Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Hooghly: লক্ষ্য একই, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত! ভোটে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দুই ভাই

    Hooghly: লক্ষ্য একই, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত! ভোটে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দুই ভাই

    মাধ্যম নিউজ ডেস্ক: পাণ্ডুয়ার ক্ষীরকুন্ডি ২৫০ নম্বর গ্রামসভায় এবার দুই ভাইয়ের লড়াই দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে। ক্ষীরকুন্ডি নিয়ালা নামাজ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বিজয়ানন্দ হাজরা এবং আনন্দ হাজরা এবার ২৫০ নম্বর বুথের তৃণমূলের বিরুদ্ধে যথাক্রমে সিপিএম এবং বিজেপির প্রার্থী। উভয়েই প্রতিদ্বন্দ্বিতা করবেন এবারের পঞ্চায়েত নির্বাচনে। এলাকায় বেশ উত্তেজনা ভোটের প্রচারে।

    কেমন হবে নির্বাচনী লড়াই?

    ভোটের ময়দানে ক্ষীরকুন্ডি গ্রামের এই একই পরিবারের দুই ভাই কেউ কাউকে জমি ছাড়তে নারাজ। ভোট আসতে আর বেশি দেরি নেই। তাই দুই ভাই জোর কদমে চালিয়ে যাচ্ছেন ভোট প্রচার। দুজনের মনেই জয়ের আশা তীব্র। দলীয় লড়াই আলাদা আলাদা ভাবে হলেও উদ্দেশ্য একই, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়া।

    বিজেপি প্রার্থীর বক্তব্য

    এই বিষয়ে ছোট ভাই বিজেপি প্রার্থী আনন্দ হাজরা বলেন, বামপন্থী পরিবারে বড় হলেও মোদিজির আদর্শ দেখে বিজেপিতে আসা। বাবা প্রথমে একটু অসন্তুষ্ট হলেও ম্যানেজ করে নিতে হয়েছিল। দুই ভাইয়ের পারিবারিক সম্পর্ক অত্যন্ত ভালো। রাজনীতি রাজনীতির জায়গায়, আর বাড়ি বাড়ির জায়গায়। কোনও পারিবারিক দ্বন্দ্ব নেই।

    সিপিএম প্রার্থীর বক্তব্য

    বড় ভাই সিপিএম প্রার্থী বিজয়ানন্দ হাজরা বলেন, ছোট থেকে বাবাকে দেখে বড় হয়েছি। বাবা বামপন্থী মতে বিশ্বাসী ছিলেন। বামফ্রন্টের সময়ে দীর্ঘদিন পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির সদস্যও ছিলেন বাবা। তাই বাবার আদর্শে আমিও বামপন্থী মতে বিশ্বাসী। ভাই আলাদা রাজনৈতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে। কিন্তু ভাই ভাইই থাকবে। তিনি আরও বলেন, অবশ্যই ভাই আর ভাইয়ের বউয়ের কাছে যাব, আমার পার্টিকে ভোট দেওয়ার জন্য বলবো।

    তৃণমূলের বক্তব্য

    নির্বাচনে ক্ষীরকুন্ডিতে কী বলছে তৃণমূল? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের পাণ্ডুয়া  ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, রাম বাম একই। এতো পুরো জগাই আর মাধাই। যদিও এবার পাণ্ডুয়াতে এলাকার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তৃণমূল মোটেই সুবিধার জায়গায় নেই। অনেক পুরনো কর্মী এবার প্রার্থী হতে না পেরে, একপ্রকার বসেই গেছেন। পাণ্ডুয়ার একাধিক শাসক দলের কার্যালয় টিমটিম করছে। সন্ধ্যার পর অনেকেই ঝাঁপ বন্ধ করে দিচ্ছেন। কর্মীদেরও সেভাবে মাঠে-ময়দানে নামতে দেখা যাচ্ছে না। এমত অবস্থায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায় বুধবার সময় দিয়েছেন পাণ্ডুয়ায় জনসভা করার জন্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Dakshin Dinajpur: সুকান্তর জমজমাট প্রচার, চোরমুক্ত পঞ্চায়েত গড়ার ডাক

    Dakshin Dinajpur: সুকান্তর জমজমাট প্রচার, চোরমুক্ত পঞ্চায়েত গড়ার ডাক

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনী প্রচারে নিজের বাড়ির পাশের গ্রামে সুকান্ত মজুমদার। বুধবার বালুরঘাট (Dakshin Dinajpur) ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ভূষিলা এলাকায় প্রার্থীদের নিয়ে নির্বাচনী প্রচার করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভূষিলা এবং চকঘটক গ্রামে তিনি নির্বাচনী প্রচারে এসে এলাকার ভোটারদের সাথে কথা বলেন। আজ তিনি ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে জমজমাট নির্বাচনী প্রচার শুরু করেন। সুকান্ত মজুমদার ছাড়া প্রচারে উপস্থিত ছিলেন বিজেপির দুই প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার, বিনয় বর্মন এবং ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রার্থীরাও।

    কোথায় যোগদান করল তৃণমূল (Dakshin Dinajpur)?

    পাশাপাশি আজ, পঞ্চায়েত ভোটের দুদিন আগে ভূষিলা এলাকায় তৃণমূলের প্রাক্তন বুথ প্রেসিডেন্ট সহ ১৫ টি পরিবার বিজেপিতে যোগদান করল। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় ভাটপাড়ায় (Dakshin Dinajpur) বিজেপির শক্তি অনেকটা বাড়ল বলে মনে করছে বিজেপি নেতৃত্ব।

    কী বললেন সুকান্ত মজুমদার?

    প্রচারে সুকান্ত মজুমদার বলেন, এই গ্রামটা আমার বাড়ির (Dakshin Dinajpur) পাশে। এই গ্রামে ছোটবেলায় খেলাধুলো করতে আসতাম। আজ আমি এখানে ভোট প্রচারে বেরিয়েছি। প্রচারে বেরিয়ে গ্রামের মানুষের সাথে কথা বলছি। আমরা এখানে ভোটে ভালো উত্তেজনা পাচ্ছি। সাধারণ মানুষ এবার তৃণমূলকে ছেড়ে বিজেপিতে ভোট দেবে। ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করবে। ভূষিলা এলাকায় তৃণমূলের প্রাক্তন বুথ প্রেসিডেন্ট সহ ১৫ টি পরিবার বিজেপিতে যোগদান করার বিষয়ে তিনি বলেন, দুর্নীতির প্রতিবাদে তৃণমূল ছেড়ে বিজেপিতে মানুষ যোগদান করছেন। এদিন পঞ্চায়েতকে চোরমুক্ত করার আহ্বান জানান সুকান্ত।

    তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে মলয় দাস বলেন, আমরা আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম! তৃণমূল এই গ্রামে কোনও উন্নয়ন করেনি। তৃণমূল গরিব মানুষদের ঘর না দিয়ে যাঁদের ঘর আছে তাঁদের দিয়েছে। তাই এই (Dakshin Dinajpur) পঞ্চায়েতকে তৃণমূল মুক্ত এবং দুর্নীতি মুক্ত করাই একমাত্র কর্তব্য।

    সবজির দাম বৃদ্ধির সমালোচনা

    বিগত দুই সপ্তাহ ধরে সবজির দাম আকাশছোঁয়া। প্রতিকার চেয়ে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, রাজ্য সরকারের নীতির ফলেই এই অবস্থা। আবহাওয়া পরিবর্তনের জন্য সবজির দাম বছরে এক-দু’বার বৃদ্ধি হয়। কিন্তু এবার অস্বাভাবিকভাবেই সবজির দাম বেড়েছে। সবজির দাম বাড়ার মূল কারণ রাজ্য সরকারের ভ্রান্ত নীতি। এরা ত্রাণের কথা ভাবে, পরিত্রাণের কথা ভাবে না।সাবেকি পদ্মতিতে চাষ করলে এই সমস্যা সমাধান হবে না। আধুনিক পদ্ধতি আনতে হবে চাষে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panchayat vote: বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা ও বোমাবাজি! অভিযুক্ত শাসক দল

    Panchayat vote: বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা ও বোমাবাজি! অভিযুক্ত শাসক দল

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই রাজ্য জুড়ে লেগেই রয়েছে অশান্তি। মনোনয়ন পর্বে রাজ্যের কিছু জেলা যেন বারুদের স্তূপে পরিণত হয়েছিল। ভোট যত এগিয়ে আসছে সন্ত্রাস যেন বেড়েই চলেছে। মঙ্গলবার রাতেই দেগঙ্গায় সন্ত্রাসের বলি হয়েছে এক নাবালক। স্কুল পড়ুয়া ওই নাবালকের ওপর বোমা ছোড়ার অভিযোগ সিপিএম-আইএসএফের বিরুদ্ধে। এবার উলুবেড়িয়ার চণ্ডীপুর অঞ্চলে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা ও বোমাবাজির অভিযোগ তৃণমুল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ঘটমপুরের এই ঘটনায় শাসক দলের বিরুদ্ধে এলাকাকে সন্ত্রস্ত করার অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির অভিযোগ, চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর বুথে বিজেপি প্রার্থী অমর রায়ের বাড়িতে মঙ্গলবার রাতে তৃণমুল আশ্রিত বেশ কিছু দুষ্কৃতী হামলা চালায় ও বোমাবাজি করে। বিজেপি প্রার্থীর অভিযোগ, পুলিশকে জানালেও কোনও ব্যবস্থা নেয়নি। উপরন্তু ঘটনাস্থলেও আসেনি।

    আরও পড়ুন: নিয়োগকাণ্ডে আজ ফের তলব ইডি-র, সায়নী কি সশরীরে হাজিরা দেবেন?

    কী বলছে স্থানীয় বিজেপি নেতৃত্ব?

    বিজেপি প্রার্থী অমর রায় বলেন, ‘‘মঙ্গলবার রাতে আমার বাড়িতে চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতীরা। রাত তখন ১১:৩০ হবে, আমরা কেবল মাত্র শুয়েছি। তখন ৪০ জনের ওপর লোক বাড়ির সামনে হুমকি দিতে থাকে। এলাকায় বোমাবাজিও করে। পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।’’ 

    আরও পড়ুন: বিজেপির জেলা পরিষদ প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

    কী বলছে তৃণমূল?

    যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমুল। উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূলের সভাপতি দুলাল কর বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। বিজেপি সহানুভূতি আদায় করার জন্যই মিথ্যা অভিযোগ করছে। পুলিশকে শক্ত হাতে দমন করতে বলব এই ধরনের ঘটনা। তবে আমাদের চণ্ডীপুরে শান্তিপূর্ণভাবেই সব কিছু সম্পন্ন হয়।’’

    আরও পড়ুন: দেগঙ্গায় মিছিল লক্ষ্য করে বোমা-গুলি, বাবার সামনেই খুন স্কুলপড়ুয়া

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Uttar Dinajpur: ইসলামপুরে তৃণমূল-নির্দল সংঘর্ষ, ইটবৃষ্টি, গুলি, বোমা! তীব্র উত্তেজনা

    Uttar Dinajpur: ইসলামপুরে তৃণমূল-নির্দল সংঘর্ষ, ইটবৃষ্টি, গুলি, বোমা! তীব্র উত্তেজনা

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ইসলামপুর (Uttar Dinajpur)। আবারও জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল গোষ্ঠীর সঙ্গে বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অনুগামী নির্দল প্রার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। আক্রান্ত নির্দল প্রার্থী, উত্তপ্ত জেলার রাজনীতি।

    কোথায় ঘটেছে এই ঘটনা?

    ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের (Uttar Dinajpur) রামগঞ্জ-১ নং গ্রাম পঞ্চায়েতের বসাকপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, লাঠি, বাঁশের আঘাতে উভয়পক্ষের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৫ জন গুরুতর আহত। আহতদের স্থানীয় রামগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। স্বপন বসাক নামে তৃণমূল কংগ্রেস প্রার্থীর স্বামীর আঘাত গুরুতর থাকায় তাঁকে ইসলামপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রামগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে বেশ কয়েকজন মহিলা নির্দল সমর্থককে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় তাঁরা বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন। পুলিশি পাহারায় তাঁদের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার প্রচার শেষে স্থানীয় একটি দোকানে সিগারেট কিনতে যান তৃণমূল প্রার্থী রাখি বসাক রায়ের স্বামী স্বপন বসাক। সেই সময় নির্দল সমর্থকেরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। এই তৃণমূলের প্রার্থীকে ধারালো অস্ত্রের কোপ মারে নির্দলের দুষ্কৃতীরা। তারপরই তৃণমূল কংগ্রেস কর্মী এবং নির্দল কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উভয়পক্ষই একে অপরের ওপরে চড়াও হয়। শুরু হয় ইটবৃষ্টি। গুলি, বোমা চালানো হয় বলেও অভিযোগ। ঘটনায় আহত হয় উভয় পক্ষের একাধিক কর্মী-সমর্থক।

    নির্দল প্রার্থীর বক্তব্য

    রামগঞ্জের (Uttar Dinajpur) নির্দল প্রার্থীর আত্মীয় সুনীতি বসাক জানিয়েছেন, আমার জা মৌসুমি বসাক নির্দলের প্রার্থী হয়েছেন। ওঁরা আব্দুল করিম চৌধুরীর অনুগামী। স্থানীয় তৃণমূল প্রার্থীর স্বামী স্বপন বসাক ও তাঁর লোকজন এসে তাঁদের দোকানের উপরে হামলা চালায়। মারধর করা হয় পরিবারের লোকজনদেরও। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। পুলিশ তৃণমূলের লোকজনকে না ধরে নির্দল সমর্থকদেরই থানায় নিয়ে গেছে।

    পাশাপাশি নির্দলকে সমর্থন করায় স্থানীয় রামু বসাক নামে এক বৃদ্ধকে রাস্তায় ফেলে মারধর করে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুস্কৃতীরা। নির্দল কর্মীরা আহত বৃদ্ধকে বাড়িতে রেখে যান। বাড়ির বাইরে বের হলেই আবার তাঁর উপর আক্রমণ হতে পারে, এই আশঙ্কায় চিকিৎসা না করে রক্তাক্ত অবস্থায় বাড়িতেই আছেন বৃদ্ধ রামু বসাক। সবটা মিলিয়ে আতঙ্কিত নির্দল প্রার্থী এবং সমর্থকরাও।

    তৃণমূলের বক্তব্য

    অন্যদিকে, স্থানীয় (Uttar Dinajpur) তৃণমূল প্রার্থী রাখি বসাক রায়ের স্বামী স্বপন বসাক জানিয়েছেন, তাঁরা তৃণমূলের হয়ে প্রচারে গিয়েছিলেন। সেই সময় স্থানীয় একটি দোকানে সিগারেট কেনার সময় তাঁকে পিছন থেকে মারধর করা হয়। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় তৃণমূল কর্মীরা এলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ স্বপনবাবুর। তাঁর আরও অভিযোগ, বোমা, পিস্তল নিয়ে নির্দল কর্মী-সমর্থকরা তাঁদের ওপরে চড়াও হয়েছে।

    সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর (Uttar Dinajpur) থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় ব্যাপক উত্তেজনা নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Howrah: জাতীয় পতাকায় তৃণমূল প্রার্থীর ছবি! প্রার্থীপদ বাতিলের দাবি বিজেপির

    Howrah: জাতীয় পতাকায় তৃণমূল প্রার্থীর ছবি! প্রার্থীপদ বাতিলের দাবি বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় পতাকায় নিজের ছবি ছাপিয়ে পঞ্চায়েত ভোটে প্রচার করতে গিয়ে জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগ উঠল হাওড়ার (Howrah) উলুবেড়িয়ার এক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। জাতীয় পতাকার সাদা রঙের মধ্যে অশোক চক্রের পাশে তৃণমূলের দলীয় প্রতীক ও প্রার্থীর মুখ এঁকে ফেস্টুন তৈরি করা হয়েছে। আর এই নিয়েই তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির পক্ষ থেকে ওই প্রার্থীর প্রার্থীপদ বাতিলের দাবি করা হয়েছে। জাতীয় পতাকাকে অবমাননা করারও অভিযোগ উঠেছে। তৃণমূল প্রার্থীর পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টা তাদের জানা নেই। আর এই ধরনের কাজ তাদের নয়।

    হাওড়ার (Howrah) কে এই প্রার্থী?

    উলুবেড়িয়া (Howrah) উত্তর বিধানসভা কেন্দ্রের উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বাণীবন গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর সংসদের ২১৭ নম্বর বুথের ঘটনা এটা। এবার এই বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন দীপা পরামনিক। সোমবার রাতে স্থানীয় কিছু মানুষ দেখতে পান জাতীয় পতাকার এই ফেস্টুন। পতাকার সাদা রঙের উপরে অশোক চক্রের পাশে তৃণমূলের দলীয় প্রতীকের ছবি, প্রার্থীর মুখ ছেপে দেওয়া হয়েছে। তারপরে অবশ্য বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হলে পতাকাগুলো খুলে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে বিকৃত জাতীয় পতাকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে।

    তৃণমূল বক্তব্য

    তৃণমূল প্রার্থী (Howrah) দীপা পরামানিকের স্বামী শ্রীকান্ত পরামানিক বলেন, আমরা একটু মানসিকভাবে সমস্যায় রয়েছি। কারণ বাড়িতে মৃত্যুর ঘটনা ঘটে গেছে একজনের। এছাড়া আমাদের জানা নেই জাতীয় পতাকার মধ্যে দলীয় প্রতীকের চিহ্ন ও প্রার্থীর মুখ অঙ্কন করে দেওয়া হয়েছে। এই রকম কাজ আমরা করতে পারি না।

    বিজেপির বক্তব্য

    অবশ্য এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি। স্থানীয় (Howrah) বিজেপি নেতা রমেশ সাধু খাঁ বলেন, জাতীয় পতাকার জন্য মানুষ আত্মত্যাগ করে, আর সেই জাতীয় পতাকার অবমাননা করেছে এই তৃণমূল প্রার্থী! এটা দেশদ্রোহিতামূলক কাজ। আমরা এই তৃণমূল প্রার্থীর প্রার্থীপদ বাতিলের দাবি জানাচ্ছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bjp: পথসভা করতেই চক্ষুশূল! বিজেপি কর্মীদের লোহার রড-বাঁশ দিয়ে বেধড়ক মার

    Bjp: পথসভা করতেই চক্ষুশূল! বিজেপি কর্মীদের লোহার রড-বাঁশ দিয়ে বেধড়ক মার

    মাধ্যম নিউজ ডেস্ক: পথসভা কেন করবে? সেই দাবি তুলে বিজেপির (Bjp) কর্মীদের বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মার! রক্ষা পেল না মহিলারাও। বেধড়ক মারের চোটে আহত কুড়ি জন। পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অবশেষে রাজ্য সড়ক অবরোধ বিজেপির (Bjp)।

    কী ঘটেছে নদিয়ায়?

    ঘটনাটি নদিয়ার (Nadia) কৃষ্ণনগর কোতোয়ালি থানার বোয়ালিয়া গ্রামের। জানা যায়, ওই এলাকায় কিছুদিন ধরেই বেশ কিছু তৃণমূলের দুষ্কৃতী দাপিয়ে বেড়াচ্ছিল। বিরোধীরা ঠিকমতো পতাকা পর্যন্ত লাগাতে পারছিল না। এর আগেও একাধিকবার পথসভা করতে গেলে বিভিন্ন ধরনের হুমকি চলছিল! এমনকী প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল। গতকাল সন্ধ্যায় ওই এলাকায় একটি পথসভা করার কথা ছিল বিজেপির। সেইমতো বিকেলে বেশ কিছু বিজেপি কর্মী এবং মহিলা ব্যানার, ফেস্টুন লাগাচ্ছিলেন। অভিযোগ, ঠিক তখনই একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ঘটনাস্থলে উপস্থিত হয়। তাঁদের দেখেই অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। আর তার প্রতিবাদ করতে গেলে আচমকা লোহার রড এবং বাঁশ দিয়ে বেধড়ক মারতে থাকে তাঁদের। প্রাণভয়ে অন্যের বাড়িতে ঢুকে গেলে বাড়ির ভিতর ঢুকে বিজেপি কর্মীদের মারা হয়। বিজেপির (Bjp) কয়েকজন মহিলা কর্মীদেরও মারার অভিযোগ ওঠে। এরপর দুষ্কৃতীরা চলে যায়। খবর পেয়ে জেলার বিজেপি কর্মীরা তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

    পুলিশের ভূমিকা

    হাসপাতালে ১৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, বাকি পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হন। এরপর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিষ্ণুপুর রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি কর্মীরা। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর খবর পেয়ে ঘটনাস্থলে আছে কৃষ্ণনগর (Nadia) কোতোয়ালি থানার পুলিশ। এরপরে পুলিশের সঠিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস পেয়ে অবশেষে অবরোধ তুলে নেন তাঁরা।

    বিজেপির (Bjp) বক্তব্য

    আহত এক বিজেপি (Bjp) কর্মী সুনীল বাগ বলেন, আমরা পথসভা করার জন্য ওই এলাকায় (Nadia) ব্যানার এবং পতাকা লাগাচ্ছিলাম। আচমকা তখনই তৃণমূলের একদল দুষ্কৃতী মদ্যপ অবস্থায় আসে। তাদের অশ্লীল ভাষায় গালাগালি করার প্রতিবাদ করাতে আচমকা আমাদের উপর হামলা করা হয়। আমরা চাই অবিলম্বে ওই দুষ্কৃতীরা গ্রেফতার হোক।

    এই বিষয়ে ওই এলাকার (Nadia) গ্রাম পঞ্চায়েত ২৪ এর বিজেপির জেলা পরিষদের প্রার্থী গুরুপদ দে বলেন, এর আগেও আমরা যেখানে যেখানে পথ সভা করছি সেখানেই তৃণমূল দুষ্কৃতীরা মাইক বাজিয়ে পথসভা নষ্ট করার চেষ্টা করছে। গতকাল সন্ধ্যায় আমাদের এই পথসভার কথা ছিল। সকাল থেকেই সে কথা জানতে পেরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছিল কর্মীদের। গতকাল আচমকা আমাদের কর্মীদের বেধড়ক মারধর করা হয়। অবিলম্বে ওই দুষ্কৃতীদের চিহ্নিত করে পুলিশকে গ্রেফতার করতে হবে, এই দাবি জানাই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panchayat Vote: পুলিশকে সঙ্গে নিয়ে তাদের কর্মীকে ছাদ থেকে ফেলেছে তৃণমূল, দাবি আইএসএফ-এর

    Panchayat Vote: পুলিশকে সঙ্গে নিয়ে তাদের কর্মীকে ছাদ থেকে ফেলেছে তৃণমূল, দাবি আইএসএফ-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটকে (Panchayat Vote) ঘিরে আবার উত্তপ্ত হয়ে উঠল কুলপি থানার হটুগঞ্জের হেলেগাছি এলাকা। আইএসএফ-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় ওই অঞ্চল। এলাকায় মুড়ি মুড়কির মতো বোম পড়তে থাকে। শুধু তাই নয়, পুলিশের মদতে ছাদ থেকে ২ আইএসএফ কর্মীকে ফেলে খুনের চেষ্টার অভিযোগও ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় আহত ২ আইএসএফ কর্মী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ডায়মন্ড হারবার হাসপাতালে।

    ঠিক কী ঘটনা

    জানা গিয়েছে, এদিন সকালে হটুগঞ্জে বাজার করতে যান কয়েকজন আইএসএফ কর্মী। সেসময় তৃণমূল কর্মীরা তাদের কটূক্তি করে। এর ফলে শুরু হয় দু পক্ষের মধ্যে বচসা। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কর্মীরা একত্রিত হয়ে আইএসএফের ওপর চড়াও হয়। ব্যাপক বোমাবাজি করতে থাকে তৃণমূল। পাল্টা আইএসএফ কর্মীরা প্রতিরোধ গড়ে তুললে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। সকালের এই ঘটনার পরে রাতে আবার আইএসএফ কর্মীদের বাড়িতে চড়াও হয় তৃণমূল দুষ্কৃতীরা। আবারও সন্ধ্যা নামতে উত্তপ্ত হয়ে ওঠে হটুগঞ্জের হেলেগাছিয়া। আইএসএফ কর্মীদের অভিযোগ, সন্ধ্যা নাগাদ কুলপি থানার পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আইএসএফ কর্মীদের বাড়িতে চড়াও হয়। এমনকী পুলিশের উপস্থিতিতে আরমান খান নামের এক যুবককে ছাদ থেকে ফেলে দিয়ে খুনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। আহত হয়েছেন মেহেবুব মির নামের আরেক আইএসএফ কর্মী। একাধিক বাড়িতে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা রয়েছে এলাকায়। বাড়ি ছাড়া রয়েছেন আইএসএফ কর্মীরা।  

    কী বলছে আইএসএফ?

    আইএসফ সমর্থকদের দাবি, ভোটের (Panchayat Vote) সময় তৃণমূলের সন্ত্রাসে এলাকায় টেকা দায়। ঘরছাড়া হতে হচ্ছে তাদের। অন্যদিকে প্রশাসনের বিরুদ্ধেও সরব নওশাদ সিদ্দিকির দল। অভিযোগ, তৃণমূলের সন্ত্রাসে মদত দিচ্ছে পুলিশ।

    কী বলছে তৃণমূল? 

    এই ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কংগ্রেস কুলপির বিধায়ক যোগ রঞ্জন হালদার। তিনি বলেন, ‘‘হটুগঞ্জের এমন কোনও ঘটনা আমার জানা নেই।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Vote: দেগঙ্গায় মিছিল লক্ষ্য করে বোমা-গুলি, বাবার সামনেই খুন স্কুলপড়ুয়া

    Panchayat Vote: দেগঙ্গায় মিছিল লক্ষ্য করে বোমা-গুলি, বাবার সামনেই খুন স্কুলপড়ুয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের হিংসার বলি এবার স্কুলপড়ুয়া। তৃণমূল সমর্থক বাবার সামনেই বোমা মেরে স্কুলপড়ুয়া নাবালক ছেলেকে খুনের অভিযোগ উঠল। কাঠগড়ায় আইএসএফ ও সিপিএম। মঙ্গলবার রাতে সিপিএম-আইএসএফ সমর্থিত নির্দল প্রার্থীর অনুগামীরাই বাড়ি ফেরার পথে একাদশ শ্রেণির ছাত্র ইমরান হাসান (১৭)-কে বোমা ছুড়ে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার জেরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর ২৪ পরগনার দেগঙ্গার সোহাই শ্বেতপুর অঞ্চল। অভিযুক্ত আইএসএফ সমর্থকদের বাড়িতে বাড়িতে হামলা, ভাঙচুর এবং খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সোহাই শ্বেতপুর অঞ্চলের গাঙগাটি গ্রামে এখনও পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে।

    ঠিক কী ঘটনা?

    জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১১টা নাগাদ দেগঙ্গার সোহাই শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের (Panchayat Vote) গাঙার্টি গ্রামে মিছিল করে যাচ্ছিলেন তৃণমূল সমর্থকেরা। সেই মিছিলেই ছিল একাদশ শ্রেণির ছাত্র ইমরান। একই সময়ে মিছিল চলছিল বাম ও আইএসএফ সমর্থিত নির্দলদের। অভিযোগ, বামেদের মিছিল থেকেই তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তা গিয়ে লাগে ওই ছাত্রের গায়ে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে রাতেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। অভিযুক্তের বাড়িতে চড়াও হন তৃণমূলের কর্মী–সমর্থকরা। তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে মৃত ছাত্র এক তৃণমূল কর্মীর ভাইপো। এই ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার অভিযুক্তদের বারাসত আদালতে তোলা হবে। 

    দেগঙ্গাতে সংঘর্ষ চলছেই

    মঙ্গলবার তৃণমূল এবং আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েত এলাকাও। পঞ্চায়েতের (Panchayat Vote) ২৩০ এবং ২০৯ নম্বর বুথ এলাকায় দুই দলের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন বলে জানা গিয়েছে। তারপর মঙ্গলবার রাতে বোমাবাজির ঘটনায় প্রাণ গেল ১৭ বছরের এক পড়ুয়ার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: ‘‘বিজেপি করার জন্য লক্ষ্মীর ভান্ডার বন্ধ হলে আমাকে জানান’’, বললেন সুকান্ত

    Sukanta Majumdar: ‘‘বিজেপি করার জন্য লক্ষ্মীর ভান্ডার বন্ধ হলে আমাকে জানান’’, বললেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর দিনাজপুরের করণদিঘির বিধায়ক গৌতম পালের বিরুদ্ধে অভিযোগ, ভোট না দিলে লক্ষীর ভান্ডার বন্ধ করার হুমকি দিয়েছেন তিনি। অন্যদিকে, গোয়ালপোখরের তৃণমূলের ব্লক সভাপতি তথা মন্ত্রী গোলাম রব্বানীর ভাই গোলাম রসুল সিভিক ভলান্টিয়ারদের ভোটের পর দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ। এই আবহে উত্তর দিনাজপুর জেলায় দলীয় প্রচারে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) তৃণমূলকে এক হাত নিলেন।

    কী বললেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)?

    বিজেপিকে সমর্থন করার জন্য কোনও মহিলার যদি লক্ষ্মীর ভান্ডার থেকে নাম বাদ যায়, তাহলে তাঁদের যোগাযোগ করতে বললেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁর আরও সংযোজন, ‘‘আদালত যেমন থাপ্পড় মেরে মেরে সেন্ট্রাল বাহিনী দিল, সেই হাইকোর্ট থেকেই আবার থাপ্পড় মেরে মেরে আমরা রাজ্য সরকারকে দিয়ে ৫০০ টাকা, ১০০০ টাকা লক্ষ্মীর ভান্ডারের ব্যবস্থা করব।’’ সুকান্ত মজুমদার আরও বলেন, ‘‘কোনও সিভিক ভলান্টিয়ার ভাইয়ের যদি ক্ষতি হয়, আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলবেন।  সেই জেলার এসপি-কে কোর্টে টেনে নিয়ে গিয়ে চাকরি আবার ফিরিয়ে দেব।’’

    উত্তর দিনাজপুরে ‘রোড শো’ সুকান্ত মজুমদারের

    মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ইটাহারের নন্দনগ্রামে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে দলীয় প্রার্থী এবং কর্মী-সমর্থকদের নিয়ে একটি রোড শো-এ অংশগ্রহণ করেন তিনি। এই রোড শো-এ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্য নেতৃত্ব। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন। কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে তিনি বলেন, ‘‘রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন দুটোকে আলাদা ভাবে দেখছি না। একই অঙ্গে দুই রূপ। হাইকোর্টে থাপ্পড়ের পর থাপ্পড় খেতে খেতে গাল লাল হয়ে গেছে। গালে আর জায়গা নাই। আর কোথায় কোথায় যে মারবে! আরও কয়েকটা থাপ্পড় বাকি আছে।’’

    বিহার থেকে ভাড়া করা গুন্ডা ঢুকেছে বলে অভিযোগ সুকান্তর (Sukanta Majumdar)

    পাশাপাশি উত্তর দিনাজপুরে বহিরাগত দুষ্কৃতীদের প্রবেশ প্রসঙ্গে সুকান্তবাবু বলেন, ‘‘বিহার থেকে দুষ্কৃতীরা এর আগেও ভোটের সময় ঢুকেছে। উত্তর দিনাজপুরের প্রশাসনের অভিজ্ঞতা তো আছে। তাদের উচিত খুব ভালো করে সেখানে প্রোটেকশনের ব্যবস্থা করা, যাতে বহিরাগতরা রাজ্যে ঢুকতে না পারে।’’ তিনি আরও বলেন, ‘‘মুখ্যমন্ত্রী তো প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী ঢুকলে বহিরাগত-বহিরাগত বলে চিৎকার করেন। আর যখন বিহার থেকে ভাড়া করা গুন্ডারা ঢুকে উত্তর দিনাজপুরে মারামারি করে, তখন তাদের বহিরাগত মনে হয় না মুখ্যমন্ত্রীর।’’ এবং পাঞ্জিপাড়ায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তিনি বলেন, ‘‘এ ধরনের ঘটনা প্রমাণ করছে গোটা রাজ্য বোম-বন্দুক-কার্তুজের ফ্যাক্টরিতে পরিণত হয়েছে। পুলিশ ধরেছে বলে যা দেখতে পাচ্ছেন, তা হিমশৈলের চূড়া মাত্র। এর থেকে অনেক বেশি তৃণমূলের নেতাদের কাছে আছে। তারা আগামী নির্বাচনে ব্যবহারও করবে, তা আমরা জানি।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Vote: বিজেপির জেলা পরিষদ প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

    Panchayat Vote: বিজেপির জেলা পরিষদ প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

    মাধ্যম নিউজ ডেস্ক: সুকান্ত মজুমদারের নির্বাচনী সভা থেকে ফেরার পথে বিজেপির জেলা পরিষদ প্রার্থীর গাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। হামলায় ভেঙে গিয়েছে প্রার্থীর গাড়ির কাচ। মঙ্গলবার বিকেলে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুরের পাটন মোড় এলাকায়। হামলার ঘটনায় সরাসরি তৃণমূলের বিরুদ্ধেই আঙুল তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসার হুঁশিয়ারিও দিয়েছেন সুকান্ত।

    আরও পড়ুন: বিজেপি প্রার্থীকে পুড়িয়ে মারার হুমকি দিয়ে পোস্টার, অভিযুক্ত তৃণমূল

    ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ

    জানা গিয়েছে, এদিন বিকেলে গঙ্গারামপুরের সুখদেবপুর এলাকায় বিজেপি প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে (Panchayat Vote) আসেন দলের রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এদিন যে সভায় তিনি অংশ নিয়েছিলেন, সেখানকার জেলা পরিষদ প্রার্থী প্ৰদীপ সরকারও হাজির ছিলেন। সভা থেকে ফেরার পথে পাটন এলাকায় তৃণমূলের দুষ্কৃতীদের কবলে পড়েন তিনি। বেপরোয়া ভাঙচুর চালানো হয় তাঁর গাড়িতে। এরপরেই অভিযুক্তদের বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ জানান ওই বিজেপি প্রার্থী। এদিকে এই ঘটনা নিয়ে সরাসরি জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধেই আঙুল তোলেন বিজেপির রাজ্য সভাপতি।

    কী বললেন বিজেপির রাজ্য সভাপতি?

    সুকান্ত মজুমদার বলেন, ‘‘দলের প্রচার সেরে বাড়ি ফেরার পথে আমাদের প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে আগামী কাল থেকে ধর্নায় বসব। খুন সহ ৩২টি কেসের আসামি যিনি, তিনি ওই এলাকায় শাসক দলের প্রার্থী হয়েছেন। হারের আশঙ্কায় এ সমস্ত করছেন।

    আরও পড়ুন: ‘‘তৃণমূল না করলে চলে যাবে সিভিকের চাকরি’! হুঁশিয়ারি ব্লক সভাপতির

    কী বলছে তৃণমূল?

    এদিকে এই ঘটনায় বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃণাল সরকার। তিনি বলেন, ‘‘গাড়ি ভাঙচুর খুব নিন্দনীয় বিষয়। এখানে তৃণমূল কংগ্রেসের কারও হাত নেই। এটা কে বা কারা করেছেন, ওনারাই বলতে পারবেন।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share