Dhanbad: ধানবাদের অগ্নিকাণ্ডে মৃত ১৪ জন একই পরিবারের! শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর

Untitled_design(18)

মাধ্যম নিউজ ডেস্ক: ধানবাদের (Dhanbad) একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মারা গেলেন ১৪ জন। মৃতদের মধ্যে রয়েছেন ১০ মহিলা। সকলেই একই পরিবারের বলে জানা গেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি মৃতদের আত্মীয়দের ২ লক্ষ টাকা, এবং অগ্নিকাণ্ডে আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও।

ঘটনার বিবরণ

ধানবাদের (Dhanbad) শক্তিমন্দির এলাকায় একটি বহুতল আবাসনে থাকতেন সুবোধলাল শ্রীবাস্তব। সোমবার তাঁর মেয়ে স্বাতীর বিয়ে ছিল, পাত্র গিরিডির বাসিন্দা রাজেন্দ্রলাল শ্রীবাস্তবের ছেলে সৌরভ শ্রীবাস্তব। মঙ্গলবার রাতে লজে চলছিল বিবাহ অনুষ্ঠান। অন্য দিকে শক্তিমন্দির এলাকায় সুবোধলাল বাবুর ফ্ল্যাটেও বিবাহ অনুষ্ঠানের জন্য সাজগোজ করছিলেন মহিলারা। সুবোধলাল বাবুর পরিবার সূত্রে জানা গিয়েছে, সেই সময় আগুন লাগে ওই আবাসনেরই দ্বিতীয় তলের বাসিন্দা জনৈক পঙ্কজ আগরওয়ালের ফ্ল্যাটে। সেই আগুন মুহুর্তে ছড়িয়ে পড়ে আবাসনের তৃতীয় তলায় সুবোধবাবুর ফ্ল্যাটে। ফ্ল্যাটে তখন ছিলেন স্বাতীর মা, মাসি, দাদু, ঠাকুমা-সহ আরও ১৪ জন আত্মীয়। আগুন লাগার খবর পেয়ে আতঙ্কিত হয়ে তাঁরা সিঁড়ি দিয়ে নামতে যান। কিন্তু সিঁড়িতে আগুন ঝলকানি এবং ধোঁয়া দেখে তাঁরা দাঁড়িয়ে পড়েন। কিছু ক্ষণের মধ্যেই আগুনে ঝলসে যান তাঁরা সকলেই। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, দেহ এমন ভাবে ঝলসে গিয়েছে যে চেনা কঠিন হয়ে পড়ছে। আরও জানা গিয়েছে, স্বাতীর বিয়েতে বোকারো, কোডারমা, হাজারিবাগ থেকে যোগ দিয়েছিলেন তাঁদের আত্মীয়রা। অগ্নিকাণ্ডে ওই আত্মীয়দের অনেকেরই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি

মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রধানমন্ত্রী মোদি ট্যুইট করে লিখেছেন, ধানবাদের এই ঘটনায় আমি দুঃখিত। নিহতের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। মৃতদের প্রত্যেকের আত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share