Recruitment Scam: বাংলা ও দিল্লিতে অয়নের ২০টি ফ্ল্যাট, ৫টি দামি গাড়ি! ইডি-র রেডারে ছেলের বান্ধবীও

ayan-Sil

মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ-দুর্নীতি (Recruitment Scam) মামলায় এবার ধৃত অয়ন শীলের নামে-বেনামে ২০টি ফ্ল্যাটের হদিশ মিলল। কেবল বাংলা নয়, রাজধানী দিল্লিতেও অয়নের ফ্ল্যাট রয়েছে। এছাড়া একাধিক দামি গাড়িও রয়েছে। যার মধ্যে একটি অয়ন ঘনিষ্ঠ শ্বেতা এবং অন্যটি স্ত্রী কাকলি শীলের নামে। ফ্ল্যাট-গাড়ির পাশাপাশি তাঁর নামে এবং বেনামে রয়েছে বহু জমিও। মঙ্গলবার বিশেষ আদালতে এমনই তথ্য পেশ করেছে ইডি।

অন্যদিকে, অয়ন শীলের তরফে জামিনের আবেদন জানানো হলেও শেষ পর্যন্ত ইডি-র আবেদন মেনেই সেটা খারিজ করে দেয় আদালত। আগামী ৮ মে পর্যন্ত অয়নকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক শুভেন্দু সাহা। ইডি সূত্রে খবর, প্রোমোটার হিসাবে পরিচিত অয়ন নিজের ফ্ল্যাট নিজেকেই বেচতেন। আয়কর ফাঁকি এবং সম্পত্তি বাড়ানোর এমন কৌশলই নিয়েছিলেন অয়ন।

অয়ন-পুত্রের বান্ধবীকেও তলব ইডির

অন্যদিকে, রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) এ বার অয়ন শীলের পুত্র অভিষেকের ‘পরিচিত’ ইমন গঙ্গোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যদিও ইমনকে নিজের ‘বান্ধবী’ বলতে আগে অস্বীকার করেছিলেন অয়ন-পুত্র। বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (কলকাতায় যেখানে ইডির দফতর রয়েছে) ইমনকে ডেকে পাঠানো হয়েছে। 

অয়ন-পুত্র অভিষেকের ভূমিকাও তদন্তকারীদের আতশকাচের তলায় আসে। ইমন এবং অভিষেক যৌথ মালিকানায় একটি পেট্রল পাম্প কিনেছিলেন বলে হলফনামায় জানিয়েছিল ইডি। সরকারি সিলমোহর থাকা ওই নথি অনুযায়ী, ২০২০ সালের অক্টোবর মাসে ১ কোটি টাকায় পেট্রল পাম্পটি কেনা হয়েছিল। গুড়াপে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে প্রায় সাড়ে ৩ বিঘা জমির উপর এই পেট্রল পাম্প অভিষেক এবং ইমন কিনেছিলেন কলকাতার বিডন স্ট্রিটের বাসিন্দা নন্দগোপাল শুক্ল, অজয় শুক্ল এবং আশিস শুক্লর কাছ থেকে। স্থানীয়দের কাছে পাম্পটি ‘শুক্ল পাম্প’ নামেই পরিচিত। শুধু তাই নয়, কলকাতায় বন্ডেল রোডের উপরে অভিষেক এবং ইমন যৌথ মালিকানায় একটি ফার্ম খুলেছিলেন। তার নাম দিয়েছিলেন ‘ফসিল্‌স’।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share