Category: গ্যাজেট

Get updated Gadget related news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • WhatsApp New Feauters: চলতি বছরে কী কী ফিচার আনছে হোয়াটসঅ্যাপ?

    WhatsApp New Feauters: চলতি বছরে কী কী ফিচার আনছে হোয়াটসঅ্যাপ?

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপে নিত্যনতুন ফিচার (WhatsApp New Feauters) এসেই চলেছে। চলতি বছরেও বেশ কিছু নতুন ফিচার যোগ করার কথা ইতিমধ্যে ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ টিম। পরীক্ষামূলকভাবে কিছু ফিচারের(WhatsApp New Feauters)  কাজও চলছে। হোয়াটসঅ্যাপকে আরও উন্নত করতে এবং এর ব্যবহারকারীদের কাছে এটিকে আরও বেশি উপযোগী করে তুলতেই নতুন নতুন ফিচার আসছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের নতুন কিছু ফিচার কয়েকদিনের মধ্যেই উপলব্ধ হবে বলে জানিয়েছে হোয়াটস্যাপ কতৃপক্ষ। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সন, ওয়েবের জন্য বিভিন্ন ফিচার আসছে এবং কিছুর পরীক্ষামূলকভাবে কাজ চলছে যেগুলি আগামী দিনে ব্যবহারকারীরা পাবেন বলে হোয়াটসঅ্যাপ থেকে জানানো হয়েছে।

    কিছু নতুন ফিচার (WhatsApp New Feauters) , যেগুলি আসতে চলেছে

    অন্য ব্যবহারকারীকে ছবি পাঠালে কোয়ালিটি কমবে না

    হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে সাধারণভাবে দেখা যায় ছবি বা ভিডিও এর কোয়ালিটি কমে গেছে। এবার হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার (WhatsApp New Feauters)  নিয়ে আসছে যার ফলে ব্যবহারকারীরা ছবি পাঠালে সেটির কোয়ালিটি কোন ভাবেই খারাপ হবে না বলে জানা যাচ্ছে। আবার ছবির কোয়ালিটি কম করেও ব্যবহারকারীরা পাঠাতে পারবেন। সেই অপশন থাকবে। 

    গ্রুপ সাবজেক্টের শব্দ সংখ্যা বাড়ানো হচ্ছে

    এতদিন অবধি হোয়াটসঅ্যাপে যেকোনও গ্রুপ সাবজেক্ট লেখা যেত মাত্র ২৫টি অক্ষরে এবার সেটি নূন্যতম ৫১২ থেকে সর্বোচ্চ ২০৪৮ করা হবে বলে মনে হচ্ছে।

    টেক্সট এডিটর

    টেক্সট এডিটর এর মাধ্যমে কাউকে টেক্সট করা আরও সহজ হয়ে যাবে এবং এখানে নতুন নতুন বেশ কতগুলি ফিচার যোগ করা হবে।

    নিউ ফন্টস

    এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো লেখাকে সাজাতে পারবেন বিভিন্ন ফন্ট দিয়ে ছবি ভিডিও ইত্যাদি যোগ করা যাবে। জানা যাচ্ছে Calistoga, courier prime ইত্যাদি যোগ করা হবে এই ফিচারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • IndOS: অ্যান্ড্রয়েড কে এবার টক্কর দেবে ভারতের ইন্দোস, উদ্যোগ নিচ্ছে কেন্দ্র

    IndOS: অ্যান্ড্রয়েড কে এবার টক্কর দেবে ভারতের ইন্দোস, উদ্যোগ নিচ্ছে কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: বিগত কয়েক বছরে ভারতে ব্যাপক বেড়েছে স্মার্টফোনের ব্যবহার। ১৩০ কোটির এই দেশে স্মার্টফোনের বাজারের প্রায় সমস্ত অংশ দখল করে রয়েছে Android ও iOS এই দুই বিদেশী সংস্থা।  Android কিনলে কিছু অ্যাপ আমাদের ইনস্টল করতে হয়। কিন্তু ফোন কেনা মাত্রই লক্ষ্য করা যায় যে ফোনেই ইনস্টল রয়েছে Google Chrome, YouTube, Gmail – এর মতো অ্যাপগুলি। অন্য অ্যাপ আপনি আন-ইনস্টল করতে পারবেন সহজেই কিন্তু  এই সব অ্যাপ Android ফোন থেকে আন-ইনস্টল করা যায় না।  Android ও Google- এর এই একাধিপত্য বন্ধ করতে এবার উদ্যোগী মোদি সরকার।

    কী পরিকল্পনা রয়েছে কেন্দ্রের

    শোনা যাচ্ছে Android ও iOS-কে জোর টক্কর দিতে দেশে আসছে IndOS নামের একটি নতুন মোবাইল অপারেটিং সিস্টেম। এমনই পরিকল্পনা রয়েছে মোদি সরকারের। এবিষয়ে কেন্দ্র সরকারের এক শীর্ষ আধিকারিক বলেন, বিশ্বের অন্যতম বড় স্মার্টফোন বাজার হল আমাদের দেশ। কেন্দ্র সরকারের পরিকল্পনা রয়েছে  সম্পূর্ণ নিরাপদ দেশীয় প্রযুক্তির ভারতীয় অপারেটিং সিস্টেম (IndOS) তৈরি করা। যা Android ও iOS – এর মতো অপারেটিং সিস্টেমগুলির প্রতিযোগী হতে পারবে।

    ইতিমধ্যে ভারতে কম্পিটিশন কমিশনের কাছে ১৩১৬ হাজার কোটি টাকার জরিমানা দিতে হয়েছে Google কে, কারন Google  এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে Play Store – কে ব্যবহার করে ভারতীয় বাজারে বেআইনিভাবে আধিপত্য কায়েম করার। পরিসংখ্যান বলছে ভারতের স্মার্টফোন বাজারের ৯৭ শতাংশই দখল করে রয়েছে Android. 
    Google বিবৃতি দিয়ে বলেছে ভারত সরকারের এই সিদ্ধান্তের কারণে তাদের দীর্ঘদিনের ব্যবসার রুটিন এবার বদল হবে।
    প্রসঙ্গত Google, Apple – এর মতো অপারেটিং সিস্টেম প্রস্তুতকারী সংস্থাগুলির কাছে গ্রাহকের ব্যক্তিগত তথ্য থাকে। এবার তাই ভারতীয় মোবাইল অপারেটিং সিস্টেম লঞ্চে করার কথা ভাবছে কেন্দ্র। যদিও কবে এই দেশি অপারেটিং সিস্টেম (IndOS) লঞ্চ হবে সেই বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • WhatsApp New Features: নতুন ক্যামেরা ফিচার আসছে হোয়াটসঅ্যাপে, ব্লক করার পদ্ধতিও সহজ হচ্ছে

    WhatsApp New Features: নতুন ক্যামেরা ফিচার আসছে হোয়াটসঅ্যাপে, ব্লক করার পদ্ধতিও সহজ হচ্ছে

    মাধ্যম নিউজ ডেস্ক: অপছন্দের কোন নম্বর হোয়াটসঅ্যাপে ব্লক করার পদ্ধতি আরও সহজ হচ্ছে। তার সঙ্গে ক্যামেরাতেও আসছে ফিচার। ইউজারদের সুবিধার জন্য নিত্যনতুন ফিচার (WhatsApp New Features) এনেই চলেছে হোয়াটসঅ্যাপ। শোনা যাচ্ছে মার্ক জুকারবার্গের অধিকৃত সংস্থার ডেভেলপমেন্ট টিম এবার হোয়াটসঅ্যাপের ক্যামেরা নিয়ে কাজ করছে। বিশ্বের জনপ্রিয় এই মেসেজ প্লাটফর্মে এমন ফিচার আসতে চলেছে যার সাহায্যে খুব সহজেই ভিডিও রেকর্ড করা যাবে, সুইচিং এর দ্বারা যেকোনও মুহূর্তে বদলানো যাবে ক্যামেরা মোড থেকে ভিডিও মোড। আগামী দিনে এই আপডেটেড ফিচার পাওয়া যাবে এবং তার নাম হবে ক্যামেরা মোড হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এর তরফ থেকে একটি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। শোনা যাচ্ছে নতুন ফিচার (WhatsApp New Features)  চালু হলে হোয়াটসঅ্যাপের ক্যামেরায় আরও অনেক নতুন মৌলিক ফিচারও চালু হতে পারে। অভিজ্ঞ মহলের ধারণা বর্তমানে হোয়াটসঅ্যাপের ক্যামেরা খুললে সেটি ট্যাপ করে রাখলে তারপর ভিডিও রেকর্ডিং করা যায় যেটা সহজ পদ্ধতি নয় এবং বিশেষ করে বড় ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ভিডিও করতে খুব সমস্যা দেখা যায় তবে নতুন ফিচার চালু হলে ক্যামেরা এবং ভিডিওর মধ্যে সহজে সুইচ করা যাবে।

    ব্লক করার ক্ষেত্রে কেমন ফিচার আসছে 

    শোনা যাচ্ছে নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ যেখানে কোন ইউজার কে মানে আপনার অপছন্দের কোন ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে সহজেই ব্লক করতে পারবেন এর জন্য ডান দিকে উপরের কোনে নোটিফিকেশনের পাশে থাকবে এই ব্লক শর্টকাট ফিচার। যেখানে একটি সুইচ অপশন ক্লিক করলেই হয়ে যাবে ব্লক।

    এতদিন অবধি হোয়াটসঅ্যাপের বিভিন্ন চ্যাটের রিপোর্ট করা যেত এবার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখে যদি মনে হয় যে সেটি হোয়াটসঅ্যাপের গাইড লাইন মানছে না, তাহলে সেক্ষেত্রে সেখানে রিপোর্ট করা যাবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপের নতুন ‘অ্যালার্ট ফিচার’ সম্পর্কে জানুন

    WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপের নতুন ‘অ্যালার্ট ফিচার’ সম্পর্কে জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সালে হোয়াটসঅ্যাপ নতুন নতুন ফিচার (WhatsApp New Feature) এনে ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপকে আরও সহজ করে তুলেছে। নতুন বছর ২০২৩ সালেও অনেক নতুন চমক আসতে চলেছে মার্ক জুকারবার্গের এই সংস্থা হোয়াটসঅ্যাপে ‌। 

    কীভাবে কাজ করবে নতুন এই ফিচার (WhatsApp New Feature)

    হোয়াটসঅ্যাপ সূত্রে জানা গেছে, যে সমস্ত ফিচার (WhatsApp New Feature) ইতিমধ্যে ব্যবহারকারীদের হাতে এসেছে সেগুলিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য অনবরত কাজ করছে হোয়াটসঅ্যাপ ডেভেলপমেন্ট টিম। ২০২২ সালের ডিসেম্বর মাসেই এসেছিল হোয়াটসঅ্যাপের নতুন ফিচার (WhatsApp New Feature) ফরওয়ার্ড মিডিয়া উইথ ক্যাপশন। এই ফিচারকে আরও আকর্ষণীয় এবং উন্নত করতে কাজ করে চলেছে হোয়াটসঅ্যাপ টিম। হোয়াটসঅ্যাপে যে কোনও নতুন ফিচার (WhatsApp New Feature) এলেই সাধারণত ট্যুইট করা হয় WABetaInfo এই ওয়েবসাইট থেকে। ইতিমধ্যে এই ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে ট্যুইট করেছে যে হোয়াটসঅ্যাপের  ফরওয়ার্ড মিডিয়া উইথ ক্যাপশন এই ফিচারের নতুন আপডেট (WhatsApp New Feature) খুব শীঘ্রই আসছে।

    যেকোনও ছবি বা ভিডিও কিংবা ডকুমেন্ট হোয়াটসঅ্যাপে শেয়ার করার আগে ক্যাপশন লেখার অপশন আসে। কিন্তু সমস্যা হতো অন্য কারও কাছ থেকে প্রাপ্ত ছবি বা ভিডিওর ক্যাপশন ফরওয়ার্ড করার কোন উপায় ছিল না। সেক্ষেত্রে ব্যবহারকারীকে ছবি বা ভিডিওটি ফরওয়ার্ড করতে হতো ক্যাপশন ছাড়াই অথবা ক্যাপশন দিতে চাইলে নিজেকে আবার নতুন ক্যাপশন লিখতে হতো। এবার এই সমস্যার সমাধান হতে চলেছে। নতুন ফিচার (WhatsApp New Feature) আপডেট এলে অ্যালার্ট অপশন দেখতে পাবেন ব্যবহারকারীরা যেকোনও ছবি বা ভিডিও ফরওয়ার্ড করার সময়। সেখানে ব্যবহারকারীকে জানানো হবে যে ছবি বা ভিডিও ফরওয়ার্ড করা হচ্ছে ক্যাপশন সমেত। তবে ব্যবহারকারী চাইলে ক্যাপশন রিমুভ করেও ছবি বা মেসেজ ফরওয়ার্ড করতে পারবেন, এমন অপশনও থাকবে।

  • WhatsApp New Feature: এবার ডেটা ব্যাকআপ করা যাবে হোয়াটসঅ্যাপেও, আসছে নতুন ফিচার 

    WhatsApp New Feature: এবার ডেটা ব্যাকআপ করা যাবে হোয়াটসঅ্যাপেও, আসছে নতুন ফিচার 

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধু অবসর সময় কাটানোর জন্যই হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) আজ আর ব্যবহৃত হয়না। গুরুত্বপূর্ণ কাজেও এর জুড়ি মেলা ভার। যেমন ধরুন কোনও গুরুত্বপূর্ণ নথি কাউকে খুব তাড়াতাড়ি পাঠাতে হবে অথবা কোনও ঘটনার ভিডিও! এক্ষেত্রে যেন হোয়াটসঅ্যাপের বিকল্প নেই। প্রতিদিনের এসমস্ত মিডিয়া ফাইল (ছবি, ভিডিও, জিআইএফ এবং ডকুমেন্টস) আমাদের ডিভাইসে জমা হয়। যেগুলির মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি দীর্ঘদিন অবধি স্টোর করে রেখে দিই আমরা। কিন্তু হোয়াটসঅ্যাপের ডকুমেন্টস কোনও কারণে ডিলিট হয়ে যেতে পারে, ঠিক এইকারনে অনেকেই গুরুত্বপূর্ণ নথি গুলি গুগল ড্রাইভে সেভ করে রাখেন। ফলে পরবর্তীকালে অন্য কোন অ্যান্ড্রয়েড ফোন কিনলেও তৎক্ষণাৎ গুগল আকাউন্ট দিয়ে নতুন ফোনে লগ-ইন করলেই পুরোনো ফোনের সমস্ত ডেটা নতুন ফোনে চলে আসে। কিন্তু গুগল ড্রাইভে যদি কোনও ডেটা ব্যাকআপ না নেওয়া থাকে, তখন কিন্তু ফাইলগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা থাকেনা। এবার এই সমস্যার সমাধান হতে চলেছে। হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) আনছে নতুন ফিচার।

    নতুন ফিচার (WhatsApp New Feature)

    সম্প্রতি হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার (WhatsApp New Feature) রোলআউট করার জন্য কাজ করছে, যেটির সাহায্যে গুগল ড্রাইভে ব্যাকআপ না থাকলেও ব্যবহারকারীরা এক অ্যান্ড্রয়েড ফোন থেকে অন্য অ্যান্ড্রয়েড ফোনে সমস্ত কিছু নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে নতুন ফিচারটি (WhatsApp New Feature) এলে ফোন পরিবর্তন হলেও চ্যাট হারিয়ে যাবেনা।

    কীভাবে কাজ করবে নতুন এই ফিচার (WhatsApp New Feature)

    হোয়াটসঅ্যাপের (WhatsApp New Feature) তরফে জানানো হয়েছে যে নতুন এই ফিচারটির (WhatsApp New Feature) মাধ্যমে গুগল ড্রাইভে ডেটা ব্যাকআপ নেওয়া না থাকলেও ব্যবহারকারীরা একটি অ্যান্ড্রয়েড ফোন থেকে অন্য একটি অ্যান্ড্রয়েড ফোনে সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট  ট্রান্সফার করতে পারবেন। এর জন্য ব্যবহারকারীদেরকে নিম্নোক্ত ধাপগুলি অনুসরণ করতে হবে:
    WhatsApp Settings> Chats > Chat Transfer to Android

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার “কেপ্ট মেসেজ”, জানুন বিস্তারিত

    WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার “কেপ্ট মেসেজ”, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্ক জুকেরবার্গের মেটা কোম্পানির হোয়াটসঅ্যাপ, নতুন নতুন ফিচার (WhatsApp New Feature) এনেই চলেছে। বিভিন্ন রকমের ফিচার পেয়ে স্বভাবতই খুশি ব্যবহারকারীরা। যোগাযোগের মাধ্যম অনেক বেশি উন্নত হয়ে চলেছে নতুন নতুন ফিচারের (WhatsApp New Feature) দৌলতে। কিছুদিন আগেই এসেছে নতুন একটি ফিচার যেটির দ্বারা সহজেই অন্য অ্যাপসে কাজ করতে করতে করা যাবে হোয়াটসঅ্যাপ ভিডিও কল। এবার নতুন বছরে হোয়াটসঅ্যাপের উপহার তার ব্যবহারকারীদের জন্য “Kept” নামের ফিচার.

    কিভাবে কাজ করবেন নতুন এই ফিচার (WhatsApp New Feature)

    ফিচারের (WhatsApp New Feature) নাম শুনেই আন্দাজ করা যাচ্ছে এর কাজ সম্পর্কে। হ্যাঁ ঠিকই ধরেছেন এর কাজ রেখে দেওয়া। মানে সেভ করে রাখা যেকোনও মেসেজ। জুকেরবার্কের মালিকাধীন সংস্থা সূত্রে জানা গেছে এই মেসেজ ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে ডিস অ্যাপিয়ারিং মেসেজকেও রেখে দেওয়া সম্ভব। যদিও এই নতুন ফিচারের রোল আউট এখনও পর্যন্ত হয়নি। ডিস অ্যাপিয়ারিং মেসেজ ফিচারের সাহায্যে একজন ব্যবহারকারী যদি অন্য একজন ব্যবহারকারীকে মেসেজ পাঠান তাহলে চ্যাটে একটি নির্দিষ্ট সময় পর আপনা আপনি ওই মেসেজ ডিলিট হয়ে যাবে। তবে এই নতুন মেসেজ ফিচারের (WhatsApp New Feature) সাহায্যে হোয়াটসঅ্যাপে ওই মেসেজ রেখে দেওয়া সম্ভব হবে। এখনও পর্যন্ত এই ফিচার (WhatsApp New Feature) সর্বসাধারণের হাতের মুঠোতে আসতে বেশ কিছুটা দেরি রয়েছে বলেই সংস্থা সূত্রে জানা গেছে। “Kept” মেসেজ ফিচারের সাহায্যে  ডিস অ্যাপিয়ারিং মেসেজ অটোমেটিক ভাবে ডিলিট হয়ে যাবে না সাময়িকভাবে থেকেই যাবে।  ডিস অ্যাপিয়ারিং মেসেজ ফিচার আনা হয়েছিল যাতে প্রত্যেক ব্যবহারকারীর গোপনীয়তা বজায় থাকে, মূলত সেই কারণেই। এবার তার মধ্যে যদি কোন মেসেজকে গুরুত্বপূর্ণ মনে হয় এবং ব্যবহারকারী যদি মনে করেন যে এই মেসেজ রেখে দেওয়া উচিত তাহলে তিনি “Kept” মেসেজ ফিচারের মাধ্যমে এই সুবিধা পাবেন। আবার Un-keep অপশনের সুবিধাও থাকবে ব্যবহারকারীদের জন্য, এই অপশন ক্লিক করলেই হোয়াটসঅ্যাপে মেসেজগুলো ডিলিট হয়ে যাবে, সেভ হবে না।

  • BIS:  ২০২৫ এর মধ্যে সারা দেশে চালু  হবে,  ‘এক দেশ এক চার্জার’

    BIS: ২০২৫ এর মধ্যে সারা দেশে চালু হবে, ‘এক দেশ এক চার্জার’

    মাধ্যম নিউজ ডেস্ক: এখন ফোন বা ল্যাপটপ যাই কিনুন না কেন তার সঙ্গে চার্জার কেনা বাধ্যতামূলক। এক একটি ডিভাইস এক একটি চার্জার দিয়ে চার্জ হয়। ফলে সমস্যা তৈরি হয়। তাই এই সমস্যা এড়ানোর জন্য এবার সারা দেশে চালু হতে চলেছে একই ধরনের চার্জার । একে এক দেশ এক চার্জার নীতি বললে ভুল কিছু হবে না। এই নিয়ম চালু হলে নতুন ডিভাইস কেনার সঙ্গে আলাদা করে আর চার্জার কিনতে হবে না। 

     ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর তরফে একটি স্ট্যান্ডার্ড তৈরি করা হয়েছে যেখানে বলা হয়েছে স্মার্টফোন, মোবাইল, ট্যাবলেট থেকে অন্যান্য সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস যাতে USB টাইপ সি চার্জার দিয়েই চার্জ দেওয়া যায়। এটি সারা দেশে ২০২৫ এর মার্চের মধ্যে চালু হয়ে যাবে। জানা গিয়েছে সমস্ত মোবাইল প্রস্তুতকারক কোম্পানি এই নির্দেশ মানতে রাজি হয়েছে। তারা স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপের জন্য USB টাইপ সি পোর্ট চালু করতে রাজি বলেই জানিয়েছেন রোহিত কুমার সিং, যিনি উপভোক্তা মন্ত্রকের সেক্রেটারি। 

    আরও পড়ুন: নতুন ফিচার আসছে মাইক্রোসফট এক্সেলে, সময় বাঁচবে অনেকটাই

    ইউরোপে ঠিক এমন নীতিই চালু আছে

    এ প্রসঙ্গে বলা দরকার, ইউরোপ ইউনিয়নের মধ্যে থাকা সমস্ত দেশেই এখন USB টাইপ সি পোর্ট বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। ২০২২ সালেই একটি অর্ডার পাশ করে ইউরোপিয়ান ইউনিয়ন, সেখানেই বলা হয়েছে যে ২০২৪ সাল শেষ হওয়ার আগেই অ্যান্ড্রয়েড এবং IOS এর ক্ষেত্রে কনজিউমার ইলেকট্রনিক প্রোডাক্ট আছে সেই সবগুলোতেই USB টাইপ সি পোর্ট ব্যবহার করতেই হবে। একই সঙ্গে সেই অর্ডারে বলা হয়েছে যে আগামী ২০২৬ এর মধ্যে এই নিয়ম ল্যাপটপের জন্য আনা হবে।

    আরও পড়ুন: ৩১ ডিসেম্বর থেকে এই ফোনগুলোতে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ! আপনারটা নেই তো? দেখুন তালিকা

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Microsoft Excel: নতুন ফিচার আসছে মাইক্রোসফট এক্সেলে, সময় বাঁচবে অনেকটাই

    Microsoft Excel: নতুন ফিচার আসছে মাইক্রোসফট এক্সেলে, সময় বাঁচবে অনেকটাই

    মাধ্যম নিউজ ডেস্ক: যে কোনও অফিসিয়াল কাজ মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel) ছাড়া হয়না বললেই চলে। একথা বলাই যায় যে অফিস মানেই এক্সেল। এই এক্সেলের কাজ করা যাতে আরও সহজ হয় সেই ব্যবস্থাই করছে সংস্থা। আসতে চলেছে নতুন ফিচার।
    ইতিমধ্যে মাইক্রোসফট ঘোষণা করেছে যে এক্সেলের ফিচারগুলি  আরও বেশি আধুনিক হবে। সম্প্রতি “ফর্মুলা সাজেশন” এবং “ফর্মুলা বাই এক্সাম্পেল” এই নামের দুটি ফিচার যোগ করেছে উইন্ডোজের নির্মাতা। বিশেষজ্ঞ মহল মনে করছে এই দুটি ফিচারে কাজ করা আরও সহজ হবে। তবে সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে আপাতত কেবল মাইক্রোসফট ৩৬৫-এর মধ্যে থাকা এক্সেল সফটওয়্যারের ওয়েব ভার্সনেই মিলবে এই নতুন ফিচারগুলো।

    আরও পড়ুন: ভুল করে ‘ডিলিট ফর মি’ করে ফেলেছেন? এবার ‘আনডু’ ফিচার আসছে হোয়াটসঅ্যাপে 

     

    ফিচারগুলির কাজ কী হবে

    ফর্মুলা সাজেশন নামের এই ফিচারটির সম্পর্কে জানা যাচ্ছে যে এক্সেলে যে কোন সেলে সমান চিহ্ন টাইপ করলে আশেপাশে ডেটার ভিত্তিতে সম্ভাব্য ফর্মুলাগুলো সম্পর্কে জানান দেবে এই ফিচারটি।
    সংস্থা সূত্রে খবর যে আপাতত কেবল ইংরেজিতেই কাজ করবে এই ফর্মুলা সাজেশন। ফিচারটি যোগফল নির্ণয় করতে, গড় নির্ণয় করতে, মোট সংখ্যা বের করতে, সর্বোচ্চ সর্বনিম্ন বিভিন্ন বিষয় নির্ধারণের জন্য যে ফর্মুলাগুলো রয়েছে, সেগুলো পরামর্শ আকারে দেখাবে ব্যবহারকারীকে। এই ফিচারের ফলে এক্সেল ব্যবহারকারীদের সময় অনেকটাই বাঁচবে বলে মনে করছে সংস্থা।
    অন্যদিকে “ফর্মুলা বাই এক্সাম্পেল” ফিচারটিও নতুন ধরনের।

    আরও পড়ুন: ৩১ ডিসেম্বর থেকে এই ফোনগুলোতে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ! আপনারটা নেই তো? দেখুন তালিকা

    সংস্থা সূত্রে জানা গেছে এটি ডেটার মধ্যে প্যাটার্ন চিহ্নিত করে ওই নির্দিষ্ট কলামের বাকি অংশ পূরণ করতে পারবে।
    সংস্থার সূত্রে জানা গেছে যে এখনও সমস্ত ব্যবহারকারীর জন্য এই ফিচার চালু হয়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Jio 5G: আগামী বছরেই দেশের সর্বত্র জিও ৫জি পরিষেবা, ঘোষণা মুকেশ আম্বানির

    Jio 5G: আগামী বছরেই দেশের সর্বত্র জিও ৫জি পরিষেবা, ঘোষণা মুকেশ আম্বানির

    মাধ্যম নিউজ ডেস্ক: মুকেশ আম্বানি অভিনন্দন জানিয়েছেন jio টিমকে। দেশের মধ্যে এক নম্বর স্থান অধিকার করার জন্য। এদিন তার পাশাপাশি মুকেশ আম্বানি নতুন একটি জিও প্ল্যাটফর্ম তৈরি করার কথাও বলেছেন যেটির নাম হবে রিলায়েন্স জিও ইনফোকম এবং বিভিন্ন ধরনের ডিজিটাল সলিউশন প্রদান করাই এই কোম্পানির কাজ হবে। 
    মুকেশ আম্বানির মতে, জিওর প্ল্যাটফর্ম ভারতের সবথেকে বড় প্ল্যাটফর্ম হবে এবং সেটি সমস্ত ধরনের ডিজিটাল সলিউশন প্রদান করবে দেশে এবং আন্তর্জাতিক বাজারে।
    মুকেশ আম্বানি আরও যোগ করেন যে ২০২৩ সালে দেশের প্রতিটি প্রান্তে যখন Jio 5G সার্ভিস চালু হয়ে যাবে তখন উচ্চনীচ ভেদাভেদ বলে কিছু থাকবে না এবং প্রত্যেকটি প্রত্যন্ত গ্রামের মানুষেরা ভালোমানের শিক্ষা সমেত সমস্ত কিছুই পাবে।

    চলতি বছরে কয়েক মাস আগে রিলায়েন্স জিও (Relience Jio) দেশে এনেছে 5G সার্ভিস। এই 5G সার্ভিসকে রিলায়েন্স নামকরণ করেছে ট্রু (True) 5G সার্ভিস। প্রথম এই সার্ভিস চালু হয়েছে নতুন দিল্লিতে, এবার মুকেশ আম্বানির সংস্থা লক্ষ্যমাত্রা রেখেছে  দেশের প্রত্যেকটি প্রান্তে Jio 5G সার্ভিসকে পৌঁছে দেওয়ার।

    আরও পড়ুন: ফিরে দেখা সাল ২০২২! মহিলাদের স্বার্থে দেওয়া যুগান্তকারী কয়েকটি রায় শীর্ষ আদালতের

    রিলায়েন্স জিও সূত্রে জানা গেছে যে দেশের সমস্ত প্রান্তে 5G সার্ভিস তারা পৌঁছে দেবে ডিসেম্বর ২০২৩ এর মধ্যেই।

    নতুনভাবে কোন ১১ টি শহরে Jio 5G সার্ভিস চালু হল, সেটা এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

    ১) চন্ডিগড়

    ২) ত্রিবান্দ্রম

    ৩) মহীশূর

    ৪) লক্ষ্নৌ

    ৫) নাসিক

    ৬) ঔরঙ্গাবাদ

    ৭) মোহালি

    ৮) পাঁচকুলা

    ৯) জিরাকপুর

    ১০) খারর

    ১১) দেরাবাসসি

    ইতিমধ্যে যে শহরগুলিতে Jio 5G সার্ভিস আগেই চালু হয়েছে সেই শহর গুলো দেখবো।
    ১) দিল্লি

    ২) মুম্বাই

    ৩) বারানসি

    ৪) কলকাতা

    ৫) বেঙ্গালুরু

    ৬) হায়দ্রাবাদ

    ৭) চেন্নাই

    ৮) নাথদ্বারা

    ৯) পুনে

    ১০) গুরগ্রাম

    ১১) নয়ডা

    ১২) গাজিয়াবাদ

    ১৩) ফরিদাবাদ

    ১৪) গুজরাটের সমস্ত জেলা শহর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • Jimmy Donaldson: ট্যুইটারের সিইও হওয়ার ইচ্ছাপ্রকাশ, বিশ্বের সবথেকে জনপ্রিয় ইউটিউবারের, কী বললেন এলন মাস্ক

    Jimmy Donaldson: ট্যুইটারের সিইও হওয়ার ইচ্ছাপ্রকাশ, বিশ্বের সবথেকে জনপ্রিয় ইউটিউবারের, কী বললেন এলন মাস্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউবে সব থেকে বেশি সাবস্ক্রাইবার কার আছে জানেন? এর উত্তরটা হলো, জিম্মি ডোনাল্ডসন (Jimmy Donaldson)। বিশ্বব্যাপী তার সাবস্ক্রাইবার রয়েছে মোট ১২ কোটি। এবার তিনি (Jimmy Donaldson) ইচ্ছা প্রকাশ করলেন  ট্যুইটারের সিইও হওয়ার! 

    কেন এমন ইচ্ছাপ্রকাশ করলেন ডোনাল্ডসন (Jimmy Donaldson)

    আসলে ঘটনার সূত্রপাত ট্যুইটারের সিইও এলন মাস্কের একটি ট্যুইটার পোল কে কেন্দ্র করে। যে পোলটির মাধ্যমে তিনি জানতে চান, তাঁর ট্যুইটারের সিইও হয়ে থাকাটা উচিত কী উচিত নয়! চলতি সপ্তাহের সোমবারে এই পোলের রেজাল্ট বের হয় সেখানে দেখা যায় যে ৫৭ শতাংশ মানুষই চাননা এলন মাস্ক ট্যুইটারের সিইও পদে থাকুন। প্রায় এক কোটি ভোট পড়েছে এলন মাস্কের বিপক্ষে যে তিনি এই পদে না থাকলেই ভালো।
    পৃথিবীর দ্বিতীয় ধনকুবের এলন মাস্ক নিজের ট্যুইটারে ভোটের এই ফলাফলকে শেয়ার করেছেন এবং বলেছেন যে যদি আমি কোন বিকল্প পেলে এই কাজ ছেড়ে দেব এবং সফটওয়্যার এবং সার্ভারের উপর কাজ করবো। এরপরই বিশ্বের এক নম্বর ইউটিউবার ডোনাল্ডসনের (Jimmy Donaldson) ট্যুইট সামনে আসে। যেখানে তিনি বলছেন কী ভালোই না হত! যদি তিনি সোশ্যাল মিডিয়ার এই কোম্পানিকে চালাতে পারতেন! তাঁর আরও প্রশ্ন, তিনি কী হতে পারেন ট্যুইটারের পরবর্তী সিইও ? এটাও তিনি জানতে চেয়েছেন এলন মাস্কের কাছে। মাত্র ২৪ বছর বয়সী বিশ্বের জনপ্রিয় ইউটিউবারের (Jimmy Donaldson) এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে এলন মাস্ক জানিয়েছেন,  ডোনাল্ডসনের (Jimmy Donaldson) এই প্রশ্ন প্রসঙ্গের বাইরে নয়! প্রসঙ্গত চলতি বছরের অক্টোবর মাসে ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক কর্মী ছাঁটাই করেছেন এলন মাস্ক। শুধু তাই নয় অ্যাপেলের মতো সংস্থার সাথেও তিনি বিতন্ডায় জড়িয়েছেন বলে অভিযোগ। ট্যুইটারে নতুন নতুন ফিচার আনার ব্যাপারেও তিনি উদ্যোগী হয়েছেন। ট্যুইটারে ভোটের ফলাফলের ভিত্তিতেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যুইটার একাউন্ট পুনরায় চালু করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

LinkedIn
Share