Dhankhar meets Naidu: ধনখড়-নায়ডু সাক্ষাত! বিদায়ী সংবর্ধনায় আবেগপ্রবণ বেঙ্কাইয়া

07veeps

মাধ্যম নিউজ ডেস্ক: উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice-President Election) বিপুল ভোটে জয়ী হয়েছেন এনডিএ মনোনীত প্রার্থী জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বিরোধী দলের মনোনীত প্রার্থী মার্গারেট আলভাকে হারিয়ে ৭৩ শতাংশ ভোট পেয়েছেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল, যা ১৯৯৭ সালের পর সর্বোচ্চ ভোটের মার্জিন। সম্প্রতি বিদায়ী উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর সঙ্গে দেখা করেন তিনি। রবিবার উপরাষ্ট্রপতি ভবনে বিদায়ী উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ড়ু ও তাঁর স্ত্রী ঊষা নায়ড়়ুর সঙ্গে দেখা করেন সস্ত্রীক ধনখড়। উভয়ের মধ্যে সাক্ষাতের ছবিও ট্যুইট করেন ধনখড়। উপরাষ্ট্রপতি  বেঙ্কাইয়া নায়ড়ু তাঁকে উপরাষ্ট্রপতি ভবন ঘুরে দেখান। ৩০ মিনিট দুজনের কথোপকথন চলে।

অন্যদিকে সোমবার বিদায়ী সংবর্ধনায় আবেগপ্রবণ হয়ে পড়েন রাজ্যসভার (Rajya Sabha) চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু (Venkaiah Naidu )। এদিন নায়ডুর বিদায়ী সংবর্ধনার প্রথম বক্তা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর সঙ্গে দীর্ঘ রাজনৈতিক জীবন কাটানোর গল্প বলেন মোদি। তিনি বলেন, ”আমি প্রত্যেক সাংসদ এবং যুবকদের বলতে চাই যে তাঁরা সমাজ, দেশ এবং গণতন্ত্র সম্পর্কে আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। আপনার অভিজ্ঞতা আমাদের তরুণদের পথ দেখাবে, গণতন্ত্রকে শক্তিশালী করবে। আমি আপনার বই উল্লেখ করলাম, তার কারণ হল আপনার শব্দ প্রতিভা প্রতিফলিত হয়, যার জন্য আপনি পরিচিত। আপনার ওয়ান লাইনার উইন লাইনার। এরপর আর কিছু বলার দরকার নেই।”

আরও পড়ুন: ‘মেক ইন ইন্ডিয়া’র সাফল্য! এই প্রথমবার মেরামতির জন্য ভারতে মার্কিন রণতরী

আগামী বুধবার উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান পদে নায়ডুর মেয়াদ শেষ হচ্ছে। বৃহস্পতিবার নবনির্বাচিত উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) দায়িত্বভার গ্রহণ করবেন।

 
Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share