Category: গ্যাজেট

Get updated Gadget related news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • YouTube First Video: জানেন কি ইউটিউবের প্রথম ভিডিও কোনটি? কী বা আছে তাতে?

    YouTube First Video: জানেন কি ইউটিউবের প্রথম ভিডিও কোনটি? কী বা আছে তাতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে, গোটা বিশ্বের মানুষ ইউটিউব (Youtube) ছাড়া এক মুহূর্তও চলার কথা ভাবতে পারেন না। আমাদের জীবনে এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে ইউটিউব। তবে কখনও কি ভেবে দেখেছেন, যেই ইউটিউবে আমরা হাজার হাজার ভিডিও এখন দেখতে পাচ্ছি, তার প্রথম ভিডিও কী ছিল এবং কে-ই বা ওই ভিডিওটি শেয়ার করেছিল। তাই ফিরে দেখা যাক, ১৭ বছর আগে। প্রথম ইউটিউব ভিডিওটি পোস্ট করেছিলেন সহ-প্রতিষ্ঠাতা জাভেদ করিম (Jawed karim) এবং ভিডিওটির নাম “মি অ্যাট দ্য জু” (Me at the Zoo)। নেটমাধ্যমে এই ভিডিওটি আবার ভাইরাল হতেই নেটিজেনরা নস্টালজিক হয়ে পড়েছে।

    আরও পড়ুন: শীঘ্রই সোশ্যাল মিডিয়া-কেন্দ্রিক নিয়ম জারি করতে চলেছে কেন্দ্র?

    তবে অনেকের এখন এটাই জিজ্ঞাস্য যে, কি এমন ছিল এই ভিডিওতে। ১৭ বছর আগের আপলোড করা ১৯ সেকেন্ডের ভিডিওটিতে করিমকে সান দিয়েগোর একটি চিড়িয়াখানায় হাতিদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে যে, তিনি হাতিদের সামনে দাঁড়িয়ে আছে ও হাতিদের এত বড় শুঁড় কীভাবে সামলায় সেই নিয়েই বলেছেন।

    [insta]https://www.instagram.com/tv/Cen1tWaoQGd/?utm_source=ig_web_copy_link[/insta]

    তবে আশ্চর্যের বিষয় হল, এটিই তাদের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে আপলোড করা একমাত্র ভিডিও এবং এই সামান্য ভিডিওতে ২৩৫ মিলিয়ন ভিউ রয়েছে। তবে অনেকের ধারণা, এই ভিডিও থেকেই প্রথম ভ্লগিং করার চিন্তাধারা উঠে এসেছে। ইতিমধ্যেই এই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপে শেয়ার করতে শুরু করেছে অনেকেই ও এই থেকেই অনেকে জানতে পারে যে কীভাবে ইউটিউব শুরু হয়েছিল। ফলে নেটিজেনরা আবেগঘন হয়ে পড়ে। আবার অনেকে এই ভিডিও-এর নীচে কমেন্ট সেকশনে লেখেন যে, এই ইউটিউব অনেকের জীবনে বদলে দিয়েছে। এর মধ্যেই এই পোস্টটি ১৬৮,২৩৬ বার দেখা হয়েছে।

    আরও পড়ুন :এই ভুলটা করলেই হ্যাক হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপ! জেনে নিন এর থেকে বাঁচার উপায়…

    উল্লেখ্য, ইউটিউব ২০০৫ সালের ১৪ই ফেব্রুয়ারীতে চালু হয়েছিল। অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মধ্যে গুগলের (Google) পরেই ইউটিউবের স্থান। ওয়েবসাইট অনুসারে, ইউটিউবের ২.৫ বিলিয়নেরও বেশি মাসিক ব্যবহারকারী রয়েছে, যারা প্রায় প্রতিদিন এক বিলিয়ন ঘন্টার বেশি ভিডিও দেখেন।

  • Modi I-Day Speech: বিশ্বজুড়ে জনপ্রিয়তার শিখরে মোদি! ইউটিউবে ট্রেন্ডিং লালকেল্লার ভাষণ

    Modi I-Day Speech: বিশ্বজুড়ে জনপ্রিয়তার শিখরে মোদি! ইউটিউবে ট্রেন্ডিং লালকেল্লার ভাষণ

    মাধ্যম নিউজ ডেস্ক: ৭৬ তম স্বাধীনতা দিবসে (76th Independence Day) দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ((Narendra Modi) জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে কী বলবেন, সেদিকেই তাকিয়েছিল পুরো দেশবাসী। ফলে দেখা গিয়েছে লাল কেল্লা থেকে নরেন্দ্র মোদির ভিডিও ইউটিউবে (Youtube) ট্রেন্ডিং-এ রয়েছে। তাঁর জনপ্রিয়তা এতই যে তাঁর ভিডিও এবারে ট্রেন্ডিং-এ চলে এসেছে। এবারের স্বাধীনতা দিবস প্রত্যেকবারের তুলনায় একটু আলাদা ভাবেই উদযাপন করা হয়েছে। এবারের স্বাধীনতা দিবসে কী কী হতে চলেছে, তার জন্যও অপেক্ষা করছিল গোটা দেশবাসী।

    এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লালকেল্লায় (Red Fort) নবমবারের জন্য জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ও তারপরে জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রায় ৮৩ মিনিট ধরে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পতাকা উত্তোলনের ভিডিও ও তাঁকে গার্ড অফ অনার দেওয়ার সেই ভিডিও মঙ্গলবার পর্যন্ত ইউটিউবে ট্রেন্ডিং লিস্টের প্রথমে ছিল। তাঁকে গার্ড অনার দেওয়ার ভিডিওটিতে মঙ্গলবারের সন্ধ্যে পর্যন্ত ২০ মিলিয়ন ভিউ এসেছে। অন্যদিকে পতাকা উত্তোলনের ভিডিওতে ৪.৪ মিলিয়নের মত ভিউ এসেছে। সাধারণত, কোনও সিনেমা, গান ইউটিউবের ট্রেন্ডিং লিস্টে থাকে। কিন্তু এবারে দেশের প্রধানমন্ত্রীর ভিডিও ট্রেন্ডিং-এ আসায় বোঝাই যাচ্ছে যে, শুধুমাত্র নরেন্দ্র মোদির জনপ্রিয়তা শুধুমাত্র আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, পুরো বিশ্ব জুড়ে মোদির জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে।

    আরও পড়ুন: ৫ কোটিরও বেশি সেলফি ‘হর ঘর তিরঙ্গা’-র ওয়েবসাইটে, দাবি কেন্দ্রের

    এছাড়াও দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর আয়োজন করা হয়েছে। আর এরই ভিত্তিতে অনেক কর্মসূচির আয়োজন করেছে কেন্দ্র সরকার। তার একটি অংশ ছিল ‘হর ঘর তেরঙ্গা’। যেখানে জাতীয় পতাকা নিয়ে সেলফি (Selfie) বা ছবি ‘হর ঘর তেরঙ্গা’ (Har Ghar Tiranga) ওয়েবসাইটে (website) আপলোড (Upload) করার জন্য আহ্বান করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেখা গিয়েছে, এই আহ্বানেও বিপুল সাড়া পড়েছে। এই উদযাপনের ঝলক দেখার জন্যও পুরো বিশ্ববাসী অপেক্ষা করে ছিল।

    এছাড়াও মোদির জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ভিডিও প্রথম ছটি ট্রেন্ডিং ভিডিও-এর মধ্যে ছিল। এদিন তাঁর ভাষণে দেশের নারীশক্তির প্রসঙ্গ উঠে এসেছে। মহিলাদের সম্মানের কথা উল্লেখ করে লিঙ্গ বৈষম্য থেকে দূরে সরে আসার বার্তা দিয়েছেন তিনি। এছাড়াও আগামী ২৫ বছরে দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য অনেক বৃহত্তর সংকল্প গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তিনি।

    আরও পড়ুন: ‘আগামী ২৫ বছরে উন্নত দেশের রূপ নেবে ভারত’! জানেন লাল কেল্লায় কী বললেন প্রধানমন্ত্রী

     

     

  • 5G Smartphones: স্থানীয় পরীক্ষা করে তবেই ভারতে ছাড়া হবে ৫জি স্মার্টফোন, নির্দেশ কেন্দ্রের

    5G Smartphones: স্থানীয় পরীক্ষা করে তবেই ভারতে ছাড়া হবে ৫জি স্মার্টফোন, নির্দেশ কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: এয়ারটেল (Airtel), রিলায়েন্স জিও (Reliance Jio) এবং ভি (Vi) সহ ভারতের প্রধান টেলিকম অপারেটররা সতর্ক করেছে যে ভারতে ৫জি স্মার্টফোনের (5G smartphone) জোগান হ্রাস পেতে পারে। কারণ, কেন্দ্রীয় সরকারের (Modi Government) নতুন নিয়ম, যেখানে বলা হয়েছে, ভারতে বাজারে আসার আগে যে কোনও ৫জি ডিভাইসকে বাধ্যতামূলক স্থানীয় পরীক্ষা এবং শংসাপত্র (local testing and certification) সংগ্রহ করতে হবে। 

    এর অর্থ হল, যে সমস্ত নতুন 5G ফোন ভারতে লঞ্চ করা হবে, সেগুলিকে দেশে বিক্রি করার আগে একটি স্থানীয় পরীক্ষা এবং শংসাপত্র প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বিদেশী যে সব ৫জি ফোন ভারতে লঞ্চ করা হবে তাদেরও প্রথমে সেই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। পরীক্ষায় পাশ করলে তবেই ভারতের বাজারে বিক্রি করা যাবে সেই ৫জি ফোন। এর ফলে আশঙ্কা করা হচ্ছে ভারতে ঘাটতি দেখা দিতে পারে ৫জি ফোনের ক্ষেত্রে।

    কেন্দ্রের জারি করা নির্দেশে বলা হয়েছে, ভারত সরকারের তরফে জারি করা হয়েছে ৫ ধরনের টেস্টিং এবং সার্টিফিকেশন প্রক্রিয়া। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকেই ভারতে চালু হয়ে যাবে এই প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে ৫জি ফোনের বিভিন্ন ধরনের পরীক্ষা করা হবে। সেই পরীক্ষায় পাশ করলেই দেওয়া হবে সার্টিফিকেট। সেই সার্টিফিকেট পেলেই ভারতের বাজারে বিক্রি করা যাবে সেই 5G ফোন।

    শুধু ফোনই নয়, এছাড়া স্মার্টওয়াচ (smartwatch), ক্যামেরা এবং অন্যান্য কয়েকটি ইলেকট্রনিক দ্রব্য ভারতে বিক্রি করার আগে তা স্থানীয় ভাবে পরীক্ষা করাতে হবে। এরপর তাদের দেওয়া হবে ভারতের ‘লোকাল টেস্টিং সার্টিফিকেট’। ছাড়পত্র হাতে পেলে তবেই ভারতের বাজারে বিক্রি করা যাবে সেই সকল জিনিস। বিভিন্ন টেলিকম কোম্পানি (Indian Telecos) জানিয়েছে যে এর ফলে ভারতে ৫জি পরিষেবা (5G service) কিছুটা হলেও থমকে যেতে পারে। একই সঙ্গে ভারতের বাজারে (Indian markets) ৫জি ফোনের ঘাটতি দেখা দিতে পারে।

     

  • Whatsapp Backup Tips: হোয়াটসঅ্যাপে চ্যাট হিস্ট্রি ব্যাক-আপ চাইছেন? জেনে নিন সহজ পদ্ধতি

    Whatsapp Backup Tips: হোয়াটসঅ্যাপে চ্যাট হিস্ট্রি ব্যাক-আপ চাইছেন? জেনে নিন সহজ পদ্ধতি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে কোটি কোটি মানুষ হোয়াটসঅ্যাপকেই (Whatsapp) ভরসা করেন। কারণ ব্যবহারকারীদের বহু সুবিধা প্রদান করে এই সোশ্যাল মেসেজিং অ্যাপটি।

    হোয়াটসঅ্যাপ প্রদত্ত বহু সুবিধার মধ্যে অন্যতম জনপ্রিয় হল চ্যাট ব্যাক-আপ (Chat backup)। আপনার গুরুত্বপূর্ণ চ্যাট হিস্ট্রি (Chat History) আপনি সেভ করে রাখতে পারবেন গুগল ড্রাইভে (Google Drive)। নিজের ইচ্ছে মতো চ্যাটের দৈনিক, সাপ্তাহিক বা মাসিক হিস্ট্রি সেভ করে রাখতে পারবেন আপনি। ধাপে ধাপে জেনে নিন কী করে সেভ করবেন চ্যাট হিস্ট্রি।

    আরও পড়ুনঃ কী করে বুঝবেন কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করেছে কি না?

    ১। প্রথমে মেইন স্ক্রিনে তিনটি ডটের আইকনটিতে ক্লিক করুন।

    ২। সেখান থেকে সেটিংস-এ যান। ‘চ্যাট’ অপশনটিতে যান। সেখান থেকে ‘চ্যাট ব্যাকআপ’ (Chat Backup)।  গুগল ড্রাইভকে ব্যাকআপ নেওয়ার জন্যে সিলেক্ট করুন। 

    ৩। ‘নেভার’ বাদে অন্য যেকোনও ব্যাকআপ ফ্রিকুয়েন্সিকে সিলেক্ট করুন। দৈনিক, সাপ্তাহিক বা মাসিক হিসেবে ব্যাকআপ রাখতে পারবেন আপনি। আপনি যখন চাইবেন ফোন তখনই একমাত্র ব্যাকআপ নেবে এমন সুবিধাও আছে। সেক্ষেত্রে  “Only when I tap Back up” অপশনটিতে ক্লিক করতে হবে। 

    ৪। কোন গুগল অ্যাকাউন্টে আপনি চ্যাট হিস্ট্রি রাখতে চান তা সিলেক্ট করুন। 

    ৫। আপনার যদি ইতিমধ্যেই একটি গুগল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ‘অ্যাড অ্যাকাউন্ট’ অপশনটিতে যান এবং লগ-ইন অপশনটিতে যান। 

    ৬। ব্যাকআপ নেওয়ার ক্ষেত্রে কোন নেটওয়ার্কটি ব্যবহার করতে চান এবার সেটা সিলেক্ট করুন। 

    মনে রাখবেন মোবাইল ডেটায় (Mobile Data) ব্যাকআপ নিতে গেলে প্রচুর ডেটা খরচ হওয়ার সম্ভবনা রয়েছে। ওয়াই-ফাই (Wi-fi) নেটওয়ার্কে ব্যাকআপ নেওয়াই শ্রেয়। 

    যেহেতু একটি ‘থার্ড পার্টি সার্ভারে’ হিস্ট্রি রাখছেন তাই ব্যাকআপ নেওয়ার ক্ষেত্রে কিছু সুরক্ষাও অবলম্বন করার সুবিধা রয়েছে।

    আরও পড়ুনঃ মেসেজ রিঅ্যাকশন ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ, ভারতীয়দের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন

    জেনে নিন কী করবেন।

    ১। হোয়াটসঅ্যাপে গিয়ে পরপর এই অপশনগুলো ক্লিক করুন। সেটিংস> চ্যাটস> চ্যাট ব্যাকআপ> এন্ড টু এন্ড এনক্রিপটেড ব্যাকআপ 

    ২। ‘টার্ন অন’ বলে একটি অপশন পাবেন।

    ৩। পাসওয়ার্ড তৈরি করুন বা ৬৪ ডিজিটের এনক্রিপশন কি তৈরি করুন। 

    ৪। ব্যাকআপকে ‘এন্ড টু এন্ড এনক্রিপটেড’ করতে ক্রিয়েট- এ ক্লিক করুন। 

  • Cardless Cash Withdrawl: এবার কার্ড ছাড়াই ATM থেকে তোলা যাবে টাকা! কীভাবে, জেনে নিন

    Cardless Cash Withdrawl: এবার কার্ড ছাড়াই ATM থেকে তোলা যাবে টাকা! কীভাবে, জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার ব্যাঙ্ক গ্রাহকরা যে কোনও ব্যাঙ্কের এটিএম (Bank ATM) থেকে কার্ডবিহীন নগদ টাকা তুলতে পারবেন। শীঘ্রই এই কার্ডলেস ব্যবস্থা (Cardless Cash Withdrawl) চালু হতে চলেছে বলে জানি গিয়েছে। 

    সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) ঘোষণা করেছে, সমস্ত ব্যাঙ্কের এটিএম-এই কার্ড ছাড়া লেনদেনের সুবিধা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত ব্যাঙ্কের সমস্ত ব্রাঞ্চেই এই সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। 

    দেখে নেওয়া যাক কীভাবে এই কার্ড ছাড়া লেনদেন হবে। ধরে নেওয়া যাক, এক জন এসবিআই-এর গ্রাহক যদি ১০ হাজার টাকা এটিএম থেকে তুলতে চান। সেক্ষেত্রে তাঁকে কী করতে হবে। প্রথমে এসবিআই-এর মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ (Mobile Banking App) বা ইয়োনো ডাউনলোড করে নিতে হবে। 

    এর পর কাছের এটিএমে গিয়ে সিলেক্ট করতে হবে ইওনো-এর মাধ্যমে নগদ টাকা তোলার পদ্ধতি। কোনও গ্রাহকের কাছ থেকে এর পর কত টাকা তুলতে চান, তার একটি অঙ্ক জানতে চাওয়া হবে। সেখানে নির্দিষ্ট অঙ্ক, উদাহরণ মতো ১০ হাজার লিখতে হবে।

    এর পর গ্রাহক একটি ওটিপি পাবেন। তাঁকে সেই ওটিপি দিতে হবে এটিএম স্ক্রিনে। তা হলেই এই লেনদেন সম্পূর্ণ হবে। আপাতত আইসিআইসিআই, কোটাক মহিন্দ্রা, এইচডিএফসি ও এসবিআই-এর মতো কিছু ব্যাঙ্কে এই সুবিধা রয়েছে।

    এই বিষয়ে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস (RBI Governor Shaktikanta Das) বলেন, ‘এবার দেশের সব ব্যাঙ্কেই ইউপিআই ব্যবহার করে এটিএম থেকে টাকা তোলা যাবে। এই সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে লেনদেন আরও সহজ হবে। 

    ভারতের লেনদেন ব্যবস্থা ক্রমশ অনেকটাই মোবাইল ভিত্তিক হয়ে পড়ছে। মুদি দোকান থেকে চায়ের দোকান বা শপিং মলের কোনও বড় দোকান, সর্বত্রই ইউপিআই (UPI) ব্যবহার করে লেনদেন করা হয়। তবে দেশে খুব কম সংখ্যক ব্যাঙ্কের এটিএম-এ কার্ডলেস লেনদেন করা যায়। 

    আরবিআই-এর (RBI) মতে এই পদ্ধতিতে টাকা তোলার নিয়ম চালু হলে কার্ড স্কিমিং বা ক্লোনিং (card cloning) বন্ধ হবে। স্কিমার বা অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে হ্যাকাররা সাধারণ মানুষের টাকা চুরি করতে পারবে না। এর অর্থ, এই ধরনের লেনদেন চালু হলে এটিএম সম্পূর্ণ নিরাপদ হবে।

     

  • iPhone 14: আইফোন ১৪ ফোনে থাকছে স্যাটেলাইট কানেক্টিভিটি? পড়ুন বিস্তারিত

    iPhone 14: আইফোন ১৪ ফোনে থাকছে স্যাটেলাইট কানেক্টিভিটি? পড়ুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষা আর মাত্র কয়েকটা মাসের, তারপরই iPhone 14 সিরিজের উপর থেকে পর্দা সরিয়ে দেবে Apple। ফলে, স্পষ্টতই প্রত্যেক টেকপ্রেমী অধীর আগ্রহে বসে আছেন ১৪তম প্রজন্মের আইফোন দেখার জন্য। তবে, লঞ্চের সময় যত ঘনীভূত হচ্ছে,ততই এই নতুন মডেলের আইফোন সিরিজ সম্পর্কে নিত্যনতুন তথ্য সামনে আসছে। যেমন,সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, iPhone 14 সিরিজের ফোনে অ্যাডভান্সড স্যাটেলাইট কানেক্টিভিটি (Advanced Satellite connectivity) অপশন থাকতে পারে, যা জরুরি পরিস্থিতিতে শর্ট টেক্সট (short text) বা সংক্ষিপ্ত বার্তা পাঠানোর মাধ্যমে ব্যবহারকারীকে সাহায্য করবে। 

    সম্প্রতি অ্যাপল, তাদের ওয়্যারেবল ডিভাইসের জন্য অনুরূপ স্যাটেলাইট ফিচারের উপর কাজ করছে বলে খবর পাওয়া গিয়েছিল। এক্ষেত্রে, সংস্থাটি যদি সত্যি আইফোন ও ওয়াচে স্যাটেলাইট সিস্টেম যোগ করে থাকে, তাহলে তা ব্যবহারকারীদের জন্য বিশেষ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। কারণ, এই ফিচার আপৎকালীন পরিস্থিতিতে জরুরি পরিষেবা প্রদানকারী ইউনিটের সঙ্গে উপগ্রহ-যোগাযোগের মাধ্যমে সংক্ষিপ্ত বার্তা পাঠানোর অনুমতি দেবে। এর জন্য, এই সিস্টেমে ৪জি বা ৫জি সেলুলার কভারেজ উপলব্ধ নেই এমন এলাকা থেকে মেসেজ পাঠানোর জন্য “এমার্জেন্সি মেসেজ ভায়া কন্টাক্টস” (Emergency Message via Contacts) অপশন অন্তর্ভুক্ত করা হবে।

    যাইহোক, গত বছর আইফোন ১৩ সিরিজ আত্মপ্রকাশ করার সময়েও এতে LEO বা লোয়ার আর্থ অরবিট (Lower Earth orbit) স্যাটেলাইটের কমিউনিকেশন প্রযুক্তি (satellite communication technology) ব্যবহারের গুজব উঠেছিল। কিন্তু, পরবর্তী সময়ে দেখা যায় অ্যাপল তাদের ২০২১ সালের আইফোনগুলিতে এই ফিচার অন্তর্ভুক্ত করেনি। ফলে আইফোন ১৪ লাইনআপের ক্ষেত্রে সেলুলার কানেক্টিভিটি ফিচার দেখতে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিচ্ছে।

     

  • ONDC: দেশের পাঁচটি শহর থেকে প্রথম চালু হচ্ছে সরকারের ই-কমার্স সেক্টর

    ONDC: দেশের পাঁচটি শহর থেকে প্রথম চালু হচ্ছে সরকারের ই-কমার্স সেক্টর

    ই-কমার্স সেক্টরে ফ্লিপকার্ট (Flipkart) এবং  অ্যামাজন (Amazon)-এর আধিপত্যকে চ্যালেঞ্জ করার জন্য ভারত সরকার নিয়ে আসছে নতুন একটি প্ল্যাটফর্ম। দেশের প্রায় ছ’কোটি খুচরো বিক্রেতা এর সুবিধা নিতে পারবে।  খুব শীঘ্রই নিজস্ব ই-কমার্স মার্কেটপ্লেস চালু করতে চলেছে সরকার। এই উন্মুক্ত ডিজিটাল পরিকাঠামোর নাম ওপেন নেটওয়ার্ক ডিজিটাল কমার্স বা ওএনডিসি (Open Network for Digital Commerce)। এটি হবে এমন এক ধরনের ই-কমার্স মার্কেটপ্লেস যেখানে মুদি ব্যবসায়ীরাও নিজেদের রেজিস্ট্রেশান করাতে পারবেন।

    বাণিজ্য মন্ত্রকের অধীনে কর্মরত শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের (ডিপিআইআইটি) উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিব অনিল আগরওয়াল জানিয়েছেন যে, সরকার এই ই-কমার্স প্ল্যাটফর্মটি দিল্লি, ব্যাঙ্গালুরু, কোয়েম্বাটুর, শিলং এবং ভোপাল থেকে শুরু করার প্রস্তুতি নিয়েছে। দেশের বিভিন্ন স্থানে এতে মানুষ কেমন সাড়া দিচ্ছেন তা দেখতে চায় সরকার। এই ৫টি শহরে প্রচুর পরিমান খুচরো বিক্রেতা এবং ব্যবসায়ী রয়েছেন। একইসঙ্গে অনেক লজিস্টিক পার্টনারকেও এর সঙ্গে যুক্ত করা হচ্ছে।

    সরকারের নিজস্ব ই-কমার্স প্ল্যাটফর্ম করার ভাবনা আসে করোনা মহামারীর সময়। ২০২১ সালের ডিসেম্বরে এর কাজ শুরু হয়। সেই সময়ে, অনেক মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করতে অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল সরকারকে, যার জেরে সরকারের এমন একটি উন্মুক্ত ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা আসে। এতে দেশের সেই সমস্ত ছোট দোকানদাররা এর ফলে উপকৃত হবেন। যাঁরা এখনও ই-কমার্স ইকোসিস্টেমের অংশ হয়ে উঠতে পারেননি, তাঁরা এর আওতায় আসবেন।
     
    এতে এক ধরনের ওপেন রেজিস্ট্রি হবে। যাতে ছোট দোকানদাররা নিজেদের রেজিস্টার করাতে পারবেন। এর ফলে খুচরো বিক্রেতাদের অনলাইনে পণ্য বিক্রি করার জন্য আর আলাদা আলাদা ই-কমার্স প্ল্যাটফর্মে নিজেকে রেজিস্টার করাতে হবে না। এর ফলে গ্রাহকদেরও বিশেষ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।  

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ডিজিটাল খোলা বাজারের ভাবনাকে সফল করতে এগিয়ে এসেছেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নীলকোনি।এর আগে নন্দন নীলেকানি কেন্দ্র সরকারকে আধার বায়োমেট্রিক আইডি সিস্টেম ডেভেলপমেন্টে সহায়তা করেছিলেন।

    অন্য দিকে বৃহস্পতিবার অ্যামাজন ইন্ডিয়া এবং ফ্লিপকার্টের কিছু শীর্ষ সেলার-এর অফিসে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI)-র অভিযান চালায়। এই অভিযানকে স্বাগত জানিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা কেইট (CAIT)-এর সাধারণ সম্পাদক প্রবীণ খান্ডেলওয়াল,একটি বিবৃতিতে বলেছেন, এটি সিসিআই (CCI)-এর একটি সঠিক পদক্ষেপ। ক্লাউটডেল এবং অ্যাপারিও, যারা কি না অ্যামাজনের সেলার, তাদের অফিসে অভিযান চালানো হয়েছে। সেলারদের ঘরে তল্লাশির ব্যাপার নিয়ে অ্যামাজনের তরফে আপাতত কোনও মন্তব্য করা হয়নি। এই দুটি সংস্থাতেই অ্যামাজনের বিনিয়োগ রয়েছে।

  • WhatsApp Communities: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, একটি কলে যোগ দিতে পারবে ৩২ জন

    WhatsApp Communities: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, একটি কলে যোগ দিতে পারবে ৩২ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও আকর্ষণীয় হতে চলেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp)। আগামী মাসের জন্য কিছু নতুন আপডেট ঘোষণা করেছে কোম্পানি। এই নতুন ফিচারের মাধ্যমে বদলে যাবে গ্রুপে আলোচনার ভাবনা। 
    WhatsApp Communities: মেটা-র অধীনস্থ হোয়াটসঅ্যাপ সম্প্রতি কমিউনিটি (WhatsApp Communities) নামের নতুন ফিচারের কথা খোলসা করেছে। এর মাধ্যমে বিভিন্ন গ্রুপকে একই ছাতার তলায় আনতে পারবে সংশ্লিষ্ট গ্রুপগুলির অ্যাডমিনরা। 

    এর পাশাপাশি চ্যাটিংয়ে (whatsapp chat) কিছু বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। কমিউনিটির পাশাপাশি, হোয়াটসঅ্যাপ স্কুল, লোকাল ক্লাব, এনজিওগুলিকেও তাদের কথোপকথনে সমন্বয় ঘটাতে এই বিশেষ ফিচার দেওয়া হচ্ছে। কোম্পানির তরফে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে কমিউনিটি ফিচার বিভিন্ন গোষ্ঠীকে এক ছাদের তলায় একত্রিত করতে সক্ষম হবে। এই ফিচারের ফলে সব কমিউনিটির কাছে পাঠানো আপডেটগুলি পেতে সবার সুবিধা হবে।

    গ্রুপ অ্যাডমিনদের (whatsapp group admin) সুবিধা: হোয়াটসঅ্যাপ-এর মতে, নতুন ফিচারের মাধ্যমে সুবিধা হবে গ্রুপ অ্যাডমিনদের । তারা চাইলেই নতুন টুলের মাধ্যমে কমিউনিটির আওতায় বিভিন্ন গ্রুপে বার্তা পাঠাতে পারবেন। তবে সেই ক্ষেত্রে কোন গ্রুপকে কমিউনিটির অন্দরে নেওয়া হবে তা আগেই ঠিক করে দেবে কমিউনিটি।  সেই ক্ষেত্রে এই কমিউনিটি ফিচার সুবিধা করে দেবে স্কুলের প্রধান শিক্ষকর। তিনি চাইলেই এই ফিচারের মাধ্যমে স্কুলে বিভিন্ন গ্রুপকে একই সঙ্গে বার্তা দিতে পারবেন। যেমন, তিনি চাইলেই স্কুলে নির্দিষ্ট ক্লাসের গ্রুপ করে ফেলতে পারেন। অভিভাবকদেরও রাখতে পারেন একটি গ্রুপে। স্কুলের কোনও সাধারণ কিছু জানাতে হলে, ওই সব গ্রুপে কমিউনিটির মাধ্যমে এক সঙ্গে চলে যাবে প্রধানশিক্ষকের বার্তা।

    [tw]


    [/tw]

    এবার থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস কলে (whatsapp voice call) একসঙ্গে ৩২ জন থাকতে পারবেন। ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে এখন সম্পূর্ণ নতুন ডিজাইন পাবে গ্রাহকরা। হোয়াটসঅ্যাপে এখন দ্রুত ক্লাস হোস্ট করা যাবে। যাতে লাভবান হবেন ইউজাররা। বর্তমানে, এই মোবাইল অ্যাপ (mobile app) ব্যবহার করে কেবল আটজনকে একটি গ্রুপ ভয়েস কলে যুক্ত করা যায়। ব্যবহারকারীদের মধ্যে ১ গিগাবাইটের বেশি ফাইল শেয়ার করা যায় না এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে  (Instant messaging app)। এবার থেকে ২ গিগাবাইট পর্যন্ত শেয়ার করা যাবে। 

    এছাড়া, নতুন এই ফিচারে আরও একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এতে নতুন ইমোজি (emoji) অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি, নতুন ‘অ্যাডমিন ডিলিট’ (Admin delete) বৈশিষ্ট্যও থাকবে যেখানে গ্রুপ অ্যাডমিনরা প্রত্যেকের চ্যাট থেকে ভুল বা সমস্যাযুক্ত বার্তাগুলি সরাতে পারবেন।

    সম্প্রতি এই নিয়ে একটি বার্তা দিয়েছেন মেটা (Meta) প্ল্যাটফর্মের সিইও মার্ক জুকারবার্গ(Mark Zuckerberg)। একটি পোস্টে তিনি বলেছেন, “আমরা হোয়াটসঅ্যাপের গ্রুপগুলিতে রেসপন্স, বড় ফাইল শেয়ার ও বড় গ্রুপ কল সহ নতুন বৈশিষ্ট্য যুক্ত করছি।”

     

  • Xiaomi 12 Pro: ভারতে ২৭ এপ্রিল লঞ্চ হতে চলেছে শাওমি ১২ প্রো

    Xiaomi 12 Pro: ভারতে ২৭ এপ্রিল লঞ্চ হতে চলেছে শাওমি ১২ প্রো

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় বাজারে শাওমি ১২-প্রো আসতে চলেছে আগামী ২৭ এপ্রিল। এটি প্রথমে চীনে এবং তারপরে বিশ্ব বাজারে লঞ্চ করে। এরপরই ভারতে শাওমির এই নতুন ফোনটি লঞ্চ করার কথা জানায় শাওমি ইন্ডিয়া (Xiaomi India)। সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে এই কথা জানানো হয়।  চলতি বছরে এখনও পর্যন্ত Xiaomi-এর সবচেয়ে প্রিমিয়াম প্রোডাক্ট হল শাওমি ১২ প্রো (Xiaomi 12 Pro)।
    এই ফোনটির ডিসপ্লে ৬.৭৩ইঞ্চি। সর্বাধুনিক প্রযুক্তি রয়েছে এই ফোনটিতে। এর  অ্যাডাপটিভ রিফ্রেশ রেট 120hz ,টাচ স্যাম্পলিং রেট 480hz। এছাড়াও রয়েছে ডলবি ভিশন, কর্নিং গরিলা গ্লাস। সফটঅয়্যারের দিক থেকে, Xiaomi 12 Pro সবচেয়ে আধুনিক  Android 12-দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য, ডিভাইসটিতে একটি 50MP প্রধান ক্যামেরা, একটি 50MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি 50MP পোর্ট্রেট ক্যামেরা রয়েছে৷ এছাড়াও রয়েছে একটি 32MP সেলফি স্ন্যাপার।
    এর ব্যাটারিতে 120W তারযুক্ত ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। ডিভাইসটি ইউএসবি টাইপ-সি অডিও, হাই-রেস অডিও,ডুয়াল স্পিকার এবং ডলবি অ্যাটমস সাপোর্ট করে।

     

  • iPhone 13: ‘মেক ইন ইন্ডিয়া’-য় গুরুত্ব, ভারতেই ‘আইফোন ১৩’ তৈরি করবে অ্যাপেল

    iPhone 13: ‘মেক ইন ইন্ডিয়া’-য় গুরুত্ব, ভারতেই ‘আইফোন ১৩’ তৈরি করবে অ্যাপেল

    iPhone 13: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ নীতিকে গুরুত্ব দিয়ে এবং ভারতীয় গ্রাহকদের কথা ভেবে এবার এদেশেই তৈরি হবে আই-ফোন (Apple iPhone)। ইতিমধ্যেই চেন্নাই প্ল্যান্টে আইফোন ১৩ (iPhone 13) তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে খবর। 

    চেন্নাইয়ের কাছে ফক্সকন (Foxconn) প্ল্যান্ট থেকেই ওই ফোন তৈরি করা হচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোনের বাজারে আরও ভালোভাবে ব্যবসা করতে পারার লক্ষ্যেই অ্যাপলের এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    এবিষয়ে একটি বিবৃতি দিয়ে অ্যাপলের তরফে জানানো হয়েছে, “স্থানীয় কাস্টমারদের জন্য আমরা ভারতেই তৈরি করছি  আইফোন ১৩ (Apple iPhone 13)।  সুন্দর ডিজাইন, অ্যাডভান্সড ক্যামেরা A15 Bionic chipset এই ফোনের ইউএসপি বা মূল আকর্ষণ।

    শুধু  আইফোন ১৩ নয়, অ্যাপলের প্রতিটি ভালো মডেল এবার স্থানীয়ভাবে তৈরি করা হবে। অ্যাপলের তরফে ফোন তৈরির জন্য ফক্সকন এবং উইস্ট্রন নামে দুটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। পেগাট্রন নামে আরও একটি সংস্থাও রয়েছে।  যদিও এই সংস্থাটি এখনও স্থানীয়ভাবে আই ফোন তৈরি শুরু করেনি। তবে খুব শীঘ্রই পেগাট্রন (Pegatron) ভারতে আই ফোন তৈরি করা শুরু করবে বলে জানা গেছে। তবে তৃতীয় সংস্থাটি প্রথমে আইফোন ১৩ তৈরি করবে না। প্রাথমিককভাবে তারা আইফোন ১২ তৈরি করবে।
     
    ২০১৭ সাল থেকেই ভারতে আইফোন তৈরি করছে অ্যাপল। সে সময় আইফোন এসই (iPhone SE) তৈরি করত তারা। কিন্তু নতুন এই তিনটি সংস্থার মাধ্যমে আইফোন ১১, ১২, ১৩ — এই তিনটি মডেল স্থানীয়ভাবে তৈরি করা হবে। পাশাপাশি এখনও পর্যন্ত আইফোনের কোনও প্রো-মডেল স্থানীয়ভাবে ভারতে তৈরি করা হয় না। পরবর্তী সময় তা ভারতে তৈরি করা যায় কি না বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছে অ্যাপল।

    দেশে আই ফোনের নতুন মডেলগুলি তৈরি হলে তা খুব সহজেই এখানকার বাজারে পাওয়া যাবে। আগে কোনও মডেল লঞ্চ হওয়ার পর সেটি ভারতের বাজারে আসতে সময় লাগতে আট থেকে ন’মাস। কিন্তু স্থানীয়ভাবে তৈরি হওয়ার ফলে তা খুব শীঘ্রই ভারতের বাজারে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। 

     

LinkedIn
Share