FIFA World Cup: ফুটবল মাঠে রাজনীতি! সরকার বিরোধী ইরানি সমর্থকদের থেকে পতাকা কাড়ল সরকারের সমর্থকরা

AP22325462070182-e1669038542533

মাধ্যম নিউজ ডেস্ক: খবরে শিরোনামে ইরান। ফুটবল মাঠের লড়াইয়ে ওয়েলসকে টেক্কা দিয়েছে তারা। তবে সেই সাফল্য ঢাকা পড়েছে বিদ্রোহের আগুনে। ম্যাচ চলাকালীন একদল ইরানি সমর্থক সরকার বিরোধী স্লোগান দিতে দিতে দেশের পতাকা ওড়াতে থাকেন। এই ঘটনা ইরানের প্রথম ম্যাচেও দেখা গিয়েছিল। দেশে স্বাধীনচেতা নাগরিকরা সরকারের তালিবানি শাসনের বিরুদ্ধে এভাবেই সোচ্চার হচ্ছেন বিশ্বকাপ ফুটবলের আসরে। তবে প্রথম ম্যাচে বিক্ষোভকারীদের সেভাবে বাধার মুখে পড়তে হয়নি। কিন্তু শুক্রবার ইরান ওয়েলস ম্যাচের সময় গ্যালারিতে বিক্ষোভ দেখাতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় বেশ কিছু ইরানি সমর্থককে। বিভিন্ন সংবাদ মাধ্যমের পাওয়া খবরে জানা গিয়েছে, সরকার বিরোধী ইরানি সমর্থকদের থেকে সরকার পক্ষের সমর্থকরা পতাকা কেড়ে নেয়। তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এই ঘটনার পর বিক্ষোভকারীরা তুমুল চিৎকার চেঁচামেচি করে।

আরও পড়ুন: যুবরাজের উপহার! মেসিদের হারিয়ে মূল্যবান গাড়ি পেলেন সৌদি ফুটবলাররা

ইরানে সরকার বিরোধী বিক্ষোভ

ইরানের সমর্থকদের এই বিক্ষোভের পিছনে রয়েছে অন্য একটি কারণ। সেপ্টেম্বরে ২২ বছরের তরুণী মাশা আমিনির মৃত্যুর পর থেকে হিজাব বিদ্রোহে অগ্নিগর্ভ ইরান। ‘নীতি পুলিশে’র বিরুদ্ধে গর্জে উঠেছেন মুক্তকেশী তরুণীরা। হিজাব পুড়িয়ে, চুল কেটে ইসলামের নামে মহিলাদের শিকলবন্দি করার প্রতিবাদ করছেন তাঁরা। কিন্তু থেমে নেই শাসকও। বিক্ষোভ দমনে কড়া পদক্ষেপ করছে প্রশাসন। বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, মহিলাদের জন্য কঠোর পোশাকবিধি রয়েছে ইরানে। ওই আইনে বয়স সাত বছরের বেশি হলে হিজাব পরা বাধ্যতামূলক। নির্দিষ্ট নিয়মে পরতে হয় হিজাব। ‘নীতি পুলিশের’ দল হিজাব বিধি সঠিকভাবে কার্যকর হচ্ছে কি না, তা তদারকি করে থাকে। সেই বিধি লঙ্ঘন করার অভিযোগে ১৬ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশির মারে মৃত্যু হয় তরুণী মাশা আমিনির। তারপর থেকেই দেশজুড়ে চলছে প্রতিবাদী মিছিল।

আরও পড়ুন: বিশ্বকাপে অঘটন, সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল মেসির আর্জেন্টিনা

ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন ফুটবলাররাও। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলা শুরুর আগে জাতীয় সংগীত (Iran National Anthem) গাইতেও  অস্বীকার করেছিল ইরানের ফুটবলাররা। যদিও শুক্রবার ওয়েলসের বিরুদ্ধে খেলতে নামার আগে জাতীয় সংগীত গান তাঁরা।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share