মাধ্যম নিউজ ডেস্ক: ইরানি নাগরিক আমু হাজি (Amou Haji )বিশ্বের সবচেয়ে অপরিস্কার মানুষ কয়েক দশক ধরে স্নান করতেন না। স্থানীয়দের দাবি, আমু জল ও সাবান ভয় পেতেন। এছাড়াও যৌবনে একটি হৃদয় বিদারক ঘটনার কারণে স্নান করা বন্ধ করে দেন। কয়েক মাস আগেই গ্রামবাসীরা তাঁকে এক প্রকার জোর করে স্নান করান। এই ঘটনার কয়েক মাস পরেই মারা গেলেন তিনি।
[tw]
BREAKING: The ‘World’s Dirtiest Man’ has passed away at age 94 😔💔 pic.twitter.com/RrHE6JYDYB
— RapTV (@Rap) October 25, 2022
[/tw]
ইরানের সংবাদসূত্রে জানা গিয়েছে, ইরানের ফার্স প্রদেশের দেজগাহ গ্রামে খুপরি দিয়ে তৈরী একটি ঘরে বসবাস করতেন।
[tw]
Muere a los 94 años de edad Amou Haji, el hombre más sucio del mundo.
No se bañó en 65 años y gozaba de una excelente salud.pic.twitter.com/Hz2cdcEsMU— Janosik García (@Janosikgarciaz) October 25, 2022
[/tw]
ইরানি এক সংবাদমাধ্যম ২০১৪ সালের তাদের একটি সংবাদপত্রের প্রতিবেদনে জানিয়েছিল,আমু হাজি সাধারণত তাঁর গ্রামের পাশ দিয়ে যাওয়া সড়কে দুর্ঘটনায় যেসব প্রাণী মারা যেত সেগুলোর মাংস থেকেই জীবন ধারণ করতেন। পশুপাখির মল দিয়ে তৈরি এক ধরনে্র পাইপ সেবন করতেন তিনি। আমু হাজি বিশ্বাস (Amou Haji)করতেন, স্নান করলেই তিনি অসুস্থ হয়ে পড়বেন। সে সময় তোলা বিভিন্ন ছবিতে দেখা গেছে, আমু হাজি একই সময়ে একাধিক সিগারেট/পাইপ খেতেন।
[tw]
‘World’s dirtiest man’ Amou Haji dies shortly after taking first bath in decades
Read @ANI Story | https://t.co/DnQbICR1q7#WorldsDirtiestMan #AmouHaji #AmouHajiDies pic.twitter.com/bq1njL5RyQ
— ANI Digital (@ani_digital) October 25, 2022
[/tw]
হাজির মৃত্যুর পর, “বিশ্বের সবচেয়ে অপরিস্কার মানুষ” এর খেতাবটি ভারতের মহারাষ্ট্রে ৬৭ বছর বয়সী একজন ভারতীয় ব্যক্তির কাছে যাবে যিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে স্নান করেননি।
Leave a Reply