Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Anubrata Mondal: সব সম্পত্তি বাজেয়াপ্ত! অনুব্রতর হয়ে মামলার খরচ চালাচ্ছে কে? তদন্তে ইডি

    Anubrata Mondal: সব সম্পত্তি বাজেয়াপ্ত! অনুব্রতর হয়ে মামলার খরচ চালাচ্ছে কে? তদন্তে ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: গরু পাচার কাণ্ডে চার মাস হল জেলে রয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এই সময়ে  ইডি ও সিবিআই তাঁর অগাধ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ফ্রিজ করা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টও। তাহলে অনুব্রত মণ্ডলের হয়ে আইনি লড়াইয়ে নামজাদা সব আইনজীবীর খরচের জোগান আসছে কোথা থেকে? এবার সেই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করল  সিবিআই ও ইডির তদন্তকারীরা।

    অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ

    হাজতবাসের চার মাসে আসানসোল ও কলকাতার বিভিন্ন আদালতে হাজিরার পর্বে অনুব্রত দাবি করে এসেছেন, ‘আমি নির্দোষ। আমার আয়ও তেমন নয়!’ বিরোধীদের দাবি, যাঁর ‘আয় তেমন নয়’, আদালতে তাঁর হয়ে মামলা লড়ছেন সেই সব প্রথিতযশা আইনজীবী, যাঁদের মধ্যে কারও কারও এক দিনের ‘অ্যাপিয়ারেন্স ফিজ়’ বা হাজিরা বাবদ পারিশ্রমিক ৩৫ লক্ষ টাকা! অনুব্রত ওরফে কেষ্টর হয়ে আইনি লড়াইয়ের এই বিপুল ‘ব্যয়ভার’ তা হলে কে বা কারা সামাল দিচ্ছেন? সেই সন্ধান অনিবার্য হয়ে পড়েছে ইডি-র কাছে। কেষ্ট-কন্যা সুকন্যাও রয়েছেন সিবিআইয়ের আতশ কাচের তলায়। তাঁরও সব ব্যাঙ্ক আ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তার পরেও কী ভাবে মামলার বিপুল খরচের জোগান আসছে, প্রশ্ন তুলছেন তদন্তকারীরা।

    অনুব্রতর হয়ে সওয়াল করা সুপ্রিম কোর্টের আইনজীবী কপিল সিব্বলের এক দিনের হাজিরার পারিশ্রমিক প্রায় ১৫ লক্ষ টাকা। সেটা দিল্লিতে। আর দিল্লির বাইরে কোথাও সওয়াল করতে গেলে খরচ পড়ে ৩০ লক্ষেরও বেশি। তদন্তকারীদের প্রশ্ন, ‘‘ওই সব আইনজীবী তো নিখরচায় অনুব্রতের হয়ে লড়াই করছেন না। তা হলে খরচটা জোগাচ্ছে কে?’’ আইনজীবী মহল জানাচ্ছে, অনুব্রতের হয়ে সওয়াল করা অন্য এক কৌঁসুলিও দৈনিক হাজিরায় প্রায় দেড় লক্ষ টাকা নিচ্ছেন। সেই খরচই  বা আসছে কোথা থেকে?

    আরও পড়ুন: “লজ্জাজনক… সব নিয়োগ বাতিল করে দেব”, অভিযুক্ত ২১জনকে সিবিআই জেরার নির্দেশ বিচারপতি বসুর

    অন্যদিকে, অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) দিল্লিতে নিয়ে গিয়ে ইডি জেরা করবে কি না, সেই সংক্রান্ত মামলা চলবে নিম্ন আদালতেই অর্থাৎ দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে। বৃহস্পতিবার এই মামলায় এমনই জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। এই মামলার পরবর্তী শুনানি ২৩ জানুয়ারি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • West Bengal Weather: পারদ পতন শুরু! আজ মরশুমের শীতলতম দিন

    West Bengal Weather: পারদ পতন শুরু! আজ মরশুমের শীতলতম দিন

    মাধ্যম নিউজ ডেস্ক: শহরবাসীর জন্য সুখবর। অবশেষে কলকাতায় জাঁকিয়ে পড়তে চলেছে শীত। পৌষ মাসের শুরুতেই শুরু হল পারদ পতন। আজ এই মরশুমের সবচেয়ে শীতলতম দিন বলে জানা গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৫ ডিসেম্বরের পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে। একদিনে প্রায় ২ ডিগ্রি কমল তাপমাত্রা। পারদ নামল ১৪-এর ঘরে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে রাজ্যে বাড়ল শীতের আমেজ (West Bengal Weather)।

    কলকাতার আবহাওয়া

    আজ কলকাতার এই মরশুমের সবচেয়ে শীতলতম দিন। একদিনের মধ্যে তাপমাত্রা কমল ২ ডিগ্রি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আর আজ তা কমে দাঁড়াল ১৪.৫ ডিগ্রিতে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে। পৌষ মাস পড়তেই পারদ নিম্নমুখী হতে শুরু করে দিয়েছে। আগামী কয়েকদিনে আরও ২ ডিগ্রি পারদ পতন হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (West Bengal Weather)।

    আরও পড়ুন: সপ্তাহান্তে পারদপতন শহরে, জেলাতেও জাঁকিয়ে শীত

    জেলার আবহাওয়া

    জেলায় জেলায় পারদ পতন জারি। জাঁকিয়ে শীত পড়েছে জেলাগুলিতেও। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে হাড় কাঁপুনি ঠান্ডায় জবুথবু মানুষ। পারদ পতনের এই ধারা আগামী কয়েকদিন জারি থাকবে, এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে (West Bengal Weather)।

    উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

    উত্তরবঙ্গের জেলাগুলিতেও পারদ পতন শুরু হয়ে গিয়েছে। জাঁকিয়ে শীত পড়েছে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ে। পশ্চিমবঙ্গে দার্জিলিং জেলার এক বা দুই জায়গায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রার পারদ নেমেছে তরাই-ডুয়ার্সের জেলাগুলিতেও। কালিম্পংয়ের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়ায়ে পৌঁছে গিয়েছে। সিকিমে শুরু হয়ে গিয়েছে তুষারপাত। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি (West Bengal Weather)।

    আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে শুষ্ক, পরিস্কার আবহাওয়া থাকবে। রবিবারের মধ্যে তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে, সূত্রের খবর। উত্তুরে হাওয়ার দাপট বাড়ছে রাজ্যে। আর কোনও ঘূর্ণিঝড় বা পশ্চিমিঝঞ্ঝার পরিস্থিতি তৈরি না হওয়ায় বিনা বাধায় ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আর তার জেরেই নামছে পারদ। ফলে আগামী পাঁচদিন এই পারদ পতনের ধারা জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (West Bengal Weather)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Mysterious Light: কলকাতার আকাশে রহস্যময় আলো, কীসের সংকেত?

    Mysterious Light: কলকাতার আকাশে রহস্যময় আলো, কীসের সংকেত?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলার আকাশে রহস্যময় আলো (Mysterious Light)! বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের আকাশে বিভিন্ন জায়গা থেকে দেখা গেল আলোর আভা। যা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে। কলকাতা-সহ বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে বর্ধমান বা উত্তর ২৪ পরগনা, সর্বত্রই এই আলো দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে।

    শীত পড়তে না পড়তেই দিন ছোট হতে শুরু করেছে। বিকেল ৫ টার পরেই ডুবে যাচ্ছে সূর্য। এদিন বিকেল সাড়ে ৫ টার আশপাশে অর্থাৎ সন্ধ্যার আকাশে আলো (Mysterious Light) দেখতে পান বিভিন্ন জেলার বাসিন্দারা। কেউ বলছেন কয়েক মুহূর্ত দেখা গিয়েছে ওই আলো, কেউ বলছেন আকাশে প্রায় তিন মিনিট ধরে আলো দেখা গিয়েছে। অনেকেই সেই দৃশ্য মোবাইল বন্দি করেন। অনেকেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইতিমধ্যেই। 

    কী জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা? 

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আলোর তীব্রতা ছিল অত্যন্ত বেশি, দেখতে অনেকটা সার্চ লাইটের (Mysterious Light) মতো। আলোর ফোকাস ছিল ওপরের দিকে। অন্ধকার আকাশ রীতিমতো কয়েক মুহূর্তের জন্যে আলোয় ভরে যায়। এই রহস্যময় আলো নিয়ে শুরু হয়েছে জল্পনা। কেউ উল্কাপাতের সম্ভাবনার কথা বলছেন, কারোর মনে হয়েছে কোনও বিমানে আগুন লেগে গিয়ে থাকতে পারে। একটিই উৎস থেকে আলো আসছিল বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত আলোর উৎস সম্পর্কে সঠিক করে কিছু জানা যায়নি।

    আরও পড়ুন: চার বছরের স্নাতকের পরেই পিএইচডির সুযোগ, নুতুন নিয়ম আনছে ইউজিসি    

    কলকাতার ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি স্পেস অ্যান্ড আর্থ সায়েন্সের ডিরেক্টর দেবী প্রসাদ দুয়ারী বলেন, “ছবি দেখে তাঁর মনে হয়েছে, এটি কোনও উল্কাপাত নয়। উল্কাপাতে সাধারণত এত তীব্র আলো (Mysterious Light) দেখা যাওয়ার কথা নয়। এ ছাড়া উল্কাপাত হয় কয়েক মুহূর্তের জন্য, তাই এতগুলি জায়গা থেকে একসঙ্গে প্রায় ৩ মিনিটের জন্য সেই দৃশ্য দেখা যাওয়া সম্ভব নয়।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • KIFF 2022: মঞ্চে অমিতাভ-জয়া, পৌঁছতে দেরি হওয়ায় শাহরুখ ছাড়াই শুরু চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান

    KIFF 2022: মঞ্চে অমিতাভ-জয়া, পৌঁছতে দেরি হওয়ায় শাহরুখ ছাড়াই শুরু চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র (KIFF 2022) উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল। তারকা ঠাসা অনুষ্ঠানে পৌঁছতে দেরি হয় বলিউডের কিং খানের। তাঁকে ছাড়াই অমিতাভ-জয়া এবং বাংলা ইন্ডাস্ট্রির তাবড়-তাবড় অভিনেতাদের উপস্থিতিতে শুরু হয়ে যায় উদ্বোধনী অনুষ্ঠান। পরে অনুষ্ঠানে যোগ দেন শাহরুখ। গত ২ বছরের কোভিড ঝড় কাটিয়ে এবার পুরনো ছন্দে ফিরে এসেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এর আগের দু বছর ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। এদিন দুপুরেই কলকাতায় পৌঁছেছেন অমিতাভ বচ্চন। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে পৌঁছেছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা।

    আরও পড়ুন: ছাপরা বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩৯

    বৃহস্পতিবার (KIFF 2022) দুপুর ৩টেয় কলকাতায় পৌঁছনোর কথা ছিল শাহরুখ খানের। ২০১৯- এর মতো এবারও করলেন দেরি। শাহরুখ বিমানবন্দরে পা রাখলেন বিকেল ৪.১০ নাগাদ। বিমানবন্দর থেকে সরাসরি তিনি আসেন নেতাজী ইন্দোর স্টেডিয়ামে। তাঁকে ছাড়াই ৪.৩০ মিনিটে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের সঙ্গে স্টেডিয়ামে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান

    নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত চলচ্চিত্র উৎসবের (KIFF 2022) উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে হাজির হন রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস। অমিতাভ বচ্চনের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়া বচ্চন, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেশ ভাট, শত্রঘ্ন সিনহা, কুমার শানু, চঞ্চল চৌধুরী, অরিজিৎ সিং, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, পন্ডিত অজয় চক্রবর্তী, শ্রাবন্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে।       

    এবার চলচ্চিত্র উৎসবে (KIFF 2022) ৫৭ টি দেশের ১০৭৮ টি ছবি জমা পড়েছিল। সেখান থেকে বেছে নেওয়া হয়েছে ৪২ টি দেশের ১৮৩ টি ছবি। ১৪ টি বিভাগে ১০ টি ভেনুতে থাকছে ২৩১ টি ছবি। প্রতিযোগিতামূলক বিভাগে থাকছে ৬৬ টি ছবি। ন্যাশনাল কম্পিটিশনে ১৪, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ১৪, এশিয়ান সিলেক্ট ৮, শর্ট ফিল্মস ২০, ডকুমেন্টারি ১০ টি ছবি প্রদর্শিত হবে। এবছর বিশেষ শ্রদ্ধা জানানো হবে প্রখ্যাত পরিচালক তরুণ মজুমদার, প্রদীপ মুখোপাধ্যায়, শিব কুমার শর্মা ও অ্যাঞ্জেলা লান্সবারিকে। শতবর্ষে শ্রদ্ধার্ঘ জানানো হবে দিলীপ কুমার, অসিত সেন, হৃষিকেশ মুখোপাধ্যায়, আলি আকবর খাঁ, কে আসিফকে। যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে এবার চলচ্চিত্র উৎসবে যুক্ত হয়েছে নতুন বিভাগ, গেম অন, যে বিভাগে প্রদর্শিত হবে খেলা সংক্রান্ত ছবি। সেই তালিকায় রয়েছে কোণি, ম্যারি কম, চকদে ইন্ডিয়া ও ভাগ মিলখা ভাগ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Partha Chatterjee: নতুন বছরের শুরুটাও জেলের আঁধারেই কাটাতে হবে পার্থ অর্পিতাকে, কেন জানেন?

    Partha Chatterjee: নতুন বছরের শুরুটাও জেলের আঁধারেই কাটাতে হবে পার্থ অর্পিতাকে, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষ বিদায় কিংবা বর্ষবরণ, কোনও অনুষ্ঠানটাই এবার আর ঘটা করে পালন করতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)! তার আগে রয়েছে ২৫ ডিসেম্বরের অনুষ্ঠান। এই তিন অনুষ্ঠানই মাটি হতে চলেছে পার্থ অর্পিতার। কারণ আগামী ৭ জানুয়ারি পর্যন্ত তাঁদের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক। প্রাইমারি টেট (Primary TET) দুর্নীতি মামলায় ইডি ভার্চুয়ালি আদালতে পেশ করেছিল পার্থ-অর্পিতাকে। তখনই জানানো হয় তাঁদের জেল হেফাজতের মেয়াদ। এদিন অবশ্য জামিনের আবেদন জানাননি পার্থ-অর্পিতার আইনজীবীরা। বরং পার্থকে মামলার শুনানি থেকে অব্যাহতি দেওয়ার আর্জি জানানো হয়েছিল। সেই আর্জির শুনানি হবে ৩১ জানুয়ারি।

    আরও পড়ুন: “লজ্জাজনক… সব নিয়োগ বাতিল করে দেব”, অভিযুক্ত ২১জনকে সিবিআই জেরার নির্দেশ বিচারপতি বসুর

    ইডির মামলা…

    এদিন ব্যাঙ্কশাল কোর্টে শুনানি ছিল এসএসসি সংক্রান্ত ইডির মামলার। এই মামলায় মূল অভিযুক্তদের একজন হলেন পার্থ (Partha Chatterjee)। জুলাই মাসে ইডি গ্রেফতার করেছিল তাঁকে। কিন্তু পার্থর তরফে এই মামলায় প্রশ্ন তোলা হয়েছে সেই ইডির তদন্তকারী আধিকারিকের এক্তিয়ার নিয়ে। জানতে চাওয়া হয়েছে, যে তদন্তকারী অফিসার এই মামলায় তদন্ত করছেন, তিনি কি আদৌ এই তদন্ত করতে পারেন? এই প্রশ্নের জবার দেওয়ার জন্য চার সপ্তাহের সময় চেয়েছে ইডি।

    প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগ মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গত জুলাই মাসে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ওই সময়ই গ্রেফতার করা হয় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও। অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা হয় সোনার গয়নাও। এর পর একে একে গ্রেফতার করা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা সহ একাধিক ব্যক্তিকে। ধৃতেরা প্রত্যেকেই আপাতত রয়েছেন জেলে।

     

  • Abhijit Ganguly: নবম দশম নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ইডিও, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

    Abhijit Ganguly: নবম দশম নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ইডিও, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: নবম দশমের ওএমআর শিট (OMR Sheet) বিকৃত করার মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে (ED) পার্টি করার নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। বুধবার ওই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। এদিনই ইডিকে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। প্রসঙ্গত, নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় এতদিন তদন্ত করছিল সিবিআই। এবার তার সঙ্গে তদন্ত করবে আরও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আদালতের সন্দেহ, এই মামলায়ও আর্থিক লেনদেন হয়ে থাকতে পারে। সেই কারণেই এমন নির্দেশ বলে ধারণা ওয়াকিবহাল মহলের। আদালতের এই নির্দেশের জেরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। তবে এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

    নবম দশম…

    এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) জানান, ইডিকে তদন্তের দৈনিক রিপোর্ট দিতে হবে। অভিযোগ ছিল, নবম দশম শ্রেণিতে ওএমআর শিট বিকৃত করে ১৮৩ জনকে চাকরির সুপারিশ দেওয়া হয়েছে। আদালত স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদের কাছে জানতে চেয়েছিল, এদের মধ্যে কতজন চাকরি করছে? এসএসসি জানায়, ৮১ জন চাকরি করছেন। মধ্য শিক্ষা পর্ষদ জানায়, সুপারিশপত্র পেলেও সবাই চাকরি করছেন না। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, শূন্য পদে নিয়োগের জন্য ২১ তারিখের মধ্যে কাউন্সেলিং করাতে হবে। যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিতে হবে ২৯ তারিখের মধ্যে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আরও নির্দেশ, বিকৃত ওএমআর শিট অবিলম্বে স্কুল সার্ভিস কমিশনের ওয়েব সাইটে আপলোড করতে হবে।

    আরও পড়ুন: লালন শেখের রহস্যমৃত্যু, রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরব শুভেন্দু

    আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, আমরা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি। কারণ এটার প্রয়োজন ছিল। টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে। সেই আর্থিক লেনদেনের পরিমাণটা বিশাল। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের বহু নেতা এর ফলে লাভবান হয়েছেন। টাকা কার কাছ থেকে কোথায় গিয়েছে, এটা খুঁজে বের করা খুবই প্রয়োজন। তার জন্য ইডি-ই সব থেকে উপযুক্ত সংস্থা ভারতবর্ষে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যও বলেন, আদালত সঙ্গত কারণেই বলেছে। কারণ এখানেও প্রচুর টাকার লেনদেন হয়েছে।

     

  • Asansol Stampede Case: আসানসোলের ঘটনায় দুঃখপ্রকাশ শুভেন্দুর, আহত-নিহতদের পরিবারের পাশে থাকার বার্তা

    Asansol Stampede Case: আসানসোলের ঘটনায় দুঃখপ্রকাশ শুভেন্দুর, আহত-নিহতদের পরিবারের পাশে থাকার বার্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার আসানসোলে (Asansol) শিবচর্চা অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পাশে থাকার বার্তা দেন শুভেন্দু। এ প্রসঙ্গে কাউকে দোষারোপ না করেই তিনি জানান, পুলিশকে আরও সক্রিয় হওয়ার দরকার ছিল। 

    দুঃখপ্রকাশ শুভেন্দুর

    আসানসোলের মর্মান্তিক দুর্ঘটনা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে শুভেন্দু বলেন, “আমি অনুষ্ঠানে থাকাকালীন ভিড় সামলানো ও ট্রাফিক পুলিশের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল। দুর্ঘটনা ঘটার পর আমি অনুষ্ঠানের উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি যে, আমি অনুষ্ঠান স্থল ছেড়ে চলে যাওয়ার পরপরই দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মীরা সেই অঞ্চল ছেড়ে চলে যান। এমনকী, পুলিশকর্তাদের নির্দেশে সিভিক ভলিন্টিয়ারদেরও সেখান থেকে সরে যেতে বলা হয়। ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। নিহতদের পরিবারেরও পাশে থাকব। খুব শীঘ্রই সেই পরিবারগুলোর সঙ্গে আমি দেখা করতে আসানসোল যাব।’’ 

    আরও পড়ুন: ঘুষের টাকা গিলে ফেলার চেষ্টা এক পুলিশকর্মীর! গলা থেকে টেনে বের করা হল সেই টাকা!

    বুধবার আসানসোলে (Asansol) শিবচর্চা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে তিনি বক্তব্য রেখে চলে যেতেই কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। হুড়োহুড়ি পড়ে যায় কম্বল বিতরণ অনুষ্ঠানে। তাতে পদপিষ্ট হয়ে তিন জন মারা গিয়েছেন। মৃতদের মধ্যে রয়েছেন দুই মহিলা সহ এক কিশোরী।  মৃতদের নাম চাঁদমণি দেবী (৫৫), ঝালি বাউরি (৬০) এবং প্রীতি সিং (১২)। গুরুতর আহত আরও বেশ কয়েকজন।  

    পর্যাপ্ত পুলিশ ছিল না

    এই ঘটনায় কাউকে দোষ না দিয়ে শুভেন্দু বলেন, ‘‘এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য আমি কাউকে দোষারোপ করছি না। ঘটনা অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক।’’ এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই বাদানুবাদ শুরু হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার জানিয়েছিলেন, এদিনের অনুষ্ঠানের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। পুলিশ কমিশনারের এই দাবি উড়িয়ে দিয়ে ট্যুইট করে আসানসোল পুরসভার বিরোধী দলনেতা চৈতালী তেওয়ারির স্বাক্ষরিত আসানসোল উত্তর থানার অফিসার ইনচার্জকে লেখা একটি চিঠি প্রকাশ করা হয়। যে চিঠিতে গত ৩ ডিসেম্বর আসানসোল পুর নিগমের লেটার হেডে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে অনুষ্ঠানের কথা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছিল। কিন্তু পুলিশের তরফে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। অনুষ্ঠানের শেষ পর্যন্ত পর্যাপ্ত পুলিশ ছিল না বলেও অভিযোগ।

  • 100 Days Work: একশো দিনের কাজে বকেয়া পাওনা নিয়ে ‘মিথ্যা’ দাবি রাজ্যের, তথ্য দিয়ে জানাল গ্রামোন্নয়ন মন্ত্রক

    100 Days Work: একশো দিনের কাজে বকেয়া পাওনা নিয়ে ‘মিথ্যা’ দাবি রাজ্যের, তথ্য দিয়ে জানাল গ্রামোন্নয়ন মন্ত্রক

    মাধ্যম নিউজ ডেস্ক: একশো দিনের কাজে (100 Days Work) বকেয়া পাওনা নিয়ে রাজ্যের দাবি খারিজ করে দিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক (Central Rural Development Ministry)। অগাস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে তিনি জানিয়েছিলেন একশো দিনের কাজে রাজ্যের বকেয়া পাওনার পরিমাণ ৬ হাজার ৫৬১ কোটি টাকা। সোমবার লোকসভা সাংসদ তৃণমূল কংগ্রেসের সৌগত রায় দাবি করেছিলেন, একশো দিনের কাজে পশ্চিমবঙ্গের বকেয়া পাওনার পরিমাণ ৭ হাজার ৩০০ কোটি টাকা। রাজ্যের এসব দাবিই যে অসার, তা জানিয়ে দিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। লোকসভায় মন্ত্রক জানিয়েছে, একশো দিনের কাজে পশ্চিমবঙ্গের বকেয়া পাওনার পরিমাণ ৩ হাজার ২০২ কোটি টাকা। এর মধ্যে মজুরি বাবদ রাজ্যের পাওনার পরিমাণ ২ হাজার ৭৪৪ কোটি টাকা। বাকি টাকা যন্ত্রপাতি ও সরঞ্জামের জন্য।

    অনিয়মের অভিযোগ…

    একশো দিনের কাজে (100 Days Work) পশ্চিমবঙ্গে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। একশো দিনের কাজের জন্য বরাদ্দ টাকা খয়রাতিতে খরচ করা হচ্ছে বলেও অভিযোগ। রাজ্যের কুর্সি দখল করতে একুশের বিধানসভা নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরই একটি হল লক্ষ্মীর ভাণ্ডার। অভিযোগ, এই ভাণ্ডারে টাকা দিতে নানা প্রকল্পে দেওয়া কেন্দ্রের টাকা খরচ করা হচ্ছে। তার জেরে বন্ধ হয়ে গিয়েছে একশো দিনের কাজের মতো বিভিন্ন প্রকল্প। তার পরেও প্রতিটি জনসভায় মুখ্যমন্ত্রী নিয়ম করে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে চলেছেন। একশো দিনের কাজের টাকায় যে খয়রাতি হচ্ছে, কেন্দ্রকে তা চিঠি লিখে জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীও। একশো দিনের কাজে একাধিক অনিয়মের অভিযোগ ওঠায় টাকা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্র। এই ঘটনায় পঞ্চায়েত ভোটের মুখে বিস্তর চাপের মুখে পড়ে যায় রাজ্য সরকার। শুরু হয়ে যায় দিল্লি দরবারে যাতায়াত।

    আরও পড়ুন: কেন্দ্রের টাকায় খয়রাতি, ‘দোষ’ ঢাকতে একশো দিনের প্রকল্প নিয়ে কী বললেন মমতা?

    এদিন লোকসভায় সাংসদ তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, মোদি সরকারের রাজত্বকালে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সহযোগিতামূলক সম্পর্কের কাঠামো কঠিন চ্যালেঞ্জের মুখে। একাধিকবার প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বকেয়া পাওনা (100 Days Work) বিষয়ক চিঠিও তুলে ধরে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। এর পরেই গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়ে দেয়, এই খাতে রাজ্যগুলির বকেয়া পাওনার পরিমাণ ৭ হাজার ৬৫৪ কোটি টাকা। এর মধ্যে পশ্চিমবঙ্গের পাওনার পরিমাণ ৩ হাজার ২০২ কোটি টাকা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Lalan Sheikh: মৃত লালনের দেহ নিয়ে সিবিআইয়ের ক্যাম্পে বিক্ষোভ, ফাঁসে মৃত্যু, বলছে ময়নাতদন্তের রিপোর্ট

    Lalan Sheikh: মৃত লালনের দেহ নিয়ে সিবিআইয়ের ক্যাম্পে বিক্ষোভ, ফাঁসে মৃত্যু, বলছে ময়নাতদন্তের রিপোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের রহস্য মৃত্যুর ঘটনায় দায়ের হয়েছে এফআইআর। তাতে নাম রয়েছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার ডিআইজিরও। লালনের মৃত্যুর পর থেকেই ক্ষোভে ফুঁসছে বগটুই। মাঝে মধ্যেই আওয়াজ উঠছে সিবিআইয়ের শাস্তি চাই। বুধবার রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের সামনে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

    বিক্ষোভ…

    রামপুরহাটের বগটুইয়ে ১০জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় মূল অভিযুক্ত লালন শেখের দেহ নিয়ে বিক্ষোভ মৃতের পরিবারের। এদিন সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে দেহ নিয়ে গেলে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। লালনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সিবিআই আধিকারিকদের গ্রেফতারির দাবি জানান তাঁরা। তাঁরা ক্যাম্প অফিসে ঢোকারও চেষ্টা করেন। বাধা দেন নিরাপত্তারক্ষীরা। তাঁদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন রামপুরহাটের এসডিপিও। পরে পুলিশের আশ্বাসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসের সামনে থেকে বিক্ষোভ তুলে নেন মৃতের পরিবারের সদস্যরা।     

    প্রসঙ্গত, লালনের স্ত্রী রেশমার অভিযোগের ভিত্তিতে সিবিআইয়ের সাত আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। এর মধ্যে ডিআইজি সিবিআই, এসপি সিবিআই, গরু পাচার মামলার প্রধান তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য সহ আরও চার আধিকারিকের বিরুদ্ধে খুন, তোলাবাজি, কটূক্তি, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তের জন্য এদিনই ঘটনাস্থলে যাওয়ার কথা সিআইডি টিমের। যাওয়ার কথা ফরেন্সিক বিশেষজ্ঞদেরও।

    আরও পড়ুন: লালন শেখের মৃত্যুতে সিবিআইয়ের বিরুদ্ধে এফআইআর, হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় সংস্থা

    এদিকে, রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, লালনের মৃত্যু হয়েছে ঝুলন্ত অবস্থায় থাকার কারণে। তাঁর দেহে আঘাতের তেমন কোনও চিহ্ন নেই। কোনও খুনের ঘটনার ক্ষেত্রে দেহে যেমন আঘাতের চিহ্ন মেলে, এক্ষেত্রে তা ছিল না। ফলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঝুলন্ত অবস্থায় থাকায় মৃত্যু হয়েছে লালনের। মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত হয় লালনের। পুরো পর্বটি চলে ঘণ্টা দুয়েক ধরে। করা হয় ভিডিওগ্রাফিও। ময়নাতদন্তের রিপোর্ট তুলে দেওয়া হবে ম্যাজিস্ট্রেটের হাতে।

    প্রসঙ্গত, ঝাড়খণ্ডের এক গ্রামে ধরা পড়ার পর রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে রাখা হয়েছিল লালনকে। সোমবার সিবিআইয়ের সেই অস্থায়ী ক্যাম্পের শৌচাগারে পাওয়া যায় বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালনের (Lalan Skeikh) ঝুলন্ত দেহ। মৃতের পরিবারের অভিযোগ, সিবিআই আধিকারিকরা তাঁদের বলেছিলেন, শেষ দেখা দেখে নিন। আর দেখতে পাবেন না! তাঁদের দাবি, লালনের শারীরিক অবস্থা ভাল ছিল না। তাঁকে ঠিক মতো জল ও খাবারও দেওয়া হচ্ছিল না। তাঁদের অভিযোগ, লালনকে খুন করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে সিবিআই।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Health Selection Committee: নিরপেক্ষ ব্যক্তি কাম্য! স্বাস্থ্য ক্ষেত্রে ন্যায্য নিয়োগের বার্তা হাইকোর্টের

    Health Selection Committee: নিরপেক্ষ ব্যক্তি কাম্য! স্বাস্থ্য ক্ষেত্রে ন্যায্য নিয়োগের বার্তা হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাস্থ্য দফতরের নিয়োগ নিয়ে এবার সমস্যায় রাজ্য সরকার। জেলা স্তরে রাজ্যের গঠন করা ২৮ জনের মনোনয়ন কমিটি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির (CJI) নেতৃত্বাধীন বেঞ্চ। ওই কমিটিতে ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী এবং শাসকদলের নেতা। আদালতের যুক্তি, গত বছরের ২৬ নভেম্বর রাজ্য যে মনোনয়ন কমিটি গঠন করেছিল, তার  শীর্ষে কোনও নিরপেক্ষ ব্যক্তিকে রাখা দরকার ছিল।

    মামলাকারীর দাবি

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ১১,৫২১ পদে চুক্তিভিত্তিক কর্মী (Contractual Worker) নিয়োগে দুর্নীতি  (Corruption) হয়ে থাকতে পারে এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাটি করেছিলেন পীযূষ পাত্র। আবেদনকারী দাবি করেছেন যে বিভিন্ন জেলায় গঠিত সমস্ত বাছাই কমিটিতে রাজনৈতিক নেতা, বিধায়ক বা শাসক দলের মন্ত্রীরা চেয়ারপারসন হিসেবে রয়েছেন। এক্ষেত্রে প্রার্থী বাছাইয়ে স্বজনপ্রীতি ও অসদাচরণ ঘটতে পারে। শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠদেরও নিয়োগ করা হতে পারে।

    রাজ্যের দাবি

    মামলাকারীর আবেদনের বিরোধিতা করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এসএস মুখোপাধ্যায় বলেছিলেন, রাজনীতিবীদদের নিয়োগ বা নির্বাচন বোর্ডের মাথায় রাখতে কোনও বাধা থাকতে পারে না। বাছাই প্রক্রিয়ায় প্রার্থীদের সঙ্গে কথা বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও বলেছেন এই বিষয়ে এখনও পর্যন্ত আইন বিরুদ্ধ কাজ হয়েছে বলে কোনও অভিযোগও দায়ের হয়নি।

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কি স্বাস্থ্য দফতরেও? জেলাস্তরে গঠিত সিলেকশন কমিটি বাতিল করল হাইকোর্ট

    আদালতের পর্যবেক্ষণ

    দুই তরফের কথা শুনে আদালত পর্যবেক্ষণ করেছে যে আবেদনকারীর দেওয়া তালিকাটিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে মন্ত্রী, বিধায়ক এবং শাসক দলের (টিএমসি) নেতারা ২৮টি স্বাস্থ্য জেলায় জেলা-স্তরের কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন। আদালতের যুক্তি, একজন ছাড়া আর কেউ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বা বিশেষজ্ঞ চিকিৎসক নন। বিষয়টি যেহেতু চাকরির সঙ্গে সম্পর্কিত তাই ন্যায্য নির্বাচনের প্রয়োজন রয়েছে। এই বোর্ডে থাকা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত একমাত্র ব্যক্তি হলেন মোয়াজ্জেম হোসেন। তিনি একজন চিকিৎসক ও তৃণমূল কংগ্রেসের মালদা জেলা স্বাস্থ্য পরিষেবার চেয়ারম্যান। এরপরই মঙ্গলবার আদালত এই কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি নতুন জেলা কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশে বলা হয়েছে, রাজনীতির সঙ্গে যোগাযোগ নেই এমন কোনও নিরপেক্ষ ব্যক্তিকে চেয়ারম্যান করে নির্বাচন কমিটি নতুন করে গঠন করতে হবে। তাতেই সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব।

    আগের কমিটিতে যাঁরা ছিলেন

      জেলা চেয়ারপার্সন পদ
    আলিপুরদুয়ার মৃদুল গোস্বামী আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি
    বাঁকুড়া শুভাশিস বটব্যাল প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছাতনা
    বসিরহাট স্বাস্থ্য জেলা জ্যোতিপ্রিয় মল্লিক বনমন্ত্রী
    বীরভূম চন্দ্রনাথ সিনহা তৃণমূল বিধায়ক, মন্ত্রী
    বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা শ্যামল সাঁতরা তৃণমূল নেতা, বাঁকুড়া
    কোচবিহার  বিনয় বর্মণ প্রাক্তন তৃণমূল বিধায়ক, মাথাভাঙা
    দক্ষিণ দিনাজপুর গৌতম দাস  প্রাক্তন তৃণমূল বিধায়ক
    ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা শঙ্কর নস্কর তৃণমূল বিধায়ক, ফলতা
    দার্জিলিং জিটিএ শান্তা ছেত্রী তৃণমূল সাংসদ, রাজ্যসভা
    ১০ দার্জিলিং এসএমপি গৌতম দেব  পর্যটন মন্ত্রী
    ১১ হাওড়া পুলক রায় জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী
    ১২ হুগলি দিলীপ যাদব তৃণমূল নেতা, পুরশুরা
    ১৩ জলপাইগুড়ি  মিতালি রায় তৃণমূল বিধায়ক, ফালাকাটা
    ১৪ ঝাড়গ্রাম চূড়ামণি মাহাতো তৃণমূল বিধায়ক, গোপীবল্লভপুর
    ১৫ কালিম্পং শান্তা ছেত্রী তৃণমূল সাংসদ, রাজ্যসভা
    ১৬ মালদা ডাঃ মোয়াজ্জেম হোসেন তৃণমূল নেতা, মালদা
    ১৭ মুর্শিদাবাদ জাকির হোসেন তৃণমূল বিধায়ক, জঙ্গিপুর
    ১৮ নদিয়া কল্লোল খাঁ তৃণমূল বিধায়ক
    ১৯ নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা শেখ সুফিয়ান তৃণমূল নেতা তথা মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্ট
    ২০ উত্তর ২৪ পরগনা জ্যোতিপ্রিয় মল্লিক বনমন্ত্রী
    ২১ পশ্চিম বর্ধমান মলয় ঘটক আইনমন্ত্রী
    ২২ পূর্ব বর্ধমান স্বপন দেবনাথ তৃণমূল বিধায়ক, পূর্বস্থলি দক্ষিণ
    ২৩ পশ্চিম মেদিনীপুর অজিত মাইতি তৃণমূল বিধায়ক, পিংলা
    ২৪ পূর্ব মেদিনীপুর অখিল গিরি তৃণমূল বিধায়ক
    ২৫ পুরুলিয়া শান্তিরাম মাহাতো তৃণমূল নেতা, পুরুলিয়া
    ২৬ রামপুরহাট স্বাস্থ্য জেলা আশিস বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিধায়ক, রামপুরহাট
    ২৭ দক্ষিণ ২৪ পরগনা শুভাশিস চক্রবর্তী তৃণমূল সাংসদ, রাজ্যসভা
    ২৮ উত্তর দিনাজপুর কানহাইয়া আগরওয়াল তৃণমূল নেতা, রায়গঞ্জ

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share