মাধ্যম নিউজ ডেস্ক: আপাতত ট্যুইটার ব্লু টিকের রিলঞ্চ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন ট্যুইটারের নয়া মালিক ইলন মাস্ক। মঙ্গলবার তিনি ঘোষণা করেন, যতদিন না ভুয়ো প্রোফাইল চিহ্নিতকরণের প্রযুক্তির বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত হতে পারছেন, ততদিন প্রোফাইলকে ভেরিফায়েড ঘোষণা করার এই প্রক্রিয়া বন্ধ রাখা হবে।
Holding off relaunch of Blue Verified until there is high confidence of stopping impersonation.
Will probably use different color check for organizations than individuals.
— Elon Musk (@elonmusk) November 22, 2022
১০ নভেম্বর আইফোন, আইপ্যাড ব্যবহারকারীদের জন্যে ব্লু টিকের সাবস্ক্রিপশন প্ল্যান ঘোষণা করেছে ট্যুইটার। নিজের প্রোফাইলকে ভেরিফায়েড করতে আপনাকে খরচ করতে হবে গ্যাঁটের কড়ি। এই বিশেষ প্ল্যান সাবস্ক্রাইব করতে গেলে আপনাকে প্রতি মাসে ৮ মার্কিন ডলার খরচা করতে হবে। ৭.৯৯ ডলারের এই প্ল্যান সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গেই আপনি আপনার প্রোফাইলে ব্লু টিক ভেরিফিকেশন পেয়ে যাবেন।
আরও পড়ুন: খড়ের গাদায় মিলল বোমার পাহাড়ের হদিশ, ত্রস্ত কুলপির গ্রাম
এর আগে ২৯ নভেম্বর ব্লু টিক ফিচার ফিরিয়ে আনার ঘোষণা করেছিলেন ইলন মাস্ক। ট্যুইটারে মাস্ক লিখেছিলেন, ২৯ নভেম্বর থেকে নতুন করে আসতে চলেছে ট্যুইটার ব্লুটিক। এই প্লাটফর্মে আরও ভাল পরিষেবা দিতেই নতুন করে আনা হচ্ছে এই সার্ভিস। কিন্তু আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রাখার ঘোষণা করলেন।
এর আগে কারা পেতেন এই বিশেষ সুবিধা?
আগে রাজনীতিবিদ, বিখ্যাত ব্যক্তিত্ব, সাংবাদিক ও অন্যান্য তারকাদের জন্য দেওয়া হত এই বিশেষ সুবিধা। বর্তমানে এই ব্লুটিক সাবস্ক্রিপশন যে কেউ টাকা দিয়ে নিতে পারবে। চলতি মাসের শুরুতে টুইটারের রাজস্ব বাড়াতে এই ব্লুটিকের কথা বলেন মাস্ক। মূলত, বিজ্ঞাপনদাতাদের ধরে রাখতেই নতুন করে আনার কথা ছিল এই ফিচার।
আইফোনের ট্যুইটার অ্যাপের বিষয়ে একটি নোটিফিকেশনে বলা হয়েছে, ট্যুইটার ব্লুতে আরও নতুন নতুন ফিচার যুক্ত করা হবে। এখন সাবস্ক্রাইব করলে প্রতিমাসে ৭.৯৯ মার্কিন ডলারেই এই সুবিধা পাওয়া যাবে।
ট্যুইটার আরও জানায়, ট্যুইটার ব্লু ব্যবহারকারীদের হ্যান্ডেলে তারকাদের মতোই ব্লু টিক থাকবে। নতুন ফিচারগুলি সম্পর্কেও জানিয়েছে ট্যুইটার কর্তৃপক্ষ। জানানো হয়েছে, বিজ্ঞাপনের পরিমাণ অর্ধেক করা হবে, আরও দীর্ঘ ভিডিও পোস্ট করা যাবে, কন্টেন্ট- এর প্রায়োরিটি র্যাঙ্কিং করা হবে। এতে স্প্যাম, বটের পরিমাণ কমে আসবে।
এদিকে কিছুদিন আগেই ফিরেছে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ট্যুইটার অ্যাকাউন্ট (Twitter Account)। এজন্য আয়োজন করা হয়েছিল আস্ত একটা ভোটের। ওই ভোটে সংখ্যাগরিষ্ঠের মত যায় ট্রাম্পের পক্ষে। তার পরেই ফেরে ট্রাম্পের অ্যাকাউন্ট। ট্রাম্পের ট্যুইটার অ্যাকাউন্ট ফিরতেই দেখা যায়, তাঁর ফলোয়ারের সংখ্যা আগে যেখানে এক মিলিয়ন ছিল, মাত্র ৩০ মিনিটের মধ্যেই তা বেড়ে হয় ২.১ মিলিয়ন। ট্রাম্পের অ্যাকাউন্ট খোলার খবরটি শেয়ার করে ট্যুইটারের সিইও ইলন মাস্ক ট্যুইট করেন, মানুষ চেয়েছে। ট্রাম্পের অ্যাকাউন্ট ফের চালু হবে। জনগণের কণ্ঠস্বরই ভগবানের কণ্ঠস্বর।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply