Category: খেলা

Get updates on Sports News Cricket, Football, Tennis, from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • T20 World Cup Final 2022: পাক বধ! ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

    T20 World Cup Final 2022: পাক বধ! ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষপর্যন্ত পাকিস্তানের থেকে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড (T20 World Cup Final 2022)। ৫০ ওভারের বিশ্বকাপের পরে এ বার টি-২০ বিশ্বকাপও জিতল ইংল্যান্ড। মেলবোর্নে টি-২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানকে হারাল ইংল্যান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে টস জিতে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। পাকিস্তানকে প্রথমে ব্যাট হাতে পাঠালে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান করতে পারলেন বাবর আজমরা। এরপর রান তাড়া করতে নেমে ৫ উইকেটে ম্যাচ জিতে গেলেন বাটলাররা। ২০১০ সালের পরে আরও এক বার ২০ ওভারের বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। প্রসঙ্গত, এর আগে ২০১০ সালে পল কলিংউডের নেতৃত্বে প্রথমবার কুড়ির ফরম্যাটে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। আর এবার জস বাটলারের নেতৃত্বে ট্রফি জিতল ব্রিটিশ ব্রিগেড।

    স্বল্প রানের লক্ষ্যমাত্রা

    আজকের ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিং করতে পাঠায় ইংল্যান্ড। কম রানেরই লক্ষ্য ছিল। ফলে খুব একটা সমস্যায় পড়তে হয়নি বাটলারদের। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান রান করেছিল ২০ ওভারে ১৩৭ রান। শুধুমাত্র অধিনায়ক বাবর আজম ৩২ এবং শান মাসুদ ৩৮ রানের ইনিংস খেলেন।  ৪ ওভারে মাত্র ২২ রান দিলেও দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন আদিল রশিদ। আবার চার ওভারে মাত্র ১২ রান দিয়েও ৩ টি উইকেট নিয়েছিলেন স্যাম ক্যারান। মাঝে শাহিন আফ্রিদি পাকিস্তানের সমর্থকদের কিছুটা আশার আলো দেখালেও তা শেষ পর্যন্ত ব্যর্থ হল। কারণ ইংল্যান্ডের ইনিংসে ১৬তম ওভারের শেষ দুটো বল, যা করার কথা ছিল শাহিন শাহ আফ্রিদির। কিন্তু করতে হল ইফতিকার আহমেদকে। আর তারই হয়ত খেসারত দিতে হল আজ পাকিস্তানকে। চোটের কারণে মাঠেই থাকতে পারলেন না শাহিন।

    আরও পড়ুন: লজ্জার হার ভারতের! ১০ উইকেটে জিতে ফাইনালে ইংল্যান্ড

    ব্রিটিশ ব্রিগেডের জয়

    অন্যদিকে ১৩৭ রানের জবার দিতে ব্যাট হাতে নামেন ইংল্যান্ড। ব্যাট হাতে স্টোকসের দুর্দান্ত পারফরমন্সের জন্যই আজকের এই জয় বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। প্রথমে ব্রুক (২০) এবং পরে মইন আলীকে (১৯) সঙ্গে নিয়ে দুটি পার্টনারশিপ গড়ে তোলেন তিনি। প্রথমে সল্ট ও পরে স্টোকসকে নিয়ে এগিয়ে নিয়ে যায় রানের গতি। বাটলার নিজে ২৬ রানে ফিরে যান। ১৭ বলের ইনিংসে ৩টি বাউন্ডারি ও ১টি ছয় করেন তিনি। এরপর সল্টের সঙ্গে জুটি বাঁধেন স্টোকস। সল্ট ফিরে গেলে প্রথমে ব্রুক ও পরে মঈন আলি সঙ্গ দেন স্টোকসের। শেষ পর্যন্ত মাঠে টিকে থেকে ৪৯ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলেন স্টোকস। এক ওভার বেঁচে থাকতেই ম্যাচ জিতে যায় ইংল্যান্ড। স্টোকসের অর্ধশতরানেই দেশকে এনে দেন টি-২০ বিশ্বকাপ।

     

  • Kapil Dev: ভারতীয় দলকে চোকার্স তকমা! জানেন কী বললেন কপিল দেব?

    Kapil Dev: ভারতীয় দলকে চোকার্স তকমা! জানেন কী বললেন কপিল দেব?

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) সেমিফাইনাল থেকে ভারতের বিদায় কেউ যেন মেনে নিতে পারছেন না। ঘোর যেন কিছুতেই কাটছে না। অনেকেই রোহিত শর্মাদের (Rohit Sharma) ব্যর্থতার কারণ অনুসন্ধানে ব্যস্ত। তবে ৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব কিন্তু আগেভাগেই বলেছিলেন, বিরাট কোহলিরা এবার বিশ্বকাপ জিততে পারবেন না। তখন অবশ্য হারিয়ানা হ্যারিকেনের মন্তব্যের কড়া সমালোচনা করেছিলেন অনেকেই। যদিও বাস্তবে মিলে গেল কপিলের বাণী।

    কপিলের কথায়

    ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়কের কথায়, ‘‌চোকার্স শব্দটা এখন ভারতীয় দলের সঙ্গে যায়। তীরে এসে তরী ডোবে। অর্থাৎ চোক করে যায় ভারতীয় দল।’‌ তবে ক্রিকেটারদের অতিরিক্ত সমালোচনা করাটাও কপিলের পছন্দ নয়। তিনি বলেছেন, ‘‌অতিরিক্ত সমালোচনা ঠিক নয়। মানছি ভারতীয় দল অত্যন্ত খারাপ ক্রিকেট খেলেছে। কিন্তু একটা ম্যাচ দিয়ে সব বিচার হয় না। এই ক্রিকেটাররাই দেশকে অনেক সম্মান এনে দিয়েছে।’‌ সেমিফাইনালের হার নিয়ে কপিলের মত, ‘‌পরিস্থিতিটা খুব ভাল কাজে লাগিয়েছে ইংরেজ ব্যাটাররা। ভারতকে পুরো উড়িয়ে দিয়েছে।’‌ ভারতীয় দলকে কেন চোকার্স বলা হচ্ছে তারও ব্যাখ্যা দিয়েছেন প্রাক্তন পেসার। কপিলের কথায়, ‘একবার দুবার না একটা দল বার বার খেতাবের এত কাছে পৌঁছেও খালি হাতে ফিরছে। এই দলকে চোকার্স বলবে না তো কি বলবে? বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, দল থেকে ছাঁটাই করতে হবে অনেককে। নতুন প্লেয়ারদের জন্য দলে জায়গা দিতে হবে। 

    আরও পড়ুন: রোহিতদের পারফরম্যান্সে খুশি নয় বিসিসিআই! দলে একগুচ্ছ পরিবর্তনের সম্ভাবনা

    সমালোচক গম্ভীর 

    ২০১৩ সালের পর আর আইসিসি ট্রফি জেতেনি ভারত। কখনও সেমিফাইনাল, ফাইনাল তো কখনও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। সমালোচনা করেছেন গৌতম গম্ভীরও। ২০০৭ সালে উদ্বোধনী টি২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর গত ১৫ বছরে আর ট্রফি আসেনি। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গম্ভীর। ফাইনালে দলের হয়ে সর্বোচ্চ রান এসেছিল তাঁর ব্যাট থেকেই। সেই গম্ভীর বলেছেন, ‘‌যাঁরা সাফল্য এনে দিতে পারবে, তাঁদের উপরই ভরসা রাখা উচিত।’

     

  • Mukesh Ambani: বিক্রি হচ্ছে লিভারপুল, কিনতে চলেছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি?

    Mukesh Ambani: বিক্রি হচ্ছে লিভারপুল, কিনতে চলেছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে কি ইংলিশ প্রিমিয়ার লিগের (English Premier League) বিখ্যাত ক্লাব লিভারপুর (Liverpool) ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) হাতে যেতে চলেছে? কারণ আজ থেকে বিদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবরই শোনা যাচ্ছে। আর এই খবর ভারতে ছড়িয়ে পড়তেও জল্পনা শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, জনপ্রিয় ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুল কেনার দৌড়ে সামিল হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি (Mukesh Ambani)। অর্থাৎ সব ঠিক থাকলে তিনিই কিনতে চলেছেন লিভারপুল!

    কত টাকায় বিক্রি হবে লিভারপুল?

    সূত্রের খবর অনুযায়ী, লিভারপুলের বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) এই ক্লাব বিক্রির কথা ঘোষণা করেছে। ২০১০ সালের অক্টোবর মাসে লিভারপুল কিনেছিল এই এফএসজি গ্রুপ। তবে শোনা গিয়েছে, ক্লাব চালানোর খরচ এবং লাভ থেকে তাঁরা সন্তুষ্ট নন এবং বেশ কিছুদিন ধরেই তাঁরা ক্লাবের মালিকানা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। একাধিক রিপোর্ট অনুযায়ী, এফএসজি ক্লাবটিকে ৪ বিলিয়ন পাউন্ডে বিক্রি করতে প্রস্তুত।

    সম্প্রতি ফোর্বস আম্বানিকে বিশ্বের অষ্টম ধনী ব্যক্তি হিসেবে মনোনীত করেছে। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৪ বিলিয়ন পাউন্ড যা ভারতীয় মুদ্রায় ৮ লক্ষ ৯৫ হাজার ৭৯২ কোটি টাকা। ফলে এর থেকে বোঝাই যাচ্ছে, মুকেশ আম্বানি লিভারপুল খুব সহজেই কিনে নিতে পারবেন। আর এটি কিনতে খুব সামান্য ব্যয়ই হবে তাঁর (Mukesh Ambani)।

    এফএসজি (FSG) একটি বিবৃতিতে জানিয়েছে, ‘এফএসজি লিভারপুলের শেয়ারহোল্ডার হওয়ার জন্য তৃতীয় পক্ষের কাছ থেকেও আগ্রহ পেয়েছে। এফএসজি ইতিমধ্যে বলেছে যে সঠিক শর্তে, আমরা নতুন শেয়ার হোল্ডারদের বিবেচনা করব এটি লিভারপুলের স্বার্থে যায় কিনা।’ উল্লেখ্য, জার্গন ক্লপের দল FSG-এর অধীনে থাকাকালীন অনেক সাফল্য পেয়েছে। যার মধ্যে প্রিমিয়ার লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, কারাবাও কাপ এবং ইউরোপিয়ান সুপার কাপ জয় রয়েছে। ফলে সবদিক বিবেচনা করে এই ক্লাবের মালিকানা অন্যের হাতে দেওয়ার কথা ভেবেছে এফএসজি।

    ক্রীড়াপ্রেমী মুকেশ আম্বানি

    এছাড়াও আম্বানি একজন ক্রীড়াপ্রেমী মানুষ। আম্বানির কোম্পানি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট দল মুম্বই ইন্ডিয়ান্সের মালিক এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বাণিজ্যিক অংশীদার হওয়ার পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল ইভেন্টও পরিচালনা করে। তাছাড়া আইএসএলের সঙ্গেও যুক্ত তাঁর পরিবার। ফলে লিভারপুল কেনার খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে দেশ জুড়ে। যদি লিভারপুলের মালিকানা আম্বানির হাতে আসে, তবে কি করে ফ্র্যাঞ্চাইজি চালাতে হয়, তা ভাল করেই জানা আছে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির। তবে অবশেষে আম্বানির হাতেই এর মালিকানা আসে কিনা সেটাই এখন দেখার।

  • T20 World Cup: নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান

    T20 World Cup: নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র একটি ম্যাচের অপেক্ষা। তারপরেই মেলবোর্নে হতে পারে মহারণ। নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে ফাইনালে পাকিস্তান। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে রোহিতরা হারাতে পারলেই ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এবার ফাইনাল। 

    ১৩ বছর পর বিশ্বকাপের হাতছানি

    এক সময় সেমিফাইনালে ওঠাই অনিশ্চিত ছিল। সুপার ১২-এ নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়ায় সেমিফাইনালের রাস্তা খুলে যায়। বাংলাদেশের বিরুদ্ধে তারপর দাপটে জয় আর শেষ চারের ম্যাচে বুধবার নিউজিল্যান্ডকে এক কথায় উড়িয়ে দিল বাবর আজমের পাকিস্তান। এদিন একমাত্র টস ভাগ্য নিউজিল্যান্ডের সহায় ছিল। প্রথমে ব্যাট করে কেন উইলিয়ামসনের দল ৪ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে। ড্যারিল মিচেল অর্ধশতরান করেন। জবাবে মহম্মদ রিজওয়ান এবং বাবর আজমের জোড়া অর্ধশতরানের ভর করে সাত উইকেট বাকি থাকতে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। ৭টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ৫৩ রান করেন বাবর। ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৩ বলে ৫৭ রান করেন রিজওয়ান। শেষমেশ ম্যাচের সেরার পুরস্কার ওঠে রিজওয়ানের হাতে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন। বল করতে নেমে প্রথম ওভারেই কিউইদের ধাক্কা দেয় পাকিস্তান। শাহিন আফ্রিদির চতুর্থ বলেই ফিরে যান দলের ওপেনার ফিন অ্যালেন। আফ্রিদির সোজাসুজি নেমে আসা বল আড়াআড়ি ভাবে খেলতে গিয়েছিলেন অ্যালেন। লাইন ফস্কান এবং সোজা এলবিডব্লিউ। প্রাথমিক ধাক্কা সামলে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ডেভন কনওয়ে এবং কেন উইলিয়ামসন। সেখানেও বাধা পেতে হয়। শাদাব খানের দুর্দান্ত থ্রোয়ে ২১ রানেই ফিরে যান কনওয়ে। এরপরে একমাত্র ড্যারিল মিচেল দাঁড়াতে পেরছিলেন। জবাবে ব্যাট করতে নেমে বাবর আজম ও মহম্মদ রিজওয়ান ঝড় তোলেন। আর পিছনফিরে তাকাতে হয়নি পাকিস্তানকে।

    আরও পড়ুন: ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ব্রিটিশ-রাজে নৈশভোজ টিম ইন্ডিয়ার! কেন জানেন?

    মেলবোর্নে মহারণের অপেক্ষা

    ২০০৭-এর পর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) ফাইনালে ভারত-পাকিস্তান লড়াইয়ের মঞ্চ তৈরি হয়ে গেল। ২০০৭ সালে যেমন পাকিস্তানকে ফাইনালে হারিয়ে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত, সেই ঘটনার পুনরাবৃত্তি হবে মেলবোর্নে,এখনই সেই স্বপ্ন দেখতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেট অনুরাগীরা। আবার ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্মৃতি ফিরিয়ে আনতে চাইবে পাকিস্তান। সেই ফাইনালে ভারতকে দাঁড়াতেই দেননি মহম্মদ আমিররা। তবে কী হবে তা সময় বলবে? আপাতত বৃহস্পতিবার ইংল্যান্ডকে হারাতে হবে ভারতকে! তবেই মহারণ।

     

  • T20 World Cup: আসছে লগান ২! ইন্ডিয়া-ইংল্যান্ড সেমিফাইনালকে ঘিরে মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়

    T20 World Cup: আসছে লগান ২! ইন্ডিয়া-ইংল্যান্ড সেমিফাইনালকে ঘিরে মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইন্ডিয়া ও ইংল্যান্ডের ম্যাচ নিয়ে চরম উন্মাদনার সৃষ্টি হয়েছে। ইংল্যান্ড ও ইন্ডিয়ার ম্যাচকে নেটিজেনরা লগান সিনেমার সঙ্গে তুলনা করছেন। ফলে ম্যাচ আগামীকাল হলেও এই নিয়ে বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা ভেসে চলেছে।

    চলতি টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আর মাত্র তিনটি ম্যাচ বাকি। তার মধ্যে আজ, বুধবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে উইলিয়ামসনের নিউজিল্যান্ড ও বাবর আজমের পাকিস্তান। ইতিমধ্যে খেলা শুরুও হয়ে গিয়েছে। গ্রুপ পর্ব, সুপার-১২ পর্বের শেষে গ্রুপ-১ থেকে সেমিফাইনালে পৌঁছেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। গ্রুপ-২ থেকে সেমিফাইনালে উঠেছে ভারত ও পাকিস্তান। এরপর আগামীকাল, বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। ফলে আগামীকাল খেলা থাকলেও প্রায় কয়েকদিন ধরেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনার শেষ নেই। সেই সঙ্গে রয়েছে মিম শেয়ারিং।

    নেটিজেনদের অনেকে আবার আগামীকালের ম্যাচকে (T20 World Cup) ‘লগান ২’ (Lagaan 2) বলেও উল্লেখ করছেন। শুধুমাত্র নেটিজেনরাই নয়, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ইন্ডিয়া-ও এক ট্যুইটে লিখেছে, ‘ভারত সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পর তাদের লগান সিনেমার কথাই মনে হচ্ছে। লগানের রিমেক দেখার সুযোগ হবে এবার!’

    আসলে ম্যাচ নিয়ে এবার উত্তেজনা এতটাই তুমুল যে ক্রিকেট ভক্তরা লগানের উদাহরণ টেনে আনছেন। বলিউড স্টার আমির খান অভিনীত লগান সিনেমাটি বলিউডের অন্যতম আইকনিক সিনেমা। সিনেমাতেও ইন্ডিয়া ও ইংল্যান্ডের মধ্যে হয়েছিল ক্রিকেট ম্যাচ। পরে ব্রিটিশদের ক্রিকেট খেলায় ধূলিসাৎ করে দেয় ভারতীয়রা। সিনেমার মত এবার বাস্তবেও তাই হবে বলে আশায় বুক বেঁধেছেন দেশবাসী।

    একনজরে সেই মজাদার মিমগুলো দেখে নিন

  • T20 WORLD CUP: লজ্জার হার ভারতের! ১০ উইকেটে জিতে ফাইনালে ইংল্যান্ড

    T20 WORLD CUP: লজ্জার হার ভারতের! ১০ উইকেটে জিতে ফাইনালে ইংল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: নিঃশর্ত আত্মসমর্পণ! ভারত-পাকিস্তান মহারণ তো দূর খেলাটা যে সেমি ফাইনাল তাই বোঝা গেল না। আলেক্স হেলস, জস বাটলার, দুজনেই শেষ করে দিলেন ভারতের ফাইনালে ওঠার স্বপ্ন। হেভিওয়েট সেমিফাইনালের (T20 World Cup) আগেই শোয়েব আখতার বলে দিয়েছিলেন যে দল রান চেজ করবে, তাঁদের হাতেই জয়ের চাবিকাঠি। সেই ভবিষ্যৎবাণীই যে অক্ষরে অক্ষরে মিলে গেল। তবে এরকম লজ্জার হার বোধহয় ভাবতে পারেননি কেউ। হার্দিক পান্ডিয়ার ব্যাটিং বিক্রমে ভর করে অ্যাডিলেডের স্লো পিচে ভারত ১৬৮ তুলেছিল কোনওরকমে। স্কোরবোর্ডে এই রান  যে যথেষ্ট নয় তা বোঝাই গিয়েছিল। কিন্তু ১০ উইকেটে হার যেন মেনে নিতে পারছেন না কেউই। বৃহস্পতিবার ইংল্যান্ড ১৬৯ তুলল কোনও উইকেট না হারিয়েই। চার ওভার বাকি থাকতে। হাতে ১০ উইকেট নিয়ে কার্যত ছেলেখেলা করে ফাইনালে উঠল ব্রিটিশরা।

    নক আউট খরা

    নক আউট অভিশাপ কাটল না ভারতের। বারবার মরণ বাঁচন ম্যাচে গিয়ে পরাজিত হতে হচ্ছে রোহিত বাহিনীকে। এদিনও তার ব্যতিক্রম হল না। বিশ্বকাপের সুপার ১২ পর্যায়ে দুরন্ত খেলার পরেও কেন নক আউট থেকেই বিদায় নিতে হল রোহিতদের। সেমিফাইনাল বা ফাইনাল ট্রফি জয় অধরাই থেকে গেল ভারতের। শেষ ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তারপর থেকে আর কোনও আইসিসি ট্রফি নেই বিশ্ব ক্রিকেটে অন্যতম পাওয়ার হাউসের। 

    আরও পড়ুন: নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান

    ভারতের ব্যাটিং

    ভারতীয় ব্য়াটিং লাইন আপের টপ অর্ডার গুরুত্বপূর্ণ ম্যাচে পুরোপুরি ব্যর্থ। লোকেশ রাহুল শেষ দুই ম্যাচে রান করেছেন। প্রথম তিন ম্যাচে ব্যর্থ। সেমিফাইনালেও ব্যর্থতার পুনরাবৃত্তি। অধিনায়ক রোহিত শর্মা শুরুটা ভাল করলেও বড় রান এল না তাঁর ব্যাটে। টুর্নামেন্টে একমাত্র নেদারল্যান্ডসের বিরুদ্ধে রান পেয়েছিলেন তিনি। ইনিংসের শুরু ভাল না হলে মিডল অর্ডারে চাপ বাড়তে বাধ্য। বড় ম্যাচের চাপ নিতে না পেরে ফিরে গেলেন সূর্যক কুমারও। বিরাট কোহলি অ্যাডিলেডে প্রথম বার আউট হলেন। তার আগে অনবদ্য একটা ইনিংস খেলেন। ৪০ বলে ৫০ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৪ হাজার রানের মাইলফলক পেরোলেন বিরাট। ১৫ ওভারে ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ১০০। এখান থেকে নির্ধারিত ২০ ওভারে ১৬৮-৬ সম্ভব হল হার্দিক পান্ডিয়ার জন্য। মাত্র ৩৩ বলে ৬৩ রানের ইনিংস হার্দিকের।

    ভারতের বোলিং

    অ্যাডিলেডের স্কোয়ার বাউন্ডারি ছোট। বোর্ডে রানও কম। তবু একবার লড়াইয়ের চেষ্টা করা যেত। কিন্তু শুরু থেকেই যেন হেরে গেলেন বোলাররা। ভুবির প্রথম ওভারেই এল ১৩ রান। পুরো টুর্নামেন্টে অক্ষর ব্যর্থ। তবু পাওয়ার প্লে-তে অক্ষর প্যাটেলকে বোলিং করিয়ে গেলেন রোহিত। জস বাটলার-অ্যালেক্স হেলস ওপেনিং জুটিতে পাওয়ার প্লে-তে ৬৩ রান তোলে ইংল্যান্ড। সেখানেই ম্যাচ হেরে যায় ভারত। বাকিটা শুধু ছিল সময়ের অপেক্ষা। 

    সংক্ষিপ্ত স্কোর : ভারত ১৬৮-৬, ২০ ওভার (হার্দিক পান্ডিয়া ৬৩, বিরাট কোহলি ৫০)। ইংল্যান্ড ১৭০-০, ১৬ ওভার (অ্যালেক্স হেলস ৮৬*, জস বাটলার ৮০*)। ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী।

     

     

  • Brazil 2022 World Cup Team: কাতার বিশ্বকাপে নেই ফিলিপে কুটিনহো! ব্রাজিলের ২৬ জনের দল ঘোষিত

    Brazil 2022 World Cup Team: কাতার বিশ্বকাপে নেই ফিলিপে কুটিনহো! ব্রাজিলের ২৬ জনের দল ঘোষিত

    মাধ্যম নিউজ ডেস্ক: আশঙ্কাই সত্যি হলো। চোটের কারণে কাতার বিশ্বকাপে নেই ব্রাজিলের ফিলিপে কুটিনহো। সোমবার ব্রাজিলের কোচ তিতে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেন। যা নিয়ে ফুটবল মহলের আগ্রহ ছিল তুঙ্গে। বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন ব্রাজিলের কোচ। নজন ফরওয়ার্ড রেখে দল সাজিয়েছেন তিনি। যা থেকে স্পষ্ট মরুভূমির দেশ কাতারে আক্রমণের ঢেউ তুলবেন নেইমাররা।

    আরও পড়ুন: বোলারের মন বুঝে ব্যাট করার চেষ্টা করি! নিজের সাফল্যের রসায়ন সম্পর্কে কী বললেন সূর্য?

    ব্রাজিল বিশ্বকাপ দলে জায়গা হয়নি ফির্মিনহর। বড় চমক ৩৯ বছর বয়সী ডিফেন্ডার ড্যানি আলভেসের অন্তর্ভুক্তি। এত বয়সে অতীতে আর কোনও ফুটবলার ব্রাজিলের জার্সি গায়ে বিশ্বকাপ খেলেননি। সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার নজির ছিল ৩৭ বছরে বিশ্বকাপ খেলা দলমা সেন্টজের। তাঁকে পিছনে ফেললেন ড্যানি আলভেজ। আসলে তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞতার ওপর জোর দিয়েছেন কোচ তিতে। কারণ তিনি জানেন বিশ্বকাপ জিততে গেলে শুধু গোল করলেই চলবে না রক্ষণকেও মজবুত করতে হবে। সে ক্ষেত্রে অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হতে পারে তাই আলভেজের পাশাপাশি আর এক বর্ষীয়ান ডিফেন্ডার থিয়েগো সিলভার ওপরও ভরসা রেখেছেন তিনি। সিলভার এটি চতুর্থ বিশ্বকাপ হতে চলেছে।

    আরও পড়ুন: দলীয় সংহতির প্রমাণ! শামিদের বিমানের বিজনেস ক্লাসের টিকিট ছেড়ে দিলেন কোহলি-রোহিতরা

    কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম ম্যাচ ২৪ শে নভেম্বর সার্বিয়ার বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে নেইমাররা খেলবেন সুইজারল্যান্ড এর বিপক্ষে খেলাটি হবে ২৮শে নভেম্বর। গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ ২ ডিসেম্বর। তিতের ছেলেদের লড়তে হবে ক্যামেরুনের বিরুদ্ধে।

    ব্রাজিল দল—

    গোলরক্ষক: অ্যালিসন বেকার, এদেরসন সান্তানা, ওয়েভারটন পেরেরা।

    ডিফেন্ডার: দানি আলভেজ, দানিলো, আলেক্স সান্দ্রো, আলেক্স তেলেস, ব্রেমের, এদের মিলিতাও, মার্কুইনোস, থিয়াগো সিলভা।

    মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, কাসেমিরো, এভার্টন রিবেইরো, ফাবিয়ানহো, ফ্রেড, লুকাস পাকেতা।

    ফরোয়ার্ড: নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র, রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, পেদ্রো, রাফিনহা, রদ্রিগো, অ্যান্টনি ডস স্যান্টোস ও ভিনিসিয়াস জুনিয়র।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • FIFA World Cup: কাতারকে বিশ্বকাপের দায়িত্ব দেওয়া বড় ভুল! কী বললেন ফিফার প্রাক্তন প্রেসিডেন্ট

    FIFA World Cup: কাতারকে বিশ্বকাপের দায়িত্ব দেওয়া বড় ভুল! কী বললেন ফিফার প্রাক্তন প্রেসিডেন্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup) যত এগিয়ে আসছে ততই সমালোচনা তীব্র হচ্ছে কাতারের বিরুদ্ধে। পরিযায়ী শ্রমিকদের স্বল্প পারিশ্রমিকে বিশ্বকাপের পরিকাঠামো তৈরি করানোর অভিযোগ উঠেছিল আগে। চরম দুরবস্থার শিকার হয়েছেন বহু পরিযায়ী শ্রমিক এই অভিযোগ তুলে কাতারে ফুটবল বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছিল বেশ কিছু মানবাধিকার সংগঠন। যদিও সেই বাধা পেরিয়ে বিশ্বকাপ ফুটবল আয়োজনের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত কাতার। আগামী ২০ নভেম্বর শুরু হবে বিশ্বসেরা হওয়ার লড়াই। তার ঠিক আগে বিস্ফোরক মন্তব্য করলেন ফিফার প্রাক্তন প্রেসিডেন্ট শেপ ব্লাটার ( Former FIFA President Sepp Blatter)। তিনি বলেছেন, কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়াটাই বড় ভুল ছিল।

    কী বললেন ব্লাটার

    আসলে ২০১০ সালে কাতার যখন বিশ্বকাপ (FIFA World Cup) আয়োজনের দায়িত্ব পেয়েছিল তখন ফিফার প্রেসিডেন্ট ছিলেন ব্লাটার। কাতারের মতো ছোট দেশে বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্ট আয়োজন করা বেশ কঠিন বলেও মনে হয়েছে তাঁর। ব্লাটার বলেছেন, “সেই সময় আমাদের হাতে দুটো অপশন ছিল। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ এবং পরেরটা আমেরিকা। তাতে একটা সুবিধা ছিল যে বিশ্বের দুই শক্তিধর দেশ ফুটবলের মাধ্যমে শান্তি রক্ষায় আরও পদক্ষেপ গ্রহণ করতে পারত। কিন্তু সেটা হয়নি, এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২২ সালে কাতার বিশ্বকাপ ফুটবল আয়োজনের দায়িত্ব পায়। কিন্তু সিদ্ধান্তটা যে সঠিক ছিল না সেটা আমরা এখন বুঝতে পারছি। এটা আমাদের কাছে বড় মিসটেক।”

    আরও পড়ুন: কাতার বিশ্বকাপে নেই ফিলিপে কুটিনহো! ব্রাজিলের ২৬ জনের দল ঘোষিত

    দুর্নীতির অভিযোগে ছয় বছর ফিফা থেকে নির্বাসিত ছিলেন ব্লাটার। সেই নির্বাসন উঠেছে গত জুলাই। জুরিখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্লাটার তোপ দেগেছেন ফিফার বর্তমান প্রেসিডেন্ট ইনফান তিনের দিকে। তিনি বলেছেন, ‘ইনফান তিনে, এখন কাতারে বসে কি করছে? বিশ্বকাপ (FIFA World Cup) আয়োজনের জন্য লোকাল অর্গানাইজিং কমিটি রয়েছে। সেটা পরিচালনা করার দায়িত্ব তো ওর নয়। ফিফার অর্গানাইজিং কমিটি এবং লোকাল অর্গানাইজিং কমিটি যৌথভাবে বিশ্বকাপ ফুটবল আয়োজন করে থাকে। সেখানে ফিফা প্রেসিডেন্টের নাক গলানোর কোন প্রয়োজন পড়ে না।’

    চোট-আঘাত সমস্যা

    বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup) মূলত জুন জুলাই মাসে হয়ে থাকে। এবার সেই রীতি ভাঙতে হয়েছে কারণ ওই সময় কাতারে প্রচন্ড গরম থাকে। যার ফলে ফুটবলারদের সমস্যা হতে পারে বলে মনে হয়েছিল ফিফার। সেই কারণেই ঠিক বিশ্বকাপের সময় পিছিয়ে নভেম্বর-ডিসেম্বরে করা হচ্ছে। এই সময় কিছুটা ঠান্ডা এবং মনোরম পরিবেশ থাকতে পারে বলে মত বিশেষজ্ঞদের। এই প্রসঙ্গে ব্লাটার বলেছেন, ‘২০১০ সালে কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়াটাই যে বড় ভুল হয়েছিল সেটা এই ঘটনাতেই স্পষ্ট। সাধারণত জুন জুলাই মাসেই বিশ্বকাপ হয়ে থাকে। সেই সময় ক্লাব ফুটবলের তেমন কোনও চাপ থাকে না। নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ হচ্ছে বলে ফুটবলাররা সেভাবে বিশ্রাম পাবে না। কারণ এখনও অনেক খেলোয়াড় ক্লাবের হয়ে খেলছে। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টের আগে ফুটবলারদের ফিট থাকাটাও জরুরী। কিন্তু ক্লাব ফুটবলে নিয়মিত খেলার ফলে অনেকেই চোট পাচ্ছেন, বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে চুরমার হচ্ছে ।”

  • T20 World Cup: ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ব্রিটিশ-রাজে নৈশভোজ টিম ইন্ডিয়ার! কেন জানেন?

    T20 World Cup: ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ব্রিটিশ-রাজে নৈশভোজ টিম ইন্ডিয়ার! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) সেমিফাইনালে আগে চাপ কমাতে নতুন নতুন পন্থা অবলম্বন করছেন টিম ইন্ডিয়ার (Team India) কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। অ্যাডিলেডে আসার পথে বিরাট কোহলি রোহিত শর্মারা বিজনেস ক্লাসের টিকিট ছেড়ে দিয়েছিলেন সতীর্থদের জন্য। আসলে তাঁরা বোঝাতে চেয়েছিলেন দলে আমরা সবাই সমান। মঙ্গলবার প্র্যাকটিস শেষে কোহলিরা বেরিয়ে পড়েছিলেন নৈশ ভোজে।

    চাপ কমাতে রাজকীয় আহার:

    বিশ্বকাপ চলাকালীন প্র্যাকটিসের সময় আইসিসির দেওয়া খাবার নিয়ে ভারতীয় ক্রিকেটারদের অসন্তোষের খবর সামনে এসেছিল আগে। যদিও শুধু স্বাদ বদলের জন্যই নয় একটি বাসে চেপে ব্রিটিশ রাজ নামে এক রেস্তোরাঁয় ভারতীয় ক্রিকেটারদের দল বেধে নৈশ ভোজে যাওয়ার পিছনে অন্য কারণ দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আসলে ২০০৭ সালে প্রথম ও শেষ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপর প্রাপ্তি শুধুই হতাশা। এবার রোহিত শর্মাদের সামনে খেতাব জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে। সেমিফাইনালে ইংল্যান্ডের বাধা টপকাতে পারলেই ফাইনালে টিকিট নিশ্চিত করে ফেলবেন কোহলিরা। তবে এই পর্যায়ে লড়াই যে কখনোই সহজ হবে না সেটা বলার প্রয়োজন নেই। ইংল্যান্ড যথেষ্ট শক্তিশালী দল, তার ওপর খেলা অ্যাডিলেডে। তাই ক্রিকেটারদের চাপমুক্ত রাখাটাও জরুরী। সেই কারণেই বিসিসিআই- এর পক্ষ থেকে সেমিফাইনালের আগে কোহলিদের জন্য ব্রিটিশ রাজ রেস্তোরাঁয় নৈশ ভোজের ব্যবস্থা করা হয়েছিল। শুধু ক্রিকেটার কিংবা সাপোর্ট স্টাফ নয়, ছিলেন পরিবারের সদস্যরাও। স্বাদ বদলের জন্য রোহিতরা চেখে দেখলেন চিকেন টিক্কা, কাশ্মীরি পোলাও, মটন রোগান জুস সহ আরও নানা পদ।

    আরও পড়ুন: আসছে লগান ২! ইন্ডিয়া-ইংল্যান্ড সেমিফাইনালকে ঘিরে মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়

    একঘেয়েমি কাটানোও লক্ষ্য:

    ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর অনেক আগেই রোহিতরা অস্ট্রেলিয়ায় চলে এসেছিল। পরপর ম্যাচ খেলতে হয়েছে তাঁদের। ছুটতে হয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায়। ক্রিকেটের বাইরের জীবন উপভোগ করার সুযোগ হয়নি তাঁদের। প্রচন্ড ধকল নিতে হয়েছে প্রত্যেক ক্রিকেটারকে। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচ-এর আগে এই নৈশ ভোজ কিছুটা হলেও ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • T20 World Cup: ইংল্যান্ড শক্তিশালী দল! সেমিফাইনালে লড়াই হবে সমানে সমানে, অভিমত রোহিতের

    T20 World Cup: ইংল্যান্ড শক্তিশালী দল! সেমিফাইনালে লড়াই হবে সমানে সমানে, অভিমত রোহিতের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যাশামতোই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) সেমিফাইনালে পৌঁছেছে ভারত। বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে ফাইনালে ওঠার লড়াইয়ে টিম ইন্ডিয়ার (Team India) প্রতিপক্ষ ইংল্যান্ড (England)। গ্রুপ শীর্ষে থেকে শেষ চারের টিকিট পাকা করলেও ইংল্যান্ডকে যথেষ্ট শমীহ করছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি বলেছেন “ইংল্যান্ড খুবই শক্তিশালী দল। তাই সেমিফাইনালে লড়াই বেশ কঠিন হবে। তার জন্য মানসিক ভাবে আমাদের প্রস্তুত থাকা প্রয়োজন। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ মঞ্চে আমরা যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করেছি। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া। এখানকার পিচের চরিত্র একটু ভিন্ন। অ্যাডিলেডে আমরা একটা ম্যাচ খেলেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে হয়। উইকেটের দুপাশের বাউন্ডারি অন্য মাঠগুলির তুলনায় ছোট। তাই বোলিং এর সময় আমাদের আরও সতর্ক থাকতে হবে।”

    আরও পড়ুন: বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান

    রবিবার গ্রুপের শেষ ম্যাচে জিম্বাবোয়েকে ৭১ রানে হারায় টিম ইন্ডিয়া। যদিও এই ম্যাচের ফলের উপর ভারতের সেমিফাইনাল ভাগ্য শেষ পর্যন্ত জড়িয়ে থাকেনি। কারণ গ্রুপের অন্য ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় নেদারল্যান্ডস। তখনই ভারতের সেমিফাইনালের টিকিট পাকা হয়ে গিয়েছিল। সেই সঙ্গে শেষ চারে ওঠার পথ সহজ হয়ে যায় পাকিস্তানের। বাংলাদেশকে হারানোর সুবাদে বাবর আজমরা গ্রুপের দ্বিতীয় হয়ে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করেছে।

    আরও পড়ুন: জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতে গ্রুপ শীর্ষে ভারত, সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড

    ২০০৭ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি টিম ইন্ডিয়া। এবার সম্ভাবনা উজ্জ্বল। দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। রানে ফিরেছেন ওপেনার লোকেশ রাহুল। তবে সবাইকে ছাপিয়ে ভারতীয় সমর্থকদের মুখে মুখে ঘুরছে একটাই নাম সূর্য কুমার যাদব। চলতি বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স সাড়া ফেলে দিয়েছে ক্রিকেট মহলে। শুধু রানই করছেন না তিনি, তার শটের বৈচিত্র্যে বিস্মিত অনেকেই। রোহিত শর্মা এটা ভালোই জানেন যে যশ বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড কিন্তু এত সহজে তাদের জায়গা ছাড়বেন না। তাই এখন থেকেই ফাইনাল নিয়ে ভাবতে রাজি নন তিনি । বরং সেমি ফাইনাল ম্যাচেই বাড়তি ফোকাসের ওপর জোর দিয়েছেন অধিনায়ক। রোহিতের কথায়, “আমরা ধাপে ধাপে এগোতে চাই। এখন প্রত্যেকটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই ফাইনাল নিয়ে ভেবে শুধু শুধু চাপ বাড়িয়ে লাভ নেই। বরং ইংল্যান্ডের বিরুদ্ধে কিভাবে আমরা সেরা পারফরম্যান্সটা মেলে ধরতে পারি, সেই চেষ্টাই আমাদের করতে হবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share