DY Chandrachud: দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন ডি ওয়াই চন্দ্রচূড়, শপথ গ্রহণ ৯ নভেম্বর

indian-chief-justice_1

মাধ্যম নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)। ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ২০২২ সালের ৯ নভেম্বর থেকে দায়িত্ব নিচ্ছেন ডি ওয়াই চন্দ্রচূড়। একথা ট্যুইট করে জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু, এএনআই সূত্রে খবর। দেশের ৫০তম প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি চন্দ্রচূড়। আগামী নভেম্বরে অবসর নেবেন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত।

দেশের বর্তমান প্রধান বিচারপতি ইউ ইউ ললিতই (Justice U U Lalit) তাঁর উত্তরসূরী হিসেবে ডি ওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) নাম প্রস্তাব করেছিলেন। আগামী ৮ নভেম্বর প্রধান বিচারপতি হিসেবে অবসর গ্রহণ করবেন তিনি। আগামী দু’বছর দেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি চন্দ্রচূড়। ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত এই পদে থাকবেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

আরও পড়ুন: তিস্তায় রমরমিয়ে চলছে বালি পাচার, ভিডিও শেয়ার করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

দেশের প্রধান বিচারপতির কিছু অজানা বিষয় জেনে নিন।

ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় (DY Chandrachud) ১১ নভেম্বর, ১৯৫৯ সালে বম্বেতে জন্মগ্রহণ করেন। তিনি প্রধান বিচারপতি ওয়াইভি চন্দ্রচূড়ের ছেলে। আর ইনিই সবচেয়ে বেশি সময় ধরে থাকা প্রধান বিচারপতি ছিলেন। ডি ওয়াই চন্দ্রচূড় নয়াদিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে অর্থনীতিতে বিএ(এইচ) ডিগ্রি অর্জন করেছেন। এরপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ল সেন্টার থেকে ল ডিগ্রি সম্পন্ন করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ল স্কুল থেকে এলএলএম এবং ডক্টরেট (এসজেডি) করেছেন।

১৯৮৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন পড়ান। তিনি বম্বে বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ছিলেন। এরপর ১৯৯৮ সালে বম্বে এইচসি দ্বারা সিনিয়র অ্যাডভোকেট হিসাবে মনোনীত হন। তিনি ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবেও নিযুক্ত হন। ২০০০ সালে, তিনি বম্বে হাইকোর্টের বিচারক হিসাবে নিযুক্ত হন। ২০১৩ সালে, তিনি এলাহাবাদ আদালতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। ২০১৬ সালে, তিনি ভারতের সুপ্রিম কোর্টে নিযুক্ত হন। ২০২১ সালে SC কলেজিয়ামেরও অংশ হয়েছিলেন। ২০২২ সালে, তিনি ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি (NALSA) এর এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। অবশেষে আগামী ৯ নভেম্বর হবেন প্রধান বিচারপতি (DY Chandrachud। ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত তিনি প্রধান বিচারপতির দায়িত্বে থাকবেন।

বিচারপতি চন্দ্রচূড়ের (DY Chandrachud) কিছু গুরুত্বপূর্ণ রায়ের মধ্যে রয়েছে মহিলাদের জন্য গর্ভপাতের অধিকার, হিউম্যান রাইটস, জেন্ডার জাস্টিস, সবরিমালা মন্দির মামলা, ফান্ডামেন্টাল রাইট টু প্রাইভেসি, ক্রিমিনাল আইন এবং কমারশিয়াল আইন সংক্রান্ত মামলা।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share