মাধ্যম নিউজ ডেস্ক: ভয়ানক ভূমিকম্পে (Earthquake in Turkey) বিধ্বস্ত হয়ে গিয়েছে দুটি দেশ। ভূমিকম্প বিধ্বস্ত সেই তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু সংখ্যা ছাড়াল ৫০ হাজার। বিভিন্ন মহল বলছে, বেসরকারিভাবে এই সংখ্যাটা আরও বেশি। শুক্রবার তুরস্ক প্রশাসন সরকারিভাবে জানিয়েছে, তাদের দেশে ৪৪ হাজার ২১৮ জনের দেহ উদ্ধার হয়েছে। সিরিয়ায় মৃত্যু সংখ্যা ৫ হাজার ৯১৪। দু’টি দেশ মিলিয়ে মৃত্যু সংখ্যা ছাড়াল ৫০ হাজার। মৃত্যুর সংখ্যা যে ৫০ হাজার ছাড়াবে তা অনেক আগেই অনুমান করে ফেলেছিলেন বিশেষজ্ঞ মহল। ৬ ফেব্রুয়ারি ভোররাত থেকেই পরপর ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল। ভূমিকম্পের (Earthquake in Turkey) পরেই শুরু হয় সেখানে মৃত্যু মিছিল এবং ঘরহারাদের কান্না। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ সেখানে ঝাঁপিয়ে পড়ে ত্রাণের কাজে। ভারতের এনডিআরএফ কর্মীরা শুরু করে অপারেশন দোস্ত। এখনও দু’দেশে উদ্ধার কাজ চলছে। প্রতিদিনই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে পচাগলা দেহ।
আরও পড়ুন: বেলাইন টয় ট্রেন, কার্শিয়াং-এ লাইনচ্যুত হয়ে উল্টে গেল টয় ট্রেন, ব্যাহত পরিষেবা
তুরস্কে প্রায় ২ লক্ষ বাড়ি বানিয়ে দেবে মার্কিন ব্যাঙ্কিং সংস্থা
তুরস্ককে নতুন করে গড়তে ইতিমধ্যেই এগিয়ে এসেছে মার্কিন ব্যাঙ্কিং সংস্থা জেপি মর্গ্যান। তারা জানিয়েছে, তুরস্কে ২ লক্ষ বহুতল আবাসন এবং ৭০ হাজার গ্রামীণ বাড়ি তৈরি করবে। ইতিমধ্যেই জানা গিয়েছে তুরস্কে ধ্বংসস্তূপের পরিমাণ দাঁড়িয়েছে ২১০ মিলিয়ন টন। পৃথকভাবে রাষ্ট্রপুঞ্জও দুই দেশকে সাহায্য পাঠাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, তুরস্ককে নতুন করে গড়ে তুলতে অন্তত এক দশক সময় লাগবে। তবে মৃত্যু সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা অনেকের। রাষ্ট্রপুঞ্জের অনুমান, শুধু তুরস্কেই ভেঙে পড়েছে ২ লক্ষ ৬৪ হাজার বাড়ি। সিরিয়াতেও অন্তত ৫০ হাজার বাড়ি ভেঙে পড়েছে বলে অনুমান তাদের। ধ্বংসস্তূপের নীচে যে আরও কত হাজার মানুষ চাপা পড়ে রয়েছেন, তারও কোনও হিসাব নেই।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours