Covid Vaccine: এখন থেকে বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন নেজাল ভ্যাকসিন, দাম কত জানেন?

জানা গিয়েছে, দুই নাকে চার ফোঁটা করে মোট আট ফোঁটায় নিতে হবে ডোজটি।
Nasal_Vaccine
Nasal_Vaccine

মাধ্যম নিউজ ডেস্ক: ভারত বায়োটেকের তৈরি নেজাল ভ্যাকসিনকে (Covid Vaccine) ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। কোউইন অ্যাপে বুক করতে হবে সেই ভ্যাকসিন। সংগ্রহ করতে হবে বেসরকারি হাসপাতাল থেকে। মঙ্গলবার নেজাল ভ্যাকসিনের দাম ঠিক করে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, জিএসটি সহ নেজাল ভ্যাকসিনের একটি ডোজের দাম পড়বে এক হাজার টাকা। ভারত  বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিনকে গত সপ্তাহেই অনুমোদন দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। একটি ভায়াল থেকে দু’জন পাবেন ডোজ। মূলত বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা হবে ভ্যাকসিনটি। জানা গিয়েছে, দুই নাকে চার ফোঁটা করে মোট আট ফোঁটায় নিতে হবে ডোজটি। সেক্ষেত্রে এই আট ফোঁটার দাম পড়বে জিএসটি সহ ১০০০ টাকা। জিএসটি ছাড়া দাম ৮০০ টাকা। তবে এই দাম দিতে হবে বেসরকারি হাসপাতাল থেকে নিলে। সরকারি জায়গা থেকে নিলে ভ্যাকসিনের দাম দিতে হবে ৩২৫ টাকা।

এই ভ্যাকসিনকে যুক্ত করা হয়েছে কোউইন অ্যাপের সঙ্গে। শুক্রবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। আগেই ভারত বায়োটেকের নেজাল ভ্যাকসিনকে (Covid Vaccine) ছাড়পত্র দেওয়া হয়েছিল। জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছিল এই ভ্যাকসিনকে। বিশ্বের প্রথম নেজাল ভ্যাকসিন হিসেবে ছাড়পত্র পেয়েছে ভারত বায়োটেকের ‘ইনকোভ্যাক’।

বিশ্বের করোনা পরিস্থিতি 

কোইউন অ্যাপের মাধ্যমে এই ভ্যাকসিন (Covid Vaccine) নেওয়ার জন্য আবেদন করতে পারবেন সবাই। গত শুক্রবার থেকেই সরকারিভাবে করোনা টিকা হিসেবে মান্যতা দেওয়া হয়েছে এই ভ্যাকসিনকে। এই টিকায় কোনও রকম সূঁচ ব্যবহার করা হবে না। ভারতে প্রথমবার এই ধরনের টিকা দেওয়া শুরু হচ্ছে। ভারত সরকারের নিয়ম অনুসারে ১৮ বছরের বেশি বয়সীরা এই টিকা নিতে পারবেন। প্রথমে বেসরকারি হাসপাতালে এই টিকা দেওয়া শুরু হলেও পরে সরকারি হাসপাতালেও পাওয়া যাবে এই টিকা। এমনটাই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। জানা গিয়েছে ভারত বায়োটেক এই নয়া ভ্যাকসিন তৈরি করেছে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে। এই ভ্যাকসিন নেওয়া সহজ হলেও, অন্যান্য ভ্যাকসিনের মতো একই রকম সুরক্ষা মিলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: আজ থেকেই কোউইন অ্যাপে মিলবে ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিন 

চিন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ একাধিক দেশে করোনার নয়া ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ভারতেও আক্রান্তের হদিশ মিলেছে। বাংলাতেও আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৬ লক্ষ ৭৯ হাজার ৯৩২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৬৫ কোটি ৭৫ লক্ষ ৯৩ হাজার ৪৬৩। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles