Visva Bharati University: বিশ্বভারতীর পড়ুয়া-নিরাপত্তারক্ষীদের মধ্যে ধস্তাধস্তি, অশান্ত বিশ্ববিদ্যালয় চত্বর

Visva_Bharati

মাধ্যম নিউজ ডেস্ক: ফের উত্তপ্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University)৷ নিরাপত্তারক্ষী ও আন্দোলনকারী পড়ুয়াদের ধস্তাধস্তিতে অশান্ত বিশ্ববিদ্যালয় চত্বর৷ পড়ুয়াদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে৷ পুলিশের সামনেই হেনস্থা করা হয়েছে পড়ুয়াদের। আর এরই মাঝে প্রায় ২১ দিন পর বাড়ি থেকে বের হলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বিপুল সংখ্যক নিরাপত্তারক্ষীদের ঘেরাটপে তিনি বাড়ির বাইরে আসেন৷ উপাচার্য বাইরে আসতেই শ্লোগান শুরু করেন পড়ুয়ারা৷ তখনই নিরাপত্তারক্ষীদের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের হাতাহাতি হয় বলে অভিযোগ৷  

নিজ বাসভবন থেকে উপাচার্য বেরোতে পারলেও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati University) ঢোকার মুখে ফের পড়ুয়াদের বাধার মুখে পড়েন তিনি। আন্দোলনকারী পড়ুয়ারা বিশ্বভারতীর সেন্ট্রাল গেটে তালা লাগিয়ে শ্লোগান দিতে থাকেন। ফলে মূল ফটকের বাইরে উপাচার্য সহ দেড়শো জন অধ্যাপক অধ্যক্ষকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়।

কী ঘটেছে?  

সম্প্রতি সোমনাথ সৌ নামে এক পড়ুয়াকে ভর্তি না-নেওয়া এবং বেশ কিছু পড়ুয়াকে গবেষণাপত্র জমা দিতে না-দেওয়ার অভিযোগে উপাচার্যকে ঘেরাও করে আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয় (Visva Bharati University) পড়ুয়ারা৷ বিদ্যুৎ চক্রবর্তীকে কেন্দ্রীয় কার্যালয়ে আটকে বিক্ষোভ দেখান পড়ুয়ারা৷ এর পর তাঁকে কার্যালয় থেকে বেরতে দিলেও, গত ২১ দিন ধরে বাড়িতেই কার্যত গৃহবন্দি হয়েছিলেন উপাচার্য৷ এদিন সকালে বিশাল সংখ্যক নিরাপত্তারক্ষীদের সুরক্ষা বলয়ে বাড়ি থেকে বেরিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেন উপাচার্য৷ কিন্তু আন্দোলনকারীরা বাধা দিলে আন্দোলনকারীদের সঙ্গে হাতাহাতি শুরু হয় নিরাপত্তারক্ষীদের৷ অভিযোগ উঠেছে ধর্না মঞ্চে ভাঙচুর চালায় নিরাপত্তারক্ষীরা৷ সেখানে চেয়ার ও পড়ুয়াদের রাখা সাইকেলও ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে৷ পালটা অভিযোগ, পড়ুয়ারাও নিরাপত্তারক্ষীদের দিকে তেড়ে যায়৷ পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়৷ পড়ুয়াদের অভিযোগ সেই সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিতিতেই তাদের মারধোর করে নিরাপত্তারক্ষীরা৷ তাঁদের সামনেই দু পক্ষের মধ্যে হাতাহাতি হয়৷ কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি।

আরও পড়ুন: কম্বোডিয়ার অঙ্করভাট বিষ্ণু মন্দিরের সংস্কারে আর্থিক সাহায্য করবে ভারত, বললেন জয়শঙ্কর

কিছুক্ষণ পরেই সেখানে এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়৷ উপাচার্য আপাতত কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে রয়েছেন৷ পুলিশি নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে কেন্দ্রীয় কার্যালয়৷ তবে, কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে আন্দোলনকারী পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন৷ তাঁদের (Visva Bharati University) দাবি, স্বৈরাচারী উপাচার্যকে পদত্যাগ করতে হবে।

প্রসঙ্গত, কিছু দিন আগে বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) পড়ুয়ারা উপাচার্যের কাছে একটি স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন। সেই সময় উপাচার্য তাঁদের গুলি করে মারার নিদান দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন পড়ুয়ারা।   

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share