G20 Summit Logo: পদ্মের অপমান মানে হিন্দু সংস্কৃতির অসম্মান! জি-২০ লোগো বিতর্কে বিজেপি

g-20

মাধ্যম নিউজ ডেস্ক: জি-২০ শীর্ষ সম্মেলন (G20 Summit) বসতে চলেছে ভারতে। সেই উপলক্ষ্যে ভারতের সভাপতিত্বের সময় জি-২০-এর নতুন লোগো প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোগোয় স্থান পেয়েছে পদ্মফুলের ছবি, যা ভারতের জাতীয় ফুল। সেই সঙ্গে বিজেপির নির্বাচনী প্রতীকও। তাই এই নিয়ে সমালোচনা করেছে কংগ্রেস। পদ্মফুলের অসম্মান করে কংগ্রেস ভারতের সংস্কৃতি ও হিন্দুত্বের অসম্মান করেছে বলে দাবি বিজেপির। 

পদ্ম ভারতীয় সংস্কৃতির ধারক

বিজেপির দাবি, দেশের জাতীয় ফুলের অবমাননা করছে বিরোধীরা। বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেছেন, কংগ্রেস আসলে হিন্দুধর্মের অপমান করছে। পদ্মফুলের সঙ্গে দেবী লক্ষ্মী ও সরস্বতীর নাম জড়িয়ে থাকে। পদ্মের উপরেই বসে থাকেন সমৃদ্ধির দেবী লক্ষ্মী আর জ্ঞানের দেবী সরস্বতী। তাই পদ্মের অপমান করলে হিন্দু সংস্কৃতির অপমান করা হয়। জাতীয় ফুলকে অসম্মান করা মানে দেশকে অসম্মান করা। মঙ্গলবার জি-২০ শীর্ষ সম্মেলনের লোগো প্রকাশ করা হয়েছে। সেখানে তেরঙ্গায় লেখা রয়েছে জি-২০, একটি পদ্মফুলের উপরে ‘০’ সংখ্যাটি লেখা রয়েছে। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।

বিরোধীদের অভিযোগ

বিরোধীরা মনে করছেন, এই পদ্মফুলের মাধ্যমে আসলে নিজেদের দলের প্রচার করছে বিজেপি। কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করে লিখেছেন, “সত্তর বছর আগে কংগ্রেসে পতাকাকে দেশের জাতীয় পতাকা হিসাবে বিবেচনা করার প্রস্তাব ছিল। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন জওহরলাল নেহরু। কিন্তু এখন, জি-২০ সম্মেলনের লোগোতে বিজেপির নির্বাচনী প্রতীক ব্যবহার করা হচ্ছে।

বিদেশমন্ত্রকের বক্তব্য

জাতীয় পতাকার রঙেই সাজিয়ে তোলা হয়েছে জি-২০ শীর্ষ সম্মেলনের লোগো। সেই সঙ্গে পৃথিবী ও পদ্মের মিশেল রাখা হয়েছে। চ্যালেঞ্জের মোকাবিলা করেও যে এগিয়ে যাওয়া যায়, তার প্রতীক হিসাবে এই লোগো বানানো হয়েছে। চলতি বছরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের আসর বসতে চলেছে। সেখান থেকেই পরবর্তী সভাপতি হিসাবে দায়িত্ব নেবে ভারত। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share