Chandrayaan 3: চলতি বছরের ডিসেম্বরে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান-৩

;lkj

মাধ্যম নিউজ ডেস্ক: চন্দ্র অভিযানে আরও এক ধাপ এগোল ইসরো। সূত্রের খবর চলতি বছরের শেষের দিকে মহাকাশে পাড়ি দেবে চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। তার জন্য চাঁদে সম্ভাব্য তিনটি অবতরণের ক্ষেত্রও ঠিক করে ফেলছে ইসরো। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই সেখানেই নামবে চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। জানা গিয়েছে, অবতরণের স্থানাঙ্কগুলি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবস্থিত। এই অংশটিই এখন পৃথিবী থেকে দেখা যায়।

আরও পড়ুন: উল্টোদিকে ঘুরতে শুরু করেছে পৃথিবীর কেন্দ্রস্থল! এর প্রভাব কী হতে পারে?

কীভাবে ঠিক করা হয় অবতরণের স্থানাঙ্ক

মহাকাশযান নামার আগে দেখে নেওয়া হয় সেই পৃষ্ঠটির সামগ্রিকভাবে আনতি কেমন। তারপর দেখা যায়, চাঁদের সেই অংশে গর্ত আর পাথর কেমন রয়েছে। পরের ধাপে দেখা হয়, সূর্যের আলো সেখানে কতটা যাচ্ছে।

আরও পড়ুন: শনিকে টপকে সবথেকে বেশি উপগ্রহের মালিক এখন বৃহস্পতি

 চাঁদের দক্ষিণ মেরুকেই বেছে নেওয়া হল কেন 

সাধারণত, চাঁদের এই অংশেই বেশি আগ্রহ থাকে বিজ্ঞানীদের, কারণ এইখানের জল ও বরফের সন্ধান মিলতে পারে বলে মনে করা হয়। বছর শেষে সেই দক্ষিণ মেরুর উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান।

আরও পড়ুন: গভীর সমুদ্রের এই প্রাণীগুলির কথা শুনেছেন? 2022-12-07 13:06:22

 

চন্দ্র অভিযানের ইতিহাস

চন্দ্র মিশনের প্রথম রকেট উৎক্ষেপণ হয়েছিল ২০০৮ সালে। রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করতে সক্ষম হয় ইসরো। শুধু তাই নয়, চাঁদের কক্ষপথে সফলভাবে স্থাপিতও হয়েছিল চন্দ্রযান-১। এরপর ১১ বছর পরে ২০১৯ সালে পুনরায় চন্দ্রযান-২ পাঠানোর পরিকল্পনা নেয় ইসরো, যেকোনও মিশনের শেষ ১৫ মিনিট ল্যান্ডিং-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়। ঠিক সেই সময়েই ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর। মহাকাশযানের ল্যান্ডারটি ভেঙে পড়ে চন্দ্রপৃষ্ঠে। যার ফলে ২০১৯ এর ৬ সেপ্টেম্বর ভেঙে পড়ে ল্যান্ডার। তবে এবারের প্রস্তুতি আরও ভালো বলেই মনে করছেন ইসরোর বিজ্ঞানীরা।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share