Visva Bharati: দু’বছর পর ফের বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান, আসছেন রাজনাথ সিং

visva_bharati

মাধ্যম নিউজ ডেস্ক: করোনার কারণে বন্ধ ছিল বিশ্বভারতীর সমাবর্তন (Visva Bharati)। দু’বছর পর ফের তা শুরু হচ্ছে। শুরু হয়ে গেল প্রস্তুতি। সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বিষয়ে জানিয়ে দিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্রের খবর, ২৪ ফেব্রুয়ারি শুক্রবার শান্তিনিকেতনে অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওই দিন সকাল ৯টায় প্রথা মেনে আম্রকুঞ্জের জহর বেদিতে সমাবর্তন অনুষ্ঠানের সূচনা হবে বলে জানা গেছে। ২৩ ফেব্রুয়ারি বীরভূমের রাঙামাটিতে পা রাখবেন দেশের প্রতিরক্ষামন্ত্রী। লিপিকা প্রেক্ষাগৃহে তাঁর সামনে পরিবেশিত হবে ভানুসিংহের পদাবলী।

আরও পড়ুন: ‘‘অপেক্ষা করুন, কাকুর ভাইপো, তাঁর পিসির নামও চলে আসবে’’! নিয়োগ দুর্নীতিকাণ্ডে কটাক্ষ সুকান্তর

সমাবর্তনের দিন কী হয় বিশ্বভারতীতে 

 এদিন ছাত্রছাত্রীরা আচার্যের কাছ থেকে ছাতিম পাতা ও শংসাপত্র এবং দীক্ষান্ত ভাষণের মধ্যে দিয়ে বিশ্বভারতী থেকে শিক্ষালাভের অধ্যায় সমাপ্ত করেন। বিশ্বভারতীর আচার্য দেশের প্রধানমন্ত্রী। আচার্যের কাছ থেকে ছাতিম পাতা গ্রহণ করেন পড়ুয়ারা, এই রীতিই চলে আসছে। কিন্তু ভিভিআইপি নিরাপত্তা সংক্রান্ত সমস্যা এবং প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে এই রীতিতে ছেদ পড়েছে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির সময় থেকে। ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি ভার্চুয়াল মাধ্যমে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য নরেন্দ্র মোদি। শেষবার শান্তিনিকেতনে আচার্য হিসেব মোদি এসেছিলেন ২০১৮ সালের ২৫ মে ।

প্রসঙ্গত, গত বছর ১১ ডিসেম্বর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু পড়ুয়াদের একাংশের ধারাবাহিক আন্দোলনের কারণে গত ডিসেম্বরে বিশ্বভারতীয় সমাবর্তন অনুষ্ঠান স্থগিত হয়ে গিয়েছিল। গত ১১ ডিসেম্বরের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের রাজ্যপাল বোস এবং কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের। তবে এবার সমাবর্তন উৎসবের প্রস্তুতি জোর কদমে চলছে। সংগীত ভবনের ছাত্রছাত্রীর মহড়া দিচ্ছেন, জহরবেদী প্রাঙ্গণে চলছে মঙ্গল আলপনা আঁকার কাজ।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share