Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Turkey Earthquake: রাখে হরি মারে কে! তুরস্কে ১২ দিন পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত ব্যক্তি

    Turkey Earthquake: রাখে হরি মারে কে! তুরস্কে ১২ দিন পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত ব্যক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: কথায় বলে রাখে হরি তো মারে কে! হাকান ইয়াসিনোগ্লু নামের এক ব্যক্তিকে ১২ দিন পরে ধ্বংসস্তূপের নীচ থেকে জীবিত উদ্ধার করা হল। জানা গিয়েছে, সিরিয়ার সীমান্তের কাছে অবস্থিত হাতায় শহরে একটি ভেঙে পড়া বাড়ির নীচে এতদিন চাপা পড়েছিলেন তিনি।

    কীভাবে বেঁচেছিলেন ওই ব্যক্তি

     বাঁচিয়ে রেখেছিল পাথর থেকে চুইয়ে পড়া বৃষ্টির জল, ভূমিকম্পের ১২ দিন পর ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার হলেন হাকান। চলতি মাসের ৬ তারিখ ভোররাতে ভয়াবহ ভূমিকম্পে (Turkey Earthquake) কেঁপে উঠেছিল তুরস্ক ও সিরিয়া। রিখটার স্কেলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং তারপরে শতাধিক আফটারশকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুই দেশ। উদ্ধারকাজ (Rescue Work) চালাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত, ৭টি বিমানে পাঠানো হয়েছে ত্রাণ। উদ্ধারকাজের নাম দেওয়া হয়েছে অপারেশন দোস্ত। বিগত ১২দিন ধরে টানা উদ্ধারকাজ চলছে। জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতেই উদ্ধারকারী দলগুলির তরফে জানানো হয়েছিল যে ধ্বংসস্তূপের নীচ থেকে নতুন করে কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করার আশা করা হচ্ছে না, কারণ এতদিন কারও পক্ষে বিনা খাবার-জলে বেঁচে থাকা সম্ভব নয়। তবে যত সময় পার হচ্ছে এবং উদ্ধারকাজ চলছে, ততই যেন মিরাকেল ঘটছে। কারণ ধ্বংসস্তূপের নীচ থেকে এখনও জীবিত অবস্থাতেই উদ্ধার করা হচ্ছে অনেককে। এমনই আশ্চর্যজনক ঘটনা ঘটল শুক্রবারও। তুরস্কে ভূমিকম্পের (Turkey Earthquake) ১২দিন পর ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা হল বছর ৪৫-র এক ব্যক্তিকে।

    ভূমিকম্পে (Turkey Earthqauke) ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য ফিফার

    তুরস্কের প্রেসিডেন্ট ইতিমধ্যে বলেছেন, গত ১০০ বছরেও এমন ভূমিকম্প (Turkey Earthquake)কখনও হয়নি। এখনও অবধি মৃত্যু হয়েছে প্রায় ৪৩,০০০ মানুষের। এমন ভয়াবহ পরিস্থিতিতে তুরস্ক এবং সিরিয়ার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্ব ফুটবলের পরিচালক সংস্থা ফিফা। তাদের তরফে ১০ লক্ষ মার্কিন ডলার সাহায্যের কথা বলা হয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার প্রিমিয়র লিগ (ইপিএল) ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লক্ষ পাউন্ড অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিল। এছাড়া উয়েফা এবং উয়েফা ফাউন্ডেশন ফর চিলড্রেন তুরস্ক ও সিরিয়ায় প্রাথমিকভাবে ২ লক্ষ ইউরো সহায়তা করেছে বলে জানা গেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Canada: কানাডায় রামমন্দিরের দেওয়ালে মোদির বিরুদ্ধে স্লোগান লিখল দুষ্কৃতীরা

    Canada: কানাডায় রামমন্দিরের দেওয়ালে মোদির বিরুদ্ধে স্লোগান লিখল দুষ্কৃতীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি সপ্তাহের মঙ্গলবার কানাডার (Canada) মিসিসাগায় একটি রাম মন্দিরের দেওয়ালে  ভারত-বিরোধী স্লোগান লেখার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাশাপাশি বিবিসি-র তথ্যচিত্র অনুযায়ী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সন্ত্রাসী ঘোষণা করার কথাও লেখা হয়েছে সেখানে। যে তিনটি স্লোগান রামমন্দিরের দেওয়ালে নজরে পড়ছে, সেগুলি হল ‘মোদিকে সন্ত্রাসী ঘোষণা কর’, ‘সন্ত ভিন্দ্রাওয়ালা হলেন শহীদ’ এবং ‘হিন্দুস্তান মুর্দাবাদ’।

    প্রতিবাদে সরব সব মহল

    ব্রাম্পটনের মেয়র এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ট্যুইট করেছেন

    <

    এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ট্যুইট করা হয়েছে ভারতের কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে। ট্যুইটে লেখা হয়েছে,  মিসিসাগায় রাম মন্দিরের দেওয়ালে ভারত-বিরোধী স্লোগান লেখার ঘটনার তীব্র নিন্দা করছি। আমরা এখানকার কর্তৃপক্ষকে ঘটনার তদন্ত করতে এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

    তবে জানা যাচ্ছে, কানাডায় (Canada)  মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা এই প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে সেদেশে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে, ব্র্যাম্পটনে শ্রী গৌরী শঙ্কর মন্দিরে হামলার ঘটনা ঘটে। কানাডার ভারতীয় বংশোদ্ভূত সংসদ সদস্য চন্দ্র আর্য, ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সেখানকার পার্লামেন্টে বিষয়টি উত্থাপন করেন।

    <My statement in Canadian parliament today on the recent hate crime on Gouri Shankar Hindu Mandir in Brampton pic.twitter.com/8RX92dYjxQ

    — Chandra Arya (@AryaCanada) February 1, 2023

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Turkey: বিগত ১০০ বছরেও এমন ভূমিকম্প দেখেনি তুরস্ক, বললেন সেদেশের প্রেসিডেন্ট

    Turkey: বিগত ১০০ বছরেও এমন ভূমিকম্প দেখেনি তুরস্ক, বললেন সেদেশের প্রেসিডেন্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: তুরস্ক (Turkey) এবং সিরিয়ার ভয়াবহ বিধ্বংসী ভূমিকম্পের পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন। এখনও চলছে উদ্ধারকাজ। ধ্বংসাবশেষের তলা থেকে এখনও উদ্ধার হচ্ছে মৃতদেহ।

    কী বললেন তুরস্কের (Turkey) প্রেসিডেন্ট

     তুরস্কের (Turkey) প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্ডোগান এদিন বলেন, বিগত ১০০ বছরে এমন ভূমিকম্প দেখেননি তুরস্কবাসী। তুরস্কের বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান দফতরে টানা ৫ ঘণ্টা ধরে ক্যাবিনেট বৈঠক চলেছিল সেসময় প্রতিদিন। 

    আজ থেকে ৮৪ বছর আগে ১৯৩৯ সালে তুরস্ক (Turkey) এমন ভয়াবহ ভাবে কেঁপে উঠেছিল বলে জানা গেছে। এর ফলে সেসময় ৩৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। কিন্তু এবারের মৃত্যুর রেকর্ড ছাপিয়ে গেছে ১৯৩৯ সালের ভূমিকম্পকেও। মৃতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। এর্ডোগান আরও জানান, ভূমিকম্পের ফলে তুরস্কে ৪৭ হাজার ঘরবাড়ি ভেঙে পড়েছে। প্রায় ২ লক্ষ ১১ হাজার বাসিন্দা আজ গৃহহারা।

    অপারেশন দোস্তের জন্য ভারতকে ধন্যবাদ জানাল তুরস্ক (Turkey)

    ভারত থেকে মোট ৭টি বিমান উড়ে গেছে এখনও অবধি তুরস্কে (Turkey)। উদ্ধারকর্মী, চিকিৎসক, প্রশিক্ষিত কুকুর, ত্রাণ সমস্ত কিছুই পৌঁছানো হয়েছে অপারেশন দোস্তের মাধ্যমে। সেখানে ধ্বংসস্তূপ থেকে ৬ এবং ৮ বছর বয়সী দুটি শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করার মুহুর্তগুলি বিশ্বজুড়ে সোশাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। জানা গিয়েছে , এজন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে তুরস্ক। ২৩ টন ত্রাণ নিয়ে তুরস্কের (Turkey) উদ্দেশে সপ্তম বিমান রওনা হতেই সেদেশের রাষ্ট্রদূত ট্যুইট করে জানিয়েছেন, ভারতের জনগণ আরও একটি বিমানের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিল।

    প্রসঙ্গত সেখানে ভ্রাম্যমান হাসপাতালও তৈরি করছে ভারতীয় সেনা। লাগাতার সাফল্যের সঙ্গে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে সেনা। এনিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রত্যেকেই ট্যুইট করেছেন বিভিন্ন সময়ে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

     

  • Earthquake: দলে দলে মানুষ মৃত্যুপুরী তুরস্ক ছেড়ে পালাচ্ছে, রাষ্ট্রসংঘ বলল নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াবে

    Earthquake: দলে দলে মানুষ মৃত্যুপুরী তুরস্ক ছেড়ে পালাচ্ছে, রাষ্ট্রসংঘ বলল নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াবে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভূমিকম্পে (Earthquake) ধ্বংসপ্রায় তুরস্ক ও সিরিয়ার  মৃত্যুমিছিল চলছে। স্বাভাবিকভাবেই এই সময় দেশে খাদ্য, পানীয় ও ওষুধপত্রের আকালও দেখা দিয়েছে। মাথার ওপর কোনও ছাদও পাওয়া যাচ্ছেনা সেখানে। এই পরিস্থিতে মৃত্যুপুরী ছেড়ে পালানোর চেষ্টা করছেন ভিটেমাটি হারা মানুষগুলি। সংকটকালীন এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে, বিমানবন্দরে হাজার হাজার মানুষের ভিড়। ঠিক এই সময়ই এগিয়ে এল সেখানকার এয়ারলাইন্সগুলি। সাহায্যের হাত বাড়িয়ে দিল তুর্কি ও পেগাসাস এয়ারলাইন্স। ভূমিকম্প-বিধ্বস্ত এলাকাগুলি থেকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য বাসিন্দাদের বিনামূল্যে উড়ানের টিকিট দিচ্ছে এই দুই বিমান সংস্থা।

     তুরস্কের বিভিন্ন শহরে কলেজ, বিশ্ববিদ্যালয়ের হস্টেল খুলে দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানেও আশ্রয় নিচ্ছেন বহু মানুষ। হাতায়, নুরদাগি, মারাশের মতো এলাকা থেকে হাজার হাজার মানুষ ইস্তাম্বুলে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে এসেছেন।

    প্রসঙ্গত, ৮৪ বছর পরে ফের ভয়ঙ্কর ভূমিকম্পের (Earthquake)  সাক্ষী থাকল এই দুই দেশ। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বাড়িঘর। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, মঙ্গলবার মধ্য তুরস্কে ৫.৬ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে প্রায় ২ কিলোমিটার গভীরে। পশ্চিম এশিয়ার এই দেশে বিপর্যয় যেন থামতেই চাইছে না। মূল কম্পনের পর আফটার শকে অন্তত ১০০ বার কেঁপেছে দুই দেশের মাটি। ভূমিকম্পে (Earthquake)  মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৩৩ হাজারের গণ্ডি। উদ্ধারকাজ চলছে এখনও। বিভিন্ন দেশ থেকে এসে পৌঁছেছে উদ্ধারকারী দল। ভারত থেকে খাদ্য, পানীয়, ওষুধ, ভেন্টিলেটর নিয়ে সপ্তম গ্লোবমাস্টার বিমানও পৌঁছেছে তুরস্কে।

    তুরস্কে মৃতের সংখ্যা ৫০ হাজার পেরিয়ে যাবে, বলল রাষ্ট্রসংঘ

    রাষ্ট্রসংঘের পক্ষ থেকে এদিন মার্টিন গ্রিফিথস বলেন, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে (Earthquake)  মৃতের সংখ্যা ৫০ হাজার পেরোতে পারে। গত শনিবার থেকেই রাষ্ট্রসংঘের এই মুখপাত্র  রয়েছেন তুরস্কের শহর কাহরামানমারাসে, এটাই ছিল তুরস্কের ভূমিকম্পের (Earthquake)  কেন্দ্র।

    একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া ওই সাক্ষাৎকারে মার্টিম গ্রিফিথস আরও বলেন, আমি মনে করি মৃতের সংখ্যা এখনই বলা যাবেনা।  সমস্ত ধ্বংসস্তূপ সরালে দেখা যাবে এই সংখ্যা ৫০ হাজার বা তার বেশি হয়ে যাবে।

    আজ অবধি প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, তুরস্কে ২৪,৬১৭ জন এবং সিরিয়ায় ৩,৫৭৪ জন নিহত হয়েছেন। মোট ২৮,১৯১ জন।

    রাষ্ট্র সংঘের মতে, তুরস্ক এবং সিরিয়া জুড়ে কমপক্ষে ৮,৭০,০০০ জন মানুষ বর্তমানে খাদ্য এবং বাসস্থান সংকটে ভুগছে। প্রায় তিন কোটি মানুষ ভূমিকম্পে (Earthquake)  ক্ষতিগ্রস্ত হয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Gilgit Baltistan: পাক অধীকৃত কাশ্মীরের বাসিন্দাদের উপর ব্যাপক দমন পীড়ন চালাচ্ছে পাকিস্তান, বলছে রিপোর্ট

    Gilgit Baltistan: পাক অধীকৃত কাশ্মীরের বাসিন্দাদের উপর ব্যাপক দমন পীড়ন চালাচ্ছে পাকিস্তান, বলছে রিপোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: পাক অধিকৃত নাগরিকদের উপর দমন পীড়নের অভিযোগ উঠল। বাসিন্দাদের দাবি তাদের সঙ্গে দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো আচরণ করছে প্রশাসন। এই কারণে বারংবার বিক্ষোভও দেখা গিয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। গিলগিট, বালুচিস্তানেরও (Gilgit Baltistan) একই অবস্থা বলে জানা গেছে। এই সমস্ত এলাকাগুলি শাসন করার কথা আজাদ কাশ্মীরের নিজস্ব একটি সংবিধান অনুসারে যেটি তৈরি হয়েছিল ১৯৭৪ সালে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সব কিছুতেই হস্তক্ষেপ করছে পাকিস্তান। এমনকি ছোট খাটো ইস্যুতেও। সেখানকার বাসিন্দাদের অভিযোগ, তাদের মৌলিক অধিকার বলে কিছুই নেই। কোনও কিছুতে মুখ খোলা যাবেনা, তাহলেই নেমে আসবে পাক প্রশাসনের অত্যাচার। শুধু তাই নয় বাসিন্দাদের আরও অভিযোগ, স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েতগুলিকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। সবকিছুই নিয়ন্ত্রণ করছে পাকিস্তান। বিচারের ক্ষেত্রে স্থানীয় আদালতগুলি পাকিস্তানের সুপ্রিম কোর্টের অধীনেই কাজ করে। স্থানীয় পঞ্চায়েতগুলিতে ভোট হয়েছে শেষবারের মতো ১৯৯১ সালে। তারপর থেকে কোনও নির্বাচন হয়নি। সেখানকার বাসিন্দাদের অভিযোগ, পাকিস্তানের সুপ্রিম কোর্টের একটি রায়ের ভিত্তিতে আটকে রয়েছে ভোট।  এই সময়ের মধ্যে অসংখ্য জাতি দাঙ্গাতেও বিধ্বস্ত হয়েছে পাকি অধীকৃত কাশ্মীর। জানা গিয়েছে, সংবিধানের ১৫ নং ধারায় পরিবর্তনের সময় ভয়ঙ্কর দাঙ্গা শুরু হয় সেখানে। ওই সংশোধনে উল্লিখিত ধারা থেকে স্টেট শব্দটি বাদ দিয়ে আজাদ জম্মু ও কাশ্মীর বসানো হয়। এরপর পরেই পাক অধীকৃত কাশ্মীরের সমস্ত আর্থিক ক্ষমতা কেড়ে নেয় পাকিস্তান। দখলীকৃত কাশ্মীরের প্রতি নিজেদের অঙ্গরাজ্যের মতোই আচরণ করতে থাকে পাকিস্তান।

    শিশুদের অনাহার বাড়ছে পাক অধিকৃত কাশ্মীরে

    বর্তমানে পাকিস্তান অর্থনৈতিক সংকটে ভুগছে। এই সময় অনাহার বেড়েই চলেছে পাক অধীকৃত কাশ্মীরে এবং স্থানীয় কিছু অঞ্চলের শিশুদের দুবেলা দুমুঠো খাবারও ঠিকঠাক জুটছে না বলে সূত্র মারফত জানা গেছে। এত কিছুর মাঝেও ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে পাকিস্তান প্রতি বছর ৫ ফেব্রুয়ারি সেখানে কাশ্মীরি শহীদ দিবস পালন করে চলেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     

  • China: বেলুনের মাধ্যমে গুপ্তচরবৃত্তি চিনের! গুলি করে নামাল আমেরিকা

    China: বেলুনের মাধ্যমে গুপ্তচরবৃত্তি চিনের! গুলি করে নামাল আমেরিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: গুপ্তচরের ভূমিকায় বেলুন! আমেরিকার ‘স্পর্শকাতর’ সামরিক কেন্দ্রগুলির উপর এভাবেই  নজরদারি চালানোর অভিযোগ উঠল চিনের (China) বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছে আমেরিকার প্রতিরক্ষা দফতর পেন্টাগন। যদিও বেজিং আমেরিকার এই দাবি মানতে চায়নি। শনিবার সন্দেহজনক এই বেলুনটিকে গুলি করে নামিয়েছে আমেরিকা। বেলুনটির ধ্বংসাবশেষ উদ্ধার করেছে তারা আটলান্টিক মহাসাগর থেকে।

    পেন্টাগনের দাবি

    গত বৃহস্পতিবারই পেন্টাগন বিবৃতি দিয়ে জানায়, বেলুনের মাধ্যমে ‘গুপ্তচরবৃত্তি’ চালাচ্ছে চিন (China)। আমেরিকার সামরিক কার্যকলাপকে বেলুনের মাধ্যমে নজরবন্দী করার অভিযোগ তোলে তারা চিনের বিরুদ্ধে। প্রেসিডেন্ট জো বাইডেন তখনই বলেছিলেন বেলুনটির ‘উপযুক্ত ব্যবস্থা’ করা হবে।

    অভিযোগ অস্বীকার চিনের  (China)

    চিন  (China) অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, আবহাওয়া সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার কারণেই এই বেলুনটি ব্যবহার করা হচ্ছে। চিনের বিদেশ মন্ত্রকের দাবি, এই বেলুনটি হাওয়ার বেগেই আমেরিকায় ঢুকে পড়ে। চিন অবশ্য দুঃখপ্রকাশ করেছে এই ঘটনায়। পাশাপাশি তারা এ-ও জানায়, এমন ঘটনা আর ঘটবে না।

    বেলুনটিকে কোথায় প্রথম দেখা যায়

    বেলুনটিকে প্রথমে উত্তর-পশ্চিম আমেরিকায় উড়তে দেখা গিয়েছিল বলেই জানা গিয়েছে। আমেরিক প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন সেটিকে গুলি করে নামানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু বেলুনটির মধ্যে কোনও তেজস্ক্রিয় পদার্থ থাকলে বিপত্তি ঘটার আশঙ্কা ছিল। পরে দক্ষিণ ক্যারোলিনা উপকূলের কাছে বেলুনটিকে গুলি করে নামানো হয়।

    কী বললেন মার্কিন প্রেসিডেন্ট

    বেলুন ধ্বংস করার পর বাইডেন বলেন, ‘‘আমরা সফল ভাবে বেলুনটি নামাতে পেরেছি। আমি আমাদের বিমান আধিকারিকদের এর জন্য অভিনন্দন জানাতে চাই।’’

    বেলুনটি গুলি করে নামানোর সময়ের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে, কী ভাবে নীল আকাশের বুকে সাদা বেলুন গুলি লেগে ফেটে গিয়েছে। সাদা ধোঁয়া ছড়িয়ে পড়েছে চারপাশে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Sundar Pichai: গুগলে কর্মী ছাঁটাইয়ের ঠিক আগে বেতন বৃদ্ধি পেয়েছিল সুন্দর পিচাইয়ের!

    Sundar Pichai: গুগলে কর্মী ছাঁটাইয়ের ঠিক আগে বেতন বৃদ্ধি পেয়েছিল সুন্দর পিচাইয়ের!

    মাধ্যম নিউজ ডেস্ক: দিন কয়েক আগেই গুগলের বিপুল কর্মী ছাঁটাই হয়েছে, প্রায় ১২ হাজার। গুগ্‌ল প্রধান সুন্দর পিচাই (Sundar Pichai) নিজে একথা ঘোষণা করেছেন। কর্মী ছাঁটাই এর  সিদ্ধান্তের দায় সম্পূর্ণ ভাবেই তাঁর বলে সে সময় জানিয়েছিলেন পিচাই। এবার জানা গেল, গত ডিসেম্বর মাসেই নাকি বিপুল অঙ্কের বেতন বৃদ্ধি হয়েছিল সুন্দর পিচাইয়ের (Sundar Pichai)। কোনও কোনও মহল থেকে  স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, এক দিকে নিজের বিপুল বেতন বৃদ্ধি, অন্য দিকে নিজের সংস্থাতেই ব্যাপক পরিমাণে কর্মী ছাঁটাই।

    গুগলের মুনাফা কেন কমেছিল

    ওয়াকিবহাল মহলের ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (এআই)-এ বিনিয়োগের পরিমাণ দিনের পর দিন বাড়িয়ে চলেছে প্রযুক্তি সংস্থাগুলি। তাই অর্থের টান দেখা যাচ্ছে। অন্য দিকে, সংস্থাগুলি আয় বৃদ্ধির নতুন রাস্তাও খুঁজে পাচ্ছেনা। তাই কর্মী ছাঁটাই করাই একমাত্র সমাধান হয়ে দাঁড়াচ্ছে। সমস্যা আরও প্রকট হয়েছে বিশ্বব্যাপী টালমাটাল অর্থনীতির কারণে। অক্টোবর মাসের পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় গুগ্‌লের মুনাফা কমে গিয়েছিল ২৭ শতাংশ। যা অর্থের হিসাবে ১,৩৪০ কোটি ডলার।

    কর্মী ছাঁটাই করার সময় পিচাই (Sundar Pichai) কী বলেছিলেন

    কর্মী ছাঁটাই এর কারন ব্যাখা করতে গিয়ে পিচাই (Sundar Pichai) জানিয়েছিলেন, এত সংখ্যক কর্মী ছাঁটাইয়ের কারণ হল গত দু’বছরে প্রচুর কর্মী নিয়োগ করেছে সংস্থা। অর্থনৈতিক মন্দার সময় এই ছাঁটাই সংস্থার উন্নতির গতিকে ত্বরান্বিত করবে বলেও তিনি দাবি করেছিলেন। কয়েকদিন আগে গুগ্‌লের কর্মীরা একটি মেল পান, সুন্দর পিচাই ওই মেলে তাঁদের ‘গুগলার’ বলে সম্বোধন করেন। পিচাই (Sundar Pichai) সেখানে লিখেছিলেন, ‘‘আপনাদের সকলকে আমার একটি খারাপ খবর দেওয়ার আছে। গুগল থেকে ১২ হাজার কর্মীকে অবসর দিতে হচ্ছে। এর জন্য আমি সত্যিই দুঃখিত। আমি জানি, এই সময়টা কতটা কঠিন। এত দিন সকলের প্রচেষ্টায় আমাদের সংস্থা সাফল্যের পথে হেঁটেছে। সকলের অবদান সত্যিই অনস্বীকার্য। এই সিদ্ধান্তের দায় সম্পূর্ণ রূপে আমার। গত দু’বছরে আমরা অনেক কিছু অর্জন করেছি। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের প্রতি আমাদের বিনিয়োগ, উৎপাদনের ক্ষেত্রে মান এবং সঠিক পরিষেবা বজায় রেখে চলেছি আমরা।’’

    সুন্দর পিচাই (Sundar Pichai) ওই মেলে আরও লিখেছিলেন, গুগল গত ২৫ বছর ধরে অনেক চড়াই উতরাই এর মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু সংস্থা লক্ষ্য থেকে কখনও সরে যায়নি বলেও মেলে লিখেছিলেন পিচাই। যে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে তাঁদের কী কী সুবিধা দেওয়া হবে সেই বিষয়ে তিনি মেলে লিখেছিলেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Imran Khan: দেশ দেউলিয়া হলে কী হবে! ইমরানের কপ্টার চড়ার খরচ ১০০ কোটি

    Imran Khan: দেশ দেউলিয়া হলে কী হবে! ইমরানের কপ্টার চড়ার খরচ ১০০ কোটি

    মাধ্যম নিউজ ডেস্ক: আর্থিক দেউলিয়ার মুখে পাকিস্তান, কয়েকদিন আগেই তেল সংস্থাগুলিকে টাকা না দিতে পারার কারনে সেদেশে পেট্রোল পাম্পগুলি বন্ধ হতে বসেছিল। ঠিক এমন সময়ই উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। একটি রিপোর্টে দেখা যাচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) হেলিকপ্টার চড়ার জন্য খরচ হয়েছে ১০০ কোটি টাকা। ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন সেসময় এই বিপুল অর্থ ব্যয় করা হত পাক কোষাগার থেকে। একটি পাক সংবাদমাধ্যমের প্রতিবেদনে ছাপা হয়েছে,  ইমরানের এই হেলিকপ্টার ভ্রমণে বিপুল পরিমাণ খরচ নিয়ে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে বর্তমানের শাহবাজ শেরিফ সরকার। ওই পাক সংবাদ মাধ্যম দাবি করেছে, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ইমরানের (Imran Khan) হেলিকপ্টার ভ্রমণের জন্য খরচ হয়েছে ১০০ কোটি টাকা। 

    আরও নানা অভিযোগ রয়েছে ইমরানের (Imran Khan) বিরুদ্ধে

    গতবছরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ইমরান খান (Imran Khan) সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসতে শুরু করেছে। কয়েকদিন আগেই অভিযোগ উঠেছে, প্রধানমন্ত্রী হিসেবে উপহার পাওয়া একটি নেকলেস ১৮ কোটি টাকায় বিক্রি করেছিলেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পার্টির প্রধান ইমরান খান। গত বছর এপ্রিল মাসে আরও এক মারাত্মক অভিযোগ ওঠে ইমরানের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান ইসলামাবাদের নিজের বাড়ি থেকে প্রধানমন্ত্রী দপ্তরে যেতেন কপ্টারে চড়ে। আর তার জন্য সে দেশের কোষাগার থেকে খরচ হয়েছে কোটি কোটি টাকা। এই অভিযোগ এনেছিলেন পাকিস্তানের নতুন অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। শুধু তাই নয়। সরকারি তহবিল থেকে ইমরান খান (Imran Khan) নিজের দিয়েছিলেন দলকে আড়াই কোটির সাহায্য।

    বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি  খুবই খারাপ। পাক অর্থনীতির দেউলিয়া হওয়ার সম্ভাবনা প্রবল। একটি মার্কিন সংস্থার রিপোর্টে বলা হয়েছে যে বর্তমানে পাকিস্তানে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার কমে দাঁড়িয়েছে, ভারতীয় মুদ্রায় ৪০০ কোটি টাকা, গত বেশ কয়েক মাসের মধ্যে এটাই সর্বনিম্ন। জানা যাচ্ছে, বেহাল অর্থনীতিকে ঠিক করতে সরকারি কর্মচারিদের বেতনের ১০ শতাংশ কাটার সিদ্ধান্ত নিতে চলেছে পাক সরকার। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Pakistani Hindu: পাকিস্তানে হিন্দুমহিলাকে গণধর্ষণ, সঙ্গে ধর্মান্তরিত করার চেষ্টা

    Pakistani Hindu: পাকিস্তানে হিন্দুমহিলাকে গণধর্ষণ, সঙ্গে ধর্মান্তরিত করার চেষ্টা

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও পাকিস্তানে এক হিন্দু (Pakistani Hindu) মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল। মহিলার দাবি ইসলামধর্মে ধর্মান্তরিত হতে না চাওয়ার জন্যই নাকি তাকে ধর্ষণ করা হয়েছে। মহিলার নাম শান্তি যোগ। ওই মহিলা সে দেশের পুলিশকে জানিয়েছে যে তাকে তিনজন মিলে, তিনদিন ধরে আটকে রেখে গণধর্ষণ করে, কোনওভাবে সে ধর্ষকদের খপ্পর থেকে পালিয়ে আসতে সমর্থ হয়।

    এরপরই ওই মহিলা সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও আপলোড করে সেখানে ওই মহিলাকে বলতে শোনা যায় যে তাকে গণধর্ষণ করা হয়েছে। ওই মহিলার অভিযোগ ওমরকোট জেলার সামারো শহরে এই ঘটনা ঘটেছে। 

    স্থানীয় একজন হিন্দু নেতা জানিয়েছে যে পুলিশ এই ঘটনার পরেও কোনও রকমের কেস নেয়নি বরং ওই মহিলা এবং তার মাকে পুলিশ স্টেশনের বাইরে বসিয়ে রাখা হয়েছে। তবে শেষ খবর পাওয়া অবধি একজন গ্রেফতার হয়েছে।
    যে ভিডিওটি আপলোড করেছে ওই মহিলা সেখানে সে ইতিমধ্যে দুজনের নাম উল্লেখ করেছে একজন ইব্রাহিম এবং অপরজন পুনহো।  প্রসঙ্গত সিন্ধ প্রদেশে একটা বড় অংশে হিন্দু জনবসতির বাস রয়েছে। থর, ওমরকোট, ঘটকি, মিরপুর ইত্যাদি এলাকায়।

    পাকিস্তানে হিন্দু (Pakistani Hindu) মহিলা নির্যাতন চলছেই……

    পাকিস্তানি হিন্দু (Pakistani Hindu) মহিলাদের উপর এমন অত্যাচার এবং নির্যাতন নতুন কিছু নয়। গত বছরের ডিসেম্বরে একজন ৪০ বছর বয়সী হিন্দু মহিলাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং ওই মহিলার ধর থেকে মুন্ডু আলাদা ছিল, তার সঙ্গে গোপনাঙ্গে আঘাতের চিহ্ন ছিল।

    গত বছরের জুন মাসে কারিনা কুমারী নামের এক হিন্দু কিশোরীর নাম কারিনাকুমারী, সে স্থানীয় আদালতে বলে যে তাকে জোরপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে এবং এটি করেছে একজন মুসলিম।

    জাতিসংঘের একজন আধিকারিক ইতিমধ্যে বিবৃতি দিয়ে জানিয়েছেন যে পাকিস্তানের সরকারের উচিত, সে দেশে আইনসভায় কড়া আইন তৈরি করা ধর্মান্তরিতকরণের বিরুদ্ধে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • HSS: আমেরিকাতে ‘ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের যুবক

    HSS: আমেরিকাতে ‘ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বিশ্বব্যাপী শাখা হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘ (HSS) নামে পরিচিত। আমেরিকাতে এই হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের (HSS)  এক তরুণ সে দেশের ‘মার্টিন লুথার কিং ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন সেবামূলক কাজের জন্য। ওই যুবকের হাতে এই পুরস্কার তুলে দেন  অঔরা শহরের মেয়র রিচার্ড আরভিন। ফি বছর এই পুরস্কার সাধারণত দেওয়া হয় সেবামূলক বিভিন্ন কাজের জন্য। 
     সূত্র মারফত জানা যাচ্ছে যে হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের (HSS)  এই যুবক নিজে উদ্যোগ নিয়ে সড়ক ঝাঁট দিতেন,  ছাত্রদের নৈতিক শিক্ষাদান সমেত আরও বিভিন্ন সেবামূলক কাজ করতেন ওই যুবক।  ২০২২ সালে তাঁর এই কাজের মার্টিন লুথার কিং পুরস্কার কমিটি তাঁর নাম মনোনীত করে।

    কী বললেন হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের (HSS)  মুখপাত্র

    প্রসঙ্গত, এবছর হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের (HSS)  সদস্যরা ক্যালিফোর্নিয়াতে মার্টিন লুথার কিং এর জন্মদিন পালন করেন সেখানকার স্থানীয় বাসিন্দাদের। সমাজের বিশিষ্টজনরাও হাজির ছিলেন ওই অনুষ্ঠানে। প্রতিবছর ১৬ জানুয়ারি সে দেশে মার্টিন লুথার কিং দিবস পালন করা হয়। হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের (HSS)  পক্ষ থেকে জে আর সান্দাবি বিশেষ আমন্ত্রিত অতিথি রূপে হাজির ছিলেন ‘ইন্ডিয়ানা খ্রিস্টান লিডারশিপ কনফারেন্সে’। ৫৪তম মার্টিন লুথার কিং দিবসে ইন্ডিয়ানা পলিসের সেন্ট জনস মিশনারি ব্যাকটিস চার্চে এই অনুষ্ঠান হয়।

    আমেরিকার হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের (HSS)  সান্দাদি এই অনুষ্ঠানে বলেন, বিশ্বাসই হল একমাত্র বস্তু যা কঠিন সময়ে পথ বাছতে সাহায্য করে এবং মার্টিন লুথার কিং এর প্রেরণা শুধুমাত্র একটি দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি বছরের সবসময়ের জন্য কার্যকরী হবে। যাঁরা সমাজের জন্য কিছু করতে চান, দেশের জন্য কিছু করতে চান তাঁদের জন্য মার্টিন লুথার কিং প্রেরণা।

    প্রসঙ্গত, আমেরিকাতে  হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের (HSS)  যাত্রা শুরু হয়েছিল ১৯৭১ সাল থেকে। সেদেশের বিভিন্ন প্রদেশে বর্তমানে ছড়িয়ে পড়েছে এই সংগঠন। স্বচ্ছতা অভিযান হোক অথবা স্বাস্থ্য সচেতনতা শিবির এসব কিছুই চলছে হিন্দু স্বয়ংসেবক সঙ্ঘের (HSS)  ব্যানারে। জানা গেছে, করোনার সময়ও মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক সেবাকাজ করেছিল এই সংগঠন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

LinkedIn
Share