মাধ্যম নিউজ ডেস্ক: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে পৌঁছল ভারতে ষষ্ঠ বিমান। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ত্রাণ সামগ্রী, উদ্ধারকর্মী, এবং চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভারত থেকে ষষ্ঠ বিমানটি তুরস্কে পৌঁছেছে।
ষষ্ঠ বিমান রওনা হতেই ট্যুইট করলেন বিদেশমন্ত্রী
এদিন ট্যুইটারে বিদেশমন্ত্রী জয়শঙ্কর লেখেন, অপারেশন দোস্ত (Operation Dost) বিমান ইতিমধ্যে তুরস্কে পৌঁছেছে। উদ্ধারকারী দল, কুকুর, ওষুধপত্র এবং চিকিৎসা সরঞ্জাম নিয়ে।
নিজের ট্যুইটারে তিনি তুরস্কের একটি ফিল্ড হাসপাতালের ছবিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে চিকিৎসকরা প্রস্তুতি নিচ্ছেন।
প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্ক এবং পার্শ্ববর্তী সিরিয়ায় মৃতের সংখ্যা কমপক্ষে ১৫,০০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে ওই দেশগুলির সংবাদ সংস্থা।
The sixth #OperationDost flight reaches Türkiye.
More search and rescue teams, dog squads, essential search & access equipment, medicines and medical equipment ready for deployment in the relief efforts. pic.twitter.com/tacGyzsCDB
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 8, 2023
জয়শঙ্কর ট্যুইটারে আরও লিখেছেন, “এই হাসপাতালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা করা হবে। আমাদের চিকিৎসকরা এখানে প্রস্তুতি নিচ্ছেন, এই অবস্থার মোকাবিলা করার জন্য।
বিদেশ মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক অরিন্দম বাগচি গতকাল বলেন, যে ভারতীয় সেনাবাহিনী তুরস্কের ইস্কেন্ডারুনে ‘অপারেশন দোস্ত’-এর অধীনে ফিল্ড হাসপাতাল তৈরি করেছে।
অপারেশন দোস্ত (Operation Dost) নিয়ে কী বললেন তুরস্কের রাষ্ট্রদূত
ভারতে তুরস্কের রাষ্ট্রদূত ফিরাত সুনেল ‘অপারেশন দোস্ত’কে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন এবং এই অপারেশন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ভিত মজবুত করবে বলেও জানিয়েছেন তিনি।
এদিন সাংবাদিক সম্মেলনে ফিরাত সুনেল বলেন, অপারেশন দোস্ত (Operation Dost) তুরস্কের এই পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অপারেশন। দোস্ত এমন একটি শব্দ যেটির অর্থ হিন্দি এবং তুর্কি ভাষায় হল বন্ধু। এবং এই অপারেশন প্রমান করল ভারত ও তুরস্কের মধ্যে আমাদের বন্ধুত্ব সম্পর্ক রয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply