মাধ্যম নিউজ ডেস্ক: বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, জনপ্রিয় মারভেল সিরিজে নাকি অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেতা ফারহান আখতার (Farhan Akhtar)। মাস কয়েকের চাপানউতরের পর সে জল্পনায় শিলমোহর পড়ল। অভিনেতা ফারহান আখতারকে নিশ্চিত ভাবে দেখা যাবে ডিজনির ‘মিস মারভেল’ (Ms Marvel) সিরিজে। ইনস্টাগ্রামে একটি খবরের শিরোনাম শেয়ার করে ফারহান নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি। মারভেল স্টুডিওর (Marvel Studio) সিরিজটি শীঘ্রই মুক্তি পেতে চলেছে। মহিলা চরিত্র ‘মিস মারভেল’-এরও প্রথম আবির্ভাব।
সম্ভবত অতিথিশিল্পী হিসেবেই কিছুক্ষণের জন্য হাজির হবেন ফারহান। সবটাই এখনও রহস্যে মোড়া। ইনস্টাগ্রামে ফারহান লেখেন, “নিজেকে আরও সমৃদ্ধ করা এবং শেখার জন্য আমাকে যে সুযোগ করে দেওয়া হয়েছে, তাতে আমি ভাগ্যবান। খুব মন দিয়ে করব কাজটা।”
[insta]
View this post on Instagram
[/insta]
হরিশ প্যাটেলের পর আরেক ভারতীয়কে দেখা যাবে মার্ভেল সিরিজে। এতে যারপরনাই খুশি ফারহান অনুরাগীরা।
আগামী ৮ জুন মুক্তি পাচ্ছে ‘মিস মারভেল’। ডিজনি প্লাসে প্রথম দেখা যাবে এই সিরিজ। সিরিজের ঝলক প্রকাশিত হয়েছিল বছরের শুরুতেই। ট্রেলরে অভিনেত্রী ইমান ভেলানিকে ‘কমলা খান’ ওরফে ‘মিস মারভেল’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। গল্পের আভাসও পাওয়া যায় ট্রেলরে। কমলা তথা মিস মারভেল এক কিশোরী। স্কুলে পড়াকালীন নানা সমস্যার সম্মুখীন হয় সে। সে সবের মোকাবিলা করতে না পেরে ক্রমশই জীবনের প্রতি আস্থা হারায়। এ এক ঘুরে দাঁড়ানোর গল্প। অতিমানবিক শক্তি আসে আশির্বাদ হয়ে। জমাটি গল্প নিয়ে এগোয় এই ‘ফ্যান্টসি সিরিজ’।
ফারহানের এই নয়া ইনিংসে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীসহ তাঁর সহকর্মীরা। করণ জোহর, অর্জুন রামপাল থেকে শুরু করে বিদ্যা বালন, অমৃতা অরোরা, জোয়া আখতার, ফারহা খান, ম্রুণাল ঠাকুর, মুক্তি মোহনের মতো অনেক তারকাই কমেন্ট বক্সে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ফারহানের স্ত্রী শিবানী দান্ডেকরেরও বেজায় খুশি। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “প্রথম ঝলক দেখার জন্য অপেক্ষা করছি। তোমার জন্য ভীষণ গর্বিত ফারহান।”
[insta]
View this post on Instagram
[/insta]
Leave a Reply