Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Air Strike: মধ্যপ্রাচ্যে আমেরিকা-ব্রিটেনের যৌথ অভিযান, ইয়েমেনে ধ্বংস ৩৬ জঙ্গি ঘাঁটি

    Air Strike: মধ্যপ্রাচ্যে আমেরিকা-ব্রিটেনের যৌথ অভিযান, ইয়েমেনে ধ্বংস ৩৬ জঙ্গি ঘাঁটি

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকা ও ব্রিটেনের যৌথবাহিনী ইয়েমেনের হুথি জঙ্গি গোষ্ঠীর একাধিক ঘাঁটিতে প্রত্যাঘাত চালাল। প্রসঙ্গত, হুথি জঙ্গিগোষ্ঠীর হামলার মুখে পড়তে হচ্ছে একাধিক বাণিজ্যিক জাহাজকে। তাই এই যৌথ অভিযান বলে জানা গিয়েছে। শুক্রবারই ইরাক এবং সিরিয়ার ৮৫টি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক (Air Strike) চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে শনিবারও হুথি জঙ্গিদের নিকেশ করতে চলল অভিযান। প্রসঙ্গত, গত মাসের ২৮ তারিখে তিন জন মার্কিন সেনা জওয়ানকে হত্যা করে জঙ্গিরা। তারই পাল্টা প্রত্যাঘাতে শুক্রবার এয়ার স্ট্রাইকে (Air Strike) নামে আমেরিকা। প্রসঙ্গত,  শুক্রবার এয়ার স্ট্রাইকের পরে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘‘যদি তোমরা আমেরিকার ক্ষতি করো, তাহলে তার ফল ভুগতে হবে।’’ এরপরেই ফের শনিবার হাউথিদের ওপর প্রত্যাঘাতের খবর প্রকাশ্যে আসে।

    ৩৬টি জঙ্গি ঘাঁটিতে অভিযান ব্রিটেন ও আমেরিকার যৌথ বাহিনীর

    অন্যদিকে শনিবারের এয়ার স্ট্রাইকে (Air Strike) ইয়েমেনের ১৩টি জায়গায় ৩৬ টি জঙ্গি ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলে জানা গিয়েছে। লোহিত সাগর যেন ক্রমশই মুক্তাঞ্চল হয়ে উঠছিল হুথি জঙ্গিগোষ্ঠীর এবং যেকোনো বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালাচ্ছিল তারা। এমনই বিবৃতি উঠে এসেছে আমেরিকা-ব্রিটেনের যৌথ বিবৃতিতে। আমেরিকা জানিয়েছে যে শনিবার তারা আলাদা করে জঙ্গিদের ছ’টি মিসাইল ধ্বংসকারী জাহাজকে ধ্বংস করতে সক্ষম হয়েছে

    নভেম্বর মাস থেকেই হামলা চলছে লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজগুলিতে

    নভেম্বর মাস থেকেই লোহিত সাগরের বিভিন্ন জাহাজের ওহপর হামলা চালাতে শুরু করে হুথি জঙ্গিরা। এই হামলার কারণ হিসেবে তারা জানায় যে ইজরায়েল যেভাবে প্যালেস্তাইনের উপর আগ্রাসন চালাচ্ছে, তারই প্রতিবাদে এই হামলা। প্রসঙ্গত গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হয় ইজরায়েল প্যালেস্তাইনের যুদ্ধ। এবং তখন থেকে উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ।

    আরও পড়ুন: অযোধ্যার পরে আবু ধাবি, সৌদি আরবের প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন মোদি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: অযোধ্যার পরে আবু ধাবি, সৌদি আরবের প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন মোদি

    PM Modi: অযোধ্যার পরে আবু ধাবি, সৌদি আরবের প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২২ জানুয়ারি উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। এবার সকলের নজর সৌদি আরবের দিকে। কারণ চলতি মাসে সেখানেই উদ্বোধন হবে প্রথম কোনও হিন্দু মন্দিরের। উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। চলতি ফেব্রুয়ারি মাসেই দুদিনের সফর হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এবং তার সেই সফরের মধ্যেই আবুধাবিতে তিনি উদ্বোধন করবেন হিন্দু মন্দিরের।

    প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাজো সাজো রব সৌদি আরবে

    প্রধানমন্ত্রীর (PM Modi) সফর ঘিরে এখন থেকেই সাজো সাজো রব পড়ে গিয়েছে আবু ধাবিতে। জানা গিয়েছে, প্রায় ৫০ হাজারেরও বেশি ভারতীয় বংশোদ্ভুতরা ইতিমধ্যে নাম নথিভুক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবুধাবির অনুষ্ঠানের জন্য। যার পোশাকি নাম ‘আহলান মোদি ২০২৪’। প্রসঙ্গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যাতেই এই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সেখানকার জায়েজ স্পোর্টস সিটি স্টেডিয়ামে নরেন্দ্র মোদি ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর ওই সভায় যাঁরা আসবেন তাঁদের জন্য যাতায়াতও ফ্রি করে দেওয়া হয়েছে। তথ্য বলছে, প্রায় ৩৮ লাখেরও বেশি ভারতীয় বংশোদ্ভুতরা বর্তমানে থাকেন সৌদি আরবে। এই দেশে আরবের বিশ্বের চতুর্থ সর্বোচ্চ প্রবাসী ভারতীয়রা থাকেন।

    ১৪ ফেব্রুয়ারি মন্দির উদ্বোধন

    চলতি মাসের ১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi), মহন্ত স্বামী মহারাজ এই দুজনে মিলেই উদ্বোধন করবেন আবুধাবির হিন্দু মন্দিরের। প্রসঙ্গত সেদিনই আবার আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে সরস্বতী পূজা, যা সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে পালিত হয় বসন্ত পঞ্চমী হিসেবে। ওই পবিত্র তিথিতেই সৌদি আরবের হিন্দুরা পাবেন তাঁদের প্রথম মন্দির। জানা গিয়েছে, ২৭ একর জায়গার উপরে তৈরি হওয়া এই মন্দির গত মাসের ২৯ তারিখেই ৪২টি দেশের রাষ্ট্রদূতরা পরিদর্শন করেন।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সপ্তম সৌদি আরব সফর

    বিশেষজ্ঞরা মনে করছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) এই সৌদি আরব সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে। প্রসঙ্গত, এটি হতে চলেছে নরেন্দ্র মোদির সপ্তম সৌদি আরব শপথ। গত ডিসেম্বরে তিনি দুবাই গিয়েছিলেন। সেখানে একদিনের সিওপি ২৮ সম্মেলনে যোগ দেন তিনি। জানুয়ারি মাসেই সৌদি আরবের রাষ্ট্রপতি মহম্মদ বিন জায়েদ ভারত সফরে আসেন এবং ভাইব্রান্ট গুজরাট সাবমিটের প্রধান অতিথি হন। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিনি আহমেদাবাদের রোড শো’তেও অংশগ্রহণ করেন। ২০১৫ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরেই তিনি সৌদি আরব সফর করেন। তার আগে ১৯৮০ সালে ইন্দিরা গান্ধী শেষবারের মতো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সৌদি সফর করেছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • US Airstrike: জঙ্গি হামলায় ৩ মার্কিন সেনার মৃত্যু, ইরাক-সিরিয়ার ৮৫ ঘাঁটিতে প্রত্যাঘাত আমেরিকার

    US Airstrike: জঙ্গি হামলায় ৩ মার্কিন সেনার মৃত্যু, ইরাক-সিরিয়ার ৮৫ ঘাঁটিতে প্রত্যাঘাত আমেরিকার

    মাধ্যম নিউজ ডেস্ক: ইরাক এবং সিরিয়ার ৮৫টি স্থানে এয়ারস্ট্রাইক (US Airstrike) চালাল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, গত সপ্তাহেই জর্ডনে জঙ্গি হামলায় তিন মার্কিন সেনার মৃত্যু হয়। তার প্রত্যাঘাত ছিল এদিনের এয়ারস্ট্রাইক।

    গতকালই মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘‘যদি তোমরা আমেরিকার ক্ষতি করো, তাহলে তার ফল ভুগতে হবে।’’ এরপরেই প্রত্যাঘাতের খবর প্রকাশ্যে আসে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই এয়ারস্ট্রাইকের নিন্দা জানিয়েছে ইরাক। তাদের মতে, ‘‘এটি হল সার্বভৌমত্বের উপর হামলা।’’ জানা গিয়েছে, ইরাক সীমান্তে গজিয়ে ওঠা ইরান সমর্থিত সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দিতে এই এয়ারস্ট্রাইকে (US Airstrike) মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করে বি-ওয়ান বোমারু বিমান।

    মার্কিন সেনা কী জানাল?

    মার্কিন যুক্তরাষ্ট্রের সেনার তরফ থেকে বিবৃতি সামনে এসেছে। সেখানে তারা জানিয়েছে, ইরাক ও সিরিয়ায় অবস্থিত ইরানের ইসলামিক রিভোলিউশনারি গার্ড কোর কুর্দ বাহিনী ও তার সহযোগীদের ঘাঁটি লক্ষ্য করে এয়ারস্ট্রাইক (US Airstrike) চালানো হয়েছে। জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রিত হত এবং মিসাইল, রকেট সমেত অস্ত্রসামগ্রী মজুদ রাখা হত এমন ৮৫টি ঘাঁটিতে এই হামলা হয়েছে। যার মধ্যে সিরিয়ার চারটি স্থানে বেছে নেওয়া হয়েছিল এবং ইরাকের তিনটি স্থান অর্থাৎ মোট সাতটি অঞ্চলে এই এয়ারস্ট্রাইক চলেছে বলে জানা গিয়েছে।

    আরও চলবে এমন এয়ার স্ট্রাইক

    মার্কিন যুক্তরাষ্ট্রের লেফটেন্যান্ট জেনারেল ডগলাস সিম জানিয়েছেন যে, এই এয়ারস্ট্রাইক সফল হয়েছে। যদিও এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি এই এয়ার স্ট্রাইকের ফলে ঠিক কতজন জঙ্গি মারা গিয়েছে। অন্যদিকে, সিরিয়ার সংবাদ মাধ্যমগুলির মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে এবং তারা জানিয়েছে যে, মরুভূমি অঞ্চলে (US Airstrike) ইরাক-সিরিয়ার বর্ডারে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন মার্কিন হামলায়। পেন্টাগনের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে যে, ইরাকের সঙ্গে আমেরিকা যুদ্ধ চায় না, তবে আগামী দিনে জঙ্গিঘাঁটি লক্ষ্য করে এই ধরনের এয়ারস্ট্রাইক আরও চলবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Imran Khan: দেশের গোপন তথ্য পাচার! প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ১০ বছরের জেল

    Imran Khan: দেশের গোপন তথ্য পাচার! প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ১০ বছরের জেল

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের গোপন তথ্য পাচার করেছেন তিনি, এমনই অভিযোগ উঠেছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে। এবার এই মামলায় তাঁকে ১০ বছরের কারাদণ্ড ছিল পাকিস্তানের বিশেষ আদালত। ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে অভিযোগ, গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গোপন কূটনৈতিক তথ্য তিনি পাচার করেছেন। এই মামলার শুনানি ছিল পাকিস্তানের বিশেষ আদালতে মঙ্গলবার। সেখানেই ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ড দিল আদালত। এর পাশাপাশি পাকিস্তানের তেহেরিক-ই-ইনসাফের সভাপতি শাহ মেহমুদ কুরেশিকেও ঐ  একই সাজা ঘোষণা করেছে পাকিস্তানের বিশেষ আদালত।

    ইমরানের সাজা ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত

    এদিনই ইমরান খানের (Imran Khan) ১০ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত। প্রসঙ্গত, তোশাখানা মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই জেলে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা এই মুহূর্তে চলছে পাকিস্তানের আদালতে। তারই মধ্যে অন্যতম মামলা ছিল কূটনৈতিক তথ্য পাচার। যদিও বরাবরই ইমরানের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগে খারিজ করেছে তাঁর দল এবং এই গোটা বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবেই তুলে ধরেছে তারা। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী পদ থেকে সরানোর জন্যই ওই ষড়যন্ত্র করা হয়েছে ইমরানের (Imran Khan) বিরুদ্ধে।

    ২০২২ সালে দুর্নীতির অভিযোগে অপসারিত হন ইমরান

    ঠিক দু বছর আগে ২০২২ সালের এপ্রিল মাসেই অনাস্থা ভোটের মাধ্যমে অপসারিত করা হয় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানকে। ২০২৩ সালের ৫ অগাস্ট তাঁকে কারাদণ্ড দেয় ইসলামাবাদ কোর্ট। তোশাখানা মামলায় তখন তিন বছরের সাজা ঘোষণা হয় ইমরানের। জানা গিয়েছে, এতদিন অ্যাটাক ডিস্ট্রিক্ট জেলে বন্দি ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। গত ডিসেম্বর মাসেই তিনি জামিন পান। কিন্তু তার সঙ্গে অন্যান্য মামলাগুলি চলায় এতদিন জেলেই ছিলেন ইমরান।

    আরও পড়ুন: শান্তনুতেই আস্থা! সিএএ নিয়ে আশার আলো দেখছেন মতুয়ারা

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Air crash: আফগানিস্তানে ভেঙে পড়া বিমান ভারতের নয়, মরক্কোর জানাল ডিজিসিএ

    Air crash: আফগানিস্তানে ভেঙে পড়া বিমান ভারতের নয়, মরক্কোর জানাল ডিজিসিএ

    মাধ্যম নিউজ ডেস্ক: আফগানিস্তানে বাধাখসন প্রদেশে  ভেঙে পড়ল একটি বিমান (Air crash)। রবিবার সকালে হওয়া ওই বিমান দুর্ঘটনার পরেই আফগানিস্তানের সংবাদ মাধ্যম দাবি করে যে বিমানটি ছিল ভারতের। কিন্তু পরবর্তীকালে ‘ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন’-এর শীর্ষ আধিকারিকরা জানিয়ে দেন যে সেটি ভারতের বিমান নয়। ডিজিসিএ-এ যে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে, আফগানিস্তানে তোপখানা পার্বত্য অঞ্চলে যে বিমান দুর্ঘটনা ঘটেছে, তা মরক্কোর বিমান (Air crash)। ওই বিমানটির নাম ডিএফ-১০। ডিজিসিএ তাদের বিবৃতিতে আরও জানিয়েছে যে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে তথ্য নিয়ে নিশ্চিত ভাবেই জানতে পারা গিয়েছে যে সেটি মরক্কোর বিমান। অন্যদিকে ভারতের বিমান মন্ত্রকও একই কথা জানিয়েছে।

    হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি

    এদিন সকালে বিমানটি মস্কো যাওয়ার পথে ভেঙে পড়ে। বদখসান প্রদেশে ওই বিপর্যয়ের খবর প্রথমে দেয় তালিবান প্রশাসন। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ার কারণে উদ্ধারকারী দলকে বেশ বেগ পেতে হবে বলে মনে করা হচ্ছে। বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট অঞ্চলের তথ্য দফতরের প্রধান জাবিহুল্লাহ আমিরি বলেন, ‘‘বিমান ভেঙে পড়ার খবর সত্যি। কিন্তু ঠিক কোন জায়গায় সেটি ভেঙে পড়েছে, তা এখনও জানা যায়নি। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি দল পাঠিয়েছি। তারা এখনও পৌঁছয়নি।’’

    আফগানিস্তানের তথ্য অস্বীকার ভারতের

    আফগানিস্তানের বিভিন্ন প্রতিবেদনের তথ্য অস্বীকার করে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে সমাজমাধ্যমে লেখা হয়, ‘‘দুর্ভাগ্যজনক ভাবে কিছু ক্ষণ আগে আফগানিস্তানে ভেঙে পড়া বিমানটি ভারতের নয়। এটি মরক্কোর একটি উড়ান।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Ram Mandir: প্রধানমন্ত্রী মোদির কারণেই নির্মিত হয়েছে রাম মন্দির, জানালেন নিউজিল্যান্ডের মন্ত্রীরা

    Ram Mandir: প্রধানমন্ত্রী মোদির কারণেই নির্মিত হয়েছে রাম মন্দির, জানালেন নিউজিল্যান্ডের মন্ত্রীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই উদ্বোধন হবে রাম মন্দিরের (Ram Mandir)। সাজো সাজো রব সারা দেশ জুড়ে। পাড়ায় পাড়ায় চলছে রাম পুজো। এরই মধ্যে নিউজিল্যান্ডের মন্ত্রীরা শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে রাম মন্দিরের উদ্বোধনের জন্য। শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, একমাত্র মোদিজীর নেতৃত্বের কারণেই ৫০০ বছরের প্রতীক্ষার পরে অযোধ্যায় নির্মিত হতে চলেছে রাম মন্দির।

    কী বলছেন নিউজিল্যান্ডের মন্ত্রীরা?

    বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ মন্ত্রী ডেভিড সেইমোর বলেন, ‘‘জয় শ্রীরাম! আমি অভিনন্দন জানাচ্ছি প্রত্যেক ভারতবাসীকে এবং তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। কারণ তাঁর জন্যই রাম মন্দিরের (Ram Mandir) নির্মাণ সম্ভব হয়েছে, ৫০০ বছরের অপেক্ষার পরে। গুরুত্বপূর্ণ মন্দির আগামী এক হাজার বছরের জন্য স্থায়ী হতে চলেছে।’’ অযোধ্যায় নবনির্মিত এই রাম মন্দির দর্শনে তিনি খুবই উৎসাহী বলেও জানিয়েছেন ওই মন্ত্রী। তিনি আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতার কারণেই ভারতবর্ষ আজ বিশ্বের অনেক চ্যালেঞ্জেরই মোকাবিলা করতে সক্ষম হচ্ছে।’’ নিউজিল্যান্ডের অপর এক মন্ত্রী মেলিসা লি বলেন, ‘‘রাম মন্দির (Ram Mandir) হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের ফসল।’’ প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে মেলিসা লি আরও বলেন, ‘‘ভারতীয় বংশোদ্ভূতরা সারা পৃথিবী জুড়েই ওই দিনটিকে উদযাপন করবেন। এর জন্য আমি অভিনন্দন জানাচ্ছি প্রধানমন্ত্রী মোদি সমেত ভারতের সমস্ত জনগণকে। ৫০০ বছর পরে রাম মন্দির প্রতিষ্ঠিত হতে চলেছে।’’ তাঁর আরও সংযোজন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতবর্ষের যোগ্যতম প্রধানমন্ত্রী এবং তিনি বহুবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। তাঁর নেতৃত্বেই ভারত নতুন উচ্চতা পেয়েছে এবং অর্থনীতিতেও দারুণ সফলতার মুখ দেখেছে।’’ সারা পৃথিবীব্যাপী প্রধানমন্ত্রী শ্রদ্ধার পাত্র বলেও জানান ওই মন্ত্রী।

    রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব, অস্ট্রেলিয়া ও আমেরিকাতে গাড়ির মিছিল

    প্রসঙ্গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনিতে ভারতীয় বংশোদ্ভুতরা একটি গাড়ির মিছিল করে। রাম মন্দির (Ram Mandir) উদ্বোধন উপলক্ষ্যে ওই মিছিল করা হয়। জানা গিয়েছে একশোরও বেশি সংখ্যার গাড়ি ওই মিছিলে অংশগ্রহণ করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গাড়িতে রামভক্তদের নাচতেও দেখা যায় এবং প্রত্যেক গাড়িই সাজানো ছিল ভগবান রামের ছবিতে। এর পাশাপাশি বড় বড় গেরুয়া পতাকাও উড়ছিল বলে জানা গিয়েছে। প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার একশোরও বেশি মন্দিরে আগামী কয়েকদিনে উৎসবও হতে চলেছে। আমেরিকাতেও রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে গাড়ির র‍্যালি দেখা গিয়েছে। এডিশন, নিউ জার্সি এই সমস্ত স্থানে এই গাড়ি মিছিল হয়। যেখানে ৩৫০-এরও বেশি গাড়ি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে শোভাযাত্রা বের করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ram Mandir: পাক অধিকৃত কাশ্মীরের সারদা পীঠের পবিত্র জল অযোধ্যায় পাঠালেন জনৈক মুসলিম

    Ram Mandir: পাক অধিকৃত কাশ্মীরের সারদা পীঠের পবিত্র জল অযোধ্যায় পাঠালেন জনৈক মুসলিম

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এক মুসলিম বাসিন্দা সারদা পীঠ কুণ্ডের পবিত্র জল রামলালার (Ram Mandir) প্রাণ প্রতিষ্ঠা উৎসবে অযোধ্যা পাঠালেন। এই পবিত্র জল ব্রিটেনের মাধ্যমে তিনি ভারতে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। ‘সেভ সারদা কমিটি কাশ্মীর’ নামের সংগঠনের প্রতিষ্ঠাতা রবীন্দ্র পণ্ডিতা এ বিষয়ে বলেন,‘‘পবিত্র জল সরাসরি ভারতে পাঠানো সম্ভব হয়নি তার কারণ ভারত এবং পাকিস্তানের মধ্যে পোস্টাল সার্ভিস বন্ধ রয়েছে বালাকোট এয়ার স্ট্রাইকের পরেই। তাই ব্রিটেনের মাধ্যমে এই জল পবিত্র রাম জন্মভূমিতে (Ram Mandir) পাঠানো হয়েছে।’’

    জনৈক তানভির আহমেদ এই পবিত্র জল রাম মন্দিরের নির্মাণের জন্য পাঠিয়েছেন

    জানা গিয়েছে, জনৈক তানভির আহমেদ এবং অন্যান্যরা এই পবিত্র জল রাম মন্দিরের (Ram Mandir) নির্মাণের জন্য পাঠিয়েছেন। পাক অধিকৃত কাশ্মীরের মুসলিম সম্প্রদায়ের নাগরিকরা এই জল সংগ্রহ করেন এবং তা ইসলামাবাদে পাঠান সেখান থেকেই তানভির আহমেদের লন্ডনবাসী কন্যা মাঘরিবির কাছে পাঠানো হয়।  জানা গিয়েছে, এরপরে মাঘরিবি ওই জল সোনাল শের নামের জনৈক কাশ্মীরি পণ্ডিতকে পাঠান। পরবর্তীকালে এই জল দিল্লিতে আসে। রবীন্দ্র পণ্ডিতা আরও জানিয়েছেন, পবিত্র এই জল এশিয়া ইউরোপ মহাদেশ ঘুরে ভারতে এল। প্রসঙ্গত সারদা সর্বজ্ঞান পীঠে ১৯৪৮ সাল থেকেই ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ রয়েছে।

    ‘সেভ সারদা কমিটি কাশ্মীর’ রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনটি উদযাপন করবে

    শুধু জলই নয় এর আগে মাটি এবং শিলাও এসেছে সারদা কুণ্ড থেকে। এটা খুব গর্বের বিষয় যে রাম মন্দিরের (Ram Mandir) প্রাণ প্রতিষ্ঠার মুহূর্তে পাক অধিকৃত কাশ্মীরের জনসাধারণেরও যোগদান রইল, এমনটাই বলছেন সেভ সারদা কমিটির সদস্যরা।  প্রসঙ্গত, গত বছরের ৫ জুন শৃঙ্গেরি মঠের শঙ্করাচার্য সারদা মন্দিরের উদ্বোধনও করেন। জানা গিয়েছে, আগামী ২২ জানুয়ারি সেভ সারদা কমিটি- এর সদস্যরা প্রদীপ জ্বালিয়ে দিনটি উদ্বোধন করবেন লাইন অফ কন্ট্রোল এর কাছে। কাশ্মীরের কুপোয়ারা জেলাতে এই উদযাপন হবে বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Pakistani Hindus: হিন্দু প্রার্থীদের ভোট দেওয়া যাবে না, নির্বাচনের আগে ফতোয়া পাকিস্তানে

    Pakistani Hindus: হিন্দু প্রার্থীদের ভোট দেওয়া যাবে না, নির্বাচনের আগে ফতোয়া পাকিস্তানে

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের সাধারণ নির্বাচন রয়েছে ৮ ফেব্রুয়ারি। তার আগেই সে দেশের সংখ্যালঘু হিন্দু প্রার্থীদের (Pakistani Hindus) নানাভাবে লক্ষ্য বানানো হচ্ছে বলে খবর মিলেছে। সংখ্যালঘু হিন্দুদের উদ্দেশ্যে নানা ঘৃণামূলক প্রচারও করা হচ্ছে। ইসলামের খুব পরিচিত শব্দ রয়েছে ফতোয়া, সেই ফতোয়া জারি করা হচ্ছে ফেসবুক এবং ট্যুইটারের মাধ্যমে। সেখানে ভোটারদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে যে মুসলিম প্রার্থীদেরকেই ভোট দিতে, যেখানে যেখানে সংখ্যালঘু হিন্দু প্রার্থী রয়েছে সেই আসনগুলিতে।

    কোন কোন সংগঠন ফতোয়া জারি করছে

    জানা গিয়েছে, হিন্দুদের (Pakistani Hindus) উপর ফতোয়া যারা জারি করছে এমন  সংগঠনগুলির মধ্যে রয়েছে জামিয়া উলেমা ইসলামিয়া। অন্য একটি সংগঠন রয়েছে নিউ টাউন নামে। যা সেখানে পরিচিত জামিয়া বিনোরি টাউন নামে। এই সংগঠনটি সেদেশে গুরু মন্দিরের একটি অঞ্চলে অবস্থিত। তারাও একইভাবে ফতোয়া জারি করছে বলে জানা গিয়েছে। সেদেশে হিন্দুদের ওপর অত্যাচার নতুন কিছু নয়। সারা বছরেই পাক হিন্দুদের অত্যাচারের খবর শিরোনামে থাকে। এরই মাঝে এবার হিন্দু রাজনীতিবিদদের বয়কটের আওয়াজ উঠল পাকিস্তানে (Pakistani Hindus)। পাকিস্তান সত্যিই হিন্দুদের কাছে বধ্যভূমি হয়ে উঠেছে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

    কী বলছেন পাকিস্তানের হিন্দু নেতা

    ধর্মীয়ভাবে মুসলিম প্রার্থীদের ভোট দেওয়ার জন্য সে দেশের জনগণের উপর প্রভাব তৈরি করা হচ্ছে বলে খবর মিলেছে। হিন্দু সংখ্যালঘুদের অধিকারের দাবিতে লড়াই করেন সে দেশের চমনলাল। তিনি একটি ছবি নিজের সমাজ মাধ্যমের পাতায় শেয়ার করেছেন এবং সেখানে তিনি লিখেছেন, “কিভাবে ফতোয়া জারি করা হচ্ছে। সে দেশের ১০ লাখ সংখ্যালঘুর কাছ থেকে ভোটে পাওয়ার আবেদন পাকিস্তানের রাজনৈতিক দলগুলি রাখছে কিন্তু কোনও সংখ্যালঘু হিন্দু প্রার্থী (Pakistani Hindus) যাতে জিততে না পারে সে বিষয়ে ফতোয়াও জারি করা হচ্ছে।” তাঁর আরও সংযোজন, “যেখানে পাকিস্তানের সংবিধান আমাদেরকে ধর্ম বর্ণ নির্বিশেষে সমান অধিকার দিয়েছে। সেখানে এই ধরনের বিভেদ সৃষ্টি করা হচ্ছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Maldives: ভারত বিরোধিতাই কাল, মলদ্বীপে মেয়র নির্বাচনে পরাজিত মুইজ্জুরের দল

    Maldives: ভারত বিরোধিতাই কাল, মলদ্বীপে মেয়র নির্বাচনে পরাজিত মুইজ্জুরের দল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত বিরোধিতার কারণে মলদ্বীপের (Maldives) মেয়র নির্বাচনে হেরে গেল প্রেসিডেন্ট মহম্মদ মইজ্জুরের দল পিএনসি। জয়যুক্ত হলেন ভারতপন্থী দলের নেতা। শনিবার রাজধানী মালের স্থানীয় নির্বাচনে জয়ী হয়েছে মলদ্বীপ ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি) নেতা অ্যাডাম আজিম। সম্প্রতি মোদি লাক্ষাদ্বীপ সফরে যেতেই মলদ্বীপের তিন মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বিরূপ মন্তব্য করেন। এরপর ভারত মলদ্বীপের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করলে ব্যাপক শোরগোল তৈরি হয়।

    ভারত বিদ্বেষী দলের পরাজয় (Maldives)

    মলদ্বীপের (Maldives) গুরুত্বপূর্ণ নির্বাচনে ভারত বিদ্বেষী পিপলস ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ পিএনসি মেয়র নির্বাচনে পরাজিত হয়েছে এবং সেই সঙ্গে ভারতপন্থী মলদ্বীপ ডেমোক্র্যাটিক পার্টির নেতা অ্যাডাম আজিম জয়যুক্ত হয়েছেন। এমডিপি নেতা ইব্রাহিম সোলি অবশ্য মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন। তিনি যতদিন ক্ষমতায় ছিলেন, ভারতের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখেছিলেন। সম্প্রতি তাঁকে পরাজিত করে প্রেসিডেন্টের চেয়ারে বসেছিলেন পিএনসি দলের নেতা মহম্মদ মুইজ্জুর। এমডিপি নেতা অ্যাডাম যে পদে নির্বাচিত হয়েছেন, সেই পদে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিলেন মুইজ্জু। মুইজ্জু অবশ্য নির্বাচনের আগে ভারতের বিরুদ্ধে অপপ্রচার করে ক্ষমতায় ছিলেন বলে জানা যায়। গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আগে মেয়রের পদে ইস্তফা দিয়েছিলেন তিনি। এবার সেই পদে মেয়র হিসেবে বিপুল ভোটে জয়যুক্ত হন অ্যাডাম আজিম।

    ৫ হাজারের বেশি ভোট ভারতপন্থীর

    জানা গিয়েছে, ভারতপন্থী মলদ্বীপের (Maldives) এমডিপি নেতা অ্যাডাম আজিম মেয়র নির্বাচনে ৫ হাজারের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর দিকে ভারত বিরোধী পিএনসি দলের মুইজ্জরের সমর্থিত প্রার্থী ছিলেন আইশাঠ আজিমা। মেয়র নির্বাচনে হার ভারত বিদ্বেষী ভাবনার পাল্টা মলদ্বীপের প্রভাব ফলে মনে করেছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

    হুঙ্কার বৃথাই গেল প্রেসিডেন্ট মুইজ্জুর

    সম্প্রতি মলদ্বীপের (Maldives) প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু ৫ দিনের চিন সফর করে এসেছেন। ঠিক তারপরই শনিবার এক সাংবাদিক সম্মলেন করে বলেন, “হতে পারি আমরা ক্ষুদ্র। কিন্তু তাই বলে কাউকে চমকানোর ছাড়পত্র দিয়ে দিইনি আমরা।” এই প্রসঙ্গে নাম না করে ভারতের উদ্দেশে বলেন, “ভারত মহাসাগর কোনও নির্দিষ্ট দেশের অংশ নয়। যদিও এই সাগরের দ্বীপে আমাদের ছোট ছোট অংশ রয়েছে। আমাদের কাছে আছে ৯০০,০০০ বর্গকিমির একটি বিরাট অর্থনৈতিক ক্ষেত্র। আমরা কারও এলাকার মধ্যে নেই। আমাদের দেশ সার্বভৌম দেশ।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bangladesh Election: বুধে শপথ বাংলাদেশের নতুন সাংসদদের, হাসিনার মন্ত্রিসভা গঠন বৃহস্পতিবার

    Bangladesh Election: বুধে শপথ বাংলাদেশের নতুন সাংসদদের, হাসিনার মন্ত্রিসভা গঠন বৃহস্পতিবার

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের (Bangladesh Election) জাতীয় সংসদের নির্বাচন সমাপ্ত হয়েছে রবিবারই। সেদিন সন্ধ্যা থেকেই শুরু হয় গণনা। নির্বাচনে জয়ী প্রার্থীরা বুধবার অর্থাৎ আজকে শপথ নেবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন (Bangladesh Election) হবে বৃহস্পতির সন্ধ্যায়। মঙ্গলবার সরকারি সূত্রে  এ কথা জানা গিয়েছে। হাসিনার দলের এই বিপুল জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমেত আন্তর্জাতিক মহলে আরও ২০টি দেশ। যার মধ্যে রয়েছে জাপান, থাইল্যান্ড সমেত অন্যান্য দেশ।

    কী বলছেন বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিষয়ক সচিব

    বাংলাদেশ (Bangladesh Election) সরকারের মন্ত্রিপরিষদ বিষয়ক সচিব মহম্মদ মাহবুব হোসেন মঙ্গলবার বলেন, ‘‘বুধবার সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যেরা শপথ নেবেন। এর পরে ১১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বঙ্গভবনে হবে এই শপথ অনুষ্ঠান।’’ প্রসঙ্গত, হাসিনার মন্ত্রিসভায় কারা মন্ত্রী হবেন, সে বিষয়ে কিছু জানান নি তিনি। জানা গিয়েছে, সেদেশের জাতীয় পার্টি (এরশাদ)-এর নির্বাচিত সাংসদেরা বুধবার শপথের অনুষ্ঠানে হাজির থাকবেন না। বাংলাদেশের (Bangladesh Election) সংবিধান অনুযায়ী, প্রথমে স্পিকার শপথ বাক্য পাঠ করান। সেসময় কোনও সাংসদ উপস্থিত থাকতে না পারলে, পরবর্তীকালে এই শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচিত সাংসদরা প্রথম বৈঠক থেকে পরববর্তী ৯০ দিন পর্যন্ত হাজির না থাকলে তাঁর আসন শূন্য বলে ধরে নেওয়া হবে।

    ৭ জানুয়ারি ৩০০ আসনে ভোট হয় বাংলাদেশে

    ৭ জানুয়ারি ৩০০ আসনে ভোট হওয়ার কথা ছিল বাংলাদেশে (Bangladesh Election)। কিন্তু ভোট হয় ২৯৮ আসনে। কারণ ১টি আসনে প্রার্থীর মৃত্যু হয় এবং অপর একটি আসনে সব মনোনয়নগুলি বাতিল হয়ে যায়। ২৯৮ আসনের মধ্যে হাসিনার দল পেয়েছে ২২৫ আসন। আওয়ামি লিগ জাতীয় পার্টি (এরশাদ)-কে ২৬টি আসনে প্রতিদ্বন্দিতা করতে দেয়। তারা ১১টিতে জিতেছে। নির্দল ও অন্যরা পেয়েছে ৬২টি। জানা গিয়েছে, জয়ী নির্দলদের বেশিরভাগই আওয়ামি লিগের সদস্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share