কেনাকাটাতেও ১০ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন। আবার তারা স্যামসাং ইকোসিস্টেমের বাইরে খরচ করার জন্য এজ রিওয়ার্ড পয়েন্টও (Edge Reward Points) পাবেন।

    কীভাবে এই স্যামসাং অ্যাক্সিস ক্রেডিট কার্ড (Samsung Axis Credit Card) পাবেন?

    গ্রাহকরা স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ওয়েবসাইট www.samsung.com/in/samsung-card-এর মাধ্যমে কার্ডের জন্য আবেদন করতে পারেন। খুব শীঘ্রই এই কার্ডের জন্য আবেদনপত্র খোলা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

  • WhatsApp: এবার হোয়াটসঅ্যাপে পাঠানো ভুল মেসেজ ‘এডিট’ করা যাবে! শীঘ্রই আসছে নয়া ফিচার

    WhatsApp: এবার হোয়াটসঅ্যাপে পাঠানো ভুল মেসেজ ‘এডিট’ করা যাবে! শীঘ্রই আসছে নয়া ফিচার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপের মধ্যে একটি হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। শুধু ভারতেই ৪০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে এই প্ল্যাটফর্মে। ব্যবহারকারীদের আকর্ষণ করতে ও তাঁদের সুবিধার্থে নিয়মিত নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ। এই মেসেজিং অ্যাপে ফের যুক্ত হতে চলেছে নতুন এক ফিচার। তবে এবারে হোয়াটসঅ্যাপ বহু প্রতীক্ষিত এবং অত্যন্ত জরুরি একটি বৈশিষ্ট্য নিয়ে আসছে। সেটি হল এবার থেকে মেসেজ পাঠানোর পরেও আপনি এটি এডিট করতে পারবেন। অর্থাৎ ‘এডিট মেসেজ’ (Edit Message) নামে ফিচারটি খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপে যুক্ত করা হবে।

    অনেক সময় মেসেজ টাইপের সময় ভুল হয়ে যায়। আর এক্ষেত্রে উপায় বলতে একটিই, মেসেজ ডিলিট করে ফেলা। কিন্তু এবারে মেসেজ ডিলিট না করেও সেই ভুল শুধরে, মেসেজ ঠিক করার সুযোগ এনে দিচ্ছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে এই খবর জানানো হয়েছে। এখানে জানানো হয়েছে যে, ‘সেন্ট মেসেজ’ ‘এডিট’ করার অপশন খুব শীঘ্রই আসতে চলেছে।

    আরও পড়ুন: ইনস্টাগ্রাম, ফেসবুকের মত এবারে হোয়াটসঅ্যাপেও পাবেন পোল বৈশিষ্ট্যের সুবিধা

    জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের এই জরুরি বৈশিষ্ট্যটি আপাতত ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপ বিটা 2.22.20.12 আপডেটে ফিচারটি সর্বপ্রথম দেখা যাবে। হোয়াটসঅ্যাপ এডিট মেসেজ ফিচারটি ভবিষ্যতের আপডেটে ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে। আর অফিসিয়াল রোলআউটের আগে তা সর্বপ্রথম বিটা পরীক্ষকদের জন্য উপলব্ধ করা হবে। তারা পরীক্ষা করার পর এই ফিচারে যদি কোনও ভুল নজরে আসে, তারপর তা ঠিক করার পরেই অফিসিয়াল রোলআউট করবে হোয়াটসঅ্যাপ।

    আরও জানা গিয়েছে, কোনও মেসেজ একবার এডিট করা হলে পাশে ‘Edited’ চিহ্ন দেখাতে পারে। যদিও আগে কী মেসেজ পাঠানো হয়েছিল তা দেখা যাবে কিনা, তা সম্পর্কে জানানো যায়নি। এও মনে করা হয়েছে, মেসেজ পাঠানোর পরে নির্দিষ্ট সময় পর্যন্ত তা এডিট করা যাবে। যদিও এই বিষয়ে মেসেজিং অ্যাপের তরফ থেকে এখনও কিছুই জানানো হয়নি। 

  • Facebook user: ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করেন? আপনার জন্য আসছে বিশেষ সুবিধা

    Facebook user: ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করেন? আপনার জন্য আসছে বিশেষ সুবিধা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফেসবুক ব্যবহারকারীদের (Facebook User) জন্য সুখবর! মার্ক জুকারবার্গের (Marc Zuckerberg) কোম্পানি নিয়ে এল নতুন ফিচার। এখন থেকে ফেসবুক ও ইনস্টাগ্রাম (Instragram) ব্যবহারকারীরা সহজেই এক অ্যাপ থেকে অন্য অ্যাপে স্যুইচ (Switch) করতে পারবেন। নয়া এই ফিচারের ফলে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারী আরও সহজেই এই দুটি অ্যাপ ব্যবহার করতে পারবেন।

    আরও পড়ুন: ইনস্টাগ্রাম, ফেসবুকের মত এবারে হোয়াটসঅ্যাপেও পাবেন পোল বৈশিষ্ট্যের সুবিধা 

    মেটা কোম্পানি তাদের ওয়েবসাইটে (Website) পোস্ট করে জানিয়েছে, এখন থেকে ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনও একটি অ্যাকাউন্টের মাধ্যমে একই সঙ্গে দুটো অ্যাপ চালাতে পারবেন।

    আরও পড়ুন: ইনস্টাগ্রাম, ফেসবুকের মত এবারে হোয়াটসঅ্যাপেও পাবেন পোল বৈশিষ্ট্যের সুবিধা

    তারা আরও জানিয়েছে, বর্তমান যুগে মানুষ বিশ্বের সঙ্গে সংযোগস্থাপনের (Connect) জন্য একাধিক অ্যাপের অ্যাকাউন্ট (Account) ব্যবহার করে। তাই ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এই অ্যাপ্লিকেশনটিকে আরও সহজ করা হয়েছে।

    আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ব্যক্তিগত ছবি, ভিডিও! এই পরিস্থিতিতে কী করা উচিত?

    মেটা (Meta) নিশ্চিত করেছে, যে এই পরিবর্তনের ফলে অচেনা ডিভাইসে (Device) কেউ প্রোফাইল অ্যাক্সেস করতে পারবেন না। ব্যবহারকারীদের ডেটা (Data) আরও সুরক্ষিত থাকবে নতুন এই ব্যবস্থায়।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে পাঠানো ফাইল খোঁজা হবে আরও সহজ! শেয়ার করার সময় লেখা যাবে ‘ক্যাপশন’
    প্রসঙ্গত, জনপ্রিয় সোস্যাল প্ল্যাটফর্ম ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৫০ কোটি ছাড়িয়ে গিয়েছে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যাও প্রায় ১১৬ কোটি। চিনের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক (Tiktok) ব্যান করার পর থেকেই ইনস্টাগ্রামের জনপ্রিয়তা বেড়ে চলেছে তরতরিয়ে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • WhatsApp: ইনস্টাগ্রাম, ফেসবুকের মত এবারে হোয়াটসঅ্যাপেও পাবেন পোল বৈশিষ্ট্যের সুবিধা

    WhatsApp: ইনস্টাগ্রাম, ফেসবুকের মত এবারে হোয়াটসঅ্যাপেও পাবেন পোল বৈশিষ্ট্যের সুবিধা

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে বিশ্বব্যাপী যে কটি অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তার মধ্যে হোয়াটসঅ্যাপ (WhatsApp) অন্যতম। প্রতিদিন কয়েক কোটি মানুষ এ অ্যাপ ব্যবহার করছেন। হোয়াটসঅ্যাপ জনপ্রিয় হওয়ার পেছনে যে কয়েকটি অপশন রয়েছে তার মধ্যে অন্যতম হল গ্রুপ চ্যাটিং। আর এবার এই গ্রুপ চ্যাটিং অপশনের জন্যই আরও চমকপ্রদ কিছু ফিচার যোগ করতে চলেছে হোয়াটসঅ্যাপ।

    জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের গ্রুপের সদস্যরা এবার পোল সিস্টেমের ফিচার খুব শীঘ্রই ব্যবহার করতে পারবে। কারণ হোয়াটসঅ্যাপ থেকে জানানো হয়েছে, তারা এই পোল সিস্টেমের ফিচারটি হোয়াটসঅ্যাপে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করছে। আপনারা সাধারণত এই পোল ফিচার ইন্সটাগ্রাম, ফেসবুকে দেখেছেন। এবার এরকমই সুবিধা পেতে চলেছেন হোয়াটসঅ্যাপেও।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে প্রতারণার শিকার! মুহূর্তে গায়েব কোটি কোটি টাকা? কী করবেন, জানুন…

    তবে জানেন কী, এই ফিচারের ফলে কী সুবিধা পেতে চলেছেন আপনারা? হোয়াটসঅ্যাপের গ্রুপে এই ফিচার আসলে গ্রুপের সদস্যদের অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কোনও অফিসিয়াল কাজের জন্য বা অন্য কোনও প্রয়োজনীয় কাজের জন্য এই পোল ফিচার উপকারী হবে। কোনও কিছু মতামত জানার জন্য এই পোল ফিচারটি ব্যবহার করা যাবে। কারণ যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক সদস্য, সেখানে সবার থেকে একে একে কোনও বিষয়ে মতামত জানা মুশকিল হয়ে পড়ে, ফলে এই পোল সিস্টেম থাকলে খুব সহজেই এই সমস্যার সমাধান করা যাবে ও খুব তাড়াতাড়িই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে।

    WABetaInfo রিপোর্ট অনুসারে জানা গেছে, এখনও পর্যন্ত এই পোল ফিচারে ১২ টি অপশন রাখা হয়েছে, এবং পুরোপুরি আপডেট হওয়ার আগেও এর পরিবর্তন হতে পারে। যদি এই ফিচারটি এখনও ডেভেলপমেন্টের প্রাথমিক পর্যায়ে রয়েছে, ফলে এটি এখনও বিটা পরীক্ষকদের জন্যও উপলব্ধ নয়। এছাড়াও হোয়াটসঅ্যাপ থেকে জানানো হয়নি যে, এই ফিচারটি কবে আসতে চলেছে।   

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • WhatsApp Scam: হোয়াটসঅ্যাপে প্রতারণার শিকার! মুহূর্তে গায়েব কোটি কোটি টাকা? কী করবেন, জানুন…

    WhatsApp Scam: হোয়াটসঅ্যাপে প্রতারণার শিকার! মুহূর্তে গায়েব কোটি কোটি টাকা? কী করবেন, জানুন…

    মাধ্যম নিউজ ডেস্ক: অনলাইনে যেবাবে প্রতারণা বৃদ্ধি পাচ্ছে, তাতে নিজেদের এই জাল থেকে দূরে রাখা খুবই মুশকিল হয়ে পড়েছে। বিশেষ করে মেসেজ বা হোয়াটসঅ্যাপের (WhatsApp) মাধ্যমে প্রতারকরা এই জাল পেতে চলেছে। প্রায়ই হোয়াটসঅ্যাপে ব্ল্যাকমেল করে, কোনও লিঙ্কে ক্লিক করতে বলে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা শোনা যায়। সাধারণ মানুষ তো এই প্রতারণার কথা বুঝতে না পেরে অনেক সময় প্রতারকদের ফাঁদে পা দিয়েই দেয়, তবে এবারে এরকম ঘটনা ঘটল এক বড় সংস্থার সঙ্গেও, আর এদিকে হুশ নেই সংস্থার মালিকের।

    ভ্যাকসিন প্রস্তুতকারক ‘সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া’ (এসআইআই) থেকে এক কোটি টাকারও বেশি প্রতারণার ঘটনা সামনে এসেছে। রবিবার জানা যায় যে, কিছু অজানা ব্যক্তি সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার থেকে এক কোটি টাকার প্রতারণা করেছে, পরে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা আদর পুনাওয়ালা সেজে ভুয়ো মেসেজ পাঠায় এসআইআই-এর অর্থ বিভাগের পরিচালক সতীশ দেশপান্ডের হোয়াটসঅ্যাপে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দ্রুত ট্রান্সফারের জন্য বলে। দেশপাণ্ডে ওই মেসেজ সত্যিই আদর পুনাওয়ালা পাঠিয়েছেন এই ভেবে তিনি ১,০১,০১,৫৫৪ কোটির বেশি টাকা প্রতারকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। পরে তাঁরা বুঝতে পারেন যে এসআইআই প্রতারিত হয়েছে।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে সেক্স ট্র্যাপ, ভিডিও কলের ফাঁদে ৫.২৮ লক্ষ টাকা খোয়ালেন এক মুম্বইবাসী

    তবে আদর পুনাওয়ালার সঙ্গে ঘটা ঘটনা নতুন নয়। এর আগেও বিভিন্ন সরকারী সংস্থার কর্মচারীদের সঙ্গেও এমন প্রতারণা করা হয়েছে ও বিগত কয়েক মাস ধরে একাধিক সরকারী বিভাগ এই প্রতারণার বিষয়ে সতর্কতা জারি করেছে। এমন অনেক সময়ে দেখা গিয়েছে প্রতারকরা যাকে টার্গেট করছে তাদের পরিচিত কারোর ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে হোয়াটসঅ্যাপে টাকা চাওয়া হয়।

    তবে এমন অবস্থার শিকার হলে আপনাদের কী করা উচিত, জানেন?

    প্রথমত, হোয়াটসঅ্যাপ প্রোফাইলে আপনার পরিচিত কারোর ছবি থাকুক না কেন, টাকা চাইলেই প্রথমে সেই ব্যক্তির নম্বর চেক করুন। আর যদি দেখতে পান যে নম্বরটি অন্য, তখনই সেই নম্বরে রিপ্লাই করা বন্ধ করুন। আর এই রকম সাইবার ক্রাইমের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে http://cybercrime.gov.in- পোর্টালে অভিযোগ দায়ের করুন।

  • Apple: আইফোন ১৪ ছাড়া কী কী লঞ্চ হল অ্যাপেল ইভেন্টে, জানেন?

    Apple: আইফোন ১৪ ছাড়া কী কী লঞ্চ হল অ্যাপেল ইভেন্টে, জানেন?

    মাধ্যম নিউজ জেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে লঞ্চ হল আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series)। বহুদিন ধরে অ্যাপেল ইভেন্টের জন্য আশায় বসেছিলেন ‘আইফোন লাভার’। গতকাল, ৭ সেপ্টেম্বর অ্যাপেল ইভেন্টের আয়োজন করেছিল। অনেকদিন ধরেই আইফোন ১৪ সিরিজ নিয়ে আলোচনা চলছিল। তবে এদিন শুধুমাত্র স্মার্টফোন নয়, আইফোনের পাশাপাশি আরও অনেক গ্যাজেট লঞ্চ করেছে। তবে গতকালের এই ইভেন্টে মূল আকর্ষণ ছিল আইফোন ১৪ সিরিজ। ফলে আইফোন প্রেমীদের উৎসাহের কোনও শেষ ছিল না।

    এই ইভেন্টে অ্যাপেল ৪টি মডেলের আইফোন লঞ্চ করেছে। এগুলো হল- আইফোন ১৪ (iPhone 14) এবং আইফোন ১৪ প্লাস (iPhone 14 Plus), আইফোন ১৪ প্রো (iPhone 14 Pro), আইফোন ১৪ প্রো ম্যাক্স (iPhone 14 Pro Max)। এর পাশাপাশি লঞ্চ হয়েছে অ্যাপেল ওয়াচ ৮ (Apple watch 8) , অ্যাপেল ওয়াচ এসই (Apple watch SE), অ্যাপেল ওয়াচ আলট্রা (Apple watch Ultra), এয়ারপড প্রো ২ (Airpods Pro 2)।

    অ্যাপেল এই গ্যাজেটগুলোতে কী কী নতুন ফিচার এনেছে, তা বিস্তারিত দেখে নিন-

    আইফোন ১৪

    এই ফোনটিতে আইফোন ১৩ থেকে খুব একটা তফাত নেই। তবে এর মূল্য ৭৯৯ ডলার। প্রায় ৬৩,৭০০ টাকা। এতে A 15 সিস্টেমের চিপ ব্যবহার করা হয়েছে এবং এতে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আইফোন ১৪ মডেলে ৬.১ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে।

    আইফোন ১৪ প্লাস

    আইফোন ১৪ -এর বড় ভার্সনই হল আইউোন ১৪ প্লাস, এতে ৬.৭ ইঞ্চার ডিসপ্লে রয়েছে। তাছাড়া বাকি সব ফিচার আইফোন ১৪ -এর মতই। iPhone 14 Plus-এর দাম ৮৯৯ ডলার (প্রায় ৭১,৬০০ টাকা) থেকে শুরু হয়েছে।

    আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স

    আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স – একটি নতুন ডায়নামিক আইল্যান্ড নচ ডিজাইন নিয়ে এসেছে। আইফোন ১৪ প্রো তে ৬.১-ইঞ্চি ডিসপ্লে ও আইফোন ১৪ প্রো ম্যাক্সে ৬.৭-ইঞ্চি ডিসপ্লের থাকবে। উভয়ই অ্যাপল ফোনেই A16 বায়োনিক চিপসেট রয়েছে। এছাড়াও ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা দেওয়া হয়েছে ফোনে। আইফোন ১৪ প্রো -এর দাম শুরু হচ্ছে ৯৯৯ ডলার (প্রায় ৭৯,৬০০ টাকা), যেখানে আইফোন ১৪ প্রো ম্যাক্স এর দাম শুরু হচ্ছে ১০৯৯ ডলার (প্রায় ৮৭,৬০০ টাকা)।

    আরও পড়ুন: নিলাম হল ২০০৭ সালের প্রথম প্রজন্মের আইফোন! দাম শুনলে অবাক হবেন…

    অ্যাপেল ওয়াচ ৮

    এই ওয়াচে থাকবে অল ডে ব্যাটারি লাইফ।  এর দাম শুরু হবে  ৩৯৯ ডলার (প্রায় ৩১,৮০০ টাকা) থেকে। কেবল GPS  ফিচার এই দামে পাওয়া যাবে। এছাড়াও স্লিপ ট্র্যাকিং, ইসিজি, ব্লাড অক্সিজেন ট্র্যাকিং ছাড়াও টেমপারেচার ট্র্যাকিং থাকছে এই ওয়াচ সিরিজে। মহিলাদের পিরিয়ড সাইকেলের বিষয়েও সতর্ক করবে এই স্মার্টওয়াচ।

    অ্যাপেল ওয়াচ এসই

    সিরিজ ৮-এর মতো একই মোশন সেন্সর, ক্র্যাশ ডিটেকটর বৈশিষ্ট্যগুলিও রয়েছে৷ GPS -এর জন্য এটির দাম ২৪৯ ডলার অর্থাৎ প্রায় ১৯,৯০০ টাকা।

    অ্যাপেল ওয়াচ আলট্রা

    অ্যাপলের দাবি, সবথেকে টেকসই স্মার্টওয়াচ হতে চলেছে আল্ট্রা। এর দাম শুরু হচ্ছে ৭৯৯ ডলার (প্রায় ৬৩,৭০০ টাকা) থেকে।

    এয়ারপডস প্রো ২

    অ্যাপেল সংস্থা তাদের লঞ্চ ইভেন্টে নতুন এয়ারপডস প্রো ২ লঞ্চ করেছে। এতে স্প্যাশিয়াল অডিও এবং আরও ভাল নয়েজ ক্যানসেলেশনের প্রযুক্তি ছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। AirPods Pro 2-এর দাম রাখা হয়েছে ২৪৯ ডলার (প্রায় ১৯,৯০০ টাকা)। এটির ৬ ঘণ্টার ব্যাটারি লাইফ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Nokia: ভারতে লঞ্চ করা হল ‘নোকিয়া’-র Nokia 5710 ফোন, যাতে রয়েছে ইনবিল্ট ওয়্যারলেস ইয়ারবাড

    Nokia: ভারতে লঞ্চ করা হল ‘নোকিয়া’-র Nokia 5710 ফোন, যাতে রয়েছে ইনবিল্ট ওয়্যারলেস ইয়ারবাড

    মাধ্যম নিউজ ডেস্ক: নোকিয়া (Nokia) সংস্থার তরফে এক নতুন চমক আনা হয়েছে। গতকাল লঞ্চ করা হল Nokia 5710 XpressAudio ফোন। আর এর আকর্ষণ হল এতে রয়েছে ইনবিল্ট ওয়্যারলেস ইয়ারবাড (in-built wireless earbuds)। ফলে এই ফোন ভারতে লঞ্চ করার ফলে অনেকেই বেশ আগ্রহ দেখিয়েছে ফোনটি কেনার জন্য। জানা গিয়েছে, ১৯ সেপ্টেম্বর থেকেই এই ফিচার সহ ফোনটি অফলাইন ও অনলাইন উভয় জায়গাতেই পাওয়া যাবে। তবে এই এয়ারপডসের ফিচার সহ ফোনটি বর্তমানে নোকিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে।

    Nokia 5710 XpressAudio  এই ফিচারটি Nokia Classics পোর্টফোলিওর নতুন সংযোজন। HMD Global-India and MENA- এর ভাইস প্রেসিডেন্ট সনমিত সিং কোচার এক বিবৃতিতে বলেন, “Nokia 5710 XpressAudio সঙ্গীতপ্রেমীদের জন্য ডিজাইন করা হয়েছে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ লোকের জন্য, যারা প্রতিদিনের যোগাযোগের জন্য ফিচার ফোনের উপর নির্ভর করে এবং তারা নোকিয়াতে ৪জি-এর অভিজ্ঞতা লাভ করতে চলেছে।”

    আরও পড়ুন: আইফোন ১৪ ছাড়া কী কী লঞ্চ হল অ্যাপেল ইভেন্টে, জানেন?

    নোকিয়া এই ফিচার ফোনটিতে রয়েছে ২.৪-ইঞ্চি QVGA ডিসপ্লে। এর সঙ্গে একটি Unisoc T107​ চিপসেট পাবেন। এই ফোনের স্ক্রিনের দুই পাশেই মিউজিক কন্ট্রোলের বোতাম রয়েছে। হ্যান্ডসেটটিতে ডিসপ্লের নিচে একটি T9 কীবোর্ড রয়েছে। স্মার্টফোনটির পিছনে আছে একটি ০.৩-মেগাপিক্সেল ক্যামেরা। এতে ১৪৫০mAh ব্যাটারি প্যাক রয়েছে, যা আপনি খুলতেও পারবেন। আপনি যদি এই ফোনটি এখনই কিনতে চান, তবে কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে কিনতে পারবেন।

    ভারতে নতুন লঞ্চ হওয়া Nokia 5710 XpressAudio-এর দাম রাখা হয়েছে ৬,৪৯৯ টাকা। বর্তমানে এটি কোম্পানির ওয়েবসাইটে ৪৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এটি সাদা ও লাল এবং কালো ও লাল রঙ মিলিয়ে পাওয়া যাচ্ছে। এই ফোনের অন্যতম আকর্ষণ হল এটি ৪৮MB পর্যন্ত RAM এর সাথে ১২৮MB ইনবিল্ড স্টোরেজ দিয়ে তৈরি করা।

    আরও পড়ুন: নেটওয়ার্ক ছাড়াই ফোন কল! অ্যান্ড্রয়েট ১৪-এ গুগল নিয়ে আসতে চলেছে স্যাটেলাইট কানেক্টিভিটি

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share