Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • BJP: নবান্ন অভিযানে আহত নেতা-কর্মীদের বাড়িতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কী বললেন তাঁরা?

    BJP: নবান্ন অভিযানে আহত নেতা-কর্মীদের বাড়িতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কী বললেন তাঁরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: নবান্ন অভিযানে (nabanna abhiyan) আহত নেতা কর্মীদের বাড়ি গেলেন বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতারা। পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা দুই নেতা মঙ্গল পাণ্ডে এবং আশা লকড়া ঘুরে বেরাচ্ছেন শহরের বিভিন্ন প্রান্তে। রবিবার দমদম বিমানবন্দর থেকে বিধাননগর ও রাজারহাট নিউটাউন এলাকায় গিয়ে দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে দেখা করেন আশা লকড়া। পাশাপাশি অপর কেন্দ্রীয় নেতা মঙ্গল পাণ্ডে দমদম বিমানবন্দর থেকে বেরিয়ে খড়দহ,পানিহাটি,উত্তর দমদম ও দমদম এলাকায় বিজেপির দলীয় কর্মীদের দেখতে যান। এ দিন আহত কর্মীদের সঙ্গে দেখা করে বিজেপির সহ-পর্যবেক্ষক আশা বলেন, ” রটানো হচ্ছে, বিজেপি কর্মীরা পুলিশকে আক্রমণ করেছে, গাড়ি জ্বালিয়েছে। আসলে, তৃণমূলের গুন্ডারাই কোনও না কোনও ভাবে এই কাজ করে বিজেপির নামে মিথ্যা প্রচার করছে। বিজেপি এই ধরনের ঘৃণ্য কাজ করে না। আইন হাতে নেয় না।”

    আরও পড়ুন: নবান্ন অভিযানে গিয়ে ‘মিথ্যা’ মামলায় গ্রেফতার, হাইকোর্টের দ্বারস্থ বঙ্গ বিজেপি

    প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানে রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতা ও হাওড়ার বিভিন্ন অঞ্চল। রাজ্যে শাসকদলের প্ররোচনায় বিজেপি কর্মীদের আটকাতে লাঠিচার্জ করে পুলিশ অভিযোগ বিজেপির। আহত হন বিজেপি-কাউন্সিলর-সহ কয়েকজন নেতা-কর্মী। ঘটনা খতিয়ে দেখতে দলের কেন্দ্রীয় নেতাদের পাঁচজনের ফ্যাক্ট ফাইন্ডিং টিমে রাজ্যে আসে। ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ ও উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রিজ লাল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর, সাংসদ ও প্রাক্তন আইএএস অপরাজিতা ষড়ঙ্গী, প্রাক্তন সাংসদ সুনীল জাখর ও বিজেপির রাজ্যসভার সাংসদ সমীর ওঁরাও। গতকাল তাঁরা প্রথমে কলকাতা মেডিক্যাল কলেজে গিয়ে আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন। এরপর নবান্ন অভিযানে আহত বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের বাড়িতে যায় বিজেপির কেন্দ্রীয় দল। এরপর হেয়ার স্ট্রিট থানায় যায় বিজেপির এই দল। দলের কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডাকে (JP Nadda) রিপোর্ট দেওয়ার কথা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের।

    আরও পড়ুন :নবান্ন অভিযানের পুলিশি অত্যাচারের তদন্তে বিশেষ কমিটি গঠন বিজেপির

    কলকাতায় এসে নবান্ন অভিযানে আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন বঙ্গ বিজেপির নতুন পর্যবেক্ষক সুনীল বনসলও। এদিন প্রথমে কলেজ স্ট্রিটের কাছে কেশবচন্দ্র সেন স্ট্রিটে বিজেপি কর্মী সুবোধ দাসের বাড়িতে যান বিজেপির কেন্দ্রীয় নেতা। হাত ভাঙা বিজেপি কর্মীর পাশে থাকার আশ্বাস দেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। পরে বেলেঘাটায় আহত বিজেপি কর্মী রীতা রজকের বাড়িতেও যান তিনি। এরপর যান শ্যামবাজারে এক কর্মীর বাড়িতেও। এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন বঙ্গ বিজেপির নতুন পর্যবেক্ষক।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Howrah Fire Incident: হাওড়া ময়দানে ব্যাগের দোকানে বিধ্বংসী আগুন, এলাকায় আতঙ্ক, বড় ক্ষতির আশঙ্কা

    Howrah Fire Incident: হাওড়া ময়দানে ব্যাগের দোকানে বিধ্বংসী আগুন, এলাকায় আতঙ্ক, বড় ক্ষতির আশঙ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়। সোমবার বেলা ১২টার পর হঠাৎই হাওড়া ময়দান চত্বরের একটি ব্যাগের দোকানে দাউদাউ করে জ্বলে উঠল আগুন। হাওড়া শহরের মত ঘিঞ্জি এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন। স্থানীয়রাও দমকলকর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে সাহায্য করতে এগিয়ে আসেন।

    সামনেই পুজো। আর এরই মাঝে এই দুর্ঘটনায় ব্যবসায়ীদের মাথায় হাত। সবেমাত্র করোনার আবহ কাটিয়ে ব্যবসা আবার আগের মত শুরু করেছিল। পুজোর সময়েও ব্যবসা ভালো হবে ভেবেই কিছুটা আশার আলোও দেখেছিল। কিন্তু তার আগেই এই ভয়াবহ দুর্ঘটনায় কপালে চিন্তার ভাঁজ হাওড়ার ময়দান চত্বরের ব্যবসায়ীদের।

    আরও পড়ুন: হায়দ্রাবাদে শো-রুমে বিধ্বংসী আগুন, শ্বাসরুদ্ধ হয়ে মৃত ৮, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

    জানা গিয়েছে, হাওড়া ময়দানের কাছে একটি চামড়ার ব্যাগের দোকান আছে। আর সেখানেই হঠাৎ ভয়াবহ আগুন মুহূর্তের মধ্যে চারপাশেও ছড়িয়ে পড়ে। দোতলার একাংশেও ছড়িয়ে পড়েছে আগুন। ওই বহুতলে পোশাকের দোকান, রেস্তোরাঁ রয়েছে। তবে কোথায় কীভাবে আগুন লাগল, তা  জানা যায়নি। প্রথমে চারটি দমকল পৌঁছলে পরে আরও চারটি দমকল পাঠানো হয়েছে। হাওড়া ময়দান চত্বরে পুজোর সময়ে স্বাভাবিকভাবেই প্রচন্ড ভিড়। আর তারই মধ্যে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

    দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ এখনও চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সেই কাজে হাত লাগিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে জিটি রোডে যান চলাচল। সূত্রের খবর অনুযায়ী, এই ব্যাগের দোকানে পাশে আরও দোকান রয়েছে, এবং সেই দোকানগুলোতেও আগুন ছড়িয়ে যাওয়ার পড়ার আশঙ্কা রয়েছে। ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে যাতে পরিস্থিতি আরও বিপজ্জনক না হয়ে ওঠে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • IIT Kharagpur Student: কাটা পড়তে পারে পা! মারাত্মক দুর্ঘটনার কবলে গুগলে ২ কোটি বেতনের চাকরি পাওয়া যুবক

    IIT Kharagpur Student: কাটা পড়তে পারে পা! মারাত্মক দুর্ঘটনার কবলে গুগলে ২ কোটি বেতনের চাকরি পাওয়া যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছু মুহূর্তের অসতর্কতায় মারাত্মক বিপদের সম্মুখীন হতে হল পশ্চিম মেদিনীপুরের এক মেধাবী ছাত্রকে। কয়েকদিন আগেই, তিনি গুগলে একটি নজরকাড়া বেতনের চাকরি পেয়েছেন যার বার্ষিক বেতন প্রায় পৌনে ২ কোটি টাকা। কিন্তু অসাবধানতার কারণে অত্যন্ত জটিল শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। অপেক্ষা না করেই চলন্ত ট্রেন থেকে নেমে পড়লেন এই যুবক। আর তাতেই ঘটে গেল মারাত্মক ঘটনা। পায়ে গুরুতরভাবে আঘাত পেয়েছেন তিনি। এমনকি তার এক পা হারাতেও বসেছেন তিনি। এই ঘটনার পর তাঁকে দ্রুত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছে।

    জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে গতকাল দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর অনুযায়ী, খড়গপুর আইআইটি-র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্র অরিত্র সেন। তিনি গতকাল চলন্ত হাওড়া-ঘাটশিলা ট্রেন থেকে নামার সময় খড়্গপুর স্টেশনে দুর্ঘটনার কবলে পড়ে। দ্রুতগামী ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলে ও পায়ের গোঁড়ালিতে প্রচন্ড জোরে ধাক্কা খায় অরিত্র। এরপরেই প্ল্যাটফর্মে পড়ে গিয়ে যন্ত্রায় কাতরাতে থাকে ও দুর্ঘটনাটি নজরে আসতেই খড়্গপুর স্টেশনে কর্তব্যরত জিআরপি ঘটনাস্থলে ছুটে যায়।

    আরও পড়ুন: এবার কি সুকন্যা? শুক্রবার সকালে বোলপুরে অনুব্রতের বাড়িতে সিবিআই

    এরপরেই আহত ছাত্রকে রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতির জটিলতা বুঝতে পেরে আইআইটি কর্তৃপক্ষ তাঁর চিকিৎসার জন্য আইআইটি বিসি রায় হাসপাতালে নিয়ে যায়, পরে তাঁর চিকিৎসা করা হয়। তবে তাঁর পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, অরিত্রর পা কেটে ফেলতে হতে পারে। ফলে পরে তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়।

    দুর্ঘটনার কথা জানিয়ে খড়্গপুর আইআইটি রেজিস্ট্রার তমাল নাথ জানান, খড়্গপুর স্টেশনে আইআইটির এক ছাত্র দুর্ঘটনার সম্মুখীন হয় ও দুর্ঘটনায় তাঁর পায়ে আঘাত লাগে। প্রথমে আইআইটি হাসপাতালে চিকিৎসার পর তাঁকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    জানা গিয়েছে, খড়্গপুর আইআইটির ছাত্র অরিত্র সেন কিছুদিন আগেই ক্যাম্পাসিংয়ে গুগলে বছরে ১ কোটি ৭২ লক্ষ টাকার চাকরি পেয়েছেন। আর কয়েকদিন পরেই তাঁর চাকরীতে জয়েন করারও কথা ছিল। কিন্তু তাঁর এই গাফিলতি ও ক্ষণিকের ভুলের জন্যে এই পরিণতি ভোগ করতে হচ্ছে।

    আরও পড়ুন: এক বছরে রাজ্যের এক জেলাতেই আত্মঘাতী ১২২ কৃষক! বলছে আরটিআই রিপোর্ট

  • Kolkata Weather: কাটছে না নিম্নচাপ, আজও ভিজবে শহর! বৃহস্পতি থেকে হতে পারে উন্নতি

    Kolkata Weather: কাটছে না নিম্নচাপ, আজও ভিজবে শহর! বৃহস্পতি থেকে হতে পারে উন্নতি

    মাধ্যম নিউজ ডেস্ক: সপ্তাহের শুরু থেকেই বৃষ্টিতে জেরবার জনজীবন। পুজোর মুখে বর্ষার মতো বৃষ্টি হওয়ায় দোকানিদের মাথায় হাত। হাতিবাগান, নিউমার্কেট থেকে গড়িয়াহাট প্রায় ফাঁকা বললেই চলে। বৃষ্টিতে সবই জলে যাচ্ছে এমনই বলছেন ব্যবসায়ীরা। আলিপুর হাওয়া অফিস (Alipore weather update) সূত্রে খবর, আপাতত বৃষ্টি থেকে মুক্তি নেই। দিনভর মেঘলা আকাশ শুধু নয়, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হবে শহরের নানা প্রান্তে।  কোথাও কোথাও  দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। বুধবার সন্ধে পর্যন্ত বৃষ্টি চলবে। তবে বৃষ্টির জেরে শহরে তাপমাত্রার পারদ পতন ঘটেছে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৭ শতাংশ।  বৃষ্টি হয়েছে ২.৪ মিলিমিটার।

    আরও পড়ুন: ফের ভয় ধরাচ্ছে ডেঙ্গি, কলকাতাতেই আক্রান্ত ৪৫১ জন

    মৌসম ভবন (IMD) সূত্রে খবর, নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। বর্তমানে মধ্যপ্রদেশে নিম্নচাপের অবস্থান সুস্পষ্ট। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সলমীর থেকে অম্বিকাপুর দিয়ে রাঁচি হয়ে দিঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মহারাষ্ট্র ও গোয়া উপকূলে আরব সাগরে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা মধ্য বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং মধ্যপ্রদেশের নিম্নচাপ বলয়ের উপর দিয়ে গেছে যার জেরে এই বৃষ্টি।

    আরও পড়ুন: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পুনর্নিয়োগ করা যাবে না, সাফ জানাল হাইকোর্ট

    কলকাতা ছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও চার জেলায় দিনভর ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।  বুধবারের সকালের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪পরগনা, দক্ষিণ ২৪পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। বৃহস্পতিবার থেকেই একঘেয়ে বৃষ্টি আর মেঘলা আকাশের আবহাওয়া বদলাতে পারে। উত্তরে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • ED Chargesheet: পার্থ-অর্পিতার ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত! এসএসসি মামলায় চার্জশিট পেশ ইডি-র

    ED Chargesheet: পার্থ-অর্পিতার ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত! এসএসসি মামলায় চার্জশিট পেশ ইডি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) গ্রেফতারির ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল ইডি (ED Filed Chargee sheet on SSC Case)। সোমবার ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করা হয়। সূত্রের খবর, তাতে রয়েছে একের পর এক বিস্ফোরক তথ্য।পার্থ-অর্পিতার (Arpita Mukherjee) ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

    আরও পড়ুন: এসএসসি দুর্নীতিকাণ্ডে এবার সিবিআই হেফাজতে পার্থ, সঙ্গী কল্যাণময়

    গত ২৩ জুলাই গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। দু দফায় অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল প্রায় ৫০ কোটি টাকা। সেই টাকার উৎস কী, তা নিয়ে প্রশ্ন ওঠে। পরে পার্থ ও অর্পিতার নামে থাকা একাধিক সম্পত্তির হদিশ পান ইডি আধিকারিকরা। 

    আরও পড়ুন: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারি‘‘আমি ওদের বিশ্বাস করেছিলাম…’’, সিবিআই জেরায় দাবি পার্থর, ওরা কারা?

    ইডির পেশ করা চার্জশিট সম্পর্কে এই বিষয়গুলি জেনে নিন:

    • মোট ১৭২ পাতার চার্জশিট পেশ করেছে ইডি।
    • ট্রাঙ্কে ভরে নথি নিয়ে গিয়েছেন ইডি আধিকারিকরা।
    • চার্জশিটে রয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম।
    • নিয়োগ দুর্নীতিতে ১০৩ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে চার্জশিটে বলে হয়েছে।
    • ৪০ টি অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে চার্জশিটে জানিয়েছে ইডি। যার মোট মূল্য ৪০.৩৩ কোটি টাকা।
    • মোট ৪৮.২২ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
    • বাজেয়াপ্ত করা হয়েছে ৩৫ টি ব্যাংক অ্যাকাউন্ট, যাতে টাকার পরিমান ৭ কোটি ৮৯ লক্ষ টাকা রয়েছে।
    • বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্যে রয়েছে ফ্ল্যাট, বাগানবাড়ি, জমি, ব্যাংক অ্যাকাউন্ট।
    • বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে অনেকগুলিই রয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নামে। এ ছাড়া শেল কোম্পানির নামেও রয়েছে বেশ কিছু সম্পত্তি।
    • গত ২৭ ও ২৮ জুলাই অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ কোটি নগদ টাকা ও প্রায় ৫ কোটি টাকার সোনা ও গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Weather Update: পুজোর মুখে বৃষ্টির সম্ভাবনা! কালই তৈরি হতে পারে নিম্নচাপ

    Weather Update: পুজোর মুখে বৃষ্টির সম্ভাবনা! কালই তৈরি হতে পারে নিম্নচাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: এক সপ্তাহ পরেই মহালয়া। পুজোর (Durga PUJa 2022) বাকি আর মাত্র ১০ দিন। চলছে শেষ পর্বের কেনাকাটা। করোনা (Covid-19) কমছে ধীরে ধীরে, এমন বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। অতএব জমিয়ে ঠাকুর দেখা আর দেদার খাওয়া-দাওয়া। কিন্তু তার মধ্যেই কাঁটা নিম্নচাপ (Weather Updates)। এবার পুজো অন্য বছরের থেকে একটু এগিয়ে এসেছে। সেপ্টেম্বরের শেষে পুজো। তাই বৃষ্টির সম্ভাবনা থেকেই যায়। সঙ্গে নিম্নচাপের ভ্রূকুটি।

    আরও পড়ুন: ন্যায্যমূল্যের দোকানে ওষুধ পাওয়া যায় না, জীবনদায়ী ওষুধ চুরি হয় হাসপাতাল থেকে, ওষুধ কিনতে হিমশিম সাধারণ মানুষ

    আলিপুর (Alipur)আবহাওয়া দফতরের পূর্বাভাস (Bengal Weather Forecast), ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। তবে মহালয়ার আগে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। দেবীপক্ষ শুরুর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার তৈরি হতে পারে নিম্নচাপ। এর প্রভাবে রাজ্যে উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টি বেশি হবে৷ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু’এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মাঝিদেরও বুধবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

    আরও পড়ুন: নবান্নে CMO তে অভিযোগের পাহাড়! কাজই করছে না বহু দফতর?

    আবহাওয়া দফতর সূত্রে খবর, কটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে রয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলে । মঙ্গলবার নাগাদ ঘূর্ণাবর্তটি কিছুটা পশ্চিম দিকে এসে পশ্চিম বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি আসবে । তারপর এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, আশার কথা,এই নিম্নচাপের প্রভাব বেশি পড়বে ওড়িশায় । তবে বৃষ্টি চলবে দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। আকাশ মেঘলা থাকবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • West Bengal: ন্যায্যমূল্যের দোকানে ওষুধ পাওয়া যায় না, জীবনদায়ী ওষুধ চুরি হয় হাসপাতাল থেকে, ওষুধ কিনতে হিমশিম সাধারণ মানুষ

    West Bengal: ন্যায্যমূল্যের দোকানে ওষুধ পাওয়া যায় না, জীবনদায়ী ওষুধ চুরি হয় হাসপাতাল থেকে, ওষুধ কিনতে হিমশিম সাধারণ মানুষ

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল: কৃষ্ণনগর থেকে ক্যানসারের (Cancer) চিকিৎসা করাতে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন স্বপন চৌধুরী। বছর পঞ্চাশের স্বপন বাবুর পেটে বাসা বেঁধেছে ক্যানসার। নিয়মিত রেডিওথেরাপি করানোর পাশাপাশি প্রয়োজন ওষুধের। কিন্তু হাসপাতালের ন্যায্যমূল্যের দোকানে অধিকাংশ সময়েই ক্যানসারের ওষুধ পাওয়া যায় না। তাই রেডিওথেরাপি হয়ে গেলে হাসপাতাল চত্বরের গাছ তলায় স্বপন বাবুকে বসিয়ে রেখে স্ত্রী যান ওষুধ কিনতে। স্বপন বাবু বলেন, “এক সঙ্গে সব ওষুধ কেনার মতো সামর্থ্য নেই। সবচেয়ে কম দামের ওষুধ কিনতেই অন্তত দু’হাজার টাকা খরচ হয়। নামেই ফ্রি। হাসপাতালে কোনও ওষুধ পাওয়া যায় না।” স্বপন বাবুর স্ত্রী বলেন, “তিন বার এলাম। এক বার ও একটাও ওষুধ পেলাম না। এত বড় দোকান হাসপাতালের ভিতরে কেন করেছে, জানি না। এত খরচ সামলাবো কীভাবে! ক্যানসারের ট্রিটমেন্ট তো একদিনের ব্যাপার না। “

    এসএসকেএম হাসপাতালে ডায়াবেটিসের চিকিৎসা করাতে সোদপুর থেকে যান বছর পয়ষট্টির অনিকেত রায়। চিকিৎসক ফ্রি-তে পরিষেবা দিলেও নগদ টাকায় ওষুধ কিনতে হয়। কারণ, অধিকাংশ সময়েই ন্যায্য মূল্যের দোকানে ওষুধ থাকে না। অনিকেত বাবু বলেন, “ওষুধ অধিকাংশ সময়েই বাইরের দোকান থেকে কিনে নিই। ন্যায্যমূল্যের দোকানে ওষুধ থাকে না। বাইরের ওষুধ দোকানে তো স্বাস্থ্য সাথী কার্ড চলবে না। তাই নগদ টাকাতেই ওষুধ কিনতে হয়।” ডায়বেটিসের মতো ক্রনিক রোগে ধারাবাহিকভাবে নিয়মিত ওষুধ খেতে হয়। অনিকেত বাবু বলেন, “বয়স্ক মানুষদের এই সব ক্রনিক রোগের ওষুধ যদি কখনোই সরকারি দোকানে পাওয়া না যায়, তাহলে আর সবকিছু বিনামূল্যে বলে লাভ কি! “

    শুধুমাত্র ধারাবাহিক রোগের চিকিৎসার ক্ষেত্রে নয়, জরুরি চিকিৎসার ওষুধ ও অধিকাংশ সময় পাওয়া যায় না। পথ দুর্ঘটনায় আহত হয়ে সাগর দত্ত মেডিক্যাল কলেজে দিন কয়েক আগে এক মহিলা ভর্তি হয়েছিলেন। তার পরিবারের অভিযোগ, হাসপাতাল থেকে যে পাঁচটি ওষুধ প্রয়োজন বলে প্রেসক্রিপশনে লেখা হয়েছিল, তার চারটিই ন্যায্যমূল্যের দোকানে পাওয়া যায়নি।

    এই ঘটনাগুলো ব্যতিক্রম নয়। রাজ্যের অধিকাংশ সরকারি হাসপাতালের ন্যায্যমূল্যের ছবিটা এরকমই।

    ক্যানসারের জীবনদায়ী ওষুধ, ডায়বেটিসের মতো ক্রনিক রোগের ওষুধ কিংবা করোনার মতো মহামারি ঠেকানোর ইঞ্জেকশন, সরকারি হাসপাতালের ন্যায্য মূল্যের দোকানে হয়রানিই যেন নিত্য সঙ্গী।

    এসএসকেএম-র মতো রাজ্যের প্রথম সারির সুপার স্পেশ্যালিটি হাসপাতাল হোক কিংবা যে কোনও জেলা হাসপাতাল, সরকারি হাসপাতাল চত্বরে থাকা, ন্যায্য মূল্যের ওষুধ দোকানে অধিকাংশ সময়েই ওষুধ পাওয়া যায় না। পরিজনকে হাসপাতালে রেখেই এক দোকান থেকে আরেক দোকানে ছোটেন আত্মীয়রা। নগদ টাকায় হাসপাতালের বাইরের দোকান থেকে ওষুধ কিনতে হয়। স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও ওষুধের দোকানে তো সেই কার্ডের পরিষেবা পাওয়া যায় না।

    আরও পড়ুন: নবান্নে CMO তে অভিযোগের পাহাড়! কাজই করছে না বহু দফতর?

    সরকারি হাসপাতালে নিখরচায় সমস্ত পরিষেবাই পাওয়া যাবে। অন্তত এমনটাই বারবার বলে রাজ্য সরকার। শহর থেকে জেলা, সব রাস্তায় পশ্চিমবঙ্গে নিখরচায় চিকিৎসার বিজ্ঞাপনে মোড়া। কিন্তু বাস্তবের ছবি অনেকটাই আলাদা। চিকিৎসার প্রথম ও প্রধান শর্ত ওষুধ, পেতেই হিমশিম অবস্থা সাধারণ মানুষের।

    মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমতায় আসার পরেই রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে ন্যায্যমূল্যের ওষুধ দোকান তৈরি হয়েছিল। সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, এই দোকানগুলো থেকে বিনামূল্যে ওষুধ পাবেন সাধারণ মানুষ। নিখরচায় চিকিৎসার এই ছিল প্রথম শর্ত। কিন্তু বাস্তবে এই দোকানগুলো থেকে হয়রানি ছাড়া আর কিছুই জুটছে না।

    স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওষুধ নিয়ে দুর্নীতি দীর্ঘদিনের। সরকারি হাসপাতালে ওষুধ ঠিকমতো স্টোর থেকে নির্দিষ্ট জায়গায় পৌঁছয়না। অসাধু চক্রের বাসা জাকিয়ে বসেছে প্রত্যেক হাসপাতালে।

    স্বাস্থ্য দফতরের এক কর্তার কথায়, “এই সব অসাধু চক্র শেষ না করলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে না। তবে, এই সব চক্র শেষ করা কঠিন। কারণ, এই সব অসাধু চক্রের মাথায় রাজনৈতিক নেতাদের প্রচ্ছন্ন মদত রয়েছে। সরকারের কাছকাছি থাকা নেতাদের অঙ্গুলি হেলনেই সব চলছে। “

    প্রসঙ্গত গত বছর অর্থাৎ ২০২১ সালে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে করোনার জীবনদায়ী ওষুধ টসিলিজুমাব ইঞ্জেকশন চুরির অভিযোগ ওঠে তৃণমূলের বিধায়ক চিকিৎসক নির্মল মাজির বিরুদ্ধে। ওই ইঞ্জেকশনের বাজারে মূল্য চল্লিশ হাজার টাকা। অভিযোগ উঠেছিল, অবৈধভাবে ওই ইঞ্জেকশন হাসপাতাল থেকে বাইরে বিক্রি হচ্ছে। যদিও পরে রাজ্য সরকারের তদন্ত কমিটি নির্মল বাবুকে ক্লিনচিট দিয়ে দেয়।

    স্বাস্থ্য কর্তাদের একাংশের মতে, প্রত্যেক হাসপাতালের ন্যায্যমূল্যের ওষুধ দোকানে নজরদারি জরুরি। তবে সবচেয়ে বেশি জরুরি সদিচ্ছার। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার সদিচ্ছা থাকলে তবেই ওষুধ নিয়ে অসাধু চক্র ভাঙা যাবে। তারপরে পরিষেবা দেওয়া সম্ভব। না হলে, এই ভোগান্তির শেষ কোথায়, সেই উত্তর পাওয়া কঠিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Suvendu meets Meena Devi Purohit: পুলিশের আঘাতে আহত কাউন্সিলরের সঙ্গে দেখা করলেন শুভেন্দু 

    Suvendu meets Meena Devi Purohit: পুলিশের আঘাতে আহত কাউন্সিলরের সঙ্গে দেখা করলেন শুভেন্দু 

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানকে (Nabanna Abhijan) কেন্দ্র করে  উত্তাল হয় কলকাতা এবং হাওড়া। বিজেপি কর্মীদের আটকাতে জল কামান, কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। লাঠি চার্জ করা হয়। বচসায় জড়ায় বিজেপি এবং পুলিশ। এই অশান্তির মাঝেই এমজি রোডে পুলিশের লাঠির আঘাতে মাথা ফাটে কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের (Meena Devi Purohit)। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ছাড়াও পেয়ে যান হাসপাতাল থেকে। বৃহস্পতিবার মীনাদেবীকে দেখতে তাঁর আত্মীয়ের বাড়ি গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

    আরও পড়ুন: ‘‘ভয়ে অন্ধ হয়ে গিয়েছেন, পুলিশ পিসি-ভাইপোর দাস নয়’’, ফের মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর 
     
    এদিন শুভেন্দু অধিকারী বলেন, “ওনাকে পুরুষ পুলিশ মেরেছে, আর আমার কাছে মহিলা পুলিশ পাঠিয়ে দিয়েছে। টি শার্ট জিন্স পরে একদম জগিং করতে করতে চলে এসেছে।” মঙ্গলবার অভিযান চলাকালীন বিরোধী দলনেতা অভিযোগ করেন, “আপনার লেডি অফিসার আমার গায়ে হাত দিয়েছে। ও কেন আমার গায়ে কেন হাত ধর বে! ছবিগুলো থাকল।” মহিলা পুলিশকে গ্রেফতার করার দাবি করেন শুভেন্দু। বিরোধী দলনেতা, বিধায়কের রাস্তা আটকে পুলিশ মস্করা করছে বলেও কটাক্ষ করেন শুভেন্দু। ভিডিওতে শুভেন্দুকে বলতে শোনা যায়, “আমার শরীর স্পর্শ করবেন না। আপনি মহিলা, আমি পুরুষ। আপনার সিনিয়রকে ডাকুন।” ওই মহিলা পুলিশ আধিকারিক উত্তরে বলেন, “আমি স্পর্শ করছি না। আপনি চলুন।”

    আরও পড়ুন: ‘‘রাজ্যটাকে উত্তর কোরিয়া বানিয়ে দিয়েছেন ‘লেডি কিম’…’’, মমতাকে আক্রমণ শুভেন্দুর  

    কলকাতা পুরসভার ৪ নম্বর বরোর অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাদেবী পুরোহিত। নিয়োগ দুর্নীতি-সহ একাধিক দাবিতে ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, তিনদিক থেকে নবান্নে রওনা হয় বিজেপির মিছিল। বড়বাজার থেকে শুরু হওয়া মিছিলের সামনেই ছিলেন বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত। পুলিশ মিছিলে বাধা দিতেই তীব্র উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। মাথা ফাটে কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের। হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পান মীনাদেবী পুরোহিত। নিজের বাড়িতে না গিয়ে সল্টলেকে ভাইয়ের বাড়িতে গিয়েছেন। বিজেপি নেত্রীর সঙ্গে দেখা করতে এদিন সেখানে যান শুভেন্দু অধিকারী। মীনাদেবী পুরোহিতের সঙ্গে কথা বলেন বিরোধী নেতা। শারীরিক পরিস্থিতির খোঁজ নেন। সেখান থেকেই নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Protection From Dengue: রাজ্যে হু-হু করে বাড়ছে ডেঙ্গির প্রকোপ, নিজেকে বাঁচাবেন কী করে?

    Protection From Dengue: রাজ্যে হু-হু করে বাড়ছে ডেঙ্গির প্রকোপ, নিজেকে বাঁচাবেন কী করে?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে (West Bengal) ঊর্ধ্বমুখী ডেঙ্গি (Dengue) আক্রান্তের গ্রাফ। বৃষ্টির সঙ্গে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে ও যার জেরে মশার উপদ্রব বেড়েছে। বর্তমানে রাজ্য তথা গোটা দেশেই বাড়ছে মশাবাহিত এই রোগের প্রকোপ।  

    ফি-বছর বর্ষাকালে ভারতের বিপুল সংখ্যক মানুষ ডেঙ্গি রোগে আক্রান্ত হন। শহর হোক বা গ্রাম— মূলত জমা জলে বা বাড়ির আবর্জনা স্তূপেই এই মশা জন্মায়। এডিস ইজিপ্টাই মশা হল ডেঙ্গির বাহক। আবর্জনা স্তূপের জমে থাকা নোংরা জলে এই মশা নিজেদের বংশবৃদ্ধি করে থাকে। অন্যদিকে, ম্যালেরিয়ার বাহক হল অ্যানোফেলেস।

    এডিস মশা বেশিরভাগ দিনের বেলায় কামড়ায়। অপরদিকে ম্যালেরিয়া বাহিত মশাগুলো রাতের বেলায় কামড়ায়। ডেঙ্গিকে আমরা ‘break bone fever’-ও বলে থাকি। কারণ, কোনও মানুষ ডেঙ্গি আক্রান্ত হলে রোগীর পেশি এবং গাঁটে ব্যথা হয়। দুর্বল হয়ে পড়ে শরীর। তাই প্রায় প্রতিবছর ভারত সহ দক্ষিণ চিন, মেক্সিকো, তাইওয়ান, মধ্য আমেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মতো দেশগুলিতে ডেঙ্গির প্রাদুর্ভাব দেখা যায়। 

    আরও পড়ুন: উৎসবের মুখে রাজ্যে আশঙ্কা ধরাচ্ছে ‘ডেঙ্গি-৩’, কতটা বিপজ্জনক এই ভ্যারিয়েন্ট?

    সারা পৃথিবীতে প্রতি বছরই প্রায় ৫ লক্ষেরও বেশি মানুষ এতে আক্রান্ত হন এবং মৃত্যুর হার প্রায় ২.৫ শতাংশ। এডিস মশা কামড়ালে, রক্তে ডেঙ্গির জীবাণুটি সংক্রমণ হতে ২-৭ দিন সময় লাগে এবং এই সময় শরীরে জ্বর হয়। সাধারণত কামড়ানোর ৪-৫ দিন পর থেকে জ্বরের লক্ষণ দেখা যায়। যদি কোনও ব্যক্তি এই জ্বর থেকে সুস্থ হয়ে ওঠে তাহলে পুনরায় তার ডেঙ্গিতে আক্রান্ত হবার সম্ভাবনা অনেকটাই কমে যায়। 

    যেকোনও রোগ থেকে বাঁচার সঠিক উপায় হলো আক্রান্ত হওয়ার আগেই নিজেকে রক্ষা করা।  ডেঙ্গিকে প্রতিরোধ করতে আমাদের বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হবে—

    মশা তাড়ানোর ক্রিম ব্যবহার করা

    ডেঙ্গির মশা তাড়ানোর জন্য ক্রিম ব্যবহার করা যেতে পারে যাতে শরীরে কোনও মশা কামড়াতে না পারে। যদিও অনেকের স্কিন এলার্জি থাকায় সেক্ষেত্রে এই ক্রিম ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

    পোশাক নির্বাচনের দিকটি মাথায় রাখা         

    মশার হাত থেকে বাঁচতে যতটা সম্ভব গা ঢাকা লম্বা হাতা জামা পড়তে হবে। কারণ, মশা শরীরের উন্মুক্ত অংশ বা ত্বকের সন্ধান করে। এছাড়াও, হালকা রঙের পোশাক মশার হাত থেকে বাঁচতে সাহায্য করে।

    আরও পড়ুন: পুজোর আগে দুশ্চিন্তার মেঘ! ফের ভয় ধরাচ্ছে ডেঙ্গি, কলকাতাতেই আক্রান্ত ৪৫১ জন

    মশা প্রতিরোধক

    বাজারে মশা মারার ইলেকট্রনিক ব্যাট, মশা মারার কয়েল সহ নানা কোম্পানির ইলেকট্রনিক প্রতিরোধক পাওয়া যায়। এই প্রতিরোধকগুলি মশা তাড়ানোর জন্য বাড়িতে সারা দিন চালু রাখা যেতে পারে। এছাড়াও বাড়ির মেঝে পরিষ্কার রাখতে জলে সিট্রোনেলা এবং লেবুর রস যোগ করেও মশাকে তাড়ানো যায়।

    মশার প্রজনন স্থলকে চিহ্নিত করা

    বাড়ির ভিতরে এবং আশেপাশের স্থানগুলি পরীক্ষা করতে হবে। সাধারণত গৃহস্থালির জমা নোংরা জলে মশা বংশবৃদ্ধি হয়ে থাকে। এই সমস্ত স্থানগুলিকে পরিষ্কার করলে মশার বংশবিস্তার লোপ পায়। এছাড়াও বাড়িতে মশারির ব্যবহার করলেও মশার হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে।

    উপরের নির্দেশগুলি ছাড়াও, আরও বেশ কয়েকটি সতর্কতা পালন করলে মশার হাত থেকে বাঁচা যেতে পারে। ঘরকে সবসময় আলোকিত রাখতে হবে, আলোকিত ঘর থেকে মশা দূরে থাকে। আরেকটি খুব দরকারী পরামর্শ বাড়ির ভিতরে বা বাইরে যদি জায়গা থাকে তাহলে একটি নিম গাছ লাগানো যেতে পারে। নিম গাছ মশার হাত থেকে রক্ষা করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Dengue in Kolkata: উৎসবের মুখে রাজ্যে আশঙ্কা ধরাচ্ছে ‘ডেঙ্গি-৩’, কতটা বিপজ্জনক এই ভ্যারিয়েন্ট?

    Dengue in Kolkata: উৎসবের মুখে রাজ্যে আশঙ্কা ধরাচ্ছে ‘ডেঙ্গি-৩’, কতটা বিপজ্জনক এই ভ্যারিয়েন্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলায় এই মুহূর্তে সংক্রমণ ছড়াচ্ছে বিপজ্জনক ‘ডেঙ্গি-৩’। ডেঙ্গি ২-র পাশাপাশি আশঙ্কা বাড়াচ্ছে ডেঙ্গি ৩-এর ভ্যারিয়েন্টও। বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের ল্যাব থেকে ডেঙ্গি আক্রান্তদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় নাইসেডে। নাইসেডের রিপোর্টে উঠে এল চরম উদ্বেগজনক এই তথ্য। এখনও পর্যন্ত ৫০টি নমুনা পরীক্ষা করে ৩৫টিতেই মিলেছে ডেঙ্গি থ্রি-এর ভাইরাস। নাইসেড আধিকারিক শান্তা দত্ত বলেন, “ডেঙ্গি ৩ বেশি, ৩৫টি ডেঙ্গি থ্রি, ১০টি ডেঙ্গি ২, এক দুটো ডেঙ্গি ওয়ান। ২০১৯-এ ডেঙ্গি ২ বেশি হয়েছিল। এবার ডেঙ্গি থ্রি সব থেকে বেশি।” 

    বিশেষজ্ঞরা বলছেন, এর আগে যদি কেউ ডেঙ্গি টু দাপট দেখিয়েছিল। ডেঙ্গি টু তে কেউ আক্রান্ত হলে, শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, তা এই ডেঙ্গি থ্রিয়ের মোকাবিলা করতে পারবে না। মাইক্রোবায়োলজিস্ট দেবকিশোর গুপ্তর কথায়, “এটা ৭০ শতাংশ স্যাম্পলে ডেঙ্গি থ্রি পাওয়া গেছে, এটা অ্যালার্মিং, প্লেটলেট কমে না, কিন্তু রোগীর অবস্থা খারাপ হয়ে যায়, এটাই ডেঙ্গি থ্রিয়ের চরিত্র।”

    এতদিন শ্রীলঙ্কা, লাতিন আমেরিকা এবং আফ্রিকার কিছু দেশে ডেঙ্গি থ্রি-র ভ্যারিয়েন্ট প্রভাব দেখা যেত বেশি। এই বছর সিঙ্গাপুরেও ডেঙ্গি থ্রি-এর প্রকোপ দেখা গিয়েছে। সেই বিপজ্জনক ডেঙ্গি থ্রি-এ আক্রান্তের সংখ্যা এখন বাড়ছে বাংলাতেও।

    ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Police ommissioner Vinit Goyal Hospitalised)। বুধবার ক্যামাক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন নগরপাল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। শহরে ফের ভয় ধরাতে শুরু করেছে ডেঙ্গি (Dengue in Kolkata)। কলকাতা পুরসভার পক্ষ থেকে সাবধান করা হয়েছে শহরবাসীকে। শহরের পরিচ্ছন্নতা বজায়ে অতিরিক্ত নজর দিয়েছে প্রশাসন। 

    আরও পড়ুন: পুজোর আগে দুশ্চিন্তার মেঘ! ফের ভয় ধরাচ্ছে ডেঙ্গি, কলকাতাতেই আক্রান্ত ৪৫১ জন

    পুলিশ সূত্রে খবর, জ্বরে ভুগছিলেন পুলিশ কমিশনার। পরীক্ষা করালে, রিপোর্টে ডেঙ্গি ধরা পড়ে। তার পরই বুধবার হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

    কলকাতায় ডেঙ্গি সংক্রমণ বেড়েই চলেছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে শহরবাসীর জন্য সতর্কতাও জারি করা হয়েছে। ডেঙ্গি আক্রান্তদের প্লেটলেট না কমলেও সতর্ক থাকতে বলা হয়েছে। রোগীর শরীরে আদ্রতার মাত্রাতেও নজর রাখতে বলেছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রে বলা হয়েছে, “বমি, মাথা ঘোরার উপসর্গ দেখলেই পরীক্ষা করতে হবে। প্রয়োজনে হাসপাতালে ভর্তি হতে হবে।” 

    দক্ষিণ দমদম, কামারহাটি, শ্রীরামপুর, বিধাননগর, বালি, হাওড়া এলাকায় বাড়তি নজরদারি চলছে। নতুন করে ৫৩৭ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮৫ জন।

    আরও পড়ুন: আপনি কি দ্বিতীয়বার ডেঙ্গিতে আক্রান্ত হতে পারেন? কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার ডেঙ্গি হয়েছে? 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
LinkedIn
Share