মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলি উৎসব (Diwali 2022) শুরু হওয়ার ঠিক এক দিন আগে, ভারতের সবচেয়ে বড়ো সরকারী ব্যাংক বৃহত্তম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার ২৫ বেসিস পয়েন্ট থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৮০ বেসিস পয়েন্টে বৃদ্ধি করেছে। এই খবর প্রকাশ্যে আসার পরেই আমানতকারীদের মধ্যে খুশীর ঝড় উঠেছে। নতুন রেটগুলি ₹২ কোটির নিচে থাকা FD অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য। এসবিআই সূত্রে জানা গিয়েছে ২২ অক্টোবর থেকে এই নিয়মটি কার্যকর করা হবে৷ তারা আরও জানান, এই স্কিমের ফলে মূলত প্রবীণ নাগরিকরাই সবচেয়ে বেশি সুবিধাভোগী হবেন৷
এসবিআই ফিক্সড ডিপোজিটের নতুন রেট:
১ বছর বা তার কম সময় অন্তত ২১১ দিনের ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে ৮০ বেসিস পয়েন্ট দ্বারা সুদের হার বর্তমানের ৪.৭০ থেকে বেড়ে ৫.৫০ হবে।
ব্যাঙ্ক বর্তমানে দেওয়া ১৮০ দিনের ফিক্স ডিপোজিটে ৪.৬৫% এর তুলনায় ২১০ দিন মেয়াদী এফডি-তে সুদের হার ৬০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.২৫% করেছে। একই রকম বৃদ্ধি করা হয়েছে ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের ফিক্স ডিপোজিটে সুদ ৫.৬৫% থেকে বেড়ে ৬.২৫% হয়েছে।
বর্তমানে ৪৬ দিন থেকে ১৭৯ দিনের এফডিতে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে সুদের হার ৪% থেকে ৪.৫০% করা হয়েছে।
দীর্ঘ মেয়াদে, স্টেট ব্যাংক ৩০ বেসিস পয়েন্ট বাড়িয়ে সুদের হার ৬.১০% করেছে এবং ১০ বছরের মেয়াদ কালীন ফিক্স ডিপোজিটে সুদের হার বৃদ্ধি পেয়েছে ৫.৮৫%।
সর্বাধিক, একজন প্রবীণ নাগরিক ৫ বছর বা ১০ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৯০% হারে বর্তমানের ৬.৬৫% থেকে ২৫ বেসিস পয়েন্টের হিসেবে বেশি উপার্জন করতে পারবেন।
তবে ৭দিন থেকে ৪৫ দিনের মধ্যে খোলা ফিক্সড ডিপোজিটে ৩.৫০% হিসেবে সুদের হার অপরিবর্তিত থাকছে।
এর আগেও এসবিআই সিনিয়র সিটিজেনদের জন্য ‘ইউ কেয়ার ফিক্সড ডিপোজিট’ নামে একটি স্কিম এনেছিল। সাধারণ প্রকল্পে পাঁচ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫.৪ শতাংশ। সেখানে প্রবীণ নাগরিক স্পেশ্যাল ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.২০ শতাংশ হয়েছে। এই স্কিমের বিশেষত্ব, ৬০ বা তার বেশি বয়সের যে কেউই বিনিয়োগ করতে পারেন। কমপক্ষে পাঁচ বছরের জন্য এই প্রকল্পে বিনিয়োগ করা যায়। তবে তার আগেও টাকা তোলা যায়। তবে সে ক্ষেত্রে অতিরিক্ত সুদ পাওয়া যাবে না।
Leave a Reply