PFI: পাঁচ বছরের জন্য নিষিদ্ধ পিএফআই! মিলেছে জঙ্গি যোগের প্রমাণ, কী বলছে স্বরাষ্ট্রমন্ত্রক?

PFI-WEST-BENGAL

মাধ্যম নিউজ ডেস্ক: দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (PFI) পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করল কেন্দ্র সরকার। বেআইনি কাজকর্মের জন্য পিএফআইয়ের সমস্ত সহযোগী সংস্থা এবং অনুমোদিত সংস্থার উপরও নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। যে নিষেধাজ্ঞার মেয়াদ অবিলম্বে কার্যকর হচ্ছে বলে জানিয়েছে সরকার। বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে পিএফআই এবং এর অনুমোদন পাওয়া দলগুলিকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (UAPA)-এর আওতায় নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র।এ প্রসঙ্গে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ট্যুইট করে জানান, এরপর বিরোধীরা অনেক কথা বলবে। কিন্তু দেশের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ জরুরি।

সরকারের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিএফআই সামনে থেকে আর্থ-সামাজিক এবং শিক্ষার উন্নতির জন্য কাজ করছে বলে জানালেও আসলে তারা সমাজের একটি নির্দিষ্ট অংশে সাম্প্রদায়িকতার বীজ বপন করে যাচ্ছে। ছড়াচ্ছে উগ্রপন্থা। মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করছে। হিংসা ছড়াচ্ছে যা দেশের গণতান্ত্রিক ভিত্তিকে নষ্ট করছে। বিজ্ঞপ্তিতে এ-ও বলা হয়েছে, পিএফআই এবং এর সহযোগী দলগুলি যে বেআইনি কার্যকলাপের যুক্ত আছে তা ‘দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য ক্ষতিকর’। এই দলগুলি সক্রিয় থাকলে দেশের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বিদেশ থেকেও অর্থ সাহায্য পায় পিএফআই, যা দেশের অভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রে বড়সড় উদ্বেগের বিষয় বলে জানিয়েছে কেন্দ্র। 

আরও পড়ুন: নিষিদ্ধ হচ্ছে পিএফআই? দেশ জুড়ে এনআইএর দ্বিতীয় দফার অভিযানের পর বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রক

উল্লেখ্য, গত সপ্তাহ থেকে দেশ জুড়ে পিএফআইয়ের বিরুদ্ধে অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার চলে দ্বিতীয় দফার অভিযান। এরপরেই বৈঠক ডাকে স্বরাষ্ট্রমন্ত্রক। পিএফআই-সহ বাকি শরিক দলগুলিকে নিষিদ্ধ ঘোষণা করে সরকারের তরফে জানানো হয়েছে, স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (সিমি), জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এবং ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) এর সঙ্গেও এই দলগুলির যোগসূত্র আছে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share