Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Narendra Modi: নতুন বছরের আগেই ‘কল্পতরু’ মোদি, রাজ্যে আনছেন ৭,৮০০ কোটি টাকার প্রকল্প

    Narendra Modi: নতুন বছরের আগেই ‘কল্পতরু’ মোদি, রাজ্যে আনছেন ৭,৮০০ কোটি টাকার প্রকল্প

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছর শুরুর আগেই একগুচ্ছ উপহার নিয়ে বাংলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল, ৩০ ডিসেম্বর পশ্চিমবঙ্গে আসছেন দেশের প্রধানমন্ত্রী। তাঁর এই সফর ঘিরে সাজ সাজ রব বাংলায়। শুক্রবার রাজ্যে হাওড়া থেকে যাত্রা শুরু করবে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস, আর তারই  উদ্বোধন করতে তিনি কলকাতায় আসছেন। এর পাশাপাশি তিনি অনেক প্রকল্পের সূচনাও করবেন। সূত্রের খবর অনুযায়ী, এই রাজ্যকে ৭,৮০০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্প উৎসর্গ করবেন তিনি। এর পাশাপাশি, কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের দ্বিতীয় বৈঠকেও তিনি সভাপতিত্ব করবেন।

    রাজ্যের জন্য ৭,৮০০ কোটি টাকার প্রকল্প

    শুধুমাত্র বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন নয়, আগামীকাল প্রধানমন্ত্রীর হাত ধরে এই রাজ্য পেতে চলেছে ৭,৮০০ কোটি টাকার বেশি প্রকল্প। বাংলা যে ৭,৮০০ কোটি টাকার প্রকল্প পেতে চলেছে তার হিসাবও দিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। বলা হয়েছে, রাজ্যের নিকাশি ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়নের জন্য মিলবে ২,৫৫০ কোটি টাকার প্রকল্প। নতুন করে নিউ জলপাইগুড়ি স্টেশন তৈরির জন্য ৩৩৫ কোটি টাকার প্রকল্প। হুগলি ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন শহরের জন্য ৯৯০ কোটি টাকার নিকাশি প্রকল্প। আবার আনুমানিক ১,৫৮৫ কোটি টাকা ব্যয়ে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (NMCG)-এর অধীনে ৫টি নিকাশি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পে উত্তর ব্যারাকপুর, হুগলি-চুঁচুড়া, কলকাতা পুর এলাকার গার্ডেনরিচ এবং আদি গঙ্গা (টালি নালা) এবং মহেশতলা এলাকাগুলো উপকৃত হবে।

    আবার এগুলো ছাড়াও শুক্রবার মোদি উদ্বোধন করবেন জোকা থেকে তারাতলা মেট্রো রেল। এতে খরচ ২,৪৭৫ কোটি টাকা। এ ছাড়াও প্রধানমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হবে জোকার ‘ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী ন্যাশনাল ইন্সটিটিউট অব ওয়াটার অ্যান্ড স্যানিটেশন’-এর। এই প্রকল্প বাবদ খরচ ১০০ কোটি টাকা। উত্তর ও দক্ষিণবঙ্গে রেলের বিভিন্ন প্রকল্পেরও সূচনা করবেন মোদি। এর মধ্যে উল্লেখযোগ্য ফালাকাটা থেকে গুমানিহাট দ্বিতীয় রেল লাইন পাতার কাজ। বরাদ্দ ১ হাজার ৮০ কোটি টাকা।

    আরও পড়ুন:কালই শহরে মোদি! জেনে নিন প্রধানমন্ত্রীর সফরসূচির পরিবর্তিত সময়

    একগুচ্ছ প্রজেক্টের উদ্বোধন মোদির হাত ধরে

    আগামীকাল হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি সংযোগকারী বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করার পাশাপাশি জোকা-তারাতলা মেট্রো লাইনের উদ্বোধন করতে চলেছেন তিনি। এর সঙ্গে নিউ-জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আবার ড. শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রকল্পেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ইনস্টিটিউট জল, স্যানিটেশন এবং হাইজিন বিষয়ে দেশের অন্যতম শীর্ষ সংস্থা হিসেবে কাজ করবে।

    জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক

    বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের পরে আইএনএস নেতাজি সুভাষে দ্বিতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেবেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও যোগ দেওয়ার কথা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, যোগী আদিত্যনাথ, নীতিশ কুমার এবং হেমন্ত সোরেনের। বৈঠক শুরু হওয়ার কথা দুপুর সাড়ে ১২টা নাগাদ। সেখানে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ছাড়াও কয়েক জন কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন বলে প্রধানমন্ত্রীর দফতরের পক্ষে জানানো হয়েছে।

  • Anubrata Mondal: অনুব্রত ঘনিষ্ঠ ওমর শেখকে দিল্লিতে তলব ইডির

    Anubrata Mondal: অনুব্রত ঘনিষ্ঠ ওমর শেখকে দিল্লিতে তলব ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: বোলপুর (Bolpur) পুরসভার ভাইস চেয়ারম্যান অনুব্রত ঘনিষ্ঠ ওমর শেখকে তলব করল ইডি (ED)। এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্রে খবর,গরু পাচার মামলায় শুক্রবার ওমরকে দিল্লিতে তলব করা হয়েছে। যা নিয়ে ফের নতুন করে চর্চা শুরু হয়ে গিয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে। 

    অনুব্রতের বিরুদ্ধে প্রমাণ জোগাড়ের চেষ্টা

    গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)ইডি দিল্লি নিয়ে যেতে সক্ষম হবে কি না তা সময় বলবে। আগামী ৯ জানুয়ারি দিল্লি হাইকোর্টে এই মামলার (Delhi High Court) শুনানি রয়েছে। তারই আগে অনুব্রত ঘনিষ্ঠ ওমরকে তলব করল ইডি। তাকে জেরা করেই অনুব্রতের বিরুদ্ধে আরও প্রমাণ জোগাড় করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  বোলপুর পুরসভার এক কাউন্সিলরকে জেরা করেই ওমর শেখের কথা জানতে পারে ইডি। এলাকায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নেতা বলেই পরিচিত ওমর। জেলের বাইরে থাকার সময় সর্বদাই তাঁকে ‘কেষ্টদার’ পাশেপাশেই ঘুরতে দেখা যেত। অনুব্রতর সঙ্গে দেখা করতে অনেকেই যোগাযোগ করতেন ওমর শেখের সঙ্গে। এমনকী কেউ কোনও সাহায্য চাইলে অনুব্রতও অনেক সময়ই ওমরের সঙ্গে দেখা করে সমস্যা সমাধানের কথা বলতেন।

    আরও পড়ুন: প্রয়াত নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি, মাতৃবিয়োগের খবর ট্যুইটে জানালেন প্রধানমন্ত্রী

    স্থানীয় সূত্রে খবর, বোলপুরে তৃণমূলের জেলা পার্টি অফিসে রীতিমতো কর্তৃত্ব রয়েছে ওমরের। এবার সেই ওমরকে জিজ্ঞাসাবাদ করে অনুব্রতের বিরুদ্ধেই প্রমাণ একত্র করতে চায় ইডি। এখন দেখার এই ওমরকে জেরা করে নতুন কী তথ্য পায় ইডি। তবে তলব করলেও বোলপুরের এই ‘প্রভাবশালী’ কাউন্সিলর ইডির দরবারে গিয়ে দেখা করেন কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। কয়েক মাস আগে কেন্দ্রীয় গোয়েন্দা দফতর গরু পাচার মামলায় বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করে এবং পরবর্তীতে তার ঠাঁই হয় আসানসোল সংশোধনাগারে (Asansol Jail)। এরই মধ্যে কেন্দ্রীয় সংস্থা ইডি (ED) তাঁকে দিল্লিতে নিয়ে জেরা করতে চায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Subrata Saha: প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, ছুটি ঘোষণা

    Subrata Saha: প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, ছুটি ঘোষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: চলে গেলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহা (Subrata Saha)। বয়স হয়েছিল ৬৯ বছর। মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক ছিলেন তিনি। বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুব্রত সাহা। মন্ত্রীর প্রয়াণে এদিন রাজ্যের সব সরকারি দফতরে বেলা দুটোর পর ছুটি ঘোষণা করে রাজ্য সরকার। 

    সুব্রত সাহা…

    দিন কয়েক আগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গলব্লাডার স্টোন অপারেশন হয় সুব্রতর। পরে ফেরেন মুর্শিদাবাদের বাড়িতে। বুধবার আচমকাই আক্রান্ত হন হৃদরোগে। এদিন চিকিৎসার জন্য সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ তাঁকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। সেখানেই বেলা ১১টা নাগাদ প্রয়াত হন সাগরদিঘির (Sagardighi) বিধায়ক।

    আরও পড়ুন: ভুয়ো জব কার্ড আছে প্রায় চার লক্ষ ৯ হাজার! সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর

    ২০১১ সালে সাগরদিঘির বিধায়ক নির্বাচিত হন সুব্রত সাহা (Subrata Saha)। টানা তিনবার ওই কেন্দ্রের বিধায়ক হন তিনি। এক সময় কংগ্রেস করতেন সুব্রত। পরে দল বদলে যোগ দেন তৃণমূলে। তাঁর মৃত্যুতে শোকাহত রাজ্যের রাজনৈতিক মহল। শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ট্যুইটবার্তায় তিনি লেখেন, রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে বহরমপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৯ বছর। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির তিনবারের বিধায়ক সুব্রতবাবু পূর্ত দফতরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। সুদীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি, বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। সুব্রতবাবুর সঙ্গে আমার দীর্ঘ দিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাঁর রাজনৈতিক এবং সামাজিক অবদান স্মরণীয় হয়ে থাকবে। সুব্রত সাহার (Subrata Saha) প্রয়াণে রাজনৈতিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি সুব্রত সাহার পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Weather Report: বছরের শেষ দিনেও শীত উধাও! কলকাতায় ঠান্ডা কবে থেকে?

    Weather Report: বছরের শেষ দিনেও শীত উধাও! কলকাতায় ঠান্ডা কবে থেকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঝ-পৌষেই শীত বাড়ি ফেরার পথে। ডিসেম্বর মাসের শেষ থেকেই চলছে আবহাওয়ার খাম-খেয়ালিপনা। একবার ঠান্ডা-একবার গরম। সকালে কুয়াশা, পরে ফের পরিষ্কার আকাশ। জাঁকিয়ে শীতের মুখ এখনও দেখেনি কলকাতাবাসী। তাই ঠান্ডা উপভোগ করতে শীতবিলাসীরা পাড়ি জমিয়েছেন দার্জিলিং, কালিম্পং, কার্শীয়াংয়ে। যাঁদের হাতে সময় রয়েছে তাঁরা ছুটি কাটাতে গিয়েছেন হিমাচল, উত্তরাখণ্ড। কলকাতায় জাঁকিয়ে শীত কবে থেকে পড়বে তা-ও বলতে পারছে না হাওয়া অফিস।

    জাঁকিয়ে শীতের দেখা নেই

    আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় ১৪ থেকে ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর,আগামী ৪ থেকে ৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই কমেছে। উত্তর-পশ্চিমে শীতল হওয়ারও দাপট থাকবে। তাই বছর শেষ ও বর্ষবরণে শীতের ভাব থাকলেও জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। শনিবার সকালে  শুক্রবারের থেকে বেশ কিছুটা তাপমাত্রা বেড়েওছে শহরে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ঘোরাফেরা করছে ১৫ ডিগ্রির আশেপাশে। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গতকাল তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস।  সর্বোচ্চ তাপমাত্রাও বেড়ে হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই পরিষ্কার আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কয়েকদিন এরকমই থাকবে তাপমাত্রা। 

    আরও পড়ুন: শুক্রবারও শহরে শীতের আমেজ! কেমন থাকবে বর্ষশেষের রাত?

    দখিনা বাতাসের পালে ভর করে জলীয় বাষ্প ঢোকায় পাততাড়ি গুটিয়ে প্রায় উধাও শীত। লেপ-কম্বল-সোয়েটার-চাদরে রীতিমতো অস্বস্তিজনক অবস্থা হচ্ছে মাঝেমাঝেই। আগামী চার-পাঁচ দিন কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তাপমাত্রা ওঠানামা করলেও স্বাভাবিকের খুব নীচে নামবে না। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়ায় কিছুটা গতি কমলেও শীতের আমেজ বজায় থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশা থাকবে। আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই রাজ্যে। নেই বৃষ্টির সম্ভাবনাও। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Suvendu Adhikari: ‘নিম্নমানের, নিম্নরুচির রাজনীতিবিদ’, জয় শ্রীরাম স্লোগান বিতর্কে মমতাকে আক্রমণ শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘নিম্নমানের, নিম্নরুচির রাজনীতিবিদ’, জয় শ্রীরাম স্লোগান বিতর্কে মমতাকে আক্রমণ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ উদ্বোধন হল বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। আর এই উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও শুরু হল বিতর্ক। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সামনে বিজেপির একাংশের জয় শ্রীরাম (Jay Sree Ram) স্লোগান ঘিরে জোর বিতর্ক চলছে। এই স্লোগানের জেরে মঞ্চেই উঠলেন না মুখ্যমন্ত্রী। ফলে জয় শ্রীরাম স্লোগান দেওয়াকে কেন্দ্র করেই চলছে জোর রাজনৈতিক তরজা। আর এরই মাঝে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী নাকি বিরোধী দলনেতাকে স্বীকার করেন না। তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “নিম্নমানের, নিম্নরুচির এক রাজনীতিবিদ।”

    উদ্বোধনী অনুষ্ঠানে কী ঘটেছিল?

    শুক্রবার নাটকীয়তায় ভরপুর ছিল বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী মঞ্চ। এদিন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এছাড়া সেখানে উপস্থিত হয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মন্ত্রী নিশীথ অধিকারী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এর পর দর্শকদের একাংশ জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করেন। এর পর বিরক্ত হয়ে মুখ্যমন্ত্রী মঞ্চেই ওঠেননি। পুরো সময়টাই গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। হাতজোড় করে তাঁকে মঞ্চে ওঠার অনুরোধ জানান রেলমন্ত্রী স্বয়ং। তার পরেও পুরো অনুষ্ঠান পর্ব মমতা বসে রইলেন মঞ্চের পাশের একটি চেয়ারে। রাজ্যপালের অনুরোধে অবশ্য বক্তব্য রাখতে রাজি হন মুখ্যমন্ত্রী। মঞ্চের নীচে দাঁড়িয়েই ভাষণ দেন তিনি। সেখান থেকেই সবুজ পতাকা নেড়ে সূচনা করেন বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসের যাত্রার।

    কড়া ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু

    সাংবাদিকদের সামনে হাজির হয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অযথাই মনে করেছেন তাঁকে উদ্দেশ্য করে বলা হয়েছে। মমতা আসলে শুভেন্দুর সঙ্গে একই মঞ্চে বসতে চাননি বলেই মনে করছেন তিনি। একই সুর সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের গলাতেও। এর পর শুভেন্দু ক্ষোভ উগরে বলেন, “নিম্নমানের, নিম্নরুচির এক রাজনীতিবিদ। দুর্ভাগ্যবশত যাঁকে আমি সহ ৪০ হাজার লোক খেটে মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম। ওনাকে আমি প্রাক্তন করেই ছাড়ব। একরম ঘটনা আরও হবে, যেটা ওনাকে পরে ঘরে বসে দেখতে হবে। একইরকম ভাবে ড্রামা আগেও করেছিলেন। আসলে নন্দীগ্রামে আমার কাছে হারটা ভুলতে পারেননি। যতদিন রাজনীতি করবেন এই হারটা মাথায় নিয়েই থাকতে হবে।”

  • Kolkata Weather: শুক্রবারও শহরে শীতের আমেজ! কেমন থাকবে বর্ষশেষের রাত?

    Kolkata Weather: শুক্রবারও শহরে শীতের আমেজ! কেমন থাকবে বর্ষশেষের রাত?

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষশেষে ফের শীতের ঝড়ো ইনিংস। কনকনে ঠান্ডাকে সঙ্গী করেই নতুন বছরে পা দিতে চলেছে শহর কলকাতা, বলছে আলিপুর হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে রাজ্যে ফিরেছে শীতের আমেজ। এক ধাক্কায় ৬ ডিগ্রি নেমেছিল পারদ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার শহরের  সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বইছে উত্তুরে হাওয়া। তবে, আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঠান্ডার আমেজ থাকলেও বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর এবং নতুন বছরের একেবারে শুরুতে অর্থাৎ ১ জানুয়ারি থেকে প্রথম কয়েকদিন গায়েব হয়ে যেতে পারে কনকনে হিমেল হাওয়া। 

    শীতের আর একটা স্পেল

    আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু’দিন কলকাতায় তাপমাত্রা খুব একটা বাড়ার সম্ভাবনা নেই। ফলে বছর শেষের দিন ও নতুন বছরের প্রথম দিনে শহরে শীতের আমেজ থাকবে। বছরের প্রথম দিন শীতের রোদ গায়ে মেখেই বনভোজনে যেতে পারবে শহরবাসী।  শুক্রবার সকাল থেকেই শীতের শিরশিরানি ভাব বজায় রয়েছে। সকালে আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন। শুক্রবার কলকাতায় আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। আগামী কয়েক দিন সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও কনকনে ঠান্ডার দাপট বজায় রয়েছে।

    আরও পড়ুন: এক লাফে ৬ ডিগ্রি পারদ পতন, শীত ফিরল কলকাতায়, থাকবে কতদিন?

    এই বছর সেভাবে শীতের দেখা পায়নি বঙ্গবাসী। প্রথমের দিক কিছুটা ঠান্ডা পড়লেও বারে বারে শীতের আমেজে ব্যঘাত ঘটেছে। চলতি বছর ডিসেম্বরের প্রথম দিকে এক ধাক্কায় অনেকটা পারদ নেমেছিল কলকাতায়। কিন্তু বড়দিনের সময় উধাও হয়ে যায় শীত। বাড়তে থাকে তাপমাত্রা। চলতি সপ্তাহের শুরুতে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছিল। তবে ফের একবার পারদ পতন ঘটেছে বঙ্গে। যদিও  বর্ষবরণের রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। নতুন বছরের প্রথম সপ্তাহের মাঝামাঝি সময় থেকে জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • TET Scam: টেট দুর্নীতিতে উঠে এল ‘ঘোষবাবু’-র নাম, কে তিনি? হন্যে হয়ে খুঁজছে ইডি

    TET Scam: টেট দুর্নীতিতে উঠে এল ‘ঘোষবাবু’-র নাম, কে তিনি? হন্যে হয়ে খুঁজছে ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে ইডি (TET Scam)। আর সেই চার্জশিটে বিস্ফোরক তথ্য দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আদালতে মানিক ভট্টাচার্জের বিরুদ্ধে পেশ করা চার্জশিটে ইডি জানিয়েছে, কোনও এক ঘোষবাবুকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন বেশ কিছু চাকরিপ্রার্থী। এমনকী এই ঘোষবাবুকে ঘুষ দিয়ে ২০১৪ সালের টেটও পাশ করেছেন ৩২৫ জন চাকরিপ্রার্থী।

    কী জানা গেল?

    আদালতকে ইডি (TET Scam) জানিয়েছে, তাপস মণ্ডলকে জেরা করার সময়ও বার বার ঘোষ বাবুর নাম উঠেছে। মোট ৩.২৫ কোটি টাকা নিয়ে এই ‘ঘোষ বাবু’- ই ১০ জনকে প্রাথমিকে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন বলে জানিয়েছেন তাপস মণ্ডল। ইতিমধ্যে আদালতের নির্দেশে ওই ভুয়ো চাকরিপ্রার্থীদের চাকরি চলে গিয়েছে। তার মধ্যে এখনও পর্যন্ত ৫ জনকে চিহ্নিত করতে পেরেছেন ইডির তদন্তকারী গোয়েন্দারা।  

    ইডি চার্জশিটে (TET Scam) বলা হয়েছে, যে ৩২৫ জনকে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছিল তাঁদের তালিকা তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন তাপস মণ্ডল। তবে এই ঘোষবাবুর আসলে কে? এখন সেই খোঁজেই তদন্ত চালাচ্ছেন ইডি আধিকারিকরা।

    প্রসঙ্গত, তদন্তে নেমে মানিক ভট্টাচার্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ মোট ৭.৯৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি (TET Scam)। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, তাঁর ছেলে শৌভিক ভট্টাচার্য, মানিকবাবুরস্ত্রী-সহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১১১ কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। আপাতত ইডি গোয়ান্দাদের মূল লক্ষ্য ঘোষ বাবুকে খুঁজে বের করা। তাঁকে খুঁজে পেলে এই রহস্যের অনেকটাই সমাধান হবে বলে মনে করছে  ওয়াকিবহাল মহল।

    আরও পড়ুন: কবিগুরুর শান্তিনিকেতনে থামবে বন্দে ভারত! বোলপুরে স্টপেজ দিয়ে নয়া সূচি প্রকাশ রেলের

    ইডি (TET Scam) গোয়েন্দাদের দাবি, তৎকালীন পর্ষদ সভাপতির সঙ্গে তাপসের যোগসূত্রের অন্যতম ‘মিসিং লিঙ্ক’ এই ঘোষবাবু। তা হলে কি তাঁর মারফতই প্রাথমিকে শিক্ষক নিয়োগে বেনিয়মের অপারেশন চলত? বুধবার তাপসের সঙ্গে একাধিক বার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kolkata New Year Eve: বর্ষবরণে মেতে শহর, বছরের শেষদিনে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হল পার্ক স্ট্রিটকে

    Kolkata New Year Eve: বর্ষবরণে মেতে শহর, বছরের শেষদিনে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হল পার্ক স্ট্রিটকে

    মাধ্যম নিউজ ডেস্ক: বড়দিনে পার্কিস্ট্রিটের জনজোয়ার রেকর্ড গড়েছে। ভিড় সামলাতে হিমসিম খেতে হয়েছে কলকাতা পুলিশকে। শহরবাসীর সুরক্ষায় সেদিন মোতায়েন করা হয়েছিল দেড় হাজার পুলিশ। কিন্তু তাতেও বেশ বেগ পেতে হয়েছিল কলকাতা পুলিশকে। তাই এবার আগে থেকেই সতর্ক থাকতে চাইছে তাঁরা। বর্ষবরণের সন্ধ্যায় ভিড় সামলাতে পার্কস্ট্রিটে মোতায়েন করা হল প্রায় আড়াই হাজার পুলিশ। আর বছরের প্রথমদিন ১ জানুয়ারিতে (Kolkata New Year Eve) থাকবে ২৩০০ পুলিশ। 

    রাত পোহালেই নতুন বছর। আজ, শনিবারও পার্ক স্ট্রিটে ভিড় জমাবেন বহু মানুষ। যানজট রুখতে পার্ক স্ট্রিটকে ‘নো পার্কিং জোন’ করে দেওয়া হয়েছে। ‘ওয়ান ওয়ে’ গাড়ি চলবে। পার্ক স্ট্রিটে বাইক কিংবা গাড়ি নিয়ে এলে রাসেল স্ট্রিট ও ক‌্যামাক স্ট্রিটে গিয়ে পার্কিং করতে হবে।

     

    নিরাপত্তার কী ব্যবস্থা থাকছে?   

    প্রতিবছরের মতো এবছরও নববর্ষের উৎসবে (Kolkata New Year Eve) নিরাপত্তার দিকে নজর দিতে চাইছে পুলিশ। গোটা শহরেই কমবেশি নিরাপত্তার বিষয়টিতে নজর দেওয়া হয়েছে। বর্ষবরণের রাতে সবথেকে বেশি ভিড় হয় পার্ক স্ট্রিটে। সেজন‌্য বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হচ্ছে পার্ক স্ট্রিট ও সংলগ্ন অঞ্চলে। পার্ক স্ট্রিটের জন‌্য আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে। বর্ষবরণের রাতে মোট ৬টি সেক্টরে ভাগ করা হয়েছে পার্ক স্ট্রিটকে। নজরদারির দায়িত্বে থাকবেন ১১ জন ডিসি। রবিবার ১ জানুয়ারি ৪টি সেক্টর করা হয়েছে। আগামীকাল থাকছেন সাতজন ডিসি। ১১টি ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো হবে। ড্রোনের সাহায্যেও নজরদারি চালানো হবে। দূর দূরান্ত থেকে মানুষ পার্ক স্ট্রিটে আসেন। তাঁদের সহায়তার জন‌্য থাকছে ১৫টি পুলিশ অ‌্যাসিস্ট‌্যান্ট বুথ। বর্ষবরণের রাতে পানশালা, হোটেল, রেস্তোরাঁগুলিতে ভিড় থাকে। হোটেল ও রেস্তোরাঁ, পানশালাতেও নজর থাকছে পুলিশের। অপ্রীতিকর ঘটনা এড়াতে মালিকদের বাড়তি নিরাপত্তা রক্ষীর ব‌্যবস্থা করতে বলেছে পুলিশ। বড়দিনেএ মতো এদিনও যাতে শহরে বাইক দৌরাত্ম‌্য না হয় সেদিকেও নজর দেওয়া হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘন, মদ‌্যপান করে গাড়ি চালানো ও অভ‌ব‌্য আচরণের অভিযোগে বড়দিনের রাত ও দিন মিলিয়ে ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছিল। বর্ষবরণের আগে থেকে শহরে টহল দিচ্ছে পুলিশ।

    আরও পড়ুন: এখন থেকে উপত্যকায় দেশের সুরক্ষার দায়িত্বে পুরুষদের সঙ্গে থাকবেন মহিলা সিআরপিএফরাও  

    লালবাজার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন শহরে বিভিন্ন প্রান্ত থেকে নানা অভিযোগে গ্রেফতার করা হচ্ছে প্রায় সাড়ে ৩০০ থেকে ৪০০ জনকে। বর্ষবরণের রাতেও (Kolkata New Year Eve) বাইকবাহিনীর দাপট রুখতে ৯৭ পয়েন্টে নাকা চেকিং- এর ব্যবস্থা থাকছে। অপ্রীতিকর ঘটনা রুখতে ২০টি মোটর সাইকেলে করে পুলিশ টহলদারি চালাবে। বিশেষ কুইক রেসপন্স টিম থাকছে ২টি। একটি থাকবে পার্ক স্ট্রিট থানা এবং আর একটি থাকবে মিডলটন রো-তে। ৫৮টি পিসিআর ভ‌্যানের মধ্যে ২৩টিই থাকবে পার্ক স্ট্রিট চত্বরে। হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড থাকছে ১২টি। দুর্ঘটনা ঘটলে যাতে দ্রুত চিকিৎসার ব‌্যবস্থা করা যায় সেজন‌্য ৭টি অ‌্যাম্বুল‌্যান্স থাকছে। নববর্ষের দিন আলিপুর চিড়িয়াখানায় বাড়তি নজর থাকছে পুলিশের। যানজট সামলাতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হচ্ছে। সেইসঙ্গে একজন ডিসি পদমর্যাদার আধিকারিকও থাকবেন আলিপুরে। পার্কিং লটে জুলুম রুখতে আজ ও কাল পুলিশের নজর থাকছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Nadia: ‘তৃণমূলে থেকে মানুষের চোখের জল…’, নদিয়ায় বিজেপিতে যোগ দিয়ে বললেন ২০০ তৃণমূল নেতা-কর্মী

    Nadia: ‘তৃণমূলে থেকে মানুষের চোখের জল…’, নদিয়ায় বিজেপিতে যোগ দিয়ে বললেন ২০০ তৃণমূল নেতা-কর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের আগে কার্যত ধস নামল তৃণমূল (TMC) শিবিরে। তৃণমূলের একঝাঁক নেতা-কর্মী ঘাসফুল শিবির ছেড়ে যোগ দিলেন পদ্ম শিবিরে (BJP)। শুক্রবার নদিয়ার (Nadia) রানাঘাট এক নম্বর ব্লকের তারাপুর গ্রাম পঞ্চায়েতের এই তৃণমূল নেতা-কর্মীরা হাতে তুলে নেন পদ্ম আঁকা ঝান্ডা। দল বদলের এই অনুষ্ঠান উপলক্ষে রানাঘাটের একটি বাজারে কর্মিসভার আয়োজন করেছিল বিজেপি। এই সভায় সাংসদ বিজেপির জগন্নাথ সরকারের হাত ধরে বিজেপিতে যোগ দেন ২০০ জন তৃণমূল নেতা-কর্মী। এদিন যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের প্রাক্তন প্রধান বিপুল মণ্ডলও।

    বিপুলের ‘বিপুল’ ক্ষোভ…

    বিজেপিতে যোগ দিয়েই এদিন এক রাশ ক্ষোভ উগরে দেন বিপুল। তিনি বলেন, তৃণমূলে মানুষের জন্য কাজ করতে দেওয়া হয় না। উঁচুস্তরের নেতারা শুধু বাধা দেন। চলতি বছরের জানুয়ারি মাসেই পদত্যাগ করেন বিপুল। তৃণমূলের এই প্রাক্তন প্রধান বলেন, আমাকে জোর করে পদত্যাগ করানো হয়েছিল। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও এদিন সরব হন সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিপুল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং স্বজন-পোষণ নিয়েও সোচ্চার হন তৃণমূলের প্রাক্তন প্রধান। বিপুল বলেন, তৃণমূলের একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসছে। এছাড়াও এতদিন যে দলটি করেছি, সেখানে থেকে মানুষের চোখের জল মোছানো যাবে না। স্বজন-পোষণ নীতি থেকে আমরা বেরিয়ে আসতে পারব না। এই দলে শুধুই গোষ্ঠীদ্বন্দ্ব। তিনি বলেন, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে মানুষের স্বার্থে কাজ করতে হলে তৃণমূল দলটি ত্যাগ করতেই হবে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে তৃণমূলের এই প্রাক্তন প্রধান বলেন, মোদিজিকে দেখেই আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছি।

    আরও পড়ুন: ‘‘গণতন্ত্র বিপন্ন’’! দার্জিলিং পুরসভায় দল ক্ষমতায় আসার দিনেই তৃণমূল ছাড়লেন বিনয়

    এই সভায় (Nadia) তৃণমূলকে নিশানা করেন সাংসদ জগন্নাথ সরকারও। তিনি বলেন, তৃণমূল যদি পুলিশ-প্রশাসন ও ক্রিমিনালকে কাজে না লাগায়, তাহলে আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের কোনও চিহ্ন পাওয়া যাবে না। মানুষ তৃণমূলকে ভোট দেবে না। তিনি বলেন, কেবল নদিয়া নয়, সারা বাংলায় এখন তৃণমূলের অবস্থা খুব খারাপ। মানুষ তৃণমূলকে বিশ্বাস করে না। সাংসদ বলেন, এমনিতেই নদিয়া দক্ষিণে তৃণমূল শূন্য। আগামী নির্বাচনে আমরা প্রত্যেকটি পঞ্চায়েত দখল করব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Vande Bharat: কবিগুরুর শান্তিনিকেতনে থামবে বন্দে ভারত! বোলপুরে স্টপেজ দিয়ে নয়া সূচি প্রকাশ রেলের

    Vande Bharat: কবিগুরুর শান্তিনিকেতনে থামবে বন্দে ভারত! বোলপুরে স্টপেজ দিয়ে নয়া সূচি প্রকাশ রেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকবির কর্মক্ষেত্র শান্তিনিকেতনে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ চেয়ে রেলমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বাংলার নাগরিক ও জনপ্রতিনিধি হিসাবে তিনি রেলমন্ত্রীর কাছে এই দাবি করছিলেন। সেই দাবি মেনেই বোলপুরে স্টপেজ দেওয়া হল বন্দে ভারত এক্সপ্রেসের। বৃহস্পতিবার প্রকাশিত হল নতুন পরিবর্তিত স্টপেজের তালিকা। 

    কখন থামবে বোলপুরে

    বৃহস্পতিবারই নতুন সূচি প্রকাশ করা হয়েছে রেলের পক্ষ থেকে। তাতে দেখা গিয়েছে বোলপুরেও দাঁড়াবে বন্দে বারত এক্সপ্রেস। বুধবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিনই চলবে বন্দে ভারত। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য সেমি হাইস্পিড এই ট্রেন ছাড়বে সকাল ৫টা ৫৫ মিনিটে, বোলপুরে দাঁড়াবে ৭টা ৪৩ মিনিট থেকে ৭ টা ৪৫ মিনিট পর্যন্ত, নিউ জলপাইগুড়ি পৌঁছবে দুপুর ১টা ২৫ মিনিটে। অন্যদিকে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসার জন্য এক্সপ্রেস রওনা দেবে বিকেল ৩ টে ৫- এ, এবং বোলপুর পৌঁছবে মিনিটে ৮টা ২২মিনিটে। হাওড়া ঢুকবে রাত্রি ১০টা ৩৫ মিনিটে। 

    কী লিখেছিলেন সুকান্ত

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামিকাল হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করতে চলেছেন। তার আগে বৃহস্পতিবার এই ট্রেনের সফরসূচি নিয়ে রেলমন্ত্রীকে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, বছরভর দেশবিদেশের অসংখ্য পড়ুয়া এবং পর্যটক শান্তিনিকেতনে আসেন। কিন্তু বোলপুর শান্তিনিকেতনে নেই বিমান যোগাযোগ। তাই বন্দে ভারত ট্রেন বোলপুর-শান্তিনিকেতনে দাঁড়ালে উপকৃত হবেন বহু মানুষ। বোলপুর-শান্তিনিকেতনে স্টপেজ দেওয়া হলে সমাজের প্রতিটি ক্ষেত্র থেকেই মানুষ সাধুবাদ জানাবেন বলেও রেলমন্ত্রীকে চিঠিতে লিখেছেন সুকান্ত।

    প্রথম দিনের পরিকল্পনা

    বাণিজ্যিক যাত্রা শুরুর আগে বন্দে ভারত এক্সপ্রেস সূচনার দিন বেশ কয়েকটি স্টেশনে থামবে। ডানকুনি, কামারকুণ্ডুর মতো ছোট স্টেশনেও দাঁড়াতে পারে বন্দে ভারত। বর্ধমান পৌঁছনোর আগে শক্তিগড়ের মতো আরও চার থেকে পাঁচটি স্টেশনে দাঁড়াতে পারে সেমি-হাইস্পিড ট্রেনটি। এই প্রতিটি স্টেশনেই নতুন ট্রেনকে স্বাগত জানানোর আয়োজন করেছে বিজেপি। কোন সাংসদ বা কোন বিধায়ক কোথায় থাকবেন, তা ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের উপরে।

    আরও পড়ুন: শুধুই কী যাত্রী স্বাচ্ছন্দ্য? অন্যদের থেকে কোথায় আলাদা বন্দে ভারত এক্সপ্রেস?

    দলীয় সূত্রে খবর, মোদিকে সম্মান জানাতে বিজেপি কর্মীরা মোদির মুখোশ পরে শুক্রবার চা বিক্রি করবেন মালদা টাউন স্টেশনে। প্ল্যাটফর্মে চা বিক্রির জন্য অনুমতি নিয়ে রেখেছে বিজেপি। জানা গিয়েছে, উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু হাওড়া থেকে ট্রেনে করে মালদা যাবেন। সেখানে স্টেশনেই বক্তৃতা দেওয়ার কথা তাঁর। তাঁর সঙ্গে ট্রেনে করে মালদা যাওয়ার কথা সেই জেলার চার বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা, শ্রীরূপা মিত্র চৌধুরী, জুয়েল মুর্মু এবং চিন্ময় দেববর্মনের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share