মাধ্যম নিউজ ডেস্ক: কয়লা-পাচারকাণ্ডের শিকড় যে অনেক দূর ও অনেক দিকে বিস্তৃত, তা বালিগঞ্জে টাকা উদ্ধারের পর থেকেই বুঝতে পারছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। টাকা উদ্ধারের পর এক এক করে বেরিয়ে আসছে নতুন নতুন চমকপ্রদ ও চাঞ্চল্যকর তথ্য।
ইডি কী বলছে…
গতকালের হানা-তল্লাশি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানানো হয়েছে, গোয়েন্দাদের কাছে নির্দিষ্ট তথ্য ছিল যে এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি কয়লা পাচারের টাকা তাঁর ঘনিষ্ঠ সহযোগী মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিট্টার মাধ্যমে সরাতে চাইছেন। সেই খবরের ভিত্তিতেই দক্ষিণ কলকাতায় গজরাজ গ্রুপের দফতর ও কর্ণধারের বাড়িতে হানা দেন আধিকারিকরা। যেখান থেকে ১.৪ কোটি টাকা উদ্ধার করা হয়।
প্রপার্টি ডিলের টাকা…
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কয়লা পাচারের টাকায় একটি সম্পত্তি সংক্রান্ত ডিল করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে ওই টাকা। যদিও ইডির দাবি, এটা গোটা অর্থ নয়। সূত্রের খবর, একটি গেস্ট হাউস কেনার জন্য এই খরচ করা হয়। ইডির দাবি, বর্তমানে ওই প্রপার্টির বাজার দর আনুমানিক ১২ কোটি টাকা। তবে ওই সম্পত্তির ডিড বা চুক্তিপত্রে দাম দেখানো হয়েছে ৩ কোটি টাকা। বেআইনিভাবে, বাকি অর্থ অর্থাৎ ৯ কোটি টাকা নগদে দেওয়া হয়।
আরও পড়ুন: কে এই মনজিৎ জিট্টা ও তাঁর ‘অতি-প্রভাবশালী’ পার্টনার? কয়লাকাণ্ডে হন্যে হয়ে খুঁজছে ইডি
গেস্ট হাউসের মালিক জিট্টা!
সূত্র মারফৎ জানা গিয়েছে, কালীঘাটের কাছে একটি ধাবা রয়েছে। তার ঠিক পিছনেই রয়েছে সালাসার নামে একটি গেস্ট হাউস। সম্প্রতি, ওই গেস্ট হাউসের আসল মালিক তাঁর এই অতিথিশালা বিক্রি করেন মনজিৎ সিং জিট্টার কাছে। এই জিট্টা হলেন গজরাজ গ্রুপের কর্ণধার বিক্রম শিকারিয়ার ঘনিষ্ঠ, যাঁর দফতরে গতকাল হানা দিয়েছিল ইডি।
ইডি সূত্রে এও জানা গিয়েছে, জিট্টার সঙ্গে কালীঘাট অঞ্চলের এক অতি-প্রভাবশালী রাজনৈতিক পরিবারের এক সদস্যের ঘনিষ্ঠতা রয়েছে। ওই সদস্য নাকি জিট্টার ব্যবসায়িক পার্টনারও। শুধু তাই নয়, উঠে এসেছে যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর উপ-নির্বাচনের প্রচারের দায়িত্বেও ছিলেন এই মনজিৎ সিং ওরফে জিট্টা।
আরও পড়ুন: কয়লাকাণ্ডে উঠে আসছে হরিশ মুখার্জি রোডের একটি রেস্তোরাঁর নাম! মালিক কে? তদন্তে ইডি
গোয়েন্দাদের কাছে ছিল ডিলের খবর…
ইডি সূত্রে খবর, গোয়েন্দাদের কাছে খবর ছিল, যে ১২ কোটি টাকায় ওই গেস্ট হাউস কেনেন জিট্টা। অভিযোগ, সেখানেও ব্যবহার করা হয়েছিল কয়লা পাচারের টাকা। এভাবেই কালো টাকা সাদা করা হয়েছিল। এদিকে গেস্ট হাউস কিনে তা ভেঙে সেই জায়গায় নিজের ধাবা সম্প্রসারণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন জিট্টা। আর এই কাজের বরাত পায় তাঁরই ঘনিষ্ঠ নির্মাণ ব্যবসায়ী শিকারিয়ার গজরাজ গ্রুপ।
ইডি সূত্রে খবর, গোয়েন্দাদের কাছে খবর ছিল ওই প্রপার্টি ডিল হচ্ছে ম্যাডক্স স্কোয়ারে আর্ল স্ট্রেটে অবস্থিত গজরাজ গ্রুপের দফতরে। সেই মতো, সংস্থার দফতর ও বাড়ির ওপর সন্তর্পণে নজর রাখা শুরু হয়। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বিকেল পৌনে পাঁচটা নাগাদ একটি গাড়ি গজরাজের দফতরের সামনে এসে দাঁড়ায়। মিনিট পনেরোর পর তা চলে যায়। এর পাঁচ মিনিটের মধ্যেই সেখানে হানা দেয় ইডি। উদ্ধার হয় ডিলের ‘পার্ট-পেমেন্ট’ হিসেবে থাকা ১.৪ কোটি টাকা। বাকি টাকা কোথায়, তার খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।
Leave a Reply