Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Israel-Hamas War: গাজার দখল নিল ইহুদি সেনা, ১৬ বছর পর ক্ষমতাচ্যুত হামাস, দাবি নেতানিয়াহুর মন্ত্রীর

    Israel-Hamas War: গাজার দখল নিল ইহুদি সেনা, ১৬ বছর পর ক্ষমতাচ্যুত হামাস, দাবি নেতানিয়াহুর মন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: গাজার দখল নিল ইজরায়েলের সেনাবাহিনী। অন্তত এমনটাই দাবি নেতানিয়াহু সরকারের। ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জোয়াভ গ্যালান্ট জানিয়েছেন, ১৬ বছর ধরে যে হামাস (Israel-Hamas War) জঙ্গিরা গাজা শহরকে দখল করে রেখেছিল, তাদেরকে ক্ষমতারচ্যুত করা হয়েছে। জানা গিয়েছে ইজরায়েলের সেনাবাহিনীর দাপটে হামাস জঙ্গিরা গাজার দক্ষিণ দিক দিয়ে পালিয়ে যাচ্ছে। হামাসের সমস্ত জঙ্গি ঘাঁটিগুলিকে বর্তমানে দখল নিচ্ছে ইজরায়েলের সেনাবাহিনী। জানা গিয়েছে, গাজা দখলের পরে আপাতত ইজরায়েলের সেনাবাহিনীর লক্ষ্য হল, হামাস জঙ্গিদের হাতে পণবন্দী থাকা ইজরায়েলের নাগরিকদের দ্রুত মুক্ত করা। কীভাবে পণবন্দীদের মুক্ত করা যায় তারই পরিকল্পনায় ব্যস্ত রয়েছে নেতানিয়াহুর সরকার।

    কী বলছেন হামাসের মুখপাত্র?

    অন্যদিকে, ইজরায়েল এবং হামাসের (Israel-Hamas War) মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার। কাতারের প্রতিনিধির মাধ্যমেই এক পক্ষের বার্তা অন্য পক্ষে যাচ্ছে বলে খবর। ইজরায়েলের মারে বেসামাল হামাস এখন যুদ্ধ বিরতি চাইছে। হামাসের তরফে মুখপাত্র আবু ওবেদিয়া বলেন, ‘‘আমরা মধ্যস্থতাকারীকে (কাতার) জানিয়েছি যে, পাঁচ দিনের যুদ্ধবিরতি পেলে আমরা কিছু পণবন্দিকে মুক্তি দিতে রাজি। ওই পাঁচ দিনে আমরা আহতদের চিকিৎসা করব এবং ত্রাণ বিতরণ করব। কিন্তু শত্রুপক্ষ গড়িমসি করছে।’’ জানা গিয়েছে, ৫ দিনের যুদ্ধ বিরতি ঘোষণা যদি ইজরায়েল করে সেক্ষেত্রে ৭০জন পণবন্দীকে ছাড়তে রাজি হয়েছে হামাস জঙ্গিরা (Israel-Hamas War)। অন্যদিকে, ইজরায়েল ১০০ জন পণবন্দীর মুক্তির দাবি জানিয়েছে। এখন দেখার যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায়।

    উত্তপ্ত মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি

    গত ৭ অক্টোবর থেকে শুরু হয় হামাস-ইজরায়েলের (Israel-Hamas War) যুদ্ধ। প্রথমেই ইজরায়েলের ওপরে পাঁচ হাজার রকেট হামলা চালায় হামাস জঙ্গিরা। ইহুদি ভূখণ্ডে ঢুকে অনেক নাগরিককে পণবন্দি করে নিয়ে যায় তারা। এরপরই পাল্টা প্রত্যাঘাত শুরু করে ইজরায়েল। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি এখন আর দুটো দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। হামাসের সমর্থনে এগিয়ে এসেছে ইরানপন্থী লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লা। তারা রকেট হামলা চালায় ইজরায়েলে। পাল্টা প্রত্যাঘাত করে ইজরায়েলও। কয়েকদিন আগে সিরিয়াতে ইরানপন্থী অন্য একটি জঙ্গি সংগঠনের অস্ত্রঘাঁটিতে এয়ার স্ট্রাইক চালিয়েছে আমেরিকা। অভিযোগ ওই অস্ত্র সরবরাহ করা হতো হামাস জঙ্গিদের। বেশ উত্তপ্ত রয়েছে মধ্য প্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি। প্রসঙ্গত, যুদ্ধ শুরুর পরে ইজরায়েল সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • David Cameron: ঋষির মন্ত্রিসভায় রদবদল, বিদেশমন্ত্রীর দায়িত্ব পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ক্যামেরন

    David Cameron: ঋষির মন্ত্রিসভায় রদবদল, বিদেশমন্ত্রীর দায়িত্ব পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ক্যামেরন

    মাধ্যম নিউজ ডেস্ক: ঋষি সুনকের মন্ত্রিসভায় রদবদল। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন (David Cameron) হলেন বিদেশমন্ত্রী। ৭ বছর পরে ফের তাঁকে সক্রিয় রাজনীতিতে দেখা গেল। সোমবারই ঋষির মন্ত্রিসভায় রদবদল করা হয়। সেখানেই বিদেশ এবং উন্নয়ন বিষয়ক মন্ত্রী হিসেবে ক্যামেরনকে নিযুক্ত করা হয়। 

    ক্যামেরনের প্রথম বৈঠক ভারতের সঙ্গেই

    এ নিয়ে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন (David Cameron) সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী ঋষি সুনক আমাকে বিদেশমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি সানন্দে তা গ্রহণ করেছি।’’ আবার ঘটনাক্রমে, বিদেশমন্ত্রী পদের দায়িত্ব নিয়ে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন প্রথম বৈঠকটি করেন ভারতের সঙ্গে। সোমবারই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয় তাঁর। প্রসঙ্গত, ব্রিটেনের শাসক দল কনসারভেটিভ পার্টির শীর্ষ নেতা জেমস ক্লেভারলিকে সরিয়ে এই দায়িত্ব পেলেন ক্যামেরামন। মনে করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে যে ভূ-রাজনৈতিক উত্তেজনার পরিবেশ বর্তমানে তৈরি হয়েছে হামাস-ইজরায়েল যুদ্ধকে কেন্দ্র করে সেখানে কূটনীতিক হিসেবে ক্যামেরনের (David Cameron) মতো একটি পরিচিত মুখ খুবই দরকার। অন্যদিকে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী পদে আনা হয়েছে ক্লেভারলিকে।

    সুয়েলা ব্রেভারম্যানকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হল

    অন্যদিকে, সুয়েলা ব্রেভারম্যানকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া নিয়েও জোর চর্চা চলছে। কোনও কোনও মহলের দাবি, লন্ডন পুলিশের সমালোচনা করার জন্যই তাঁকে সরতে হল। প্রসঙ্গত, প্যালেস্তাইনের সমর্থনে লন্ডনে একটি মিছিলে হামাসবিরোধীদের সঙ্গে সংঘর্ষের একটি ঘটনা ঘটে। এখানে লন্ডন পুলিশ বেছে বেছে হামাস বিরোধীদের গ্রেফতার করছে বলে তোপ দাগেন স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান। সেই সময় থেকেই ঋষি সুনকের উপর চাপ বাড়াতে থাকে কতগুলি গোষ্ঠী। যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যে সরকারের বক্তব্য নয় তা বিবৃতি দিয়ে জানায় ঋষির সরকার। তবে ওয়াকিবহাল মহলে ধারনা, বিভিন্ন মহল থেকে চাপ বাড়তে থাকায় মন্ত্রিসভা থেকে সুয়েলা ব্রেভারম্যানকে সরানো হল। প্রসঙ্গত, আনুষ্ঠানিকভাবে ব্রিটেন ইজরায়েলের পাশেই রয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Iceland Earthquake: ১৪ ঘণ্টায় ৮০০ বার ভূমিকম্প আইসল্যান্ডে, জারি জরুরি অবস্থা

    Iceland Earthquake: ১৪ ঘণ্টায় ৮০০ বার ভূমিকম্প আইসল্যান্ডে, জারি জরুরি অবস্থা

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসল্যান্ডে (Iceland Earthquake) ভয়াবহ ভূমিকম্প আর তারই যে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হলো সে দেশের সরকার। জানা গিয়েছে, গত ১৪ ঘণ্টায় দেশে ৮০০ বার ভূমিকম্প হয়েছে। কয়েকটি নির্দিষ্ট এলাকায় এই ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের সবথেকে তীব্র কম্পনের মাত্রা ছিল ৫.২।

    অক্টোবরের শেষ থেকেই ঘন ঘন ভূমিকম্প শুরু হয় আইসল্যান্ডে

    প্রসঙ্গত, অক্টোবর মাসের শেষ থেকেই ঘন ঘন ভূমিকম্পে দুলতে শুরু করে আইসল্যান্ড (Iceland Earthquake)। দেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত রেকজেন্স মালভূমিতে এখনও পর্যন্ত চব্বিশ হাজার বার কম্পন অনুভূত হয়েছে গত অক্টোবর থেকে। এমনটাই জানিয়েছেন সেদেশের আবহবিদরা। চলতি সপ্তাহের শুক্রবার থেকে সেই মাত্রা আর তীব্রতর হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শীঘ্রই কোনও আগ্নেয়গিরির অগ্নুৎপাত এখানে হতে চলেছে। তার আগেই সংকেত দিচ্ছে এই ভূমিকম্প।

    ভূমিকম্পের কারণে এলাকা খালি করতে নির্দেশ প্রশাসনের

    ভূমিকম্পের (Iceland Earthquake) উৎসস্থল থেকে মাত্র তিন কিলোমিটার দূরে রয়েছে একটি গ্রাম যার নাম গ্রিনদ্রাভিক। রেকজেন্স মালভূমিতে অবস্থিত এই গ্রামটিতে ৪,০০০ মানুষের বাস বলে জানা গিয়েছে। ইতিমধ্যে এই গ্রামকে খালি করা নির্দেশ দিয়েছে প্রশাসন। জারি করা হয়েছে জরুরি অবস্থা। যেকোনও পরিস্থিতির জন্য এলাকার জনগণকে তৈরিও থাকতে বলা হয়েছে। ভূমিকম্পের জোরালো কম্পন এবং তার ফলে জনজীবনে প্রভাব, এগুলিকে ক্যামেরাবন্দিও করেছেন অনেক নাগরিক। তাতে দেখা যাচ্ছে ঘনঘন কেঁপে উঠছে বাড়ির দরজা জানলা। ভূমিকম্পের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। আইসল্যান্ডের বিজ্ঞানীরা জানাচ্ছেন, রেকজেন্স মালভূমির অনেক গভীরে ভূমি থেকে ৫ কিলোমিটার নিচে ম্যাগমা জমে রয়েছে, তা উপরের দিকে উঠতে শুরু করলেই অগ্নুৎপাত হবে। ইতিমধ্যেই একটি ভিডিয়োয় আগ্নেয়গিরির মুখে ফুটন্ত লাভা দেখা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Nepal Earthquake: নেপালের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫৪, ভারতীয়দের জন্য চালু হেল্পলাইন নম্বর

    Nepal Earthquake: নেপালের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫৪, ভারতীয়দের জন্য চালু হেল্পলাইন নম্বর

    মাধ্যম নিউজ ডেস্ক: নেপালে (Nepal Earthquake) বিধ্বংসী ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে এলাকার পর এলাকা। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সেখানকার বাড়িঘরগুলি। জানা গিয়েছে, ভূমিকম্পের পর থেকে আফটার শক চলেছে আরও ১৫৯ বার। সেদেশে জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের মতে, নেপালের বিস্তীর্ণ অংশের মানুষজন এখনও আতঙ্কিত। নেপালের এমন প্রাকৃতিক বিপর্যয়ের সময় সেদেশের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে ভারত সরকার। প্রধানমন্ত্রী মোদি ট্যুইট করে নেপালের স্বজনহারা পরিবারগুলিকে সমবদেনা জানিয়েছেন।

    আতঙ্কিত নেপাল, মৃত ১৫৪

    বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী ভূমিকম্প এবং তারপরে আফটার শকের আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন বহু মানুষ। অনেক মানুষ রয়েছেন যাঁরা নিজেদের বাড়িতে প্রবেশ করতেও ভয় পাচ্ছেন এবং খোলা জায়গাতে রাত কাটানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। দিনের আলোতেও তাঁরা ঘরে ঢুকতে ভয় পাচ্ছেন (Nepal Earthquake)। সরকারি হিসাব বলছে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪জন। হাসপাতালগুলিতে লম্বা লাইন দেখা যাচ্ছে রোগী আত্মীয়দের। তবে এখানেই শেষ নয়, মৃতের সংখ্যা যে আরও বাড়তে পারে সে নিয়েও আশঙ্কা প্রকাশ করতে শোনা গিয়েছে প্রশাসনকে।

    প্রধানমন্ত্রীর ট্যুইট 

    ইতিমধ্যে প্রতিবেশী রাষ্ট্রের এই জাতীয় বিপর্যয়ের দিনে পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানকার প্রবাসী ভারতীয়দের জন্য ইতিমধ্যে হেল্পলাইন চালু করা হয়েছে নম্বরটি হল, 977-9851316807  নিজের ‘এক্স’ হ্যান্ডেলে  তিনি লিখছেন, ‘‘নেপালে হওয়া ভূমিকম্পের কারণে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি (Nepal Earthquake) নিয়ে গভীরভাবে শোকাহত। নেপালের জনগণের পাশে আছে ভারত। নেপালকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ভারত। স্বজনহারা পরিবারগুলির প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই কামনা করছি।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IPL: আইপিএল-এ নজর সৌদির রাজার! বিনিয়োগ করতে চান ৫০ হাজার কোটি টাকা

    IPL: আইপিএল-এ নজর সৌদির রাজার! বিনিয়োগ করতে চান ৫০ হাজার কোটি টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: খেলাধুলার প্রতি সৌদি আরবের আগ্রহ নতুন কিছু নয়। ফুটবল, গলফ এ সমস্ত খেলায় কোটি কোটি টাকা ঢালতে দেখা গিয়েছে সৌদি আরবকে। ফুটবল জগতে রোনাল্ডোর মতো তারকাকেও নিয়ে এসেছেন তাঁরা ঘরের মাঠে। এবার সৌদি আরবের নজরে আইপিএল-এ। প্রসঙ্গত, আইপিএল (IPL) হল বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট প্রতিযোগিতা। সেখানেই বিনিয়োগ করবেন সৌদির রাজা প্রিন্স মহম্মদ বিন সলমন। এর পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) একটা বড় অংশীদারিত্ব নেওয়ার ভাবনাচিন্তাও তাঁর রয়েছে বলে জানা গিয়েছে। 

    ভারত সরকারের সঙ্গে কথা সৌদির রাজার

    এ ব্যাপারে ভারত সরকারের সঙ্গে ইতিমধ্যে কথাবার্তাও বলেছে সৌদি আরব। আইপিএলকে (IPL) তারা একটি হোল্ডিং কোম্পানিতে পরিণত করতে চায়। যার বাজার মূল্য হবে প্রায় আড়াই লক্ষ কোটি টাকা। এর পাশাপাশি আইপিএলের ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতেও রাজি সে দেশের সরকার। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ভারত সফরে এসেছিলেন প্রিন্স সলমন। সূত্রের খবর সেখানেই সরকারের প্রতিনিধিদের সঙ্গে তাঁর কথা হয়। জানা গিয়েছে, আইপিএলকে বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা রয়েছে সৌদি আরবের। তবে এখনও বিসিসিআইয়ের তরফ থেকে এ নিয়ে কোনও বিশেষ বার্তা তারা পায়নি।

    প্রথমবারের জন্য আইপিএল-এর নিলাম দুবাইয়ে

    প্রথমবারের জন্যই আইপিএলে (IPL) নিলাম হতে চলেছে বিদেশে। শুক্রবারে বিসিসিআই-এর তরফে জানানো হয় যে দুবাইয়ে আইপিএলের নিলাম হবে আগামী বছরের ১৯ ডিসেম্বর।  জানা গিয়েছে, ইতিমধ্যে দুবাইয়ের মিনি নিলামের বিষয়ে আইপিএলের দশটি ফ্রাঞ্চাইজিসকে চিঠি পাঠানো হয়েছে বিসিসিআই এর তরফে। ওই চিঠি অনুযায়ী ২৬ নভেম্বরের মধ্যে ক্রিকেটারদের ছাড়তে হবে ফ্রাঞ্চাইজিসগুলিকে। এর আগে ক্রিকেটারদের ছাড়ার সময়সীমা ছিল ১৫ নভেম্বর। তা ১১ দিন বাড়ানো হল। প্রতিটি ফ্রাঞ্চাইজিসের কাছে ১০০ কোটি টাকা থাকবে ক্রিকেটারদের কেনার জন্য। প্রসঙ্গত, গত বছর ইস্তানবুলে নিলামের আয়োজন করার কথা ভেবেছিল বিসিসিআই। পরে অবশ্য সেই ভাবনা থেকে সরে আসে তারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Pakistan Election Day: ১১ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে পাকিস্তানে

    Pakistan Election Day: ১১ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে পাকিস্তানে

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের ভোটের দিনক্ষণ (Pakistan Election Day) স্থির করা হল। জানা গিয়েছে, আগামী বছরের ১১ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে পাকিস্তানে। বৃহস্পতিবার সে দেশের নির্বাচন কমিশন, নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সুপ্রিম কোর্টকে অবহিত করেছে। প্রসঙ্গত, কবে হতে পারে পাকিস্তানের সাধারণ নির্বাচন তা নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছিল। চলতি বছরের ৯ অগাস্ট জাতীয় সংসদ ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সে দেশের রাষ্ট্রপতি আরিফ আলভি। তার প্রায় ২ মাস পরে পাকিস্তানের ভোটের দামামা বেজে গেল। পাকিস্তানের রাজনৈতিক ক্ষমতা কার হাতে থাকবে, সেদিকে নজর রয়েছে অনেকেরই। সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Pakistan Election Day) বর্তমানে জেলে রয়েছেন, অন্যদিকে স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে দেশে ফিরেছেন নওয়াজ শরিফ।

    ভোটের দাবিতে একাধিক মামলা পাকিস্তানে

    পাকিস্তানের নির্বাচন কমিশন (Pakistan Election Day) সূত্রে জানা গিয়েছে, সে দেশে সুপ্রিম কোর্টে একাধিক মামলা জমা হচ্ছিল ভোট সংক্রান্ত। জাতীয় সংসদ ও আঞ্চলিক বিধানসভার মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ভোট করানোর আবেদনও জানানো হচ্ছিল। পাকিস্তানের জনপ্রিয় সংবাদ সংস্থা ডন পত্রিকায় যে প্রতিবেদন ছাপা হয়েছে তাতে লেখা হচ্ছে, সে দেশের প্রধান বিচারপতি কাজি ফয়েজ ইসা, বিচারপতি আমিন উদ্দিন খান, বিচারপতি আতহার মীনাল্লাহ ভোট সংক্রান্ত এই মামলাগুলি শোনেন।

    ২৯ জানুয়ারির মধ্যেই সংসদীয় এলাকা পুনর্বিন্যাসের কাজ শেষ হয়ে যাবে

    প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ৬ নভেম্বরের মধ্যে পাকিস্তানে নির্বাচন প্রক্রিয়া সেরে ফেলতে সে দেশের প্রেসিডেন্টের কাছে অনুরোধও জানিয়েছিল ইমরান খানের দল (Pakistan Election Day)। তবে সে দেশের আইন মন্ত্রক ইমরানের দলের এই আবেদনের বিরোধিতা করে। জানা গিয়েছে, বর্তমানে চলছে সংসদীয় এলাকা বিন্যাসের কাজ। পাকিস্তানের নির্বাচন কমিশনের আইনজীবী জানিয়েছেন, ২৯ জানুয়ারির মধ্যেই সংসদীয় এলাকা পুনর্বিন্যাসের কাজ শেষ হয়ে যাবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Imran Khan: দেশের গোপন নথি ফাঁস! ফাঁসি হতে পারে ইমরানের? শুনানি শুরু চলতি সপ্তাহেই

    Imran Khan: দেশের গোপন নথি ফাঁস! ফাঁসি হতে পারে ইমরানের? শুনানি শুরু চলতি সপ্তাহেই

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ফাঁসি হয়েছিল জুলফিকার আলির ভুট্টোর। এবার কি তবে পালা ইমরান খানের (Imran Khan)? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পাকিস্তানের বিভিন্ন মহলে। প্রসঙ্গত, গোপন রাষ্ট্রীয় তথ্য ফাঁসের মামলায় অভিযুক্ত প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তান তেহরক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খান। এই মামলায় দোষী সাব্যস্ত হলে তাঁর মৃত্যুদণ্ডের সাজা হতে পারে বলে সে দেশে সরকারি মহল থেকে ইঙ্গিত মিলেছে। প্রসঙ্গত, গোপন রাষ্ট্রীয় তথ্য ফাঁসের মামলার শুনানি চলতি সপ্তাহে শুরু হবে বলে জানা গিয়েছে। এই মামলায় যদি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী (Imran Khan) দোষী প্রমাণিত হন তাহলে পাক আইন অনুযায়ী ফাঁসির সাজা হতে পারে বলে ইমরান খানের (Imran Khan) আইনজীবী নিজেই জানিয়েছেন।

    ২০২২ সালের প্রথমদিকে নথি পাচারের অভিযোগ

    পাকিস্তানের ‘অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট’ এর এই মামলায় অভিযুক্ত হওয়ায় ২০২৪ সালের জানুয়ারি মাসের সাধারণ নির্বাচনে অংশও নিতে পারবেন না ইমরান খান। চলতি বছরের অগাস্ট মাসেই ইমরান খানের তিন বছরের জেলের সাজার ওপর স্থগিতাদেশ দেয় ইসলামাবাদ হাইকোর্ট। তোশাখানার উপহার সামগ্রী মামলায় অভিযুক্ত ছিলেন ইমরান। ইসলামাবাদ হাইকোর্ট এই মামলায় তাঁকে জামিনও দেয়। কিন্তু গোপন তথ্য ফাঁসে অভিযুক্ত হওয়ায় জেল থেকে মুক্তি পাননি ইমরান। ইমরানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ২০২২ সালের প্রথমদিকে আমেরিকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত একটি গোপন নথি পাঠিয়েছিলেন, সে সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) এবং তাঁর তিন সহযোগী মিলে সেই তথ্য ফাঁস করেছিলেন।

    কী বলছে পাকিস্তানের রাজনৈতিক মহল

    পাকিস্তানের রাজনৈতিক মহলের একাংশের মতে, জুলফিকার আলি ভুট্টকে ১৯৭৯ সালে ফাঁসির নির্দেশ দিয়েছিলেন জেনারেল জিয়াউল হক। সে বছরই সেনা অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা দখল করেন জিয়াউল হক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভুট্টোকে একটি খুনের মামলায় ফাঁসির নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে ইমরানের অভিযোগ তার থেকেও ভয়ঙ্কর এবং গুরুতর। এখন দেখার বিষয়, ইমরান খানের ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেয় পাকিস্তানের আদালত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Train Accident in Bangladesh: মহানবমীর দুপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাংলাদেশে, মৃত ১৩

    Train Accident in Bangladesh: মহানবমীর দুপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাংলাদেশে, মৃত ১৩

    মাধ্যম নিউজ ডেস্ক: মহানবমীর দুপুরে বাংলাদেশের দুটি ট্রেনের সংঘর্ষে (Train Accident in Bangladesh) কমপক্ষে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, সে দেশের কিশোরগঞ্জের ভৈরবের কাছে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। মালগাড়ির সঙ্গে বাংলাদেশের এগারোসিন্ধুর এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে জেরে এগারোসিন্ধুর এক্সপ্রেসের শেষের দিকে  কয়েকটি কামরা উল্টে যায়। সে দেশের প্রশাসনের সহায়তায় শুরু হয়েছে উদ্ধার কাজ। দুর্ঘটনাস্থলে রয়েছে প্রচুর মানুষের ভিড়। ভৈরব উপজেলা নির্বাহী আধিকারিক (ইউএনও) সাদিকুর রহমান সংবাদমাধ্যমকে এই দুর্ঘটনা সম্পর্কে বলেন, “আহত অনেকেই ট্রেনের নিচে চাপা পড়ে থাকতে পারেন। আমাদের প্রথম কাজ তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো। সেই কাজ করা হচ্ছে।”

    বাড়তে পারে মৃতের সংখ্যা

    দুর্ঘটনাস্থলে উপস্থিত জনতাও উদ্ধারকাজে প্রশাসনকে (Train Accident in Bangladesh) সহায়তা করছেন। যাত্রীদের বের করে আনার কাজ চলছে কামরাগুলিকে কেটে।  জানা গিয়েছে, এখনও পর্যন্ত জখম হয়েছেন প্রায় পঞ্চাশ জন। তবে মৃত ও জখমের সংখ্যা আগামীতে বাড়তে পারে বলেও আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। সোমবার দুপুর সোয়া তিনটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, উল্টে যাওয়া বগির নিচে অনেক যাত্রী চাপা পড়েছে। এছাড়া রেললাইনের ওপর অনেকের দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। সেখানে উদ্ধার কাজে হাত লাগিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

    কীভাবে ঘটল দুর্ঘটনা

    বাংলাদেশের বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, মালবাহী ট্রেনটি (Train Accident in Bangladesh) অর্থাৎ মালগাড়িটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে যাত্রীবাহী ট্রেন এগারোসিন্ধুর এক্সপ্রেসের গতি ছিল ঘণ্টায় ৮০ কিলোমিটার। এই ট্রেনটি ঢাকা থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। ভৈরবের আউটার পয়েন্টের কাছে প্যাসেঞ্জার ট্রেনের শেষ দুটো কামড়ায় মালবাহী ট্রেনটি ধাক্কা মারে। এরফলে শেষের দিকে বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (পূর্ব) নাজমুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গিয়েছে মালবাহী ট্রেনটি সিগন্যাল না মানায় এই দুর্ঘটনা ঘটেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Nepal Earthquake: রবিবার সাত সকালে ভূ-কম্পন নেপালে, রিখটার স্কেলে মাত্রা ৫.৩

    Nepal Earthquake: রবিবার সাত সকালে ভূ-কম্পন নেপালে, রিখটার স্কেলে মাত্রা ৫.৩

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৩। জানা গিয়েছে, ভূমিকম্পের (Nepal Earthquake) উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার অভ্যন্তরে। প্রসঙ্গত, গত ৩ অক্টোবর জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২ ও ৪.৬। সেবারে কম্পনের সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল বাঝাং জেলায়। ওই দিন মাত্র ২৫ মিনিটের ব্যবধানে দু’বার কেঁপে ওঠে হিমালয়ের কোলের দেশ।

     কম্পন অনুভূত উত্তর ভারতেও

    নেপালের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেদেশের বাগমতি এবং গন্ডকি প্রদেশে এই কম্পন ভালোই অনুভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও দুটি জায়গা প্রাণহানির আশঙ্কাও থাকছে। ভূমিকম্পের এই কম্পন অনুভূত হয়েছে উত্তরপ্রদেশ, বিহার এবং দিল্লির একাধিক অঞ্চলে। সাম্প্রতিককালে ২০১৫-তে সবচেয়ে বড় ভূমিকম্পের সাক্ষী থেকেছে নেপাল। ওই বছর রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কোডারি এলাকা। ওই বছর ভূমিকম্পের প্রাণ যায় প্রায় দু’হাজারের বেশি মানুষের। রাজধানী কাঠমান্ডুর ব্যাপক ক্ষতি হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, প্রায়ই ভূমিকম্পের কবলে পড়তে হয় নেপালকে। তিব্বতীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের উপর অবস্থিত হওয়ায় এই দেশ সারা বছরই ভূমিকম্পের ঝুঁকির মুখে থাকে। 

    ভূমিকম্পের উৎসস্থল

    নেপালের ‘ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি’ নিজেদের এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছে তাতে দেখা যাচ্ছে, ২৭.৯২ অক্ষাংশে এবং ৮৪.৭১ দ্রাঘিমাংশে এই ভূমিকম্প (Nepal Earthquake) অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল মাটির ১০ কিলোমিটার নিচে তৈরি হয়েছে। তবে নেপালের এই ভূমিকম্পের কোনও রকমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। এর আগে চলতি মাসের ৭ তারিখেও নেপালে ভূ-কম্পন অনুভূত হয়। সে সময় রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৯।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Nawaz Sharif: বছর ঘুরলেই নির্বাচন, চার বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে পাকিস্তানে নওয়াজ

    Nawaz Sharif: বছর ঘুরলেই নির্বাচন, চার বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে পাকিস্তানে নওয়াজ

    মাধ্যম নিউজ ডেস্ক: চার বছরের স্বেচ্ছা-নির্বাসন কাটিয়ে ভোটের মুখে পাকিস্তানে ফিরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ( Nawaz Sharif)। প্রসঙ্গত, ৩ বার পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ৭৩ বছর বয়সী নওয়াজ। পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) পিএমএলএন পার্টির সুপ্রিমো নওয়াজ শরিফ শনিবার দুবাই থেকে ইসলামাবাদে ফিরেছেন। এদিন তাঁর চাটার্ড বিমানে নওয়াজের ( Nawaz Sharif) পরিবারের কিছু সদস্য এবং তাঁর পার্টির কিছু শীর্ষস্থানীয় নেতাও এসেছেন বলে খবর। 

    বছর ঘুরলেই পাকিস্তানে রয়েছে সাধারণ নির্বাচন

    প্রসঙ্গত, বছর ঘুরলেই পাকিস্তানে রয়েছে সাধারণ নির্বাচন। ঠিক তার প্রাক মুহূর্তে নওয়াজ শরিফের দেশে আগমন রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেতা ইমরান খান বর্তমানে জেলে রয়েছেন। এমতো অবস্থায় নওয়াজ শরিফ ফের সাধারণ নির্বাচনে লড়ে প্রধানমন্ত্রী হতে পারেন কিনা! সেদিকেই তাকিয়ে রয়েছে পাকিস্তানের রাজনৈতিক মহল।

    কী বললেন নওয়াজ?

    শনিবার বেশ খুশির মেজাজেই দেখা যায় প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ( Nawaz Sharif)। দুবাই থেকে বিমানে ওঠার আগে তাঁকে সংবাদমাধ্যমগুলি ঘিরে ধরে এবং সে সময় তিনি বলেন, ‘‘চার বছর পরে আমি পাকিস্তানে ফিরছি। যখন আমি বিদেশে চলে গিয়েছিলাম তখন আমার মনে কোনও আনন্দ ছিল না। তবে আজ আমি অত্যন্ত খুশি।’’ এর পাশাপাশি পাকিস্তান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘‘দেশের পরিস্থিতি দেখে আমি হতাশ। অর্থনৈতিকভাবে এবং  ঐক্যের নিরিখে দেশ অনেকটাই পিছিয়ে গিয়েছে।’’  প্রসঙ্গত, ২০১৩ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন নওয়াজ শরিফ ( Nawaz Sharif)। পরবর্তীকালে, ২০১৭ সালে তাঁকে ক্ষমতাচ্যুত করে সুপ্রিমকোর্ট। পানামা পেপার দুর্নীতির কারণেই তাঁকে অপসারণ করা হয়। আপাতত ইসলামাবাদ হাইকোর্ট তাঁকে রক্ষাকবচ দিয়েছে। যার ভিত্তিতে চলতি সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না কোনোভাবেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share