Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Weather Update: সপ্তাহের প্রথম দিনেই ভিজল কলকাতা, দিনভর কেমন থাকবে আবহাওয়া?

    Weather Update: সপ্তাহের প্রথম দিনেই ভিজল কলকাতা, দিনভর কেমন থাকবে আবহাওয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভিজল কলকাতা। সপ্তাহের প্রথম দিনে অফিস-স্কুলের সময় ঝেঁপে বৃষ্টি নামল কলকাতার বিভিন্ন প্রান্তে। সঙ্গে ব্জ্রপাত (Weather Update)। সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার। ১০টা নাগাদ নামল বৃষ্টি। এদিন শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।

    দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি

    সোমবার বৃষ্টিতে (Rain Allert) ভিজতে পারে দক্ষিণবঙ্গ, এমন পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। এদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে। আজ ১৮ মার্চ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামিকাল ১৯ মার্চ দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে হুগলি, হাওড়া, দুই বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূমেও। জারি করা হয়েছে কমলা সতর্কতা।

    আরও পড়ুন: ঘরে বসেই করুন বালক রামের দর্শন, আরতির সরাসরি সম্প্রচার দেখাবে দূরদর্শন

    কেন অসময়ে বৃষ্টি

    বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের বাতাসে প্রবেশ করছে। ফলে চৈত্রের শুরু থেকেই বৃষ্টিপাতের (Weather Update) পরিস্থিতি তৈরি হয়েছে। ওড়িশা থেকে সিকিম পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। যেটি ঝাড়খণ্ড লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের উপর রয়েছে। আরেকটি অক্ষরেখা পশ্চিমে মারাঠাওয়াড়া থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত। এর ফলে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। যার প্রভাবে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গের আবহাওয়াও মূলত শুষ্কই থাকবে। এমনকী তাপমাত্রাও আপাতত বাড়ার পূর্বাভাস রয়েছে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ, উভয় তাপমাত্রাই বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kolkata News: খোদ মেয়রের এলাকায় নির্মীয়মাণ বেআইনি বহুতল ভেঙে হতাহত বহু, সরব শুভেন্দু

    Kolkata News: খোদ মেয়রের এলাকায় নির্মীয়মাণ বেআইনি বহুতল ভেঙে হতাহত বহু, সরব শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল কলকাতার (Kolkata News) গার্ডেনরিচে। নির্মীয়মাণ বহুতলের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় মৃত ২ এবং আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ১৫ জন। তার মধ্যে ৬ জন ভর্তি রয়েছে আইসিইউতে। তাদের মধ্যে ২ জন নাবালকও রয়েছে। জানা গিয়েছে, মৃতদের মধ্যে ২ জনই মহিলা। তাঁদের নাম  সামা বেগম ও হাসিনা খাতুন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জলাভূমি ভরাট করে একের পর এক নির্মাণ গজিয়ে উঠেছে। ৩ ফুট সংকীর্ণ রাস্তাতেও গড়ে উঠছে বহুতল নির্মাণ। এই ঘটনায় কলকাতার পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    শুভেন্দুর তোপ ফিরহাদকে

    বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, ‘‘গার্ডেনরিচের (Kolkata News) ১৩৪ নম্বর ওয়ার্ডে ৫ তলা বাড়ি ভেঙে পড়েছে। ওই এলাকা মেয়র ও পুরমন্ত্রীর তথাকথিত দুর্গ বলে পরিচিত। হতাহতর সংখ্যা নিয়ে একের পর এক ফোন আসছে। দুর্গতদের উদ্ধারে অবিলম্বে বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠান।’’ রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও কলকাতার সিপি-কে ট্যাগ করে এই পোস্ট করেন শুভেন্দু।

    আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

    দুর্ঘটনার (Kolkata News) পরেই রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। চেষ্টা হয় ক্রেন এনে সিমেন্টের বড় বড় চাঙড় সরানোর। তবে সংকীর্ণ গলিপথের শেষপ্রান্তে যন্ত্রপাতি নিয়ে পৌঁছোনো যায়নি। রাত দুটো থেকে কাজ শুরু করে এনডিআরএফ। তাদের অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে কংক্রিটের চাঁই কেটে কেটে উদ্ধার করার চেষ্টা করা হয়। ধ্বংসস্তূপের নীচে আর কেউ চাপা পড়ে আছেন কিনা সেটাও দেখা হচ্ছে। দুর্ঘটনার পরে অভিঘাত এসে পড়ে পাশের বাড়িগুলির উপরেও। পাশাপাশি বাড়িগুলোরও ছাদের একাংশ ভেঙে যায়। দেওয়ালে ফাটলও ধরেছে। এর ফলে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ‘ভ্রাম্যমান রাজভবন’! ভোটের সময় হিংসা রুখতে পথে পথে ঘুরবেন রাজ্যপাল

    Lok Sabha Election 2024: ‘ভ্রাম্যমান রাজভবন’! ভোটের সময় হিংসা রুখতে পথে পথে ঘুরবেন রাজ্যপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের (Lok Sabha Election 2024) সময় হিংসা রুখতে প্রয়োজনে গোটা রাজভবনকেই নামিয়ে আনবেন বাংলার পথে। বাংলার ভোটে পাহারা দেবে ‘ভ্রাম্যমান রাজভবন’। শনিবার ভোট ঘোষণার দিনই রাজভবনের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়। যে কোনও মূল্যে রাজ্যে দুর্নীতি ও হিংলা রুখতে তিনি সচেষ্ট বলেও জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস।

    রাজ্যপালের বিবৃতি

    শনিবার লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। বাংলায় সাত দফা ভোটের ঘোষণা করা হয়েছে। এর আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) জানান, ভোটে যাতে বাংলায় কোনও হিংসা না হয়, তা দেখতেই পথে থাকবেন তিনি।  রাজ্যপাল একটি বিবৃতিতে বলেছেন, ‘‘ভোটের প্রথম দিন থেকে আমি রাস্তায় থাকব। আমি ‘জন রাজভবন’ বা ‘ভ্রাম্যমাণ রাজভবন’ হিসেবে রাস্তায় ঘুরব। সকাল ৬ টা থেকে থাকব রাস্তায়।’’ এক বছর আগে হওয়া পঞ্চায়েত ভোটের কথা মনে করিয়ে দিয়ে তাঁর বিবৃতিতে এক রকম হুঁশিয়ারির সুরেই রাজ্যপাল বলেছেন, ‘‘মানুষের রক্ত নিয়ে রাজনীতির হোলি খেলা যাবে না।’’

    আরও পড়ুন: দেশে ৭ দফায় ভোট, লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন

    রক্ত নিয়ে রাজনীতির হোলি নয়

    শনিবার সকালে হাওড়ার একটি বেসরকারি স্কুলে সারপ্রাইজ ভিজিট করেন রাজ্যপাল। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোস বলেন, ‘ভোটের প্রথম দিন থেকে রাস্তায় থাকব। আমার দুটো প্রায়োরিটি। প্রথম হল হিংসা এবং দুর্নীতি বন্ধ করা। আমি জন রাজভবন বা ভ্রাম্যমান রাজভবন হিসেবে রাস্তায় রাস্তায় ঘুরব। সকাল ৬টা থেকে রাস্তায় থাকব আমি। মানুষের কাছে থাকব। যাতে তারা তাঁদের অভিজ্ঞতার কথা জানাতে পারেন। পঞ্চায়েত ভোটের আগেও বলেছি, মানুষের রক্ত নিয়ে রাজনীতির হোলি খেলা যাবে না’। এদিন সরকারি কর্মীদের উদ্দেশে রাজ্যপাল বলেন, “অফিসে বসে থাকবেন না। এলাকায় যান। আপনারা সিভিল সার্ভেন্ট। বাংলাকে নতুন ভাবে পরিচালনা করুন।’’

    রাজ্যপালের জল দর্শন

    শনিবার অবশ্য এর পাশাপাশি রাজভবনের তরফে আরও একটি নতুন পরিকল্পনার কথা জানানো হয়েছে। যার নাম রাজ্যপালের ‘জল দর্শন’। বাংলায় প্রচুর উপকূলবর্তী এলাকা আছে। সেই সমস্ত উপকূলবর্তী এলাকা বছরভর জল সফরে ঘুরে দেখবেন রাজ্যপাল বোস (CV Ananda Bose)। শনিবার সকালে হাওড়ার জৈন বিদ্যালয় পরিদর্শনে যান রাজ্যপাল। সেখান থেকে বেরিয়ে রাজ্যপাল জানিয়েছেন আগামীতেও এই ধরনের পরিদর্শনে বেরোবেন তিনি। এদিন বাংলার ছাত্র ছাত্রীদের মেধার প্রশংসা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Fort William Kolkata: সেনার ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে ফোর্ট উইলিয়ামে ঢোকার চেষ্টা, ধৃত নাবালক

    Fort William Kolkata: সেনার ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে ফোর্ট উইলিয়ামে ঢোকার চেষ্টা, ধৃত নাবালক

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজেকে রাষ্ট্রপতির রক্ষী বলে দাবি। ফোর্ট উইলিয়ামে (Fort William) ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক নাবালক। এমনকী, নিজের ভুয়ো পরিচয় দিয়ে শহরের এক পাঁচতারা হোটেলে রাতও কাটিয়ে ফেলে। 

    ভুয়ো পরিচয়ে এই রাজ্যে সরকারি আমলা, ডাক্তার, সিআইডি আধিকারিক, ইডি অফিসার, সেনা জওয়ান, বিচারক, এমন কী ব্যাঙ্ক কর্মী অনেক সময়ে সংবাদ মধ্যমের শিরোনাম হয়েছিল। আবার জাল পরিচয় দিয়ে সরকারি চাকরি দেওয়ার নাম করে একাধিক জায়গায় আর্থিক প্রতারণার খবর উঠে এসেছে। এইবারে আরও এক জাল পরিচয়ে নাবালকের কীর্তি ফাঁস হল আজ। 

    সেনার ভুয়ো পরিচয় দেওয়া কে এই নাবালক ?

    সেনার ইস্টার্ন কমান্ডের তরফে জানানো হয়েছে, এই নাবালকের নাম বোরাদা সুধীর। বাড়ি বিশাখাপত্তনমে। এই নাবালক ওড়িশার কটকের একটি হোমে থাকত। প্রথমে হোম থেকে পালিয়ে সেখানকার একটি হোটেলে রাত কাটায়। এরপর ১৪ মার্চ টিকিট ছাড়াই ট্রেনে চেপে হাওড়া স্টেশনে পৌঁছে যায় সে। এরপর কলকাতা বিমানবন্দরে একটি ট্যাক্সি ভাড়া করে। ক্যাবের চালককে পরিচয় দেয় যে সে একজন সেনা অফিসার। দেশের রাষ্ট্রপতির দেহরক্ষী। এখানেই শেষ নয়। সে গিয়ে ওঠে শহরের একটি পাঁচতারা হোটেলে। সেখানে সে একরাত কাটায়। পরের দিন, অর্থাৎ ১৫ তারিখ, সে হোটেল থেকেই একটি ক্যাব বুক করে ফোর্ট উইলিয়ামে পৌঁছায়। 

    ফোর্ট উইলিয়ামে (Fort William) ঢুকতে গিয়ে আটক 

    সেনার তরফে জানানো হয়েছে, ১৫ মার্চ শুক্রবার বিএমডব্লিউ গাড়িতে চেপে ফোর্ট উইলিয়ামের (Fort William) গেটে ঢুকতে চায় ওই নাবালক। ভাড়ার ওই গাড়িটি চালাচ্ছিলেন চালক। ফোর্ট উইলিয়ামের ইস্ট গেটে পৌঁছে ঢোকার চেষ্টা করে। সেখানে মোতায়েন সেনা পুলিশের জওয়ান তাঁর পরিচয় জানতে চাইলে, নিজেকে সেনা অফিসার পরিচয় দিয়ে মোবাইলে রাখা ভুয়ো আইডি-র ছবি নিরাপত্তারক্ষীদের দেখায় ওই নাবালক। এতে কর্তব্যরত জওয়ানদের সন্দেহ হওয়ায়, তাঁরা বিষয়টি কমান্ডিং অফিসারকে জানান। সঙ্গে সঙ্গে গেটে একটি ফ্লাইং স্কোয়াড পৌঁছে যায়। নাবালককে আটক করা হয়। 

    চমকের তখনও বাকি ছিল

    সেনার তরফে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদ করায়, ওই নাবালক তার আসল পরিচয় জানায়। আরও জানা যায় যে, হায়দরাবাদের রাজ্য পুলিশের কনস্টেবল সুনীল কুমারের পরিচয়ে কটক এবং কলকাতার হোটেলে রাত কাটিয়েছিল সে। হোটেলের ঘর তল্লাশি করে কিছুই মেলেনি। সেনা জানিয়েছে, অভিযুক্ত নাবালক মানসিকভাবে অসুস্থ। জেরায় সে নিজের বয়স ২৪ বলে দাবি করলেও, আধিকারিকদের সন্দেহ, অভিযুক্ত অপ্রাপ্তবয়স্ক। তাই আপাতত তাকে জুভেনাইল জেলে রাখা হয়েছে। ঘটনায় পুলিশ অফিসারেরাই হতবাক হয়ে গিয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Purba Medinipur: ভলভো বাসের পর এবার তেলের  ট্যাঙ্কারে গরু বোঝাই আস্ত গোয়াল! প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা

    Purba Medinipur: ভলভো বাসের পর এবার তেলের ট্যাঙ্কারে গরু বোঝাই আস্ত গোয়াল! প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল ভলবো বাসে করে গরু ভর্তি করে নিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল। আজ ফের গরু উদ্ধার হল তেলের ট্যাঙ্কার থেকে। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) পুলিশের নাকা চেকিং থেকে এই গরু বোঝাই তেলের ট্যাঙ্কার উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এলাকার মানুষের অভিযোগ অবৈধ ভাবে গরু পাচার করা হচ্ছিল।

    কীভাবে উদ্ধার হল (Purba Medinipur)?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গরু বোঝাই একটি তেলের ট্যাঙ্কার যাচ্ছিল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) হেঁড়িয়া ইটাবেড়িয়া রাজ্য সড়ক ধরে। কিন্তু গাড়ির গতিপ্রকৃতি দেখেই সন্দেশ করে পুলিশ। এরপর গাড়িকে আটক করতে চাইলে গাড়িকে নিয়ে চালক আচমকা ছুট দিতে চায়। এরপর পুলিশ আরও তৎপর হলে ট্যাঙ্কারকে ধাওয়া করে গাড়িকে পাকড়াও করে। গাড়িটিকে ইটাবেড়িয়া বাজার থেকে ভূপতিনগর থানার পুলিশ আটক করে। এরপর শুরু হয় তল্লাশি।

    ট্যাংকার খুলতেই পুলিশের চোখ কপালে!

    ইটাবেড়িয়া বাজারে (Purba Medinipur) তেলের ট্যাঙ্কার খুলতেই পুলিশের চোখ একাবারে কপালে উঠে যায়। গাড়ির ট্যাঙ্কারে তেল নেই, এক দম ফাঁকা। লাইন করে বাঁধা রয়েছে প্রচুর গরু। এরপর পুলিশ, চালক এবং খালাসিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু তাদের বক্তব্যে অসঙ্গগতি মেলায় গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার নিজে অত্যন্ত তৎপর হয়ে বিষয়কে নিয়ন্ত্রণ করেন। তবে নাকা চেকিংয়ে এই ভাবে গরু আটক হবে কেউ ভাবতে পারেনি। আবার অনেক স্থায়ীবাসিন্দা বলেছেন, এই ভাবে গরু পাচার হল এক অভিনব কায়দায় গরু পাচার।

    ভলভো বাসের উদ্ধার গরু

    গতকাল শুক্রবার, যে বিলাস বহুল বাসে মানুষ যাতায়ত করে সেই বাসে করেই গরু পাচার করা হচ্ছিল। বর্ধমানের মেমারিতে জিটি রোডর কাছেই এই ঘটনা ঘটেছিল। বাসের দুই পাশেই ভিতর থেকে পর্দা দিয়ে ঢাকা ছিল। পর্দার রঙ রঙিন হওয়ায় বাইরে থেকে বাসের ভিতরের অংশ দেখা যাচ্ছিল না। আর সম্ভব এই সুযোগকে কাজে লাগিয়ে অবৈধ ভাবে গরু পাচার করা হচ্ছিল বলে অভিযোগ করা হচ্ছে। এলাকার মানুষের সচেতনতায় পাচার হওয়া গরুগুলিকে উদ্ধার করা হয়েছিল। গতকালকের পর আজ পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) গরু পাচারের ঘটনায় ফের একবার চাঞ্চল্য তৈরি হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ কমিশনের, বাংলায় ভোট ৭ দফায়, কবে কোন আসনে?

    Lok Sabha Election 2024: নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ কমিশনের, বাংলায় ভোট ৭ দফায়, কবে কোন আসনে?

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব ঘোষণা মতোই শনিবার ১৮তম লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। এদিন বিকাল ৩টে থেকে দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। কমিশনের সাংবাদিক বৈঠকে জানা গিয়েছে, আগামী লোকসভা নির্বাচনে মোট ভোটার ৯৬.৮ কোটি (৪৯.৭ কোটি পুরুষ – ৪৭.১ কোটি মহিলা)। বুথের সংখ্যা ১০.৫ লাখ। দেশে মোট ৭ দফায় ভোট হবে, পশ্চিমবঙ্গেও তাই। একইসঙ্গে, রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের দিনও ঘোষণা করা হয়েছে এদিন। লোকসভা ভোটের সঙ্গেই ওই দুই কেন্দ্রে হবে উপ-নির্বাচনের ভোটগ্রহণও। 

    কোন কোন তারিখে পশ্চিমবঙ্গে ভোট?

    প্রথম দফা – ১৯ এপ্রিল – কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট
    দ্বিতীয় দফা – ২৬ এপ্রিল – রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিঙে ভোট
    তৃতীয় দফা – ৭ মে – মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুরে ভোট
    চতুর্থ দফা – ১৩ মে – বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোলে ভোট 
    পঞ্চম দফা – ২০ মে – শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগে ভোট   
    ষষ্ঠ  দফা – ২৫ মে – পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিষ্ণুপুরে ভোট
    সপ্তম  দফা – ০১ জুন – উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদমে ভোট

    দুই বিধানসভায় উপ-নির্বাচন

    লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন৷ মুর্শিদাবাদের ভগবানগোলা ও উত্তর ২৪ পরগনার বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি শুরু। ৭মে ভগবানগোলা ও ১ জুন বরানগরে উপনির্বাচন হবে। ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি কিছু দিন আগেই প্রয়াত হয়েছেন৷ অন্যদিকে বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ায় ওই আসনটিও খালি হয়েছে৷ সেই কারণেই এই দুই কেন্দ্রে উপনির্বাচন করাতে হচ্ছে৷ 

    ভোট গণনা ৪ জুন

    নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ভোট গণনা ৪ জুন। অর্থাৎ মার্চ মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হল, পুরো ভোট প্রক্রিয়া চলবে জুন মাস পর্যন্ত। বাংলায় ভোটার সংখ্যা ৭.৫৮ কোটি। তাঁদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৩.৮৫ কোটি এবং মহিলা ভোটার রয়েছে ৩.৭৩ কোটি। প্রসঙ্গত, ২০১৯ সালে ১০ মার্চ ১৭তম লোকসভা নির্বাচনের ঘোষণা হয়েছিল। গতবারও সাত দফায় অনুষ্ঠিত হয়েছিল নির্বাচন। ১১ এপ্রিল শুরু হয়েছিল ভোট এবং ২৩ মে হয় ভোটগণনা। বিজেপি পেয়েছিল ৩০৩টি আসন এবং কংগ্রেস পেয়েছিল ৫২টি আসন।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
  • Sandeshkhali Incident: সন্দেশখালিকাণ্ডে সিবিআই-এর তলব, নিজাম প্যালেসে শাহজাহানের ভাই সহ ৬

    Sandeshkhali Incident: সন্দেশখালিকাণ্ডে সিবিআই-এর তলব, নিজাম প্যালেসে শাহজাহানের ভাই সহ ৬

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডির উপর হামলার ঘটনায় সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে শনিবার সকালে নিজাম প্যালেসে হাজিরা দিলেন শাহজাহান শেখের  (Sheikh Shajahan) ভাই আলমগির শেখ। এই ঘটনায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ প্রায় ১৫ জনকে তলব করা হয়েছিল। ইতিমধ্যেই ইডি-র উপর হামলার ঘটনায় শেখ শাহজাহান সহ ৩ জনকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। একই সঙ্গে শনিবার পৃথক মামলায় সন্দেশখালির (Sandeshkhali Incident) কয়েক জনকে তলব করেছে ইডিও। তাঁদের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। শাহজাহানের দুই ভাই আলমগির এবং সিরাজ শেখকে আগামী সপ্তাহে তলব করেছে ইডি।

    নিজাম প্যালেসে আলমগির

    গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে (Sandeshkhali Incident) ইডির উপর হামলার ঘটনায় সিবিআই শাহজাহানের ভাই আসমগির-সহ আরও কয়েকজনকে ডেকে পাঠায়। তদন্তভার হাতে নিয়েই, দফায় দফায় সন্দেশখালিতে যান সিবিআই আধিকারিকরা। সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায়,একের পর এক অভিযুক্তের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নিজাম প্যালেসে তলব করা হয় শেখ শাহজাহানের একাধিক ঘনিষ্ঠকে। বৃহস্পতিবার তলব করা হয়েছিল শেখ শাহজাহানের ভাই আলমগীর শেখকে। কিন্তু সিবিআই তলবে গরহাজির ছিলেন আলমগির শেখ। তবে এদিন নিজাম প্যালেসে হাজিরা দিলেন তিনি। নিজাম প্যালেসে আসেন বনগাঁ থানার তদন্তকারী আধিকারিক। তাঁর বয়ান রেকর্ড করে সিবিআই (CBI)। বেলা ১২ টা থেকে তাঁদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে। 

    আরও পড়ুন: “হিন্দু বা মুসলিম পাক-অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা ভারতীয়” বললেন অমিত শাহ

    তদন্তে ইডি

    শাহজাহানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলার তদন্ত করছে আর এক কেন্দ্রীয় সংস্থা ইডি। তারাও কিছু দিন আগে সন্দেশখালিতে (Sandeshkhali Incident) গিয়েছিল এবং কয়েক জনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল। তার ভিত্তিতে শনিবার সিজিওতে ডাকা হয়েছে শাহজাহান-ঘনিষ্ঠ দু’জনকে। শুক্রবারও তারা সংশ্লিষ্ট দফতরে হাজিরা দিয়েছিলেন। সম্প্রতি শেখ শাহজাহান বাহিনীর মোট তিনটি গাড়ি বাজেয়াপ্ত করে ইডি। প্রাক্তন পঞ্চায়েত প্রধান মোসলেম শেখের সরবেড়িয়া নতুন বাজারের গোডাউন থেকে গাড়িগুলি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনটি গাড়ির মধ্য়ে একটি গাড়ির রেজিস্ট্রেশন শেখ শাহজাহানের নামে। আরেকটি গাড়ির রেজিস্ট্রেশন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগিরের নামে। তৃতীয় গাড়ির মালিকানা পাঞ্জাবের একটি সংস্থার নামে। শেখ শাহাজাহানের মালিকানাধীন গাড়িটি ২০২২ সালের ৬ জানুয়ারি কেনা হয়। দাম ১৩ থেকে ১৫ লক্ষ টাকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bankura: লোকসভার আগে তৃণমূলে বিরাট ভাঙন, বিষ্ণুপুরে ৩০০ তৃণমূল কর্মীর যোগদান বিজেপিতে

    Bankura: লোকসভার আগে তৃণমূলে বিরাট ভাঙন, বিষ্ণুপুরে ৩০০ তৃণমূল কর্মীর যোগদান বিজেপিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভার আগে তৃণমূলে ব্যাপক ভাঙন! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বেশকিছু বড় নেতা সহ ৩০০ জন কর্মী। ঘটনায় বাঁকুড়া (Bankura) জেলায় রাজনৈতিক উত্তাপ এখন ব্যাপক। বিজেপির দাবি, সংগঠন আরও শক্তিশালী হল। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে ব্যাপক সমালোচনা করা হয়। 

    লোকসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠকে যোগদান (Bankura)

    লোকসভার নির্বাচনের ঢাক বেজে উঠেছে। ইতি ইতিমধ্যে ত্রিন্মুল-বিজেপির পক্ষ থেকে বাঁকুড়া (Bankura) জেলার দুটি লোকসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়ে গিয়েছে। প্রচারের আবহেই তৃণমূল দলে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। তৃণমূলের পরিচালিত পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ এবং সংখ্যা লঘু সেলের নেতা সহ মোট ৩০০ জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করলেন আজ। বিষ্ণুপুরের যদুভট্ট মঞ্চে বিজেপির লোকসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠকের আয়োজন করেছিল বিজেপি। এখানেই যোগদান অনুষ্ঠান হয়। সেখানে বিজেপি সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইনজীবী প্রিয়াঙ্কা ট্রিব্রেওয়াল। বিজেপিতে যোগদান করে তাঁর হাত থেকেই পতাকা নিয়েছেন তৃণমূলের নেতারা।

    সদ্য যোগ দেওয়া তৃণমূল নেতার বক্তব্য

    এদিন বাঁকুড়ায় বিজেপির সভায় যোগদান করে তৃণমূল নেতা স্বপন কুমার ধীবর বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গোটা দেশে চলা উন্নয়নের কাজে যোগদান করতেই আজ তৃণমূলকে বিদাই জানালাম। দিকে দিকে তৃণমূল দুর্নীতির দায়ে অভিযুক্ত। বিজপির শক্তি আরও বৃদ্ধি পাচ্ছে। উন্নয়নের পক্ষে সকলে আমরা।”

    জেলা বিজেপির বক্তব্য

    বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অমরনাথবাবু বলেন, “আগামী লোকসভার নির্বাচনে বিষ্ণুপুরে বিজেপির জয়ী হবে দ্বিগুণ মার্জিনে। মোদির কাজে খুশি হয়ে তাঁরা বিজেপিতে যোগদান করেছেন। সংখ্যালঘু নেতা ৩০ জন এবং বাকি তৃণমূল কর্মী ৩০০ জন।”

    তৃণমূলের বক্তব্য

    তৃণমূলের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বিষ্ণুপুর ব্লক তৃণমূলের সভাপতি মহাদেব মাল বলেছেন, “বিষ্ণুপুরে বিজেপির ২০০ জন লোক নেই। আর যারা যোগদান করেছে তাদের দল থেকে আগেই বহিষ্কার করা হয়েছে।” কিন্তু লোকসভার আগে এই যোগদান জেলায় বিজেপির সংগঠনকে যে আরও শক্ত করবে সেই কথা অনেক রাজনৈতিক বিশ্লেষকেরাই মনে করছেন।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Shantanu Thakur: লাগু হয়েছে সিএএ, নাগরিকত্বের জন্য আবেদন করবেন কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুর

    Shantanu Thakur: লাগু হয়েছে সিএএ, নাগরিকত্বের জন্য আবেদন করবেন কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুর

    মাধ্যম নিউজ ডেস্ক: লাগু হয়ে গিয়েছে সিএএ, এবার নাগরিকত্বের জন্য আবেদন করবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। উল্লেখ্য সারা দেশে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোয়াপধ্যায় আইনের ব্যাখ্যা নিয়ে অপপ্রচার করছেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই অভিযোগ করেছেন। এবার তৃণমূলের অপপ্রচারের বিরুদ্ধে একাধাপ গিয়ে নিজেই সিএএ আইনে নাগরিকত্বের জন্য আবেদন করবেন বলে জানান মতুয়া সংঘের নেতা শান্তনু ঠাকুর।

    কী বললেন শান্তনু (Shantanu Thakur)

    লোকসভার ভোটে এই রাজ্যে বিজেপি ২২ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। ইতিমধ্যে ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইনের সুফল পেতে ঠাকুর নগরের ঠাকুর বাড়িতে মতুয়া সমাজের উচ্ছ্বাস ছিল চোখে পরবার মতো। বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর (Shantanu Thakur) গতকাল বাগদার হেলেঞ্চা এলাকায় বিজেপি কর্মীদের একটি সমাবেশ করেন। সেখানে সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের নথি বাধ্যতামূলক নয়, যদি কারও কাছে নথি নাও থাকে তাহলে যে কোনও রেজিস্টার্ড সংস্থা থেকে লিখিত কপি জমা দিতে পারেন। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই গেজেট তৈরি হয়েছে। আগামী প্রজন্মের মানুষকে ভারতে সুরক্ষিত করতেই এই আইন ব্যাপক কার্যকরী হবে। ভারতের মানুষের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং দেশের প্রগতির জন্য আইন ভীষণ গুরুত্বপূর্ণ।”

    নাগরিকত্ব আবেদন করবেন

    নাগরিকত্ব সংশোধনী আইনের কার্যকর প্রসঙ্গে তৃণমূলের অপপ্রচারকে সমালোচনা করে শান্তনু (Shantanu Thakur) বলেন, “আমি আবশ্যই নাগরিকত্বের জন্য আবেদন করব। আমার না করলেও কিছু হবে না। কারণ আমার ঠাকুর দাদার নিজস্ব সিটিজেনশিপ কার্ড রয়েছে এদেশের। কিন্তু আমি তবুও আবেদন করব। কারণ তৃণমূল বিভ্রান্তি তৈরি করছে। আমি নাগরিকত্বে আবেদন করে দেখেব আমার কিছু বাদ হয় কি না।”

    সিএএ কি বলা হয়েছে?

    নাগরিকত্ব সংশোধনী আইনে বলা হয়েছে ভারতের প্রতিবেশী মুসলমান রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে হিন্দু, শিখ, জৈন, পার্সি, খ্রিষ্টান, বৌদ্ধ ধর্মের মানুষদের মধ্যে যাঁরা ধর্মীয় অত্যাচারের শিকার হয়েছেন তাঁদের সকলকে নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু এই রাজ্যে হিন্দু উদ্বাস্তু শরণার্থীদের জন্য এই আইন সম্মানের সঙ্গে বাঁচার অধিকারকে সুরক্ষিত করবে। অপর দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের জনসভায় প্রচার করছেন সিএএ-তে আবেদন করলে নাগরিকত্ব চলে যাবে। পাল্টা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, ‘নাগরিকত্ব গেলে বিধায়কপদ থেকে ইস্তফা দেবো’। এর মধ্যে সিএএ-তে শান্তনুর (Shantanu Thakur) নাগরিকত্বের আবেদনের কথায় শোরগোল পড়েছে।     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Local Train: দমদমে টানা ৫২ ঘণ্টা কাজ চলার জন্য শিয়ালদা উত্তর শাখায় ১৪৩টি ট্রেন বাতিল

    Local Train: দমদমে টানা ৫২ ঘণ্টা কাজ চলার জন্য শিয়ালদা উত্তর শাখায় ১৪৩টি ট্রেন বাতিল

    মাধ্যম নিউজ ডেস্ক: দমদমে টানা ৫২ ঘণ্টা কাজ চলার জন্য বাতিল করা হয়েছে ১৪৩টি ট্রেন (Local Train)। প্রতিদিনের ব্যস্ততম জীবনে যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার দমদম স্টেশনে ইন্টারলকিংয়ের কাজ চলছে। আর তাই বেশ কিছু রেলের যাত্রা পথও সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে সময় মতো ট্রেন না পাওয়ার জন্য নিত্য যাত্রীদের যাতায়তে একটা বিরাট প্রভাব পড়ছে। তবে শনি-রবি ট্রেন বাতিল থাকলেও সোমাবার থেকে আবার সব স্বাভাবিক হয়ে যাবে।  

    রেল সূত্রে খবর (Local Train)

    রেলের শিয়ালদা ডিভিশনের সূত্রে জানা গিয়েছে, দমদম রেল স্টেশনে ইন্টারলকিং সিস্টেমটি ১৯৯৬ সাল থেকে কাজ করে আসছে। অনেক পুরাতন হওয়ায় কাজ করা একান্ত প্রয়োজন। এখানে অধুনিকীকরণের প্রয়োজনীয়তা একান্ত অপরিহার্য। আর এই কাজ করার জন্য স্টেশনের বিশেষ কাজ শুরু হয়েছে। এর ফলে টানা ৫২ ঘণ্টা শিয়ালদা স্টেশন শাখায় মোট ১৪৩টি ট্রেন (Local Train) বাতিল ঘোষণা করা হয়েছে।

    কোন কোন ট্রেন বাতিল

    সূত্রে জানা গিয়েছে, শিয়ালদা উত্তর এবং মেইন শাখায় শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-হাবড়া, শিয়ালদা-হাসনাবাদ, শিয়ালদা-মধ্যমগ্রাম, শিয়ালদা-দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদা-বারাসত, শিয়ালদা-গোবরডাঙা, শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা-বর্ধমান, শিয়ালদা-কাটোয়া, শিয়ালদা-দত্তপুকুর শাখার একাধিক ট্রেন বাতিল থাকবে। সেই সঙ্গে ব্যারাকপুর-দমদম, বিবাদীবাগ-কৃষ্ণনগর সিটি জংশন, মাঝেরহাট-মধ্যমগ্রাম, মাঝেরহাট-বারাসত, হাসনাবাদ-মাঝেরহাট, ক্যানিং-বারাসত, বারাসত-হাসনাবাদ, হাসনাবাদ-দমদম জংশন, বালিগঞ্জ-ব্যারাকপুর এবং মাঝেরহাট-নৈহাটি শাখার কিছু ট্রেন (Local Train) বাতিল করা হয়েছে। একই ভাবে বাতিল করা হয়েছে শিয়ালদা-জঙ্গিপুর এক্সপ্রেস, আসানসোল ইন্টারসিটি এবং শিয়ালদা-সিউড়ি এক্সপ্রেস। যাত্রীদের সাময়িক সমস্যা হেলেও রেলের যোগাযোগকে আরও মসৃণ করতেই এই কাজ বলে জানা গিয়েছে। 

    রবিবারও থাকবে ট্রেন বাতিল

    একই ভাবে কাজের জন্য রবিবারও কিছু ট্রেন (Local Train) বাতিল থাকবে বলে জানা গিয়েছে। শিয়ালদা-হাবড়া, শিয়ালদা-হাসনাবাদ, শিয়ালদা-ডানকুনি, শিয়ালদা-বারাসত, শিয়ালদা-গোবরডাঙা, শিয়ালদা-দত্তপুকুর, শিয়ালদা-নৈহাটি, ব্যারাকপুর-দমদম জংশন, বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি জংশন, মাঝের হাট-মধ্যমগ্রাম, মাঝেরহাট-বারাসত, হাসনাবাদ-মাঝেরহাট, দত্তপুকুর-মাঝেরহাট সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। একই ভাবে শিয়ালদা-সিউড়ি এক্সপ্রেস ট্রেনও আগামীকাল চলবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share