মাধ্যম নিউজ ডেস্ক: স্নেহের পরশ! একজন ভারতীয় মহিলা সেনা অফিসারকে আন্তরিকভাবে জড়িয়ে ধরে গালে স্নেহের চুম্বন এঁকে দিলেন একজন তুর্কি মহিলা। বিপদের দিনে যে পাশে থাকে সেই তো বন্ধু। বন্ধুত্বের বার্তা দিয়েছে ভারত। সোমবারের বিধ্বংসী ভূমিকম্প এবং আফটারশকের পর তুরস্কের পাশাপাশি সিরিয়াকে সাহায্য করার জন্য ভারত ‘অপারেশন দোস্ত’ চালু করেছে। ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন দোস্ত’ কীভাবে তুরস্ক ও সিরিয়ায় অসহায় মানুষের জীবন বাঁচাচ্ছে, সেই ছবি দেশের পাশাপাশি সারা বিশ্বের সামনে তুলে ধরেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
The army field hospital in Iskenderun, Hatay, Türkiye has started functioning with running Medical, Surgical & Emergency Wards; X-Ray Lab & Medical Store. @adgpi team will work 24 x 7 to provide relief to the affected people.#OperationDost https://t.co/D9ATv2rfAV pic.twitter.com/zFFI85t2sG
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 9, 2023
অন্য ছবি
তুরস্কে ভয়াবহ বিপর্যয়ের (Earthquake Disaster) মাঝে এ এক অন্য ছবি। ছবিতে দেখা যাচ্ছে এক তুর্কি মহিলাকে উদ্ধার করেছে ভারতীয় সেনা। তারপর ওই তুর্কি মহিলা এক ভারতীয় সেনা অফিসারের গালে চুম্বন দিচ্ছেন। দূর দেশেও যেন আত্মীয়তার ছোঁয়া। এই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় সেনাবাহিনী এই দুই মহিলার ছবি ক্যাপশন সহ শেয়ার করেছে, “আমরা যত্নশীল”, নিখুঁতভাবে দ্রুত উদ্ধারের ঠিক পরের মুহূর্ত”….!
We Care.#IndianArmy#Türkiye pic.twitter.com/WoV3NhOYap
— ADG PI – INDIAN ARMY (@adgpi) February 9, 2023
সদা সক্রিয় ভারতীয় সেনা
ইতিমধ্যেই ভূমিকম্প-বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার উদ্ধার ও ত্রাণ কাজের জন্য ভারতীয় সেনাবাহিনী সকলের মন জয় করছেন। সেনা হাসপাতালে জখমদের প্রতিনিয়ত চিকিৎসা চালাচ্ছে ভারতীয় সেনা। তুষারপাত (Blizzard) ও হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছেন উদ্ধারকারীরা। চেষ্টা করছেন যত বেশি সংখ্যক মানুষের প্রাণ বাঁচানো যায়।
The Indian Army team of medical specialists is on the job 24×7, providing relief to those injured.
🎥 Some glimpses from the Field Hospital in Iskenderun, Hatay. #OperationDost pic.twitter.com/3hrVP2ZeaM
— Arindam Bagchi (@MEAIndia) February 9, 2023
ভূমিকম্পে এখন পর্যন্ত ২১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। ধ্বংসস্তূপের স্তূপ সরিয়ে বের করে আনা হচ্ছে একের পর মৃতদেহ। একই সঙ্গে খারাপ আবহাওয়ার কারণে ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। রাতে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাওয়ায় ত্রাণ ও উদ্ধারকার্য বন্ধ রাখতে হচ্ছে। উদ্ধার অভিযানে ইতিমধ্যেই ভারত থেকে ৩টি NDRF টিম তুরস্কে পৌঁছেছে। এনডিআরএফ ডিরেক্টর অতুল কারওয়াল বলেছেন, ভারত তুরস্কে চারটি বিমান পাঠিয়েছে, দুটিতে এনডিআরএফ দল এবং দুটি সি-17 মেডিকেল টিম উদ্ধার অভিযানে ইতিমধ্যে অংশ নিয়েছে। তুরস্ক ও সিরিয়ায় আর্তদের পাশে দাঁড়িয়ে যে সক্রিয় ভূমিকা পালন করেছে ভারতীয় সেনা তার জন্য তাঁদের কুর্নিশ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Proud of our NDRF.
In the rescue operations in Türkiye, Team IND-11 saved the life of a six-year-old girl, Beren, in Gaziantep city.
Under the guidance of PM @narendramodi, we are committed to making @NDRFHQ the world’s leading disaster response force. #OperationDost pic.twitter.com/NfvGZB24uK
— Amit Shah (@AmitShah) February 9, 2023
এনডিআরএফ ডিরেক্টর অতুল কারওয়াল বলেন, “আমরা সিরিয়ায় চিকিৎসা সামগ্রী ও সরঞ্জামসহ একটি সি-১৩০ বিমান পাঠিয়েছি। তুরস্ক এবং সিরিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকায় ইতিমধ্যে ২৫০ জন কর্মী মোতায়েন করা হয়েছে। ১৩৫ টন ওজনের বিশেষ সরঞ্জাম এবং অন্যান্য ত্রাণ সামগ্রীও তুরস্কে পৌঁছেছে। এছাড়াও, ভারতীয় সেনাবাহিনীর তরফে একটি ৩০ শয্যার ‘ফিল্ড হাসপাতালের’ জন্য কর্মী ও সরঞ্জাম পাঠানো হয়েছে।” তিনি জানান, ফিল্ড হাসপাতালটি একটি সম্পূর্ণ কার্যকরী অপারেশন থিয়েটার এবং এক্স-রে এবং ভেন্টিলেটরের মতো সুবিধা রয়েছে। এনডিআরএফ দলগুলি গাজিয়ানটেপে উদ্ধার অভিযান চালাচ্ছে তখন মেডিকেল দল ইস্কেন্ডারুনে ফিল্ড হাসপাতাল গড়ে আর্তদের চিকিৎসা পরিষেবা দিচ্ছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply