মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার গান্ধীনগরে ডিফেন্স এক্সপো ২০২২ (DefExpo 2022)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন তিনি ভারত-পাকিস্তান সীমান্তের কাছে দিসায় একটি নতুন বায়ুসেনা ঘাঁটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি এবিষয়ে বলেন, "ইন্দো-পাক সীমানার কাছে নতুন বায়ুসেনা ঘাঁটি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।" তিনি এও বলেছেন যে, "গুজরাট দেশের প্রতিরক্ষা কেন্দ্র হয়ে উঠবে এবং দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, "স্ক্রিনে দেখছিলাম নতুন বায়ুসেনা ঘাঁটি নির্মাণে দিসার মানুষ উচ্ছ্বসিত। এই বায়ুসেনা ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আন্তর্জাতিক সীমান্ত থেকে দিসা মাত্র ১৩০ কিলোমিটার দূরে। আমাদের বাহিনী,বিশেষ করে আমাদের বিমানবাহিনী সে ক্ষেত্রে পশ্চিম দিক থেকে আসা যেকোনও হুমকির মোকাবিলায় আমরা আরও ভাল জবাব দিতে পারবে। এই এয়ারফিল্ডের জন্য ২০০০ সালেই দিসার এই জমি দেওয়া হয়েছিল। আমি যখন এখানে মুখ্যমন্ত্রী ছিলাম তখন আমি এর নির্মাণকাজের জন্য কাজ শুরু করেছিলাম। তৎকালীন কেন্দ্রীয় সরকারকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম এর গুরুত্ব কতটা। এতটা জমি দিয়ে দিয়েছি কিন্তু ১৪ বছর ধরে কোনও কাজ হয়নি।" দেশের তৎকালীন কংগ্রেস সরকারকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘ফাইলগুলি এমনভাবে তৈরি করা হয়েছিল যে আমি কেন্দ্রে পৌঁছানোর পরেও প্রকল্পটি এগিয়ে নিয়ে যেতে সময় লেগেছে। আমরা সরকার গঠনের পর দিসাতে অপারশেনাল বেঞ্চ বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। আর আমাদের সেনাদের অপেক্ষা আজ শেষ হয়েছে। আমার বিশ্বাস এই জায়গা দেশের সুরক্ষার একটি বড় কেন্দ্র হয়ে উঠবে।"
আরও পড়ুন: কালীপুজোর আগেই চোখ রাঙাচ্ছে 'সিত্রাং'?
তিনি আরও বলেন, "এটিই প্রথম এই ধরনের 'প্রতিরক্ষা এক্সপো' যেখানে শুধুমাত্র ভারতীয় কোম্পানিই অংশগ্রহণ করছে। মুক্ত বাণিজ্যের পাশাপাশি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সমুদ্র নিরাপত্তা আজ বিশ্বের অগ্রাধিকার হয়ে উঠছে। গত আট বছরে ভারতীয় প্রতিরক্ষা পণ্যের রপ্তানি আট গুণ বেড়েছে। প্রতিরক্ষা বাহিনী ১০১টি সামগ্রীর একটি তালিকা জারি করবে যার আমদানি নিষিদ্ধ করা হবে। ৪১১টি প্রতিরক্ষা সরঞ্জামেরও তালিকা প্রকাশ করা হবে। যা ভারতে তৈরি করা হবে। অনেক দেশ এখন তেজসে আগ্রহ দেখাচ্ছে এবং আমাদের সংস্থাগুলো মার্কিন যুক্তরাষ্ট্র,ইতালি এবং ইসরায়েলের মতো দেশগুলিতে প্রতিরক্ষা সরঞ্জামের যন্ত্রাংশ সরবরাহ করছে।’"
+ There are no comments
Add yours