Dawood Ibrahim: পাকিস্তানে ফের বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম! এনআইএ-কে জানালেন ভাগ্নে

Dawood_Ibrahim

মাধ্যম নিউজ ডেস্ক: ফের বিয়ে করেছেন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। বেশ কিছুদিন ধরেই বিশ্বের যত্রতত্র এই খবর ঘুরে বেড়াচ্ছিল। এবার তাতে শিলমোহর দিলেন দাউদের ভাগ্নে। প্রথম স্ত্রীও এখনও দাউদের (Dawood Ibrahim) সঙ্গেই থাকেন।   

জাতীয় সংবাদমাদ্যমে প্রকাশিত প্রতিবেশন অনুযায়ী, দাউদের বোন হাসিনা পার্কারের ছেলে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএকে এই তথ্য দিয়েছেন। ২০২২ সালের সেপ্টেম্বর মাসেই এনআইএ এই তথ্য পেয়েছে বলে সূত্রের খবর।

কী জানা গেল? 

জানা গিয়েছে, দাউদের (Dawood Ibrahim) দ্বিতীয় স্ত্রীও একজন পাকিস্তানি। এখনও সে দেশেই থাকলেও, সেখানে বাড়ি বদলেছেন দাউদ। পাকিস্তানে তিনি রয়েছেন জামাই আদরে। পাকিস্তান সেনা এবং গুপ্তচর সংস্থা আইএসআই নিরাপত্তা দিচ্ছে ভারতের এই ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসবাদীকে। করাচিতেই অন্যত্র দাউদকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

তবে হাসিনা পার্কারের ছেলে আলি শাহের দাবি অনুযায়ী, দাউদ (Dawood Ibrahim) এবং তাঁর প্রথম স্ত্রীর এখনও বিচ্ছেদ হয়নি। দাউদের সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গত কয়েক বছর দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছিল এনআইএ। অনেককে গ্রেফতারও করা হয়েছে। এই সংক্রান্ত মামলায় আদালতে চার্জশিটও জমা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসের আগে দিল্লিতে নাশকতার ছক! আরও চার জঙ্গির খোঁজ

হাসিনার ছেলে আলি শাহের দাবি অনুযায়ী, প্রথম স্ত্রী মেহজবিনের উপর থেকে বিভিন্ন তদন্তকারী সংস্থার নজর সরানোর উদ্দেশ্যেই দাউদের এই দ্বিতীয় বিয়ে। আলি শাহ এনআইএর কাছে দাবি করেছেন, ২০২২ সালের জুলাই মাসে দুবাইয়ে তাঁর সঙ্গে দাউদের (Dawood Ibrahim) প্রথম স্ত্রী মেহজবিনের দেখা হয়। তখনই মেহজবিন তাঁকে দাউদের দ্বিতীয় বিয়ের খবরটি দেন। আলি শাহ জানিয়েছেন, এখনও হোয়াটসঅ্য়াপ কলের মাধ্যমে ভারতে দাউদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রাখেন মেহজবিন শেখ। দাউদ যে এখনও করাচিতেই থাকেন, তাও নিশ্চিত করেছেন আলি শাহ। মামার দ্বিতীয় স্ত্রী পাঠান সম্প্রদায়ের বলেও এনআইএকে জানিয়েছেন আলি।  

প্রসঙ্গত, ২০১৪ সালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আলির মা অর্থাৎ দাউদের বোন হাসিনা পার্কারের। প্রায় সাত বছর আগে মুম্বাইয়ের এক ব্যবসায়ীর মেয়ে আইশা নাগানিকে বিয়ে করেন আলি। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 
 
Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share