Category: গ্যাজেট

Get updated Gadget related news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Budget 5G Smartphone: বাজেট ফোনে ৫জি সাপোর্ট ও ফিচার পাওয়া মুশিকল, মানছেন বিশেষজ্ঞরা

    Budget 5G Smartphone: বাজেট ফোনে ৫জি সাপোর্ট ও ফিচার পাওয়া মুশিকল, মানছেন বিশেষজ্ঞরা

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর মরসুমেই ভারতে আসছে ৫জি (5G) পরিষেবা।  যার গতি হবে এখনকার থেকে ১০ গুণ বেশি। স্পেকট্রাম বণ্টনের পরেই পরিষেবাপ্রদানকারী সংস্থাগুলোকে প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছিলেন টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রথম ধাপে কলকাতা, আমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দরাবাদ, জামনগর, লখনউ, মুম্বই, পুণেতে মিলবে ৫জি পরিষেবা। ছড়িয়ে পড়বো দেশের নানা প্রান্তে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আপনার ফোনটিও হতে হবে ৫জি। কিন্তু ভারতে মানুষের সাধ্যের মধ্যে ৫জি ফোনের নানান ধরনের ভ্যারিয়েশন পাওয়া মুশকিল, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। ৫জি নেটওয়ার্ক রোল আউট করে গেলেও বাজারে বাজেট ফোনগুলো বেশিরভাগই থাকবে ৪জি। এখনও ভারতীয় বাজারে বেশ কিছুদিন নিজের আধিপত্য বজায় রাখবে ৪জি সাপোর্টেড ফোন। বিশেষজ্ঞদের ধারণা, আগামী দুই থেকে তিন বছরও ৪জি ফোনই থাকবে সাধারণের বাজেটের মধ্যে।

    আরও পড়ুন: ওজন কমাতে চান? ভুল করেও এই ৫টি কাজ কখনই করবেন না

    সম্প্রতি রিলায়েন্স জানিয়েছে, চলতি বছর অক্টোবরেই ভারতে ৫জি পরিষেবা চালু করবে রিলায়েন্স জিও (Jio 5G)। শোনা গিয়েছে, অক্টোবরেই ভারতী এয়ারটেলও ভারতে ৫জি (Airtel 5G) নেটওয়ার্কের রোল আউট শুরু করবে। জিও এবং এয়ারটেলের পাশাপাশি ভোডাফোন-আইডিয়াও ভারতে ৫জি পরিষেবা লঞ্চ করতে চায় বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি সরকারি সংস্থা বিএসএনএল (BSNL) এবং আদানি (Adani) গ্রুপের ৫জি পরিষেবা লঞ্চের কথাও শোনা গিয়েছে। নোকিয়া সংস্থাও নাকি ভারতে ৫জি পরিষেবা চালু করতে পারে। কিন্তু বিভিন্ন ফোন প্রস্তুতকারক সংস্থাগুলি কবে তাদের ৫জি মডেলের বাজেট সেজমেন্টে লঞ্চ করবে তা নিশ্চিত নয়। শুধু ৫জি ফোন বাজারে আনলে হবে না তার দামও থাকতে হবে আমজনতার সাধ্যের মধ্যে। তবেই সেই ফোন মার্কেটে চলতে পারবে, অভিমত বাণিজ্যিক মহলের।

    আরও পড়ুন: ‘গুগল মিট’-এ আসতে চলেছে নতুন ফিচার, মিটিং-এ মিউট আনমিউট করা হবে আরও সহজ!

    ৫জি সাপোর্ট করা যে কোনও ফোনের নূন্যতম দাম হতে পারে ১২ হাজার টাকা। ১৫ হাজার টাকা হলে তার ফিচার হবে মোটের উপর ভাল। ২০ হাজার টাকার উপরে উঠলে তবেই ৫জি ফোনে ভাল ফিচার দেওয়া সম্ভব বলে মানছেন ফোন প্রস্তুতকারী সংস্থাগুলি। কিন্তু ১০ হাজারের নীচে ৫জি সাপোর্টেড ফোন দেওয়া এখনই সম্ভব নয় অভিমত বিশেজ্ঞদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • Telegram: টেলিগ্রামেও রয়েছে ‘সিডিউল মেসেজ’ ফিচার! জানুন কীভাবে মেসেজ সিডিউল করবেন …

    Telegram: টেলিগ্রামেও রয়েছে ‘সিডিউল মেসেজ’ ফিচার! জানুন কীভাবে মেসেজ সিডিউল করবেন …

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে যে দুটো মেসেজিং প্ল্যাটফর্ম বেশি ব্যবহার করা হয় সেগুলো হল হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম। হোয়াটসঅ্যাপের যেমন চাহিদা রয়েছে তেমনই রাশিয়ান অ্যাপ টেলিগ্রামেরও চাহিদা রয়েছে। তবে এই দুটো মেসেজিং অ্যাপেই কিছু না কিছু খামতি রয়েছে। যেমন হোয়াটসঅ্যাপে End to End Encryption থাকলেও টেলিগ্রামে সেই সুবিধা নেই। অন্যদিকে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার Telegram এ থাকলেও সেগুলি Whatsapp এ এখনও পর্যন্ত আপডেট হয়নি। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফিচার হল ‘সিডিউল মেসেজ’। অর্থাৎ কোনও ব্যক্তিকে একটি নির্দিষ্ট সময়ে মেসেজ করার ক্ষেত্রে আগের থেকে শিডিউল রাখা যায়। এরপর মেসেজ যে সময়ে সিডিউল করা হবে ঠিক সেই সময়েই সেন্ড হয়ে যাবে।

    আরও পড়ুন: গোপনে কেউ হোয়াটসঅ্য়াপ চ্যাটের স্ক্রিনশট নিচ্ছে? চিন্তা নেই, আসতে চলেছে নতুন ফিচার

    হোয়াটসঅ্যাপের সাহায্যে পেমেন্ট করা, মেসেজ রিঅ্যাকশন ফিচার, নিরাপত্তা ভিত্তিক বিভিন্ন ফিচার থাকলেও এখনও মেসেজ সিডিউলের কোনও অপশন আসেনি। অফিসের কাজে অনেক ক্ষেত্রেই কোনও মেসেজ টাইম স্পেসিফিক থাকে। নির্দিষ্ট সময়েই পাঠাতে হয়। কিন্তু হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে মনে করে রাখতে হয়। কারণ এই অ্যাপে টেলিগ্রামের মত সুবিধা নেই। তবে এই জনপ্রিয় ফিচারটি কিন্তু টেলিগ্রামে নতুন আসেনি। অনেকদিন ধরেই এই ফিচারটি অ্যাপে আছে যা অনেকের অজানা। এমনকি কীভাবে সিডিউল করতে হয় তাও হয়তো অনেকেই জানেন না। তাই আজ খুব সহজেই জেনে নিন কীভাবে মেসেজ সিডিউল করতে হয়-

    • টেলিগ্রাম অ্যাপ খুলুন। যাকে মেসেজ পাঠাতে চাইছেন তার টেক্সট উইন্ডোটি ওপেন করুন।
    • টেক্সটের জায়গায় আপনার মেসেজটি টাইপ করুন।  
    • এরপর Send অ্যারোর জায়গায় লং প্রেস করুন।
    • এরপর একটি Schedule Message বলে অপশন দেখা যাবে।
    • সেখানে ক্লিক করলেই অপশন আসবে কোন দিন এবং কোন সময় মেসেজটি পাঠাতে চাইছেন আপনি।
    • এরপর নিজের প্রয়োজন মতো টাইম ও ডেট সিলেক্ট করে দিন এবং একদম নিচে থাকা নীল বাটনটি প্রেস করুন।
    • এরপরেই আপনার মেসেজটি নির্দিষ্ট টাইমে সেন্ড হয়ে যাবে।
  • National Flag DP: ‘হর ঘর তিরঙ্গা’ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ডিপি-র সঠিক মাপ জানেন তো?

    National Flag DP: ‘হর ঘর তিরঙ্গা’ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ডিপি-র সঠিক মাপ জানেন তো?

    মাধ্যম নিউজ ডেস্ক:  স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিসপ্লে পিকচার অথবা ডিপি বদলের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ফেসবুক ও টুইটারে প্রোফাইল পিকচারে জাতীয় পতাকার (Indian National Flag) ছবি দেখা গিয়েছে। নিজের সোশ্যাল মিডিয়ার ছবি বদলে দেশের জনতাকেও প্রোফাইল পিকচারে জাতীয় পতাকার ছবি দিতে উদ্বুদ্ধ করেন তিনি । ৭৬ তম স্বাধীনতা দিবস (76th Independence Day) উপলক্ষে দেশের নাগরিকদের কাছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি করা পালন করার ডাক দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ছবিতে জাতীয় পতাকার ছবি দেওয়ার জন্য সকল দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন মোদি।      

    [tw]


    [/tw]

    ট্যুইটে মোদি লিখেছেন, “আজকের ২ অগস্ট দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। যখন আমরা আজাদি কা অমৃত মহোৎসব পালন করছি, তখন আমরা ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির মাধ্যমে জাতীয় পতাকাকে উদযাপন করব। সেই কারণে সব সোশ্যাল মিডিয়াতে আমার ডিপি বদলেছি এবং আপনাদেরও ছবি বদলানোর অনুরোধ করছি।” জাতীয় পতাকার নকশা প্রণয়নকারী পিঙ্গালি ভেঙ্কাইয়াকেও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে মোদি লেখেন, “জন্মবার্ষিকীতে পিঙ্গালি ভেঙ্কাইয়াকে শ্রদ্ধা নিবেদন করছি। জাতীয় পতাকা প্রদান করার জন্য আমাদের দেশ সারাজীবন তাঁর কাছে ঋণী থাকবে। জাতীয় পতাকা নিয়ে আমরা গর্বিত এবং তাঁর থেকে উদ্দীপনা নিয়ে আমরা দেশের উন্নতিতে কাজ করব।”   
     
    [tw]


    [/tw]

    এবার জেনে নিন কীভাবে জাতীয় পতাকায় বদলাবেন আপনার প্রোফাইল পিকচার? 

    ফেসবুক

    প্রথমে প্রোফাইল পিকচারে ট্যাপ করুন। তারপর ‘Add Frame’ করুন। 

    তারপর ‘Flags’ অপশনে গিয়ে , তালিকায় ‘India’ – তে ক্লিক করুন।

    তাহলেই ভারতের পতাকা আপনার প্রোফাইল পিকচার হিসেবে সেভ হয়ে যাবে। 

    ইনস্টাগ্রাম

    প্রোফাই আইকনে যান।

    সেখানে গিয়ে চেঞ্জ প্রোফাইল ফটোতে গিয়ে আগে থেকে ডাউনলোড করা তেরঙ্গার ছবি সিলেক্ট করুন।

    তাহলেই জাতীয় পতাকা চলে আসবে প্রোফাইলে।

    হোয়াটসঅ্যাপ 

    প্রোফাই ছবিতে যান।

    সেখানে গিয়ে চেঞ্জ প্রোফাইল ফটোতে গিয়ে আগে থেকে ডাউনলোড করা তেরঙ্গার ছবি সিলেক্ট করুন।

    তাহলেই জাতীয় পতাকা চলে আসবে প্রোফাইলে।

    ট্যুইটার

    একই ভাবে বদলাতে পারবেন ট্যুইটারের প্রোফাইল পিকচার। 

    কিন্তু ছবি সেভ করলেই হবে না। খেয়াল রাখতে হবে কোনও ভাবেই যেন দেশের জাতীয় পতাকার অবমানতা না হয়। কারণ ছবির মাপ ঠিক না হলে যেকোনও জায়গা থেকে কেটে যেতে পারে ছবি। তাই কোন সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কত মাপের ডিপি দেওয়া যায় সেটা জেনে ছবি পছন্দ করুন। 

    জেনে নিন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্যে কোন মাপের ছবি লাগবে? 

    ফেসবুক: ১৭০/১৭০  পিক্সেল 
    ট্যুইটার: ৪০০/৪০০ পিক্সেল 
    ইনস্টাগ্রাম: ১৮০/১৮০ পিক্সেল 
    হোয়াটসঅ্যাপ: ৫০০/৫০০ পিক্সেল 

     

  • Gmail New Feature: এবারে মেসেজ, ভিডিও কল করা যাবে জিমেলে! গুগল নিয়ে এল নতুন ফিচার

    Gmail New Feature: এবারে মেসেজ, ভিডিও কল করা যাবে জিমেলে! গুগল নিয়ে এল নতুন ফিচার

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপের (WhatsApp) পর এবারে নতুন বৈশিষ্ট্য আসতে চলেছে জিমেলে (Gmail)। এতদিন পর্যন্ত গুগল তেমন কোনও নতুন আপডেট আনেনি জিমেলের জন্য। তবে এবারে একাধিক নতুন নতুন বৈশিষ্ট্য নিয়ে হাজির হয়েছে গুগল। এবারে পুরো চেহারাই বদলে নতুন রূপ দেওয়া হবে গুগল-এর অত্যন্ত জনপ্রিয় এই ইমেল সার্ভিস জিমেলকে। পুরো জিমেল-এর ওয়েবসাইট কে রিডিজাইন করা হবে বলে জানিয়েছে গুগল। আর তাছাড়াও এবার থেকে জিমেলেই আপনি কাউকে মেসেজ করা থেকে শুরু করে ভিডিও কল ইত্যাদি করতে পারবেন। জিমেলকে আরও বেশি আকর্ষণীয় করতে চলেছে গুগল।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপেও এবার বানাতে পারবেন নিজের ‘ডিজিটাল অবতার’, শীঘ্রই আসতে চলেছে এই ফিচার

    এরপর থেকে জিমেলেই চলে আসবে গুগল চ্যাট (Google Chat), গুগল মিট (Google Meet) এবং গুগল স্পেস (Google Space)। জিমেল উইন্ডোতেই এই তিনটি সার্ভিস দেখতে পাবেন ইউজাররা। এমনকি গুগল মিটে আর লিঙ্কেরও প্রয়োজন হবে না। গুগল-এর পক্ষ থেকে এদিন জানানো হয়েছে যে, চলতি বছরেই এই নতুন ইন্টারফেসে জিমেল ব্যবহার করতে পারবে ইউজাররা। আবার এতে ‘Material U’ -এর ডিজাইনের বৈশিষ্ট্যটি লঞ্চ করতে চলেছে। যেখানে নতুন বাটান, নতুন রং ব্যবহার করা হবে। এই ফিচারগুলো লঞ্চ করলে ইউজাররা খুব সহজেই শুধুমাত্র গুগল জিমেল থেকেই মেসেজ, ভিডিও কল, গ্রুপ কল করতে পারবেন। জিমেলেই একটি অপশন থাকবে যেখান থেকে আপনি চ্যাট ফিচারটি অন করলেই পাশে একটি প্যানেল চলে আসবে যেখানে চ্যাট, ভিডিও কল করার অপশন দেখাবে।

    আরও পড়ুন: গুগলের নয়া পলিসিতে বাড়বে সুরক্ষা, ফের প্লে স্টোরে যুক্ত করা হবে ‘অ্যাপ পারমিশন’

    তবে এমনটা হতেই পারে যে, জিমেলের নতুন ফিচার, ডিজাইন পছন্দ হয়নি। তবে চিন্তার কোনও কারণ নেই। কারণ আপনারা সহজেই আগের জিমেলে সুইচ করতে পারবেন। এক্ষেত্রে সেটিংসে গিয়ে সুইচ করতে হবে। এছাড়াও ট্যাবলেটে জিমেল ব্যবহার আরও মজাদার করার জন্য গুগল আরও নতুন ফিচারের ওপর কাজ করছে। খুব শীঘ্রই এই ফিচারগুলো সমস্ত ইউজাররা ব্যবহার করতে পারবে।

  • WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপেও এবার বানাতে পারবেন নিজের ‘ডিজিটাল অবতার’, শীঘ্রই আসতে চলেছে এই ফিচার

    WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপেও এবার বানাতে পারবেন নিজের ‘ডিজিটাল অবতার’, শীঘ্রই আসতে চলেছে এই ফিচার

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের নতুন ফিচার হোয়াটসঅ্যাপে (WhatsApp)! জানা গিয়েছে এবারে ‘অবতার’ (Avatar) সেকশনের জন্য কাজ শুরু করে দিয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এরকম নিজের অবতার বানানো যায় ফেসবুক (Facebook), স্ন্যাপচ্যাটে (Snapchat)। এবারে হোয়াটসঅ্যাপেও এই মজাদার ফিচারটি আসতে চলেছে। বর্তমানে এই অবতার বানানোর ট্রেন্ডটি তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

    ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের প্ল্যাটফর্মটিতে প্রায়শই একাধিক ফিচার যুক্ত করে থাকে। এর মধ্যে অনেক ফিচার বেশ মজাদারও হয়। বেশ কয়েকটি রিপোর্ট থেকে জানা গেছে যে, মেটা (Meta) মালিকানাধীন কোম্পানিটি এবার আনতে চলেছে ডিজিটাল অবতার ফিচার। এছাড়াও আরও জানা গিয়েছে এই ফিচারে ভিডিও কলের সময় অবতারের ছবিটি মাস্ক হিসেবে ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। এবং পরে এটিকে স্টিকার হিসেবেও ব্যবহার করা যাবে। ভবিষ্যতে আপডেটের মাধ্যমে এই ফিচার মেসেজিং প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে বলে জানা গিয়েছে।

    আরও পড়ুন: ডিলিট করা মেসেজও পড়া যাবে হোয়াটসঅ্যাপে! এই নয়া ফিচার সম্পর্কে জানেন কী?

    সেকশনটিকে ইতিমধ্যেই সংস্থার অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২২.১৬.১১-এ দেখা গেছে যা গুগল প্লে (Google Play) বিটা প্রোগ্রামের মাধ্যমে উপলব্ধ। এই ফিচারটি যুক্ত করা হলে ব্যবহারকারীরা নিজেদের অবতার তৈরি এবং কাস্টমাইজ করার পাশাপাশি সেগুলিকে স্টিকার হিসেবে ও ভিডিও কলে মাস্ক হিসেবে ব্যবহার করতে পারবে। জানা গিয়েছে এখনও ফিচারটি ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। এমনকি এখনও বিটা টেস্টারদের জন্যও উপলব্ধ হয়নি ফিচারটি। এই ফিচারটি হোয়াটসঅ্যাপের জন্য একেবারেই নতুন। তাই এটি হোয়াটসঅ্যাপে অন্তর্ভুক্ত হতে প্রায় অনেকটাই সময় লেগে যাবে বলে আশা করা হচ্ছে।

    উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ বর্তমানে একাধিক নতুন নতুন ফিচারের ওপর কাজ করে চলেছে। অ্যাপটিকে আরও আকর্ষিত করার জন্যে হোয়াটসঅ্যাপ সংস্থা একের পর এক বৈশিষ্ট যোগ করছে। এছাড়াও এটি ইউজারদের নিরাপত্তাও দিয়ে থাকে। তাই তো হেয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যাও ক্রমশ বেড়েই চলেছে। তবে এবারের ফিচারটি একেবারে নতুন, তাই ইউজাররা এই ফিচার ব্যবহার করার জন্যে যথেষ্ট উৎসুক।  

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের স্টেটাসে এবারে শেয়ার করুন ‘ভয়েস নোট’, নতুন ফিচার লঞ্চ সংস্থার

     

     

     

  • Google Play Store: গুগলের নয়া পলিসিতে বাড়বে সুরক্ষা, ফের প্লে স্টোরে যুক্ত করা হবে ‘অ্যাপ পারমিশন’

    Google Play Store: গুগলের নয়া পলিসিতে বাড়বে সুরক্ষা, ফের প্লে স্টোরে যুক্ত করা হবে ‘অ্যাপ পারমিশন’

    মাধ্যম নিউজ ডেস্ক: গুগল প্লে স্টোর তার ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য এক বিশেষ পদক্ষেপ নিতে চলেছে। যার ফলে ব্যবহারকারীর ফোনের তথ্য অন্য কারোর হাতে যেতে পারবে না। স্মার্টফোন ব্যবহারকারীরা তাঁদের ফোনে বিভিন্ন ধরণের অ্যাপ ব্যবহার করে থাকে। আর এই অ্যাপগুলো ডাউনলোড করা হয় গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে। তবে ডাউনলোড করা অ্যাপ যে সবসময় নিরাপদ হবে, এমন কিন্তু নয়। এমন অনেক ঘটনা উঠে এসেছে যেখানে দেখা গিয়েছে, গুগল স্টোরের অনেক অ্যাপ (App) যা আপনার ফোনের জন্য ক্ষতিকারক তো বটেই, ব্যবহারকারীদের নিজস্ব কিছু তথ্যও সেই অ্যাপের মাধ্যমে চলে যায়। তাই ব্যবহারকারীদের সুবিধার্থে ‘অ্যাপ পারমিশন’ (App Permission) নামক বৈশিষ্টটি আনতে চলেছে গুগল (Google)।

    আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, কোনও অ্যাপ ডাউনলোড করার পর, সেই অ্যাপ ইনস্টল করার জন্য ব্যবহারকারীর কাছে অনেক কিছুর অ্যাক্সেস করার অনুমতি চাওয়া হয়। আর এই অনুমতি দিলেই অ্যাপের মাধ্যমে বহু গুরুত্বপূর্ণ তথ্য পাচার হয়ে যায়। যারা এই বিষয়ে জানেন, তারা সহজেই কোনও কিছুর অনুমতি দেয় না। কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক ব্যবহারকারীরা না বুঝেই সেই অ্যাক্সেস দিয়ে দেন, যার ফলে ভবিষ্যতে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয় তাদের।

    আরও পড়ুন: এবার গুগল ম্যাপ দেখেই জানতে পারবেন টোল ট্যাক্সের তথ্য!

    আর এই বিপদ থেকে দূর করতে ও ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষার জন্য আরও অ্যাক্টিভ হচ্ছে গুগল। এবার থেকে প্লে-স্টোরে কোনও অ্যাপ ডাউনলোড করার সময় সেই অ্যাপ, ব্যবহারকারীদের থেকে কী কী তথ্য সংগ্রহ করছে, কীভাবে সেই তথ্য ব্যবহার করা হচ্ছে, তা জানতে পারবেন ব্যবহারকারীরা। এই নতুন নিয়ম গুগলের নতুন পলিসি ‘ডেটা সেফটি’ (Data Safety)-র মধ্যে আনা হবে। গুগল জানিয়েছে, এবার থেকে অ্যাপ ডেভলপারদের জানাতে হবে যে, তারা ব্যবহারকারীদের কাছ থেকে কী কী তথ্য চাইছে, সেই তথ্য তারা কীভাবে সংগ্রহ করছে ও কীভাবে সেইসব তথ্য ব্যবহার করা হচ্ছে। গুগল ব্রাউজার ও প্লে স্টোর দুই ক্ষেত্রেই এই নতুন পলিসি কার্যকর হবে জানিয়েছে গুগল।

    প্রসঙ্গত এই ‘অ্যাপ পারমিশন’ নামক বৈশিষ্টটি আগেই গুগল প্লে স্টোরে অন্তর্ভুক্ত করা ছিল। কিন্তু কয়েক সপ্তাহ আগেই এটি সরিয়ে দেওয়ায় ইউজাররা তাদের তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলে। তাই পরে গুগলের তরফে জানানো হয়েছে, তারা আবার এটি শীঘ্রই ফিরিয়ে আনতে চলেছে।

    আরও পড়ুন: থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপে নিষেধাজ্ঞা জারি গুগলের

  • WhatsApp New Feature: ডিলিট করা মেসেজও পড়া যাবে হোয়াটসঅ্যাপে! এই নয়া ফিচার সম্পর্কে জানেন কী?

    WhatsApp New Feature: ডিলিট করা মেসেজও পড়া যাবে হোয়াটসঅ্যাপে! এই নয়া ফিচার সম্পর্কে জানেন কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: এতদিনে হোয়াটসঅ্যাপ (WhatsApp) আপনাদের মেসেজ ডিলিট করার অপশন দিয়েছিল। কিন্তু এবারে আপানারা ডিলিট করা মেসেজও পড়তে পারবেন। এমনই এক নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ এখন হোয়াটসঅ্যাপ। আর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যাও ক্রমশ বেড়েই চলেছে। ব্যবহারকারীদের সুবিধায় নিজেকে প্রতিনিয়ত আপডেটও করছে এই অ্যাপ। ফলে প্ল্যাটফর্মটির ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো হচ্ছে। নিমেষের মধ্যে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা সম্ভব হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এছাড়াও মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ সংস্থা প্রায়ই আপডেট নিয়ে আসে নতুন নতুন ফিচার নিয়ে। তাই এবারেও আরও একটি ফিচারের ওপর কাজ করা শুরু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা।

    আরও পড়ুন: সেনা, ডিআরডিও-র গোপন তথ্য হাতাতে ছড়ানো হচ্ছে ম্যালওয়ার! সতর্ক থাকার নির্দেশ

    এবারের নতুন ফিচারে ডিলিট করা মেসেজও আপনি পড়তে পারবেন তাও আবার যে কোনও সময়ে। আগে ব্যবহারকারীদের মেসেজ ডিলিট করার জন্যে নির্দিষ্ট সময়ও দেওয়া হত এবং কিছুদিন আগেই এই সময়ও বাড়িয়ে দুদিন পর্যন্ত করা হয়েছিল। হোয়াটসঅ্যাপের WABetaInfo-এর একটি রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, এই নতুন বৈশিষ্ট্যের পরে মেসেজ ডিলিট করলেও ‘কেপ্ট মেসেজ’ (Kept Message) বলে সেকশনে তা দেখতে পারবেন। এমনকি কোনও গ্রুপের শুধুমাত্র অ্যাডমিন নয়, সমস্ত সদস্যই দেখতে পারবেন ডিলিট করা মেসেজ। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম ‘Disappearing Kept Messages’।

    আরও পড়ুন: মেসেজ ‘ডিলিট ফর এভরিওয়ানে’ নতুন বদল আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

    যদিও এই ফিচারটিকে নিয়ে বর্তমানে পরীক্ষা করা হচ্ছে। তবে শীঘ্রই এই ফিচার আনার পরিকল্পনা করছে সংস্থা। ডিলিট করা মেসেজ ‘কেপ্ট মেসেজ’ সেকশনে রাখার ক্ষেত্রে গ্রুপ অ্যাডমিনদের জন্য কিছু বাড়তি সুবিধাও দেওয়া হতে পারে, এমনটাই জানা গিয়েছে রিপোর্ট সূত্রে। কেপ্ট মেসেজের পাশাপাশি হোয়াটসঅ্যাপ আরও একটি ফিচার ‘পাস্ট পারটিসিপেন্ট’ (Past Participant)-এ কাজ করছে। এর আগে শোনা গিয়েছিল হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার লঞ্চ করতে চলেছে যেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্যরা গ্রুপ ছেড়ে দিলে কোনও নোটিফিকেশনই পাবে না , শুধুমাত্র অ্যাডমিন ছাড়া। অর্থাৎ কে গ্রুপ ছাড়ছেন তা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন দেখতে পাবেন। অন্যান্য সদস্যরা দেখতে পাবেন না। কিন্তু ভবিষ্যতে এই নতুন ফিচার ‘পাস্ট পারটিসিপেন্ট’ চালু হলে হোয়াটসঅ্যাপ গ্রুপের সমস্ত সদস্যরাই দেখতে পাবেন যে কারা গ্রুপ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। এমনকি ওই গ্রুপে আগে কে কে ছিল বা কে কে গ্রুপ ছেড়ে বেরিয়ে গেছেন, সমস্ত কিছুই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা দেখতে পাবেন।

  • iPhone 14: চিন নয়, এবার ভারতেই আইফোন-১৪ তৈরির সিদ্ধান্ত নিল অ্যাপেল

    iPhone 14: চিন নয়, এবার ভারতেই আইফোন-১৪ তৈরির সিদ্ধান্ত নিল অ্যাপেল

    মাধ্যম নিউজ ডেস্ক: সেপ্টেম্বরে লঞ্চ হতে চলেছে নতুন আইফোন ১৪ সিরিজ (iPhone-14)। এতদিন অ্যাপেলের (Apple) প্রায় সমস্ত ডিভাইস চিনেই তৈরি করা হত। কিন্তু এবারে চিনের থেকে মুখ সরিয়ে নিচ্ছে মার্কিন সংস্থা। তাই আইফোন ১৪ ঘিরে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে অ্যাপেল। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, অ্যাপেল চিন ছেড়ে এবার ভারতে আইফোন ১৪ তৈরির পরিকল্পনা করতে শুরু করেছে।

    দীর্ঘদিন ধরে চিনে আইফোন তৈরি করে আসছে অ্যাপেল। সূত্রের খবর অনুযায়ী, সাম্প্রতিক সময়ে শি জিনপিংয়ের সরকারের সঙ্গে মার্কিন সরকারের একাধিক ক্ষেত্রে দূরত্ব তৈরি হয়েছে। পাশাপাশি চিনে গোটা দেশ জুড়ে যে লকডাউনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তাতে অর্থনৈতিক ভাবে অনেক ক্ষতির মুখে পড়েছে অ্যাপেল। এর ফলেই গ্রাহকদের চাহিদা মেটাতে পারছে না অ্যাপেল। এই সমস্ত বিষয় আলোচনা করেই বিকল্প হিসেবে বেছে নিয়েছে ভারত-কে।

    আরও পড়ুন: সুখবর! এবছরের উৎসবের মরশুমে কমতে চলেছে মোবাইল ফোনের দাম

    আরও জানা গিয়েছে, চিনে তৈরি আইফোনের শিপিং শুরু হলেই তার ঠিক দু মাস বাদেই ভারতে আইফোন ১৪ তৈরি করা শুরু করবে অ্যাপেল। গত মঙ্গলবারে প্রকাশিত হওয়া একটি রিপোর্টে জানা গিয়েছে, সংস্থাটি ভারতে উৎপাদন বাড়ানোর জন্য সরবরাহকারীদের সঙ্গে কাজ করছে। আবার অ্যাপেলের তাইওয়ান-ভিত্তিক সরবরাহকারী সংস্থা ফক্সকন (Foxconn), চিন থেকে আইফোনের শিপিং এবং চেন্নাইয়ের বাইরে তার প্লান্টে আইফোন ১৪ আনার প্রক্রিয়া  খতিয়ে দেখছে। ইতিমধ্যেই ভারতে আইফোন ১৩ সিরিজ এবং অন্যান্য একাধিক পণ্য উৎপাদনের জন্য চেন্নাইয়ের কাছে শ্রীপেরামবুদুরে ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন করেছে ফক্সকন। ফক্সকন হল আইফোন তৈরির সংস্থা।

    রিপোর্টে আরও বলা হয়েছে, ভারত থেকে প্রথম আইফোন ১৪-এর উৎপাদন অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাপেল সংস্থাটি ইতিমধ্যেই চিনের পরিবর্তে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশকে আইফোন তৈরির জন্য বেছে নিতে শুরু করেছে। তবে আশা করা হচ্ছে, আগামী দিনে আইফোন উৎপাদন বৃদ্ধি করার জন্য ভারতে আরও ম্যানুফ্যাকচারিং সেটআপ গড়ে তুলতে পারে অ্যাপেল।

    আরও পড়ুন: দেশজুড়ে মোবাইল ব্যবহারকারীর সংখ্যায় পতন, কোন সংস্থা কত লোকসানে?

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share