Attorney General: ভারতের পরবর্তী অ্যাটর্নি জেনারেল হলেন আইনজীবী আর ভেঙ্কটরামানি

IMAGE_1664419340

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের পরবর্তী নতুন অ্যাটর্নি জেনারেল (Attorney General of India) হচ্ছেন সিনিয়র আইনজীবী আর ভেঙ্কটরামানি (Senior advocate R Venkataramani)। তিনি তিন বছরের জন্য এই পদে নিযুক্ত থাকবেন। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের আইন বিষয়ক বিভাগের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) সিনিয়র অ্যাডভোকেট শ্রী আর ভেঙ্কটরামানিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ করেছেন।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর, বর্তমান অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপালের মেয়াদ শেষ হবে। ২০১৭ সালের জুলাইয়ে এই পদে নিয়োজিত হয়েছিলেন তিনি। এনার আগে মোদি জমানাতেই ২০১৪-১৭ অ্যাটর্নি জেনারেল পদে ছিলেন রোহতগি। পরে কেন্দ্র সরকার থেকে তাঁকে ফের এই পদের দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তখন তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে নেন। আর তারপরেই ২০১৭ সালে স্থলাভিষিক্ত হয়েছিলেন কে কে ভেনুগোপাল।

আরও পড়ুন: উৎসবের মরশুমে সুখবর, আরও তিনমাস বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের

ভেঙ্কটরামানির নিয়োগের বিষয়টি নিশ্চিত করে, কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরেন রিজিজুর অফিসের তরফে গতকাল একটি ট্যুইট করা হয়েছে, যেখানে লেখা আছে, “মাননীয় রাষ্ট্রপতি ভারতের সিনিয়র আইনজীবী শ্রী আর ভেঙ্কটরামানিকে পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ করতে পেরে আনন্দিত।”

১৯৫০ সালের ১৩ এপ্রিল পন্ডিচেরিতে জন্মগ্রহণ করেন আর ভেঙ্কটরামানি। তিনি ১৯৭৭ সাল থেকে তাঁর কর্মজীবন শুরু করেন ও তামিলনাড়ুর বার কাউন্সিলে আইনজীবী হিসাবে নিযুক্ত হন। এরপর ১৯৭৯ সালে, তিনি সুপ্রিম কোর্টে যান। ১৯৯৭ সালে, সুপ্রিম কোর্ট তাঁকে সিনিয়র অ্যাডভোকেট হিসাবে মনোনীত করে। এছাড়াও তিনি তাঁর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মেয়াদের আগে কেন্দ্র সরকার, বেশ কয়েকটি রাজ্য সরকার, বিশ্ববিদ্যালয় এবং পাবলিক সেক্টর সংস্থায় আইন পরামর্শদাতার কাজ করেছেন। আবার তিনি ২০১০ এবং ২০১৩ সালে ভারতের আইন কমিশনের সদস্য হিসাবেও কাজ করেছিলেন। সুতরাং আইনজীবী হিসেবে চার দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে আর ভেঙ্কটরামানির। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share