Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Commonwealth Games: ট্রিপল জাম্পে সোনা-রুপো, বক্সিংয়ে জোড়া সোনা, কমনওয়েলথে ইতিহাস ভারতের

    Commonwealth Games: ট্রিপল জাম্পে সোনা-রুপো, বক্সিংয়ে জোড়া সোনা, কমনওয়েলথে ইতিহাস ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরুষদের ট্রিপল জাম্পে ভারতের ইতিহাস। এই প্রথম এই বিভাগে সোনা এল ঘরে। ১৭.০৩ মিটার লাফ দিয়ে সোনা জিতলেন এলধোস পল। এই বিভাগেই রুপো জিতলেন আবদুল্লা আবুবকার। তিনি লাফিয়েছেন ১৭,০২ মিটার। এলধোস আবদুল্লার মতো এদিন মাঠ কাঁপিয়েছেন সন্দীপ কুমারও। ১০ কিমি রেস ওয়াকে ব্রোঞ্জ জিতেছেন তিনি। বক্সিংয়ে সোনা জিতেছেন অমিত পাঙ্গল ও নীতু গঙ্গা। জ্যাভলিন থ্রো-তে ব্রোঞ্জ জিতেছেন অন্নু রানি।  ব্রোঞ্জ জিতেছে ভারতীয় মহিলা হকি দল। সবমিলিয়ে কমনওয়েলথের দশম দিনে জয়জয়কার ভারতের।

    টেবিল টেনিসে পুরুষদের সিঙ্গলসে ফাইনালে পৌঁছে গেলেন ভারতের অচন্ত শরথ কমল (Achanta Sharath Kamal)। ব‌্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। এর পাশাপাশি ফাইনালে উঠেছে ভারতের পুরুষ হকি দল, মহিলা ক্রিকেট টিম। ব্যাডমিন্টনে পুরুষদের ফাইনালে পৌঁছে গেছেন লক্ষ্য সেন। দশম দিনে এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে ৪৭টি পদক। ১৬টি সোনা, ১২টি রুপো আর ১৯টি ব্রোঞ্জ।

    শনিবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) নবমতম দিন ছিল। আর এই নবম দিন পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছিল মোট ৪০ টি পদক। গতকাল মোট ১৪টি পদক জিতেছে ভারতীয় খেলোয়াড়রা। এদিন স্বর্ণপদক পেয়েছেন রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya), ভিনেশ ফোগাট, নবীন। এই তিনজনই কুস্তিতে সোনার পদক পেয়েছেন। এছাড়াও ভাবিনা হাসমুখভাই প্যাটেল প্যারা টেবিল টেনিসে সোনা পেয়েছেন। অন্যদিকে এদিন ভারতীয় অ্যাথলিটরা স্বর্ণপদকের পাশাপাশি তিনটি রুপো ও সাতটি ব্রোঞ্জ ভারতকে এনে দেয়।  

    রবি কুমার দাহিয়ার হাত ধরেই কমনওয়েলথ গেমসের দশম সোনা জেতে ভারত। কুস্তির ৫৭ কেজি বিভাগের ফাইনালে রবি হারালেন নাইজেরিয়ার প্রতিপক্ষ ওয়েলসনকে। একাদশতম সোনা এনে দেয় ভিনেশ ফোগাট। ভিনেশের পর ভারতের হয়ে দ্বাদশ সোনাটি জেতেন নবীন। আবার প্রিয়াঙ্কা গোস্বামী (Priyanka Goswami), অবিনাশ সাবলে (Avinash Sable) পেয়েছে রুপো। পুরুষদের লন বল ফোরসেও রুপো পেল ভারতের পুরুষ দল। বক্সিং-এ ব্রোঞ্জ জিতেছেন ভারতের জ্যাসমিন লাম্বোরিয়া (Jasmine Lamboria), মোহাম্মদ  (Mohammad Hussamuddin), রোহিত টোকাস (Rohit Tokas)। এছাড়াও ব্রোঞ্জ পেয়েছে পূজা গেহলট, দীপক, সোনালবেন প্রমুখ অ্যাথলিটরা।

     

     

     

  • Modi tweets Mahatma Gandhi’s photo: ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে গান্ধীকে ট্যুইটারে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রীর 

    Modi tweets Mahatma Gandhi’s photo: ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে গান্ধীকে ট্যুইটারে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রীর 

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটারে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) পাশাপাশি শ্রদ্ধা জানালেন ভারত ছাড়ো (Quit India Movement) আন্দোলনে সব অংশগ্রহণকারীদের। ট্যুইটারে মহাত্মা গান্ধীর ছবিও পোস্ট করেন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুন: এক বছরে ২৬ লক্ষ টাকার সম্পত্তি বেড়েছে প্রধানমন্ত্রীর! জানেন তাঁর মোট অর্থের পরিমাণ

    প্রধানমন্ত্রী লেখেন, “ভারত ছাড়ো আন্দোলনের সূচনার সময় বম্বেতে মহাত্মা গান্ধীর ছবি।” 

     

     

    ১৯৮২ সালের ৮ অগাস্ট মহাত্মা গান্ধী, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) বম্বে অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেছিলেন। এই আন্দোলনই ছিল ব্রিটিশ শাসনের কফিনে শেষ পেরেক। আন্দোলনের শুরুতে গান্ধীজি ‘ডু অর ডাই’ স্লোগান দিয়েছিলেন। তিনি ব্রিটিশদের সতর্ক করে বলেন, অবিলম্বে ভারত ত্যাগ না করলে, ভয়ানক পরিণতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই আন্দোলনে দেশ জুড়ে বিশাল আকারের ধারণ করেছিল। এই আন্দোলনের মধ্যে দিয়েই মূলত দেশে সহিংস আন্দোলনের সূত্রপাত হয়। বহু বিপ্লবীকে গ্রেফতার করে ব্রিটিশ সরকার।

    আরও পড়ুন: ‘হর ঘর তেরঙ্গা’ অভিযানে শামিল হবেন কীভাবে? সার্টিফিকেট কী করে ডাউনলোড করবেন? জেনে নিন

    মোদি ট্যুইটে আরও লেখেন, “বাপুর দ্বারা অনুপ্রাণিত হয়ে গোটা দেশ এই ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করে।”

     

     

      

  • PM Ujjwala Yojana: পিএম উজ্জ্বলা যোজনার ৩৭% উপভোক্তাই সংখ্যালঘু, বলছে পরিসংখ্যান 

    PM Ujjwala Yojana: পিএম উজ্জ্বলা যোজনার ৩৭% উপভোক্তাই সংখ্যালঘু, বলছে পরিসংখ্যান 

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৪ সালে নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী (Modi) পদের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প উপহার দিয়েছেন দেশবাসীকে। তার মধ্যে রয়েছে, পিএম আবাস যোজনা, পিএম মুদ্রা যোজনা, পিএম কিষান, পিএম উজ্জ্বলা যোজনার মত একাধিক জনপ্রিয় প্রকল্প। কিন্তু এত কিছুর পরেও বিজেপিকে হিন্দুর সরকার এবং নরেন্দ্র মোদিকে হিন্দুর প্রধানমন্ত্রী বলতে ছাড়েনি বিরোধী দলগুলি। প্রধানমন্ত্রী যতবার বোঝানোর চেষ্টা করেছেন যে দেশটি ধর্ম নিরপেক্ষ এবং তিনি গোটা দেশের প্রধানমন্ত্রী, ততই যেন হিন্দুত্ববাদীর তকমা মোদির গায়ে সাঁটতে আরও রে রে করে ছুটে এসেছেন বিরোধীরা। 

    আরও পড়ুন: ফের চিনের বিরুদ্ধে বড় পদক্ষেপ কেন্দ্রের, ১২ হাজারের কম দামের চিনা স্মার্টফোন নিষিদ্ধ হচ্ছে ভারতে

    কিন্তু লোকসভায় সরকারের পেশ করা এক পরিসংখ্যানে উঠে এল এক সম্পূর্ণ বিপরীত চিত্র। সেই পরিসংখ্যানে দেখা গেল পিএম উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) উপভোক্তাদের ৩৭% – ই সংখ্যালঘু(Minority)। সংখ্যালঘু কল্যাণ মন্ত্রকে প্রাক্তন মন্ত্রী মুক্তার আকবর নকভি পরিসংখ্যান দিয়ে জানান, “প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ২.৩১ কোটি বাড়ি দেওয়া হয়েছে। এর মধ্যে ৩১% বাড়ি ২৫টি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় দেওয়া হয়েছে। কিষান সম্মান নিধি প্রকল্পের উপভোক্তাদের মধ্যেও ৩৩% -ই সংখ্যালঘু সম্প্রদায়ের। এছাড়াও, পিএম উজ্জ্বলা যোজনার উপভোক্তাদেরও ৩৭% সংখ্যালিওঘু।”

    আরও পড়ুন: দিল্লি গিয়ে সেটিং কি হল, দিদিকে কী বললেন মোদি?

    সংখ্যালগু কমিশন অ্যাক্ট, ১৯৯২ – এর অধীনে ভারতের মোট পাঁচ সম্প্রদায়কে সংখ্যালঘু সম্প্রদায়ের তকমা দিয়েছে ভারত সরকার। মুসলিন, খ্রিষ্টান, শিখ, বুদ্ধিস্ট এবং পার্সি। এই সম্প্রদায়গুলির জন্যে একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পও রয়েছে সরকারের। ভারতের অন্যান্য  নাগরিকদের থেকে কিছু বাড়তি সুবিধাও পেয়ে থাকেন এই সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকরা। 

    এই দেশে সংখ্যালঘুরা কত শান্তিতে এবং সুরক্ষিত রয়েছেন লোকসভায় সে প্রসঙ্গও তোলেন নকভি। তিনি এও বলেন, “সংখ্যালঘুদের সুরক্ষা এবং কল্যাণ বরাবরই ভারত সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ‘শিখ অউর কামাও’ এবং ‘উস্তাদ’ – এর মতো প্রকল্প শুধুমাত্র সংখ্যালঘুদের জন্যেই এলেছে ভারত সরকার। 

    এছাড়া দেশে ২০১৪ সালের পর থেকে কীভাবে শিক্ষা, রোজগারের ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের অগ্রগতি হয়েছে সেকথাও উল্লেখ করেন তিনি। ভারতে যে সংখ্যালঘু সম্প্রদায়ের জীবনযাত্রার মান আগের থেকে অনেক উন্নত হয়েছে সে দাবিও করেন মন্ত্রী। 

  • Raju Srivastava Health Update: শারীরিক অবস্থার চরম অবনতি, ভেন্টিলেশনে রাখা হয়েছে কমেডিয়ান রাজু শ্রীবাস্তবকে

    Raju Srivastava Health Update: শারীরিক অবস্থার চরম অবনতি, ভেন্টিলেশনে রাখা হয়েছে কমেডিয়ান রাজু শ্রীবাস্তবকে

    মাধ্যম নিউজ ডেস্ক: মন খারাপ করে দেওয়ার মত খবর। টিভির পর্দায় যিনি সবার মুখে হাসি ফোটাতেন, সবার মন ভালো করে দিতেন, আজ তিনিই ভালো নেই। হ্যাঁ আমরা কথা বলছি জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava)। সূত্রের খবরে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। রাখা হয়েছে ভেন্টিলেশনে। গতকাল সকালে জিম করতে গিয়েই হার্ট অ্যাটাক হয় অভিনেতার। শরীরচর্চা করতে গিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। তারপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর আজ সকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁর।

    আরও পড়ুন: “আমার ছবি বয়কট করবেন না”, নেটিজেনদের অনুরোধ আমির খানের

    সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, হোটেলের জিমে এক্সারসাইজ করার সময়ই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তখনই অজ্ঞান হয়ে পড়ে যান। এরপরই দ্রুত ভর্তি করা হয়েছে দিল্লির AIIMS-এ। গতকাল ভর্তি করানোর পরেই তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছিল। কিন্তু, আজ বেলা বাড়তেই এই মন খারাপ করা খবর শোনালেন তাঁর চিকিৎসক। এই খবরে তাঁর অনুরাগীরা ভেঙে পড়েছে। কমেডি দুনিয়া থেকে তাঁর পরিচিতি গড়ে উঠলেও পরে তিনি বলিউডেও জায়গা করে নিয়েছেন। অসংখ্য ভক্ত তাঁর। ‘বিগবস’ থেকে শুরু করে ‘কপিল শর্মা’র শো– এ সবেই নিজের অবদান রেখেছেন রাজু। বেশ কিছু বলিউড ছবিতেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘ইন্ডিয়া’জ লাফটার চ্যাম্পিয়ন’-এ বিশেষ অতিথি হিসেবে দেখা গিয়েছে তাঁকে।

    আরও পড়ুন: সাবধান! ভুলেও অবহেলা করবেন না, হার্ট অ্যাটাকের এই ৮টি লক্ষণ

    সবার মুখে যিনি হাসি নিয়ে আসেন, আজ তাঁরই মুখে হাসি দেখার জন্যে অপেক্ষায় বসে আছেন পুরো দেশবাসী। ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) অভিনেতার স্ত্রীর কাছ থেকে তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিয়েছেন। সুত্রের খবর অনুযায়ী, আজই অভিনেতার স্ত্রী শিখা শ্রীবাস্তবের সঙ্গে কথা বলেন মন্ত্রী। অন্যদিকে তাঁর খবর শোনার পরেই অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। অনেক অনুরাগীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

  • Jio Independence Plan: জিও ইন্ডিপেন্ডেন্স ডে প্ল্যান, রিচার্জ করার আগে দেখে নিন অফারগুলি 

    Jio Independence Plan: জিও ইন্ডিপেন্ডেন্স ডে প্ল্যান, রিচার্জ করার আগে দেখে নিন অফারগুলি 

    মাধ্যম নিউজ ডেস্ক: আজকাল টেলিকম কোম্পানিগুলি প্রতিযোগীতায় টিকে থাকতে মাঝে মাঝেই বিভিন্ন ছাড়ের (Jio Independence Offer) ঘোষণা করে থাকে। টক টাইম থেকে ডেটা প্ল্যান, একের পর এক লোভনীয় ছাড়ের পেছনে ছোটেন মানুষও। অনেকেই বার বার রিচার্জের ঝামেলা এড়াতে চান। তাঁরা একবারে এক বছরের রিচার্জ করে নেন। এক ধাক্কায় অনেকটা টাকা চলে যায় ঠিকই, কিন্তু আখেরে এই প্ল্যানগুলিতে সাশ্রয়ই হয়।  

    আরও পড়ুন: বাবার মতো ভুল করতে চান না মুকেশ আম্বানি! দায়িত্ব দিচ্ছেন সন্তানদের হাতে

    সম্প্রতি বার্ষিক প্ল্যানে বড় ছাড়ের ঘোষণা করেছে জিও (Jio)। প্রিপেড ব্যবহারকারীরা এই রিচার্জ প্ল্যানগুলির সুবিধা নিতে পারেন। জেনে নিন প্ল্যানগুলি কী কী? 

    জিও তিনটি বার্ষিক রিচার্জ প্ল্যানে ছাড়ের ঘোষণা করেছে। এর মধ্যে দুটি রিচার্জে ৩৬৫ দিনের ভ্যালিডিটি রয়েছে। আর একটি প্ল্যানে আপনি ৩৩৬ দিনের ভ্যালিডিটি পাবেন। তিনটি প্ল্যানের দামে খুব বেশি পার্থক্য নেই, তবে সুবিধার ক্ষেত্রে অনেকটা পার্থক্য রয়েছে। 

    ২৫৪৫ টাকার প্ল্যান   

    কোম্পানির সবচেয়ে সস্তা বার্ষিক প্ল্যান হল ২৫৪৫ টাকা। এই প্ল্যানে ব্যবহারকারীরা ৩৩৬ দিনের ভ্যালিডিটি পাবেন। রিচার্জে, ব্যবহারকারীরা প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাবেন। অর্থাৎ প্ল্যানে মোট ৫০৮ জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া, আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাওয়া যাবে। প্রতিদিন ১০০ এসএমএস এবং জিও অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন। 

    আরও পড়ুন: আকাশের পর ইশা! রিলায়েন্স রিটেইলের দায়িত্ব পেতে চলেছেন মুকেশ-কন্যা? 

    ২৮৭৯ টাকার প্ল্যান  

    এই প্ল্যান ব্যবহারকারীরা ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাবেন। জিওর এই রিচার্জ ২ জিবি দৈনিক ডেটা পাওয়া যাবে। অর্থাৎ, আপনি মোট সঙ্গে ৭৩০ জিবি ডেটা পাবেন। এছাড়াও, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ এসএমএস- এর সুবিধা রয়েছে। জিও রিচার্জের সঙ্গে আপনি জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিওরিটি এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।     

    ২৯৯৯ টাকার প্ল্যান  

    এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এতে ব্যবহারকারীরা প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাবেন। অর্থাৎ পুরো প্ল্যানে আপনি ৯১২.৮ জিবি ডেটা পাবেন। গ্রাহকরা আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাবেন। এর সঙ্গে, প্রতিদিন ১০০ এসএমএস- এর সুবিধাও রয়েছে। এই প্ল্যানের সঙ্গে আপনি ডিজনি+ হটস্টারের এক বছরের মোবাইল সাবস্ক্রিপশনও পাবেন। দেশের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে কোম্পানি এই অফার দিচ্ছে।  ৭৫ জিবি অতিরিক্ত ডেটা ভাউচারসহ আজিও,নেটমেডস এবং ইক্সিগোর কুপনও পাওয়া যাবে এই অফারে। এই কুপনগুলি গ্রাহকদের মাই জিও অ্যাপে জমা হবে। সেখান থেকে আপনি রিডিম করতে পারবেন।       

     

     

  • Weather Forecast: মেঘভাঙা বৃষ্টিতে ভূমিধস ও বন্যা, দেশজুড়ে মৃত প্রায় ৩৩

    Weather Forecast: মেঘভাঙা বৃষ্টিতে ভূমিধস ও বন্যা, দেশজুড়ে মৃত প্রায় ৩৩

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ (Himachal Pradesh), ঝাড়খণ্ড (Jharkhand), ওড়িশা (Odisha) এবং উত্তরাখণ্ড (Uttrakhand) সহ বেশ কয়েকটি রাজ্য। ভারী বৃষ্টিপাতের ফলে শনিবার এই রাজ্যগুলিতে বন্যা(Flood) এবং ভূমিধস (Landslides) হয়েছে। এই রাজ্যগুলো থেকে প্রায় ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করেছে। ত্রাণ বিলিও শুরু হয়েছে। উদ্ধার কার্যে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

    হিমাচল প্রদেশে একটি পরিবারের ৮ সদস্য সহ অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যে বিভিন্ন জেলায় ভূমিধস এবং বন্যা হয়েছে ৷ আবার ১০ জন আহতও হয়েছেন। শুধুমাত্র মান্ডিতেই ভারী বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৩ জন মারা গেছে এবং ছয়জন নিখোঁজ, ডেপুটি কমিশনার অরিন্দম চৌধুরী জানান। নিখোঁজদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে জানান তিনি।

    উত্তরাখণ্ডে শনিবার সকালেই মেঘ ভাঙা বৃষ্টি ও তার জেরে বন্যা হওয়ায় ৪ জনের মৃত্যু এবং ১০ জন নিখোঁজ হয়েছেন। বিভিন্ন নদীর সেতু ভেঙে বিপর্যস্ত এলাকা। সেতু ভেসে যাওয়ায় বেশি কয়েকটি এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। প্রশাসনের তরফে বেশ নদীতীরবর্তী একাধিক গ্রাম থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে আসা হয়েছে।

    আরও পড়ুন: প্রাকৃতিক দুর্যোগের শিকার হিমাচল প্রদেশ-উত্তরাখণ্ড, মৃত ২৫

    অন্যদিকে প্রবল বৃষ্টির জেরে বন্যায় প্লাবিত হয়েছে ওড়িশা। বন্যার কবলে পড়েছেন অন্তত ৫০০টি গ্রামের প্রায় ৪ লক্ষ মানুষ। ওড়িশায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শুক্রবার রাত থেকে ওড়িশার উত্তরের কিছু অংশে ভারী বৃষ্টির জেরে আরও ক্ষতি হয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই ময়ূরভঞ্জ, কেন্দ্রপাড়া এবং বালাসোর সহ বেশ কয়েকটি জেলায় উদ্ধার ও ত্রাণ দল পাঠিয়েছেন। শনিবার প্লাবিত মহানদীর প্রবল স্রোতে একটি নৌকা ভেসে গেলে সেখান থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।

    আবার প্রবল বৃষ্টিতে ঝাড়খণ্ডের বেশ কয়েকটি জেলায় বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে এবং নিচু এলাকা জলের তলায় চলে গিয়েছে। পশ্চিম সিংভূমে বাড়ির মাটির দেওয়াল পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। আবার নলকারী নদীর জলে দুজন ভেসে গিয়েছেন।

    জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার ত্রিকুটা পাহাড়ের চূড়ায় অবস্থিত বিখ্যাত মাতা বৈষ্ণোদেবীর মন্দিরের যাত্রা (Vaishno Devi Yatra) রবিবার সকালে ফের শুরু হল৷ রাতভর ভারী বৃষ্টির কারণে সাময়িকভাবে  স্থগিত ছিল তীর্থযাত্রা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ২৪ ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের জন্য স্থগিত করা হয়েছিল যাত্রা। 

     

  • Bihar politics: পাটনায় পালাবদল! নীতীশ মুখ্যমন্ত্রী হলেও বেশি ক্ষমতা থাকবে লালু-পুত্রর হাতে?

    Bihar politics: পাটনায় পালাবদল! নীতীশ মুখ্যমন্ত্রী হলেও বেশি ক্ষমতা থাকবে লালু-পুত্রর হাতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার ২৪ ঘণ্টা অতিক্রান্ত হয়নি। আজই অষ্টমবারের জন্য ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ কুমার (Nitish Kumar)। আজই সফর শুরু মহাজোটের। পাটনায় পালাবদলের পরও মুখ্যমন্ত্রী নীতীশ। তবে তাঁর হাতে কতটা ক্ষমতা থাকবে তা সময়ই বলবে। পাটিগণিতের হিসেবে বিহারের রাজ্যপাট নির্ধারণের ছড়ি কিন্তু রইল আরজেডির হাতে।  তাই নীতীশের ডেপুটি হয়ে কাজ করলেও চাবি ঘোরাবেন লালু পুত্র তেজস্বীই (Tejashwi Yadav), এমনই অভিমত রাজনৈতিক মহলের। 

    আরও পড়ুন: এক বছরে ২৬ লক্ষ টাকার সম্পত্তি বেড়েছে প্রধানমন্ত্রীর! জানেন তাঁর মোট অর্থের পরিমাণ

    সূত্রের খবর, মূলত লালু প্রসাদ যাদবের পার্টি আরজেডি-র (RJD) হাতে আসছে বিজেপির হাতে থাকা দফতরগুলি। শুধু তেজস্বী নন, মহাগটবন্ধনের সরকারে (Mahagathbandhan government) অভিষেক হতে চলেছে আরও এক লালু পুত্রের। মন্ত্রী পদে দেখা যেতে পারে তেজ প্রতাপ যাদবকেও (Tej Pratap Yadav)। আজই শপথ নিতে পারেন তেজও। এছাড়া শপথের তালিকায় আছেন জেডিইউ-এর বীজেন্দ্র যাদব (Vijendra Yadav), বিজয় চৌধুরী (Vijay Choudhary)। ২০১৭ সালে মহাগটবন্ধন ভাঙার আগেও তেজস্বীই ছিলেন উপমুখ্যমন্ত্রী। 

    আরও পড়ুন: বিজেপি-সঙ্গ ত্যাগ নিছক উপলক্ষ, নীতীশের লক্ষ্য কী প্রধানমন্ত্রীর কুর্সি?

    জেডিইউ (JDU)  প্রধানের দাবি অনুসারে RJD, কংগ্রেস ছাড়াও তাঁকে সমর্থনের কথা জানিয়েছে তিন বাম দল, এবং জিতন রাম মাঝির দলও। বিহার বিধানসভায় RJD-র বিধায়ক সংখ্যা ৭৯, JDU-র ৪৫, কংগ্রেসের ১৯, তিন বাম দল মিলিয়ে বিধায়ক সংখ্যা ১৬ জন। এরসঙ্গে যোগ হয়েছেন জিতন রাম মাঝির (HAM) চারজন এবং এক নির্দল বিধায়কের সমর্থন। সব মিলিয়ে সাত দলের বিধায়কদের সমর্থন রয়েছে নীতীশের হাতে। বিহার বিধানসভায় মোট আসন ২৪৩। সরকার গড়তে দরকার ১২২ জন বিধায়কের সমর্থন। রাজ্য়পালের সঙ্গে দেখা করে তার থেকে অনেক বেশি বিধায়কের সমর্থনের কথা জানিয়ে এসেছেন নীতীশ কুমার, তেজস্বী যাদবরা। সরকার গড়ার দাবি জানিয়েছেন বিহারের চাচা-ভাতিজা জুটি। রাবড়ি পুত্র তেজস্বীর কথায়, তাদের হাতে ১৬৪ জন বিধায়কের সমর্থন রয়েছে। সরকার গঠন শুধু সময়ে অপেক্ষা। 

  • Jammu and Kashmir: সীমান্তে অস্ত্র ফেলল পাকিস্তানের ড্রোন! কিসের ইঙ্গিত উপত্যকায়

    Jammu and Kashmir: সীমান্তে অস্ত্র ফেলল পাকিস্তানের ড্রোন! কিসের ইঙ্গিত উপত্যকায়

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরকে অশান্ত করতে কোমর বেঁধে নেমেছে পাকিস্তান। সম্প্রতি আন্তর্জাতিক সীমান্তের কাছে জম্মুর তোফ গ্রামে অস্ত্র ফেলল পাকিস্তানের ড্রোন। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, তোফ থেকে মিলেছে একটি গোলাবারুদ ও অস্ত্র বোঝাই প্যাকেট। উপত্যকায় জঙ্গি কার্যকলাপ বাড়ানোর ব্লু-প্রিন্ট তৈরি করেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টালিজেন্স বা আইএসআই (Inter-Services Intelligence)। 

    জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় সম্প্রতি তল্লাশি অভিযান চালায় ন্যাশনাল ইনভেসটিগেশন এজেন্সি (NIA)। কাঠুয়া, সাম্বা, দোদাতে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে তারা। গত মাসে ফইজল মুনির নামে একজনকে আটক করে এনআইএ। পাকিস্তানি ড্রোন থেকে অস্ত্র সংগ্রহের ঘটনায় জড়িত মুনিরকে জেরা করে বেশ কয়েকটি গোপন ঘাঁটির কথা জানতে পারে কেন্দ্রীয় তদন্তকারী দল। পুলিশ ও সেনার যৌথ অভিযানে উদ্ধার হয় সীমান্তের ওপার থেকে আসা প্রচুর অস্ত্র। উপত্যকার বিভিন্ন জায়গায় অস্ত্রের খোঁজ চলছে।

    আরও পড়ুন: ফের রক্তাক্ত ভূস্বর্গ! সেনার উপর গ্রেনেড হামলা

    নয়াদিল্লির রিপোর্ট বলছে কাশ্মীরে অশান্তি বাড়াতে সক্রিয় হয়েছে পাকিস্তানের সেনা বাহিনীও। নিয়ন্ত্রণ রেখা পার করে জঙ্গিদের ভারতে ঢোকাতে চেষ্টা চালাচ্ছে তাঁরা। গোয়েন্দা সূত্রে খবর, কাশ্মীরে জঙ্গি তৎপরতা বাড়াতে বেশ কয়েক দফা পরিকল্পনা করেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরে তিনটি এলাকায় ISI-এর মদতে চলছে জঙ্গি প্রশিক্ষণ শিবির। গোয়েন্দা সূত্রে খবর, মূলত লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba), জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammad )-এর পাশাপাশি ISI-এর মদতে চলা আল বদর (Al-Badar) জঙ্গিগোষ্ঠীর নজরদারিতে চলছে জঙ্গি প্রশিক্ষণ। পাক অধিকৃত কাশ্মীরের মানসেরা (Manshera), মুজফ্ফরাবাদ (Muzzafarabad) এবং কোটলিতে (Kotli) জঙ্গি প্রশিক্ষণ চলছে। নিয়ন্ত্রণ রেখা বারবার একাধিক জঙ্গি লঞ্চপ্যাডও সক্রিয় হয়েছে বলে খবর পেয়েছেন গোয়েন্দারা। ড্রোনে পাকিস্তান থেকে এই জঙ্গিদের হাতে অস্ত্র পাঠাচ্ছে আইএসআই। গত কয়েক দিনে পরপর জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে কাশ্মীর। সাধারণ মানুষ, কাশ্মীরি পণ্ডিত থেকে শুরু করে পুলিশ ও নিরাপত্তারক্ষী, সেনা সকলকেই নিশানা করছে জঙ্গিরা।

  • Uttar Pradesh: স্বাধীনতা দিবসে হামলার ছক! উত্তরপ্রদেশে ধৃত আইএস জঙ্গি

    Uttar Pradesh: স্বাধীনতা দিবসে হামলার ছক! উত্তরপ্রদেশে ধৃত আইএস জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসের (Independence Day) প্রাক্কালে নাশকতার ছক বানচাল করল উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি-টেররিজম স্কোয়াড (Uttar Pradesh Anti-Terrorist Squad)। এক সন্দেহভাজন আইএস (IS) জঙ্গিকে আজমগঢ় থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, স্বাধীনতা দিবসের আগে একাধিক জায়গায় হামলার ছক কষেছিল সন্দেহভাজন আইএস জঙ্গি। ধৃত জঙ্গির নাম সাবাউদ্দিন আজমি (Sabauddin Azmi)। 

    রাজ্যপুলিশের এডিজি প্রশান্ত কুমার জানিয়েছেন, উত্তরপ্রদেশের আজমগড় থেকে আইএস জঙ্গি সন্দেহে রাজ্যপুলিশের বিশেষ অপরাধ দমন শাখা ওই জঙ্গিকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপে জড়িত থাকা এবং অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধৃতের কাছ থেকে বেশ কিছু নথিও উদ্ধার করা হয়েছে। স্বাধীনতা দিবসের আগে বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল তার। ধৃতের একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখার কাজ চলছে, বলেও জানিয়েছে পুলিশ। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নতুন  ছেলেদের কাজে লাগানো হত। হাতে কলমে চলত হ্যান্ড গ্রেনেড, বোমা এবং আইইডি তৈরির প্রশিক্ষণ। 

    আরও পড়ুন: আচমকাই উধাও দেশের ২৪ টি স্মৃতিসৌধ! এমনটাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি

    অন্যদিকে, নিরাপত্তারক্ষীদের তৎপরতায় জম্মু ও কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার ছকও বানচাল করা গিয়েছে। পুলওয়ামায় উদ্ধার হয়েছে ৩০ কেজি বিস্ফোরক। কাশ্মীর পুলিশ সূত্রে খবর, বুধবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা (Pulwama) জেলার সার্কুলার রোড সংলগ্ন এলাকায় টহল দিচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। তখনই তাহাব ক্রসিং এলাকায় একটি আইইডি নজরে আসে তাঁদের। বিস্ফোরকটির ওজন ছিল ২৫ থেকে ৩০ কিলোর মধ্যে। 

    কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, স্বাধীনতা দিবসের আগে জঙ্গিরা নাশকতা ঘটাতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন গোয়েন্দারা। ফলে পুলিশ ও সেনার যৌথবাহিনী সতর্ক রয়েছে। ইতিমধ্যে আইইডিটিকে নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য, স্বাধীনতা দিবসের প্রাক্কালে উপত্যকায় এহেন বিপুল পরিমাণের বিস্ফোরক উদ্ধার ও জঙ্গিদের তৎপরতায় রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে নিরাপত্তা মহলে।

  • Assam Terror: আল কায়দা যোগ, অসমে গ্রেফতার দুই ইমাম! কী মিলল তাদের কাছ থেকে?

    Assam Terror: আল কায়দা যোগ, অসমে গ্রেফতার দুই ইমাম! কী মিলল তাদের কাছ থেকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আল কায়দা যোগ রয়েছে সন্দেহে অসমের দুই ইমামকে গ্রেফতার করল গোয়ালপাড়া জেলার পুলিশ। ওই দুই ইমামের সঙ্গে জঙ্গি সংগঠন আল কায়দার (AQIS) যোগ রয়েছে বলে অভিযোগ। বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (ABT) সঙ্গেও তাদের যোগ রয়েছে বলে অভিযোগ। এ নিয়ে গত চার মাসে AQIS, ABT-র সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে অন্তত ২৩জনকে গ্রেফতার করা হল। এই দুই ইমাম গোপনে দেশবিরোধী কাজ করছিলেন। দেশে জঙ্গিদের স্লিপার সেল তৈরির চেষ্টা চালাচ্ছিল এরা।

    আরও পড়ুন: অসমে জঙ্গিদের নতুন ছক! হাতিয়ার করা হয়েছে মাদ্রাসাগুলোকে, জানুন কীভাবে

    গোয়ালপাড়ার পুলিশ সুপার ভিভি রাকেশ রেড্ডি জানিয়েছেন, দুজন ইমামকে গ্রেফতার করা হয়েছি। ধৃতদের নাম আব্দুস শুভান (৪৩) ও জালালুদ্দিন শেখ (৪৯)। উল্লেখ্য, গত ২৮ জুলাই অসমের একাধিক জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ১১ জনকে। তারা সকলেই জিহাদি সংগঠন AQIS এবং ABT-র সঙ্গে যুক্ত বলে দাবি পুলিশের। তখনই জেহাদি যোগসূত্র থাকার অভিযোগে আব্বাস আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জেরা করে এই দুই ইমামের কথা জানা যায়। এরপরই যথাযোগ্য প্রমাণের স্বপক্ষে এদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, এবার যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাঁদের নাম আব্দুস শুভান (Abdus Subhan) এবং জালালউদ্দিন শেখ (Jalaluddin Sheikh)। শুভান গোয়ালপাড়ার Mornoi থানার তিনকুনিয়া শান্তিপুর মসজিদের ইমাম। আর জালালউদ্দিন মাটিয়া থানার টিলাপাড়া নতুন মসজিদের ইমাম।

    আরও পড়ুন: আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে সন্ত্রাসবাদীরা! দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

    পুলিশ সূত্রে খবর, ওই দুজনকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। তারপরেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আল কায়দার জেহাদি সেলের সঙ্গে এদের যোগাযোগ রয়েছে। ধৃতদের কাছ থেকে জেহাদি বই ও পাওয়া গিয়েছে। আব্দুস শুভানের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল পুলিশ। তার বাড়ি থেকে আপত্তিকর কিছু পোস্টার, বই, ফোন, সিম পাওয়া গেছে। জালালউদ্দিনের বাড়ি থেকে আরবি ভাষায় লেখা কিছু বই মিলেছে। বিভিন্ন সূত্র মারফত জানা যায়, ওই দুই ইমাম জেহাদিদের নানাভাবে সহায়তা করত। গোয়ালপাড়া এলাকায় জেহাদি স্লিপার সেলের নিয়োগ প্রক্রিয়া চলত এদের দ্বারাই। 

LinkedIn
Share