Category: গ্যাজেট

Get updated Gadget related news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • WhatsApp: হোয়াটসঅ্যাপে যুক্ত হতে  লাগবে না কোনও ফোন নম্বর, শীঘ্রই আসছে নতুন ফিচার

    WhatsApp: হোয়াটসঅ্যাপে যুক্ত হতে লাগবে না কোনও ফোন নম্বর, শীঘ্রই আসছে নতুন ফিচার

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপ (WhatsApp) ওয়েব ক্লায়েন্টে নতুন বৈশিষ্ট্য যুক্ত করতে চলেছে। এবার থেকে কম্পিউটার ব্যবহারকারীদের যে কোনও ওয়েব ব্রাউজারে ব্যবহার করা যাবে। কোনও ফোন নম্বর ছাড়াই লগ ইন করা যাবে। ইতিমধ্যেই এই প্ল্যাটফর্মে মেটা, এআই, চ্যাটবট-এর পরিষেবা উপলব্ধ করেছে। শীঘ্রই এবার মেসেজিং অ্যাপে লোকেদের নম্বর নিরাপদ রাখতে একটি নতুন গোপনীয় বিকল্প ফিচারকে সংযুক্ত করবে। এতে ব্যবহারকারীদের অনাবশ্যক তথ্য চুরির ভয় থাকবে না।

    পরীক্ষার কাজ চলছে (WhatsApp)

    তবে হোয়াটসঅ্যাপের এই নতুন বৈশিষ্ট্যটি এখনও ক্রমবিকাশের স্তরে রয়েছে। আরও নিরাপদ এবং নির্ভরযোগ্য কাজের জন্য হোয়াটসঅ্যাপকে (WhatsApp) কীভাবে ব্যবহার করা যায় সেই প্রচেষ্টা নিরন্তর চলছে। পরীক্ষামূলক প্রয়োগ সফল হওয়ার পরই তা বাস্তবায়ন হবে বলে জানা গিয়েছে। অনেকে মনে করেন, হোয়াটসঅ্যাপে খুব বেশি অনুপ্রবেশ ঘটার আশঙ্কা থাকে। কারণ, তাঁদের ফোন নম্বর ব্যবহার করেই অনেকে তাঁদের পৌঁছে যেতে পারেন এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ফলে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় যদি কেউ নম্বর জানে এবং এরপর হোয়াটসঅ্যাপে ঢুকে পড়ে। তাই এবার থেকে মেসেজিং অ্যাপে ব্যবহারকারীর নাম যুক্ত করার বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে। ফলে ফোন নম্বরের বিনিময়ের উপর কেবল সবটা নির্ভর করবে না। আর তাই শীঘ্রই হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণ করে এই বিষয়ে নতুন ফিচার যুক্ত করা হবে।

    আরও পড়ুনঃ স্ক্রিন শেয়ারিংয়ের সময় অডিও সাপোর্ট মিলবে হোয়াটসঅ্যাপে, জানেন এর সুবিধা?

    আইডি গঠন করার কথা বলবে

    ব্যবহারকারীদের কাছে একটি বার্তা থাকবে, আর সেখানেই হোয়াটসঅ্যাপের এই বৈশিষ্ট্যটির উদ্দেশে ব্যাখ্যা স্বরূপ লেখা থাকবে, “যে কোনও বন্ধু এবং পরিবার, এই ব্যবহারকারীর নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপেের (WhatsApp) সঙ্গে সংযুক্ত হতে পারবে।” যাদেরকে ব্যবহারকারী নিজের তালিকায় যোগ করতে চায়, এই বৈশিষ্ট্য নিশ্চিত করবে যে মোবাইল নম্বর বিনিময় না করেই এবার থেকে অ্যাপে যুক্ত করা যাবে। ব্যবহারকারীর নাম একাধিক হতে পারে, তাই সম্ভবত হোয়াটসঅ্যাপ এবার থেকে অ্যাকাউন্টের জন্য একটি আইডি গঠন করার কথা বলবে। বৈশিষ্ট্যটি এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারেনি। তবে পরিকল্পনাগুলি ঠিকঠাক থাকলে, আমরা আগামী সপ্তাহগুলিতে নয়া ফিচার লক্ষ্য করা যাবে বলে মনে করা হচ্ছে।

        

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ChatGPT: ভারতে ৯২ শতাংশ অফিসের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় চ্যাটজিপিটি! দাবি রিপোর্টে

    ChatGPT: ভারতে ৯২ শতাংশ অফিসের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় চ্যাটজিপিটি! দাবি রিপোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছরে শুরু হয় চ্যাটজিপিটির (ChatGPT) পথ চলা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চ্যাটজিপিটি টুল অনেক জটিল সমস্যাকেই সহজে সমাধান করে দিতে পারে সেকেন্ডের মধ্যে। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা যাচ্ছে, ৯২ শতাংশ ভারতের অফিসে প্রতিদিনের কাজকর্মে ব্যবহার করা হয় চ্যাটজিপিটি। সম্প্রতি, এই সমীক্ষা চালায় ডেস্কটাইম (DeskTime study) নামের একটি সংস্থা। এই সংস্থার সিইও আর্টিস্ট রোজেন্টালস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চ্যাটজিপিটির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কাজের পরিবেশকে আরও দক্ষ করে তুলতে সংস্থাগুলি ব্যবহার করছে এই টুল। 

    ২৯৭টি কোম্পানি থেকে ডেটা (ChatGPT) সংগ্রহ করেছিল ডেস্কটাইম

    প্রসঙ্গত, ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত ডেক্সটাইম সারা ভারতে ২৯৭টি কোম্পানি থেকে ডেটা সংগ্রহ করেছিল। এই কোম্পানিগুলিতে কাজ করেন ১৪ হাজার ৮১৮ জন কর্মী। সেখানেই উঠে এসেছে এই নয়া তথ্য যে ৯২ শতাংশ ভারতীয় অফিসেই প্রতিদিনের কাজকর্মে ব্যবহার করা হয় চ্যাটজিপিটি (ChatGPT)। ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত দেখা যাচ্ছে ভারতীয় অফিসগুলির ৪২.৬ শতাংশ কর্মীই সক্রিয়ভাবে চ্যাটজিপিটি ব্যবহার করেছেন। উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে, এই সংখ্যা ২০২৩ সালে তুলনায় দ্বিগুণ হারে বেড়েছে।

    ৯৫.৫ শতাংশ ভারতীয় কোম্পানি মনে করে চ্যাটজিপিটি (ChatGPT) একটি উৎপাদনশীল টুল 

    এই সমীক্ষায় আরও প্রকাশ পেয়েছে ৯৫.৫ শতাংশ ভারতীয় কোম্পানি মনে করে চ্যাটজিপিটি একটি উৎপাদনশীল টুল। এর পাশাপাশি ভারতীয় কর্মীরা সর্বদাই চ্যাটজিপিটির (ChatGPT) ব্যবহারে উৎসাহ দিচ্ছেন। চ্যাটজিপিটি চালু হওয়ার পরেই সবথেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল ২০২৩ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে। এই সময় ভারতের বিভিন্ন কর্মক্ষেত্রের কর্মীদের মধ্যে এর ব্যবহার ১৩ শতাংশ থেকে ২৮ শতাংশে পৌঁছে যায়। ওই সমীক্ষাতে আরও প্রকাশ পেয়েছে প্রতি বছরে গড়ে ২৪১ ঘণ্টা করে এআই সরঞ্জামগুলি ব্যবহার করেন ভারতীয় কর্মীরা (DeskTime study)। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyberattacks: সপ্তাহে ৩ হাজার! সর্বাধিক সাইবার হানার শিকার দেশের তালিকায় দ্বিতীয় ভারত

    Cyberattacks: সপ্তাহে ৩ হাজার! সর্বাধিক সাইবার হানার শিকার দেশের তালিকায় দ্বিতীয় ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই বাড়ছে সাইবার হানা (Cyberattacks)। নিয়মিত এই হানার সম্মুখীন হচ্ছে ভারতের বিভিন্ন সংস্থা (India Business)। জানা গিয়েছে, ফি সপ্তাহে প্রতিটি সংস্থা যারা এপিএসি রিজিয়নের কিউ২ ২০২৪ এ রয়েছে, তাদের ওপর বাড়ছে সাইবার হানা। গোটা বিশ্বে যেখানে সাইবার হানার হার ৩০ শতাংশ, সেখানে ভারত-ভিত্তিক সংস্থাগুলির ওপর এই হামলার হার ৪৬ শতাংশ।

    সবার ওপরে তাইওয়ান (Cyberattacks)

    সাইবার হানায় সবার ওপরে রয়েছে তাইওয়ান। তার পরেই সাইবার-শিকারিদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ভারত। ‘চেক পয়েন্ট রিসার্চে’র রিপোর্ট অনুযায়ী, ভারতের বিভিন্ন সংস্থা প্রতি সপ্তাহে ৩ হাজার ২০১বার সাইবার হানার শিকার হয়। এর আগে রয়েছে একমাত্র তাইওয়ান। বর্তমানে গোটা বিশ্বেই বাড়ছে অনলাইনে কাজের বহর। অনলাইনের ওপর নির্ভরতা যত বাড়ছে, ততই বাড়ছে সাইবার হানা। চলছে প্রতারণাও। বছর দুয়েক আগেই একটি মার্কিন সংস্থা জানিয়ে দিয়েছিল, ভারতে সাইবার হানার হার ক্রমেই ঊর্ধ্বগামী। বর্তমানে এই ছবিটাই যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে, তার প্রমাণ চেক পয়েন্ট রিসার্চের রিপোর্ট।

    বাড়ছে সাইবার হামলার ঘটনা

    কেবল ভারত নয়, তামাম বিশ্বেই বাড়ছে সাইবার হামলার ঘটনা। প্রতি সপ্তাহে গড়ে প্রতিটি সংস্থায় সাইবার হানা (Cyberattacks) হয় ১ হাজার ৬৩৬টি। কিছুদিন আগেই সাধারণ নির্বাচন হয়েছে ইংল্যান্ডে। সেখানেও সরকারের তরফে অভিযোগ জানানো হয়েছিল, সে দেশের যেসব সাংসদ সাইবার হানার শিকার হয়েছিলেন, তার নেপথ্যে ছিল চিনের হাত। নির্বাচন কমিশনের ওয়েবসাইটও হ্যাক করার অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে।

    আরও পড়ুন: জঙ্গিদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তানের প্রাক্তন এসএসজি কমান্ডোরা!

    জানা গিয়েছে, ভারতের যেসব সংস্থা সাইবার হানার শিকার হয়েছে, তাদের একটা বড় অংশই এডুকেশনাল সেক্টর। বস্তুতঃ, সাইবার অপরাধীদের প্রধান লক্ষ্যবস্তুই হল এডুকেশন অ্যান্ড রিসার্চ ইন্ডাস্ট্রি। কারণ এই ক্ষেত্রগুলিতে আবেদনকারীর বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে। অনলাইন ব্যবহারকারীদের নেটওয়ার্কের ভেতরে ও বাইরে থাকা একাধিক গ্রুপের কারণেও হামলা বেড়েছে ভেক্টর সারফেসের ওপর।

    গোটা বিশ্বেই এডুকেশন এবং রিসার্চ সেক্টরের ওপর বেড়েছে সাইবার হানার (India Business) হার। ২০২৩ কিউ২-এর চেয়ে ২০২৪ কিউ২-এ এই হার বেড়েছে ৫৩ শতাংশ (Cyberattacks)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • WhatsApp: স্ক্রিন শেয়ারিংয়ের সময় অডিও সাপোর্ট মিলবে হোয়াটসঅ্যাপে, জানেন এর সুবিধা?

    WhatsApp: স্ক্রিন শেয়ারিংয়ের সময় অডিও সাপোর্ট মিলবে হোয়াটসঅ্যাপে, জানেন এর সুবিধা?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিনিয়ত নতুন নতুন জিনিস আনছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। আপডেট হচ্ছে নানান ফিচার। গ্রাহকদের সুবিধার কথা ভেবে নতুন ফিচার যোগ করে মেটার অন্তর্গত এই মেসেজিং অ্যাপটি। ভিডিয়ো কল থেকে শুরু করে টাকা পাঠানো, সবক্ষেত্রেই পরিবর্তন এনেছে এই ইন্সট্যান্ট ম্যাসেজিং অ্যাপটি ৷ চালু ফিচারেও আন হয় নিত্য আপডেট। এবার যেমন ভিডিও কলিং ফিচারটি নিয়ে পদক্ষেপ করল সংস্থাটি। নয়া আপডেটের ফলে ভিডিও কলে এবার থেকে সর্বোচ্চ ৩২ জনকে যুক্ত করা যাবে। এছাড়াও এবার থেকে স্ক্রিন শেয়ারিংয়ের সময়ও অডিও সাপোর্ট মিলবে। 

    স্ক্রিন শেয়ারিংয়ের সময় অডিও সাপোর্ট (WhatsApp)

    গত বছরই হোয়াটসঅ্য়াপে ভিডিও কলে স্ক্রিন শেয়ারিং সাপোর্ট (Screen Sharing with Audio) চালু করা হয়। যার ফলে ইউজাররা কোনও হোয়াটসঅ্যাপ (WhatsApp) কলে একটি ভিডিও শেয়ার করতে পারেন কনট্যাক্টসে থাকা ইউজারদের সঙ্গে। এবার নয়া আপডেটে তাতে যুক্ত হল অডিও সাপোর্টও। পাশাপাশি বাড়ানো হয়েছে ভিডিও কলের অংশগ্রহণকারীদের সংখ্যা। এবার থেকে সর্বোচ্চ ৩২ জন কলে অংশ নিতে পারবেন। এর আগে উইন্ডোজ মোবাইলের ক্ষেত্রে ১৬ ও ম্যাকের ক্ষেত্রে ১৮টির বেশি ইউজার অংশ নিতে পারতেন না। নয়া নিয়মে একলাফে অনেকটাই বাড়ল সেই সংখ্যা। এর সঙ্গে রয়েছে স্পিকার স্পটলাইট নামের ফিচার। যার সাহায্যে ভিডিও কলের সময় আপনা থেকেই যিনি কথা বলছেন তাঁকে হাইলাইট করা হবে। নতুন এই সুবিধা উইন্ডোজ ও মোবাইল দু’টি ক্ষেত্রেই পাওয়া যাবে৷ 

    আরও পড়ুন: আসন্ন প্যারিস অলিম্পিক্সে ভারতের পদক জয়ের সেরা বাজি কারা?

    একের পর এক পরিবর্তন (WhatsApp)

    এটাই প্রথম নয়, আগেও ইন্সট্যান্ট ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের (WhatsApp) একাধিক ফিচার আপগ্রেড হয়েছে। ২০২৩ সালে স্ক্রিন শেয়ারিংয়ের (Screen Sharing with Audio) সুবিধা এনেছিল হোয়াটসঅ্যাপ৷ ২০১৫ সাল থেকেই হোয়াটসঅ্যাপের বিভিন্ন আপডেট আসছে৷ ভিডিয়ো কল ও গ্রুপ কলের সাপোর্ট পাওয়া যাচ্ছে ৷ সম্প্রতি স্ক্রিন শেয়ারিংয়ের সুবিধাও এসেছে৷ ভয়েস ও ভিডিয়ো কলের কোয়ালিটি উন্নত হয়েছে৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবহারকারীদের সুবিধার্থে প্রতিনিয়ত হোয়াটসঅ্য়াপে ফিচারের পরিবর্তন করা হচ্ছে ৷ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Google: ১০ হাজার ভারতীয় স্টার্টআপকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ দেবে গুগল

    Google: ১০ হাজার ভারতীয় স্টার্টআপকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ দেবে গুগল

    মাধ্যম নিউজ ডেস্ক: ১০,০০০ ভারতীয় স্টার্টআপকে (Indian Startups) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ দেবে গুগল। বেঙ্গালুরুতে গুগলের এক অনুষ্ঠানে একথা বলেছেন সংস্থার আধিকারিকরা। জানা গিয়েছে, এই প্রশিক্ষণ দেওয়া হবে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের MeitY Startup Hub-এর সঙ্গে সহযোগিতার মাধ্যমে।

    কী বলছেন গুগলের ভাইস প্রেসিডেন্ট (Google) 

    গুগলের (Google) ভাইস প্রেসিডেন্ট অম্বরীশ কেঙ্গে এ বিষয়ে জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন সমস্যা মোকাবিলার জন্য স্টার্টআপগুলিকে (Indian Startups)  আরও কীভাবে উন্নত করা যায়, সে নিয়েই ভাবছে গুগল। তিনি আরও জানিয়েছেন, এই প্রকল্পের অন্যতম অংশ হিসেবে গুগল স্টার্টআপগুলিকে লোন দেবে সাড়ে তিন লাখ ডলার পর্যন্ত। গুগলের জেনারেল ম্যানেজার এবং ভাইস প্রেসিডেন্ট চেম গোলবার্গ ভারতের উদ্যোগমূলক যে ইকোসিস্টেম স্টার্টআপকে কেন্দ্র করে গড়ে উঠেছে তার ভূয়সী প্রশংসা করেছেন এবং তিনি জানিয়েছেন এর ভবিষ্যৎ ভারতে খুবই ভালো।

    বুট ক্যাম্পগুলি অনুষ্ঠিত হবে আগামী অগাস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে

    গুগলের (Google) তরফ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে, এই স্টার্টআপের বুট ক্যাম্পগুলি অনুষ্ঠিত হবে আগামী অগাস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে। এর পাশাপাশি স্টার্টআপগুলিকে তিন মাসের প্রশিক্ষণও দেওয়া হবে। জানা গিয়েছে, গুগল ডিপমাইন্ড ইন্ডিয়া টিম তাদের বর্তমানে যে প্রজেক্ট ‘বাণী’ সেটা নিয়েও কাজ করছে। এই কাজ তারা করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরুর সঙ্গে। যেখানে তারা ডেভলপারদের ১৪ হাজার ঘণ্টার বিভিন্ন বক্তব্যের তথ্য দিয়েছে, ৫৮টি ভাষায় যেগুলি সংগ্রহ করা হয়েছে, ৮০ হাজার ব্যক্তির কাছ থেকে। দেশের আশিটা জেলা থেকে এই তথ্য সংগ্রহ করেছে গুগল (Google)।

    শীঘ্রই এগ্রিকালচারাল ল্যান্ডস্কেপ আন্ডাস্টন্ডিং রিসার্চ চালু করবে গুগল  

    গুগল (Google) আরও জানিয়েছে, তারা চালু করেছে গুগল ওয়ালেট এপিআই যার ফলে আরও সহজ হবে ল্যয়ালিটি প্রোগ্রাম, টিকিট, গিফট কার্ড এগুলির ইন্টিগেশন। গুগল ডিপমাইন্ডের সিনিয়র ডিরেক্টর সেশু আজজারাপু জানিয়েছেন, কৃষি থেকে সামাজিক উদ্যোগ এছাড়াও শিল্পসমেত অন্যান্য ক্ষেত্রেও বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা রয়েছে এআই-এর। গুগলের তরফ থেকে জানানো হয়েছে, এই সংস্থা শীঘ্রই এগ্রিকালচারাল ল্যান্ডস্কেপ আন্ডাস্টন্ডিং রিসার্চ চালু করবে। এর ফলে কৃষিকাজও আরও দক্ষতার সঙ্গে করা যাবে।

     
    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ আনল ‘ফেভারিটস’ চ্যাট ফিল্টার, জানেন এর সুবিধা?

    WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ আনল ‘ফেভারিটস’ চ্যাট ফিল্টার, জানেন এর সুবিধা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমান যুগে সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messeging App) হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ইউজারদের সুবিধায় প্রায়ই হোয়াটসঅ্যাপে নতুন ফিচার (WhatsApp New Feature) লঞ্চ হয়। এবার  এবার হোয়াটসঅ্যাপে এসেছে ‘ফেভারিটস’ চ্যাট ফিল্টার (WhatsApp Favourites Chat Filters)। ইউজারদের সুবিধার্থে  এই নতুন ফিচার চালু হতে চলেছে।

    এই ফিচার ব্যবহারে সুবিধা (WhatsApp New Feature)

     ‘ফেভারিট চ্যাট’- এর (WhatsApp New Feature) ক্ষেত্রে রয়েছে ফিল্টার অপশন। এর ফলে পছন্দের যেসব ইউজারের সঙ্গে আপনি চ্যাট করতে চান তাঁদের সহজেই খুঁজে পাবেন হোয়াটসঅ্যাপে। আপাতত হোয়াটসঅ্যাপের চ্যাট ফিল্টার অপশনে যুক্ত রয়েছে আনরেড, গ্রুপ এবং অল- এই তিনটি বিভাগ। নতুন ‘ফেভারিটস চ্যাট ফিল্টার’ চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপ ইউজাররা সহজেই অ্যাপের মধ্যে তাঁদের ফেভারিট চ্যাটগুলি খুঁজে পাবেন। এর পাশাপাশি শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ সংস্থা আরও একটি ফিচার কাজ করছে। ওই ফিচারের সাহায্যে নির্দিষ্ট চ্যাটের মধ্যে না পড়া মেসেজগুলি খুঁজে পেতে সুবিধা হবে ইউজারদের। এছাড়াও আসতে চলেছে গ্রুপ ফিল্টার অপশন। এই ফিচার নির্দিষ্ট গ্রুপের ক্ষেত্রে আনরেড বা না পড়া মেসেজ খুঁজে বের করতে সুবিধা দেবে ইউজারদের। 

    আরও পড়ুন: গুজরাট থেকে বাংলা, রাজস্থান থেকে কর্নাটক! জানেন ভারতের পেশা-বৈচিত্র্য

    কীভাবে ব্যবহার করবেন (WhatsApp Favourite Filter Feature) 

    এই ফিচারের (WhatsApp New Feature) সাহায্যে একজন ইউজার তাঁর হোয়াটসঅ্যাপে থাকা সেই সমস্ত চ্যাট বা ব্যক্তিকে আলাদা করতে পারবেন যাঁদের সঙ্গে সবচেয়ে বেশি কথা হয়। এরপর সেইসব চ্যাটকে যুক্ত করা যাবে ‘ফেভারিটিস’ চ্যাট ফিল্টার অপশনে। এর ফলে হোয়াটসঅ্যাপে থাকা সমস্ত কনট্যাক্টের মধ্যে থেকে রোজের প্রয়োজনীয় কনট্যাক্টগুলি খুঁজে পেতে সুবিধা হবে ইউজারদের। প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। তারপর ফেভারিট অপশন প্রেস করুন। আপনি আপনার কনট্যাক্ট নম্বরগুলো দেখতে পাবেন। এরপর অ্যাড ফেভারিট অপশন প্রেস করুন। যে নম্বর বা গ্রুপগুলো আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে চান তা নির্বাচন করুন। এরপর ডান টিপুন।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • WhatsApp: আসছে হোয়াটসঅ্যাপের ট্রান্সলেশন ফিচার, পছন্দের ভাষায় চ্যাট করা যাবে এবার

    WhatsApp: আসছে হোয়াটসঅ্যাপের ট্রান্সলেশন ফিচার, পছন্দের ভাষায় চ্যাট করা যাবে এবার

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ মজাদার এবং আকর্ষণীয় হয়ে উঠছে। প্রসঙ্গত, মেসেজিং অ্যাপের দুনিয়ায় সবথেকে বেশি ব্যবহৃত প্ল্যাটফর্ম হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। প্রতিদিনই কিছু না কিছু নতুন ফিচার (New Chat Translation Feature) যোগ হচ্ছে অ্যাপে। এবার সেরকমই একটি দারুণ অপশন যুক্ত হতে চলেছে চ্যাট অপশনে। এর ব্যবহারে আপনি যে কোনও ভাষায় চ্যাট অনুবাদ করে পাঠাতে পারবেন। হিন্দি, স্প্যানিশ, রাশিয়ান ইত্যাদি যেকোনও ভাষার চ্যাট সহজেই অনুবাদ করা যাবে। ইউজারদের জন্য চ্যাট ট্রান্সলেশন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ।

    কীভাবে কাজ করবে এই ফিচার (WhatsApp)? 

    জানা গিয়েছে, চ্যাটে রিয়েল টাইম ট্রান্সলেশনের (New Chat Translation Feature) সুবিধা পাওয়া যাবে। চ্যাট অপশনেই যোগ হবে একটি আইকন। তাতে ক্লিক করলে ‘Read your message in your preferable language’ লেখা দেখা যাবে। এই জায়গাতেই একাধিক ভাষার বিকল্প থাকবে বলে জানিয়েছে মেটা। ইউজারের যে ভাষাটি পছন্দ সেটি সিলেক্ট করতে পারবেন। তারপর অপর প্রান্ত থেকে যা মেসেজ আসবে, তা আপনার সিলেক্ট করা ভাষায় অনুবাদ হয়ে যাবে। এরফলে ব্যবহারকারীদের অনেক সুবিধাই হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    ফিচারটি এখনই চালু হচ্ছে না

    তবে মেটা আরও জানিয়েছে, ফিচারটি (WhatsApp) এখনই চালু হচ্ছে না। বিটা ভার্সনে পরীক্ষা করা হচ্ছে এই ফিচার। প্রত্যেকটি ফিচার রোল আউট করার আগে তার পরীক্ষা করে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। তারপর পরবর্তী আপডেটের সঙ্গে এটি রোল আউট করা হয়। এই ফিচারটির সুবিধা নিতে চাইলে লেটেস্ট ভার্সনে হোয়াটসঅ্যাপ আপডেট (New Chat Translation Feature) করে রাখতে হবে। তবে শোনা যাচ্ছে প্রাথমিক পর্যায়ে ভারতের সব আঞ্চলিক ভাষার সাপোর্ট থাকবে না। ভারতীয় ভাষার মধ্যে শুধুমাত্র হিন্দির অপশনই কেবল পাওয়া যাবে প্রথমে। এছাড়াও ইংরেজি, পোর্তুগিজ, স্প্যানিশ, রাশিয়ান, আরবি ভাষার অপশন থাকবে। পরে ধীরে ধীরে ভারতের অন্যান্য অঞ্চলিক ভাষা যুক্ত হতে পারে অ্যাপে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bajaj Freedom 125: বিশ্বের প্রথম সিএনজি বাইক আনল বাজাজ, টক্কর দিচ্ছে কোন কোন বাইককে?

    Bajaj Freedom 125: বিশ্বের প্রথম সিএনজি বাইক আনল বাজাজ, টক্কর দিচ্ছে কোন কোন বাইককে?

    মাধ্যম নিউজ ডেস্ক: পেট্রোল চালিত বাইকে দূরে যাওয়া যায় ঠিকই, কিন্তু খরচ বেশি। ব্যাটারি চালিত বাইক বা স্কুটিতে বেশি দূরে যাওয়া যায় না। তাহলে উপায় কী? সেই উপায় নিয়ে এল বাজাজ। বাইক এবং স্কুটি প্রস্তুতকারী সংস্থা নিয়ে এসেছে সিএনজি বাইক (CNG Bike) ‘ফ্রিডম ১২৫’ (Bajaj Freedom 125)। ১২৫ সিসির এই বাইকে সিএনজি সিলিন্ডার ছাড়াও রয়েছে ২ লিটারের পেট্রোল ট্যাঙ্ক। ড্রাম ব্রেক, ড্রাম ব্রেক এবং এলইডি, ডিস্ক ব্রেক এবং এলইডি ভার্সনে বাইকটি পাওয়া যাবে। ড্রাম ব্রেক সহ বাইকের দাম ৯৫ হাজার টাকা এক্স শোরুম। ড্রাম ব্রেক এবং এলইডি সহ বাইকের দাম ১.০৫ লক্ষ টাকা এক্স শোরুম। ডিস্ক ব্রেক এবং এলইডি ভার্সনে বাইকের দাম ১.১০ লক্ষ টাকা এক্স শোরুম। সিএনজিতে ১০২ কিলোমিটার প্রতিলিটার হিসেবে ২০৪ কিলোমিটার এবং ২ লিটার পেট্রোলে ১১০ কিলোমিটার যাওয়া যাবে। যদিও কোম্পানির দাবি করছে সিএনজি এবং পেট্রোল ফুল ট্যাঙ্ক করে ৩৩০ কিলোমিটার যাওয়া যাবে। তবে বাস্তব পরিস্থিতিতে সিএনজি এবং পেট্রোল ফুল ট্যাঙ্ক করে ৩০০ কিলোমিটার আরাম করে চালানো যাবে এই বাইক। এই বাইক ১২৫ সিসি বিভাগে কোন কোন বাইককে টক্কর দেবে দেখে নেওয়া যাক।

    হন্ডা শাইন ১২৫

    এই বাইকের দাম 79,800 টাকা এক্স-শোরুম। ১২৫ সিসি বিভাগে এটি ভারতের সবথেকে জনপ্রিয় মোটরসাইকেল। এই কমিউটার বাইকে রয়েছে ১২৫ সিসি ইঞ্জিন। মাইলেজ খুবই ভাল। পাশাপাশি দামও দুশ্চিন্তার কারণ নয়। নিত্য যাতায়াতের জন্য এই বাইক খুবই কার্যকর। তবে বাজাজ সিএনজি বাইকে (CNG Bike) রয়েছে অনেক বেশি মাইলেজ। সেই জায়গায় হন্ডা সাইনকে টেক্কা দিতে পারে বাজাজ (Bajaj Freedom 125)।

    হিরো গ্ল্যামার

    হিরো গ্ল্যামার বাইকটি হন্ডা শাইনের পর ভারতীয়দের এই বিভাগে দ্বিতীয় সবচেয়ে পছন্দের বাইক। এই বাইকের দাম ৮২,৫৯৮ টাকা (এক্স-শোরুম)। প্রিমিয়াম লুকের পাশাপাশি এতেও দারুণ মাইলেজ পাওয়া যায়। বহু অফিস যাত্রীর ভরসা এই বাইক।

    হিরো স্প্লেন্ডর এক্সটেক

    নতুন প্রজন্মের কাছে হিরোর এই বাইক খুবই পছন্দের, কারণ এতে রয়েছে দুর্দান্ত মাইলেজের পাশাপাশি রয়েছে একগুচ্ছ ফিচার্স। হিরো দাবি করে ৬৯ কিমি প্রতি লিটার মাইলেজ দিয়ে থাকে এই বাইক। এছাড়াও ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জার, ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি। তবে বাজাজ ফ্রিডমেও (CNG Bike) রয়েছে একই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ব্লুটুথ কানেক্টিভিটি।    

    টিভিএস রেইডার

    বর্তমান সময়ে টিভিএস সবচেয়ে বেশি এই মোটরসাইকেল বিক্রি করে থাকে। আপাচের জায়গায় বাজার দখল করেছে এই বাইক। ফিচার্স, মাইলেজ এবং লুক সব দিক থেকে সেরা টিভিএস রেইডার। দাম ৯৫,২১৯ টাকা এক্স-শোরুম। দামের দিক দিয়ে টিভিএসকে টক্কর দিচ্ছে বাজাজ ফ্রিডম (Bajaj Freedom 125)। কারণ এই সিএনজি বাইকের (CNG Bike) দাম শুরু ৯৫,০০০ টাকা এক্স-শোরুম।

    বাজাজ পালসার ১২৫

    পালসার পরিবারের অন্যতম সেরা এবং সস্তা বাইক এটি। সম্প্রতি এটির নতুন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ব্লুটুথ কানেক্টিভিটি-সহ আপডেট ভার্সন বাজারে এসেছে। তবে বাইকের ডিজাইন বেশ সাদামাটা। আজকাল অনেকেই স্পোর্টি লুকের কমিউটার বাইক চালাতে পছন্দ করেন। এই বাইকের দাম ৯৩,২২১ টাকা এক্স-শোরুম।

    আরও পড়ুন: ভারতে শাওমি আনছে বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি, কেমন দেখতে, কত দাম?

    বাজাজের বাইকে আবার কয়েকবছর চালালে ইঞ্জিনের আওয়াজ বদলে যাওয়া, মেইন্টেনেন্স এবং মাইলেজের সমস্যার অভিযোগ করেন চালকরা। এখন দেখার সিএনজি (Bajaj Freedom 125) বাইক কতটা বাজার দখল করতে পারে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Smartphone Addicted Countries: বিশ্বের স্মার্টফোন আসক্ত দেশগুলির শীর্ষে কে? ভারতের স্থান কত?

    Smartphone Addicted Countries: বিশ্বের স্মার্টফোন আসক্ত দেশগুলির শীর্ষে কে? ভারতের স্থান কত?

    মাধ্যম নিউজ ডেস্ক: মজার ছলে অনেকেই বলেন, আগে ছিল জলের আরেক নাম জীবন, বর্তমানে তা হয়েছে ফোনের আর এক নাম জীবন। ফোন ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না বর্তমান প্রজন্ম। তবে শুধুমাত্র ইয়ং জেনারেশন নয় বার্ধক্যের একাকিত্বও অনেকটাই মেটায় ফোন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব এসবই এখন সময় কাটানোর সঙ্গী বলা যেতে পারে। বিশ্বজুড়ে এমন স্মার্টফোনের আসক্তি আজকে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এনিয়ে গবেষণা সামনে এসেছে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের। এই গবেষণাতে দেখা যাচ্ছে শুধু ভারতই নয় আরও একাধিক দেশ রয়েছে যেগুলি স্মার্টফোনে আসক্ত (Smartphone Addicted Countries)।

    তালিকা অনুযায়ী সবথেকে স্মার্টফোন আসক্ত (Smartphone Addicted Countries) এই ২৪ দেশ

        চিন
        সৌদি আরব
        মালয়েশিয়া
        ব্রাজিল
        দক্ষিণ কোরিয়া
        ইরান
        কানাডা
        তুর্কি
        ইজিপ্ট
        নেপাল
        ইতালি
        অস্ট্রেলিয়া
        ইজরায়েল
        সার্বিয়া
        জাপান
        ব্রিটেন
        ভারত
        মার্কিন যুক্তরাষ্ট্র
        রোমানিয়া
        নাইজেরিয়া
        বেলজিয়াম
        সুইজারল্যান্ড
        ফ্রান্স
        জার্মানি 

    সমীক্ষার বিশ্লেষণ

    ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা অনুযায়ী চিন রয়েছে সবার ওপরে। এই দেশে মোবাইল ডিভাইস ও তার ব্যবহারকারীর সংখ্যা সব থেকে বেশি। বিশ্বব্যাপী সবথেকে বেশি জনসংখ্যা হল চিনে এবং সেখানকার ইলেকট্রনিক্স পণ্যের বাজারও ব্যাপক বিস্তৃত। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা সৌদি আরব বিশ্বের অন্যতম ধনী দেশগুলির মধ্যে একটি। এখানেও স্মার্টফোন ব্যবহারের সংখ্যা বাকি দেশের থেকে অনেক বেশি। সবথেকে আশ্চর্যের তথ্য হল, প্রথম তিনে থাকা তিনটি দেশই এশিয়ার। অর্থাৎ চিন, সৌদি আরব ও মালয়েশিয়া। এর থেকেই বোঝা যায় ইউরোপ এবং আমেরিকার থেকে বেশি স্মার্টফোন ব্যবহার করা হয় এশিয়াতে।

    ভারতের (India) অবস্থান ১৭ নম্বরে

    উক্ত গবেষণা অনুযায়ী দেখা যাচ্ছে, স্মার্টফোনের আসক্তির (Smartphone Addicted Countries) দিক থেকে ভারতের (India) অবস্থান ১৭ নম্বরে। ভারতের আগে রয়েছে ব্রিটেন এবং পরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সবথেকে বেশি জনবহুল দেশ হিসেবে চিনের পরেই ভারতের স্থান। তারপরেও ভারত অনেকটাই পিছনে রয়েছে স্মার্টফোনের আসক্তির (Smartphone Addicted Countries) দিক থেকে। আরেকটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আমেরিকায় ৯৭ শতাংশ নাগরিক আছেন যাঁদের কাছে মোবাইল রয়েছে। অন্য একটি গবেষণা অনুযায়ী জানা যাচ্ছে, ৪৮ শতাংশ স্মার্টফোন ব্যবহারকারী চিন্তায় পড়ে যান যখন তাঁদের ফোনের ব্যাটারি ২০ শতাংশ বা তার নিচে নেমে যায়। এর নাম দেওয়া হয়েছে মনোফোবিয়া। ইন্টারনেট বা মোবাইল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে ভয় তাকেই বলা হয় মনোফোবিয়া।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Xiaomi India: ভারতে শাওমি আনছে বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি, কেমন দেখতে, কত দাম?

    Xiaomi India: ভারতে শাওমি আনছে বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি, কেমন দেখতে, কত দাম?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ মঙ্গলবারই ভারতে প্রথম ইলেকট্রিক গাড়ির উদ্বোধন করছে মোবাইল সংস্থা শাওমি (Xiaomi India)। এমনটাই জানানো হয়েছে সংস্থাটির তরফে। তবে এই গাড়ি লঞ্চ বা বাজারে ছাড়া হচ্ছে না। কেবলমাত্র প্রদর্শনের জন্যই এদেশে গাড়ি আনছে শাওমি (Xiaomi India)। চিনে শাওমি এই গাড়িটির নাম দিয়েছে এসইউ৭ (Xiaomi India)। চিনে ইলেকট্রিক গাড়িটির ডেলিভারি গত মার্চ মাস থেকে শুরু হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, শাওমি এসইউ৭ বেস মডেলের ইলেকট্রিক গাড়ির দাম রেখেছে ত্রিশ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ২৫ লাখ টাকা। মানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে শাওমির ফোনের মতো এই বিলাসবহুল গাড়ি সবার জন্য নয়। শাওমির বৈদ্যুতিক গাড়িটির দুটো ভার্সন রয়েছে। তার মধ্যে একটি ফুল চার্জে ছুটতে পারবে ৬৬৮ কিলোমিটার, অন্যদিকে অপর গাড়ির রেঞ্জ ৮০০ কিলোমিটার।

    প্রতি ঘণ্টায় স্পিড তুলে দিতে পারে ২৬৫ কিলোমিটার (Xiaomi India)

    গাড়িটির আরও বেশ কিছু চমকপ্রদ বৈশিষ্ট্য রয়েছে। যেমন প্রতি ঘণ্টায় স্পিড তুলে দিতে পারে শাওমির (Xiaomi SU7) এই গাড়ি ২৬৫ কিলোমিটার। আবার মাত্র তিন সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে এই গাড়িটি। বিশেষজ্ঞদের ধারণা, গাড়িটি একেবারে স্পোর্টস কারের সমতুল্য। বুধবার বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে উন্মোচন করা হবে শাওমির এই গাড়িটি। সংস্থার লক্ষ্য রয়েছে, স্মার্টফোনের বাইরেও অত্যাধুনিক কিছু পণ্যের প্রদর্শন। জানা গিয়েছে, এই বৈদ্যুতিক গাড়িটি প্রায় পাঁচ মিটার লম্বা। চিনে ইতিমধ্যে ১০ হাজার গাড়ি ডেলিভারি দেওয়া হয়ে গিয়েছে বলে জানিয়েছে সংস্থা। জানা যাচ্ছে, মার্চ মাসের পর থেকে এখনও পর্যন্ত চিনে ৭০ হাজার অর্ডার মিলেছে এই গাড়িটির (Xiaomi India)। 

    শাওমির প্রতিষ্ঠাতা কী জানিয়েছেন

    শাওমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা লেই জুন বলেছেন, শাওমির প্রথম বৈদ্যুতিক গাড়ি ২৯ হাজার ৮৭৪ ডলার থেকে ৪১ হাজার ৪৯৭ ডলারে বিক্রি হবে। সিএনএন জানিয়েছে, টেসলার একই মডেলের গাড়ির চেয়ে শাওমির এই মডেলের গাড়ির (Xiaomi SU7) দাম চার হাজার ডলার কম রাখা হয়েছে। চিনের সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে দেশটির বৈদ্যুতিক গাড়ি শিল্পের মুনাফার হার পাঁচ শতাংশে নেমে এসেছে। চিনের বৃহত্তম কোম্পানি বিইওয়াইডি চলতি সপ্তাহের শুরুতে জানায়, বেচাকেনা কমে যাওয়ায় গত ত্রৈমাসিকে তাদের মুনাফা হয়েছে দুই বছরের মধ্যে সবচেয়ে কম।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share