Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Aaron Carter: বাড়ির বাথটাবে মিলল মার্কিন পপ গায়কের মৃতদেহ

    Aaron Carter: বাড়ির বাথটাবে মিলল মার্কিন পপ গায়কের মৃতদেহ

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজের বাড়ির বাথটাবে মৃত অবস্থায় পাওয়া গেল মার্কিন পপ গায়ক আরন কারটারকে। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর। ব্যাক স্ট্রিট বয়েসের নিক কারটারের ভাই আরন ক্যালিফর্নিয়ার বাসিন্দা। ‘আরন পার্টি’ অ্যালবামের মধ্যে দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পান আরন।  

    এক পুলিশ অফিসার শনিবার সকাল ১০:৫৮- এ গিয়ে আরনের দেহ উদ্ধার করেন। আরনের ম্যানেজারকে ফোন করা হলে অনেক পরে তিনি ফোনের উত্তর দেন। ৭ ডিসেম্বর ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন আরন। প্রথম অ্যালবাম বেরোয় ১৯৯৭ সালে। আর কিশোরীদের হার্টথ্রব বনে যান তিনি। প্রিটিন নিকলেডন এবং ডিজনি শো- এর জনপ্রিয় মুখ ছিলেন তিনি। লিজি ম্যাকগিয়ারেও বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন তিনি। 

    আরও পড়ুন: তৃণমূলের দুর্নীতির সেই ট্র্যাডিশন, অপসারিত রাজপুর-সোনারপুর পুরসভার ভাইস চেয়্যারম্যান 

    ব্যাক স্ট্রিট বয়েস এবং ব্রিটনি স্পিয়ারের সঙ্গেও কাজ করেছেন। আরনের ব্যক্তিগত জীবন বার বার খবরের শিরোনামে এসেছে। এর অন্যতম কারণ ছিল পাঁচ কারটার ভাইবোনের মধ্যের ঝামেলা। 

    ২০১৩ সালে ঋণের ভারে ডুবে যান এই গায়ক। কর দেওয়া থেকে মুক্তি পেতে নিজেকে দেউলিয়া ঘোষণা করার আবেদনও করেন তিনি। বেপোরোয়া গাড়ি চালানোর একাধিক অভিযোগ ছিল এই গায়কের বিরুদ্ধে। 

    ২০১৭ সালে মাদক মামলাতেও নাম জড়ায় এই পপ তারকার। ২০১৮ সালে নিজেকে নেশামুক্ত করতে রিহ্যাব সেন্টারের শরণাপন্নও হন তিনি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Danushka Gunathilaka: ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা

    Danushka Gunathilaka: ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকাকে (Danushka Gunathilaka) ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল। সুপার ১২ থেকে আগেই বিদায় নিয়েছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এবার আরও এক কলঙ্কের দাগ লাগল শ্রীলঙ্কার ক্রিকেট টিমে। রবিবার সকালে ধর্ষণের অভিযোগে সিডনিতে গ্রেফতার করা হল শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকাকে। অস্ট্রেলিয়ার পুলিশ গুনাথিলাকার বিরুদ্ধে ২ নভেম্বর এক মহিলার সম্মতি ছাড়া যৌন মিলনের অভিযোগে অভিযুক্ত করেছে। সূত্রের খবর অনুযায়ী, টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর তাকে ছাড়াই রবিবার সকালে দেশের উদ্দেশে রওনা দিয়েছে শ্রীলঙ্কা দল।

    শ্রীলঙ্কা টিমের তরফে জানানো হয়েছে, এই অভিযোগ আসার পর ও গুনাথিলাকাকে গ্রেফতার করার পর শ্রীলঙ্কা দল তাকে ছাড়াই অস্ট্রেলিয়া ছেড়ে নিজের দেশের উদ্দেশে রওনা দিয়েছে। উল্লেখ্য, রবিবার ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা দল। চলমান টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে খেলে শূন্য রানে আউট হন এই ব্যাটার। পরে, দল সুপার ১২ পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও তিনি আহত হওয়ার ফলে টুর্নামেন্ট থেকে বাদ পড়েন। 

    আরও পড়ুন: আইসিসি সবার সঙ্গেই সমান আচরণ করে! সমালোচকদের কড়া বার্তা বিসিসিআই প্রেসিডেন্টের

    নিউ সাউথ ওয়েলস পুলিশ, তার ওয়েবসাইটে, একজন শ্রীলঙ্কার নাগরিককে গ্রেফতারের উল্লেখ করেছে। তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন ২৯ বছর বয়সী এক নারী। ওই নারী বলেছেন, দানুশকা তাঁকে যৌন নির্যাতন করেছেন। এই ঘটনাটি এই সপ্তাহের শুরুতে ঘটেছে বলে জানা গিয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশ একটি বিবৃতি জারি করে বলেছে, ‘একটি অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে বেশ কয়েকদিন কথোপকথনের পর দুজনের দেখা হয়। অভিযোগ করা হয়েছে যে ২০২২ সালের ২ নভেম্বর সন্ধ্যায় দানুশকা ওই মহিলাকে যৌন হেনস্থা করেছিলেন। এর পরে, পুলিশ মহিলার বাসভবন ‘রোজ বে’-এ তদন্ত করার পর সিডনির সাসেক্স স্ট্রিটের একটি হোটেল থেকে ৩১ বছর বয়সী দানুশকাকে গ্রেফতার করা হয়। যদিও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এখনও এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।

  • Imran Khan: বঙ্গবন্ধুর সঙ্গে নিজেকে তুলনা ইমরানের, সেনাকে তীব্র আক্রমণ, কী বললেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী?  

    Imran Khan: বঙ্গবন্ধুর সঙ্গে নিজেকে তুলনা ইমরানের, সেনাকে তীব্র আক্রমণ, কী বললেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী?  

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর  রহমানের (Sheikh Mujibur rahman) সঙ্গে তুলনা করলেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)।  পাকিস্তানের বর্তমান অবস্থা ১৯৭১ এর মতো বলেও অভিযোগ তাঁর। প্রসঙ্গত, ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ (Bangladesh)।

    লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত লং মার্চের ডাক দিয়েছিল ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI)। ওই মার্চে যোগ দিয়েছিলেন ইমরান (Imran Khan) স্বয়ং। দিন দুয়েক আগে আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক দুষ্কৃতী। পায়ে গুলি লাগে ইমরানের। গুরুতর জখম হয়েছেন তাঁর দলের দুই নেতাও। ইমরান ভর্তি রয়েছেন লাহোরের সওকত খানুম হাসপাতালে। ওই হাসপাতালেরে বেডে শুয়েই ক্রিকেটার-রাজনীতিক ইমরান সে দেশের সেনাবাহিনীকে আক্রমণ করে বলেন, কী ঘটেছিল পূর্ব পাকিস্তানে? সব চেয়ে বড় যে রাজনৈতিক দল নির্বাচনে জিতেছিল, তাদের ওপর দমন পীড়ন চালিয়েছিল সেনা বাহিনী। তাদের যে অধিকার ছিল, তা দেওয়া হয়নি। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ১৮ বছর পর বাংলাদেশে ভারতের সঙ্গে দুই সিরিজের প্রীতি ম্যাচ খেলেছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে ঘৃণা ছিল তখন। কেন ঘৃণা জমেছিল? তারা নির্বাচনে জিতেছিল আর আমরা তাদের সেই অধিকার দিচ্ছিলাম না। প্রধানমন্ত্রী তাদের হওয়ার কথা। কিন্তু আমরা এখানে বসে সিদ্ধান্ত নিলাম, আমরা তাদের প্রধানমন্ত্রী হতে দেব না। তবে আমরা যখন জোড়া ম্যাচ জিতেছিলাম, স্টেডিয়ামে উপস্থিত ৫০ হাজার মানুষ তখন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিল। আমি অনুভব করেছিলাম, ওঁদের সঙ্গে আমরা কী অবিচারই না করেছি। ওঁরা আমাদের ছাড়তে চাননি, আমরাই অবিচার করেছি।

    ইমরান (Imran Khan) বলেন, সেই একই ঘটনা আমার সঙ্গে ঘটছে। কোণঠাসা করে দেওয়া হয়েছে দেশের সব চেয়ে বড় রাজনৈতিক দলকে। তাদের নেতাকে মারার চেষ্টা করছে। তিনি বলেন, লোকেরা এই চোরেদের দল, যারা এখন ক্ষমতায় রয়েছে, তাদের চিনতে পারছেন না। তাঁকে হত্যার চেষ্টার জন্য ইমরান অভিযোগের আঙুল তোলেন মেজর জেনারেল ফয়জল নাসির, ইন্টিরিয়র মিনিস্টার রানা সানাউল্লাহ এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দিকে।

     

  • Joe Biden: নিম্নকক্ষে হার বাইডেনের দলের, কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?

    Joe Biden: নিম্নকক্ষে হার বাইডেনের দলের, কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: সত্যি হল আশঙ্কা। আমেরিকায় শাসক দল ডেমোক্র্যাটিক (Democratic) পার্টির নানা নীতির কারণে ক্ষুব্ধ ছিলেন সাধারণ মানুষ। সেই ক্ষোভের ফল যে ভোটের বাক্সে পড়বে, সেই আশঙ্কা ছিলই। মঙ্গলবার হওয়া মধ্যবর্তী নির্বাচনে শাসক দল ডেমোক্র্যাটরা সংসদের উচ্চকক্ষ সেনেটে ক্ষমতা দখল করলেও, মুখ থুবড়ে পড়েছে নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভের রাশ গিয়েছে রিপাবলিকানদের (Republicans) হাতে। দিনটি গণতন্ত্রের পক্ষে শুভ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)।

    মঙ্গলবারই প্রকাশিত হয়েছে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফল। মার্কিন সংসদের দুটি কক্ষ। একটি উচ্চকক্ষ, নাম সেনেট। আর একটি নিম্নকক্ষ, নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। ফল প্রকাশের পর দেখা যায়, সেনেটে একশোটি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা জয়ী হয়েছেন ৪৮টি আসনে। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানরা পেয়েছে ৪৭টি আসন। নির্দল প্রার্থীদের হাতে গিয়েছে দুটি আসনের রশি।

    কোন দলের দখলে ক’টি আসন?

    এদিকে, হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্র্যাট প্রার্থীরা পেয়েছেন ১৭৩টি আসন। আর ট্রাম্পের দল পেয়েছে ১৯৮টি আসন। অথচ গতবার বাইডেনের দল ডেমোক্র্যাটরা পেয়েছিল ২২০টি আসন। এবার সেখানেই মার্কিন প্রেসিডেন্টের (Joe Biden) দলকে ঘোল খাইয়ে ছেড়েছে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল।

    আরও পড়ুন: কাটল আইনি বাধা, এবার ভারতে প্রত্যর্পণ নিশ্চিত নীরব মোদির?

    মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশিত হতেই যারপরনাই উল্লসিত ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শিবির। ফল প্রকাশের পর তিনি বলেন, গতকালের নির্বাচনের ফল কিছুটা হতাশাজনক হলেও, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে এটা অনেক বড় জয়। ২১৯টি আসনে জয় ও মাত্র ১৬টি আসনে হার হয়েছে। তিনি বলেন, এর থেকে ভাল ফল আর কে করেছে? নির্বাচনের ফলে খুশি হাউস অফ রিপ্রেজেন্টেটিভে স্পিকার হতে চলা কেভিন ম্যাককার্থি। তিনি বলেন, আমরা যে হাউস দখল করব, এটা তো স্পষ্ট।

    ফল প্রকাশের দিনটিকে গণতন্ত্রের জন্য শুভ দিন বলেই মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। তিনি বলেন, গণতন্ত্রের জন্য আজ একটা ভাল দিন বলেই মনে করি আমি। একই সঙ্গে আমেরিকার জন্যও ভাল দিন আজ। তিনি বলেন, সংবাদমাধ্যম ও পণ্ডিতরা হাওয়া বদলের কথা বললেও, তা হয়নি। এদিকে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রার্থী হতে চলেছেন বাইডেন (Joe Biden)। এদিন হোয়াইট হাউসে তিনি বলেন, আমরা আবার একবার নির্বাচনের দৌড়ে থাকব। তিনি বলেন, এটা আমাদের পারিবারিক সিদ্ধান্ত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

     

  • Twitter: কর্মী ছাঁটাই শুরু করেছে ট্যুইটার, ভয় বাড়ছে  H1B ভিসাধারীদের

    Twitter: কর্মী ছাঁটাই শুরু করেছে ট্যুইটার, ভয় বাড়ছে H1B ভিসাধারীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক (Elon Musk) ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু করেছে মাইক্রো ব্লগিং সাইট সংস্থা ট্যুইটার। প্রায় ৫০% কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছেন ইলন মাস্ক। ইতিমধ্যেই অপসারণের চিঠি পেয়ে গিয়েছেন অনেক কর্মী। বাকিরাও ‘এই চিঠি এল, এই চিঠি এল’ এই ভয়ে মরে যাচ্ছেন। কিন্তু সবচেয়ে আতঙ্কে রয়েছেন H1B ভিসাধারীরা। কারণ তাঁদের চাকরি গেলে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে পারার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসবে। কারণ চাকরি চলে যাওয়ার পর এই ভিসাধারীদের ৬০ দিনের সময় দেওয়া হয়। এর মধ্যে চাকরি না পেলে সে দেশ ছাড়তে বাধ্য হবেন তাঁরা। 

    ট্যুইটারের ৭,৫০০ কর্মীর মধ্যে ৮%- ই H1B ভিসা নিয়ে রয়েছেন। অর্থাৎ ৬২৫-৬৭০ জন কর্মী। তথ্যপ্রযুক্তিতে পারদর্শিকতা আছে এমন বিদেশি নাগরিকরা H1B ভিসা নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য সেই দেশে থাকতে পারেন এবং চাকরি করতে পারেন। এই ভিসা মূলত যে কোম্পানিতে সেই ব্যক্তি চাকরি করছেন, সেই কোম্পানিই স্পনসর করে থাকে। মজার বিষয় হল, বহু বছর আগে ইলন মাস্কও একদিন এই ভিসা নিয়ে মার্কিন মুলুকে চাকরি করতে এসেছিলেন।

    এখনও যদিও জানা যায়নি যে, কতজন বিদেশি নাগরিককে চাকরি থেকে অপসারণ করা হবে। এই বিশেষ ভিসায় চাকরি যাওয়ার পর সেই দেশে থাকার বাড়তি ৬০ দিন সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে তাঁকে কোনও একটা চাকরি পেতে হবে, যাতে তিনি আবার সেই ভিসার স্পনসরশিপ পান, বা ৬০ দিন পরে সেই দেশ ছেড়ে দিতে হবে। 

    সম্প্রতি মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার (Twitter) কিনেছেন ইলন মাস্ক (Elon Mask)। ট্যুইটার নিজের দায়িত্বে আসার পর থেকেই একের পর এক বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন টেসলা কর্ণধার। এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছেন বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি। কোম্পানি চালাতে ঠিক কত কর্মীর প্রয়োজন, সে বিষয়ে চলছে হিসেব নিকেষ। একটি রিপোর্টে বলা হয়েছে, ইলন মাস্ক প্রায় ৩,৭০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছেন। সেই সঙ্গে ট্যুইটারের কর্মীদের যে ওয়ার্ক ফ্রম হোম পলিসি চলছিল, তাও এবার শেষ হতে চলেছে।  ট্য়ুইটারে যাঁরা চাকরি করেন তাঁদের এবার অফিসে এসে কাজ করতে হবে। 

    আরও পড়ুন: তৃণমূলের দুর্নীতির সেই ট্র্যাডিশন, অপসারিত রাজপুর-সোনারপুর পুরসভার ভাইস চেয়্যারম্যান
     
    শুধু তাই নয়। সংস্থার অর্থনীতির হাল ফেরাতে এবার কর্মীদের বেতন কমানোর রাস্তাতেও হাঁটতে পারেন ট্যুইটারের নয়া মালিক। বিশেষ করে সেলস, প্রোডাক্ট, ইঞ্জিনিয়ারিং, লিগাল, ট্রাস্ট এবং সেফটি, এই দফতরগুলি থেকে একাধিক কর্মীর বেতন কমানো হচ্ছে বলে খবর। সেখানকার বোর্ড অফ ডিরেক্টরটেও খুব শীগগির পরিবর্তন আনা হবে বলে জানা গিয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Facebook: ট্যুইটারের পথে মেটা! বড় কর্মী-ছাঁটাইয়ের পথে মার্ক জুকারবার্গের সংস্থা?

    Facebook: ট্যুইটারের পথে মেটা! বড় কর্মী-ছাঁটাইয়ের পথে মার্ক জুকারবার্গের সংস্থা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটারের পর এবার ফেসবুক। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের  (Wall Street Journal) প্রতিবেদন অনুযায়ী,  খুব তাড়াতাড়ি তারা সংস্থার বহু কর্মীকে ছাঁটাই করতে পারে ফেসবুকের মালিক সংস্থা মেটা। ছাঁটাই প্রক্রিয়া শুরু হতে পারে বুধবার থেকেই। সংস্থার তরফে এ সপ্তাহের শুরুতে কর্মীদের কোথাও অপ্রয়োজনীয় ভ্রমণে যেতে বারণ করা হয়েছে। সম্প্রতি ট্যুইটার (Twitter) থেকে কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক (Elon Musk)। একই পথে হাঁটতে চলেছে ফেসবুকের (Facebook) প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও (Mark Zuckerberg)।

    আরও পড়ুন: ‘‘ভুল হয়েছে, ফিরে আসুন…’’! বহু সদ্যপ্রাক্তন কর্মীকে পুনরায় কাজে যোগ দেওয়ার আবেদন ট্যুইটারের

    অক্টোবর মাসে মেটার তরফে  বলা হয়েছিল, আগামী বছর স্টক মার্কেট ভ্যালু ৬৭ বিলিয়ন ডলার কমে যেতে পারে। এ বছর ইতিমধ্যেই এক ট্রিলিয়ন ডলারের অর্ধেক ভ্যালু নষ্ট হয়েছে। এই দুর্দশার কারণ দুনিয়াজুড়ে অর্থনীতি মন্থর হয়ে পড়ছে।  জুনে, মেটার প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স কর্মীদের ‘গুরুতর সময়ের’ বিষয়ে সতর্ক করেছিলেন। সেই সময়ে তিনি জানান যে কর্মীদেরকে অবশ্যই ‘ধীরগতির বৃদ্ধির পরিবেশে নির্ভুলভাবে কর্মসম্পাদনা করতে হবে’। মেটার সিইও মার্ক জুকারবার্গ একই সময়ে কর্মীদের উপর চাপ বৃদ্ধি করতে শুরু করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে ‘সম্ভবত কোম্পানিতে এমন এক গুচ্ছ লোক রয়েছেন যাদের এখানে থাকা উচিত নয়’। জুকারবার্গ পরবর্তীতে সেপ্টেম্বরে নিয়োগ স্থগিত করে এবং সতর্ক করে দেন যে অদূর ভবিষ্যতে কোম্পানির আকার কমতে পারে। 

    আরও পড়ুন: কর্মী ছাঁটাই শুরু করেছে ট্যুইটার, ভয় বাড়ছে H1B ভিসাধারীদের

    প্রসঙ্গত, গত জুন মাসেই ইঞ্জিনিয়ারদের চাকরিতে নিয়োগ ৩০ শতাংশ কমিয়ে দিয়েছিল মেটা। বর্তমানে  ৮৭,০০০ এরও বেশি কর্মচারী রয়েছে মেটায়। কিন্তু এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হলে কর্মীদের একটি উল্লেখযোগ্য অংশ কমে যাবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে এই ছাঁটাই ট্যুইটারে ব্যাপক ছাঁটাইয়ের তুলনায় মেটাকে আরও বেশি প্রভাবিত করতে পারে। ট্যুইটারের ছাঁটাই কোম্পানির ৭,৫০০ কর্মচারীর মধ্যে প্রায় অর্ধেককে প্রভাবিত করেছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • North Korea Missile Tests: শান্তি ও নিরাপত্তায় প্রভাব ফেলবে, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রসঙ্গে বলল ভারত

    North Korea Missile Tests: শান্তি ও নিরাপত্তায় প্রভাব ফেলবে, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রসঙ্গে বলল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: দিন কয়েক ধরে পর পর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে উত্তর কোরিয়া (North Korea Missile Tests)। স্বাভাবিকভাবেই কোরিয়া (Korea) উপদ্বীপে বেড়েছে উত্তেজনা। ঘটনার নিন্দে করেছেন রাষ্ট্রসংঘের সিকিউরিটি জেনারেল অ্যান্টোনিও গুতেরেস। পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার আহ্বানও জানিয়েছেন তিনি। উত্তর কোরিয়ার ওই ঘটনায় এবার রাষ্ট্রসংঘে (UN) উদ্বেগ প্রকাশ করল ভারতও (India)। ভারতের প্রতিক্রিয়া, শান্তি এবং নিরাপত্তার ওপর প্রভাব ফেলবে। ভারতের বার্তা, আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

    রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ। তিনি বলেন, সাম্প্রতিক কালে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, সেই বিষয়ে আমরা আগেই আমাদের উদ্বেগ প্রকাশ করেছি। নিরাপত্তা পরিষদের ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া সম্পর্কিত প্রস্তাবনা লঙ্ঘন করে এই উৎক্ষেপণগুলি। এই ঘটনা গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে প্রভাবিত করে। ভারত ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া সংক্রান্ত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। তিনি বলেন, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির বিস্তার উদ্বেগের বিষয়। এগুলি এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার ওপর বিরুপ প্রভাব ফেলে। রুচিরা আরও বলেন, কোরিয়া উপদ্বীপে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আমরা পরমাণু নিরস্ত্রীকণকে সমর্থন করেই যাব। সামগ্রিক স্বার্থেই এটা আমাদের করতে হবে। আমরা এনিয়ে কথাবার্তা চালিয়ে যাব। কূটনৈতিক স্তরেও আলোচনা চলবে। কোরিয়া উপদ্বীপে উত্তেজনা কমাতে এটা আমাদের করতে হবে।

    জানা গিয়েছে, বুধবার সকালে কুড়িটিরও বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া (North Korea Missile Tests)। এর একটি মিসাইল গিয়ে পড়ে দক্ষিণ কোরিয়ার উপকূল থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে, আন্তর্জাতিক সমুদ্রে। সেটি ব্যালিস্টিক মিসাইল ছিল। প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও আমেরিকার বায়ুসেনার যৌথ মহড়ার বিরোধিতা করে এসেছে উত্তর কোরিয়া। এই আবহে মিসাইল উৎক্ষেপণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুই কোরিয়াজুড়ে।

    আরও পড়ুন: তাইওয়ানের চারপাশে ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল চিন, কেন জানেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Necrophiliac: শতাধিক শবদেহের সঙ্গে যৌন সম্পর্ক! আদালতে অপরাধ স্বীকার অভিযুক্তের

    Necrophiliac: শতাধিক শবদেহের সঙ্গে যৌন সম্পর্ক! আদালতে অপরাধ স্বীকার অভিযুক্তের

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসপাতালের মর্গে ২৩ জন মৃত মহিলাকে যৌন নির্যাতনের কথা স্বীকার করে নিলেন ডেভিড ফুলার (David Fuller)। ৬৮ বছর বয়সী এই ব্রিটিশ নাগরিক জোড়া খুনের অভিযোগেও অভিযুক্ত। বৃহস্পতিবার ক্রয়ডন ক্রাউন কোর্টে ২০০৭ থেকে ২০২০ সালের মধ্যে ১২টি মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক এবং চারটি পর্নোগ্রাফি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন।  

    এছাড়াও ওয়েন্ডি কেনেল (২৫) এবং ক্যারোলিন পিয়ার্স (২০) নামের দুই তরুণীকে ১৯৮৭ সালে কেন্টের টুনব্রিজ ওয়েলস-এ দুটি পৃথক আক্রমণে যৌন নিপীড়নের পরে বেঁধে এবং শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ রয়েছে ফুলারের বিরুদ্ধে। জোড়া খুনের অভিযোগে গত বছরই যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে। ২০০৮ থেকে নভেম্বর ২০২০-এর মধ্যে মর্গে ৭৮ টি মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। এর সঙ্গে সম্পর্কিত ৪৪টি অভিযোগ-সহ কেনেল এবং পিয়ার্সকে হত্যার অভিযোগ এবং আরও ৫১টি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন ফুলার।         

    ফুলার বর্তমানে বন্ধ কেন্ট ও সাসেক্স হাসপাতাল এবং টুনব্রিজ ওয়েলস হাসপাতালে মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করার ভিডিও- ও নিজের কাছে রেখেছিলেন। ১৯৮৯ সাল থেকে ফুলার সেখানে ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ  করতেন। কেন্ট পুলিশ জানিয়েছে, ফুলারের কুকীর্তির বিষয়ে তদন্ত করতে গিয়ে জানা যায় মোট ১০১ মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন ফুলার। বাকি ২৩ জনের বিষয়ে তদন্ত চলছে। এদের সবাই- ই মৃত। এবং প্রাপ্তবয়স্ক মহিলা। দশজনের পরিচয় পাওয়া যায়নি।   

     

    আরও পড়ুন: বন্ধ ১০০ দিনের প্রকল্পের টাকা, নেই বিকল্প কাজ, পঞ্চায়েত ভোটের মুখে সঙ্কটে রাজ্য

    জাস্টিস চিমা-গ্রুব জানান, ফুলার, এইচএমপি ফ্রাঙ্কল্যান্ড থেকে ভিডিও কলের মাধ্যমে আদালতে হাজির হন। এরপর তাঁকে ব্যক্তিগতভাবে হাজির হতে হবে। প্রসিকিউটর মাইকেল বিসগ্রোভ বলেন, “নির্যাতিতাদের ব্যক্তিগত বক্তব্য প্রস্তুত করা হচ্ছে।” 

    জানা গিয়েছে নেক্রোফিলিয়া নামের এক বিরল মানসিক বিকারের শিকার ডেভিড। এই মানসিক বিকারে মানুষের শব দেহের সঙ্গে সঙ্গমের ইচ্ছে জাগে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

  • Ram Madhav: নিপীড়িতদের স্বাগত জানায় ভারত, ধর্মীয় সম্মেলনে বললেন আরএসএস নেতা

    Ram Madhav: নিপীড়িতদের স্বাগত জানায় ভারত, ধর্মীয় সম্মেলনে বললেন আরএসএস নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে (India) বৈচিত্র (Diversity) আছে। এর তীরে স্বাগত বিশ্বের নিপীড়িতদের। বৃহস্পতিবার একথা বলেন আরএসএস (RSS) নেতা রাম মাধব (Ram Madhav)। এদিন রিলিজিয়ন-২০তে একদল গ্লোবাল রিলিজিয়াস নেতার সঙ্গে কথা বলছিলেন রাম মাধব। তখনই তিনি বলেন এ কথা। অদূর ভবিষ্যতে ভারত বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে বলেও জানিয়ে দেন তিনি। প্রসঙ্গত, এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হল ইন্দোনেশিয়া।

    এদিন ইন্দোনেশিয়ার বালিতে রিলিজিয়ন-২০তে ভাষণ দিচ্ছিলেন রাম মাধব (Ram Madhav)। বিশ্বের ধর্মীয় নেতাদের সম্মেলন এটি। জি-২০ সম্মেলনের মতোই। এবার এই সম্মেলন হচ্ছে ইন্দোনেশিয়ায়। দিন কয়েক পরে এখানেই হবে জি-২০ সম্মেলন। আগামী বছর জি-২০ সম্মেলন হবে ভারতে। রাম মাধব বলেন, আগামী বছর আমরা রিলিজিয়ন-২০-র আয়োজক দেশ হতে চাই।

    এদিনের সভায় বক্তৃতা দিতে গিয়ে রাম মাধব (Ram Madhav) বলেন, আমাদের ভারতে ১৮০ মিলিয়ন মুসলমান রয়েছেন। খ্রিস্টান রয়েছেন ২৫ মিলিয়ন। বাস্তব চিত্র বলছে, ২০৩০ সালের মধ্যে আমাদের দেশে মুসলিম জনসংখ্যা ইন্দোনেশিয়ার সমান হয়ে যাবে। আর ২০৫০ সালে আমরা বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হয়ে যাব। সেই সময় আমদের দেশে মুসলিম জনসংখ্যা হবে ৩১০ মিলিয়ন।

    রাম মাধব (Ram Madhav) বলেন, ভারত কেবল বৈচিত্রকে শ্রদ্ধা করে তাই নয়, একে উদযাপনও করে। এদেশেই রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির পদ অলঙ্কৃত করেছেন মুসলমান সম্প্রদায়ের প্রতিনিধি। ভারত সব ধর্ম ও বৈচিত্রকে শ্রদ্ধা করে। তিনি বলেন, ভারত আধ্যাত্মিকতার মাতৃভূমি। ভারত এমন একটা দেশ, যেখানে বসবাস করেন বিশ্বের সব ধর্মের মানুষ। নিপীড়ন ছাড়াই তাঁরা রয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের নির্যাতিতরা ভারতে আসেন, আসতেই থাকেন এবং ভারতে আশ্রয়ও নেন।

    আরও পড়ুন: সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজনে বিশ্বাস করে না আরএসএস, সাফ জানালেন প্রচার প্রমুখ

    এটি যে কেবল ধর্মীয় সম্মেলন নয়, এদিন তাও মনে করিয়ে দেন রাম মাধব (Ram Madhav)। বলেন, এটা কেবল মাত্র ধর্ম কেন্দ্রিক একটি সম্মেলন নয়, বরং মানবতাকেন্দ্রিক সম্মেলন। আমাদের সামনে রয়েছে জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ, যুদ্ধ, অনৈক্য, ক্ষুধা এবং দারিদ্রের মতো জ্বলন্ত সমস্যা। এই ইস্যুগুলির প্রতি আধ্যাত্মিক, সাংস্কৃতিক দৃষ্টি আকর্ষণের প্রয়োজন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Twitter Down: ইলন মাস্ক দায়িত্ব নিতেই ট্যুইটার ডাউন! কর্মী ছাঁটাইয়ের সঙ্গে যোগসূত্র নিয়ে শুরু জল্পনা

    Twitter Down: ইলন মাস্ক দায়িত্ব নিতেই ট্যুইটার ডাউন! কর্মী ছাঁটাইয়ের সঙ্গে যোগসূত্র নিয়ে শুরু জল্পনা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ট্যুইটারে বিপত্তি (Twitter Down)! ইলন মাস্ক (Elon Musk) দায়িত্ব নিতেই ট্যুইটারে সমস্যা! অন্তত কিছু ব্যবহারকারীদের এমনটাই অভিযোগ। দেশজুড়ে অনেকেই ট্যুইটার ডাউন বলে অভিযোগ করছেন। অনেকেই বলছেন, ট্যুইটারে লগ ইনই করা যাচ্ছে না। আবার অনেকে বলছেন, ট্যুইটার ফিডে আসছে না নতুন কোনও পোস্ট। ওয়েব ও অ্যাপ দুটোতেই একই সমস্যা হচ্ছে। আবার ইলন মাস্ক দায়িত্ব নিতেই শুরু করেছে কর্মী ছাঁটাই। তাই এর ফলেই মাইক্রো ব্লগিং সাইটে এমন গোলোযাগ দেখা গিয়েছে নাকি তা নিয়েও চলছে জোর জল্পনা।

    উল্লেখ্য কয়েকদিন আগেই হোয়াটসঅ্যাপে যে সমস্যা হয়েছিল, সেই একই সমস্যা শুরু হয়েছে ট্যুইটারেও। রিয়েল-টাইম সার্ভিস ট্র্যাকার ডাউন ডিটেক্টর অনুসারে, ভোর-রাত ৩টার থেকেই সমস্যা দেখা যাচ্ছিল ট্যুইটারে। পরে শুক্রবার সকাল ৭টার  থেকেই বেশি করে সমস্যা তৈরি করছে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম (Twitter Down)।

    আরও পড়ুন: ট্যুইটারের দায়িত্ব পেয়েই ৩৭০০ কর্মী ছাটাইয়ের পথে ইলন মাস্ক

    অনেক ব্যবহারকারীর অভিযোগ, যখন ব্যবহারকারীরা তাদের ট্যুইটার ফিড লোড করার চেষ্টা করছেন, তখনই Error message চলে আসছে। ১৩০ জনেরও বেশি ব্যবহারকারী প্ল্যাটফর্মের সমস্যা হচ্ছে বলে রিপোর্ট করেছেন। সকাল ১০ টার পর থেকে সমস্যা কমেছে, এমন মেসেজও পোস্ট হয়েছে। ডাউন ডিটেক্টরের বিভ্রাটের মানচিত্র অনুসারে, ভারতের দিল্লি, কলকাতা, নাগপুর, হায়দ্রাবাদ, মুম্বই এবং বেঙ্গালুরুর মতো শহরে সবচেয়ে বেশি ইউজার সমস্যার সম্মুখীন হয়েছেন (Twitter Down)।

    প্রসঙ্গত, ২৮ অক্টোবর ট্যুইটার কিনেছেন টেসলা সিইও ইলন মাস্ক। দায়িত্ব নেওয়ার পর প্রথমেই তিনি পুরনো শীর্ষ কর্তাদের ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু করেন। সেই তালিকায় ছিলেন সংস্থার ভারতীয় বংশোদ্ভূত সিইও পরাগ আগরওয়াল ও সিএফও নেদ সেগাল। এছাড়াও কর্মী ছাঁটাইও শুরু করেছেন তিনি। প্রায় ৩,৭০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছেন, সূত্রের খবর। জানা গিয়েছে, আজ শুক্রবারই সংস্থার কর্মীদের ট্যুইটার জানিয়ে দেবে কাদের রাখা হবে এবং কাদের নয়৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৯টা থেকেই ইমেল পেতে শুরু করবেন কর্মীরা৷ ফলে এরই মাঝে এমন ঘটনা ঘটায় অনেকেই মনে করছেন যে, ট্যুইটার বিভ্রাটের সঙ্গে কর্মী ছাঁটাই-এর সম্পর্ক নেই তো!

LinkedIn
Share