মাধ্যম নিউজ ডেস্ক: ফোনে কথা বলতে না চাওয়ার জেরে এক তরুণীকে স্ক্রু-ড্রাইভার দিয়ে খুঁচিয়ে হত্যা করল এক যুবক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে (Chhattisgarh)। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবক বাস কন্ডাক্টর।
কী ঘটেছে?
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার ছত্তিশগড়ের (Chhattisgarh) করবা জেলার পাম্প হাউস কলোনিতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, ২০ বছরের তরুণীর সঙ্গে ওই যুবকের তিন বছর আগে পরিচয় হয়। যুবকটি বাসের চালকের সহকারী হিসেবে কাজ করত। ওই বাসে নিয়মিত যাতায়াত করতেন নিহত তরুণী। একটা সময় পরে গিয়ে দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, অভিযুক্ত যশপুর জেলার বাসিন্দা।
আরও পড়ুন: দুর্ঘটনার কবলে প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদির গাড়ি, ধাক্কা ডিভাইডার
পরবর্তীতে কর্মসূত্রে গুজরাটের আহমেদাবাদ চলে যায় ওই যুবক (Chhattisgarh)। এর পরেও ফোনে নিয়মিত যোগাযোগ ছিল দুজনের। বেশ কিছুদিন ধরে যুবকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ওই তরুণী। ২৪ ডিসেম্বর ওই তরুণীর বাড়িতে চলে যায় ওই যুবক।
আরও পড়ুন: অনুব্রত-গড়ে ভাঙন! তৃণমূল ছেড়ে শুভেন্দুর সভায় বিজেপিতে যোগ কেষ্টর ডেপুটির
বাড়িতে (Chhattisgarh) কেউ না থাকার সুযোগে মুখে বালিশচাপা দিয়ে একটি স্ক্রু-ড্রাইভার দিয়ে ওই তরুণীকে ৫১ বার আঘাত করে পালিয়ে যায় ওই যুবক। পরে তরুণীর ভাই তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে পুলিশ আধিকারিক (Chhattisgarh) বিশ্বদীপক ত্রিপাঠি জানান, নিহত ওই তরুণী যোগাযোগ বন্ধ করে দেওয়ার পর থেকেই তাঁকে ও বাড়ির লোকজনকে ফোনে হুমকি দিত ওই যুবক। ওই যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক ওই যুবকের খোঁজে তল্লাশি চাল্লাচ্ছে পুলিশ। পলাতক আসামিদের সন্ধানে চারটি দল গঠন করেছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply