Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Ghulam Nabi Azad: ৩৭০ ধারা পুনরুদ্ধার সম্ভব নয়, কাশ্মীরে বললেন গুলাম নবি আজাদ

    Ghulam Nabi Azad: ৩৭০ ধারা পুনরুদ্ধার সম্ভব নয়, কাশ্মীরে বললেন গুলাম নবি আজাদ

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার করা সম্ভব নয়। কাশ্মীরের বারামুল্লায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad on Article 370)। দল ছাড়ার পর এই প্রথম জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) মতো স্পর্শকাতর বিষয় নিয়ে মুখ খুললেন তিনি।  

    ২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা (Article 370) তুলে নেওয়া হয়। সেই প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী বলেন, “কাশ্মীরে পুনরায় ৩৭০ ধারা লাগু করা আর সম্ভব নয়। কাশ্মীরে ৩৭০ ধারা পুনরুদ্ধার করার জন্য সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতার প্রয়োজন। আমি ৩৭০ ধারার নামে করে রাজনৈতিক দলগুলোকে কাশ্মীরের জনগণকে শোষণ করতে দেব না। ৩৭০ ধারা পুরনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে কাশ্মীরের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমি কাশ্মীরের জনগণকে বিপথে চালিত করতে পারব না। মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারব না।” 

    আরও পড়ুন: ফের ধস জম্মু-কাশ্মীর কংগ্রেসে, আড়ে বহরে বাড়ছে আজাদ শিবির!

    গুলাম নবি আজাদ আরও বলেন, “রাজনৈতিক কারণে কাশ্মীরে প্রায় এক লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন। পাঁচ লক্ষ শিশু অনাথ হয়েছে। আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বা জনগণকে ভয় দেখিয়ে মানুষের কাছে ভোট চাইব না। কাশ্মীরিদের অধিকারের জন্যে লড়াই করব। স্থানীয় বাসিন্দাদের বিপদে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে আমি ভোট চাইব।” 

     

    তিনি আরও বলেন, “কংগ্রেস বা অন্য কোনও আঞ্চলিক রাজনৈতিক দল ৩২০ ধারা ফিরিয়ে আনতে পারবে না। মমতা, শরদ পাওয়ার, ডিএমকে কেউ না। কংগ্রেসের আসন সংখ্যা ৫০ থেকে ২৫- এ নেমে আসবে। আমি প্রার্থনা করি এরকম সময় না আসুক।”   

    নতুন দল গঠনের বিষয়ে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ বলেন, “আমরা আগামী ১০ দিনের মধ্যে নতুন দলের ঘোষণা করব। জম্মু ও কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের জন্য রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের জন্য লড়াই করব। জম্মু ও কাশ্মীরের জমির সুরক্ষা, কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে সমর্থন চাইব।” 

    আরও পড়ুন: কয়েকজন নেতার সঙ্গে বসে চা খাওয়া বিরোধী ঐক্য নয়, সাফ জানালেন পিকে

    প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “কাশ্মীরের বাসিন্দাদের ক্রমাগত আন্দোলনের জন্য উসকানি দেওয়া হচ্ছে। বহু বিক্ষোভকারীর মৃত্যু হচ্ছে। কাশ্মীরে অশান্ত পরিবেশ তৈরি করে রাজনৈতিক নেতারা ফায়দা তোলার চেষ্টা করছে। আমি রাজনীতি করতে আসিনি। কাশ্মীরের মানুষকে রাজনীতির ফাঁদে আর পা দিতে দেব না।” 

    অগাস্ট মাসে কংগ্রেস থেকে ইস্তফা দেন গুলাম নবি আজাদ। তাঁর ইস্তফার কিছুদিনের মধ্যেই কাশ্মীরের একাধিক নেতা কর্মী কংগ্রেস ছাড়েন। জল্পনা বলছে,গুলাম নবির নতুন দলে যোগ দেবেন তাঁরা। যদিও এখনও দলের আনুষ্ঠানিক ঘোষণা করেননি প্রাক্তন কংগ্রেস নেতা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
  • AAP Bus Scam: বাস দুর্নীতিতে আপ সরকারের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের

    AAP Bus Scam: বাস দুর্নীতিতে আপ সরকারের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের

    মাধ্যম নিউজ ডেস্ক: একাধিক দুর্নীতির অভিযোগে জেরবার অরবিন্দ কেজরিওয়াল সরকার। এবার বাস কেনায় দুর্নীতির (CBI Investigation for Bus Scam) অভিযোগে দিল্লির বিরোধী দল বিজেপির অভিযোগের ভিত্তিতে শাসক দল আমি আদমি পার্টির (AAP) বিরুদ্ধে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা (Delhi Lieutenant Governor Vinai Kumar Saxena)। জানা গিয়েছে, গত মাসেই আপের বিরুদ্ধে বাস দুর্নীতির অভিযোগে নতুন করে সরব হয় গেরুয়া শিবির (BJP)। এরপরে মুখ্যসচিব নরেশ কুমার লেফটেন্যান্ট গভর্নরের কাছে ওই সংক্রান্ত রিপোর্ট পেশ করেন। সেই রিপোর্ট খতিয়ে দেখে হাজারটি বাস কেনা ও তার রক্ষনাবেক্ষনের টেন্ডারে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দেন তিনি। যদিও বিজেপির বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছে আম আদমি পার্টি। আপের পক্ষ থেকে জানানো হয়, সবটাই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে করা হয়েছে।

    আরও পড়ুন: আপের বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর, কেন জানেন?        
     
    দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন (Delhi Transport Corporation) সম্প্রতি হাজারটি লো ফ্লোর বাস কেনার সিদ্ধান্ত নেয়। টেন্ডার দেওয়া হয় একটি সংস্থাকে। অভিযোগ, নিয়মের তোয়াক্কা না করেই দিল্লির পরিবহণ মন্ত্রীকে টেন্ডার কমিটির চেয়ারম্যান করা হয়। গত জুন মাসে এই নিয়ে উত্তাল হয় বিরোধী দল। দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের কাছে নতুন করে অভিযোগ জমা পড়ে। দিল্লির মুখ্যসচিব রিপোর্ট জমা দিলে দেখা যায়, সেই রিপোর্টে তিনি বেনিয়মের কথাই উল্লেখ করেছেন। পাশাপাশি টেন্ডারেও ত্রুটি রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। পরে ওই বাস কেনা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।  
     
    এদিকে বাস কেনার বেনিয়মের অভিযোগ উড়িয়ে আম আদমি পার্টির মুখপাত্র সৌরভ ভরদ্বাজ বলেন, “যে বাসের কথা বলা হচ্ছে তা কেনার প্রক্রিয়া আগেই স্থগিত করে দেওয়া হয়েছে। গত দেড় বছরে এই মামলায় সিবিআই কিছুই বেনিয়ম খুঁজে পায়নি।” পাশাপাশি দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের বিরুদ্ধে সুর চড়িয়ে আপের পক্ষ থেকে বলা হয়, “নিজের ওপর ওঠা অভিযোগগুলি থেকে দৃষ্টি সরাতে এখন বাসের প্রসঙ্গ টানছেন লেফটেন্যান্ট গভর্নর।” 

    আরও পড়ুন: অসংসদীয় আচরণ, সাসপেন্ড করা হল রাজ্যসভার আরও ৩ সাংসদকে

    সিবিআই ইতিমধ্যেই এই বাসগুলি কেনা এবং বার্ষিক রক্ষণাবেক্ষণ সংক্রান্ত চুক্তিগুলি নিয়ে প্রাথমিক পর্যায়ে তদন্ত চালাচ্ছে। তার মধ্যেই লেফটেন্যান্ট গভর্নর নতুন অভিযোগগুলিকেও যুক্ত করার জন্য সিবিআই-কে অনুমোদন দিয়েছেন। নিজের সাফাইয়ে আপ জানিয়েছে, ‘‘বাস কখনও কেনাই হয়নি, দরপত্রও বাতিল করা হয়েছিল।  
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Lumpy Skin Disease: চোখ রাঙাচ্ছে লাম্পি স্কিন ডিজিজ, সংক্রমিত হতে পারে মানুষও?

    Lumpy Skin Disease: চোখ রাঙাচ্ছে লাম্পি স্কিন ডিজিজ, সংক্রমিত হতে পারে মানুষও?

    মাধ্যম নিউজ ডেস্ক: চোখ রাঙাচ্ছে নয়া ভাইরাস (Virus)। নাম লাম্পি স্কিন ডিজিজ (Lumpy Skin Disease)। ইতিমধ্যেই এই ভাইরাসের সংক্রমণে ভারতে (India) মৃত্যু হয়েছে ৫৭ হাজার গবাদি পশুর (Cattle)। সম্প্রতি এ খবর জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। রোগটি থেকে দ্রুত সংক্রমণ ছড়ায়। জানা গিয়েছে, ইতিমধ্যেই নয়া এই ভাইরাসে সংক্রমিত হয়েছে ১৫.২১ লক্ষ গবাদি পশু। দেশের সাতটি রাজ্যে উল্লেখযোগ্য হারে বাড়ছে সংক্রমণ। এই রাজ্যগুলি হল, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, উত্তর প্রদেশ, হরিয়ানা এবং দিল্লি।

    যেহেতু এটি সংক্রমক ব্যাধি, তাই লাম্পি স্কিন ডিজিজে  সংক্রমিত পশুকে পালের অন্য পশুদের থেকে আলাদা করে দেওয়ার পরামর্শ রাজ্যগুলিকে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। সংক্রমণ যাতে দ্রুত না ছাড়ায়, তাই এই ব্যবস্থা। আরও জানা গিয়েছে, লাম্পি স্কিন ডিজিজ সব চেয়ে দ্রুত গতিতে ছড়াচ্ছে রাজস্থান এবং গুজরাটে। পরিস্থিতি বিচার করে এই দুই রাজ্যের বিভিন্ন জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। কেবল অগাস্টেই এই দুই রাজ্যে লাম্পি স্কিন ডিজিজে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজারেরও বেশি গবাদি পশুর। পরিস্থিতির গুরুত্ব বিচার করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট চিঠি লিখেছেন কেন্দ্রকে। দাবি জানিয়েছেন, লাম্পি স্কিন ডিজিজকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার। গুজরাট সরকার সংক্রমিত ১৪টি জেলায় গবাদি পশু পরিবহণে জারি করেছে নিষেধাজ্ঞা।

    আরও পড়ুন : রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান? জানুন কী কী খাবেন

    ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটির মতে, লাম্পি স্কিন জিজিজ একটি ভাইরাস ঘটিত রোগ। এটি পশুদেহে সংক্রমিত হয়। রক্তচোষা পোকামাকড় যেমন মশা, মাছি প্রভৃতির মাধ্যমে এক প্রাণী থেকে অন্য প্রাণীর দেহে সংক্রমণ ছড়ায়। কোনও পশু লাম্পি স্কিন ডিজিজে সংক্রমিত হলে তার জ্বর হবে। শরীরের বিভিন্ন জায়গায় গজাবে আব। নাক এবং চোখ দিয়ে জল গড়াবে। কমে যাবে দুগ্ধ উৎপাদন ক্ষমতা। খাওয়াদাওয়ায় সমস্যা দেখা দেবে। রোগের কারণে গর্ভপাত হতে পারে সংক্রমিত পশুর। মারণ ভাইরাস কেড়ে নিতে পারে পশুর প্রাণও। তবে আশার কথা একটাই। সেটি হল, গবাদি পশু থেকে এই রোগ সংক্রমিত হয় না মানবদেহে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

  • Queen Elizabeth II: ১৯ সেপ্টেম্বর রানি এলিজাবেথের শেষকৃত্য, জাতীয় পতাকা অর্ধনমিত থাকল লালকেল্লায়

    Queen Elizabeth II: ১৯ সেপ্টেম্বর রানি এলিজাবেথের শেষকৃত্য, জাতীয় পতাকা অর্ধনমিত থাকল লালকেল্লায়

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার রাষ্ট্রীয় শোক দিবস৷ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ভারত সরকারের তরফে এক পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ সকাল থেকেই দিল্লির লালকেল্লায় অর্ধনমিত জাতীয় পতাকা৷ কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে, রবিবার, ১১ সেপ্টেম্বর দিনটি জাতীয় শোক দিবস (one day state mourning) হিসেবে পালন করা হবে। তাই আজ লালকেল্লা এবং রাষ্ট্রপতি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

    রানি প্রয়াত হওয়ার পরদিনই দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্রের তরফে একটি ট্যুইটে জানানো হয় যে, “গ্রেট ব্রিটেনের ইউকে এবং নর্দার্ন আয়ারল্যান্ডের হার ম্যাজেস্টি রানি দ্বিতীয় এলিজাবেথ মারা (Queen Elizabeth II) গিয়েছেন৷ তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ১১ সেপ্টেম্বর দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে৷”

    আরও পড়ুন: রানির মৃত্যুর পর কার দখলে কোহিনূর? আদৌ কি ভারত ফিরে পাবে তার ‘অমূল্য রত্ন’?

    আজ রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন স্কটল্যান্ডের ব্যালাটার গ্রামে নিয়ে আসা হয়েছে। আপাতত রানি এলিজাবেথকে শেষ শ্রদ্ধা জানানো চলছে। তাঁর মরদেহ এখন রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১১টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে (Westminster Abbey in London) রানির শেষকৃত্য হবে বলে শনিবার জানিয়েছে বাকিংহ্যাম প্যালেস (Buckingham Palace) ৷

    প্রসঙ্গত, দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল (Balmoral retreat in the Scottish highlands) প্রাসাদে ৯৬ বছর বয়সে মারা যান রানি। দীর্ঘ ৭০ বছর ব্রিটেনের সিংহাসনে বসেছিলেন তিনি। এরপর রানির মৃত্যুর দুদিন পরেই ব্রিটেনের রাজা হিসাবে আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা করা হয়েছে তৃতীয় চার্লসের (Charles III)। শনিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটেনের নতুন রাজা হিসাবে দ্বিতীয় এলিজাবেথের স্থলাভিষিক্ত হলেন তাঁর জ্যেষ্ঠপুত্র চার্লস। ৭৩ বছর বয়সে যুবরাজ থেকে রাজার গদিতে বসেছেন তৃতীয় চার্লস। ফলে চার্লসের উত্তরাধিকারী হবেন উইলিয়াম এবং তিনি হবেন প্রিন্স অব ওয়েলস। মায়ের মৃত্যুর পর ব্রিটেনের রাজা হিসেবে সমস্ত দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে।

  • Hijab Row: যেখানে ইউনিফর্ম রয়েছে, পড়ুয়ারা কি ইচ্ছেমতো পোশাক পরতে পারে? প্রশ্ন সুপ্রিম কোর্টের

    Hijab Row: যেখানে ইউনিফর্ম রয়েছে, পড়ুয়ারা কি ইচ্ছেমতো পোশাক পরতে পারে? প্রশ্ন সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: যে প্রতিষ্ঠানে ইউনিফর্ম রয়েছে, সেখানে কি পড়ুয়ারা ইচ্ছে মতো পোশাক পরে আসতে পারে? মঙ্গলবার হিজাব বিতর্কে (Hijab Row) মামলাকারীকে এই প্রশ্নই করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। 

    কিছুদিন আগেই হিজাব বিতর্কের জেরে উত্তপ্ত হয়েছিল কর্নাটকের পাশাপাশি গোটা দেশ। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবে নিষেধাজ্ঞার পক্ষেই রায় দিয়েছিল কর্নাটক হাইকোর্ট (Karnataka HC)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন দায়ের করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৩টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে কিছু মামলা সরাসরি সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে। আর কিছু মামলা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে করা হয়েছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। সেই শুনানি চলাকালীনই জনৈক মামলাকারীকে এই প্রশ্ন করে আদালত।

    বিচারপতি হেমন্ত গুপ্ত ও শুধাংশু ঢুলিয়ার বেঞ্চ এদিন মন্তব্য করেন, প্রস্তাবিত ইউনিফর্ম নিয়ে কর্নাটক সরকারের যে নির্দেশ রয়েছে, তা শিক্ষার অধিকারকে অমান্য করে না। বিচারপতি গুপ্ত বলেন, আপনারা বলেন কোনও শিক্ষা প্রতিষ্ঠান কোনও নিয়ম জারি করতে পারে না। কিন্তু রাজ্যের নির্দেশে যেখানে ড্রেসকোড রয়েছে, সেখানে কি কোনও পড়ুয়া মিনিস্কার্ট, মিডি কিংবা যা খুশি তা পরে আসতে পারে?

    আরও পড়ুন : কর্নাটক হিজাব বিতর্কে মুণ্ডচ্ছেদের হুমকি, গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতা

    প্রত্যেকের যে ধর্মাচরণের স্বাধীনতা রয়েছে, তাও মেনে নিয়েছে দেশের শীর্ষ আদালাত। বেঞ্চ বলে, এটা সত্য যে প্রত্যেক ব্যক্তির অধিকার রয়েছে তাঁর নিজের ধর্ম পালনের। কিন্তু বিষয়টা হল, যে শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্ম রয়েছে, সেখানে এটা করা যায় কি? বেঞ্চের মন্তব্য, আপনার ধর্মাচরণের অধিকার রয়েছে ঠিকই। কিন্তু যে শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্ম রয়েছে, সেখানে আপনি তা করতে পারেন না। আপনি হিজাব কিংবা স্কার্ফ পরতেই পারেন। কিন্তু যে শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট পোশাক বিধি রয়েছে, সেখানে কি আপনি তা করতে পারেন? যেহেতু রাজ্যের এ ব্যাপারে নির্দেশ রয়েছে, তাই নির্দিষ্ট পোশাক পরেই আসতে হবে। সেপ্টেম্বরের ৭ তারিখে ফের এই মামলার শুনানি হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • PM-SHRI Scheme: প্রধানমন্ত্রীর নয়া প্রকল্পে দেশ জুড়ে ১৪,৫০০টি স্কুলে উন্নয়নের সিদ্ধান্ত

    PM-SHRI Scheme: প্রধানমন্ত্রীর নয়া প্রকল্পে দেশ জুড়ে ১৪,৫০০টি স্কুলে উন্নয়নের সিদ্ধান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক দিবসে (Teachers’ Day) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi) দেশের স্কুলগুলির সার্বিক উন্নয়নের জন্য একটি নতুন প্রকল্পের ঘোষণা করলেন। প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া (PM-SHRI) এই নয়া প্রকল্পের অধীনে দেশ জুড়ে ১৪,৫০০টি স্কুলের উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট স্কুলগুলিকে জাতীয় শিক্ষানীতির আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী জানান, এই প্রকল্প স্কুলগুলিকে একটি বিকল্প, আধুনিক, রূপান্তরিত শিক্ষা প্রদানে সহায়তা করবে ৷ অর্থাৎ আধুনিক ক্লাসরুম, ডিজিটাল মাধ্যমে লেখাপড়া, খেলাধুলায় আধুনিক যন্ত্রের ব্যবহার সহ একাধিক, আধুনিক পরিকাঠামোয় জোর দেওয়া হবে।

    এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী এই প্রকল্পের কথা জানান। তিনি লেখেন, ‘আজ শিক্ষকদিবসে আমি একটি নতুন উদ্যোগের কথা ঘোষণা করতে পেরে আনন্দিত৷ প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়া যোজনার অধীনে ভারত জুড়ে ১৪,৫০০টি স্কুলের উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হল। এগুলি মডেল স্কুলে পরিণত হবে।’  

    আরও পড়ুন: বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন উদ্ধব, তাঁর শিক্ষা পাওয়া প্রয়োজন, জানালেন শাহ

    শিক্ষক-শিক্ষিকাদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী একটি ভিডিও বার্তা ট্যুইট করেন। তাঁর কথায়, ‘মা আমাদের জন্ম দেন, কিন্তু শিক্ষক আমাদের জীবনদান করেন। আমরা ভাল শিক্ষক পেলে, ভাল বৈজ্ঞানিক পেলে, ভাল ডাক্তার পেলে, মনে রাখতে হবে তাঁদের পিছনে ভাল শিক্ষক ছিলেন।’ 

    প্রধানমন্ত্রীর আশা, এই প্রকল্পের মাধ্যমে লাখ লাখ ছাত্র ছাত্রী উপকৃত হবে। মোদী লেখেন, “জাতীয় শিক্ষা নীতি সাম্প্রতিক বছরগুলিতে শিক্ষাক্ষেত্রে পরিবর্তন এনেছে। আমি নিশ্চিত যে নয়া প্রকল্পে (PM-SHRI) শিক্ষার্থীরা আরও উপকৃত হবে।” আগামী দিনে এই প্রকল্পের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোয় উন্নতির জোয়ার আসবে, বলেই মনে করছে শিক্ষামহল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Nitish Kumar in Delhi: দিল্লি সফরে নীতীশ, দেখা করবেন বিরোধী নেতাদের সঙ্গে, লক্ষ্য ২০২৪?

    Nitish Kumar in Delhi: দিল্লি সফরে নীতীশ, দেখা করবেন বিরোধী নেতাদের সঙ্গে, লক্ষ্য ২০২৪?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের বিরোধী দলগুলির নেতাদের (Opposition Leaders) সঙ্গে দেখা করতে দিল্লি সফরে বিহারের (Bihar CM) জনতা দলের (JD United) জোট সরকারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। দেখা করবেন কংগ্রেস এবং বাম নেতাদের সঙ্গে। অনেকেই মনে করছেন, গেরুয়া শিবিরের সঙ্গে সম্প্রতি সম্পর্ক ছিন্ন করে ২০২৪ এর লোকসভা (General Election 2024) নির্বাচনকে লক্ষ্য বানিয়ে বিরোধী দলগুলির সঙ্গে জোট বাঁধতে চাইছেন নীতীশ। 

    আজই সন্ধ্যেয় রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে পারেন নীতীশ। দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের সঙ্গেও দেখা করে এসেছেন। এছাড়াও সিপিআই নেতা ডি রাজা, আম আদমি পার্টি সুপ্রিমো এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং অন্যান্য দলের নেতাদের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে তাঁর।

    আরও পড়ুন: জেডি(ইউ) ছেড়ে বিজেপিতে পাঁচ বিধায়ক, নীতীশ কুমারকে কটাক্ষ গেরুয়া শিবিরের  

    এর আগে ২০২৪- এর লোকসভা ভোটে ‘বিজেপি মুক্ত ভারত’ -এর এজেন্ডা নিয়ে ২ সেপ্টেম্বর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও- এর সঙ্গেও দেখা করেছেন নীতীশ। জনতা দল জোটের সাধারণ সম্পাদক কে সি ত্যাগী এদিন নীতীশের দিল্লি সফরের বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করলেও, কোন কোন নেতাদের সঙ্গে দেখা করবেন, তার কোনও তালিকা দেন নি।

    আরও পড়ুন: দলাল পোস্টারের ভাষা, প্রকট নীতীশের কোন সুপ্ত বাসনা?  

    কিছুদিন আগেই এক রাজনৈতিক টাল মাটাল অবস্থায় নীতীশ বেজিপির সঙ্গ ত্যাগ করে রাষ্ট্রীয় জনতা দল, কংগ্রেস এবং বাম দলগুলির হাত ধরে জোট সরকার গঠন করেন। তারপরে ফের রাজ্যের মসনদে মুখ্যমন্ত্রীর ভূমিকায় বসেন নীতীশ। 

    ৪ সেপ্টেম্বর নীতীশ, সমস্ত বিরোধী দল এক হয়ে ২০২৪- এ বিজেপিকে হারানোর পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, “আমি শুধু বলতি আমরা সব বিরোধী দল যদি বিজেপির বিরুদ্ধে একজোট হই, তাহলে আমরা জয়ী হব। কত ভোট পেলাম সেটা বড় কথা নয়।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sheikh Hasina: রাজস্থানের শিল্পীদের সঙ্গে পা মেলালেন হাসিনা! ঢাকায় ফিরে কী বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী?

    Sheikh Hasina: রাজস্থানের শিল্পীদের সঙ্গে পা মেলালেন হাসিনা! ঢাকায় ফিরে কী বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের উষ্ণ অভ্যর্থনায় অভিভূত বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। চার দিনের সফর শেষ তিনি বৃহস্পতিবার রাতে দেশে ফিরে গিয়েছেন। তবে তাঁর সঙ্গী হয়েছে এমন কিছু স্মৃতি, যা হয়তো বহুদিন তাঁর মনের মণিকোঠায় গেঁথে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi) আমন্ত্রণে হাসিনার এই ভারত সফর। যা শুরু হয়েছিল রাজধানী দিল্লি (Delhi) থেকে। আর শেষ হল আজমের শরিফ দরগায় প্রার্থনা দিয়ে।

    ৮ সেপেটম্বর জয়পুর(Jaipur) পৌঁছন হাসিনা। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন রাজস্থানের (Rajasthan) লোকশিল্পী। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে তাঁরা সেখানেই নৃত্য পরিবেশন করেন। লোভ সামলাতে পারেননি হাসিনা। তিনিও রাজস্থানি শিল্পীদের সঙ্গে নাচের তালে তাল মেলালেন। স্বভাবতই বেশ খুশি দেখাচ্ছিল মুজিব কন্যাকে। আর সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

    আধিকারিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে করতে নাচের ছন্দ দেখে নিজেই এগিয়ে যান হাসিনা। ভারতের সংস্কৃতির প্রতি হাসিনার ভালোবাসা এবং শ্রদ্ধা এই ভিডিয়ো থেকেই প্রমাণিত। হাসিমুখে ছবিও তোলেন শিল্পীদের সঙ্গে। দেশে ফিরে হাসিনা জানান, “ভারত আমাদের বন্ধু দেশ৷ আমি যখনই ভারতে যাই, সেটা আমার জন্য আনন্দের৷”  ভিডিওয় তাঁর নাচে সেই ‘আনন্দই’ যেন ফুটে ওঠে। আজমের শরিফে  দেশের জন্য, দেশবাসীর জন্য প্রার্থনা করেন বলে জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • Gogra-Hotsprings: সীমান্তে শান্তি কাম্য! আজ লাদাখে সেনাপ্রধান, গোগরা-হটস্প্রিং থেকে সরছে ভারত ও চিনের সেনা

    Gogra-Hotsprings: সীমান্তে শান্তি কাম্য! আজ লাদাখে সেনাপ্রধান, গোগরা-হটস্প্রিং থেকে সরছে ভারত ও চিনের সেনা

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে বরফ গলেছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) উত্তেজনা কমানোর লক্ষ্যে সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত ও চিন।  আগামী সোমবার ১২ অগাস্টের মধ্যে লাদাখ (Ladakh) সীমান্তের গোগরা হটস্প্রিং (Gogra-Hot Springs) থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত ও চিন (China) সরকার। দুই দেশের তরফে বৃহস্পতিবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়ছে যে ১৬ তম বৈঠকের সিদ্ধান্ত অনুসারে গোগরা হট স্প্রিং এলাকা থেকে দুই দেশে সেনা প্রত্যাহার করা হবে। সেনা প্রত্যাহারের ফলে সীমান্ত এলাকায় শান্তি বজায় থাকবে বলেও আশাপ্রকাশ করা হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী শুক্রবার বলেন, “আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে ওই এলাকায় সেনা প্রত্যাহারের পর্ব শেষ হবে।” এরপরই ঠিক হয় সেনা প্রত্যাহার পর্ব ঠিকঠাক চলছে কি না তা খতিয়ে দেখতে আজ, শনিবার লাদাখে যাবেন ভারতীয় সেনাপ্রধান মনোজ পাণ্ডে।

    আরও পড়ুন: পরীক্ষা সফল! সেনায় অন্তর্ভুক্তির জন্য তৈরি কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল

    সেনা সূত্রের খবর, পরবর্তী পর্যায়ে ডেমচক এবং প্যাংগং হ্রদের উত্তরের ফিঙ্গার এরিয়ার কিছু অংশ থেকে সেনা প্রত্যাহারের কথাও ভাবা হচ্ছে। প্রায় ২৮ মাস ধরে ভারত ও চিনের সেনা মোতায়েন ছিল হটস্প্রিং এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দুই দিকেই। দুই দেশের সেনা পর্যায়ে ১৬ রাউন্ড আলোচনার শেষে দুপক্ষই উত্তেজনা অনেকটা কমিয়ে আনে। এরপরই সেনা প্রত্যাহারে উদ্যোগী হয় দুই দেশ। ইতিমধ্যেই ওই অঞ্চল থকে সেনা সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে।

    আরও পড়ুন: অরুণাচলে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারতীয় সেনা! জানেন সেনার কী পরিকল্পনা?

     আগামী সপ্তাহে উজবেকিস্তানের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রসিডেন্ট  শি জিনপিং যোগ দেবেন। সীমান্তে পরিস্থিতি শান্ত হলে ওই সম্মেলনে দুই রাষ্ট্রনায়কের মধ্যে আলোচনা হতে পারে। উল্লেখ্য, ২০২০ সালের মে মাস থেকে দুপক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। গালওয়ান উপত্যকায় দুই পক্ষের সংঘর্ষে শহিদ হয়েছিলেন ভারতের ২০ জন সেনা কর্মী। চিনেরও বহু জওয়ান নিহত হয়েছিল। যদিও তবু শান্তির পথ ছাড়েনি ভারত। চিনের সঙ্গে সামরিক ও কূটনৈতিকস্তরে আলোচনা চালিয়ে যাওয়া হয়। এই আবহে গোগরা হটস্প্রিং থেকে দুই দেশের সেনা প্রত্যাহারে শান্তি ফেরার ইঙ্গিত মিলেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • NIA Raids: গ্যাংস্টারদের বিরুদ্ধে বড় পদক্ষেপ, দিল্লি-সহ দেশের ৫০টি জায়গায় তল্লাশি এনআইএ-র

    NIA Raids: গ্যাংস্টারদের বিরুদ্ধে বড় পদক্ষেপ, দিল্লি-সহ দেশের ৫০টি জায়গায় তল্লাশি এনআইএ-র

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে এবারে গ্যাংস্টারদের বিরুদ্ধে বড়সড় তল্লাশি অভিযানে নামল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। দেশের গ্যাংস্টারদের দৌরাত্ম্য থামাতে এবারে মরিয়া হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্যাংস্টারদের ধরতে আজ সকাল থেকেই দিল্লি সহ পুরো উত্তর ভারত জুড়ে অভিযান শুরু করেছে এনআইএ। পাঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালার হত্যার কয়েক মাস পর থেকেই  জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) উত্তর ভারত জুড়ে প্রায় ৫০ টি স্থানে অভিযান চালিয়েছে।

    সূত্রের খবর অনুযায়ী, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি সহ একাধিক রাজ্যের গ্যাংস্টারদের ধরতেই এই পদক্ষেপ। তবে শুধু ভারতই নয়, বিদেশ থেকেও যেসমস্ত গ্যাংস্টাররা নিজেদের কার্যকলাপ চালায় এদেশে, তাদের বিরুদ্ধেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এমনকি যারা সিধু মুসেওয়ালার খুনের সঙ্গে জড়িত রয়েছে, যেমন- কানাডা-ভিত্তিক গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং জগ্গু ভগবানপুরিয়া, এদের বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হবে।

    আরও পড়ুন: ভারত-পাক সীমান্তে সিধু মুসেওয়ালার গান বাজাল পাকিস্তানি সেনা, নেচে উঠলেন ভারতীয় জওয়ানরা

    আরও জানা গিয়েছে দেশের কিছু গ্যাংস্টাররা সন্ত্রাসী মামলা ও সন্ত্রাসীদের সঙ্গেও জড়িত রয়েছে। এদের মধ্যে রয়েছে লরেন্স বিষ্ণোই। সম্প্রতি পাঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালার খুনের মূল ষড়যন্ত্রী হিসাবে উঠে এসেছে এর নাম। লরেন্সকে রাজস্থান থেকে গ্রেফতারও করেছে পুলিশ। তারপর দিল্লি পুলিশের হেফাজতে রয়েছেন তিনি। কিন্তু জানা গিয়েছে জেলের ভিতর থেকেও পরিচালিত হচ্ছে বিভিন্ন দুষ্কর্ম।

    সিধু মুসেওয়ালার হত্যার পর থেকেই সন্ত্রাসবাদী এবং পাঞ্জাব-ভিত্তিক গ্যাংস্টারদের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক নজরে এসেছিল। ফলে এই গ্যাংস্টারদের ধরতেই আজ অভিযান চালিয়েছে এনআইএ। এনআইএ-এর কর্মকর্তাকরা জানিয়েছেন, রাজ্য-ভিত্তিক গ্যাংস্টারদের ক্রমবর্ধমান নেটওয়ার্ক সম্পর্কে কেন্দ্র গত দুই মাসে পাঞ্জাব পুলিশকে একাধিক সতর্কতা পাঠিয়েছিল।

    উল্লেখ্য, গত ২৯শে জুন পাঞ্জাবের মানসা জেলার মুসার গ্রামের কাছে গুলি করে হত্যা করা হয় গায়ককে। আর তাঁর মৃত্যুর পরেই গোল্ডি ব্রার একটি ফেসবুক পোস্টে স্বীকার করেছিলেন যে তিনি অন্য গ্যাংস্টারের হত্যার প্রতিশোধ নিতে এটি পরিকল্পনা করেছিলেন। আর গোল্ডি ব্রার হলেন লরেন্স বিষ্ণইয়ের ঘনিষ্ঠ সহযোগী। ফলে এই গোল্ডি ব্রার সহ অন্যান্য গ্যাংস্টার ধরতে মরিয়া এনআইএ।

LinkedIn
Share